নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প- পীনোন্নত বক্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

ঘটনা একঃ

মল্লিকা আর মালাইকা অদ্ভূত রকমের মায়াবী দুই বান্ধবি। দুজনেই দারুন চ্যালেন্জ নিতে ভালোবাসে। মল্লিকা মালাইকাকে বলে-মেয়েদের সৌন্দর্য্য কীসে -চোখে না মুখে না বুকে।

মালাইকা বলে- তোর কি হুমায়ুন আহমেদের একটা কথা মনে আছে-মেয়েদের সৌন্দর্য্য নিয়ে। তিনি বলেছিলেন-

হরিন সুন্দর চোখে, আর নারী সুন্দর বুকে।



আরে না- মল্লিকা বলে -সংস্কৃত শ্লোক থেকে-

লম্বা গ্রীবা,পীনোন্নত বক্ষ, অক্ষি যদ্যপ হরিণী

বক্র অংগ,চিকন কায়া যার, সেই রমনীয় রমনী।



হুমায়ুন আযাদ বলেছিলেন-কবিরা হলো এক ধরনের ভন্ড, এরা মেয়েদের চোখের প্রশংসা করে কিন্তু সব পুরুষরাই বুক পছন্দ করে।



ঘটনা দুইঃ

কল্লোল সুদীর্ঘ একমাস ফ্রান্সের কর্সিকা শহরে চিত্র প্রদর্শনী শেষে আজ দেশে ফিরে। লাগেজ ট্রলি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। যেই না নিজের লাগেজটা লাগেজ বেল্ট থেকে নামাতে যাবে-দেখে নিজের খালি ট্রলিটা নিয়ে অন্য একটি মেয়ে চলে যাচ্ছে। কল্লোল-কিছু বলতে গিয়েও বললো না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কল্লোল গাড়ীর অপেক্ষায় আছে। দেখে সেই মেয়েটাও পাশে দাঁড়ানো।

কল্লোলের চোখ চলে যায়-মেয়েটির চোখের দিকে। কী অপূর্ব মায়াকাড়া চোখ।আর সবচেয় সুন্দর মেয়েটির পীনোন্নত বক্ষ। কল্লোল চোখ সরাতে পারেনা।



ঘটনা তিনঃ

কল্লোল বাসায় এসে কোন কিছুতেই মন বসাতে পারেনা। একটা মেয়ের চোখ এতো মায়াকাড়া হয় কি করে, চোখ যেন বলে কী যেন নেই, কী যেন নেই। আর বুক যেন বলে না থাকার কিছু নেই।পুরুষমনের নিউরনে কামনার পেরেক টুকে দেয়ার যা দরকার তার সবই আছে। কল্লোল কোনোদিন নিজেকে এতো বেশি নার্ভাস মনে করেনি। রাত বাড়তে থাকে।আর কল্লোল পুড়তে থাকে। শেষে ফোন করে। ওপাশ থেকে শোনা যায় দারুন এক আবেদনময়ী স্বর। কল্লোল আর মল্লিকার ঘনিষ্টতা বাড়তে থাকে। মল্লিকা বলে তুমি এতো পাগল হলে কেন? কী দেখে এতো মুগ্ধ হলে?

আমার মুগ্ধতা কীসে আমি তোমাকে মুখে বলবোনা, কাল পহেলা বৈশাখ।প্রথম সূর্যালোকের ভোরে রমনার বটমূলে এসো। কল্লোল সারা রাত জেগে ছবি আঁকে। নিজের আঁকা ছবি দেখে নিজেই মুগ্ধ হয়ে যায়।



ঘটনা চারঃ

নববর্ষের প্রথম প্রহরে কল্লোল ভালোবাসার বিশুদ্ধ টিপ পরিয়ে দেয় মল্লিকার কপালে।সারাদিন ভালোবাসায় বিকশিত হয় দুজনের মাঝে। সুবাসিত আঘ্রাণ ভালোবাসার আবেশে আবেশিত করে দুজনাকে। বিদায় মুহুর্তে কল্লোল নববর্ষের উপহার ধরিয়ে দেয় মল্লিকাকে। বলে- বাসায় গিয়ে দেখো।

