নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প - স্কুলব্যাগ

২৩ শে মে, ২০১৩ ভোর ৬:৫৮


প্রতিদিনের মতো আজ দুপুরেও কিছুই খেলাম না।আজলা ভরে পরপর তিনবার জলপান করে পেট ভরিয়ে নিলাম। আমার তেমন কোনো সমস্যা হয়না । তবে একটানা আর ক্লাস করতে পারিনা। প্রসাবের খুব বেগ আসে।

তারপরও তো আমার টিফিনের কিছু টাকা জমে যায়। একটা স্কুল ব্যাগের দামতো শুনেছি মাত্র তিনশত টাকা। আচ্ছা তিনশত টাকা কি অনেক টাকা! এভাবে কতদিন টিফিনের টাকা জমালে তিনশত টাকা হবে ?

কলের পানি খেয়ে ক্লাসে ফিরেছি। স্কুলব্যাগের ওপর হাত রাখা। দেখি হঠাৎ করে কী যেন নড়ে ওঠলো। বুঝলাম- আজো ও আমার ব্যাগের ভিতর ওরা ব্যাঙ ঢুকিয়ে রেখেছে। আমি তাড়াতাড়ি ব্যাগ খুলে দেখি ভিতরে বই খাতা পত্র সব ভিজা। আমার খুব কষ্ট হয়, আমার খুব কান্না আসে।

আমার পাশ থেকে একদল বলে ওঠে-
রাজু হিসু করে টয়লেটে,
রাজুর ব্যাঙ হিসু করে রাজুর ব্যাগের পকেটে।

অন্য দল যোগ দেয়-
রাজুর ব্যাগ থালি মারা, রাজুর ব্যাগ ছিড়া।
কুনো ব্যাঙের আন্ডা বাচ্ছায় রাজুর ব্যাগ ভরা।

ছেলে মেয়েরা এবার একসাথে হি হি করে হেসে ওঠে।

আমার মায়ের ওপর খুব রাগ হয়। সেদিন রাতে মা বলছে-
মানিক আমার ডাক্তার হবেই।
এসব কথা শুণতে আমার আর ভালো লাগেনা।
আমি মায়ের মুখের উপর বলি-
যার একটা ভালো স্কুল ব্যাগ নেই সে ডাক্তার হবে? যে ছেড়া ব্যাগ নিয়ে রোজ স্কুলে যায় সে ডাক্তার হবে? যার ব্যাগ থালি মারা সে ডাক্তার হবে? যার ব্যাগের ভিতরে ক্লাসের ছেলেরা ব্যাঙ ঢুকিয়ে মজা করে সে ডাক্তার হবে? যে ব্যাঙ আবার ব্যাগের ভিতর হিসু করে বই খাতা সব ভিজিয়ে দেয় সে ডাক্তার হবে? আমার স্বর ক্রমশঃ উঁচু হতে থাকে। ডাক্তার না, ছাই হবে।

ছেড়া ব্যাগ নিয়ে আর কতদিন এভাবে স্কুলে যাওয়া যায়। আর ব্যাগটা যে কয়েক জায়গায় ছিড়া তা মা চোখেও দেখেনা।

সবাই বলে মায়ের নাকি রাতকানা রোগ। সন্ধ্যার পর আর কিছু ভালো করে দেখতে পায়না। আমার মায়ের ওপর খুব রাগ হয়। এতো বেশি রাগ হয় যে রাতে কিছুই না খেয়ে আমি দুঃখে, অভিমানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি।

প্রচন্ড খিদায় রাতে ঘুম ভাঙে। দেখি চেরাগের আলোতে মা আজকে আবারও সুই সুতা নিয়ে বসেছেন। মা চেষ্টা করেই যাচ্ছেন- সুঁচের ভিতর সুতা ঢুকাতে। আমাকে ওঠতে দেখে মা ব্যাগটা কাঁথার ভিতর লুকিয়ে ফেলেন। আমিও মাকে না দেখার ভান করে -এক গ্লাস পানি পান করে আবার শুয়ে পড়ি।

পরদিন,স্কুল ছুটি হলে আমি ব্রীজের ওপর আসি। ব্যাগটা পিটের পিছন থেকে হাতে নেই। এখন খালের পানিতে ব্যাগটা ছুঁড়ে দিলেই সব ঝামেলা শেষ। ছেড়া ব্যাগ আর বয়ে বেড়াতে হবেনা। হঠাৎ দেখি সাইকেল চালিয়ে স্যার আসছেন।
কীরে রাজু, এখানে কি করছিস?
না স্যার। বড়শি দিয়ে খালে ছেলেদের মাছ ধরা দেখছি।
চল, বাড়ি চল। সন্ধ্যা হয়ে এলো।
আমার তখন স্যারের উপর, স্কুলের ওপর , মায়ের ওপর, বইয়ের ওপর ,পড়ালেখার ওপর রাগ হয়। সবচেয়ে বেশী রাগ হয় ব্যাগটির ওপর।ধূর! ব্যাগটি খালের পানিতে ভাসিয়ে দেয়া হলোনা।

