![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জংলি বনের সরু হাঁটা রাস্তা। রাস্তা থেকে একটু গভীরে এক শক্ত বট গাছ। চারপাশে সুশীতল ছায়া দিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে।গাছের গোঁড়া থেকে গাছকে আলিঙগন করে ওপরের দিকে ওঠে গেছে এক বন্য লতা। সোঁ সোঁ করে বাতাস বইছে। বাতাসে পাশের বাঁশ ঝাড় একবার এদিকে আরেকবার অন্যদিকে দুলছে।
এতে বন্য লতা মহা বিরক্ত। বলে বারবার গায়ে এসে পড়ছো কেন। নিজের জায়গায় থাকতে পারোনা। বাশঁঝাড় বলে- আমি কি আর শক্ত বট বৃক্ষরে ভাই।তাছাড়া যেদিক থেকে বাতাস আসে আমি সেদিকেই দোল খাই। তাছাড়া আমিতো আর অতো শক্ত বটবৃক্ষ না।
বন্য লতা বলে- এই তোমাদের এক সমস্যা। পুরা গাছকে শক্ত করে গোঁড়া থেকে ধরে রাখলাম আমি, আর তুমি কিনা গাছের প্রশংসা করছো। আমি যদি শক্ত করে পেচিয়ে না রাখতাম তবে এই গাছ কবেই মাটিতে শুয়ে যেতো।
ঠিক পাশেই একটা উষর ভূমির ওপর বসা ছিলো এক কাঠুরে বালক।আশে পাশে বেশ কিছু লাকড়ি পড়ে আছে। চিন্তা করছে এই লাকড়িগুলো আগুন জ্বালাতে ভালই কাজে লাগবে। শুধু বোঝা বাঁধবার জন্য একটি দড়ি দরকার। ঠিক তখনি বন্য লতার কথাটা তার কানে গেলো।
আর সাথে সাথেই লতাটা ছিড়ে শক্ত করে বোঝাটা বেঁধে বাড়ির দিকে রওয়ানা দিলো।
এই গল্পের একটা চমৎকার শিক্ষা আছে-
দেশের মধ্যে দিনে দিনে অনেক জন্জাল জমে গেছে। পোড় খাওয়া জনগণ একটু অপেক্ষায় আছে। সময় হলেই এ দেশের শক্ত ভূখন্ড থেকে পরগাছা উপড়ে ফেলে সব জন্জাল আঁঠি বেঁধে আগুন জ্বালাবে। অপশক্তি যতই চেষ্টা করুক এই শক্ত ভূখন্ডের ভীত এতটুকু নাড়াতে পারবেনা। শুধু সুশীল শ্রেণী সুযোগ বুঝে একবার এদিকে আরেকবার অন্যদিকে দুলতে থাকবে।
(কোনো ঘটনার সাথে মিলে গেলে লেখক সম্পূর্ন রুপে দায়ি, যেহেতু আদৌ কাকতালীয় নয়।)
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২
মাহিরাহি বলেছেন: জন্জাল দুর করার সময় এসেছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪
খেয়া ঘাট বলেছেন: সময় এসেছে। অনেক ধন্যবাদ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯
চাঁপাডাঙার চান্দু বলেছেন: আমার ব্লগিং এর শুরুতে এক মিনিটের গল্পগুলো নিয়ম করে পড়তাম। তারপর বহুদিন না দেখে ভুলেই গিয়েছিলাম। আপনি যে আবারও শুরু করেছেন জানতাম না। আগের মতোই ভালো লাগল।
শুধুই বাতাস, লতা আর বাঁশ ঝারই নয়, বট বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখায় জঞ্জাল বাসা বেঁধেছে। শুদ্ধ করতে হলে বৃক্ষের প্রতিটি ডাল পালাই ছেঁটে ফেলে আগুনে দিতে হবে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮
খেয়া ঘাট বলেছেন: চাঁচা, অনেক সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
বাতাসের রূপকথা বলেছেন: "তারপর তাদের বিয়ে হয়ে গেলো। হানিমুন কাটানোর জন্য তারা গেল সূদুর পশ্চিমে। হিরোশিমার যুদ্ধে জাপানে বোমা বিস্ফোরনের পর তাদের আর খোজ পাওয়া গেল না।" বলাই চাঁদ মুখোপাধ্যায় (বনফুল) এর লেখা সবচেয়ে ছোট 'ছোট গল্প' বাংলা সাহিত্যে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
খেয়া ঘাট বলেছেন: হুমম, দারুন ইন্টারেস্টিং।
এবার সবচেয়ে ছোট ভৌতিক গল্পটি শুনেন-
পৃথিবীর সব শেষ মানুষটি তার ঘরে একা বসে আছে,এমন সময় দরজায় টক টক করে শব্দ হলো। গল্প শেষ,
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
বেবিফেস বলেছেন: হে রাখাল বালক, সত্যি পারবে তুমি সমাজের সকল জঞ্জাল পুড়িয়ে দিতে! সেই কবে থেকে আমি অপেক্ষা করে আছি!
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
খেয়া ঘাট বলেছেন: আমিও অপেক্ষায়।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
ইখতামিন বলেছেন: হাই খেয়া ঘাট.
তোমার এই তটে আমার তরী খানি ভিড়িয়ে তৃতীয় ভালো লাগা দিয়ে গেলাম
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
আশিক মাসুম বলেছেন: পোড় খাওয়া জনগণ একটু অপেক্ষায় আছে। সময় হলেই এ দেশের শক্ত ভূখন্ড থেকে পরগাছা উপড়ে ফেলে সব জন্জাল আঁঠি বেঁধে আগুন জ্বালাবে।
সহমত।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম- লেখাটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
মহামহোপাধ্যায় বলেছেন: গল্প পড়ে মজা পেলাম সাথে মন্তব্য গুলো পড়ে আরও।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ মম।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
রেজোওয়ানা বলেছেন: খুব সুন্দর লেখা!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
অপরাজেয়আমি বলেছেন: সময় হলেই এ দেশের শক্ত ভূখন্ড থেকে পরগাছা উপড়ে ফেলে সব জন্জাল আঁঠি বেঁধে আগুন জ্বালাবে।
কবে কবে কবে কবে....আমি মুক্ত মঞ্চে মুক্ত ভাবে মুক্তা ছড়াতে পারব??
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
খেয়া ঘাট বলেছেন: পারবেন।
যুগ একদিন পাল্টে যাবে।
নতুন প্রজন্মের চোখ আগের চেয়ে অনেক বেশী আলোকিত।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬
htusar বলেছেন: াল লাগলো ।।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
আমিই মিসিরআলি বলেছেন: ++++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:১৬
লেজকাটা বান্দর বলেছেন: কবে দূর হবে সকল জঞ্জাল?
০৮ ই মে, ২০১৩ রাত ১০:৫০
খেয়া ঘাট বলেছেন: জন্জাল এখন পুড়বার জন্য তৈরি হয়েই আছে।
শুধু এক রাখাল ছেলের অপেক্ষা,লতা ধরে টান দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
খেয়া ঘাট বলেছেন: ( কাঠুরে বালক- পোড় খাওয়া জনগণ, বন্য লতা- পরগাছা, লাকড়ি-জন্জাল, বটবৃক্ষ- এ দেশের শ্যামল ভূখন্ড, বাতাস -অপশক্তি আর বাঁশঝাড়-দোল খাওয়া সুশীল সমাজ)