নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

দৈনন্দিন জীবনে আমার মায়ের দশটি উপদেশ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

দু পা ছড়িয়ে বা বেশী ফাঁক করে বসোনা, এক পায়ের সাথে আরেকপায়ের দূরত্ব কম রেখে বসো। এতে তোমার মার্জিত রুচির প্রকাশ পাবে।







কোথাও বের হওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিবে এবং মুখে একটা সুইং গাম রাখবে।এতে বিব্রত হতে হবেনা।



মুখের সাথে একদম মুখ লাগিয়ে কথা বলবেনা, দূরত্ব বজায় রেখে বলবে।



বসে পা নাড়তে থাকা একটা দৃষ্টি কটু ব্যাপার। এ কাজটা কখনো করবেনা।



কারো সামনে বসে অনবরত মাথা দুলাতে থাকবেনা।



নাক যদি খুটতেই হয়, তবে রেস্টরুম অথবা ফ্রেশরুমে গিয়ে করে আসবে। মানুষের সামনে এ কাজটা করা অনেক বিশ্রী ব্যাপার।অনেক সেমিনারে, মন্চে অনেক বড় মাপের মানুষদের নাক খুঁটতে দেখা যায়।



খাবারের পর ডাইনিং রুমের বেসিনে হাত ধূয়ে কখনো বেসিনে কুলি করে কুলির পানি ফেলবেনা। রেস্টরুমে গিয়ে করবে।



শব্দ করে করে চা পান করবেনা।



চপাত চপাত করে সেন্ডেল ফ্লোরে বাড়ি দিয়ে হাঁটবে না।



বিশেষ করে কারো বাসায় যদি টয়লেট ,বেসিন ব্যবহার করতে হয় তবে কাজ শেষ করে সুন্দর করে পরিস্কার করে রেখে আসবে।এতে তোমার সুরুচির প্রকাশ ঘটবে, মর্যাদাবোধ বাড়বে।



আর মনে রাখবে - শালীনতার চেয়ে বড় সৌন্দর্য্য পৃথিবীতে আর নাই।



মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

সজলমেহেদি বলেছেন: আপনার মা যথার্থ বলেছেন

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

নিশি মানব বলেছেন: onek Sundor upodesh Diyechen Apnar Amma.Aj Theke Ami e Bishoye Sojag Thakbo Inshallah...

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে। ভালো লাগলো মেনে চলবেন শুনে।
অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

মাক্স বলেছেন: উপদেশ মানিয়া চলার উপদেশ দেয় নাই? ;) ;)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

খেয়া ঘাট বলেছেন: উপদেশ মানিয়া চলার কোনো উপদেশ নাই, তবে ঔষধ আছে-- বুঝেছেনতো
সেটা হলো-- মাইর :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

খায়ালামু বলেছেন: মাক্স বলেছেন: উপদেশ মানিয়া চলার উপদেশ দেয় নাই? ;) ;)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

খেয়া ঘাট বলেছেন: উপদেশ মানিয়া চলার কোনো উপদেশ নাই, তবে ঔষধ আছে-- বুঝেছেনতো
সেটা হলো-- মাইর

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

সাইফ বারী বলেছেন: আপনার মা ভালো উপদেশ দিয়েছেন

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

মাহবু১৫৪ বলেছেন: খুবই ভাল উপদেশ

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: অতি দরকারি উপদেশ

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

চীড়া মুড়ী বলেছেন: মেনে চলার চেস্টা করি সবসময়..................

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

খেয়া ঘাট বলেছেন: জ্বি , অনেক ধন্যবাদ।

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আশিক মাসুম বলেছেন: কোথাও বের হওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিবে এবং মুখে একটা সুইং গাম রাখবে।এতে বিব্রত হতে হবেনা।

মুখের সাথে একদম মুখ লাগিয়ে কথা বলবেনা, দূরত্ব বজায় রেখে বলবে।


;) ;) ;) :P

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

খেয়া ঘাট বলেছেন: :) :) :)

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

শান্তা273 বলেছেন: শালীনতার চেয়ে বড় সৌন্দর্য্য পৃথিবীতে আর নাই।
আপনার মা খুব ভাল উপদেশ দিয়েছেন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