মল্লিকা বাসায় ফিরে। নিজের ঘরে গিয়ে ধীরে ধীরে আভরণ খুলে নিজের, কল্লোলের দেয়া ছবির। তারপর ছবির পানে চেয়ে থাকে। কী অদ্ভূত সুন্দর করে আঁকা এক মোহনীয় রমনীর এক আভরিত নগ্ন বক্ষ।মল্লিকা আয়নার সামনে যায়। বক্ষ বন্ধনি আলগা করে। অপরুপ রুপের দিকে চেয়ে থাকে।তারপর চোখ দিয়ে দুফোটা অশ্রু ঝরে পড়ে।



ঘটনা পাঁচঃ

মল্লিকা আর কল্লোলের বিশুদ্ধ স্বর্গীয় প্রেম দেখে আমরা অশুদ্ধ মানুষেরা একটু শুদ্ধ হই। তারপর এক শুভদিনে মল্লিকা আর কল্লোলের বিয়ে হয়।বিয়ের এক সপ্তাহও হয়নি।সেদিন ছিলো খুব সুন্দর একটা দিন।ঝড়ো মেঘ হয়নি। আকাশে বজ্রপাত হানা দেয়নি। তবে ভেঙগে গেলো মল্লিকা আর কল্লোলের সংসার।মল্লিকা ফিরে গেলো নিজের ভুবনে। কল্লোল ছেড়ে দিলো সংসার, পুড়িয়ে দিলো সব আঁকা ছবি।কল্লোলের ঘনিষ্ট বন্ধু রুপম বারবার কল্লোলের কাছে যায়। জিগ্গাসা করে কেন এমন হলো। এতো ভালো মেয়ে, এতো লক্ষী মেয়ে,কেন সংসার হলোনা। কল্লোল শত প্রশ্নে কিছুই বলেনা , শুধু বলে- মল্লিকা আমার সাথে প্রতারণা করেছে। নিদারুন প্রতারণা।



ঘটনা ছয়ঃ

রুপম মল্লিকার সব কথা শুনে। কান্না ধরে রাখতে পারেনা। মল্লিকা সুদীর্ঘ এক বছর আমেরিকায় ছিলো। ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড মেডিক্যাল সেন্টারে তার মাসটেকটমি হয়।সফল অপারেশন। কিন্তু অপরুপা মল্লিকা নিদারুন শুণ্যতায় ভোগে।বুকের ভিতর হাহাকার করে ওঠে।মল্লিকার হৃদয়ের গোঙগানি বুঝতে পারেন,বিশ্বসেরা প্লাস্টিক সার্জন ডাঃ থমপসন। তিনি বাম স্তনের সাথে সামন্জস্য রেখে অবিকল নকল ডান স্তন বসিয়ে দেন মল্লিকার বুকে।রুপম মল্লিকার চোখের অশ্রু জামার আস্তিন দিয়ে মুছে দেয়।



ঘটনা সাতঃ

আজ আবারো পহেলা বৈশাখ। কল্লোল বুঝতেই পারেনি কেমন করে যেন পৃথিবী থেকে বিদায় নিয়েছে ছয়টি বছর।একাকিত্বের যন্ত্রণা আর কতো সহ্য করা যায়।বৈরাগ্য জীবন বয়ে বেড়ানো যে আরো কষ্টের। সুদীর্ঘ সৈকতের বেলাভূমিতে কল্লোল আবারো তুলে নেয় তুলি। স্বপ্নের রঙতুলি দিয়ে ক্যানভাসে জীবন্ত করতে থাকে ছবি।এমন সময় ছুটে আসে একটি ছোট খুকি।রঙীন পোষাক পরা ছোট মেয়েটি দেখতে যেন ঠিক রঙীন প্রজাপতির মতো।

খুকিটি কল্লোলের আঁকা ছবি দেখে বলে- আপনি কি আঁকেন?

