নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প -খেলতে নেই এমন খেলা

১৭ ই মে, ২০১৩ ভোর ৫:২০

কাল ছিলো রোদেলা আকাশ, আজ আবার ঘন মেঘে ঢাকা।

দেখতে না দেখতেই শুরু হলো অঘোর বরিষন।শান্ত দৌড়ে গ্রন্থাগারে ঢুকে। সৈকত, বাঁধন, তুলি, সোহান সবাই তুমুল আড্ডায় মেতে আছে।

শান্ত একটা চেয়ার টেনে ওদের পাশে চুপচাপ বসে।

সৈকত বলে, কীরে, তুই কি টিউশনি শেষে ফিরলি ,নাকি আরেকটায় যাবি।

না, এখন না। তোদের সাথে একটু গল্প করে নিই।

তুলি বলে, শান্ত ,তোমার মনে আছে?

এবার কিন্ত ঠিকই আমরা তোমাদের বাড়ী যাচ্ছি। আহ! কী অনাবিল গ্রামের সবুজ শ্যামলিমা। মনকে কেমন পাগল করে তোলে।



গ্রীষ্মের ছুটি হয়ে গেছে। ক্যাম্পাস ফাঁকা। শান্তও গ্রামে ফিরে।রাতের বেলা মায়ের পাশে এসে বসে।বৃদ্ধা মায়ের চুলে আস্তে আস্তে বিনুনী কাটে।তারপর ,হালকা আকাশী,সাদা পাড়ের শাড়িটি মাকে দেয়। মা ,সজল নয়নে খোকার মাথায় হাত রাখে।

ছোট বোন টুনি অনেক আগেই ঘুমিয়ে গেছে।

শান্ত বলে, মা। ঘরদোর একটু পরিষ্কার করতে হবে।ভালো কিছু রান্না করা দরকার।তোমাকে আমার বন্ধুদের কথা বলেছিলাম না। ঐযে,তুলি,সৈকত,বাঁধন,সোহান।

ওরা সবাই আসছে মা, আগামী বিষুদবার।



পরদিন ভোরথেকে শুরু হয় গোছগাছের পালা।মা বলে, শান্ত রে কাদা মাটির ওঠোনে সরু রাস্তা বরাবর কয়েকটি ইট দে।ওদের যেন হাটতে কষ্ট না হয়। টুনি মা আমার, মাছা থেকে লাউটা পেড়ে আন।আর তোর জমিলা খালারে খবর দে, ও ভালো আঁখের পুলি বানাতে পারে।মোরগের খোয়াড়ের দিকে একটু খেয়াল রাখিস।লাল মোরগাটা যেন আবার বের হয়ে না যায়। জয়নাল কে বলিস , কয়েকটা ডাব পেড়ে দিতে,।

বাছারা এতো দূর থেকে অনেক তৃষ্না নিয়ে আসবে।



বিষুদবার,আকাশে জ্বলজ্বলে রোদ। শান্ত সোলেমান চাচার ভ্যান নিয়ে বসে থাকে মুরাদপুরের গন্জে।শহর থেকে বাস আসে, থামে। মানুষের হাকডাক চলে। বাস আবার আপন গন্তব্যে চলে যায়।বেলা দ্বিপ্রহর হয়, সূর্য্য মাথার ওপর আসে, অস্তগামী হয়। নানা রং বেরংগের মানুষ আসে। শুধু নেই তুলি,সৈকত,বাঁধন আর সোহান।



শান্ত , চাচাকে বলে, চাচাজি , ওদের কোনো বিপদ হয়নিতো।কোনো দূর্ঘটনা।আজকেই ওদের আসার কথা।বেলা শেষে দিনের শেষ বাসটি ও আসে, আবার চলেও যায়। কিন্তু নেই ,ওরা কোথাও নেই। শান্ত সবার মোবাইলে ফোন করে। কোনো সাড়া নেই। এভাবে সারপ্রাইজ দেয়ার কোন দরকার আছে,ফোন বন্ধ রেখে।



বৃদ্ধা মা , খাবার সাজিয়ে বসে থাকেন। টুনি কয়েকগোছা ফুল এনে রেখেছে পড়ার টেবিলে। ভাইজানের বন্ধুরা আসবে ।পিদিম ঝকঝকে ঘষে নতুন করা হয়েছে , কেমন মায়াভরা আলো দিয়ে যাচ্ছে চারপাশে।ঠিক যেন শান্ত ভাইয়ের মতো,সবাইকে অকৃত্রিম মায়া দিয়ে গেলো নিঃস্বার্থভাবে। রাত বাড়তেই থাকে।মায়ের উতকন্ঠা ও বাড়ে।একসময় ,মা জায়নামাজে বসেন। এশার নামাজ শেষে মোনাজাত করেন- হে আল্লাহ খোকাকে , খোকার বন্ধুদের বিপদ থেকে ফানা দিও।



