নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

বাবার সঞ্চয় - একটি অনুপ্রেরণাদায়ক ছোটগল্প

১১ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০০

অবশেষে বাবা আমার অফিসের শেষ কর্মদিবস শেষ করে বাসায় আসলেন। সেই চিরচেনা, প্রশান্তিময়, হাসিমাখা ,একজন বিজয়ী মানুষের মুখ।

কিন্তু আমাদের সবার মন খারাপ। খুব খারাপ, খুব বেশী খারাপ।বাবা যে আমাদের জন্য একেবারে কিছুই করলেন না। এতো বছর চাকুরি করে একেবারে শূণ্য হাতে বাবা ঘরে ফিরলেন।



ছোট বোন বললো-

বাবা, তোমার কি কোনো সন্চয় নেই? এখন আমাদের চলবে কেমন করে?



আরে তোদেরতো কিছুই বলিনি। যদি হেরে যাই। সেই ভয়ে আগে কিছু বলিনি। তাই মনে করলাম, যেদিন সত্যিকারের বিজয়ীর বেশে বাড়ী ফিরবো, সেদিনই তোদের আমার সব সন্চয় দেখাবো। আজ আমার বিজয়ের দিন। আজ আমার বড় আনন্দের দিন। আমার চেহারায় দেখতে পাচ্ছিস না, কি বিজয়ীর হাসি আমার মুখে লেগে আছে। আজকে আমি দিগবিজয়ী আলেকজান্ডার।তোদের বাবা আলেকজান্ডার।



সুদীর্ঘ চাকুরিজীবনের বিশাল সন্চয় দেখাবার জন্য আমাদের নিয়ে পরদিন বাবা বেড়িয়ে পড়লেন।



বাবা'র পরনে একটা ভালো শার্ট নেই। মুজা খুঁজতে গিয়ে দেখলাম মুজার কয়েকজায়গায় ফুটো হয়ে গেছে। এতোদিন এসব খেয়াল করিনি। আজ বাবার সাথে যাবো। তাই সবকিছু মন দিয়ে দেখছি।

বাবা, প্যান্ট পড়লেন দেখলাম-খুব শক্ত করে কোমড়ে একটা গিট্টু দিলেন। কেমন ঢোলাডালা প্যান্ট।



বাবাকে বললাম, বাবা।

একি অবস্থা ! তোমার দেখি একটি ভালো শার্ট নেই, প্যান্ট নেই। মুজার কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে।



বাবা বলেন, বড় কোনো সন্চয় করতে হলে যে এরকমই হয়। একটু কৃপণতা না করলে কি এতোবড় সন্চয় করতে পারতাম। চল, দেরি হয়ে যাচ্ছে। আজকে তোদের আমার সব অর্জন দেখাবো।



এবার, অন্যরকমের এক আনন্দে আমাদের মন ভরে গেলো। যাক, বাবা হয়তো এতোদিন আমাদের কিছু বলেননি। আজকে বাবার অর্জিত সম্পদ দেখবো। দারুন ভালো লাগছে মনে।



অতঃপর নিয়ে গেলেন, ব্যাংকে । হাসিমুখে বাবার এ্যাকাউন্ট দেখালেন। আমার কৌতুহল বাড়তে লাগলো। কিন্তু এ আমি কি দেখলাম।

ব্যালেন্স যে কিছুই নেই , সব শুণ্য।



আমরা খুবই মন খারাপ করে বাড়ী ফিরলাম।

বাবার মুখে কিন্তু সেই আগের মতো বিজয়ীর হাসি।



বাবা, বললেন , দেখলি- সুদীর্ঘ ৩৪ বছরের চাকুরি জীবনে কত বিশাল বড় সন্চয় করেছি।



আমি বললাম- বাবা, ব্যাংকে কিছুই নেই, গ্রামের সেই পুরানো বাড়ি, কোনো গাড়ি নেই। সেই রিকসায় চড়া। তোমার একটা ভালো জামা নেই। তোমার জুতোর রঙ দেখে বুঝা যায়না, এটা একসময় কালো ছিলো। এই হলো তোমার বিশাল সন্চয়। মাথা খারাপ হলো তোমার?আর খালেক চাচাকে দেখো, ঠিক তোমার মতো চাকুরি করলেন।ঢাকা শহরে বাড়ি, দামী গাড়ি। শপিং মলে নিজস্ব দোকান। এখন বলো -কারটা সন্চয়, তোমারটা না কি খালেক চাচার টা? আর ব্যাংকে শুন্য সন্চয় নিয়ে তুমি নিজেকে আলেকজান্ডার ভাবছো, বাবা?