পথহারা সৈকত বলেছেন: শালীনতার চেয়ে বড় সৌন্দর্য্য পৃথিবীতে আর নাই।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

হাসান মাহবুব বলেছেন: ঙ্খুব ভালো উপদেশ সবগুলাই। এবং সবগুলাই মোটামুটি মানি। তবে পা নাড়ানোর অভ্যাসটা কোনভাবেই ত্যাগ করতে পারতেসি না। আমার মা'ও এটা নিয়ে অনেক কথা বলেন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ। আসলে সব মায়ের মনই এক।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

কলম.বিডি বলেছেন: খুব সুন্দর! নিজের মা-ও বলেন কিন্তু আপনার মায়ের কথাগুলো পড়ে কী ভালোলাগলো। প্রিয়তে নিয়ে গেলাম।

'মা' ভালো থাকুন।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পড়েও অনেক ভালো লাগলো। মায়ের জন্য দোয়া করবেন।
অনেক ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

doha057 বলেছেন: পৃথিবীর সব মায়েরাই এক রকম ;) উপদেশগুলো আদেশ মনে করবেন :P

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: জ্বি জনাব। অনেক ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

নীল-দর্পণ বলেছেন: আন্টি দেখি সেইরকম ফর্মাল :|

বাসায় বসে শব্দ করে চা না খেলে মজা লাগেনা B-))

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: আমিও তো সেটাই মনে করি, উফুত উফুত না করলে কি আর মন ভরে।
ধন্যবাদ।

আবার আরেকটি কথা বলেছিলেন- শুনলে আবার রাগ করবেন না যেন।
বলেছিলেন- কাউকে আন্টি আংকেল বলবানা, বলবা- খালাম্মা, খালু অথবা চাচা-চাচি। এটা নাকি অনেক বেশী আন্তরিক। :)

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

সমানুপাতিক বলেছেন: আপনার মা অবশ্যই রুচিবান এবং বিজ্ঞ ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

বেবিফেস বলেছেন: মা্যের কি উপদেশ মানিয়া চলার উপদেশ দেওয়ার প্রয়োজন আছে!

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

খেয়া ঘাট বলেছেন: কোনো প্রয়োজন নাই।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

মনিরা সুলতানা বলেছেন: আর মনে রাখবে - শালীনতার চেয়ে বড় সৌন্দর্য্য পৃথিবীতে আর নাই।

সালাম জানাই মা :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬

খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৯| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

নুসরাতসুলতানা বলেছেন: বাবা শিখিয়েছেন স্বপ্ন দেখতে আর মা শিখিয়েছেন অন্যভাবে ভাবতে, অন্যভাবে দেখতে -বুঝতে ,অনুভব করতে। আশেপাশে নোংরা মন দেখলে নিজেকে ভীষন সৌভাগ্যবতী মনে হয়,মার কাছে কৃতজ্ঞ হই।আপনিও সৌভাগ্যবান।লেখাটা পড়ে মনেহলো এ বয়সে কেউ এমনভাবে মার কথা লেখেনা।বুঝতে অসুবিধা হয়না মার কি অসম্ভব প্রভাব আপনার উপর।খুব কি বেশী বলা হয়ে গেলো?

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে।
খুব বেশী ভালো লাগলো।

২০| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৪

না পারভীন বলেছেন: আমার আম্মাও মিলিটারি আম্মা । এটা করা যাবেনা অটা করা যাবেনা , জান একেবারে তেজপাতা ।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

খেয়া ঘাট বলেছেন: হাঃহাঃহাঃ।
তেজপাতার কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ আছে।

২১| ১১ ই মে, ২০১৩ দুপুর ১:১৪

না পারভীন বলেছেন: মা দিবসে সে সব মায়ের প্রতি শ্রদ্ধা , যারা সত্যিকার অর্থেই সন্তান কে প্রকৃত মানুষ করে গড়ে তোলেন । যদিও ট্রেনিং পিরিয়ডটা সন্তানদের অপছন্দনীয় আর কষ্ট কর হয় ।
সালাম , আমার আম্মাকে
সালাম , খালাম্মাকে

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

খেয়া ঘাট বলেছেন: আমার খালাম্মাকেও আমার সালাম। পৌঁছে দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.