![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন ভাঙা কল্পনার এক নিঃসঙ প্রভাতে অবারিত আনন্দের অন্তরালে একদিন দেখা হয় ভালোবাসা আর উন্মত্ততার। নরম ঘাসের ওপর বসে ভালোবাসা শুধায় উন্মত্ততাকে তুমি জন্মেছিলে কবে।সব ক্লান্তি বিহ্বলতা ছিঁড়ে উন্মত্ততা ভালোবাসার কানে কানে বলে -চলো লুকোচুরি খেলি প্রথমে দুজনে।
বাতাসের অবিরাম আসা যাওয়া চলে।নীল ছায়ারা সব যেন কোথায় হারিয়ে যায়।ভালোবাসা শুন্যে শুণ্যে ঘুরে।প্রভাতে শিশির ঝরার শব্দ শেষ হতে থাকে।উন্মত্ততা বুঝি ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। আর ভালোবাসা নিজেকে লুকাতে গিয়ে দেখে চারপাশে শুধু হিংসা,ঘৃনা, হানাহানি,ক্ষুধা, যন্ত্রণা,বেদনা,পাশবিকতা, অহংকার,লোভ। নিজেকে লুকাবে কোথায়???
অবশেষে ভালোবাসা দেখে-কী সুন্দর ফুটে আছে এক লাল গোলাপ। ভালোবাসা গোলাপের গহীন বুকের ভিতর আশ্রয় নেয়।
আর উন্মত্ততা নীল দারুময়ী বাঘিনীর মতো রৌদ্র প্রদীপ্ত হয়ে ভালোবাসাকে খুঁজে খুঁজে ফিরে ।কোথাও খুঁজে পায়না। একসময় চক্ষুস্থির রেখে উন্মত্ততা প্রচন্ড দুখি হয়ে অনন্ত ব্যথা বুকে নিয়ে নিজের শর শূন্যে ছোড়ে।
শুন্যে অন্তর্হিত হতে হতে সুতিক্ন শর এবার লাল গোলাপের মাঝে এসে পড়ে।
উন্মত্ততা এবার ছুটে যায় গোলাপের দিকে। চেয়ে দেখে ভালোবাসার চোখ থেকে অবিরাম রক্ত ঝরছে ।উন্মত্ততার ধারালো শর গোলাপের মাঝে এসে পড়ে ভালোবাসার চোখে বিঁধেছে।
উন্মত্ততা নিজের আঁচলের সর্বস্বতা দিয়ে ভালোবাসাকে আলিঙন করে ভালোবাসাকে বলে-তোমাকে ছাড়া আমি আর কোথাও যাবোনা। সেদিন থেকেই ভালোবাসা অন্ধ(লাভ ইজ ব্লাইন্ড) আর উন্মত্ততা ভালোবাসার সাথেই রয়েছে। আর গোলাপ বলে-আমার বুকে আশ্রয় নেয়ায় তুমি অন্ধ হয়েছো,তাই ভালোবাসার সর্বশ্রেষ্ঠ তোহফা,অমূল্য সওগাত,প্রিয়জনের নজরান,সর্বশ্রেষ্ঠ উপহার হিসাবে আমিও তোমার চির সাথী হলাম।
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
খেয়া ঘাট বলেছেন: এক ছাত্রকে জিগ্গাসা করা হলো-
তোমার রোল নাম্বার কত ?
এক
বাহঃ দারুন তো। তা তোমাদের ক্লাসে ছাত্র সংখ্যা কত?
এক।
আমার অবস্থাও তথৈবচ
যাক, আপনাকে অনেক ধন্যবাদ। পড়ার জন্য। প্রথম হওয়ার জন্য।
২| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:১৬
লাবনী আক্তার বলেছেন: ভাল লাগল। সুন্দর লেখনি।
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
৩| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৩৩
বটবৃক্ষ~ বলেছেন: আমি ২্য় +++
তবে পুরোটা বুঝতে পারিনি!!