পরদিন স্কুল শেষে আমি বাজারের দোকানে যাই। নানা রকম জিনিসে ভর্তি। এতো জিনিসের ভীড়ে আমি একটি ব্যাগ,একটি লাল রঙের স্কুল ব্যাগ খুঁজে বেড়াই। হঠাৎ খুব সুন্দর একটি ব্যাগ চোখে পড়ে।

ভাই,ঐ যে লাল ব্যাগটা । ঐ টার দাম কতো? ব্যাগটা কি একটু হাতে নিয়ে দেখতে পারি।
দোকানি ব্যাগ নামিয়ে দেয়।আহা! নতুন ব্যাগের কী যে সুন্দর গন্ধ।
দাম কতো ভাই?
একদাম তিনশত বিশ টাকা।
আমি জমানো টিফিনের টাকা গুনি।

টাকা দিতে যাবো ঠিক এমন সময় মায়ের কথা মনে পড়ে। আচ্ছা, মা কি অন্ধ হয়ে যাবে! স্কুলের অংক স্যারের কথা মনে পড়ে। স্যারের চোখে কী সুন্দর একটা চশমা। চশমা চোখে দিয়ে স্যার কী সুন্দর করে আমাদের অঙ্ক শিখিয়ে যান।

মাকে আজকে দারুণ চমকে দেয়া যাবে। কী যে আনন্দ লাগছে আমার।

আমি খুব খুশীমনে বাড়ী ফিরি। মা যেন কি রান্না করছেন। মা না দেখেমতো আমি নিজের ঘরে আসি। রাতে খাবার সময় মা বলে- কীরে ডাক্তার হতে পারবিনা। ডাক্তার না হলে মায়ের চোখের রোগ সারাবে কে?
মায়ের কথা শুনে আমার খুব কান্না আসে। আমি মা না দেখে মতো নিজের ঘরে এসে শুই। রাত গভীর হয়। আমার আজ রাতে আর ঘুম আসেনা। অপেক্ষা করি কখন মা সুই সুতো নিয়ে ব্যাগ সেলাই করতে বসবে।

এক সময় রাত একটু গভীর হলেই মা ঠিকই মাটির প্রদীপের আলোতে আমার ছেড়া স্কুল ব্যাগটি নিয়ে বসে। চোখের সামনে এনে খুঁটিয়ে খুটিয়ে দেখে। আমি বালিশের নীচ থেকে লুকানো জিনিসটি এবার বের করি। আস্তে আস্তে বিছানা থেকে নেমে পিছন থেকে এসে দুহাতে মাকে জড়িয়ে ধরি।

মা বলে, দে তোর হাতেই পড়িয়ে দে। কতক্ষণ ধরে বসে আছি। বালিশের নীচে নতুন চশমা কিনে লুকিয়ে রেখেছিস না?
মা চশমা চোখে দিয়ে এবার ব্যাগ সেলাই করতে বসে। এই ব্যাগের প্রতি পরতে পরতে কত নির্ঘুম রাতের আমার মায়ের হাতের স্পর্শ।
মনে মনে বলি, এই ব্যাগ নিয়েই আমি ডাক্তার হবো মা।
আজকে মা আর কিছুই লুকোয় না। আমিও লুকাই না।
শুধু মাকে পিছন থেকে জড়িয়ে ধরে অশ্রুদানা গুলো মায়ের চুলের খোপায় লুকিয়ে রাখি।

মন্তব্য ১৪১ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (১৪১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:০০

বিলাল বলেছেন: নিজের চোখ ভিজে ওঠলো রে ভাই।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:১৩

খেয়া ঘাট বলেছেন: আমার নিজের চোখও ভিজে ওঠেছে। বিনীত ধন্যবাদ।

২| ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে, খুব ভাল্লাগসে ||

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:১৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:১২

মায়াবী ছায়া বলেছেন: চোখে পানি চলে আসলো । অনেক ভাল লাগলো । ভাল থাকুন ।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:১৪

খেয়া ঘাট বলেছেন: আমার নিজের চোখেও পানি চলে আসলো। নরম মনের মানুষদের মনে হয় এরকমই হয়।
অনেক ধন্যবাদ।

৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৩৩

অনির্বান বলেছেন: ব্যাগ আর চশমাটা বুঝলাম না কেন?


