![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর থেকে বের হয়ে গলির মোড়ে আসতেই ফজলু মিয়া চড় খেয়ে মাটিতে বসে পড়লো।ধমক ধামকতো প্রায় সময় হয়-তা সয়ে গেছে। তবে চড় ঘুষি খেলে ঠিকমতো মেনে নিতে পারেনা।কোনোমতে মাথা তুলে দাঁড়ালো, তারপর চারপাশ থাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো, আল্লাহর অশেষ মেহেরবানী, নিজের স্ত্রী-সন্তান দেখতে পায়নি তার চড় খাওয়ার দৃশ্য। অনেক সময় বয়স্করা ধমক দিলে মেনে নেয়া যায়। তবে সেদিন -ফজলু মিয়ার রিকসা ছিলো প্রচন্ড জ্যামে আটকা, তার সামনে মোটর বাইকে বসা অল্প বয়সী একটা ছেলে আর মেয়ে।হঠাৎ ফজলু মিয়ার রিকসার পেছনে ধাক্কা দিলো এক প্রাইভেট কার। বেচারা কিছু বুঝে ওঠার আগেই বাইকের পিছনে লাগিয়ে দিলো। অল্পই হয়তোবা লেগেছে, কিন্তু হলে কি হবে নিজের সন্তানের সমান বয়সী ছেলেটা এসে ধুম ধাম ঘুষি দিয়ে বসলো। বাপ ডেকেও নিস্তার পায়নি।
ফজলু মিয়া বুঝেছে শুধু বস্তিতে গালিগালাজ হয়না, এ শহরে কত ভদ্রমানুষ কত অবলীলায় যে মাংগীর পোলা, চুদির পোলা ইত্যাদি অকথ্য ভাষা ব্যবহার করে।
গালিগালাজ এগুলো আরে গায়ে লাগেনা।পেটে লাত্তি না পড়লেই হয়। সেদিন সারাদিন রিকসা চালিয়ে প্রায় মধ্যরাতে বাড়ি ফিরবো।মালিককে দিতে হবে ভাড়ার ১৩০ টাকা। কয়েকদিন থেকে ছেলেটার ভীষণ জ্বর-মোড়ের
ঔষধের দোকান থেকে কিছু ঔষধ কিনবো।এই জ্বর নিয়েই পোলাটা পরীক্ষা দিচ্ছে। হঠাৎ দুইটা ছেলে জোর করে রিকসায় ওঠে বসলো। শরীর অবস হয়ে আসছে, পা দিয়ে প্যাডেল ঠিকমতো চাপতে পারছি না। বললাম- বাপগো ,তোমাদের পায়ে পড়ি।আমার ছেলে অসুসস্থ ঘরে যেতে দেও। কিন্তু কোনো কথাই শুনলো না। তারপর গন্তব্যে পৌঁছে ভাড়া দেয়ার পরিবর্তে যা সারাদিনের আয় ছিলো তা নিয়েই কেটে পড়লো। সেদিনই বুঝলাম এ দুনিয়ায় এভাবে আর বেশীদিন ঠিকা যাবেনা। ভরসা বিষের বোতল।
আজকেও সকালেই গালে জুটেছে চড়, না জানি সারাদিন পুড়া কপালে কি আছে।সন্ধ্যার দিকে ফজলু মিয়া ব্যস্ত সড়কের মোড়ে টিপের জন্য বসে আছে। একটা মেয়ে এসে রিকসায় ওঠলো। বললো- পুরান সড়কের বেপারি কলোনিতে যেতে। অন্ধকার ঘুপরি গলি ঠিকমতো দেখা ও যায়না, তারপর নাই কারেন্ট, যেই না বামে মোড় নিয়ে ঘুরবো অমনি অন্যদিক থেকে আসা প্রাইভেট কারের সাথে ধাক্কা। মেয়েটা ছিটকে পড়েছে। তারপর, গাড়ীর ড্রাইভার নেমে এসে এমন মাইর সাথে জগন্য গালাগালি। আমি বলি, বাপগো-আগে মেয়েটা ভালো আছে কিনা দেখো। কিন্তু কে শুনে কার কথা।
আজ ফজলু মিয়া সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। বাবুর দোকানে যেয়ে কুত্তা মারার ঔষধ কিনে। পাগলা কুত্তাটা বড় জ্বালাচ্ছে। পেটের ভিতর বসে সারাক্ষণ শুধু
ঘেও ঘেও করে।একে একবারেই মেরে ফেলতে হবে।নিজের কুত্তাটাতো মারবে সাথে সাথে বউ, বাচ্ছা সবগুলাকেই শেষ করে ফেলবে। ফজলু মিয়া কিছু ভাঁপা পিটে কিনে। তারপর কিনে খাজুরের রস। কয়েকদিন থেকে বউ,পোলা,মাইয়াটা ভাঁপা পিটা খাইতে চাইতেছে। এরপর খুব সুন্দর করে খাজুরের রসের সাথে পাগলা কুত্তা মারার ঔষধ বিষ মিশায়। তারপর বাড়ীর দিকে রওয়ানা দেয় ফজলু মিয়া।
বাড়ির পাশে এসে দেখে ফজলু মিয়া বেশ কিছু মানুষ। সবাই যেন আনন্দ করছে। ফজলু মিয়ার ছেলে দৌড়ে আসে। বাপকে জড়িয়ে ধরে বলে -বাপগো আমি পরীক্ষায় পাশ করছি। এ প্লাস পাইছিগো বাপ, এ প্লাস। বস্তির এই স্কুলে আমিই শুধু এ প্লাস পাইছিগো বাপ।ফজলু মিয়া খাজুরের রসের পেকেটে লাত্থি মারে। আর বউ, পোলা আর আদরের মাইয়াটারে নিয়ে পংখীরাজের মতো রিকসায় চড়িয়ে বের হয়ে পড়ে। আর বলে আল্লাহগো- দুনিয়া এতো সুন্দর কেন গো আল্লাহ, দুনিয়া এতো সুন্দর কেনো।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
টাইটান ১ বলেছেন: দারুন হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকে।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
লোনলিফাইটার বলেছেন: ভালো হইছেরে
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ লোনলিফাইটাররে।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ ভাল একটি লেখা।