বাবা, বললেন- ৩৪ বছর শুধু বেতনের টাকায় সংসার চালিয়ে কোনো সম্পদের মোহে আর লোভে না পড়ে এই যে এতটুকু পথ পাড়ি দিলাম-নিজের বিবেকের ঘরে এর চেয়ে বড় সন্চয় আর কী হতে পারে?



দারিদ্রের টানাপোড়নে প্রতিনিয়ত জর্জরিত হয়েছি, কিন্তু লোভ আর অসততার সাথে এতটুকু আপোষ করিনি , এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে?



তোদেরকে দেশের সর্বোচ্চ শিক্ষায় নিজের পায়ে দাঁড় করাতে শিখেয়েছি, এর চেয়ে বড় সাফল্য আর অর্জন কি হতে পারে?



আর আমি জানি, আমার বেতনের টাকা কতটুকু । সেই হিসাবে কেউ যদি এ টাকা থেকেই গাড়ী , বাড়ি এসব কিছু করে ফেলে, তবে আমি বলবো-

সেটা সন্চয় নারে, সেটা হলো হলো জীবনের সবচেয়ে বড় সংশয় ।



ফেসবুকেও পড়তে পারেন

মন্তব্য ৭৪ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার একটা লেখা পড়লাম রমজান এর এই সকালে ।।

দারিদ্রের টানাপোড়নে প্রতিনিয়ত জর্জরিত হয়েও ,লোভ আর অসততার জাল থেকে মুক্ত থাকতে পারা একজন সত্যিকার মানুষ এর বিজয় ।

মানব জীবন উপন্যাস এ পড়েছিলাম প্রত্যেকটা মানুষ তার নিজস্ব হিমালয় আরোহণ করতে হয় , আর যারা এ ধরনের জীবন কাটিয়ে জেতে পারেন অবশ্যই উনারা সর্ব উচ্চ শৃঙ্গধারী শেরপা ।


আরেকটা খেয়াঘাটীয় ট্রেড মার্ক , মোরাল এ +++++++

আল্লাহ আমাদের সবাইকে লোভ আর অসততার উপর বিজয় দান করুক ।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে লোভ আর অসততার উপর বিজয় দান করুক ।
আপনাকে বিনীত ধন্যবাদ প্রিয় মসু।

২| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৮

বটের ফল বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: চমৎকার একটা লেখা পড়লাম রমজান এর এই সকালে ।।

দারিদ্রের টানাপোড়নে প্রতিনিয়ত জর্জরিত হয়েও ,লোভ আর অসততার জাল থেকে মুক্ত থাকতে পারা একজন সত্যিকার মানুষ এর বিজয় ।

মানব জীবন উপন্যাস এ পড়েছিলাম প্রত্যেকটা মানুষ তার নিজস্ব হিমালয় আরোহণ করতে হয় , আর যারা এ ধরনের জীবন কাটিয়ে জেতে পারেন অবশ্যই উনারা সর্ব উচ্চ শৃঙ্গধারী শেরপা ।


আরেকটা খেয়াঘাটীয় ট্রেড মার্ক , মোরাল এ +++++++

আল্লাহ আমাদের সবাইকে লোভ আর অসততার উপর বিজয় দান করুক ।

আপনাকে অনেক ধন্যবাদ খেয়া ঘাট। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে লোভ আর অসততার উপর বিজয় দান করুক
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বটের ফল।

৩| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৭

তোমোদাচি বলেছেন: ৩৪ বছর শুধু বেতনের টাকায় সংসার চালিয়ে কোনো সম্পদের মোহে আর লোভে না পড়ে এই যে এতটুকু পথ পাড়ি দিলাম-নিজের বিবেকের ঘরে এর চেয়ে বড় সন্চয় আর কী হতে পারে?

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: সেটাই এর চেয়ে বড় সন্চয়তো আর কিছুই হতে পারেনা।

অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় তোমোদাচি।

৪| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫৯

না পারভীন বলেছেন: এই গল্পটি আরো পাঁচমিনিট আগে পড়েছি আর চুপ করে বসে আছি । খুব কাছের একজন কে দেখলাম গল্পে । তাই এখন আর কিছুই বলতে পারছিনা আবেগে । বাবার প্রতি , সততার প্রতি শ্রদ্ধা ।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: কাকে দেখলেন? যাক বলতে না চাইলে বলার দরকার নেই।
সেই কাছের মানুষটিকে বুকের গহীন থেকে বিনম্র শ্রদ্ধা।

৫| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৪

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: অসাধারণ ......