যতটুকু বুঝেছি ততটুকু খুব ভালো লাগল।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬

খেয়া ঘাট বলেছেন: স্কুল ব্যাগ কিনতে গিয়ে ব্যাগ না কিনে মায়ের জন্য চশমা কিনে নিয়ে আসে। মনে করেছে, মা চশমা চোখে দিলেই ভালো দেখতে পাবে।

বিনীত ধন্যবাদ।

৫| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৩৬

শামসুন বলেছেন: অসাধারণ

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

৬| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৬

অনির্বান বলেছেন: ও আচ্ছ। ভাবলাম ওরকম হলে হয়তো ব্যাগ কেনার সময় আরো দু তিনটা লুকানো লাইন লিখে দিতো যাতে চশমাকেও বুঝে নিতে পারতাম।


আপনার ব্রেইল গল্পটা পড়ে টানা দুদিন খুব ভালো থেকেছি।

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৮

খেয়া ঘাট বলেছেন: আপনি একবারে ঠিক বলেছেন,,,আমারও তাই মনে হয়েছে।
অফিস থেকে বের হওয়ার আগে আগেই পোস্ট করলাম। সবাই তখন চলে গেছে। ২য়বার পড়ারও সুযোগও পাইনি।

ব্রেইল পড়েছেন. . অনেক ভালো লাগলো ভাই।
বিনীত ধন্যবাদ।

৭| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯

বৃতি বলেছেন: হৃদয়স্পর্শী!

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি।

০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি

৮| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: হৃদয় স্পর্শি লেখায় ভাল লাগা ।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার।

৯| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৫৬

কালোপরী বলেছেন: :(

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০৩

খেয়া ঘাট বলেছেন: :(

১০| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০৭

নগরের ধনেষ বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই।

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ ভাই।

১১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: +++

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৮

খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: মন ছুয়েছে গল্পটা।

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

১৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনির্বান ভাইয়ের সাথে একমত।

তবুও ভাল লাগার কোন কমতি হয়নি শুধুমাত্র লেখার গুণে।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: এত সুন্দর ...।
ভাল লাগা ,ভাল লাগা ,ভাল লাগা তিন বার ভাল লাগা রেখে গেলাম ।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৫

খেয়া ঘাট বলেছেন: তিনবার ভালো লাগার জন্য একবারই বেশী করে ধন্যবাদ।

১৫| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২

শীলা শিপা বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো।

১৬| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: এমন একটা গল্প লেখায় আপনাকে শ্রদ্ধা।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: আপনার প্রতিও অনেক শ্রদ্ধা।

১৭| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪

মামুন রশিদ বলেছেন: এতো অল্প পরিসরে এমন টাচি গল্প, সত্যিই দারুন ।



গল্পে অনেক অনেক ভালোলাগা++

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: ওতোদিনে ফাইছি আফনার লাগ :)

১৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪১

গোবর গণেশ বলেছেন: :( :( :( :( :( :( :( :( :( :( :( :(

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: :( :(

১৯| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আমিভূত বলেছেন: আপনি অনেক ভালো লিখেন ।

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৭

খেয়া ঘাট বলেছেন: আমি অনেকবেশী আনন্দিত হলাম।

২০| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:১৭

এহসান সাবির বলেছেন: একদম মন ছুঁয়ে গেলো যে....

২৩ শে মে, ২০১৩ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

২১| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: মন খারাপ করা গপ

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মাসুম আহমেদ

২২| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটি আদর্শ ছোট গল্প। অল্প কথায় পাঠকের হৃদয়ে স্থান।
চমৎকার লাগল।

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

২৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

বোকামন বলেছেন:





সবকিছুই ঠিক আছে ..... চশমা না, মায়ের অপারেশনের জন্য মাটির ব্যাংকে পাঁচটি বৎসর ধরে জমানো (যা কিনা সাইকেল কেনার উদ্দেশ্যে) টাকা সংগ্রহের জন্য মাটির সাথে সংঘর্ষ ঘটাতে একটি মুহূর্ত দেরী করেনি। স্মরণ করেনি বিগত পাঁচটি বছরের তিল তিল করে দেখা স্বপ্ন পূরণের দিন-দুপুর-রাত ক্ষণটি। কোন স্বপ্ন বা দ্বিধা শিশুমনকে টলাতে পারেনি। সম্ভবও না ... প্রশ্নই আসে না !
গল্প নয় কোন বালকের বাল্যকালের স্মৃতি থেকে ....
হাজারো লক্ষ্য ঘটনা কবির কবিতায়, গল্পকারের গল্পে অসাধারণ বাক্যশৈলীতে প্রকাশ পায় ..... সিনেমা দেখে দর্শক চোখের পানি মুছে.....

কিন্তু বালকটি স্বপ্নপূরন না করতে পেরে নয়, তার সুস্থ মাকে কাছে পেয়ে চোখের পানি ধরে রাখতে পারে না।

পথের মাঝেই পথ রয়েছে সেথায় প্রতিদিন এমনই কতশত গল্প-কবিতা রচিত হচ্ছে। সবতো আর জানা সম্ভব হয় না, আপনার মত একজন জাত লেখকদের ভাষায় আমরা কিছুটা অবলোকন করতে পারি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

( আমি বিনীত ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু বড়-সর মন্তব্যের জন্য)