কল্লোল বলে- আমি ছবি আঁকি।

খুকি- আপনার আঁকা ছবি দেখতে তো অবিকল আমার মায়ের মতো।খুকি বলে চলেন-আপনাকে আমার মায়ের সাথে পরিচয় করে দেই।আমার আরেকটি বোন আছে। আমার যমজ বোন।ওর সাথেও পরিচয় করিয়ে দেব।



কল্লোল -মল্লিকা আর রুপমকে দেখে। দেখে রুপমের হাত দিয়ে ধরা আরেকটি মেয়ে ঠিক খুকিটির মতো।



ঘটনা আটঃ

রুপম কল্লোলকে বলে -তুমি যে কারণে মল্লিকাকে ছেড়ে দিলে আমি সেই কারণেই মল্লিকাকে গ্রহণ করলাম আমার জীবন সাথী হিসাবে।একটা মেয়ের জীবন পূর্ণতা আসে কীসে? মাতৃত্বে। নারীর জন্য মাতৃত্বের চেয়ে বড় অর্জন আর বড় পূর্ণতা অন্য কিছুতেই নেই। মল্লিকা নিজে মা হয়েছে-দুটো ফুটফুটে সন্তানের। নিজের বুকের স্তনে ওদের বড় করেছে। এর চেয়ে চির প্রশান্তিময় বড় সৌন্দর্য্য নারীর জন্য আর কি হতে পারে। মানুষের ত্বক শুষ্ক হয়ে যায়, শারীরক বাহ্যিক অবয়ব বুড়ো হয়ে যায়, কিন্ত মন থাকে চির নবীন, চির সজীব । যদি তেমন করে রাখা যায়।আর মনের চেয়ে বড় সৌন্দর্য্য যে কিছুতেই নেই।



(ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত পৃথিবীর সব দুঃখি নারিদের উৎস্বর্গ করা হলো।)



Mastectomy- A surgical operation to remove a breast.







ওপরের ছবিটি একজন ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত মহিলা। ওপরের গল্পটি লিখার মূল অনুষঙগ এবং আমার বন্ধুর বলা একটি বাংলা ছবির গল্প।





( উপরে উদৃত হুমায়ুন আহমেদের কথা শুনে সমালোচনা করে হুমায়ুন আজাদ পত্রিকায় লিখেছিলেন - হুমায়ুন হলো বাজারি সস্তা লেখক। আর ওর নাটকগুলো তো আমার বাড়ির কাজের ছেলেমেয়েরাই বেশি পছন্দ করে, কোনো ভদ্র লোক দেখেনা। এর কিছুদিন পর এক অনুষ্ঠানে হুমায়ুন আজাদ আর হুমায়ন আহমেদ একি সাথে আমন্ত্রিত। অনুষ্ঠানের এক ফাঁকে হুমায়ুন আহমেদ ওঠে গিয়ে হুমায়ুন আজাদকে বললেন- স্যার আগামি সপ্তাহ থেকে বিটিভিতে আমার নতুন নাটক প্রদর্শণ করবে। নাটকের নাম হলো- আজ রবিবার। আপনার বাসার কাজের ছেলেমেয়েদের বলবেন-নাটকটি দেখার জন্য।ওরাতো আর পত্রিকা পড়তে পারেনা। তাই আপনি যদি বলেন- তাহলে আমার একটু উপকার হয়।)



মন্তব্য ৬৩ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

না বলা কথা বলেছেন: আপনার গল্পগুলো যত বেশি পড়ি ততবেশী মুগ্ধ হই। শুধু কমেন্ট করার জন্য লগ ইন করলাম।
এইরকম একমাসে একটা গল্প পড়লে মনটা ভরে যায়। পরের গল্পের অপেক্ষায় রইলাম।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

মুহসিন বলেছেন: দুই হুমায়ূনের মধ্যে হুমায়ূন আহমেদকেই আমার অনেক পরিশীলিত মনে হয়।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯

