নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের মোরাল গল্প- বিষফল

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৪

আপনার কথা শুনে তো স্যার আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে।আপনার কথাতো আমি কিছুই বুঝতে পারছিনা।



এখনো বুঝতে পারবেনা। তবে সপ্তাহ দুয়েক পরে ঠিক বুঝতে পারবে।

ও, এককাজ করো তুমি। তোমার সাথে এটা কীসের ব্যাগ।

স্যার,এটা আমার বই পড়ার ব্যাগ। বিভিন্ন রকমের ইন্সপাইরেশানাল, থট প্রোভোকিং বই সংগ্রহ করি। আজকেই লাইব্রেরী থেকে নিলাম।



অ। আচ্ছা।

তোমার ব্যাগটা খুলে বইগুলো টেবিলের উপর রাখো। আর এই ফলগুলো তোমাকে দিলাম।তবে ফলগুলো খাওয়ার জন্য নয়। তোমার কাছে রাখার জন্য। শুধু মনে রেখো , যেখানেই যাবে, যে অবস্থায় থাকবে, দিনে, রাতে, আহারে, নিদ্রায় সবসময় তোমার সাথী থাকবে এই এক ব্যাগ ফল। এ গুলো হলো মনে করো তোমার জন্য আমার উপহার । এর নাম হলো শান্তিফল।



আমিতো স্যার এখনো আপনার কথা কিছুই বুঝতে পারছিনা।



বললাম না, কিছুদিন পরে বুঝতে পারবে। আর ঠিক ১৫ দিন পরে তুমি আমার সাথে দেখা করো।ঠিক আছে। এবার তুমি আসো।



আরিফ, ঠিক পনের দিন পর আমার অফিসে দেখা করতে এলো। হাতে সেই ফলের ব্যাগ।



এই পনের দিনে ফলগুলো থেকে বিকট পচা দুর্গন্ধ বের হচছে। আরিফকে দেখেই বুঝা যাচ্ছে। বেচারার অবস্থা ভালো না। আগের চেয়েও খারাপ।



আমি জিগ্গাসা করলাম। তো আরিফ বলো। তোমার কি অবস্হা। মনে কি শান্তি আসলো। তুমি যে শান্তির জন্য এসেছিলে? এখন কি একটু শান্তি পাচ্ছ?



না স্যার। এটা কোনো কথা হলো। এই ফলের ব্যাগ বহন করতে করতে আমার কাহিল অবস্থা।প্রথম দুয়েকদিন মোটামুটি ভালোই ছিলো। এরপর যতদিন বাড়তে লাগলো মনে হলো এগুলোর ওজন শুধু বাড়ছে। তারপর ধীরে ধীরে শুরু হলো পঁচা গন্ধ। আর এসব নিয়ে আপনি বলছেন-আমার মনে শান্তি আসলো কিনা? আমি স্যার বড় আশাকরে আপনার কাছে এসেছিলাম। একবার ইচ্ছেহলো স্যার ফলগুলো ছুঁড়ে ফেলে দিই। আবার মনে হলো ফলগুলো খেয়েই ফেলি।কিন্তু চিনিনাতো কি ফল? খাবো কেমন করে?



হুমম। আরিফ। এগুলো হলো বিষফল। এফল খেলে তুমি হজম করতে পারতে না। কিন্তু তারপরও নিজের অজান্তেই এরকম বিষফল তুমি খেয়ে বসে আছো। আচ্ছা এবার ব্যাগ খুলে ফলগুলো টেবিলের ওপর রাখো।



আরিফ ব্যাগ খুলে ফলগুলো আমার টেবিলের উপর রাখে।



আমি বলি- দেখো শুধু ফলগুলোই পঁচেছে তাই নয়। ব্যাগের ভিতর দেখো কেমন যেন কোঁড়ক আর ফাঙগাস পড়েছে।



