নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের মোরাল গল্প- দাদুর রাজ ।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪

কুয়োর ব্যাঙ লাফ দিয়ে কুয়োর পাড়ে ওঠে বসে। চিন্তা করে চেষ্টা করলে কি না হয়। কোকিল পাখি কি সুন্দর গান গায়। ইচ্ছে করলে নিজেও কি এমন সুন্দর গান গাইতে পারেনা। সেদিন পাঠশালার পাশ দিয়ে যাওয়ার সময় কুয়োর ব্যাঙ শুনেছিলো- পন্ডিত মশায় বলছিলেন-নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হয়।



ব্যাঙ কুয়োর পাড়ে বসে মনের সুখে গান গায়।দুষ্টু ছেলের দল ব্যাঙের গান শুনে ঢিল ছুঁড়ে। আর ব্যাঙ কুয়োয় লাফিয়ে পড়ে। মনে মনে বলে- বুঝলিনারে, দুষ্টু ছেলের দল, গুনীর কদর করতে পারলিনা। দেখিস, আমি একদিন কত বড় হবো। আমার কত নাম ডাক হবে।



মাঝখানে, অনেক ঘটনার পর ব্যাঙের সাথে হলো কোকিলের বন্ধুত্ব। ব্যাঙ বলে -কোকিল বন্ধু আমাকে গান শিখাও। কোকিল বলে-এতো দূর থেকে গান শিখাই কেমন করে। তুমি ওপরে আসো। ব্যাঙ তো আর ওড়তে পারেনা যে কোকিলের কাছে যাবে। আর কোকিলও মাটিতে নামেনা। শুধুই দূর থেকেই কোকিল আশার বাণী শোনায়। আর বাহবা দেয়।



ব্যাঙ কুয়োর পাড়ে অনেক দুঃখে বসে থাকে।একদিন লাফ দিয়ে দিয়ে গাছের গোড়া পর্যন্ত যায়। দেখে সেখানে, গাছের ছায়ায় একজন বিখ্যাত শিল্পী রঙতুলি দিয়ে চিত্রপটে ছবি আঁকছেন। শিল্পী এবার একাগ্রচিত্তে চেয়ারে বসে বিমূর্ত ছবির কল্পনা করেন।



ব্যাঙ কোনো কিছুতেই ছবির কিছুই বুঝতে পারেনা। আর নীচ থেকে ভালো দেখতেও পারেনা। একসময় লাফ দিয়ে ছবিটা দেখতে চায় আর পুরা চিত্রপট সহ ভূমিতে ভূপাতিত হয়। ব্যাঙের সারা শরীরে বাহারি রঙে একাকার। ব্যাঙ মহানন্দে চিত্রপটে গড়াগড়ি খায়। তারপর একসময় কুয়োর পাড়ে এসে স্বচ্ছ জলে নিজের ছবি দেখে দারুন পুলকিত হয়। তারপর মনে মনে বলে-এবার আমাকে ঠেকায় কে?



ব্যাঙ কুয়োর পাড়ে এসে ব্যাঙগ্র কন্ঠে নিজেকে দাদুর রাজ হিসাবে ঘোষণা করে। বলে, আমি তোমাদের মাঝে সেরা। আমি তোমাদের মাঝে সুন্দরতম। আমি অনেক গুনে গুনান্বিত।পুরো কুয়োর মাঝে ছুটোছুটি পড়ে যায়। আসলেইতো দাদুর রাজ দেখতে অন্য সবার চেয়ে আলাদা। তারা তাকে রাজা হিসাবে মেনে নেয়।



বর্ণচোরা ব্যাঙ এখন কুয়োর পাড়ে বসে তার আইন কায়েম করে। তার কথায় অন্য সব ব্যাঙ কুয়োর পাড়ে ওঠে, কুয়োর মাঝে লাফ দেয়, গ্যাঙর গ্যাঙ করে দাদুর রাজকে গান শোনায়। আর ওপর থেকে কোকিল বাহবা দেয়। মহারাজ ব্যাঙের অভিষেক অনুষ্ঠানের সব ঠিকঠাক হয়, কিন্তু রাজাতো জলে নামেনা। কারণ-সে ভালো করেই বুঝে, জলে নামলেই শরীরের আবরণ ধুয়ে গিয়ে আসল চেহারা বেরিয়ে আসবে। দাদুররাজ বলে- আমি তোমাদের মতো জলে আর জলকেলি করতে পারিনা। আমি রাজা-আমি ওপরে থেকেই রাজত্ব করবো। এভাবেই ব্যাঙ রাজের রাজত্ব চলতে থাকে।