খেয়া ঘাট বলেছেন: জ্বি, আমারও তাই মনে হয়।
আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

রাফা বলেছেন: সত্যি চমৎকার একটি গল্প।খুব ভালো লাগলো।

শুভ নববর্ষ,খেয়াঘাট।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩২

আকাশ নীল বলেছেন: সুন্দর গল্প। ভালো লাগল ।

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আকাশ নীল

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

তরুন বলেছেন: দারুন

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

বাংলাদেশী দালাল বলেছেন: ভারতীয় বাংলা ছবিটা আমি দেখেছি।

তবে ছবিটার থেকে আপনার গল্পটা বেশি সুন্দর।

শুভকামনা।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

মনিরা সুলতানা বলেছেন: প্রতিটি গল্পে জীবনের একটি বার্তাকে প্রাণ দেয়ার চেষ্টা করি।
জী আপনি খুব সফলতার সাথে ই তা করে যাচ্ছেন ।।



শুভকামনা আপনার জন্য ।


২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।

২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৪

খেয়া ঘাট বলেছেন: শুভ নববর্ষ।
আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

না পারভীন বলেছেন: শুভেচ্ছা জানাতে এসে দেখি নতুন লেখা ।শিরোঁনাম দেখেমনে মনে গররর করে পড়তে পড়তে মাঝখানে মেঘে মেঘে বজ্রপাত ।



একটা শ্রেষ্ঠ গল্প , এ যাবত কালে দেখা । অদ্ভুত সুন্দর প্রেজেন্টেশন । এরকম একটা নকল করতে হবে ।

ও আচ্ছা , নব বর্ষের শুভেচ্ছা ।

২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

বটবৃক্ষ~ বলেছেন: চমতকার করে লিখেছেন একটি কঠিন বাস্তবতাকে....
+++++:)

হুমায়ূন আহমেদের আচরন খুব দারুন লাগলো!! উপযুক্ত বাঁশ !!
কিছু মানুষ আছে যারা অনেক বড় হয়ে,মুখে উদারতার বানী বলেও নিজেরা উদার হতে পারেনা!ধিক তাদের ..... X(( X((

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।
মন্তব্য ভালো লেগেছে।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো গল্প।

২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

শ্রাবণ জল বলেছেন: মানুষের ত্বক শুষ্ক হয়ে যায়, শারীরক বাহ্যিক অবয়ব বুড়ো হয়ে যায়, কিন্ত মন থাকে চির নবীন, চির সজীব । যদি তেমন করে রাখা যায়।আর মনের চেয়ে বড় সৌন্দর্য্য যে কিছুতেই নেই

সহমত।

গল্প ভাল লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

খেয়া ঘাট বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকে বিনীত ধন্যবাদ।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৬

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: শেষ দিকের কথাগুলো অনেক বেশি ভাল লাগলো। মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান সব মন থেকে আসে তার আচরণ, ব্যবহার আর মার্জিত বোধ দেখে। নিজের প্রচার-প্রচারণায় মানুষ কত কি করে। আর সবচেয়ে বেশি যেটা করে তা হচ্ছে অন্যের সমালোচনা। এ সমস্ত অহেতুক সমালোচনার সামাজিক কীটদের আসলে আমাদের বর্জন করা উচিৎ।

আর গল্পে বাহ্যিক সৌন্দর্য্যের জন্য সম্পর্কে ভাঙন, গ​ড়ন আর সম্পর্ক মূল্যায়ন নিয়ে অসাধারণ লিখেছেন ভাই। মনে হচ্ছে, আপনার অন্যান্য লেখা পড়ে দেখারও একটা নেশা আমার মধ্যে ধরিয়ে দিলেন।

শুভ নববর্ষ।

১৫ ই মে, ২০১৩ রাত ৮:৫৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল লিখেছেন। কোন বাংলা সিনেমার গল্প এটা?

