![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নক্ষত্রের রুপায়িত জোছনার অন্তরাল থেকে-
কিংবা অফুরন্ত রোদ্রের তিমিরের স্মৃতিমাখা সুখ বিসর্জন দিয়ে -
আমি আজ বিবেকের কাঠগড়ায়।
এক অমনুষ্য জীবনের পথে।
আজ আমি অপব্যয়ী কল্পনার ইন্দ্রত্বের বাইরে এসে
স্বেচ্ছায় ভুলে যাই- শরতের কোনো স্নিগ্ধ আকাশ।
অবিরল শ্রাবণের মুগ্ধতা কবিতার সব সুষমা লুপ্ত হতে থাকে আজ।
বিবেকের পটভূমিতে নিজের প্রতিচ্ছায়া আমাকে ভাবাতে থাকে।
এক অন্ধকার কুটুরে হৃদয়ের সব বিশ্বাস ,
নর্দমার কলুষিত ধারার মতো আজ অচ্ছুত হয়ে যায়।
সেই নিমজ্জমান ,অবগুন্টিত কুটুরে মন্বন্তর যুদ্ধে আমি,
আরো গভীর অন্ধকারে চোখ বুজি।
তারপর, এক অবারিত জ্যোতিস্কমন্ডলীর আলোয় ,
যখন-আমার ঘ্বণিত রুপ নিদারুন প্রণোদনায় -প্রতিভাত হয়,
ভাবি মানুষ মুখোশের অন্তরালে আমি এক অমানুষ,
সুশীল মুখোশের অন্তরালে আমি এক রুগ্ন বর্ণচোরা,
দেশপ্রেমীর অন্তরালে আমি এক কলুষিত কীট,
বুদ্ধিজীবীর অন্তরালে আমি এক পঁচে যাওয়া বিবেক।
যেখানে ,রক্ত নদী বহমান ,প্রতিনিয়ত-
সদা বহমান প্রতিদিন সীমান্তে রক্তে লাল হয় মৃত্তিকা-
একজন মরে,দুই জন মরে, মানুষ,সৈন্য,কৃষক,বাঙগালি মরে,
এরা যেন কোনো মানুষ না, আহাঃ মানুষ নাহোক,কোন প্রাণীতো।
কোনো পতঙগের উপর যখন বুট চেপে আসে ,তবুও তো একটু বাজে।
আর ,নির্বিচারে হন্তা ,কোনো যখম কেন আমাকে আর এতটুকু বিচলিত করেনা।
কীসের ভয়, কোনো খ্যাতির,স্বার্থের,মোহের ,প্রলোভনের।
আমার বুক প্রশস্থ হয়েছে,অহরহ গতি সন্চালিত হয়েছে আমার শিরায়,
বুকের স্পন্দন মহাপ্রাণসাগেরর মতো কখনো স্ফীত হয়েছে-
যখন ভেবেছি আমি মহামনি কবি, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষক,ধনবান,বীর্যবান,শিল্পী,সাধু,সন্তু ,প্রভূ ...............।
ধিক! ছিঃ আমার এ আত্ম প্রবন্চনা।
ভোরের সূর্যস্বাদে,রাত নিশীথের জোছনায়,সমূদ্রের ভেসে আসা শীতল জলাধারের সুবাসিত কমনীতায় ,কোন নীলকন্ঠ পাখীর গুন্জরণে
আজ শুধু আমার গলিত ,পঁচা, দূর্গন্ধময় বিবেক দেখি।
সেই বিবেক এক মহা সুড়ঙগে অবন্তীর পথে নেমে গিয়ে-
৬৮ হাজার বর্গমাইলের এক নির্জন সীমান্তে -
যেখানে পড়ে থাকে আমার ভাইয়ের মৃত লাশ-
সেখানে তার চোখ আর উম্মোচিত হয়না।
মৃত ভাইয়ের লাশ আর আমাকে ভাবায় না।
অন্ধকারে,চুপি চুপি শাদা বরফের মতো ভাইয়ের হাসি যে
আর ফিরে ফিরে আসেনা।
আসবে কেনো বলো, আসবে কেনো বলো,আসবে কেনো?
আমি যে সব হয়েছি, অবিমৃষতার পদভারে,
ভারতীয় দালালির নঁকশায়,আর পাকিস্তানী দালালীর দাগেও
তোমার মৃত লাশকে শুধু রাজনীতিতে ভাগাভাগি করে
পরম আত্মতৃপ্তিতে আস্বাদিত হয়েছি
ভারতীয় আর পাকিস্তানি দালালির নির্লজতায়।
শুধু ৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই সুদীর্ঘ বছরেও
যে আমি জন্মভূমির দালাল হতে পারিনি।
যদি পারতাম-তবে দিনে ,সপ্তাহে ,মাসে ,বছরে এই জন্মভূমিতে-
অধিকারের শিকড় পাহারায় তোমার লাশ তোমার জন্মভূমিতেই
মৃত কাক পক্ষী ,শকুনের সাথে আর কোনোদিন এভাবে পড়ে থাকতে পারতোনা। আর কোনোদিন না, আর কোনোদিন না।
(আমার বড় লজ্জা হয় এ কবিতা সীমান্তে জীবন দেয়া এ দেশের কোনো দুখি মানুষ কে উৎসর্গ করতে)
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১
খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ আপনাকে।
২| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার বড় লজ্জা হয় এ কবিতা সীমান্তে জীবন দেয়া এ দেশের কোনো দুখি মানুষ কে উৎসর্গ করতে
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১
খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ আপনাকে।শুভকামনা।
৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:২৭
আরজু পনি বলেছেন:
অসাধারণ!
