নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ প্রেম- ছোটগল্প

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

নিষিদ্ধ প্রেম-



আপনাকে একপলক দেখিয়াই আমি স্তব্দ হইয়া রহিলাম।একজনের দেহবল্লরীতে বিধাতা এতো রুপসুধা তৈরী করিলেন কেমন করিয়া। আপনাকে যতই দেখি,আপনার প্রতি আমি আরো বেশী মুগ্ধ আরো বেশী বিমোহিত হইতে লাগিলাম। আপনার লাবন্যজ্যোতি আমাকে যেন নেশাগ্রস্থ করিয়া তুলিতেছে। আপনার কথা ভাবিতে ভাবিতে বাটি ফিরিলাম, কিন্ত মন বড়ই আনচান করিতে লাগিলো।



গৃহে ফিরিয়া বড় ইচ্ছা জাগিলো মনে আপনাকে একপলক দর্শন করিয়া আসি।ঘর হইতে বাহির হইতে না হইতে দেখিলাম আকাশে কেমন যেন মেঘের ঘনঘটা।আমি জানি আপনি আমার প্রতীক্ষায় পথ চাহিয়া আছেন। বুঝিতে পারিয়াছি -প্রথম দর্শনেই প্রেম ইহাকেই বলে। আমিও যে আপনার চোখের লাজুক ভাষা বুঝিতে পারিয়াছি।



গতরাতে মন পাগল করা অপরুপ জোছনার মায়াবী রজনীতে আপনার দেহের তীব্র ঘ্রাণ নাঁসিকায় আসিয়া কেমন যেন নিজেকে কোনো সুখের সাগরে ভাসাইয়া লইয়া যাইতে লাগিলো। আমি নিদ্রা হইতে জাগিয়া বাতায়ন খুলিয়া আপনার পানে চাহিয়া রইলাম।আর আপনার ভালোবাসায় অবগাহন করিলাম। জানি হয়তোবা এখন আপনি সুখনিদ্রা যাপন করিতেছেন। কিন্তু এ অভাগার মন চাহিতেছে রাতের নিস্তব্ধতায় একবার একপলক আপনাকে দেখিয়া আসি। রাতের অন্ধকারে না জানি আপনাকে দেখিতে কী অপরুপা মনে হয়। শ্রবণ করিয়াছিলাম গতকল্য সেই মৌন সন্ধ্যায় যখন আমি ফিরিয়া আসিতেছি পবন নন্দনে নন্দিত হইয়া আপনি গুন গুন করিয়া গাহিতেছেন-

আদো রাতে যদি ঘুম ভেঙগে যায়, মনে পড়ে মোর প্রিয়,চাঁদ হয়ে রবো আকাশের গায় , বাতায়ন খুলে দিও।-আমি আজ গৃহের বাতায়ন,ভালোবাসার বাতায়ন, যৌবনের বাতায়ন, নিষিদ্ধ প্রেমের বাতায়ন খুলিয়া আপনার দিকে চাহিয়া রহিয়াছি। আপনি একটিবার আপনার লাজুক চোখ খুলুন।



আমি যদি কবি হইতাম-তবে দ্বাদশীর জোছনা যখন আপনার কমনীয় , মোহনিয়, শোভনীয়, শরীরে বিচ্ছুরিত হয়,সেই অপার সৌন্দর্য্য আমি কাব্যের উপমায় বন্দী করিতাম।আমি যদি আঁকিয়ে হইতাম-তবে রক্ত রঙতুলিতে মাখিয়ে আপনার সেই রুপশুধা আমি পৃথিবীর পটে-পটান্তরে,হৃদয়ে -বিষয়ে আঁকিয়া লইতাম।কিন্তু আমি বড়ই হতভাগা -কবি হইতে পারিনাই, শিল্পী হইতে পারিনাই।হইয়াছি শুধু আপনার রুপমাধুরীতে মগ্ন এক প্রেমকাতর প্রেমিকপুরুষ।



আজ ঝড় আসে আসুক, শ্রাবণের বারিধারা পুরো পৃথিবী প্লাবিত হয় হোক।আজ আমি বাহির হইবোই। আমাকে এখন এ গৃহে আর কেহই আটকাইয়া রাখিতে পারিবোনা। আপনি আমাকে চৌম্বকিয় আকর্ষণে আপনার দিকে টানিতছেন।জানি-এ এক অস্বাভাবিক প্রেম, পুরা পৃথিবী হয়তোবা আমাকে উম্মাদ ভাবিতেছে।আজ বাড়িওয়ালার রক্তচক্ষু আমি উপেক্ষা করিবো, বন্ধুকের গুলি বুকে বিধঁলে বিধুঁক-কোনো কিছুর পরোয়া না করিয়া, আজি আপনাকে আমি গৃহে লইয়া আসিবো।