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ। নাম জানিনা।

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

একটু স্বপ্ন বলেছেন:
না পারভীন বলেছেন: ..শিরোঁনাম দেখে মনে মনে গররর করে পড়তে পড়তে মাঝখানে মেঘে মেঘে বজ্রপাত ।

এমনটা আমারও হয়েছে। থারাপ লাগছে এতদিন আপনার লেখা পড়া হয়নি ভেবে। আমি ধীর গতির পাঠক, তাই পাঠ-এর গন্ডি সীমিত থাকে.. :(

গল্পের রূপম জাতীয় মানুষেরা আমার পছন্দের চরিত্র। আমি বিশ্বাস করিনা যে মল্লিকাকে রূপমের বিয়ের সিদ্ধান্তটি করুনা থেকে এসেছে। আদর্শ বিয়েতে কোন একজনকে বেশী লাভবান হতে নেই।

ভাল হোক আপনার, আপনাদের।

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে সবিনীত ধন্যবাদ।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

মৃত্যুঞ্জয় বলেছেন: খুবই সুন্দর একটি ঘটনা। ভালো লাগা রইল :)

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরকম একটা কুরিয়ান মুভি দেখছিলাম! গপ ভালা লাগছে

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: অসাধারন লিখেছেন ভাই, ট্রিবিউট হিসেবেও অসাধারন।

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

১৯| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: স্রেফ ভালো লাগা জানাতে এলাম। এখন থেকে আপনি অনুসারিত।

১৬ ই মে, ২০১৩ রাত ১২:১৩

খেয়া ঘাট বলেছেন: আমি মুগ্ধ হলাম, বিনীত হলাম, অভিভূত হলাম। অনেক ধন্যবাদ।

২০| ১৬ ই মে, ২০১৩ রাত ১:০৫

না পারভীন বলেছেন: মেধাবী লেখক হিসেবে খেয়া ভাই কে অনেক আগেই নজরে পড়েছে । আমার এই লেখাটা কেন ভাল লেগেছে এটা নিয়ে খুব ভেবেছি ।


এখানে আসলে চিকিতসা/ রোগ সংক্রান্ত একটি বিষয় এসেছে ।রোগ কে সামাজিক ভাবে সহজ ভাবে গ্রহণ করার মন মানুষিকতা গড়ে তোলার একটা অতি গুরুত্বপূর্ণ কাজ আছে ।
যা আমিও মূলত করতে চাই কিন্তু পারি কিনা জানি না ।



আর সুন্দর প্রেজেন্টেশন যা তর্কের ঊর্ধে ।ভাল থাকবেন খেয়া ভাই । সবসময়ের জন্য শুভ কামনা ।

১৬ ই মে, ২০১৩ রাত ২:০১

খেয়া ঘাট বলেছেন: এন্জেলিনা জোলির খবর শুনেছেন নিশ্চয়ই। অসীম সাহসিকতার দৃষ্টান্ত হয়ে রইলো।বেচারীর মা কয়েক বছর আগে এই রোগে মারা যান।

২১| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:৩১

না পারভীন বলেছেন: জোলি কে খুব ভাল লাগে । এইবার দেখা যাক , তার জীবনে কে আছে কল্লোল , না কি রুপম ।

এই দুনিয়ার ছেলেরা কল্লোল ই বেশী হয় ।

১৬ ই মে, ২০১৩ ভোর ৬:৩৬

খেয়া ঘাট বলেছেন: পার্টনার হিসাবে আপাতত ২য় স্বামীর পর ২০০৫ সাল থেকে ব্রাড পিটই আছে। এবার দেখা যাক...........পিট আসলেই রুপম হতে পারে কিনা।

কিন্তু পিট কে এ গল্প পৌঁছাবে কে?

২২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ সুন্দর। মন ছুঁয়ে যাওয়া গল্প। আপনি এত সুন্দর থিম পান কোথায়? গল্পের প্রেজেন্টেশন, সমাপ্তি সবই ভাল লেগেছে।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনাদের ভালো লাগলে আমি কি যে খুশী হই তা বুঝাতে পারবোনা। অনেক শুভকামনা ভাই। ঈদমোবারক।

২৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো !!!!

