নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের মোরাল গল্প- সাম্যবাদি চোর

১৭ ই মে, ২০১৩ রাত ৯:১০

জার্মান স্থানীয় সময় রাত প্রায় তিনটা বাজে। আমি বসে আছি পরের ফ্লাইটের অপেক্ষায়। আরো প্রায় দুঘন্টা বাকি। সময় কাটেনা।



সময় কাটাবার জন্য সবচেয়ে ভালো উপায় হলো বই পড়া। দেখি, পাশে একটা দোকান খোলা। আবার বই পড়ার ব্যাপারে আমার একটি খুঁতখুঁতে স্বভাব আছে। যেহেতু জীবনে সময় কম। তাই অযথা সব বই পড়ে সময় নষ্ট করার পক্ষপাতি আমি না।



দোকানে গিয়ে মনের মতো একটা বই খুঁজে পেলাম ।"Have a Little Faith: The Story of a Last Request"। চমৎকার একটি Inspirational book। পেটে ক্ষুধাও লেগেছে। আশে পাশে খাবারের কোনো দোকান খোলা নেই। তাই বইয়ের দোকানটি থেকেই এক প্যাকেট কুকি কিনে আমি বই পাঠে মন দিলাম।



আমার পাশে এক ভদ্রলোক এসে বসলো। যেহেতু আমি ইতোমধ্যে বইয়ের ভিতর পুরো মজে গেছি,তাই ভদ্রলোকের সাথে কথা বলে সময় কাটিয়ে সময় নষ্ট করার কোনো আগ্রহ পেলাম না।



পাশে রাখা কুকির প্যাকেট থেকে আমি মাঝে মাঝে একটা করে কুকি খাই।

হঠাৎ খেয়াল করলাম-পাশের ভদ্রলোকও প্যাকেট থেকে কুকি নিয়ে আরাম করে পেটে চালান করে দিচ্ছে। বাহঃ, কথা নেই , বার্তা নেই ,জিগ্গাসা নেই, অনুমতি নেই। আজবতো।



আমার কৌতুহল বাড়লো। আমি বই পড়ছি আর আড়চোখে চুরি করে কুকি খাওয়ার খেলাটি উপভোগ করছি। দেখিনা কি হয়।



শেষে দেখলাম প্যাকেটে আর মাত্র একটি কুকি আছে। ইচ্ছে করলো শেষ কুকিটা নিজে খেয়ে খালি প্যাকেটটা লোকটিকে দিয়ে দেবো।নিজেকে সংযত করলাম। দেখিনা, খেলা আর জমে কিনা।



লোকটি দেখলাম কুকিটি হাতে নিলো, তারপর ভেঙে অর্ধেক খেল , বাকি অর্ধেক প্যাকেটে রেখে দিলো। আরে এ তো দেখি বিরাট সাম্যবাদী চোর।



ইতোমধ্যে বোর্ডিং পাস নেয়ার জন্য ঘোষণা হচ্ছে। আমি তাড়াতাড়ি লাইনে এসে দাঁড়ালাম। যথাসময়ে প্লেনের সীটে এসে বসলাম। অর্ধেক পড়া বইটা ব্যাগের ভিতর রাখতে গিয়ে বিরাট ধাক্কা খেলাম। আরে এতো দেখি আমার সেই বইয়ের দোকান থেকে কেনা কুকির প্যাকেট।



তাহলে আমি নিজেই অনুমতি না নিয়ে কুকি খেয়ে শেষ করেছিলাম আর লোকটিকে চোর ভেবেছিলাম।



গল্পটি বলে মহিলা এবার আমাকে বললেন-যাক আটলান্টা এয়ারপোর্টে বসে জার্মান এয়ারপোর্টের গল্প শুনালাম।কেমন লাগলো। যদি ভালো লাগে তবে যেহেতু তুমি ব্লগ লিখো তাই ব্লগে লিখে দিতো পারো।

আমি ভাবছি মহিলার কাছে থেকে শুনা এ গল্পটি লিখে একটি পোস্ট দিবো কিনা?



ও মহিলা বলেছিলেন- এ গল্পে দারুন একটা মোরাল আছে। আমি কিছুটা বুঝেতে পেরেছি,,,,,,,,,,,,,আপনি পেরেছেন তো?



মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:২১

বোকামন বলেছেন:

দ্যা কুকী থিফ !!
অন্যদের বিচার করার আগে নিজের বিচার করাটাই উত্তম .....