Click This Link
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
মাহী ফ্লোরা বলেছেন: খুব ভাল লেগেছে। খুব!
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ, অনেক।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
শান্তা273 বলেছেন: মনের অজান্তে চোখ ভিজে উঠল!
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
খেয়া ঘাট বলেছেন: নরম আর দরদী মানুষের চোখ আসলেই এভাবে ভিজে ওঠে।
অনেক ধন্যবাদ।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ভালই লাগল
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
এঞ্জেল বয় বলেছেন:
ভাল লাগা রইল চালিয়ে যান।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
খেয়া ঘাট বলেছেন: ভালো লাগা নিলাম। ধন্যবাদ।
চালিয়ে যাবো।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯
আমিই মিসিরআলি বলেছেন: শুধু গল্প বললে কম বলা হবে
একেবারে 'বাস্তবমুখী গল্প'
আপনার লেখার হাত ভালো,অবশ্যই চালিয়ে যাবেন
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
খেয়া ঘাট বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক উৎসাহিত হলাম। অবশ্যই চালিয়ে যাবো।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
আশিকুর রহমান অমিত বলেছেন: ভাল লাগল পড়ে
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে, অনেক ধন্যবাদ।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা ভিতরটা টাচ করেছে -
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
খেয়া ঘাট বলেছেন: জেনে খুশী হলাম।
অনেক ধন্যবাদ।
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর গল্প। তয় পড়তে এক মিনিটের বেশি লাগসে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
খেয়া ঘাট বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
কত মিনিট লাগছে পড়তে। যত মিনিট লাগছে বুঝবেন তত মিনিটেরই গল্প।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
তামিম ইবনে আমান বলেছেন: এই গল্প লেখতে আপনার মাত্র এক মিনিট লাগছে?
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
খেয়া ঘাট বলেছেন: জ্বিনা , প্রায় ২০ মিনিট লাগছে।কিন্তু পড়তে কত মিনিট লাগলো।
অনেক ধন্যবাদ।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
গল্প খুব সুন্দর হৈসে ||
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
বটের ফল বলেছেন: খেয়া ঘাট, দারুন টাচি আপনার লেখা। অসাধারন লিখেছেন। মানুষের বিবেক বোধ জাগ্রত হোক। প্রত্যাশা এই যে, লেখাটা সবসময় চালিয়ে যাবেন। ভালো থাকবেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৫
খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
অনির্বাণ তন্ময় বলেছেন: অসাধারন!!!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।খুব উৎসাহিত হলাম।
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
তন্ময় ফেরদৌস বলেছেন: ভালো লেগেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
শিশির সিন্ধু বলেছেন: আজকের গল্পটার নাম দুই মিনিটের গল্প হওয়া উচিৎ
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহা।
অনেক অনেক ধন্যবাদ।
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার। অসাধারণ। অনন্য।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দেখি আমার সব লিখাই পড়ছেন। বেশ ভালো লাগলো।
২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
মনিরা সুলতানা বলেছেন: মন টা ছুয়ে গেলো ...
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫
খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো মন ছুয়ে যাওয়ার জন্য।
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনাকে অনুসরন করে নিজেকে ধন্য মনে করছি।
অসম্ভব সুন্দর গল্প।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমিও ধন্য মনে করছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
ফারজানা শিরিন বলেছেন: