নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

মা গো তোমার নেই তুলনা- একটু সময় নিয়ে পড়লে খুশী হবো।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে।

অফিসার জানতে চাইলেন- আপনার পেশা কি?

মহিলা বললেন, আমি একজন মা।

আসলে ,শুধু মা তো কোনো পেশা হতে পারেনা।

যাক, আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণি।

মহিলা খুব খুশী হলেন। পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো। মহিলা সন্তানের চিকিৎসা নিতে বিদেশ গেলেন। সন্তান সুস্থ হয়ে দেশে ফিরে আসলো।



অনেকদিন পরে, মহিলা দেখলেন পাসপোর্টটা নবায়ন করা দরকার। যেকোনো সময় কাজে লাগতে পারে। আবার পাসপোর্ট অফিসে আসলেন। দেখেন আগের সেই অফিসার নেই। খুব ভারিক্ষি, দাম্ভিক, রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন।



যথারীতি ফরম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন-

আপনার পেশা কি?

মহিলা কিছু একটা বলতে গিয়ে ও একবার থেমে গিয়ে বললেন-

আমি একজন গবেষক। নানারকম চ্যালেন্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি। শিশুর মানসিক এবং শারিরীক বিকাশ সাধন পর্যবেক্ষণ করে,সে অনুযায়ি পরিকল্পণা প্রণয়ন করি। বয়স্কদের নিবিড় পরিচর্যার দিকে খেয়াল রাখি। সুস্থ পরিবার ও সমাজ বিনির্মানে নিরলস শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভীত মজবুত করি। প্রতিটি মুহুর্তেই আমাকে নানারকমের চ্যালেন্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয়। কারণ,আমার সামান্য ভুলের জন্য-বিশাল ক্ষতি হয়ে যেতে পারে।



মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন। মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে থাকালেন। এবার অফিসার জানতে চাইলেন-

আসলে আপনার মূল পেশাটি কি? যদি আরেকটু বিশদভাবে বলেন। লোকটির আগ্রহ বেড়ে গেলো।



আসলে, পৃথিবীর গুনি জনেরা বলেন , আমার প্রকল্পের কাজ এতো বেশি দূরহ আর কষ্টসাধ্যযে, দিনের পর দিন আঙগুলের নখ দিয়ে সুবিশাল একটি দীঘী খনন করা নাকি তার চেয়ে অনেক সহজ।



আমার রিসার্চ প্রজেক্টতো আসলে অনেকদিন ধরেই চলছে। সার্বক্ষণিক আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরীর বাইরে ও কাজ করতে হয়। আহার,নিদ্রা করার ও আমার ঠিক সময় নেই। সবসময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়। দুজন উর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনে মূলত আমার প্রকল্পের কাজ নিরবিচ্ছিন্ন ভাবে চলছে।



(মহিলা মনে মনে বলেন,দুজনের কাউকে অবশ্য সরাসরি দেখা যায়না।

(একজন হলেন -আমার শ্রষ্টা আরেকজন হলেন আমার বিবেক।)



আমার নিরলস কাজের স্বীক্বতি স্বরুপ আমি তিনবার স্বর্ণপদকে ভূষিত হয়েছি।(মহিলার যে তিনটি ফুটফুটে সন্তান রয়েছে)।

এখন আমি সমাজবিগ্গান,স্বাস্থ্যবিগ্গান আর পারিবারিক বিগ্গান এ তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি, যা পৃথিবীর সবচেয়ে জটিলতম প্রকল্পের বিষয় বলা যায়। প্রকল্পের চ্যালেন্জ হিসাবে একটি অটিস্টিক শিশুর পরিচর্যা করে মানুষ হিসাবে গড়ে তুলছি, প্রতিটি মুহুর্তের জন্য।



(উষর মুরুর ধূসর বুকে, ছোট যদি শহর গড়ো,

একটি ছেলে মানুষ করা ইহার চেয়ে অনেক বড়।)



অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনেন। এ যেন এক বিস্ময়কর মহিলা। প্রথম দেখেতো একেবারে পাত্তাই দিতে মনে হয়নি।