আমি তোমার সাথে গত তিন সপ্তাহ একান্তে আলাপ করে বুঝেছি-

তোমার মনের ভিতর রয়েছে অহঙকারের ফল, হিংসার ফল, পরনিন্দার ফল, মাৎসর্যের ফল,ঘৃণার ফল। একদিকে তুমি বই পড়ছো স্টিমিউলেটিং এর জন্য আর অন্যদিকে নানা রকম বিষফল বহন করছো।যা কখনো একসাথে চলতে পারেনা। এগুলো তোমার মনকে ভারি করে তুলেছে প্রতিমুহর্তে। অনেকদিন থাকার পর-এগুলো পঁচে তোমার মাঝে শুধু ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছে যে তাই নয় তোমার মনের ভিতর ছত্রাক,কোঁড়ক আর ফাঙগাসেও ভরে গেছে।



শোনো যতই তোমার বিদ্যা থাকুক, ধন থাকুক, প্রতিপত্তি থাকুক, বংশমর্যাদা

থাকুক,এমনকি যদি তুমি ধার্মিকও হয়ে থাকো,কিন্তু এই বিষফলগুলো থেকে যদি না মুক্তি পাও তবে মনে রেখো কোনোদিন তুমি শান্তি পাবেনা । কোনোদিনও না।







ফেসবুকেও পড়তে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন।



এর আগে লিখা মোরাল গল্প ফাউ



( গল্পটির আইডিয়ায় বিদেশী একটা আর্টিকেলের কিন্চিত ছায়া রয়েছে)

মন্তব্য ১০২ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: ইটা (যায়গা) রাইখা গেলাম। পইড়া আইসা বমু। কাউরে বসতে দিয়েন না কিন্তু আমার যায়গায়! ;)

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: ঠিক আছে

২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওয়াও - গপটার মাঝে চমৎকার একটা শিক্ষনীয় ব্যাপার আছে !

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মাসুম ভাই।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৬

না পারভীন বলেছেন: বিষফল , পড়েছি । :) :)

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় নাপা।

৪| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২০

নাজিম-উদ-দৌলা বলেছেন: যার মনের ভেতরে বিষ, ওষুধে তার শান্তি মিলবে কিকরে!

রুপকের আড়ালে চমৎকার বক্তব্য তুলে ধরতে পারেন আপনি। কীভাবে কি চিন্তা করে লেখেন আল্লাই জানে। আপনার মরাল গল্পগুলা খুব ভাল হয়।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: একেবারে সত্য কথা,
আপনার সত্যবীজের আশে পাশেও নাই। সত্যবীজ যদি ছোটগল্পের মহাসমূদ্র হয়, তবে এসব গল্প হলো ডুবার মাঝে একটুকু জমে থাকা জল।

ধন্যবাদ প্রিয় নাজিম ভাই।

৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৩

আতা2010 বলেছেন: তাদের ব্যাংকে চাকরী পেলে নিজেকে গর্ববতী (!!!!!!!!)মনে করে ।
Click This Link

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

খেয়া ঘাট বলেছেন: লিংক দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

না পারভীন বলেছেন: বিষফল , পড়েছি ।

বিষফল আবার কি ?

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

খেয়া ঘাট বলেছেন: বিষফল মনে হয় ফরমালিনযুক্ত ফল :) :) :)

৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর হয়েছে লেখাটা।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: দারুন । একেবারে জায়গামত ধাক্কা দিয়েছেন । আমরা জানা অজানা কত বিষফল যে বয়ে চলেছি..



মোরাল গল্পে প্লাস++++++++++++++++++++++++

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাইছাব ।

৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

খেলারু বলেছেন: ঈশপের গল্প থেকে আরিফ মাহমুদের গল্প !

এই ধরনের গল্পগুলো আরো বেশি করে লেখা উচিৎ। শিশু-কিশোরদের যদি ছোট থেকে এই ধরনের গল্পগুলো পড়ানো যায় তাহলে অনেক উপকার হতে পারে। নৈতিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে এই ধরনের গল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে :)

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১১

খেয়া ঘাট বলেছেন: আহারে কী সুন্দর মন্তব্য করলেন রে ভাই।
এই মিশন নিয়ে কাজ করে যাচ্ছি । যদি কারো সামান্য উপকার হয়।
অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৯

এম হাবিব আহসান বলেছেন: ভালো লিখলেন।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

১১| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

বটের ফল বলেছেন: মনের ভেতর থেকে এইসব মনের বিষ রুপি রাগ, ক্ষোভ, ঘৃনা, হিংসা, ঈর্ষাকে যত দুর করতে পার যাবে, তত আমরা অবগাহন করতে পারবো শান্তির নীড়ে। মুক্তি পাব অনেক অনাকাঙ্খিত রোগ থেকে। এই সহজ সত্যটা যে আমরা কেন বুঝতে চাইনা!!!! কি লাভ এইসব বিষ মনের মাঝে পুষে রেখে?? আমাদের মনে রাখা দরকার " রাগ, ক্ষোভ এমন একটি বিষ, যা মানুষ নিজে পান করে, আর মনে করে প্রতিপক্ষ মারা যাচ্ছে"। কি হাস্যকর বোকামি , তাইনা!!!!!