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় প্রতিবাদীকন্ঠ০০৭

৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৩

নাছির84 বলেছেন: বরাবরের মতোই ভাল লিখেছেন। অষ্টম ভাল লাগা।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নাছির৮৪।
আপনার চমৎকার লিখাটি ফেসবুকে পড়লাম। অভিনন্দন।

৭| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

ভারসাম্য বলেছেন: ভাল লেগেছে তবে সঞ্চয় হিসেবে অর্থকড়ির শুন্যতার বদলে অন্যরকম কিছু (জ্ঞান-প্রজ্ঞা ভিত্তিক কিছু ) একটার সঞ্চয় আশা করেছিলাম। এক মিনিটে শেষ করতে গিয়ে অনেক কিছুই নিয়ে আসা কঠিন। তবে এই প্লটের উপরে ভাল একটি গল্প গড়ে উঠতে পারে।

আমার বাবাও চাকুরী শেষবেলাতে এসেও কোন সঞ্চয় দেখাতে পারেন নি। তবে পেছনের বেশ কিছু বকেয়া বেতন-ভাতা ও চাকুরীর নিয়ম অনুযায়ী পাওয়া সার্ভিস বেনিফিট হিসেবে একসাথে বেশ কিছু টাকা (আমাদের কাছে অনেক, অনেকের কাছে হয়তো কিছুই না) পেয়েছিলেন। তাও স্টুডেন্ট লোন নিয়ে, পার্টটাইম ট্যাক্সি চালিয়ে কায়ক্লেশে চলা তার বিদেশ পড়ুয়া বড় ছেলেকে বিয়ে , হজ্ব-যাকাত আর টুকটাক দান খয়রাত করতে করতেই শেষ। একটু দূরের অনেক আত্মীয় স্বজন খোটা দেয় কি সঞ্চয় করলেন তিনি! কি এমন সম্পদ রেখে যাচ্ছেন তিনি আমাদের জন্য!

তিনি এখন তাঁর বড়ছেলের ঘরে ছোট্ট সুস্থ্য-সবল নাতীকে নিয়ে বিদেশেই আছেন শান্তিতে। অথচ কোটি কোটি টাকার সম্পত্তি সম্পন্ন তাঁর কলিগদের অনেকের বখে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া অথবা প্রতিবন্ধী ধরণের ছেলেমেয়েদের দেখে আমাদের আত্মীয়রা না বুঝলেও আমরা তার ছেলেমেয়েরা বুঝি, এক টাকা সঞ্চয় না করেও কত বড় বিশাল সম্পদ তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য!

উপরের অংশটুকু যদিও বাস্তব। তবে মোরাল গল্প হিসেবেও হয়তো খারাপ নয়।

আপনার এই মোরাল ভিত্তিক অনুগল্প খুব ভাল লাগে আমার কাছে। যদিও অল্পের মধ্যে শেষ করতে অনেক সীমাবদ্ধতা থেকে যায়। আমি পারিনা। তবে আপনার এই গল্পের প্লটটা আমি উপহার হিসেবে নিতে চাই আপনার কাছে। সময় পেলে আমাদের বাস্তব জীবনের একটা গল্পকে এমন সংক্ষিপ্ত কিন্তু গভীর ভাববহ আকারে লিখতে চাই।

++++++++++++++++++++++++++ ও অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৪

খেয়া ঘাট বলেছেন: আপনার বাবাকে আমার বুকের গহীন থেকে অনেক শ্রদ্ধা। উনাকে আমার কদমবুছি পৌঁছে দিবেন।

আপনি লিখেন, আমি খুব খুশী হবো।
অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩

সি এস আহমেদ বলেছেন: ভাল লাগে নি, এমন মানুষগুলো হারিয়ে ফেলছি দিনকে দিন
ভাল লাগে নি, এমন আদর্শকে ধরতে না পারছি না
ভাল লাগে নি, আপোষহীন ট্যাগ লাগিয়ে যারা চলে তারা এরকম না
ভাল লাগে নি, আপনি যাচ্ছে তাই গাজাখুরি লেখেন নি

