নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

অতি সূঁচালো চিকন খাজুর কাঁটা।

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:১৩

তপ্ত বালুতে দীপ্ত দন্ডনে জনৈক যুবা সেথা করিলেন হিসি

কিয়দক্ষণ পরে আসিলেন হেতায় এক ভ্রান্ত প্রবন্চিত মনিষী

চিন্তা করিলেন বালুতে গর্ত মরু ঝড় নাহি,ইহা হইলো কেমনে

মনিষী ভুলিলেন কোথা হইতে তিনি নিজেই এখানে না আসিলো স্মরণে।

বিচলিত হইয়া মনিষী সেথায় করিলেন দিবা পার

ক্ষুধার কষ্ট বাড়িতে লাগিলো না করিলেন কিছু আহার।

ত্বষ্না বাড়িলে কিয়দক্ষণ পরে পানির ঘটি লইলেন

জলপানে ক্ষুধাতুর হইয়া আপাত তৃষ্না নিবারণ করিলেন।

নিম্নাংগে চাপ বাড়িলে মনিষীও করিলেন তপ্ত বালুতে হিসি,

এবার একি রকমের পাশাপাশি দুই বালুকা গর্ত দেখিয়া পুলকিত মনিষী

নিজের বুদ্ধিতে তৃপ্ত হইয়া মনিষী ধরিলেন পথ

মরুর বালুকায় মূত্র ছাড়িয়া মনিষী বুজিলেন বুদ্ধির কেরামত।

বাটিতে গিয়া কলম লইয়া লিখিলেন বুদ্ধির ইতিকথা

পত্রিকার সম্পাদক ভাবিলেন-আহারে ইহাইতো গ্যানের মর্মকথা।



এবার মনিষী সম্পাদক বুদ্ধিজীবী সাজিয়া সরকারের ঘাড়ে চাপিলেন

বালুকা মুত্র লইয়া ঘুটুনি দিয়া সোনার দেশ বানাইবার পণ করিলেন।

এমন অনেক মনিষী গ্যানি আজি নিজের গরীমায় ত্বপ্ত

মুত্র গবেষণা ফলাইয়া যাহারা বুদ্ধিজীবী সাজিয়াছে তাহারা বড়ই অভিশপ্ত।

মন্তব্য ৪৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: মুত্র গবেষণা ফলাইয়া যারা বুদ্ধিজীবী সাজিয়াছে তাহারা বড়ই অভিশপ্ত।

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩৫

খেয়া ঘাট বলেছেন: জ্বি।
ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩১

িটউব লাইট বলেছেন: কবিতাখানি করিতে চাহি ফেবুতে share

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: অবশ্যই।
অনুগ্রহ করে লিংকটা দেন।
বিনীত ধন্যবাদ।

৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

খাটাস বলেছেন: এই সেরেছে , কবিতা বুঝি না। বোঝার চেষ্টা করলাম। মাথার উপ্রে দিয়া গেল। B:-) B:-)

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০১

খেয়া ঘাট বলেছেন: মাথার উপরে না পড়ে যে মাথার উপরে দিয়ে চলে গেছে তাতো ভালোই:) :)

বিনীত ধন্যবাদ।

৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৯

িটউব লাইট বলেছেন: এই নেন লিংক

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: এই লিখা দেখছি-
"you may not have permission to view this page"

৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো :) :) :)

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ইরফান আহমেদ বর্ষণ।

৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৫

দুরন্ত-পথিক বলেছেন: রূপক কবিতা,সুন্দর হয়েছে।

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ দুরন্ত-পথিক।

৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৯

িটউব লাইট বলেছেন: ভাই মুবাইল browser থেকে copy past মারছি। কাজ না করলে কিতা করতাম :(

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: কিতা খরা লাগতো নায়।
খুশি অইছি।
অন্য সময় দিলে হবে। অনেক ধন্যবাদ ভাই।

৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫২

ভারসাম্য বলেছেন: + :)

ইউক্লিড রনির পোস্টের লিঙ্কখানাও দেবেন কি দয়া করিয়া।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২২

খেয়া ঘাট বলেছেন: খুঁজে দেখি।
উনার কোনো এক পোস্টে করেছিলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

খেয়া ঘাট বলেছেন: here is the link

৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: রুপক অর্থটা ধরতে পারিনাই, তয় পড়ে মজা পাইছি :)

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮

খেয়া ঘাট বলেছেন: মজা পেয়েছেন এতেই খুশী হয়েছি।
অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

নুসরাতসুলতানা বলেছেন: হুম ..লেখার জগৎটাই আপনার আসল জায়গা । কবিতায় ++++++

৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:২৮

খেয়া ঘাট বলেছেন: আপনাদের আশীর্বাদ আমার চলার পথের পাথেয়।
অনেক ধন্যবাদ।

১১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪২

মাক্স বলেছেন: হাসতেই আছি =p~ =p~ =p~

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ প্রিয় মাক্স

১২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ,



অবশেষে আমরাও জানিলাম, গ্যানের মর্মকথা :-B :P :P

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: :) :) :)

১৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

এমন অনেক মনিষী গ্যানি আজি নিজের গরীমায় ত্বপ্ত
মুত্র গবেষণা ফলাইয়া যারা বুদ্ধিজীবী সাজিয়াছে তাহারা বড়ই অভিশপ্ত।

জ্ঞানের মর্ম কথা দারুন লাগল।

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: :) :) :)

১৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~
প্লাস প্লাস!

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: :) :) :)

১৫| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৬

হাসান মাহবুব বলেছেন: হায় হায় কি চরম বাঁশ! জটিল হৈসে!

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: :) :) :)

১৬| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০২

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: আমি কারো ঘাড়ে চাপি না X(( X(

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

খেয়া ঘাট বলেছেন: তাহলে আপনি বুদ্ধিজীবী না................বুদ্ধির ঘাটতি আছে।
:) :) :)

১৭| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: ব্যাপার তাহলে এই :-0

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: আমজনতা তাই মনে করে :)

১৮| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৪৫

না পারভীন বলেছেন: এত কঠিন মাথার উপ্রে দিয়ে গেল ,
এই কবিতার সারমর্ম ২ লাইনে বুঝিয়ে বললে ভাল হয় গাছ ।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: আচ্ছা, এখানে কঠিনের কি হলো ????????????
আমারতো মনে হয় আমি খুব সাদামাটা করে লিখি।

আচ্ছা পরে বুঝিয়ে বলবো।

১৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: বুঝিয়ে বলা সেশনে সিট বুক করলাম #:-S

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

খেয়া ঘাট বলেছেন: মাত্র দুইজনকে নিয়েতো ইস্কুল খুলতে পারবোনা :)

২০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

প্রত্যাবর্তন@ বলেছেন: এবার মনিষী সম্পাদক বুদ্ধিজীবী সাজিয়া সরকারের ঘাড়ে চাপিলেন
বালুকা মুত্র লইয়া ঘুটুনি দিয়া সোনার দেশ বানাইবার পণ করিলেন।


=p~ =p~ :P । জোস হইছে

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১১

না পারভীন বলেছেন: এটা বুঝিয়ে দেয়ার কথা ছিল । :) , বুঝতে এলাম ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩

খেয়া ঘাট বলেছেন: পিপি খুব সুন্দর হয়েছে।

২২| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬

সায়েম মুন বলেছেন: চরম! তাহারাই আজ বুদ্ধিজীবি! #:-S

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় সায়েম মুন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.