ভালো থাকবেন খেয়া ঘাট ভাই। অনেক অনেক ধন্যবাদ এই চিরন্তন এই সহজ সত্যটাকে সবার সামনে চমৎকার ভাবে তুলে ধরার জন্য।

পোষ্টে প্লাস।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

খেয়া ঘাট বলেছেন: আমার গল্পের চেয়ে আপনার মন্তব্যটা আরো বেশি জোড়ালো, আরো বেশি বলিষ্ট হয়েছে। অনেক ধন্যবাদ একটা চিন্তাশীল মন্তব্যের জন্য।

১২| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই মোরাল গল্প ! আপনার মোরাল গল্পগুলো খুব ভাবায় ! লিখতে থাকুন !

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ অভি।

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর গল্প।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় হাসান মাহবুব।

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

মাহমুদ০০৭ বলেছেন: প্রথমেই প্লাস ! মাগো !! কেম্নে কেম্নে কি মিলাইয়া ছাইড়া দিলেন !! ।
যে জন্য বলা তা সফল হলেই হয় ।
দারুণ লাগল ।
ভাল থাকবেন প্রিয় খেয়াঘাট ভাই । :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম প্রিয় মাহমুদ ভাই।- বিনীত আরিফ মাহমুদ।

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

সোহাগ সকাল বলেছেন: অর্থাৎ, আমাদের আত্মশুদ্ধি প্রয়োজন। মনের ভেতর একবার পচন ধরলে, রক্ষা পাওয়া খুব কঠিন। গল্প ভালো লাগলো প্রিয় খেয়া ঘাট।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় সোহাগ সকাল। খুব সুন্দর নিক।

১৬| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দারুন ...

এক মিনিটের গল্পে(যদিও এক মিনিটে শেষ করতে পারি নাই ) সাংঘাতিক ল্যাসন রয়েছে ।

ভালো লাগলো ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

খেয়া ঘাট বলেছেন: ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম মাননীয় মন্ত্রী মহোদয়।

১৭| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার ম্যাসেজ। গল্পে কইস্যা প্লাস :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আমিনুর রহমান ভাই। কইস্যা ধইন্যবাদ ভাই।

১৮| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর লেখা

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় সপ্নাতুর আহসান।

১৯| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: মেসেজধর্মী গল্প ভালো লেগেছে।
শুভকামনা আপনার জন্য।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় অপর্ণা।
আপনার জন্যও অনেক শুভকামনা।

২০| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর শিক্ষণীয় গল্প

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বর্ষণ।

২১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

হান্টার১ বলেছেন: ফরমালিন দিয়ে রাখলে আর পচত না :)
ভালো লিখেছেন

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৭

খেয়া ঘাট বলেছেন: আসলেকিন্তু এই বিষফলের চেয়ে ফরমালিন অনেক ভালো। ফরমালিন অনেক ভালো কাজেও ব্যবহার করা হয়।
আপনার নিকটা ঠিকমতো উচ্চারণ করতে পারলাম না। শুভকামনা।

২২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:০৬

নাছির84 বলেছেন: চাইলেই তো আর বিষফলের রাজ্য থেকে মুক্তি মেলেনা....‌'দেখায় শিক্ষা,নাচায় বিদ্যা'-প্রবাদটি মেনে জীবনকে এখন বয়ে চলতে হয়। সে যাই হোক........১৯ নম্বর ভাললাগা। কারণ ঈশপ মরে গেছে খেয়াঘাট বেঁচে আছে।
.............অনেক ভাল থাকবেন। এমন গল্প আরও চাই।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:২১

