নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

প্রেয়সীর সাথে গোপন প্রেমবন্ধন-একসাথে ৭২৭ মাইল।

২৭ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৩

আমার গোপন প্রেয়সিকে আমি বড় আপন করে এতোদিন গোপনে রেখেছি। পরিবারের একান্ত আপনজনেরাও জানেনা আমার প্রেয়সীর কথা। সারপ্রাইজ দেবো বলে এবং লজ্জায় গোপন করেছিলাম। অনেকে বারবার জানতে চেয়েছে, সরাসরি প্রশ্ন করেছে, কিন্তু আমি সলাজ হাসিমুখে বলেছি ওরকম কেউ যে আমার নেই।



গত সপ্তাহে হঠাৎ করে দু দিনের জন্য লং ড্রাইভে যেতে হলো।আবহাওয়া সংবাদে জানলাম- যাত্রাপথে থাকবে ঝকঝকে সোনালী রোদ। প্রেয়সীকে বললাম-তুমি কি আমার সাথী হবে?

ও আমাকে হ্যাঁ ও বললোনা, আবার না ও বললো না। মৌনতাই সম্মতির লক্ষণ হিসাবে আমি ধরে নিলাম সে আমার সাথে যাবে।



পরদিনভোরে, আমি ব্যাগ গুছিয়ে নিচে নেমে এসে দেখি সে পুরোপুরি প্রস্তুত হয়েই আছে। কী সুন্দর অপরুপ রুপ। আমি কোনো কথা বলতে পারলাম না।শুধু মুগ্ধ হয়েই চেয়ে রইলাম।



আমি লাজুক ভাবে তার পাশে বসলাম। আলতো করে স্পর্শ করলাম। সে একটু শিহরিত হলো। দু ঠোঁটের মাঝে রুপালী আলোর ঝিলিক দিয়ে সে আমার যাত্রা পথের সাথী হলো।



কোলাহলমুখর শহর ছেড়ে আমরা নির্জন হাইওয়েতে এসে পড়লাম। ছুটে চলেছি দুজনে ঘন্টায় প্রায় ৮০ মাইল বেগে। মাইলের পর মাইল পথ।রাস্তার দুপাশে শুধু সবুজ বনানি। আর মাঝে মাঝে দুয়েকটি গাড়ী।



তুমি একের পর এক গান শুনিয়ে আমার ভ্রমণের সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছো। প্রায় ১৬৫ মাইল চলার পর আমার খুব ক্ষুধা পেলো। তোমাকে জিগ্গাসা করলাম, তুমি কিছু খাবে কিনা?

তুমি কিছু বললেনা- সংগীত তোমার কন্ঠে যেন দ্যুতি ছড়াচ্ছে।



তুমি কিছু না বললেও আমি যে বুঝতে পারি। বুঝলাম-তোমার খুব তৃষ্না পেয়েছে। পাশে একটা রেস্ট হাউজে থেমে আমি কিছু খেয়ে নিলাম। আর তুমি শুধু ত্বষ্না মিটালে।



একসময় মূল হাইওয়েকে বিদায় জানিয়ে আমরা একটা নির্জন পথে এসে পড়লাম। শুধু সবুজ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আশেপাশে কোনো মানুষ নেই, জন নেই, গাড়ী নেই, বাড়ি নেই। শুধু দীর্ঘ পিচঢালা পথ। এ পথের যেন আর শেষ নেই।



আমার যেন একটু ভয় ভয় লাগছে। যদি হারিয়ে যাই এই অজানায়। তুমি সাহস দিলে- কানে কানে বললে- এতো ভয় কীসের, আমি সাথে আছিনা। আর জানোতো, সব রাস্তাঘাট নিজের মেমোরিতে জমা করে রেখেছি।



দূরে আকাশে থাকিয়ে দেখলাম-ঝকঝকে সোনালী রোদ যেন-মেঘের আড়ালে ঢাকা পড়ছে। টুপ টুপ করে কয়েকফোঁটা বৃষ্টি তোমার গায়ে এসে পড়লো। এরপর বাড়তে থাকলো বাতাসের বেগ। বাড়তে থাকলো অঝোর বরষণ।



তুমি বললে- বড় বেশি বৃষ্টি হচ্ছে। আমার গায়ের ওপর চাদর জড়িয়ে দাও।

আমি বললাম- তুমি দাও ।

তুমি বললে, না । তুমিই নিজ হাতে জড়িয়ে দাও।

আমি আলতো করে ভালোবাসার চাদর তোমার ওপর জড়িয়ে দিলাম। এরপর তুমুল বর্ষার মাঝে ছুটে চললাম নির্জন,নিস্তব্ধ এক পথে ।