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ আপনাকে।
এটা পুরোপুরি আমার ব্যর্থতা।
৪| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯
স্বপনবাজ বলেছেন: বাহ!
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
৫| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
পড়তে কিন্তু এক মিনিটের বেশী সময় লাগল এবং আমি নিশ্চিত যে আপনিও এক মিনিটের বেশী সময় নিয়ে লিখেছেন।
গল্পে ++++++++++++++
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহা।
ঠিক বলেছেন।
আপনাকে সবিনয় ধন্যবাদ।
৬| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬
হাসান মাহবুব বলেছেন: হঠাট কৈরা তোহফা, সওগাত, নজরান জাতীয় কিম্ভুত শব্দের ব্যবহার ভালো লাগে নাই। ঐগুলা শের-শায়েরিতেই চলুক।
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
খেয়া ঘাট বলেছেন: একেবারে ঠিক বলেছেন।
সবিনয় ধন্যবাদ আপনাকে।
৭| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:০০
না পারভীন বলেছেন: বাহ , ভালবাসা কেন অন্ধ , হৃদয়গ্রাহী আর অত্যন্ত আবেগী ভাষায় লিখেছেন খেয়া ভাই ।
যে ভালবাসা দেখতে পায় , তা ভালবাসাই নয় ।
ধন্যবাদান্তে , কোন এক নিয়মিত পাঠক ।
১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: সবিনয় ধন্যবাদ আপনাকে।
৮| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:৪৬
নুসরাতসুলতানা বলেছেন: গল্পটার মুল কথাটুকু সম্পর্কে তর্ক করার ইচ্ছে ছিল ...।গল্প ভাল লিখেছেন ,তবে সরি মূল কথাটির সাথে একমত নই।
১৫ ই মে, ২০১৩ রাত ১২:০৪
খেয়া ঘাট বলেছেন: আসেন তর্ক করি। না , এখন না, এখন কামলা খাটছি।
সবিনয় ধন্যবাদ।
৯| ১৫ ই মে, ২০১৩ রাত ১২:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটায় গল্পটা কোথায় সেটা খুজে পেলাম না! তবে এমনে পড়তে ভালা লাগছে
১৫ ই মে, ২০১৩ রাত ১:৩৭
খেয়া ঘাট বলেছেন: পড়ার জন্য সবিনয় ধন্যবাদ।
গল্প খুঁজে না পাওয়ার ব্যর্থতা সম্পূর্ণ আমার।
১০| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৩৪
না পারভীন বলেছেন: আবার এলাম ।
১৫ ই মে, ২০১৩ রাত ৮:৫৩
খেয়া ঘাট বলেছেন: আপনি আসলেন, আর আমার যাবার সময় হলো।
১১| ১৭ ই মে, ২০১৩ রাত ১২:০৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: এইটা হবেনা! আপনাকে জরিমানা করা উচিত! এক মিনিটের কথা বলছেন অথচ পড়তে তো তিন মিনিট লাগল!
১৮ ই মে, ২০১৩ ভোর ৪:৪৫
খেয়া ঘাট বলেছেন: পড়ের গল্প লিখবো পাঁচ মিনিটের কিন্তু আপনি পড়বেন তিন মিনিটে অতিরিক্ত দুই মিনিটের হিসাব নিকাশ শেষ।
বিনীত ধন্যবাদ।
১২| ১৮ ই মে, ২০১৩ রাত ২:১৬
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লেগেছে।
১৮ ই মে, ২০১৩ ভোর ৪:৪৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
১৩| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৪৩
মামুন রশিদ বলেছেন: কিউপিডের বুকে উন্মত্ত তীর, আজকে রহস্য বুঝলাম
২১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
আপনার ব্লগ আমার আগে পড়া হয়নি।
গিয়ে দেখি এক বিশাল সাহিত্যরসের আধার।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০৯
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার এক মিনিট এর গল্প .........
আমি কি প্রথম হতে পারলাম :!>