প্রতিদিন আমাকে ১৪ থেকে ১৬ ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে ২৪ ঘন্টাই আমার ল্যাবে কাজ করতে হয়। কাজে এতো বেশি ব্যস্ত থাকতে হয় যে, কবে যে শেষবার ভালো করে ঘুমিয়ে ছিলাম কোনো রাতে,তাও আমার মনে নেই। অনেক সময় নিজের আহারের কথা ভুলে যাই।আবার অনেক সময় মনে থাকলেও সবার মুখে অন্ন তুলে না দিয়ে খাওয়ার ফুরসত হয়না, অথবা সবাইকে না খাইয়ে নিজে খেলে পরিতৃপ্তি পাই না। পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই। ২৪ ঘন্টাই আমার অন কল ডিউটি।



এরপর আমার আরো দুটি প্রকল্প আছে । একটা হলো বয়স্ক শিশুদের ক্লিনিক। যা আমাকে নিবিড়ভাবে পরিচর্যা করতে হয়।সেখানেও প্রতিমুহুর্তেও শ্রম দিতে হয়। আমার নিরলস কাজের আর গবেষণার কোনো শেষ নেই।



আপনার হয়তোবা জানতে ইচ্ছে করছে, এ চ্যালেন্জিং প্রকল্প পরিচালনায় আমার বেতন কেমন হতে পারে।

আমার বেতন ভাতা হলো- পরিবারের সবার মুখে হাসি আর পারিবারিক প্রশান্তি। এর চেয়ে বড় অর্জন, বড় প্রাপ্তি আর কিছুই নেই।



এবার আমি বলি, আমার পেশা কি?

আমি একজন মা, অতিসাধারণ মা।



মহিলার কথা শুনে অফিসারের চোখ জলে ভরে আসে। তিনি পা ছুঁয়ে মহিলাকে সালাম করেন। নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে।তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে, মহিলাকে সালাম দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দেন।



আসলে "মা" এর মাঝে যেন নেই কোনো বড় উপাধির চমক।বড় কোনো পেশাদারিত্বের করপোরেট চকচকে ভাব।কিন্তু কত সহজেই প্বথিবীর সব মা নিঃস্বার্থ ভাবে প্রতিটি পরিবারে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।মাতৃত্বের গবেষানাগারে প্রতিনিয়ত তিলতিলে গড়ে তুলছেন একেকটি মানবিক নক্ষত্র।



সেই মা সবচেয়ে খুশি হন কখন জানেন-

যখন সন্তান প্রক্বতই মানবিক মূল্যবোধ নিয়ে ধনে নয়, সম্পদে নয়,বিত্তে নয়, ঐশ্বর্যে নয় শুধু চরিত্রে আর সততায় একজন খাঁটি মানুষ হয়।



ঠিক এই মাই আবার সবচেয় দুঃখি হন -

যখন সন্তান কোনো বড় অপরাধ করে। সন্তানের অপরাধের জন্য যখন মা কারো সামনে লজ্জায় মুখ দেখাতে পারেন না। মায়ের জন্য এর চেয়ে বড় দুঃখ আর নেই। এর চেয়ে দুখি মা আর নেই। পেটের ক্ষুধা মা সহ্য করতে পারেন পেটে পাথর বেঁধে । কিন্তু সন্তানের জন্য যখন মা সমাজে মুখ দেখাতে পারেন না , এ কষ্ট যে মা আর সইতে পারেন না। (সম্প্রতি দেশে ঘটে যাওয়া ঘটনাই এর প্রমাণ)



আর মা সবচেয়ে যন্ত্রনায় আর সবচেয়ে কষ্টে কাতর হন কখন জানেন,

যখন সন্তান রোগে ভূগে। মা নিজে অসুস্থ হলে যতনা কষ্ট পান তারচেয়ে বেশি কষ্ট পান সন্তান যখন অসুখে ভোগে। সন্তান যদি মারা যায়-মায়ের জন্য পৃথিবীতে আর কিছুই রইলো না। আল্লাহ যেন কোনো মাকেই এ কষ্ট না দেন।



আরেকটি কাজে মা সবচেয়ে দুখে নিদারুন দুঃখি হন। মায়ের কলিজা তখন ভেঙগে যায়। যখন সন্তান মাকে ছেড়ে চলে যায়।



আবার সন্তান যখন নিজের প্রতিষ্ঠার জন্য দূরে যায়। তখন মা একদিকে খুশি হন সন্তানের সাফল্যে। কিন্তু ঠিকই মায়ের প্রাণ কাঁদে সারাক্ষণ।সন্তান যদি মায়ের চোখের সামনে না থাকে মায়ের জন্য এতো কষ্টও যে আর নেই। শুধু সন্তানের সাফল্যের কথা ভেবে মা তা বলেন না। দিনের পর দিন যখন মা সন্তানকে নিজের চোখের সামনে দেখেন না, সে কষ্টও মা সইতে পারেন না।



১২ই মে বিশ্ব মা দিবস। আসলেই কি মায়ের জন্য কোনো দিবসের দরকার আছে। সন্তানের জন্য প্রতিটি সেকেন্ড , প্রতিটি মুহুর্তই যে "মাময়" হওয়া উচিত।পৃথিবীতে এর চেয়ে বড় শান্তির সুশীতল আশ্রয় যে আর কোথাও নেই। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক, পৃথিবীর সব মায়েরা সন্তানদের নিয়ে সুখে থাকুক।



( আমার মা আমার এ লিখাটি পড়বেন না। জানেন না যে, আমি এই নিক থেকে লিখি। তাই লিখাটি আমার মা'কে)



মন্তব্য ১০৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

খাটাস বলেছেন: অসাধারন চিন্তা শক্তি, আবেগ ভালবাসা থেকে অসাধারণ লেখা। এই লেখা টা তে যদি ভাল লাগা দেই, তাহলে অনেক ছোট হয়ে যাবে। প্রিয় তে রাখলাম।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

খেয়া ঘাট বলেছেন: আপনাকে পড়ার জন্য, সুন্দর মন্তব্য করার জন্য সবিনয় ধন্যবাদ।

২| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

খাটাস বলেছেন: অসাধারন চিন্তা শক্তি, আবেগ ভালবাসা থেকে অসাধারণ লেখা। এই লেখা টা তে যদি ভাল লাগা দেই, তাহলে অনেক ছোট হয়ে যাবে। প্রিয় তে রাখলাম।

৩| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

পথিক নোমান বলেছেন: আপ্লুত হলাম।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

৪| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

এ সামাদ বলেছেন: সুন্দর লেখা। ষ্টিকি করা হোক।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

কায়েস বলেছেন: অসাধারণ

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বোকামন বলেছেন:





সম্মানিত লেখক,
জানিনা বলা ঠিক হবে কী না, তবু বলছি “একজন মায়ের লেখা পড়লাম” পৃথিবীর কোন ভাষা দিয়ে মায়ের মমত্ববোধ প্রকাশ করা সম্ভব নয়। আমরা যতই লিখি, যতই বলি চিরকাল তা অপ্রকাশ্যই থেকে যাবে। আমার “মা” দিবস পালন করতে হয় না.... প্রতিটি বিন্দু সময় উনার মমতা আমাকে ঘিরে রাখে .... আলাদা করে ফুসরত কোথায় “মা” দিবসের !!!

এই লেখাটির জন্যে বিনীত ধন্যবাদ।

আপনার “মা” কে আমার সালাম জানাবেন।

একটাই ভাষা মায়েদের জন্য .... মা

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে বোকামন।
আপনার মন্তব্য পড়ে চোখে পানি চলে আসলো ভাই।

৭| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: চমতকার... ++

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ আপনাকে।

৮| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মাথা নষ্ট সিপাহি বলেছেন: অসাধারন !
ভাই আমার কোন গল্প/প্রবন্ধ লেখার ক্ষমতা নেই তবে পড়তে পারি অন্যের লেখা। আপনার এই লেখাটার ১ম প্যারা টা না দিয়ে ফিনিশিং এ কথাটুকু মিশিয়ে দিলে ভাল হত নয় কি ?

ধন্যবাদ, আর হ্যা , আপনার এই লেখা টা আমি তিনবার পরেছি, আর একবার পড়বো।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

খেয়া ঘাট বলেছেন: মনে হয় ভালো হতো। আপনার কথা মনে থাকলো। পরে দেখবো মাকে নিয়ে অন্য একটা লিখা লেখা যায় কিনা।
সুন্দর পরামর্শের জন্য সবিনয় ধন্যবাদ।

৯| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ইলুসন বলেছেন: পড়ে ভাল লাগল। চমৎকার একটা পোস্ট। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা রইল।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ ভাই, আপনাকে।

১০| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: onek sundor lekha, ..................


valo Thakben




১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।

১১| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আমার এটুকুই অনুভব হল মা'কে নিয়ে লিখেছেন বলেই বোধহয় এই রকম অসাধারণ একটা লেখা হল। আপনার মা'ভক্তিকে এবং মা'দের সেই ভালবাসা যা কারো পক্ষেই বর্ণনা করা অসম্ভব সেই মাদের পায়ে আমার হৃদয়ের সবটুকু কৃতজ্ঞতা ঢেলে দেয়ার কথা বলার জন্যই লগ ইন করতে বাধ্য হলাম!!!

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

খেয়া ঘাট বলেছেন: কষ্ট করে লগ ইন করে এতো সুন্দর একটা মন্তব্য করলেন। খুবই খুশী হলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ১১ ই মে, ২০১৩ রাত ৮:২৬

ওয়ারা করিম বলেছেন: সব সন্তানরা যদি এভাবে মায়েদের মর্ম বুঝতো তাহলে পৃথিবীটা অন্যরকম হতো। ভাল থাকবেন।

১১ ই মে, ২০১৩ রাত ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ।

১৩| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৫৯

বাংলাদেশী দালাল বলেছেন:
জগতের সকল মাকে সালাম ও শ্রদ্ধা জানাই
সেই সাথে আপনাকে, এত সুন্দর একটা লেখা উপহার দেয়ার জন্য।

মার থেকে দূরে আছি তাই বোধহয় একটু বেসি আবেগি হয়ে গেলাম।

ভালো থাকবেন।

১১ ই মে, ২০১৩ রাত ১০:৩৬

খেয়া ঘাট বলেছেন: আমিও আপনার মতো দুখি পরবাসী। তাই হয়তোবা মাকে এতো বেশি মিস করি।
অনেক ধন্যবাদ, আপনাকে।

১৪| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৫৮

আমিনুর রহমান বলেছেন:

অসাধারণ একটা লিখা। মগ্ধ হয়ে পড়লাম।


পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক, পৃথিবীর সব মায়েরা সন্তানদের নিয়ে সুখে থাকুক



বানান আর শব্দ/বাক্যের মাঝে স্পেস এর প্রতি আরো যত্নশীল হতে হবে :)

১১ ই মে, ২০১৩ রাত ১১:২২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।
ঠিক বলেছেন, আরো যত্নশীল হতে হবে।

১৫| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৩২

একজন পথশিশু বলেছেন: Apnar facebook account er linkta den. Friend request pathabo (In Shaa Allah)

১১ ই মে, ২০১৩ রাত ১১:৩৮

খেয়া ঘাট বলেছেন: আমার আসলে ফেসবুক তেমন ইউজ করা হয়না। অনেক আগে একটা একাউন্ট খুলে ছিলাম। সবাই বলে ফেসবুকে লিখা পোস্ট করতে ।তাই এই লিখাটি আজ পোস্ট করলাম। ঠিকভাবে করলাম কিনা তাও জানিনা।
আমার ইমেইল দিয়ে সার্চ করলে মনে হয় পাবেন-
[email protected]

১৬| ১২ ই মে, ২০১৩ রাত ১২:১০

নুসরাতসুলতানা বলেছেন: মাকে নিয়ে অসাধারন একটি লেখা --ষ্টিকি করা হোক। পৃথিবীর সকল মা ভাল থাকুক।

১২ ই মে, ২০১৩ রাত ১:০১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

১৭| ১২ ই মে, ২০১৩ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
মা ও মা মা !!!!!!!

১২ ই মে, ২০১৩ রাত ১:০২

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

১৮| ১২ ই মে, ২০১৩ রাত ১:২০

অমৃত সুধা বলেছেন: আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’
http://dhakajournal.com/?p=7187

‘খালেদার বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে’, হুমকি স্বরাষ্ট্রমন্ত্রীর - See more at: Click This Link

১২ ই মে, ২০১৩ ভোর ৪:৩৪

খেয়া ঘাট বলেছেন: হুমম।

১৯| ১২ ই মে, ২০১৩ রাত ১:৪৮

মুহাম্মদ ফজলুল হক বলেছেন: অনন্যসাধারণ !! মা'ময় লেখায় রইলো মুগ্ধতা। সকল মায়ের জন্য সশ্রদ্ধ সালাম আর ভালোবাসা। পৃথিবীর সকল মা ভাল থাকুক।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:০০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ। পড়েছেন খুব খুশী হয়েছি। মন্তব্য করেছেন আরো খুশি হয়েছি।

২০| ১২ ই মে, ২০১৩ রাত ১:৫১

নিয়েল হিমু বলেছেন: মা'য়ের জন্য আলাদা কোন দিবসের দরকার নাই । প্রতিটি মুহুর্তই থাকুক "মা'ময়"

১২ ই মে, ২০১৩ সকাল ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ আপনাকে।

২১| ১২ ই মে, ২০১৩ রাত ২:০৪

বটবৃক্ষ~ বলেছেন: আমি একজন মা, অতিসাধারণ মা।

সময় নিয়ে পড়েছি!! :) এবং প্রিয়তে

আমাদের প্রতিটি দিন মাদিবস....প্রতিটি মূহুর্তই "মা ময়"....
আসলে এই দিবস হলো সেইসব হতভাগা দের জন্যে যারা সারা বছরে মাকে একবার দেখার সময় পায়না কিংবা মাকে অভেলায় ফেলে রেখেছে কোন ওল্ড হোমে.....
ধিক সেসব অকৃতজ্ঞ সন্তানদের...... /:) X(( X((

১২ ই মে, ২০১৩ সকাল ১০:০৩

খেয়া ঘাট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ।

২২| ১২ ই মে, ২০১৩ রাত ২:০৭

রহস্যময়ী কন্যা বলেছেন: অসাধারণ একটা লেখা পড়লাম
++++++++++ :)

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫৩

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

২৩| ১২ ই মে, ২০১৩ সকাল ৮:০৯

না পারভীন বলেছেন: তন্ময় হয়ে পড়লাম ,

আল্লাহর হক আদায়ের পরই মা বাবার হক আদায় করতে হয় । ( গতকাল টিভিতে শুনলাম )
আল্লাহ আমাদের সে তৌফিক যেন দেন ।

১২ ই মে, ২০১৩ সকাল ১১:০৪

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ আমাদের সে তৌফিক যেন দেন।
সবিনয় ধন্যবাদ আপনাকে।

২৪| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:৩২

jiad82 বলেছেন: poste + ey likhai jini apotti korechen unar choti pora uchit.

১২ ই মে, ২০১৩ সকাল ৯:৪৮

খেয়া ঘাট বলেছেন: আপনার কথাটা ঠিক বুঝলামনা ভাই।

২৫| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার একটা লেখা

১২ ই মে, ২০১৩ সকাল ১১:০৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

২৬| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: "মা" ।

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

২৭| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: +++++

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

২৮| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৩৭

এেলােমেলা সব বলেছেন: মায়ের তুলনা নাই। লেখাটি বাধিয়ে রাখার মত..

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

২৯| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৩৭

এেলােমেলা সব বলেছেন: মায়ের তুলনা নাই। লেখাটি বাধিয়ে রাখার মত..

৩০| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৫৩

আদনান মাননান বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক দুরের এক মাকে নিয়ে লেখা আরেক অনুভুতি পরে দেখতে পারেন-http://somewhereinblog.net/blog/adnan_orko/29829637

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ।

৩১| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৩০

জাকিরুল হক তালুকদার বলেছেন: লেখকের ইমেইল আইডি প্রয়োজন। অথবা ফোন নাম্বার। লেখাটি একটি ওয়েবসাইটে রিপ্লাবলিশ করতে চাই।

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম।
[email protected]

খেয়া ঘাট- আরিফ মাহমুদ।

৩২| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০৭

বাংলার হাসান বলেছেন: অসাধারন।

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৩| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আরমিন বলেছেন: প্লাস!
আপনার উচিৎ আন্টি যাতে লেখাটি পড়তে পারেন, সেই ব্যবস্থা করা, তাঁর ভাল লাগবে!

