নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

একটি মোরাল গল্প- রুদ্ধবাক

১৬ ই মে, ২০১৩ ভোর ৫:৪৩

এক মোড়লের ছিলো একটি গাঁধা। গাঁধাটি প্রচুর ভার বহন করতো । তারপরও মালিকের ওপর বেচারা গাঁধা খুব খুশী। কারণ গাঁধা মনে করে যেহেতু তার জন্মই হয়েছে গাঁধা হয়ে-তাই গাঁধা হয়েই চলতে হবে, ভার বহন করতে হবে। পরে জনমে যদি ঘোড়া হয় তবে না হয় অন্য কথা।



মোড়লের ছিলো একটি কুকুর। বেজায় সেয়ানা। কাজের কাজ কিছুই করতো না , কিন্তু মালিককে দেখলে মালিকের পদতলে এসে চুকচুক করতো।



মোড়লের ছিলো একটি রাজচেয়ার। যেখানে বসে তিনি গ্রাম্য শালিস- নালিশ করতেন।



একদিন শীতের রাত। মালিক আরামে লেপের নীচে ঘুমিয়েছেন। এমন সময় তার ঘরে হানা দিলো নিশিকুটুম মানে চোর।



গাঁধা, কুকুরকে বললো- এই দেখেছিস চোর এসেছে।

কুকুর বললো- মালিক কি এখন আশে পাশে আছে ?

না নেই?

তবে বিরক্ত করিসনা, আমাকে আরাম করে ঘুমাতে দে।

তোরতো চোর থাড়ানো দরকার।

আরে, রাখ। পারলে তুই ও ঘুমা।



কিন্তু, গাঁধা যত জোড়ে পারে শব্দ করতে লাগলো। গাঁধার শব্দে মালিক জেগে ওঠলো , চোর পালালো।

গল্পটি এখানে শেষ হলেই ভালো হতো।



কিন্তু, মালিক, ঘরের বাইরে এসে দেখে আশে পাশে কেউ নেই। অযথা চিৎকার করে ঘুম ভাঙগাবার জন্য দিলো গাঁধাকে ইচ্ছেমতো প্যাদানি।



গল্পটি এখানে শেষ হলেই ভালো হতো।



পরদিন আবারো চোর আসলো। কুকুর সারাদিন মালিকের পায়ে চুকচুক করলো। আর রাতে যখন চোর আসলো ঘেউ ঘেউ করে চোর তাড়ানোতো দূরের কথা, আরাম করে ঘুমালো।



কিন্তু, গাঁধা নিরীহ প্রজাতির হলেও মালিকের কুকুরের মতো ধুর্ত আর বিবেকহীন না। তাই আগের দিনের মার খাওয়ার কথা মনে রেখেও আবার চীৎকার শুরু করলো। যথারীতি মালিক জাগলো। খামোখা ঘুম ভাঙানির জন্য দিলো আবার প্যাদানি।



পরদিন ও একই অবস্থা । চোর আসে, গাঁধা চীৎকার করে। মালিক জাগে, চোর পালায়। মালিক বাইরে কিছুই দেখেনা। গাঁধাকে প্যাদানি দেয়। কুকুর চুকচুক করে মালিকের পা লেহন করে।



গল্পটি এখানে শেষ হলেই পারতো।

তবে এবার মালিক বুদ্ধি করে, গাঁধার মুখ বেঁধে দিলো। পরদিন যথারীতি চোর আসলো। কুকুর আরাম করে ঘুমালো। গাঁধা আর ভ্যাঁ ভ্যাঁ করতে পারলোনা।



মালিক সুখ নিদ্রা শেষ করে সকালে ঘুম থেকে ওঠে দেখেন সব চুরি হয়ে গেছে। যে রাজচেয়ারে বসে বিচার শালিশ করতেন চোরেরা তাও চুরি করেছে।



মোরালঃ যারা নিয়ত পদতলে চুকচুক করে তারা কিন্তু সময়ে কোন কাজে লাগেনা। আর যারা সতর্ক করে দেয় চীৎকার করে, তাতে সুখনিদ্রা নষ্ট হতে পারে, ক্ষণিকের জন্য। কিন্তু সে মুখ বন্ধ করে দিলে পরিণামে সব কিছুর সাথে রাজচেয়ারও হারাতে হয়।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ ভোর ৫:৪৬

না পারভীন বলেছেন: আজ আমি প্রথম । :!> B-)) B-)) B-))