দমকা বাতাস শুরু হইয়াছে। আমার নিঃশ্বাস দ্রুত বাড়িতেছে। আমি যেন এক কল্পনার সাগরে হারাইয়া গেলাম।স্বপ্ন দেখিতে লাগিলাম-আমি আপনার পাশে আসিয়া দাঁড়াইয়াছি। ফোটা ফোটা বারিষার জলকণা আপনার শরীরে পড়িয়াছে।জলকল্লোলে আপনি যেন রুপঝিলিকে শিহরিত হইতেছেন। যৌবনের সুধা যেন তীব্র কামনায় স্ফীত হইয়া বাহির হইয়া আসিতেছে।ইচ্ছে করিতেছে আপনাকে আলতো করিয়া স্পর্শ করিয়া দেই। নাক দিয়ে আপনার আঘ্রাণ লই, আপনার গোলাপি কমনিয় ওষ্ঠে চুম্বন করিয়া নির্বাপনের মহাপুলকে হারাইয়া যাই।

আপনার কমনীয়, লোভনীয়, শরীরে নাসিকা ঘঁষিয়া দেই। আপনার সুবাসিত ঘ্রাণে আমি পাগলপারা হইয়া যাই। বাতাসে আপনার শাড়ীর আঁচল আলগা হইয়া যাইতেছে। আমি এক চিরঅপরুপ সুধা বিস্মিত নয়নে পুলকিত হইয়া দেখিতে লাগিলাম।



আপনি আমাকে যেন এক গোপন অভিসারে ডাকিতেছেন। গোপন প্রণয়ে কানে কানে বলিতেছেন-ওগো আমাকে এখান হইতে তোমার গৃহে লইয়া যাও।আমি যে তোমাকে ছাড়া আর এক দন্ডও থাকিতে পারিবোনা। সবাই যখন আমার দিকে বিমুগ্ধ নয়নে থাকাইয়া থাকে তখন যে আমার বড় লজ্জা হয়।



আজ গৃহ আমি খুব সুন্দর করিয়া সাজাইয়াছি। শিয়রের পাশে রাখিয়াছি এক ঘটি স্ফটিক জল।আপনার তৃষ্না নিবারণের জন্য।আপনার গায়ের রঙের সাথে মিল করিয়া জানালায় গোলাপি পর্দা, বিছানায় গোলাপি চাদর পাতিয়াছি। বালিশের কোশনও গোলাপি। অবশেষে আপনি আসিলেন। পুরো গোলাপময় ঘর দেখিয়া আপনি মুগ্ধ হইয়া গেলেন। মনে মনে বলিলেন- কোনো পুরুষের মনে এতো প্রেম থাকে তাহা এ গৃহে না আসিলে আমি বুঝিতে পারিতামনা।আমার জনম ওগো স্বার্থক হইয়াছে। তারপর আপনি যেন কেমন নিদারুন দুখি হইয়া গেলেন। আমি বুঝিতা পারিলামনা- হঠাৎ করিয়া এ কী হইলো। আপনি অশ্রভেজা নয়নে বলিলেন- আমার যৌবন শেষ হইলেই আমাকে ছুড়িয়া ফেলিবেন তাইনা??

আপনি আমার ওয়াল পেইন্টের দিকে চাহিয়া রইলেন-

A single rose say" Tears fall from my eye, I think one day I also die"



আমি আপনাকে আমার বুকের সাথে জড়াইয়া রাখিলাম। আপনার সুতীব্র ঘ্রাণ নাকে আসিয়া লাগিলো। স্ফটিক জল দেখিয়া বলিলেন- আপনার যে বড়ই ত্বষ্না পাইয়াছে।