মা দিবসের শুভেচ্ছা!

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
খালাম্মাকেও আমার শুভেচ্ছা পৌঁছে দিবেন।

৩৪| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

কালোপরী বলেছেন: :)

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ। তবে হাসিটা কেন ঠিক যেন বুঝতে পারলাম না।

৩৫| ১২ ই মে, ২০১৩ রাত ৮:০৮

লাবনী আক্তার বলেছেন: অসাধারণ সুন্দর একটা লেখা। খুব ভালো লাগল।

১২ ই মে, ২০১৩ রাত ১১:২৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

৩৬| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩০

জাকিরুল হক তালুকদার বলেছেন: লেখাটি অনেক ভালো লেগেছে। ভালো লাগার পরিমাণটা বুঝাতে পারবোনা। কিন্তু ভালোলাগাটা অন্যের সাথে শেয়ার করতে এ সাইটে শেয়ার করা হলো।

১২ ই মে, ২০১৩ রাত ১১:৩০

খেয়া ঘাট বলেছেন: সাইটটা দেখলাম, খুবই মনকাড়া পরিচ্ছন্ন।লিখার সাথে ছবি সংযুক্তিটা দারুন মানানসই হয়েছে। আপনার প্রতি অনেক কৃতগ্গতা।

৩৭| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩০

জাকিরুল হক তালুকদার বলেছেন: রিপাবলিশ করা হলো।

১২ ই মে, ২০১৩ রাত ১১:৩১

খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ।

৩৮| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৫৮

মনিরা সুলতানা বলেছেন: এতখানি মমতা দিয়ে লিখেছেন , পড়ার সময় মিশ্র অনুভূতি হল , কখনো নিজের মা কে আনুভব করলাম, কোথাও নিজেকে খুজে পেলাম

অতখানি তো চায় না একজন মা ...
সন্তান এর নিরন্তর ভাল থাকা টুকু ছাড়া

আপনার জন্য http://www.youtube.com/watch?v=_qNx7ggPTLc




১২ ই মে, ২০১৩ রাত ১১:৩২

খেয়া ঘাট বলেছেন: ভিডিওটা দেখলাম। মায়ের উপর এতো সুন্দর ভিডিও আগে কখনো আমার চোখে পড়েনি।
অনেক কৃতগ্গতা রইলো আপনার প্রতি এতো সুন্দর একটা ভিডিও দেখার লিংক দেয়ার জন্য।

৩৯| ১৩ ই মে, ২০১৩ ভোর ৫:০৫

সাদা মনের মানুষ বলেছেন:
চমৎকার লেখনি, চমৎকৃত আমি ।

১৩ ই মে, ২০১৩ ভোর ৫:২৭

খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ আপনাকে।

৪০| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮

কাজলরেখা-০১ বলেছেন: চমৎকার লিখেছেন

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনয় ধন্যবাদ।

৪১| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩২

মেঘকন্যা বলেছেন: অনেক ভালো থাকবেন।

১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩৩

খেয়া ঘাট বলেছেন: আপনিও অনেক ভালো থাকবেন।

৪২| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৩৫

আিম এক যাযাবর বলেছেন: এবার আমি বলি, আমার পেশা কি?
আমি একজন মা, অতিসাধারণ মা।

মায়েরা কখনো অতিসাধারণ নন, তারা সবসময়ই অসাধারণ।

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।
মায়েরা কখনো অতিসাধারণ নন, তারা সবসময়ই অসাধারণ।- বিনীত ধন্যবাদ।

তাদের এই অতিসাধারণের মাঝেই অসাধারণত্ব লুকিয়ে আছে। যা সাধারণ অসাধারণের মাঝে খুঁজে পাওয়া যায়না।

৪৩| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: সমস্যা কোথায় হয়েছিল জানিনা। ব্লগের আপডেটের পর সবাই লগইন করতে পারলেও আমি পারছিলাম না। অনেক ঝামেলা করে অবশেষে লগ ইন করা গেছে। মিস করেছি ব্লগকে, মিস করেছি আপনাদের লেখাগুলো। এখন খুজখুজে পড়ছি সব।

১৭ ই মে, ২০১৩ সকাল ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: এতো কষ্ট করে পড়ার জন্য আপনার প্রতি সবিনয় কৃতগ্গতা।

৪৪| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৩০

ঐশীকা বলেছেন: অনেক ভালো লিখেছেন, আপনার লিখাটা পড়ে মাকে ভীষনভাবে মনে পড়ছে, যতদিন কাছে ছিলাম বুঝতে পারিনি এখন যেন তার অনুপস্থিতি আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, মাকে খুব দেখতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না পাছে মা আরো কষ্ট না পান.........ভালো থাকবেন...