একসময়-পৌঁছে গেলাম গন্তব্যে। ফুলের মতো, প্রজাপতির মতো একটু বড় হওয়া শিশুরা তোমার চারপাশে ঘিরে ধরলো।তোমাকেই নিয়ে সবার আগ্রহ। আমার একবার রাগ হলো, কিন্তু ভালো লাগলো তোমাকে নিয়ে সবার প্রশংসা ।নিজের প্রেয়সীর প্রশংসা শুনতে কার না ভালো লাগে। কারো কারো ক্যামেরা ক্লিক করে ওঠলো। সবচেয়ে ভালো লাগলো আমার মামার। মামা,তোমাকে খুব পছন্দ করলেন। বললেন,আমার মায়েরও তোমাকে বেশ লাগবে। এই দেখো,তোমার সাথে তোলা মামার ছবি। এইমাত্র পাঠালেন।



আমি ও ভাবলাম-আর গোপন করে লাভ কি? তাইতো দিলাম মামার সাথে তোলা তোমার ছবি সবার সাথে শেয়ার করে-। ভালো থেকো , সংগে থেকো প্রেয়সী আমার । একসাথে যে অনেক পথ চলতে হবে ,নতুন প্রেমিকা না আসা পর্যন্ত ।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ ভোর ৬:৩২

না বলা কথা বলেছেন: প্রেমিকাতো বড়ই সৌন্দর্য্য.............কত দামে কিনলেন?????

২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:২৬

খেয়া ঘাট বলেছেন: আসলেই সুন্দর। খুবই আনন্দদায়ক।
দামটা না হয় নাই বলি।

২| ২৭ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৮

বিপ্লব06 বলেছেন: এখন ওয়েট করেন টোপটা কেউ গেলে কিনা!

২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:২৭

খেয়া ঘাট বলেছেন: বুঝিনাই। কিসের টোপ?

৩| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:১২

ইউক্লিড রনি বলেছেন: লে হালুয়া! B-))

২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:২৮

খেয়া ঘাট বলেছেন: হুমম।

৪| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৫

মামুন রশিদ বলেছেন: হাহাহা, গাড়ি তো ডার্লিংই ।


প্রেয়সী আসলেই সুন্দর আর স্মার্ট । এর পরের পর্ব লিখবেন 'প্রেয়সী বদল' ;)


ও হ্যাঁ, আমার কনফিউশন পুরোটাই কেটে গেলো :-* :-B

২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:৪০

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহা। প্রেয়সি বদল। শিরোণাম খুবই পছন্দ হয়েছে।
ধন্যবাদ প্রিয় মামুন রশিদ

৫| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৮

নোমান নমি বলেছেন: বুইঝা গেছিলাম অবশ্যই :D

২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:০০

খেয়া ঘাট বলেছেন: আপনিতো গল্পকার, কল্পনা যে অনেক গভীরে।
ধন্যবাদ।

৬| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:২৪

কালোপরী বলেছেন: !:#P !:#P !:#P

২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: :) :) :)

৭| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ !!! এমন একটি প্রেমিকা থাকলে আর কি লাগে জীবনে :(

আফসোস এমন প্রেমিকা কখনও পাবনা।

২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:১২

খেয়া ঘাট বলেছেন: ভাইরে, প্রেমিকা মানেই বিশাল খরচ। এই কিসিমের প্রেমিকা না থাকাই ভালো।

গরীবের ঘরে সাদা হাতি।
জ্বলবে ঘরে এবার লালবাতি
শখে বাইছি রাজার সিঁড়ি,
এইটা মোরে বানাইলো ভিখারি- গ্রাম্য প্রবাদ।

৮| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত।

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

খেয়া ঘাট বলেছেন: তবে এই প্রেমিকাকে আপনি চাইলে কিন্তু আমি দিয়ে দিতে পারি।

৯| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রেমিকার সৌন্দর্যে বিমোহিত হইলাম


:-B :-B :-B

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: চলে আসেন, প্রেমিকাকে নিয়ে ঘুরে আসি।

১০| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৭

সিয়ন খান বলেছেন: এমন একটা প্রেমিকার খুব শখ ছোট বেলা থেকে।

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: প্রার্থণা করছি আপনার শখ যেন পূরণ হয়।

১১| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৩

আর.হক বলেছেন: আপতত দুই চাক্কার প্রেমিকা আছে । ঢাকা শহরে তো চার চাক্কার প্রেমিকা নিয়ে ঘুরা সমস্যা।

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

খেয়া ঘাট বলেছেন: তাহলেতো সমানে সমান। আপনারও দুই চাকা, প্রেমিকারও দুই চাকা।
এরকমই হওয়া উচিত।ধন্যবাদ ভাই।

১২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

মাক্স বলেছেন: প্রেমিকাতো মাশাল্লা বিরাট সৌন্দর্য!

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:০১

খেয়া ঘাট বলেছেন: আপনার পছন্দ হয়েছে???? চলে আসেন, প্রেমিকাকে নিয়ে ঘুরে আসি।

১৩| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! আমার এমন একটা প্রেয়সী লাগবে !