এসব ভাবিতে ভাবিতে কখন যে আমি খুবই গোপনে আপনার বাটির দেওয়াল টপকাইয়া আপনার আঙগিনায় আসিয়া পৌঁছিয়াছি টাহর করিতে পারি নাই। ধীরে ধীরে আমি ভালোবাসার শীষ দিয়া যাই। মনে মনে আমি কৃষ্নের বাঁশী বাজাই। অতি সন্তর্পনে আমি আপনার পাশে আসিয়া দাঁড়াই। দেখি আপনি কোথাও নেই। চারপাশে থাকাই। হঠাৎ দেখিতে পাই-প্রবল দমকা বাতাস আপনাকে গোলাপ বৃক্ষ হইতে ছুঁড়িয়া ফেলিয়াছে। আহাঃ এ গোলাপ বৃক্ষে এ কয়দিন আপনি কী সুন্দর করিয়া কামনার আবীরে ফুটিয়াছিলেন। আর এখন আপনি একটা ভাঙা ডালের নীচে মোচড়ে পড়িয়া রহিয়াছেন। হৃদয় বড়ই বেদনাক্রান্ত আর চক্ষু অশ্রুসজল হলো যখন দেখিলাম ডালের নীচে ফনিমনসার কাঁটায় আপনার শরীরে বিঁধিয়া রহিয়াছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

ডুবুরি বলেছেন: ভাইজান, সাধুভাষায় লিখিত অত্র অনুগল্পখানা পাঠপূর্বক রসাস্বাদন করিতে যারপরনাই কষ্ট হইয়াছে।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী হয়েছি।
আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা , শরদিন্দু র ভাষায় লিখেছেন ।।
অন্য রকম ভাল লাগলো ।

কিন্তু ... :(

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হয়েছি আপনার মন্তব্য পেয়ে। আমি জানি অবশ্যই আপনি পড়বেন আর প্রশংসাসূচক মন্তব্য করে আমাকে খুশী করবেন। অনেক ধন্যবাদ।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: ১ নং মন্তব্যের সাথে একমত।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম। অনেক ধন্যবাদ।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭

chokhayrpani বলেছেন: চরম লাগলো .....

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

জাকারিয়া মুবিন বলেছেন:
কঠিন রচনা পাঠ করিলাম।

শেষের কতিপয় লাইন মাথার উপর দিয়া গমন করিল।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

নূরূল ইমরান বলেছেন: আমি বড়ই হতভাগা -কবি হইতে পারিনাই, শিল্পী হইতে পারিনাই।হইয়াছি শুধু আপনার রুপমাধুরীতে মগ্ন এক প্রেমকাতর প্রেমিকপুরুষ। "

আহা !

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: আরে না, সত্যি ভাল লেগেছে তাই ভাল বলেছি , সুধু আপনাকে খুশি করতে না, যাদের আনুসরন করি , তাদের লেখা তো অবশ্যই পড়ব :)

কিন্তু আপনি আবার কণ্টকময় প্রেমের কাব্য গেথেছেন :(

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধনিয়াপাতা নেন। আলুভর্তায় তাজা ধনিয়া পাতার ঘ্রান,,,,,,,দারুন উপাদেয়।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

লাবনী আক্তার বলেছেন: ৪ র্থ ভালোলাগা রইল।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ জানিবেন।

৯| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সকাল রয় বলেছেন:
সুন্দরম তব প্রচেষ্টা
নমস্কার রহিল

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ, আদাব জানিবেন।

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

না পারভীন বলেছেন: নব পোস্টখানায় কোন কথাই কহিব না , কারণ ইহার রচনা কারী পুর্বেকার পোস্টগুলিতে কহিয়া যাওয়া কথায় কোন প্রত্যুত্তর করেন নাই । :(

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

খেয়া ঘাট বলেছেন: কোথায় কি কহিলেন.....ভাবিতেছি........কিছুইতো উদ্ধার করিতে পারিলেম না। আরো কিয়দক্ষণ ভাবিয়া দেখি।

১১| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: সাধু ভাষা লিখতে পারি না তাই: হাসান মাহবুব বলেছেন: ১ নং মন্তব্যের সাথে একমত।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: দাঁত ভাঙ্গিয়া গেলো দেকিনি। ডাক্তারের কাছে যাওয়ার ফি দ্যান মিয়া। :P :P

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লিখেছেন

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

না পারভীন বলেছেন: ৬ নং ভাল লাগা রহিল । আজ সাহস করিয়া পড়িয়া ফেলিলাম । কঠিন প্রচেষ্টার তারিফ না করিয়া পারিতেছি না ।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ জানালাম।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: সূর্য উদিত হও,অন্ধকার দূর হউক।অস্ত যাবে একদিন সেই আশঙ্কায় চক্ষু বন্ধ করিয়া থাকিলে তোমার স্বরূপ সম্যক উপলব্ধ হইবে না।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

না পারভীন বলেছেন: অত্যন্ত মনযোগ দিয়ে ২ বার পড়ীলাম আজ ।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

খেয়া ঘাট বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকে বিনীত ধন্যবাদ।

১৭| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৩

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ প্রিয় বর্ষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.