১৬ ই মে, ২০১৩ ভোর ৫:৪৮

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাহাহাহাহাহাহাহা।
মেলা ধন্যবাদ।

২| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:০৩

ভিটামিন সি বলেছেন: খেয়া ভাই, মোড়লটাও কি গাধার উন্নত সংস্করণ ছিলো? যদি হ্যাঁ হয় তাইলে বোঝবার পারছি আপনি কারে কি কইছেন? আমাদের হা****রে কইছেন। আমি আর কমু না কইলে সবাই বুইজ্জা লাইবো।

১৬ ই মে, ২০১৩ ভোর ৬:০৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
এসো নিজে করি............এসো নিজে বুঝি।

৩| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:০৯

নীল-দর্পণ বলেছেন: হাহাাা

১৬ ই মে, ২০১৩ ভোর ৬:১৫

খেয়া ঘাট বলেছেন: আমিতো মন খারাপের মোরাল লিখলাম।
কোথাও কি ভুল হলো????

ধন্যবাদ।

৪| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:১১

না বলা কথা বলেছেন: আমি কিছু কমুনা, শুধু + দেয়ার জন্য লগইন করলাম।

১৬ ই মে, ২০১৩ ভোর ৬:১৬

খেয়া ঘাট বলেছেন: কিছু বললেই ভালো হতো। ধন্যবাদ।

৫| ১৬ ই মে, ২০১৩ সকাল ৮:০০

স্বপনবাজ বলেছেন: চমৎকার!

১৬ ই মে, ২০১৩ সকাল ৮:০০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

৬| ১৬ ই মে, ২০১৩ সকাল ৮:১০

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

১৬ ই মে, ২০১৩ সকাল ৮:২১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ।

৭| ১৬ ই মে, ২০১৩ সকাল ৮:৪৭

লাবনী আক্তার বলেছেন: যারা নিয়ত পদতলে চুকচুক করে তারা কিন্তু সময়ে কোন কাজে লাগেনা। আর যারা সতর্ক করে দেয় চীৎকার করে, তাতে সুখনিদ্রা নষ্ট হতে পারে, ক্ষণিকের জন্য। কিন্তু সে মুখ বন্ধ করে দিলে পরিণামে সব কিছুর সাথে রাজচেয়ারও হারাতে হয়।

সহমত। ভাল লাগল লেখাটা।

১৬ ই মে, ২০১৩ সকাল ৯:০০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

৮| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:০১

অনির্বান বলেছেন: ভালো লেখা।

১৬ ই মে, ২০১৩ সকাল ৯:০২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ

৯| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:২১

আিম এক যাযাবর বলেছেন: ভালো বলেছেন, কেউ আবার আপনারে কি ট্যাগ দেয় আল্লাহ মালু... :-* , সত্যি কথা বলা মানা।

১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
দেখা যাক।
ভালো থাকবেন।

১০| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৩০

আমিভূত বলেছেন: সুন্দর গল্প সাথে শিক্ষনীয় বটে !

ভালো থাকবেন ।শুভ কামনা ।

১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
আপনিও ভালো থাকবেন। শুভকামনা।

১১| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৪৯

জানতে চায় বলেছেন: :-*

১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৫৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

১২| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:০১

মনিরা সুলতানা বলেছেন: Aru's Fables....................


১৬ ই মে, ২০১৩ সকাল ১০:২৩

খেয়া ঘাট বলেছেন: আপনার কমেন্ট পড়ার পর হঠাৎ ঠাস করে একটি বোতাম কী বোর্ডের ওপর পড়লো। দেখি আমার শার্টের বোতাম। বুঝলাম না কেন?
একটু পর বুঝলাম- বুকের ছাতি ইন্চি খানেক প্রশস্থ হয়ে গেছে ।

বিনীত ধন্যবাদ।

১৩| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার এখানে কমেন্ট করার পর উত্তর দেখতে এসে আমিও প্রতিবার ই ঠাস একটা শব্দ শুনি .........