শান্ত আফজান স্যারের দোকানে গিয়ে বসে। চিন্তা করে বাড়ি ফিরে যাবে না আরো কিছুক্ষণ অপেক্ষা করবে। পথে কোনো দূর্ঘটনা হলো না তো। এসব ভাবতে ভাবতে শান্ত হঠাৎ করে খেয়াল করে-আরে তুলিদের বাসার ফোনেই তো ফোন করা যায়। নিজের বোকামিতে নিজেই লজ্জা পায়।



তুলির বাসায় রিং বাজতেই থাকে, একবার, দুবার, তিনবার। পুরো পৃথিবী কী নিথর হয়ে গেলো। একসময় তুলির মা ফোন ধরেন। শান্ত ,অস্থির চিত্তে বলে, খালামনি, তুলিরা কই। তুলি, সৈকত,বাঁধন,সোহান ওরা সব।

তুলির মা বলেন-কেন কী হয়েছে। ওরাতো ভালোভাবেই আজ বিকালে শিলিগুড়ি পৌছেছে। এক সপ্তাহ ছুটি কাটিয়ে তারপর ফিরবে।ও তোমাকে বুঝি কিছুই বলেনি।



শান্ত , বাইরে রাস্তায় আসে। অন্ধকারে কিছুই দেখা যায়না। অন্ধকারকে শান্ত সব সময় ভয় পেতো। এই অন্ধকারকেই আজ তার বড় আপন মনে হলো। অন্ধকার কি পরম মমতায় লুকিয়ে রেখেছে শান্তর অশ্রুকণা। সোলেমান চাচা বুঝতেই পারেনি। না হলে দারুন লজ্জায় পড়তে হতো।



আজ সকালে কেমন উজ্জ্বল রোদে ভরা আকাশ ছিলো। এই আকাশে কখনো আলো আবার কখনো মেঘ।আলো আধাঁরের এ কেমন তরো খেলা।প্রকৃতিও খেলে মানুষের সাথে, আবার মানুষ ও খেলে মানুষের সাথে ।সোলেমান চাচা বলেন, ঝড় আসতে পারে ,চল শান্ত, তাড়াতাড়ি ঘরে ফিরি। শান্ত বলে ,জ্বি চাচাজি, ঝড় একটু আগেই কোথাও শুরু হয়ে গেছে।চারদিকে দেখছোনা, কেমন যেন দমকা বাতাস বইছে।



শান্ত আর সুলেমান চাচা দ্রুত বাড়ীর দিকে পা বাড়ায়। বৃদ্ধা মা আর টুনি যে না খেয়ে এতো রাত ওদের প্রতীক্ষায় বসে আছেন।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ ভোর ৫:৪০

না পারভীন বলেছেন: আজো প্রথম । :) :) শুভ সন্ধ্যা আরু ভাই ।

১৭ ই মে, ২০১৩ ভোর ৫:৪৬

খেয়া ঘাট বলেছেন: শুভ সন্ধ্যা। বইছে বাতাস মন্দা।
বিনীত ধন্যবাদ।

১৭ ই মে, ২০১৩ ভোর ৫:৪৮

খেয়া ঘাট বলেছেন: এক ছাত্রকে জিগ্গাসা করা হলো-
তোমার রোল নাম্বার কত ?
এক
বাহঃ দারুন তো। তা তোমাদের ক্লাসে ছাত্র সংখ্যা কত?
এক।

আমার অবস্থাও তথৈবচ
যাক, আপনাকে অনেক ধন্যবাদ। পড়ার জন্য। প্রথম হওয়ার জন্য।

২| ১৭ ই মে, ২০১৩ ভোর ৬:০৩

না পারভীন বলেছেন: গল্পটি পড়লাম ।
একটি ছোট কথার , ছোট ছোট সম্পর্কের অনেক মুল্য দেই আমরা । তবু কেন এত বেখালী , উদাসীনতা ?? কি জানি ।


আমার এখানে মোরগ ডাকা সকাল । শুভ সকাল ।

১৭ ই মে, ২০১৩ ভোর ৬:১১

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন মোরগের ডাক শুনা হয়নি, জানিনা এই জীবনে আর শুনা হবে কিনা। আপনাকে শুভ সকাল। সুন্দর একটি দিনের শুভকামনা।

৩| ১৭ ই মে, ২০১৩ ভোর ৬:৪৯

বটের ফল বলেছেন: ভাই খেয়া ঘাট আপনি মানুষটা খুব খারাপ। খালি কান্দন আসে চোখে। :(( :(( :((

শুধু ১টা + দেওয়ার জন্য এবং মন্তব্য করার জন্য আজ অনেক দিন পরে লগইন করলাম।

আপনি ভালো থাকবেন। অন্তর থেকে শুভকামনা আপনার জন্য।

১৭ ই মে, ২০১৩ সকাল ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্য অন্তরের গভীর থেকে শুভ কামনা।
অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে।

৪| ১৭ ই মে, ২০১৩ সকাল ৮:০২

না বলা কথা বলেছেন: এতো মায়া দিয়ে এতো মমতা মাখানো লিখে এতো সহজ করে কেমন করে লিখেন। বটের ফলের সাথে একমত।
কঠিন মন বরফের মতো গলে যায়।