গ্রীষ্মের দাবদাহ শেষ হয়েছে। গগনে মেঘের ঘনঘটা। মাঝে মাঝে শুনা যাচ্ছে আকাশে বজ্রনিনাদের ডাক। কখনো কখনো বিজলীর চমক। কালো কালো ভারি মেঘে বাতাসে বইছে বৃষ্টির গন্ধ। কুয়োর মাঝে যেন শুরু হয়েছে আনন্দের উৎসব।



দাদুর রাজ চিন্তা করতেও পারেননি, এরকম একটা দিন আসবে। ক্ষমতার স্বাদ পেলে কি আর কোনো হুশ থাকে।কূটকৌশলে এতোদিন নিজেকে বাঁচিয়ে রেখেছিলো। এখন সে ভয়ে অস্থির। গাছের পানে থাকায়। কয়েকবার ডাকে, কোনো সাড়া নেই।কোকিল বন্ধু ওড়ে গেছে । প্রবলবেগে বৃষ্টি শুরু হয়েছে। দাদুর রাজ-আতংকিত।জলে,স্থলে কোথাও আর নিজেকে লুকিয়ে রাখার জায়গা নেই। একটু একটু করে তার নিজের আসল রঙ বেরিয়ে পড়ছে। দাদুর রাজ বুঝতে পেরেছে-প্রকৃতির বিরুদ্ধে প্রতিরোধের শক্তি কারো নেই।



মোরালঃ রঙ লুকিয়ে বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকা যায়না। দুঃসময়ে সুসময়ের বন্ধুদের কাউকেই কাছে পাওয়া যায়না।



দাদুর মানে হলো- ব্যাঙ । ( বাংলা অভিধান)

ব্যাঙ যখন বাঘের মতো ধ্বনি করে তাকে বলে-ব্যাঙগ্র কন্ঠ। (নিজস্ব)





মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

না বলা কথা বলেছেন: দাদুর রাজ বুঝতে পেরেছে-প্রকৃতির বিরুদ্ধে প্রতিরোধের শক্তি কারো নেই।

মোরালঃ রঙ লুকিয়ে বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকা যায়না। দুঃসময়ে সুসময়ের বন্ধুদের কাউকেই কাছে পাওয়া যায়না।

অতি চমৎকার হয়েছে।



২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর।

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

একজন নিশাচর বলেছেন: চমৎকার লিখেছেন!

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৯

নুরুন নেসা বেগম বলেছেন: এক মিনিটের মোরাল গল্প নাম কেন দিয়েছেন জানতে ইচ্ছে করে। আরো লিখবেন।

২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

খেয়া ঘাট বলেছেন: মানে হলো -গল্পটি পড়তে মাত্র একমিনিট মতো সময় লাগবে।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৭

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।

শুভ কামনা।

২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৩

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

ভিটামিন সি বলেছেন: তারপর ব্যাঙরে তার দেশের আমজনতা কি করল জানতে মুঞ্চায়। :)

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

খেয়া ঘাট বলেছেন: আমজনতা কিছুদিন পর সব কিছু ভুলে গেলো আর নতুন রঙ নিয়ে নতুন রাজ এসে রাজা হলো। আরেকটি বৃষ্টি না আসা পর্যন্ত নতুন রাজা বহাল রইলো।
আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

অগ্নি সারথি বলেছেন: নীল শেয়ালের গল্প।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

খেয়া ঘাট বলেছেন: নীল শেয়ালের গল্পটি কি রকম। শেয়ার করেন। পড়তে ভালো লাগবে।
আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার

২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

s r jony বলেছেন: রঙ লুকিয়ে বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকা যায়না। দুঃসময়ে সুসময়ের বন্ধুদের কাউকেই কাছে পাওয়া যায়না।

চমৎকার শিক্ষণীয় গল্প। +++++++++

২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

বাংলাদেশী দালাল বলেছেন:

ডিজিটাল রং তারপিন দিয়েও যায়না।

চমৎকার শিক্ষণীয় গল্প।




২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: s r jony বলেছেন: রঙ লুকিয়ে বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকা যায়না। দুঃসময়ে সুসময়ের বন্ধুদের কাউকেই কাছে পাওয়া যায়না।

চমৎকার শিক্ষণীয় গল্প। +++++++++

২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ তন্দ্রাবিলাস।

১২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

নুসরাতসুলতানা বলেছেন: শেষ পর্যন্ত রঙ লুকানো যায়না----। চমৎকার একটা লেখা।।শিক্ষকতার জীবন ছেড়ে হুমায়ুন আহমদ কেন একমাত্র লেখালেখির জগৎ কেই বেছে নিয়েছিলেন বা সাহিত্যের জগৎ টাই কেন ওনার কাছে মুখ্য হয়ে গিয়েছিল --একসময় এটা খুব ভাবাত । এখন ভাবি উনি ঠিক কাজটি করেছেন।আপনার এ ধরনের লেখা পড়লে মনে হয় লেখালেখির জগৎটাই আপনার সঠিক জায়গা।

২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ, মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

স্বপনবাজ বলেছেন: প্রকৃতিতেই সব রহস্যের সমাধান !
ধন্যবাদ আপনাকে , প্রিয়তে রাখলাম !

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ, মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

মনিরা সুলতানা বলেছেন: নুসরাতসুলতানা বলেছেন, শিক্ষকতার জীবন ছেড়ে হুমায়ুন আহমদ কেন একমাত্র লেখালেখির জগৎ কেই বেছে নিয়েছিলেন বা সাহিত্যের জগৎ টাই কেন ওনার কাছে মুখ্য হয়ে গিয়েছিল --একসময় এটা খুব ভাবাত । এখন ভাবি উনি ঠিক কাজটি করেছেন।আপনার এ ধরনের লেখা পড়লে মনে হয় লেখালেখির জগৎটাই আপনার সঠিক জায়গা।


সহমত ...

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

খেয়া ঘাট বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকে বিনীত ধন্যবাদ।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

না পারভীন বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: নুসরাতসুলতানা বলেছেন, শিক্ষকতার জীবন ছেড়ে হুমায়ুন আহমদ কেন একমাত্র লেখালেখির জগৎ কেই বেছে নিয়েছিলেন বা সাহিত্যের জগৎ টাই কেন ওনার কাছে মুখ্য হয়ে গিয়েছিল --একসময় এটা খুব ভাবাত । এখন ভাবি উনি ঠিক কাজটি করেছেন।আপনার এ ধরনের লেখা পড়লে মনে হয় লেখালেখির জগৎটাই আপনার সঠিক জায়গা।


সহমত ... :)

২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৮

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে অনেক প্রীত হলাম, অনেক ধন্যবাদ।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

বিলাল বলেছেন: না পারভীন বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: নুসরাতসুলতানা বলেছেন, শিক্ষকতার জীবন ছেড়ে হুমায়ুন আহমদ কেন একমাত্র লেখালেখির জগৎ কেই বেছে নিয়েছিলেন বা সাহিত্যের জগৎ টাই কেন ওনার কাছে মুখ্য হয়ে গিয়েছিল --একসময় এটা খুব ভাবাত । এখন ভাবি উনি ঠিক কাজটি করেছেন।আপনার এ ধরনের লেখা পড়লে মনে হয় লেখালেখির জগৎটাই আপনার সঠিক জায়গা।


সহমত ...

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার লেগেছে।

০১ লা মে, ২০১৩ রাত ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন: মোরালওয়ালা গল্পগুলো দারুন ভাবে রুপায়িত করে লিখছেন আপনি। চালিয়ে যান। ভাল হচ্ছে।

১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম।

১৭ ই মে, ২০১৩ সকাল ৯:০৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.