১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: স্মার্ট মানুষের বোকামন।
অনেক ধন্যবাদ।
আরো একটি মোরাল আছে?

২| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩১

বোকামন বলেছেন:
হ্যা ! ভাগ করে নেওয়ার বিষয়টিও আসতে পারে .....

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৩

খেয়া ঘাট বলেছেন: আর কিছু????

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৫

ভারসাম্য বলেছেন: লোকটি দেখলাম কুকিটি হাতে নিলো, তারপর ভেঙে অর্ধেক খেল , বাকি অর্ধেক প্যাকেটে রেখে দিলো। আরে এ তো দেখি বিরাট সাম্যবাদী চোর।

অনেক হাসলাম এখানটায় এসে। 'মোরাল' খূঁজে পাচ্ছিনা /:) । এটা কি ধাঁধাঁর পোষ্ট দিয়েছেন! :P

ভালয় ভালয় উত্তরটা দিয়ে দিয়েন নাইলে শিরোণামে "ধাঁধাঁ" শব্দটা জুড়ে দিয়েন।

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: আপনিতো ভালো জিনিস মনে করিয়ে দিয়েছেন।
তাহলে এটাকে মোধাঁ বলাই যায়।
মোরাল + ধাঁধাঁ।

মোরালতো অবশ্যই আছে। বোকামনের কমেন্ট দেখুন।

৪| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৬

বোকামন বলেছেন:

আর কিছু আপনার কাছ থেকে জানার প্রত্যাশায় রইলাম সম্মানিত খেয়া ঘাট।
অনেক ধন্যবাদ .....

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ স্মার্ট মানুষের বোকামন।

৫| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

ভারসাম্য বলেছেন: আসলে কুকির প্যাকেট টা মনে হয় সেই ভদ্রলোকই মহিলার ব্যাগে ঢুকিয়ে রেখেছিলেন। :-0

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৪১

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহা ...আর কিছু???

৬| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৬

কালোপরী বলেছেন: আমি শুধু পড়েছি, ধাঁধাঁর উত্তর জানিনা


ধন্যবাদ

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ কালোপরি।
মোরালটাই আসল।

৭| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৭

বাংলাদেশী দালাল বলেছেন:
"মাল যায় যার ইমান যায় তার"

গল্পটা মজার।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: জোস মন্তব্য। আপনার মন্তব্যে + দিলাম।

৮| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৬

নুসরাতসুলতানা বলেছেন: গল্পটার মোরাল কি জানিনা -তবে পারস্সপরিক সম্মানবোধটা স্পর্শ করেছে।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: মোরালতো অবশ্যই একটা আছে।
বিনীত ধন্যবাদ।

৯| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৬

আমিভূত বলেছেন: অন্যের দোষ ধরার আগে নিজের ত্রুটি আছে কিনা তা সংশোধন করে নেয়া । :) ভালোই লাগলো গল্পটি ।

১৮ ই মে, ২০১৩ ভোর ৪:১৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১০| ১৮ ই মে, ২০১৩ রাত ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: বাংলাদেশী দালাল বলেছেন:
"মাল যায় যার ইমান যায় তার" ............

বাংলাদেশী দালাল রক্স ......।

১৮ ই মে, ২০১৩ ভোর ৪:১৭

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: জোস মন্তব্য। আপনার মন্তব্যে + দিলাম।

১১| ১৮ ই মে, ২০১৩ রাত ২:৩৯

আমি তুমি আমরা বলেছেন: কথা হইল সবাই অন্যকে নিজের মত ভাবে। খাচ্ছে একজনের জিনিস আর তাকেই ভাবে কিনা চোর।

১৮ ই মে, ২০১৩ ভোর ৪:১৭

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহাহাহা। জোস জোস জোস

১২| ১৮ ই মে, ২০১৩ রাত ২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পড়ছি আর মুগ্ধ হচ্ছি

১৮ ই মে, ২০১৩ ভোর ৪:১৮

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ জানবেন।

১৩| ১৮ ই মে, ২০১৩ সকাল ৭:০৭

না পারভীন বলেছেন: শুভ সন্ধ্যা । আজ ভোরের পোস্ট কই ? :)