১৭ ই মে, ২০১৩ সকাল ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক প্রীত হলাম।
আসলেই কি এতো ভালো হয়েছে, মনে তো হয়না?
অনেক ধন্যবাদ।

৫| ১৭ ই মে, ২০১৩ সকাল ৮:৩৬

বৃতি বলেছেন: অনেক ভাল লাগলো ।

১৭ ই মে, ২০১৩ সকাল ৮:৫১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

৬| ১৭ ই মে, ২০১৩ সকাল ৯:১৯

কালোপরী বলেছেন: :)

৭| ১৭ ই মে, ২০১৩ সকাল ৯:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: বন্ধুরা শান্ত'র সাথে এমন করলো :(

গপ টা পড়ে কিছুটা খারাপ লাগছে

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ পড়ার জন্য মন্তব্য করার জন্য।

৮| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩

ঐশীকা বলেছেন: েমন যেন একটা মন খারাপ করা ব্যাপার হলো,

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ পড়ার জন্য মন্তব্য করার জন্য।

৯| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

দিলেনত মন খারাপ করে !!! কিন্তু গল্প গুলো এক মিনিটের কেন বলছেন সেটাই বুঝিনা ?

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ মন্তব্য করার জন্য।
এটা অনেকটা -আই উইল বি ব্যাক উইদিন এ সেকেন্ড-- এই রকমের আর কি।

১০| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৩০

বটের ফল বলেছেন: আপনি এত হৃদয় দিয়ে লিখেন কিভাবে? সম্ভবত জীবনটাকে খুব কাছে থেকে উপলব্ধি করেছেন আপনি। হয়ত হ্যা, হয়ত না। যেটাই হোক , আপনি ভালো থাকবেন। খুব ভালো থাকবেন।

১৭ ই মে, ২০১৩ রাত ৯:১৫

খেয়া ঘাট বলেছেন: অনেক শুভকামনা প্রিয় বটের ফল।
এসব মন্তব্য অনেক অনুপ্রেরনা দেয়।
ভালো থাকবেন।

১১| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৭

ভারসাম্য বলেছেন: ভাল লেগেছে কিন্তু কোন মোরাল মেসেজ খূঁজে পাচ্ছিলাম না। শিরোনাম আরেকবার চেক করে দেখি 'মোরাল' শব্দটাও নাই। :D

সো +++ । ;)

১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: সব গল্পে যে মোরাল থাকেনা ,এটাই হলো এ গল্পের মোরাল :) :) :)

বিনীত ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা।

১২| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৫০

নুসরাতসুলতানা বলেছেন: বটের ফল বলেছেন: আপনি এত হৃদয় দিয়ে লিখেন কিভাবে? সম্ভবত জীবনটাকে খুব কাছে থেকে উপলব্ধি করেছেন আপনি ---সহমত। তবে এটাও জানি অতবেশী জীবনবোধ , বিবেচনাবোধ থাকতে নেই।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:১১

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেন নি।
যে জীবন পেয়েছি,,,,,,,,,,,,তাতে যে বোধের দরকার তার ধুলোপরিমাণও মূল্যায়ন করতে পারিনি।

বিনীত ধন্যবাদ।

১৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:১১

স্বাধীনহ্যাপী বলেছেন: X( X( এমন বন্ধু থাকার থেকে একা থাকা ভাল । কিন্তু সত্য হছে কপাল খারাপ হলে এমন বন্ধুও পাওয়া যায় জীবনে :(

১৭ ই মে, ২০১৩ রাত ১১:১৪

খেয়া ঘাট বলেছেন: বোলস আইয়ে যেমন তীর নিক্ষিপত হয়, ঠিক তেমনি বলেছেন যথার্থ। অনেক ধন্যবাদ।

১৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১:২১

মনিরা সুলতানা বলেছেন: এই আকাশে কখনো আলো আবার কখনো মেঘ।আলো আধাঁরের এ কেমন তরো খেলা।প্রকৃতিও খেলে মানুষের সাথে, আবার মানুষ ও খেলে মানুষের সাথে............

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৯

খেয়া ঘাট বলেছেন: সেটাই।

১৫| ১৮ ই মে, ২০১৩ রাত ৩:১৩

আমি তুমি আমরা বলেছেন: ধারনা করেছিলাম শেষে এটাই হবে। ভাল লাগল :)

২৩ শে মে, ২০১৩ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: আপনার ধারনার সাথে মিলে গেলো। আনন্দিত হলাম।

১৬| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: কিভাবে যে এই অদ্ভুত অসাধারন মন খারাপ করে দেয়া থিম গুলো পান, কে জানে !!

ধাক্কা দেয়ার আগে স্টোরী বিল্ড আপ - আপনার সিগনেচার।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: ভাই এরকম প্রশংসা করে খুব লজ্জায় ফেলে দেন।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: ভাই এরকম প্রশংসা করে খুব লজ্জায় ফেলে দেন।

১৭| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: মন খারাপ হয়ে গেলো ভাইয়া :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.