কিন্তু লেখাটি অসাধারণ,
তবুও বলছি
ভাল লাগে নি, এ লেখা আমাদের নষ্ট সমাজকে বৃদ্ধাগুল দেখিয়ে দিল।

ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপনার মনটা বুঝতে পারলাম। শ্রদ্ধা ভাই, অনেক অনেক শ্রদ্ধা আপনাকে।

৯| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮

ভারসাম্য বলেছেন: ছোট করে লিখতে সময় লাগবে। বড় করে লিখেছিলাম একটু। ওটাই আমার ওখানে আছে এখন। আপনাদের হয়তো পড়তে সময় লাগবে।

আমি সময় পেলে সংক্ষিপ্ত করে লিখতে চেষ্টা করব। আপনি সময় পেলে বিস্তারিতটা পড়ে দেখতে পারেন।

আরেকবার শুভকামনা আপনার জন্য।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

খেয়া ঘাট বলেছেন: কোথায় লিখেছেন,আপনার ব্লগে?

১০| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

এস এইচ খান বলেছেন: চমৎকার! অন্ধকার এ সময়ে নতুন প্রজন্ম কিছু শিখলেই আপনার এ লেখা সার্থক হবে আশা করি। ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় এস এইচ খান ভাই।
আপনার পড়েন, পড়ে মন্তব্য করেন। অনেক ভালো লাগে। অনেক অনেক ভালো লাগে।

১১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: গপের বাবা'রে সালাম!

এরকম একজন বাবারে আমি বাস্তবে চিনি ----

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

খেয়া ঘাট বলেছেন: উনাকে আমার সশ্রদ্ধ শুভেচ্ছা।

১২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: বাবা, বললেন- ৩৪ বছর শুধু বেতনের টাকায় সংসার চালিয়ে কোনো সম্পদের মোহে আর লোভে না পড়ে এই যে এতটুকু পথ পাড়ি দিলাম-নিজের বিবেকের ঘরে এর চেয়ে বড় সন্চয় আর কী হতে পারে?


++++++++++++++++++++++++++++

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

১৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

মামুন রশিদ বলেছেন: সন্চয় আর সংশয় এর পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন গল্পে ।



সত্যিই অনুপ্রেরণাদায়ক ।

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মামুন রশিদ ভাই।

১৪| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: গল্পের ভেতরে যে এক নির্মল মানুষের দেখা পেলাম , ভালো লেগেছে। লোভ কে জয় করা অনেক বিশাল ব্যাপার। আমার বাবা এমন এক জায়গায় চাকরী করতেন , ঘুষের আখড়া যাকে বলে ! সেখানে থেকে নিজের বিবেকের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সেখান থেকে স্বেচ্ছায় অবসর নিলেন ! আমরা আজ গর্ব করতে পারি আমাদের বাবাকে নিয়ে।

ভালো থাকবেন খেয়াঘাট ।

১২ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৩

খেয়া ঘাট বলেছেন: আপনার বাবাকে আমার বিনম্র শ্রদ্ধা।

১৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কিছুই বলার নেই.......

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে প্রিয় ইরফান ভাই।

১৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিষণ্ণ সময়ে এমন গল্প....সত্যিই ভাল লাগার অনুভুতি অনুভূত হল।

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় প্রোফেসর ।

১৭| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বরাবরের মতোই ভাল লিখেছেন।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ অভি।

১৮| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মুগ্ধ হলাম গল্পের বাণীতে। এতোটুকু সামান্য সঞ্চয় অনেকেই করতে পারেন না।

শুভেচ্ছা রইলো:)

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাই।

১৯| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

নুসরাতসুলতানা বলেছেন: "দারিদ্রের টানাপোড়নে প্রতিনিয়ত জর্জরিত হয়েছি, কিন্তু লোভ আর অসততার সাথে এতটুকু আপোষ করিনি , এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে? " --------- লোভ বা অসততার সাথে আপোষ না করা ছাড়াও বর্তমান সময়কার সৎ মানুষগুলোকে আরও অনেক কিছুর মোকাবেলা করতে হয় তা কি জানেন ??
গল্পে +++++ রইল।

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

খেয়া ঘাট বলেছেন: সৎ থাকতে হলে আরো অনেককিছুর মোকাবিলা করতে হয়- প্রতিটি মুহুর্তে। এ পথ এখন আর পুষ্পপথ নয়, এ হলো জ্বলন্ত অংগার পথ।
আপনার জন্য শুভকামনা প্রিয় নুসু।