১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: ঐ ঠাসতো বোতাম থেকে আসলো, কিন্তু এই ঠাস কোত্থেকে আসলো :(

১৪| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৩৬

ভারসাম্য বলেছেন: আমিও আগে গাধার মত চিল্লাইতাম। এখন মুখ বাঁধা। :|

গল্পে প্লাস।

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: অসাধারন বলেছেন। বিনীত ধন্যবাদ।

১৫| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৪৪

মনিরা সুলতানা বলেছেন: বুদ্ধিমান এর জন্য ইশারাই যথেষ্ট ......।। :(

১৬ ই মে, ২০১৩ সকাল ১১:০৪

খেয়া ঘাট বলেছেন: ৩ টি জটিল বিষয় জনাবা,
আসলেই বুদ্ধিমান কিনা?
ইশারাটা কোন ধরণের?
যথেষ্টতার পরিমাপটা কি?

১৬| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

যারা নিয়ত পদতলে চুকচুক করে তারা কিন্তু সময়ে কোন কাজে লাগেনা। আর যারা সতর্ক করে দেয় চীৎকার করে, তাতে সুখনিদ্রা নষ্ট হতে পারে, ক্ষণিকের জন্য। কিন্তু সে মুখ বন্ধ করে দিলে পরিণামে সব কিছুর সাথে রাজচেয়ারও হারাতে হয়।

১৬ ই মে, ২০১৩ সকাল ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

১৭| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:২৮

না পারভীন বলেছেন: আরু ভাই যেভাবে এগিয়ে চলেছে তাতে সারাদিন ঠাস করে ছিঁড়ে যাওয়া বোতাম লাগাতে লাগাতে ব্যস্ত থাকার কথা । :P :P =p~ =p~

১৬ ই মে, ২০১৩ রাত ৮:২১

খেয়া ঘাট বলেছেন: তাই এখন টি শার্ট পড়েই ব্লগিং করি। উল্লেখ্য টি শার্টে বোতাম থাকেনা :)

১৮| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৪৭

না পারভীন বলেছেন: বলতে চাইলাম , যে এত দিনে শার্টের বোতাম প্রায় সব গুলোই খুলে পড়ে যাওয়ার কথা । B:-/

১৬ ই মে, ২০১৩ রাত ৮:২৪

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাহাহা।
বোতাম ছাড়া ব্লগিং শার্ট , ঐ টা দিয়েই কাজ চালাই।

১৯| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৩:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভীষণ ভিশনযুক্ত গল্প!

১৬ ই মে, ২০১৩ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত বিনীত ধন্যবাদ আপনাকে।

২০| ১৬ ই মে, ২০১৩ রাত ৮:৫৬

হাসান মাহবুব বলেছেন: +++

১৬ ই মে, ২০১৩ রাত ৯:০১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

২১| ১৭ ই মে, ২০১৩ রাত ১২:২১

আমি তুমি আমরা বলেছেন: চেচায় বলেই তারা গাধা

১৭ ই মে, ২০১৩ ভোর ৫:২৩

খেয়া ঘাট বলেছেন: জ্বি , ঠিক বলেছেন। বিনীত ধন্যবাদ।

২২| ১৭ ই মে, ২০১৩ ভোর ৫:১৩

আমিই মিসিরআলি বলেছেন: বহুদিন আগের আমি'র সাথে গাধাটার মিল খুজে পেলাম
এখন অনেক কিছু দেখেও দেখিনা,শুনেও শুনি না !!!
অশুভতম +++++++++++++

১৭ ই মে, ২০১৩ ভোর ৫:২৫

খেয়া ঘাট বলেছেন: গর্দভ হয়ে জীবন শেষ করতে হবেরে ভাই :(
বিনীত ধন্যবাদ,

২৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৪

নুসরাতসুলতানা বলেছেন: আমিই মিসিরআলি বলেছেন: বহুদিন আগের আমি'র সাথে গাধাটার মিল খুজে পেলাম
এখন অনেক কিছু দেখেও দেখিনা,শুনেও শুনি না -------- এখনও মিসির আলীর মতো হতে পারিনি । চমৎকার একটি লেখা।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

২৪| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৫৩

বোকামন বলেছেন:





সম্মানিত খেয়াঘাট,
মোরাল গল্প- রুদ্ধবাক পড়লাম এবং প্লাস বাটন চাপলাম। কিন্তু এই শেষের ছবিটি দিয়ে কী বুঝানো হল ? !!

(আশাকরি ভালো আছেন)

০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:১৬

খেয়া ঘাট বলেছেন: খোঁজ নেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
অন্য একটা ছবি মনে হয় এখানে পোস্ট হয়ে গিয়েছিলো ভুল করে।
এখনতো আর দেখা যাচ্ছে না, তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.