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২

খেয়া ঘাট বলেছেন: একেবারে ঠিক ঠিক আমার কথাগুলোই বলেছেন। শুভকামনা।

৪৫| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রাফা বলেছেন: মা" এই ক্ষুদ্র শব্দটার মাঝে কি লুকিয়ে আছে তা শুধু জানে একজন প্রকৃত সন্তানই।

ভালো লাগলো।
ধন্যবাদ,খেয়াঘাট।

১৭ ই মে, ২০১৩ রাত ৮:১৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ রাফা।

৪৬| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনাকে স্যালুট মনে হয় আগেও করেছি। আবারো করলাম !!

অসাধারণ !!!!!

এফবিতে শেয়ার্ড।

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে আমি আগেও বলেছিলাম,আপনার সাথে আমার অনেক চিন্তার,মননের ,বোধের , মানবিকতার মিল আছে।
আপনি এতো বেশি প্রসংশা করেন যে নিদারুন লজ্জায় ফেলে দেন। ব্যাপারটা খুব খুব খারাপ।

ফেসবুকের লিংকটা কি পেতে পারি?

৪৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: কালা মনের ধলা মানুষ - এটাই আমার এফ বি আইডি।
[email protected]


আর আমি কিন্তু অপাত্রে উচ্ছসিত প্রশংসা করিনা ভাই।

২৪ শে মে, ২০১৩ রাত ১২:২৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। গেলোনা।
মনে হয় ভুল করেছি, কোথাও। আর ফেসবুকে বলতে গেলে আমি একেবারেই আনাড়ি।

৪৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

তুষার মানব বলেছেন: চরম লেখছিলেন ভাই

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে। মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৪৯| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: আপনার লেখা গল্প গুলো মুগ্ধতা নিয়ে পড়ি । সহজ কিন্তু মন ছুঁয়ে যাওয়া ।
বহুল ব্যাবহারিত সুন্দর , অসাধারণ , ভাল লাগল , বললেও যেন কম হয় ।
শুভকামনা আপনার জন্য ।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যটি পেয়ে আমি অনেক খুশী হলাম।

৫০| ১২ ই জুন, ২০১৩ রাত ২:২৮

ভূতাত্মা বলেছেন: আমার সব দিন মায়ের, শুধু মাকে অনেক মিস করি!!! :( :( :(

১২ ই জুন, ২০১৩ রাত ২:৫১

খেয়া ঘাট বলেছেন: মাকে ছাড়া থাকা অনেক কষ্টের,অনেক কষ্টের।

৫১| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:৪৪

ভূতাত্মা বলেছেন: আমি গত ২ বছর ধরে এই কষ্টটাই বয়ে বেড়াচ্ছি। :(

১২ ই জুন, ২০১৩ ভোর ৪:১১

খেয়া ঘাট বলেছেন: আপনার লিখা পড়ে ভাই কাঁদলাম।

৫২| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:৪৯

ভূতাত্মা বলেছেন: Click This Link

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লিংক দেয়ার জন্য।

৫৩| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:২৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:




++++++++++

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

৫৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

তাসজিদ বলেছেন: পৃথিবীতে সবথেকে নিষ্ঠুর সত্য হচ্ছে যে একদিন মা বাবা পৃথিবী থেকে চলে যাবে।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: সেটাই ভাই।
খুব কষ্টের , খুব কষ্টের।

৫৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

ফারজানা আখি বলেছেন: সবথেকে স্পর্শকাতর , সংবেদনশীল ও আবেগাত্মক বিষয়টি নিয়ে
এতো চমৎকার , হৃদয়গ্রাহীভাবে উপস্থাপনের কারনে আন্তরিক
কৃতজ্ঞতা জানাই ।

+++++++++++++++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ ভাই।
অনেক শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.