২০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২

নাজিম-উদ-দৌলা বলেছেন: সেটা সন্চয় নারে, সেটা হলো হলো জীবনের সবচেয়ে বড় সংশয়!
চমৎকার কথা।
ভাল লেগেছে গল্প। ++++++++

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় নাজিম।

২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আরেকটা খেয়াঘাটীয় ট্রেড মার্ক , মোরাল এ +++++++

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ প্রিয় কান্ডারী।

২২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: লোভ এবং অসততার Temptation এর জালে না আটকিয়ে যে এতটা বছর চাকরি করলো তাকে বিজয়ীই বলা উচিত, সততার পথে বিজয়ী উনি। দীন-দুনিয়া আর পেটের চিন্তায় এঁদের সততাকে মূল্য না দিয়ে অবজ্ঞা করা হয় যেটা আসলে কষ্টকর। যেই বিবেক থাকার জন্য আমরা মানু্ষ,‌ সেই বিকেক যখন কেউ অক্ষুন্ন রাখে, তাকেই হেয় করা হয়। :( :( :( :(
(বি:দ্র: ভাইয়া!!! জেনেরাল হয়ে গিয়েছি!!! অনেক ভালো থাকবেন। :D :D :D )

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রমোশনের জন্য অভিনন্দন :(
এবার জেনারেল থেকে তাড়াতাড়ি ফিল্ড মার্শাল হোন।

২৩| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর একটা ম্যাসেজ দিয়েছেন গল্পে। এই ভাবে জীবন ধারন করা চাট্টিখানি কথা নয়। সততা একটি কঠিন ব্যাপার। সবাই সততার পুরুষ্কার নিতে চায়, কিন্তু সত থাকার কষ্ট করতে রাজি না।

পোষ্টে ভালো লাগা।

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কাল্পনিক _ভালোবাসা।

২৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া। আপ্লুত হলাম।

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, খুশী হলাম।

২৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

এরিস বলেছেন: সৎ হয়ে বেঁচে থাকা মানুষগুলোর শেষ সময় খুব একটা ভালো যায় , দেখিনি। তবে সন্তান মানুষ করতে পারেন, নির্দ্বিধায়।

মোজা খুঁজতে গিয়ে দেখলাম মোজার কয়েকজায়গায় ফুটো হয়ে গেছে।
আজ সঞ্চয়ের হিসেব হবে, তাই অভাবের জায়গাগুলোও খুব করে চোখে পড়ছে। আমরা এমনই। সারা জীবন খোঁজ নেই না, হাত পেতে চাইবার কালে খবর থাকেনা, লাভের গন্ধ পেলেই খুঁতগুলো দেখতে পাই।
জীবনের গল্প। ভালো লেগেছে। সততাকে পুঁজি করে মানুষ মানুষ হোক।

সন্চয়, দিগবিজয়ী, মুজা,পড়লেন্‌,কোমড়ে ,ঢোলাডালা, কিছু ছোটখাটো টাইপিং মিস্টেক চোখে লাগছে। সময় করে এডিট করে দেবেন খেয়াঘাট।
ভালো থাকুন। প্লাস।

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে।
শুব্দগুলো ঠিক করে দেবো। ভালো থাকবেন অনেক ভাই। শুভকামনা।

২৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগলো গল্প! আমাদের অনেকের বাবার চরিত্র নিয়ে এসেছেন, তাঁর যেটা সঞ্চয়, সেটাই আমাদের গর্ব- যে আমাদের গরীব বাবা সৎ! এর চেয়ে চমৎকার আর কি দিতে পারেন একজন সত্যিকারের বাবা!

শুভকামনা রইলো!

১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২১

খেয়া ঘাট বলেছেন: সুনদ্র মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার জন্যও নিরন্তর শুভকামনা রইলো।

২৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: বরাবরের মতই ভাল লাগল খেয়াঘাট ভাই ।
মোরাল গল্পে আপনি রাজা ।
এটা পড়তে কয় মিনিট লাগল হিসেব কিন্তু করি নাই । :)

প্লাস দিলাম ৫০০০০০০০০০০
চলবে ?

