নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প- প্যাচকিবাজ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

আমার নাম মেহবুব। এই গল্পটি শুনেন, খুবই ইন্টারস্টিং। আমার নিজের নামের কসম করে বলছি- পুরা গল্পটি শোনার পর বিরাট রকমের একটা টাসকি খাবেন। তাইলে গল্প বলা শুরু করি, ও সরি। গল্প বলছি কেনো-এটাতো রিয়েল ঘটনা।



আমার চাচার একটি ছোট মুদির দোকান আছে। মাঝে মাঝে আমি রাজধানী ছেড়ে নিজের শহরে আসলে গলির মুখের এই মুদির দোকানে বসি।



বিকেল বেলা চাচা আমাকে দোকানে বসিয়ে একটু বাসায় গেলেন।আমি আর আমার বন্ধু লায়েক চুটিয়ে মেয়েদের নাড়ি নক্ষত্র উদ্ধার করছি।



হঠাৎ দোকানে আসলেন-এক নাম্বার গ্যাড়াবাজ শামসু মিয়া। আমি দাঁড়িয়ে যতটুকু ভ্দ্র হওয়া যায় তারচেয়েও বেশি বিনয়ী হয়ে -বললাম-

স্লামুআলাইকুম চাচা, ভালো আছেন? কিছু লাগবে চাচা?

বেটাতো আমারে ব্যবহারে একেবারে গদগদ। বললেন- তোমাকেতো আগে কোথাও দেখিনি ।

আমি বললাম, জ্বি চাচা। আমাকেতো আপনার চিনার কথা নয়। আমিতো ঢাকাতে থাকি।মাঝে মাঝে চাচার বাসায় আসলে চাচাকে একটু সাহায্য করি।

তো তুমি করো কি ঢাকায়?

চাচা, আমিতো ঢাকা মেডিকেলে পড়ি।

চাচা বললেন, তাই নাকি, বেশতো। তো তোমরা কয় ভাই বোন?

চাচা, আমরা একভাই আর দু বোন।

ওরা কি করে?

ছোট বোনটা এইযে এইবার গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা মেডিকেলেই ভর্তি হলো আর ওর বড়টা বুয়েটে পড়ছে চাচা। আমাদের জন্য দোয়া করবেন চাচা যেন মা-বাবার কষ্ট দূর করতে পারি।

ও তা তোমার বাবা কী করেন?

উনিতো চাচা ছোট একটা চাকুরি করতেন। এখন রিটায়ার্ড। ঘরে বসেই থাকেন।

তাইলে তোমাদের এতো পড়ালিখার খরচ এত সব যোগাড় হয়ে কেমন করে?

চাচা,আমিতো টিউশনি করেই পড়ালেখার খরচ চালাই। বোন দুটাও তাই করে। আবার প্রতি মাসে বাড়িতে কিছু টাকাও পাঠাই।

চাচা বললেন- বাহ: কী সুন্দর এক পরিবার। মনটা ভরে গেলো তোমার সাথে পরিচয় হয়ে।

এরপর চাচা একপ্যাকেট চিনি আর চা পাতা নিয়ে -আমাকে বেশ দোয়া করে চলে গেলেন।

উনি চলে যেতেই বন্ধু লায়েক বললো- তোর কোনো কথার আগা মাথাই বুঝলাম না। কী দিন দুপুরেই আজ গান্জা খালি নাকি। কী দরকার ছিলো বেটাকে এতগুলা মিথ্যা বলার, শালা দুই নাম্বার ফাউল।



আমি বললাম, দোস্ত আসল মজাতো সবে শুরু হলো। বেটার বাসায় গিয়ে দেখগে যা, ওর বখাটে পোলাপানগুলাকে বেটা কেমন করে প্যাদানি দেয়া শুরু করেছে ইতিমধ্যে।

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

রেজোওয়ানা বলেছেন: Ki budhi!

Ha ha ha

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

খেয়া ঘাট বলেছেন: প্যাচকি বুদ্ধি . অনেক ধন্যবাদ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

লোনলিফাইটার বলেছেন: ;) B-)) :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

খেয়া ঘাট বলেছেন: :-B :#) :)

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: বাস্তবিকই টাসকি খেলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ মম।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: হাহা!

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

খেয়া ঘাট বলেছেন: হাহাহা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

অনীনদিতা বলেছেন: পুরাই টাসকিত :-B :-B B:-) B:-)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

খেয়া ঘাট বলেছেন: আগেইতো বলেছিলাম।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ!

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

শ্রাবণ জল বলেছেন: :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: হুর ...

খালি পেজগি ।। :#)

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩

খেয়া ঘাট বলেছেন: খালিই পেজগি, খালিই গিট্টু।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহাহাহা

প্যাচকিবাজ কোথাকার !! আপনাদের মতো মানুষের জন্যই ছোটবেলাটা এত হীনমন্যতায় কাটতো !!!! :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: ঐ সব প্যাচকিবাজদের জন্য আমাদের ও হীনমন্যতায় কাটতো।
ভালো বলেছেন, ধন্যবাদ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

আপনাকে অনেক আগে থেকে চিনি। আগে আপনি প্রায় সব পোষ্টে কমেন্ট দিতেন, জেনারেল হওয়ার পর।

ভাল থাকবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: জ্বি দিতাম। এরপর একটু মন্থর হয়ে গেলো সব কিছু।
এবার দেখি সামনে কেমন যায়।ধন্যবাদ।

১১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

মনিরা সুলতানা বলেছেন: মন টা বিপর্যস্ত , বিক্ষিপ্ত ছিল।।
আপনার ব্লগ এ এই গল্প টা পড়লাম আর প্রান খুলে হাসলাম =p~ , মন ভাল হয়ে গেল ...

অনেক ধন্যবাদ :)

১২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~ =p~

১৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

শের শায়রী বলেছেন: কেমন আছেন প্যাচগিবাজ ভাই =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.