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: আপনার ইচ্ছা পূর্ণ হোক। শুভকামনা।

১৪| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪

বটের ফল বলেছেন: আমার প্রেমিকার পেছনে আমার কোনো খরচ নাই বললেই চলে!!!! মাসে ২-৩ টাকা খরচ করলেই চলে। মাঝে মাঝে অবশ্য গোঁ ধরে বলে ওঠে "তোমার সাথে আর চলবোনা", তখন একটু বিনা খরচে পাম-পট্টি দিয়ে দিলেই কেল্লাফতে ;) ;)

প্রেমিকা খুব সুন্দর হয়েছে। মানানসই আপনার সাথে।

ভালো থাকবেন।

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার প্রেমিকাকে ঠিক চিনলাম না।
২-৩ টাকায় পুরা মাস.....................চিন্তায় আছি। তবে আপনি বেশ ভাগ্যবান, মানে সৌভাগ্যবান।

১৫| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!!! সুন্দর! অতি সুন্দর!!!

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , অনেক ধন্যবাদ।

১৬| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২২

আিম এক যাযাবর বলেছেন: @ বটের ফল, সাইকেল নিয়া আর কতদিন! প্রেমিকা পাল্টান, খেয়া ঘাট ভাইয়ের মত নেন একখান।

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: চিনলাম , এবার বটের ফলের প্রেমিকাকে।
সবচেয়ে উৎকৃষ্ট প্রেমিকা। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ি।

অনেক ধন্যবাদ প্রিয় যাযাবর ভাই।

১৭| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৯

একজন আরমান বলেছেন:
শেষ লাইন আর ট্যাগ বাদে অনেক ভালো লেগেছে।

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:১৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

১৮| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: প্রেমিকার মধ্যে মামারে ঢুকাইয়া দিলেন।

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫৮

খেয়া ঘাট বলেছেন: প্রেমিকাতো বললো,
মন চাইলে আপনিও আমন্ত্রিত। যেকোনো সময় সঙগ দিতে প্রস্তুত :)
ধন্যবাদ আপনাকে।

১৯| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

চটপট ক বলেছেন: ুরা তব্দা খায়া গেসিলাম

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:০১

খেয়া ঘাট বলেছেন: চটপট করে খেয়ে ফেলুন।
ধন্যবাদ আপনাকে।

২০| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বিয়ার দাওয়াত না দিলে খবরাছে!

পোস্টে ভাললাগা!!!
প্রেমিকাটাও মাশাল্লা বিরাট সৌন্দর্য!

২৮ শে জুন, ২০১৩ ভোর ৪:১০

খেয়া ঘাট বলেছেন: দাওয়াত দিয়েই দিলাম...........চলে আসুন।
বিনীত ধন্যবাদ।

২১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

আধখানা চাঁদ বলেছেন: যেমনভাবে লিখছিলেন, মনে হচ্ছিল মানবিক প্রেম। কিন্তু শেষে এসে তো পুরাই ..। প্রেমিকা কে নিয়ে ভাল থাকুন এই শুভ কামনা

২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:১১

খেয়া ঘাট বলেছেন: মানবিক প্রেম না হলেও মানকার প্রেম :)

আপনার জন্যও শুভকামনা ভাই।

২২| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: সেইরাম প্রেমিকা !!

২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৩

খেয়া ঘাট বলেছেন: পছন্দ হয়েছে, তাই না?
ধন্যবাদ আপনাকে।

২৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩

সায়েম মুন বলেছেন: কত ধরণের প্রেমিকা আছে আপনার পোস্ট না পড়লে জানা হতো না। #:-S

২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:১১

খেয়া ঘাট বলেছেন: জানলেনতো। কিন্তু প্রেমিকা কেমন লাগলো তাতো বললেন না।
ধন্যবাদ।

২৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এইটা কিছু হইলো !!!!!

সারাটা লেখা পড়ে শেষে এসে দেখি প্রেমিকার জায়গায় বিএমডব্লিউ :)

সামারের জন্য প্রেমিকা খুব জব্বর --------

২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: আসলেই সামারের জন্য।
কাল ছুটি ছিলো। কিন্ত আজ সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হলো।
ভালো থাকবেন । শুভকামনা।

২৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫০

দুরন্ত-পথিক বলেছেন: আমার বুদ্ধি শিশুর মত,অনেকেই বুঝলেও আমি বুঝিনাই আপনার প্রেমিকা কে।গাড়িটা অনেক সুন্দর।

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:২৭

খেয়া ঘাট বলেছেন: শিশুমনের মানুষেরাই পৃথিবীতে সবচেয়ে সুখি। আপনি অনেক সৌভাগ্যবান।

২৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২৩

লেডি বার্ড বলেছেন: ব্যাফুক সুন্দরী আপনার প্রেমিকা। :-B

তবে তেনারা পকেট খালি করা প্রেমিকারগো দলে। আবার কওয়া নাই বার্তা নাই আপনেরে মাঝ পথে আইনা ছ্যাকাও দিবার পারে। ইনারা বড়ই বেরহম দিলের হয়। আশা করি আপনে সৌভাগ্যবানদের দলের হবেন। :)

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: আপনার কমেন্ট পড়ে হাহাশে।
বিনীত ধন্যবাদ

২৭| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৪:০৮

বৃতি বলেছেন: হাহাহাহ, আপনার প্রেয়সীকে ভালো লাগলো । নতুন প্রেমিকা এলে পুরনো প্রেমিকাকে ফেলে দেবেন? পুরনো প্রেমিকা মাইন্ড করবে না?

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:২০

খেয়া ঘাট বলেছেন: মাইন্ড করবেনা। পুরানো প্রেমিকা তখন হয়তোবা অন্য কারেো সাথে সুখসময় কাটাবে। :)ধন্যবাদ আপনাকে।

২৮| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৮

মুক্ত মানব বলেছেন: ভালোই প্রেমিকা। কিন্তু গৃহী মানুষ আমি। আমার ভাবনা: দুইসিটের প্রেমিকা কি বিয়ে পরবর্তি বাচ্চা কাচ্চার ধারক-বাহক হ'তে পারবে? অবশ্য এই পথ যদি না শেষ হয়....তবে তো ভালোই, ভালো না?!

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: পথও শেষ হবে, নতুন প্রেমিকাও হয়তোবা ততদিনে আসবে।
নাদুস নুদুস গাট্টাগোট্টা ভ্যান প্রেমিকাও হতে পারে ততদিনে নাকি বলেন???
:) :)

২৯| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার প্রেয়সীভাগ্যের তুলনা চলেনা। এত সৌন্দর্য জীবনে দেখি নাই! :P :)

২৯ শে জুন, ২০১৩ রাত ২:০৯

খেয়া ঘাট বলেছেন: খাইছে আমারে................................
প্রেয়সীকে আপনার গল্প শুনালাম। শুনে তিনবার হর্ণ দিলো। মানে ওয়াও, ওয়াও , ওয়াও।

৩০| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: ভাবী পছন্দ হইছে ;)
লেখায় ++++++++++++++++

২৯ শে জুন, ২০১৩ রাত ২:১২

খেয়া ঘাট বলেছেন: ভাবী পছন্দ হইছে ----------------হাহাশে ।

বাহঃ প্রেমিকা থেকে একেবার ভাবি পর্যন্ত। দেখছি এতো একেবারে সফল প্রেম।
ধন্যবাদ।

৩১| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৭

সাধারণমানুষ বলেছেন: ভালা পাইছি আপনার প্রেমিকা ;)

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে মেলা ধন্যবাদ ভাই।

৩২| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: অত সুন্দর প্রেয়সী আমার গল্প শুনে ওয়াও বলেছে! :#> :#> আমার তো লেখক জীবন ধন্য হয়ে গেল! :!> :!> :!>

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

খেয়া ঘাট বলেছেন: খবর নিয়ে দেখেন-শুধু যন্ত্রপ্রেমিকা না কত প্রেমিকামানবি যে ওয়াও বলেছে :)

৩৩| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

না পারভীন বলেছেন: ব্যাফুক সুন্দরী, মাশা আল্লাহ ।

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: প্রেমিকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।

৩৪| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মদন বলেছেন: +

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৭

সমুদ্র কন্যা বলেছেন: প্রেয়সীকে দেখে চক্ষু ছানাবড়া হয়ে গেল। মাশাল্লাহ বড়ই সেীন্দর্য :#)

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: :) :) :)

৩৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: জটিল

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৩

খেয়া ঘাট বলেছেন: আপনার নিকটাও জটিলের উপর জটিল মানে ডাবল জটিল

৩৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৪

আরমিন বলেছেন: সুন্দর সুন্দর! পার্টি দেন এবার আমাদেরকে একটা! :)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৩

খেয়া ঘাট বলেছেন: প্রেয়সী যেমন উন্মুক্ত, পার্টিও তেমনি উন্মুক্ত। চলে আসুন। গরীবের দরজা সবসময় খোলা।

৩৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১০

অদ্বিতীয়া আমি বলেছেন: ওয়াও !!! প্রেয়সী কে দেখে মুগ্ধ ! সুন্দর, অনেক বেশি সুন্দর ।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৯

খেয়া ঘাট বলেছেন: প্রেয়সী আসলেই সুন্দর। বিশেষ করে জোছনা রাতে..............প্রেয়সীকে নিয়ে ঘুরতে চমৎকার লাগে। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.