২৪ শে মে, ২০১৩ রাত ১:৩৩

খেয়া ঘাট বলেছেন: গল্প নয় কোন বালকের বাল্যকালের স্মৃতি থেকে - সেই ঐশ্বরিক ভাগ্যবান দেবশিশুটি কে ভাই? আমার মন বলছে-ছেলেটি আর কেউ না আপনি নিজেই।
কাছে থাকলে আপনার পায়েরধূলো নিয়ে নিজেকে ধন্য মনে করতাম।

২৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১:৪৭

না পারভীন বলেছেন: স্কুল ব্যাগ , মায়ের চশমা , মায়ের সেলাই করার চেষ্টা এত দূরে থেকেও কিভাবে এসব আবেগ উঠে আসে , অবাক হয়ে যাই ।

২৪ শে মে, ২০১৩ রাত ২:০০

খেয়া ঘাট বলেছেন: অবাক হওয়া একটি বিশেষ গুণ।এই বিশেষগুনে আপনি অতিশয় গুনান্বিত। এবার দিনে দিনে মহিমান্বিত হয়ে ওঠুন এই কামনাই করি।

অনেক ধন্যবাদ।

২৫| ২৪ শে মে, ২০১৩ রাত ২:১৭

বোকামন বলেছেন:




লগইন করতে বাধ্য হলাম।

সম্মানিত খেয়াঘাট,
লেখকের লেখনীর সাথে পাঠকের আত্মিক যোগাযোগ ঘটলে, পাঠকের প্রতিক্রিয়া জানানোর ইচ্ছে হয়। লেখক জানাতে পারছে তার লেখায় কিন্তু পাঠক !! আমার পুরো মন্তব্যটি শুধুই আপনার লেখনীর ভূয়সী প্রশংসা করার জন্য বিস্তারিত করা হয়েছে।
আপনার উত্তরে আমি বেশ বিব্রত। বাংলার পথে-ঘাটে কতো দেবশিশু ঘুরে বেড়াচ্ছে অযন্তে-অবহেলায়। তাদের ভীরে বালক হারিয়ে গেছে। যাইহোক আপনি এইভাবে বললে, মন খুলে মন্তব্য করতে সাহস পাবো না।

একজন অতি সাধারণ পাঠকের শুভকামনা রইলো আপনার জন্য
ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪ শে মে, ২০১৩ রাত ২:৩৯

খেয়া ঘাট বলেছেন: এতো প্রশংসা ধারণ করার মতো পাত্র কি আমার আছে?
আত্মিক যোগাযোগ হলে অনেক অব্যক্ত কথাও বুঝা যায়। অনেকদিন আগে লিখা দুটি লাইন-
কথোপকথনে কত কথা হয় , এই কথাটি মানি
আমি কিন্তু ভাই তোমার না বলা কথাও হৃদয় দিয়ে শুনি।

আর আপনি বিব্রত হলে তা হবে নিদারুন মনোকষ্টের কারণ। আমার মন বারবার বলছে- সেই শত দেবশিশুর একজন আপনি নিজেই।
আর আপনার নিকের মাঝেই কেমন যেন এক মায়া জড়িয়ে আছে।
নিশ্চয়ই আপনার মনে থাকবে-
মহাত্মাগান্ধী যখন ভারত স্বাধীনতার দ্বারপ্রান্তে। ব্রিটিশরা এ উপমহাদেশ ছেড়ে চলে যাবে। তখনই শুনা গেলো পাকিস্তান আর ভারত আলাদা হয়ে যাবে। অতি চালাক জিন্নাহ আর নেহেরু তালগোল পাকিয়ে ফেলেছেন। তখন - মহাত্মাগান্ধি বলেছিলেন- এতো চালাকের ভীড়ে যদি আরেকটু বোকা মানুষ হয়ে আরেকটু বোকামন নিয়ে পৃথিবীতে জন্মাতে পারতাম তবে আরো সহজে এ দুঃখবোধ লাঘব করতে পারতাম।
আপনার নিকটি দেখলেই এ কথাটি মনে আসে।

আপনিও ভালো থাকবেন। আর বোকামনের মানুষের মন্তব্য করতে কোনো সাহসের দরকার হয়না।

২৬| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার এই ছোট ছোট গল্প গুলো খুব মর্ম স্পর্শী।

২৪ শে মে, ২০১৩ রাত ৮:০১

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।

২৭| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

নুসরাতসুলতানা বলেছেন: স্কুলে পড়াকালীন সময়টাতে বিভূতিভূষন এর অপরাজিত আমায় ভীষন কাদিয়ে ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টাতে একাত্তরের দিনগুলি পড়ার জন্য ট্রেন এর জার্নী বেছে নিয়েছিলাম --শেষ করতে পারিনি । এখন এ গল্পটা পড়ে .....।
বোকামনের দুটো মন্তব্য ই অন্যরকম।

২৪ শে মে, ২০১৩ রাত ৮:০৩

খেয়া ঘাট বলেছেন: বিভূতিভূষনের কত গল্প পড়ে যে কেঁদেছি।এমনি আরণ্যক পড়েও মন দ্রবীভূত হয়েছিলো।
আমার মনে হচ্ছে সেই ছেলেটা আসলেই বোকামন।

পড়ে মন্তব্য করায় অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

২৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

আরমিন বলেছেন: মনটা আদ্র হলো লেখাটি পড়ে ! ছোট ছেলেটার জন্য মায়া লাগছে!