১৮ ই মে, ২০১৩ সকাল ৭:৪৮

খেয়া ঘাট বলেছেন: ভোরের পোস্ট সকালের তাজা হাওয়া খেয়ে সজীব হতে গেছে,যাতে এমন করে পোস্টিত হতে পারে যেন সম্মানিত ব্লগারের অতিষ্ট না হয়ে তুষ্ট হয়ে কমেন্টাতে পারেন :)

শুভ সকাল। আজকের দিনটি গতকালের চেয়েও সুন্দর হোক।

১৪| ১৮ ই মে, ২০১৩ সকাল ৭:৫৪

বটের ফল বলেছেন: প্রিয় খেয়া ঘাট, মোরাল টা ঠিক বুঝে উঠতে পারলামনা। মাঝে মাঝে মনে হচ্ছে বুঝতে পারছি কিন্তু পেটে আসছে তো মুখে আসছেনা। তবে যাই হোক না কেন, আশা করি ভালো আছেন।

ধন্যবাদ সকালবেলা চমৎকার একটি লেখা উপহার দেওয়ার জন্য।

১৮ ই মে, ২০১৩ সকাল ৮:০১

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ সন্ধ্যাবেলা একটা সুন্দর মন্তব্য করার জন্য।

১৫| ১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫৭

জানতে চায় বলেছেন: :)

১৮ ই মে, ২০১৩ রাত ৮:০০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

১৬| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২২

অন্বেষা নিরন্তর বলেছেন: ধাধাটা ভাল। মনে হয় চোরটাকে ডাবল দিতে হল। আধা খেয়ে পুরোটা ফেরত।

১৮ ই মে, ২০১৩ রাত ৮:০১

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহা।
বিনীত ধন্যবাদ।

১৭| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:১০

অমৃত সুধা বলেছেন: দেশে মৌলবাদি শক্তির উত্থানের আশঙ্কা
http://dhakajournal.com/?p=7668

১৮| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:১৭

সোহাগ সকাল বলেছেন: সিরাম গপ্পো! ধাঁধা নিয়া মুচ্রামুচ্রি কর্তাছি! /:)

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৪

খেয়া ঘাট বলেছেন: এই গল্পকে নিয়ে শুধু মাথার ভিতর কল্পনা করতে থাকেন...দেখবেন কত দিকে যে ঘটনাটিকে নিয়ে যেতে পারবেন।
তবে বেশি মু্চ্রামুচ্রি করলে আবার ছিঁড়ে যেতে পারে। :)

বিনীত ধন্যবাদ।

১৯| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৪৯

স্বপনবাজ বলেছেন: 1.Be positive! Then you may find positive people like you!
2. আয়নাতে ঢিল ছুড়লে ঢিল টা কার গায়ে লাগে (খুব একটা জমে নাই)

২১ শে মে, ২০১৩ সকাল ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: যৌক্তিক বলেছেন।বিনীত ধন্যবাদ।

২০| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:২১

কালা মনের ধলা মানুষ বলেছেন: মোরেল টোরেল বুঝিনা। অসাধারন একটা টুইস্ট !!
++++++++++++++++++

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

২১| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

মহামহোপাধ্যায় বলেছেন: ঠিক গুছিয়ে বলতে পারছিনা তবে মনে হয় "অন্যকে অবিশ্বাস/সন্দেহ করার আগে নিজের দোষ খোঁজা ভালো।" তাতে আর যাই হোক অন্তত আত্মসম্মান টা রক্ষা হয়।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:০০

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে

২২| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৮

অন্তহীন বালক বলেছেন: গল্পটা পড়ে খুব ভালো লাগল।।
মোরালটা কমেন্ট থেকে দেখে নিলাম।। B-)

০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অন্তহীন বালক।

২৩| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

ইউক্লিড রনি বলেছেন:
"Have a Little Faith: The Story of a Last Request"
বইয়ের মলাটই বলছে, অন্তত কিছুটা বিশ্বাস রাখুন। তারপরও মহিলা লোকটিকে সন্দেহ করলেন। Have a Little Faith, এইটাই সম্ভবত মোরাল। হইচে কি?

সুন্দর, সাবলীল, মার্জিত - চমৎকার একটি গল্প। :-B

২০ শে জুন, ২০১৩ রাত ৩:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আছেন কেমন?

২৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: এখানে একটা মোরাল আছে না বললে গতানুগতিক লেখার মতোই হয়ত পড়ে যেতাম এবং পাশে বসা লোকটিকে সাম্যবাদী চোর ভেবেই মজা পেতাম।

মোরাল ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.