ভাল থাকবেন খেয়াঘাট ভাই :)
শুভকামনা রইল আপনার প্রতি ।

১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে মনটা ভরে গেলো। অনেক খুশী হলাম ভাই।
শুভকামনা নিরন্তর। ভালো থাকবেন।

২৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৬

আরমিন বলেছেন: এক গুচ্ছ প্লাস!+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

আল্লাহ আমাদের সবাইকে জীবনের সন্চয় আর সংশয় বোঝার তওফীক দান করুন!

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে একগুচ্ছ ধন্যবাদ।
আমীন।

২৯| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

আমি ইহতিব বলেছেন: না পারভীন আপুর শেয়ারের সূত্র ধরে আপনার ব্লগে এলাম, গল্পটা পড়ে চমৎকৃত হলাম। অল্প কথায় ভালো লিখেছেন।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২

খেয়া ঘাট বলেছেন: না পারভীন আপুকে ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ।
অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

৩০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: এমন ভাবনার মানুষ আমাদের দেশে বর্তমানে খুবই দূর্লভ, ভালো লাগা রেখে গেলাম। ২৭

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় সাদা মনের মানুষ ভাই।

৩১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৯

নুসরাতসুলতানা বলেছেন: ধন্যবাদ চমৎকার রিপ্লাই এর জন্য। আর আমার নাম' ত নুসু নয়- প্রিয় লেখক।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ প্রিয় নুসরাত সুলতানা।

৩২| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৪

বাঘ মামা বলেছেন: আম্মু আমাকে প্রায় বলে একটা কথা যে বাঘ তোর বাবার অভাবের সুখটা তোর অঢেলের মধ্যে নেই।

আসলেই নেই খেয়া।

সততা একটা অদৃশ্য পাহাড় পরিমান সুখ,যে সৎ শুধু সেই পায়।


খুব ভালো লেখেছেন।

শুভ কামনা সব সময়

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৫

খেয়া ঘাট বলেছেন: বাঘ মামা বলেছেন: আম্মু আমাকে প্রায় বলে একটা কথা যে বাঘ তোর বাবার অভাবের সুখটা তোর অঢেলের মধ্যে নেই।

আসলেই নেই।

অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় বাঘ মামা।

৩৩| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো , খু-উ-ব বেশী ভালো, আসল সঞ্চয়ের ঘরে বাবার অঢেল পুঁজি , দেখা যায় না তা অনুভবের বিষয়।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা আপনার জন্য।

৩৪| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০

না পারভীন বলেছেন:

সঞ্চয় ,

লিখে দিলাম , একটু এডিটে গিয়ে কপি ,পেস্ট করে সেইভ করেন দেখি । :) :) :)

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। ঈদমোবারক।

৩৫| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: যথারীতি ভাল লাগা রইল :)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা। ঈদমোবারক।

৩৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৪

অদ্বিতীয়া আমি বলেছেন: সঞ্চয় আর সংশয় পার্থক্যটা ভালই জানি । আমার বাবা সরকারি একজন উচ্চপদস্থ । কিন্তু আমি দেখতাম আমার বাবার জুনিয়র , তাদের ফ্যামিলি ,তাদের সংশয়ের অর্থ বিত্ত । আর আমাদের অতি সাধারণত্ব ।

তারপর যখন কেউ বলে , ওহ তুমি অমুকের মেয়ে ? তোমার বাবা একজন ......... উনার মত একজন সৎ ......তখন আমি উপলব্ধি করতে পারি আমাদের সঞ্চয় ।

সব সময়য়ের মতই অল্প কথায় অনেক অসাধারন ।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগা রইলো । অনেক ধন্যবাদমন্তব্যের জন্য।

৩৭| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

খেয়া ঘাট বলেছেন: মহান রাব্বুল আলামীনের দরবারে এর চেয়ে গভীর অনুরাগের প্রার্থণা আর কি হতে পারে। ছ

৩৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২০

শান্তির দেবদূত বলেছেন: ভাল লাগল লেখাটা।

একজন সৎ বাবার সন্তান হওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। ভেজালের এই যুগে আশেপাশের মানুষগুলোকে যে যখন দেখি তখন দুঃখ হয়। কিসের আশায় যে মানুষের এই সীমাহীন অতৃপ্তি! মাঝেমাঝে ভাবি একটা মানুষের জীবনে আসলে কত টাকার প্রয়োজন?

সৎ মানুষের চোখে দেখবেন অন্যরকমের একটা জ্ব্যোতি থাকে।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.