নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ওকলোহোমা সিটিতে ৫১ জন নিহত- আর কিছু ব্যাক্কল মানুষ

২১ শে মে, ২০১৩ সকাল ৭:৫২

সাময়িক পোস্টঃ

ওকলাহোমা সিটিত টর্নেডোতে ৫১ জন নিহত।



আমার ক্রোধঃ

বিশ্ববিদ্যালয় পড়াকালীন বিকেলবেলা এক স্যারের বাসায় গেলাম। ড্রয়িং রুমে বসে আছি। ভিতর থেকে কান্নার শব্দ আসছে।

স্যারকে জিগ্গাসা করলাম- স্যার ভিতরে কাঁদে কে?

আমার ছেলে। কারণ খুব জোরে গালে চড় মেরেছি তাই।

কেন স্যার , গালে চড় মারতে গেলেন।

কারণ, ওর মাকে বলছে আল্লাহর কোনো অস্তিত্ত্ব নাই তাই।

স্যার, আপনি মনে হয় ভুল করেছেন। কারণ,আপনিতো স্যার ওকে চড় না মেরে বুঝিয়ে বলতে পারতেন।

না, চড় মেরেছি ঠিক করেছি।কারণ ,ওর যে বয়স।এখন যদি ওকে আমি চড় না মেরে বুঝাতে যাই। তবে ও নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করতো।সেটা হতো আরো বেশী ভয়াবহ।



মহাসেন আসলো। প্রবাসে আলাপ হচ্ছিলো এক পারিবারিক ঘরোয়া বৈঠকে।

জনৈক লোক বললেন- এসব হলো আল্লাহর গজব/

সাভার দূর্ঘটনা গঠলো।

আবার সেই আল্লাহর গজব। বুঝলেননা, দেশে যে অবস্থা আরে এ হলো খোদায়ি নিশানা। আল্লাহ গজব দিয়ে এভাবেই শিক্ষা দেন।



অফিসের কাজ শেষ করে, এক দেশীয় ভাইকে কিছুক্ষণ আগে ট্রেন স্টেশন থেকে উনাকে বাসায় নামিয়ে দিলাম।

রেডিওতে ওকলাহোমা টরনেডোর আপডেট দিচ্ছিল। উনি প্যাসেন্জার সীটে বসা। রেডিওতে বললো-ওকলাহোমায় নিহতে সংখ্যা এ পর্যন্ত ৫১ জন।

পাশে বসা ভাই বললেন- বুঝলেন ভাই।এসব হলো খোদায়ি গজব। আল্লাহর প্রতিশোধ।

এরপর রেডিওতে বললো- নিহতদের বেশিরভাগই শিশু।



বেচারাকে চড় মারতে পারলামনা। শুধু চিন্তা করলাম , মানুষ এতো ব্যাক্কল হয়ে কেন।



খোদায়ী গজব শুধু গার্মেন্টস শ্রমিক, যারা দিনে আনে দিনে খায়, নিষ্পাপ শিশু যারা পাপ-পূণ্য কিছুই বুঝে ওঠেনি এদের ওপরই নাজিল হয় কেন?



দেশের সংসদ ভবন, আমেরিকার হুয়াইট হাউজ এসব খোদায়ি গজব থেকে পার পায়..আর সবসময় না খাওয়া, হতজর্জরিত বুভুক্ষু মানুষ খোদার টার্গেটে পরিণত হয়। এ কেমন খোদা!!!!

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:২১

পাখা বলেছেন: +++

২১ শে মে, ২০১৩ সকাল ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++++

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫০

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: সাময়িক পোস্ট কেন? পোস্টটা ভাল, থাকুক না ।

২১ শে মে, ২০১৩ সকাল ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ।
তাইলে দেখা যাক।

৪| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫

চলতি নিয়ম বলেছেন: ++

২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: চড় মেরেছি ঠিক করেছি।কারণ ,ওর যে বয়স।এখন যদি ওকে আমি চড় না মেরে বুঝাতে যাই। তবে ও নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করতো।সেটা হতো আরো বেশী ভয়াবহ।

পোস্ট এ ভাল লাগা ।। :)

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ

৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯

শাহেদ খান বলেছেন: ক্রোধের স্পষ্ট এবং তীব্র প্রকাশ।

+

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

৭| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:১২

কালা মনের ধলা মানুষ বলেছেন: আল্লাহ ইনসাফী বোঝার মত ক্ষমতা আমাদের নেই। তিনি বেইনসাফী করেন না, এটাই সত্য।

আমরাতো দূর্বল মানুষ, তাই এইসব লজিক মাঝে মাঝে বুকটা মুচড়ে ধরে।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৭

খেয়া ঘাট বলেছেন: সুন্দর বিশ্লেষণ। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.