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১
খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো। শুভকামনা নিবেন।
৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৪৮
বিলাল বলেছেন: কবিতায় যেন বলকানিক বিস্ফোরণ। প্রিয়তে।+
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ জানবেন।
৫| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩১
স্বপনবাজ বলেছেন: চমৎকার!
আর কিছু বলার ভাষা খুজেঁ পাচ্ছিনা!
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২
খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো। শুভকামনা রইলো।
৬| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা।
৭| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫১
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো।
বানান ঠিক করে নিয়েন কয়েকজায়গায়।
শুভ কামনা আপনার জন্য
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
বানানগুলো একটু ঠিক করে দিননা।
শুভকামনা নিরন্তর।
৮| ২০ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬
না পারভীন বলেছেন: দেশপ্রেমীর অন্তরালে আমি এক কলুষিত কীট,
বুদ্ধিজীবীর অন্তরালে আমি এক পঁচে যাওয়া বিবেক।
তীব্র ক্ষোভ উঠে এসেছে কবিতায় । ++
২০ শে মে, ২০১৩ রাত ৮:৪১
খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ আপনাকে।
৯| ২০ শে মে, ২০১৩ রাত ৮:৫৬
বোকামন বলেছেন:
প্রতিটা লাইনে নিদারুন সত্যের অন্তর্ঘাত
এমন কবিতা আমাকে আর ভাবায় না।
কবিতা পড়ে লিখে যাই “ ভালো লিখেছেন”। .....
২০ শে মে, ২০১৩ রাত ৯:০১
খেয়া ঘাট বলেছেন: এমন কবিতা আমাকে আর ভাবায় না।
কবিতা পড়ে লিখে যাই “ ভালো লিখেছেন”।
অনেক দুঃখ থেকে বলেছেন।
পোস্টদাতাও বলে যান- অনেক ধন্যবাদ পড়ার জন্য। এভাবেই চলছে।
সবিনয় ধন্যবাদ- অনেক তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করার জন্য।
১০| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:১৩
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।
ভালো থাকুন ।।
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
১১| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৫৯
নাছির84 বলেছেন: আপনার লেখার হাত অসাধারন। গল্প-কবিতা দুটোতেই মুগ্ধতার রেণু ভেসে বেড়ায়।+++++++++++++++++++++++++++++++++++++++++
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫
খেয়া ঘাট বলেছেন: আপনার এতো সুন্দর প্রশংসা পেয়ে আমি অনেক আনন্দিত হলাম।
১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৪
বাংলাদেশী দালাল বলেছেন: খুজে বের করলাম। চমৎকার লিখেছেন -
শুধু ৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই সুদীর্ঘ বছরেও
যে আমি জন্মভূমির দালাল হতে পারিনি।
যদি পারতাম-তবে দিনে ,সপ্তাহে ,মাসে ,বছরে এই জন্মভূমিতে-
অধিকারের শিকড় পাহারায় তোমার লাশ তোমার জন্মভূমিতেই
মৃত কাক পক্ষী ,শকুনের সাথে আর কোনোদিন এভাবে পড়ে থাকতে পারতোনা। আর কোনোদিন না, আর কোনোদিন না।
নিক নিয়েছি মন থেকে প্রকৃত বাংলাদেশীদালাল হওয়ার বাসনায়।
কিন্তু না "বাংলাদেশী দালাল" শব্দ দুটির মাঝ খানের এক ইস্পেসের দূরত্বটা থেকেই যাচ্ছে।
২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৯
খেয়া ঘাট বলেছেন: নিক নিয়েছি মন থেকে প্রকৃত বাংলাদেশীদালাল হওয়ার বাসনায়।
কিন্তু না "বাংলাদেশী দালাল" শব্দ দুটির মাঝ খানের এক ইস্পেসের দূরত্বটা থেকেই যাচ্ছে। - কী কমেন্ট করেছেন রে ভাই। কমেন্ট পড়ে কিছুক্ষণ স্তব্দ হয়ে রইলাম।
অনেক অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫৮
না বলা কথা বলেছেন: স্যালুটি। কমেন্ট করার ভাষা নেই। প্রিয়তে রেখে দিলাম।