আসলেই বাবা মার চেয়ে প্রিয় কোন জড় বস্তু হতে পারে না! সব কিছুই তুচ্ছ তাঁদের কাছে!

বোকামন ভাইকে শ্রদ্ধা ! সন্তান এমনই হওয়া উচিৎ ।

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩২

খেয়া ঘাট বলেছেন: আসলেই বাবা মার চেয়ে প্রিয় কোন জড় বস্তু হতে পারে না! সব কিছুই তুচ্ছ তাঁদের কাছে!

ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ।

২৯| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৪৬

বোকামানুষ বলেছেন: অসম্ভব ভালো লেগেছে গল্পটা

আমার বাবা-মার জন্য যে আমার কতো কিছু করতে ইচ্ছে করে কিন্তু এখনো কিছুই করতে পারি না কবে যে পারবো :(

আল্লাহর কাছে আমি সব সময় প্রার্থনা করি আল্লাহ যেন আমার বাবা-মা কে হায়াত দারাজ করে তাদের সুস্থ রাখে তাদের সেবা করার সুযোগ যেন আমি পাই জীবনে এর চেয়ে বেশি কিছু চাইনা

অনেক আবেগি কিছু কথা বললাম ভাইয়া কিছু মনে করবেন না

২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৩

খেয়া ঘাট বলেছেন: কিছুই মনে করিনি। অনেক ভালো লেগেছে।
এই কথাগুলো আরো বেশী ভালো লেগেছে-
আল্লাহর কাছে আমি সব সময় প্রার্থনা করি আল্লাহ যেন আমার বাবা-মা কে হায়াত দারাজ করে তাদের সুস্থ রাখে তাদের সেবা করার সুযোগ যেন আমি পাই জীবনে এর চেয়ে বেশি কিছু চাইনা

৩০| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:২৮

মহামহোপাধ্যায় বলেছেন: খুব ভালো লেগেছে আপনার গল্পটা। হৃদয় ছুয়ে গেছে। বোকামন ভাইয়ের কথাটাও ভীষণ সত্য "বাংলার পথে-ঘাটে কতো দেবশিশু ঘুরে বেড়াচ্ছে অযন্তে-অবহেলায়।"

খোকার কেনা চশমায় ফিরে আসুক মায়ের দৃষ্টি, সেই চোখে সে দেখুক তার ডাক্তার ছেলেকে। সব মা আর তার সন্তানের জন্য শুভকামনা রইল।

২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৬

খেয়া ঘাট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
খোকার কেনা চশমায় ফিরে আসুক মায়ের দৃষ্টি, সেই চোখে সে দেখুক তার ডাক্তার ছেলেকে। সব মা আর তার সন্তানের জন্য শুভকামনা রইল। - ভালো লেগেছে, খুব ভালো লেগেছে।

৩১| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৭

কালোপরী বলেছেন: অফ টপিকঃ প্রায়ই একটা প্রশ্ন করতে ইচ্ছে হত, চুপিচুপি ঘুরে যান কিছু তো বলেন না



thnks for ur cmnt today :)

২৮ শে মে, ২০১৩ ভোর ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: আমিতো আপনার অনেক লিখাই পড়েছি। ভালো লাগে।কিন্তু হয়তোবা আগে বলা হয়নি। মনে মনে বলেছি।
আপনাকে অনেক ধন্যবাদ

৩২| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:২২

জিয়া চৌধুরী বলেছেন: দারুন লিখেছেন তো। ভাল লাগল।

২৯ শে মে, ২০১৩ ভোর ৪:৪৩

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো। আপনাকে বিনীত ধন্যবাদ।

৩৩| ২৬ শে মে, ২০১৩ ভোর ৫:৪৩

শোশমিতা বলেছেন: চমৎকার গল্প!
মন ছুঁয়ে গেল + +

২৯ শে মে, ২০১৩ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

৩৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:০৩

বাংলাদেশী দালাল বলেছেন:
কেদে ফেললাম ভাই কিছু বলতে পারব না।
মনের ভেতর অনেক কষ্ট কনেক।

ভালো থাকুন।

২৯ শে মে, ২০১৩ ভোর ৫:১১

খেয়া ঘাট বলেছেন: কষ্টের ভাগ নিতে পারলে ভালো লাগতো।

৩৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪৫

সাকিব-আল-নাহিয়ান বলেছেন: খুব ভালো লাগল...

২৯ শে মে, ২০১৩ ভোর ৫:১২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

৩৬| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৪০

বটের ফল বলেছেন: আরও একটি লেখা, আরও একটু ভালো লাগা মূহুর্ত। কান্না মিশ্রিত ভালোলাগা, যা উঠে আসে বুকের মাঝ থেকে।

১৯ নং ভালোলাগা সহকারে পোষ্টে +++++++

অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু ..............................