খেয়া ঘাট বলেছেন: অনেক বড় প্রেরণা ভাই, অনেক বড় প্রেরণা। নিরন্তর শুভকামনা।

২৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২০

আরমিন বলেছেন: মোড়াল গল্পে শুভকামনা রইলো, মানুষের শুভবুদ্ধির উদয় হোক! :)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:২২

খেয়া ঘাট বলেছেন: লিখতে চেয়েছিলাম মোরাল গল্প , মনে হয় হয়ে গেছে- মোড়াল গল্প :) । মানে মোড়লের গল্প। ধন্যবাদ,।

২৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

জাতির নানি বলেছেন: ছোট হইলেও গপ ভাল হইসে নাতী

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৫৮

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নানাভাই।

২৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

কালোপরী বলেছেন: সুন্দর গল্প :)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৩:২৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কালোপরী।

২৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩১

~মাইনাচ~ বলেছেন: শোনো যতই তোমার বিদ্যা থাকুক, ধন থাকুক, প্রতিপত্তি থাকুক, বংশমর্যাদা
থাকুক,এমনকি যদি তুমি ধার্মিকও হয়ে থাকো,কিন্তু এই বিষফলগুলো থেকে যদি না মুক্তি পাও তবে মনে রেখো কোনোদিন তুমি শান্তি পাবেনা । কোনোদিনও না।


কঠিন সত্য

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৪:১৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ~মাইনাচ~

২৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: বিষ ঝেড়ে না ফেললে সে বিষের দংশনে নিজেকেই পুড়ে যেতে হয় একসময়।

খুব ভাল লাগল।

+++++

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:২৫

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই। অনেক ধন্যবাদ।

২৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

সায়েদা সোহেলী বলেছেন: ।অহংকার হিংসা এমন এক ফল যা থাকলে আর অন্য কোন ফলের প্রয়োজন নেই । মানুষ , জীবন ,সমাজ , জাতি কে ধংস করে দেওয়ার জন্য ,দুর্গন্ধ যুক্ত করতে অন্য সব ভুল ফলের উতপত্তি এখান থেকেই

কোন প্রকৃত ধার্মিক ব্যক্তির অন্তরে এর অবস্থান থাকতে পারে না ।
।অহংকার হিংসা আমাদের ইবাদত কে নস্ট করে দেয় ।


খেয়াঘাট কে আন্তরিক ধন্যবাদ

@বটেরফল , সহমত. ।সত্যি হাস্যকর! !

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় সায়েদা সোহেলী।

২৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১১

আমিভূত বলেছেন: সুন্দর গল্প ।

০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় আমিভূত।

৩০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২১

নুসরাতসুলতানা বলেছেন: ফেসবুক বা ব্লগ এর চেয়ে এখনও বই সবার কাছে পৌছানোর শক্তিশালী আর স্হায়ী মাধ্যম।আপনি এবার আপনার সব মোরাল গল্প নিয়ে বই প্রকাশ করুন।দেরী নয় ।
আর গল্পের বিষয়ে কি বলব ? মন যার পরিছন্ন নয় , পবিত্র নয় তার কাছ হতে দুরে থাকার শিক্ষা .....

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। ধন্যবাদ।

৩১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২২

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লেগেছে :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

মনিরা সুলতানা বলেছেন:


আরুস ফেবলস এ ভালোলাগা :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে প্রিয় মসু।

৩৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!! দারুন লেগেছে! আপনি এই ধরনের লেখাগুলো খুবই ভালো লিখেন।

শোনো যতই তোমার বিদ্যা থাকুক, ধন থাকুক, প্রতিপত্তি থাকুক, বংশমর্যাদা
থাকুক,এমনকি যদি তুমি ধার্মিকও হয়ে থাকো,কিন্তু এই বিষফলগুলো থেকে যদি না মুক্তি পাও তবে মনে রেখো কোনোদিন তুমি শান্তি পাবেনা । কোনোদিনও না।


চমৎকার কথা।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কাল্পনিক_ভালোবাসা।

৩৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৪

একজন আরমান বলেছেন:
মোড়াল গল্প ভালো লেগেছে। :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: মোড়লের :) গল্প ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৩৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৪৪

মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার লিখেছেন । ভাল লাগলো ।

শোনো যতই তোমার বিদ্যা থাকুক, ধন থাকুক, প্রতিপত্তি থাকুক, বংশমর্যাদা
থাকুক,এমনকি যদি তুমি ধার্মিকও হয়ে থাকো,কিন্তু এই বিষফলগুলো থেকে যদি না মুক্তি পাও তবে মনে রেখো কোনোদিন তুমি শান্তি পাবেনা । কোনোদিনও না।


২৮ তম ভাল লাগা ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫০

খেয়া ঘাট বলেছেন: প্রিয় মিজানুর রহমান মিলন ভাই অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো।

৩৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

আরমিন বলেছেন: হি হি ! বানান ভুল! সরি!

আমাকে মাইনাস দিয়ে দিলাম, হ্যাপী? (খুশী/ খুশি হবে ভুলে গেছি ! :( )

০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪২

খেয়া ঘাট বলেছেন: আমিও মাইনাস দিলাম। এখন মাইনাসে মাইনাসে আবার প্লাস হলো।

৩৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মাক্স বলেছেন: কাম
ক্রোধ
লোভ
মোহ
মদ
মাৎসর্য

ছয়টা বিষফল।

গল্প ভালো লেগেছে।

০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম প্রিয় মাক্স।

৩৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

রাজু মাষ্টার বলেছেন: মচৎকার গল্প :#) :#) :#) :#) :#)
+++++

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় রাজু মাষ্টার।

৩৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর ++

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় মুদদাকির।

৪০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: আমি ব্যক্তিগতভাবে একটা সমস্যায় প্রায়ই ভুগি। সেটা হলো, কোন কিছু খুব ভালো লাগলে সেটা প্রকাশ করতে পারিনা। যেমন এই গল্পটা আমার খুব ভালো লেগেছে, এতোটা !! বলে বোঝাতে পারব না। অনেক কৃতজ্ঞতা এত চমৎকার একটা গল্প পোস্ট করার জন্য।

প্লাস তো বলাই বাহুল্য এবং একই সাথে প্রিয়তে।

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় মহামহোপাধ্যায়। অনেক ভালো লাগলো। অনেক খুশি হলাম।

৪১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭

কে এম শিহাব উদ্দিন বলেছেন: ওয়াও অনেক সুন্দর ছোট্ট একটা গল্প
:):)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কে এম শিহাব উদ্দিন।

৪২| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৮

প্রত্যাবর্তন@ বলেছেন: +++++++++

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ ভাই।

৪৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

না পারভীন বলেছেন: কোথায় ? :-/ দেখিনা কেন ? B:-) বেড়ান শেষ হল ? #:-S

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

খেয়া ঘাট বলেছেন: জ্বি। শেষ । আজকে থেকে আবার কামলা খাটা।

৪৪| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

আমিই মিসিরআলি বলেছেন: বরাবরই ভালো লাগে আপনার লেখা +++

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

৪৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: গল্পের ম্যাসেজটা চমৎকার। ভাল লাগল :)

০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

৪৬| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মনিরা সুলতানা বলেছেন: পবিত্র রমজান এর শুভেচ্ছা ।। :)

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪১

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৪৭| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: কৌতূহল-উদ্দীপক গল্প। আমার ভাল লেগেছে।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় প্রোফেসর।

৪৮| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

আমি ইহতিব বলেছেন: দারুন গল্প। অহংকার মানুষের পতনের মূল কারন বলে আমার মনে হয়।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় আমি ইহতিব।

৪৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ভাল লাগলো গল্পটা পড়ে।

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় আব্দুল্লাহ সিদ্দিকী ভাই।

৫০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২৩

শান্তির দেবদূত বলেছেন: গল্পটা এক মিনিটের কিন্তু মোরালটা সারা জীবনের পাথেয়। আসলেই বিষফল থেকে আগে মুক্ত হওয়া জরুরী।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা।

৫১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

এরিস বলেছেন: নাজিম-উদ-দৌলা বলেছেন: যার মনের ভেতরে বিষ, ওষুধে তার শান্তি মিলবে কিকরে!

মনের ভেতরে বিষ আছে জেনেও সেটা দূর করার জন্যে কাজে নামতে রাজি আমরা কয়জনে???


চমৎকার মর‍্যালে প্লাস।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.