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ, শুভকামনা। ঈদমোবারক ভাই।

২৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

আম্মানসুরা বলেছেন: কল্লোলরাই বাস্তব পৃথিবীর বাসিন্দা আর রুপমরা থাকে মানুষের শুদ্ধ কল্পনায়!

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৪

খেয়া ঘাট বলেছেন: আম্মানসুরা বলেছেন: কল্লোলরাই বাস্তব পৃথিবীর বাসিন্দা আর রুপমরা থাকে মানুষের শুদ্ধ কল্পনায়! - ভাবনার বিষয়।

ধন্যবাদ , শুভকামনা। ঈদমোবারক।

২৫| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫

সমুদ্র কন্যা বলেছেন: এটাও আগেই পড়া, কমেন্ট করা হয় নি। খুব সুন্দর একটি মেসেজ তুলে ধরেছেন আপনার লেখায়। ভালবাসা আসলেই শুধু বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার নয়। অনেক অনেক বেশি সেটা মানসিক।

শুভেচ্ছা রইল।

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

খেয়া ঘাট বলেছেন: চমৎকার সুন্দর মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮

আমি ইহতিব বলেছেন: এমন একটা বিষয় নিয়ে এতো সুন্দর উপস্থাপণা আসলেই বিরল। নাপা আপুর প্রিয় পোস্টের সূত্র ধরে এখানে এলাম। না এলে একটা অসাধারণ গল্প মিস করতাম। ধন্যবাদ নাপা আপুকে ও আপনাকেও।

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

খেয়া ঘাট বলেছেন: নাপাকে ধন্যবাদ পোস্টটির লিংক দেয়ার জন্য। আপনাকে বিনীত ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো। অনেক অনেক শুভকামনা।

২৭| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

টেস্টিং সল্ট বলেছেন: শিরোনাম দেখে মুহূর্তের জন্য চোখ কটমট, এর পর পুরোটা পড়ে হৃদয়ে আর্দ্রতা অনুভব করছি। :(

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে প্রিয় টেস্টিং সল্ট।

২৮| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

শান্তির দেবদূত বলেছেন: চমৎকার গল্প, লেখার স্টাইলটাও অভিনব। ভাল লাগল। অনেকগুলো প্লাস দিতে পারলে তৃপ্তি পেতাম, কিন্তু একটা বেশি দেওয়া যায় না। ঈদের শুভেচ্ছা রইল।

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রেরণা দেয় ভাই। বিনীত ধন্যবাদ। শুভকামনা রইলো।

২৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম, ভালবাসা আসলে মনেই।


কুমিল্লার মেঘনা থানার এক রমণী ১৭ বছর সংসার করে টের পেয়েছিলেন যে, তার স্বামীর বিশেষ অঙ্গটি ছাড়া আর কিছুই নেই। কারো কারো দৃষ্টি থাকে স্বামী নয় তার অর্জনের দিকেই। সেটাও ভালবাসার আরেকটি পিঠ।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে চমকে ওঠলাম।
ভালোথাকবেন, শুভকামনা।

৩০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

না পারভীন বলেছেন: কাল ঈদ আপনাদের । মারু কে অসম্ভব মিস করছি । থাকলে এখনে এসে ঈদ মোবারক বলে যেত । অবশ্য আসতেও পারে । তার কিছুই অসম্ভব নাই ।
ঈদের আনন্দ ছড়িয়ে থাকুক প্রতিটি দিনে । ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৪

খেয়া ঘাট বলেছেন: ঈদমোবারক। উনি বেশ সুখেই আছেন। দেশে ঈদ আর দিল্লীতে ঈদোত্তর ঈদ। শুভকামনা।

৩১| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

মামুন রশিদ বলেছেন: গল্পে বিশতম ভালোলাগা +++

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৪

খেয়া ঘাট বলেছেন: অনেক শুভাকামনা।

৩২| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুন্দর উপস্থাপন, খুব ভাল লাগল... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.