যাই হোক, অনেক অনেক অনেক বেশি ভালো থাকবেন।

৩০ শে মে, ২০১৩ রাত ১:৫৩

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়েও অনেক ভালো লাগলো।
আর কি বলতে ইচ্ছে করছে.......বলে ফেলুন। শুনতে পেলে ভালো লাগতো।
আপনিও অনেক বেশি ভালো থাকবেন।

৩৭| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনে কষ্টগুলো ছুয়ে গেল,,,,,,,,,দুর্দান্ত লিখেছেন,,,,,,,,,,,

প্রতিটি লাইনই হিট,,,,,,,,,,আর শুরুটাই অসম্ভব সুন্দর,,,,
"আজকে দুপুরে আর কিছুই খেলাম না।পানি খেয়েই পেট ভরিয়ে নিলাম। আমার তেমন কোনো সমস্যা হয়না পানি খেতে। তবে একটানা আর ক্লাস করতে পারিনা। প্রসাবের যে খুব বেগ আসে।"

৩০ শে মে, ২০১৩ ভোর ৪:৩৭

খেয়া ঘাট বলেছেন: এতো মনোযোগ দিয়ে পড়ার জন্য বিনীত ধন্যবাদ।

৩৮| ২৯ শে মে, ২০১৩ ভোর ৫:১৩

শ্রাবণ জল বলেছেন: আপনার ছোট গল্প গুলো বেশ লাগে পড়তে।

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।আপনাদের পড়ে ভালো লাগে এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।

৩৯| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:০৬

বাংলার হাসান বলেছেন: অসাধারন। +++++++

৩০ শে মে, ২০১৩ রাত ৮:২১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।

৪০| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৪২

মনিরা সুলতানা বলেছেন: সালাম ঘুরতে এলাম আপনার ব্লগ দেখে গেলাম আপনাকে ...
সাথে আর একবার চমৎকার গল্প টা পড়লাম বোনাস ... ... :)

৩০ শে মে, ২০১৩ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: "আপনার ব্লগ"--হাহাহাহাহাহাহাহাহাহাহা

৪১| ৩০ শে মে, ২০১৩ রাত ২:২৫

মাহমুদ০০৭ বলেছেন: ছুয়ে গেল মন , ভিজে গেল হৃদয় ।
ভাল থাকুন ভাই । , অল্প কথায় অধিক বুঝাতে কব্জির মোচড় লাগে । আপনার তা আছে । ভাল থাকুন ভাই ।

৩১ শে মে, ২০১৩ ভোর ৪:২৪

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যটা পেয়ে খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

৪২| ৩০ শে মে, ২০১৩ ভোর ৫:৪৬

আমিই মিসিরআলি বলেছেন: গল্পটা পরতে পরতে ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে এল
২১ তম ভালোলাগা দিলাম

৩১ শে মে, ২০১৩ ভোর ৫:৫৪

খেয়া ঘাট বলেছেন: প্রাণভরে ভালোলাগা নিলাম। আপনার জন্য অনেক শুভকামনা।

৪৩| ৩০ শে মে, ২০১৩ ভোর ৬:৪২

রোজেল০০৭ বলেছেন: সবার মত আমারও হ্রদয় ছুঁয়ে গেলো।

+++

৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:০২

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্য বিনীত ধন্যবাদ রইলো।

৪৪| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

এরিস বলেছেন: একটি নতুন ব্যাগের স্বপ্ন লুকিয়ে আছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারে বেড়ে ওঠা এমন অসংখ্য শিশুর। ব্যাগের স্বপ্নটি হতে পারে আমার নিজেরও স্বপ্ন।গল্পটি হয়তো আপনি নিজের হাতে লিখেছেন শুধু, ওদিকে উপরওয়ালা তাদের গড়ে রেখেছে এ-ই করার জন্যে। তবুও অট্টালিকার মানুষের চেয়ে ওরা সুখী। খুব ইচ্ছে করে, ভেবে রেখেছি অন্তত একটি গরীব শিশুর খুশির দায়িত্ব নিজের হাতে তুলে নেব। আবার ভয় হয়, যদি বড় হয়ে এরকম সুখের অনুভূতি তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে!! বিধাতা পাকা খেলোয়াড়। অনটনে কেটেকুটে ছোট ছোট অপার্থিব সুখ দিয়ে ওদের জীবনকে মহিমান্বিত করে রেখেছেন। ওদের জন্যে ভেবেছেন আপনি, একরাশ ভালোলাগা । :)

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫০

খেয়া ঘাট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানালাম।

৪৫| ৩১ শে মে, ২০১৩ ভোর ৬:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম ! পুরো চরিত্রের সাথে হাটাহাটি করছিলাম বলে মনে হচ্ছিল ! যতটা সুন্দর সমাপ্তি হতে পারতো তার চেয়ে সুন্দর হয়েছে !

০২ রা জুন, ২০১৩ ভোর ৪:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনার সুন্দর মনের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।

৪৬| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেল ।

০২ রা জুন, ২০১৩ সকাল ১০:১৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পেয়ে।

৪৭| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:১৭

না পারভীন বলেছেন: আম্মা কে ছেড়ে অনেক দূরে থাকি । গল্প টি পড়ে আম্মার জন্য অনেক খারাপ লাগছে । আহারে তাঁর স্নেহের যন্ত্রনার জন্য হু হু করে উঠল মন ।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

খেয়া ঘাট বলেছেন: আপনিও মাকে ছেড়ে দূরে থাকেন?/ গভীরের দুঃখের অনুভব, অনুভব করতে পারছি।খালাম্মাকে একটা সালাম পৌঁছে দিবেন।

৪৮| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:২৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুন খেয়াঘাট

০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে নির্লিপ্ত স্বপ্নবাজ।

০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: আপনার ছবিতে দারুন একটা স্টাইল আছে। অনেকটা জেমস ডীনের মতো।

৪৯| ০২ রা জুন, ২০১৩ সকাল ৭:০১

বটের ফল বলেছেন: অনেক দিন আপনার লেখা পাচ্ছিনা যে প্রিয় খেয়া ঘাট!!!!!!!!!!!!!!!!

খুব ব্যস্ত দিন কাটাচ্ছেন বলে মনে হচ্ছে!!!!!!!!!!!!!!!!!!!

ভালো থাকবেন। নতুন লেখার প্রত্যাশায়......................।

০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ খোঁজ নেয়ার জন্য।
বেশী ব্যস্ত না। মন চাইছেনা আর লিখতে।
অনেক শুভকামনা রইলো।

৫০| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

অন্তহীন বালক বলেছেন: চোখ যে ভিজে গেল!
আপনি এতো সুন্দর করে গল্প লিখতে জানেন। কেন আমরা পারি না।

আর অনেক দিন হয়ে গেল, নতুন লিখছেন না যে!!

০৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৪২

খেয়া ঘাট বলেছেন: এতো সুন্দর মন্তব্য করলেন ভাই। অনেক ভালো লাগলো।

৫১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৮

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন:
মা চশমা চোখে দিয়ে ব্যাগ সেলাই করতে বসে। । আজকে মা আর কিছুই লুকোয় না। আমিও লুকাই না।
শুধু মাকে পিছন থেকে জড়িয়ে ধরে চোখের অশ্রু মায়ের চুলের খোপায় লুকিয়ে রাখি।

অনেক আবেগময় লেখা। দারুন।

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

৫২| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: সালাম ...
জুন মাসের পোস্ট এখন ও পেলাম না ...।

০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:২৩

খেয়া ঘাট বলেছেন: ইদানিং লিখে যেন আর আনন্দ পাচ্ছি না। অনেক ধন্যবাদ খোঁজ নেয়ার জন্য। ভালো থাকবেন।

৫৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯

চানাচুর বলেছেন: অসাধারন!!

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকে সবিনীত ধন্যবাদ।

৫৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫১

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ আবেগময় লেখা। ভাল লেগেছে।

শুধু মাকে পিছন থেকে জড়িয়ে ধরে চোখের অশ্রু মায়ের চুলের খোপায় লুকিয়ে রাখি।

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৫

খেয়া ঘাট বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক খুশী হলাম ভাই। শুভকামনা রইলো।

৫৫| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ এক ছোটগল্প পড়লাম ।
গল্পকারকে অভিনন্দন !

০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ। মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম।

৫৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৪০

অদ্বিতীয়া আমি বলেছেন: এত সুন্দর, অল্প কথায় হৃদয়স্পর্শী করে কিভাবে লিখেন ? বিষণ্ণ লাগছে পড়ে । এবং অবশ্যই অনেক বেশি ভাল লাগা ।

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

খেয়া ঘাট বলেছেন: আপনার এতো সুন্দর প্রশংসা পেয়ে আমি অনেক বেশি আনন্দিত হলাম।
আপনাকে ধন্যবাদ।

৫৭| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: অপূর্ব


এইভাবে এক একটি গল্প পূর্নতা পায়।

১০ ই জুন, ২০১৩ রাত ২:২২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নিকট খুব সুন্দর।

৫৮| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:৩৩

নাছির84 বলেছেন: অপুর্ব লিখেছেন।

১০ ই জুন, ২০১৩ সকাল ৭:২১

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক বেশি খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

৫৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০৯

না পারভীন বলেছেন: খেয়া ভাই , প্রিয়তে নিয়ে গেছি । আজ জানাতে এলাম । কি খবর ? কেমন আছেন ?

১০ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: সত্যিই আমি অনেক আনন্দিত হলাম জেনে যে,আমার পোস্টটি আপনি প্রিয়তে রেখেছেন।
আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন?

৬০| ১০ ই জুন, ২০১৩ ভোর ৫:৫৩

খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: খুব ভাল লাগল পড়ে ।

১১ ই জুন, ২০১৩ ভোর ৫:০২

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম।

৬১| ১০ ই জুন, ২০১৩ সকাল ৮:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অপুর্ব হয়েছে গল্পটা !

১১ ই জুন, ২০১৩ রাত ৮:২০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ তনিমা।

৬২| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: দেরীতে হলেও আপনার লেখা এই গল্পটা পড়লাম।

সন্তানের জন্য বাবা- মায়ের ভালোবাসা অসীম হলেও সন্তান অনেক ক্ষেত্রেই নিজের পছন্দকে প্রাধান্য দেয়। ঐ ছেলেটির জায়গায় ঐ বয়সে আমি থাকলে কি করতাম তাই ভাবছি ! ছেলেটি ব্যাগ কিনতে গিয়ে শেষ পর্যন্ত চশমা কিনবে বুঝতে পেরেছিলাম। কিন্তু একটা স্কুল গামী বালকের যে মানসিক অবস্থার বর্ননা, ক্লাসে তার সহপাঠিদের দ্বারা হয়রানি এগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

গল্পে প্লাস। শুভকামনা রইলো।

১২ ই জুন, ২০১৩ রাত ২:৫৬

খেয়া ঘাট বলেছেন: অনেকভালোলাগলোআপনারমন্তব্যপেয়েশুভকামনারইলোআপনারজন্য।

৬৩| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৪

না বলা কথা বলেছেন: এ লিখাটি পড়ে শুধু কাঁদতে ইচ্ছে করছে। এতো সাধারণ ভাষায় এতো স্বল্প পরিসরে এ যেনো কোনো এক গল্পের যাদুকরের অপূর্ব সৃষ্টি।

১২ ই জুন, ২০১৩ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: প্রশংসা পেতে অবশ্যই ভালো লাগে। অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।

৬৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

নাছির84 বলেছেন: মনটা খুব খারাপ ছিল। তাই আবারও আপনার স্কুলব্যাগের মধ্যে ঢূকে পড়লাম। বের হওয়ার সময় ‌'প্রিয়'তে নিতে ভুলিনি।



........সত্যি বলতে এই লেখাটায় আমি সম্মোহিত। সেলাম।

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনিতো আমাকে খুব লজ্জায় ফেলে দিলেন।

৬৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:২১

না পারভীন বলেছেন: আবারো পড়ে গেলাম , স্কুল ব্যাগ । আসলেই অসাধারণ ।

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: কোন স্কুল ব্যাগ? আপনার শৈশবের সেই স্কুল ব্যাগ???

৬৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

না পারভীন বলেছেন: প্রতিটি গল্প লেখার ই একটি পেছনের কাহিনী থাকে । ব্রেইল আর এই স্কুল ব্যাগ এর পেছনের কাহিনী জানতে খুব ইচ্ছা করছে । এই ছোট ছেলেটির মন মানুষিকতা ধরে চলে যাওয়া যেন একটি বাচ্চার সাথে কিছক্ষন কাটানো । অনেক ভাল লাগা ।



২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

খেয়া ঘাট বলেছেন: অবশ্যই কিছু কাহিনী আছে। সে কাহিনী হলো- সারারাত চোখবুজে জেগে থাকা। জীবনের আশে পাশে দেখা মানুষের মনের ভিতরে ঢুকার ব্যর্থ প্রচেষ্টা।

আপনার কিছুক্ষণ সময় কাটানোর আগ্রহের জন্য আপনাকে বিনম্র শ্রদ্ধা।

৬৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

আমি তুমি আমরা বলেছেন: ফিনিশিংটা বেশ ভাল লাগল। এমন আন্ডারস্ট্যান্ডিং ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার :)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পড়ার জন্য। অনেক ধন্যবাদ ভাই পড়ে মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো।

৬৮| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০

সায়েম মুন বলেছেন: গল্পে অনেক ভাললাগা। শেষের দিকে কিছুটা তাড়াহুড়ো হয়েছে।

আমি মা না দেখে মতো নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ি।
----এই লাইনটা একটু দেখে নিয়েন।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

খেয়া ঘাট বলেছেন: আসলে সবগুলো লিখাই অফিসে বসে কাজের ফাঁকে লিখা হয়।
চিন্তা মাথায় আসলো, তারপর লিখে ফেলা।

বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা ভাই।

৬৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৬

অপ্রচলিত বলেছেন: সাধারণ ভাষায় এত অসাধারণ একটি লেখা খুব কমই পড়েছি।
এক কথায় অতুলনীয়। প্রিয়তে সংগ্রহ করে রেখে দেওয়ার মত একটি অনন্যসাধারণ গল্প। +++++++++++++++++++++++

শুভ কামনা সর্বদাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা রইলো।

৭০| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:৫৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: হৃদয়স্পর্শী.. সাধারন একটা গল্প অসাধারন ভাবে উপস্থাপন করেছেন।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.