নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার নিদারুন প্রহসন আর ভাবনা জাগানিয়া কয়েকটি ছবি

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

একঃ

বর্তমান সভ্যতার সবচেয়ে বড় প্রহসন হলো-এখানে দাগী আসামীরা কারাগারে ফ্রী খাবার, বাসস্থানের সুযোগ পায় আর নীচের ছবির মতো লাখো শিশু প্রতিরাতে ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাতের পর রাত অভুক্ত থাকে আর খোলা আকাশের নীচে রাত কাটায়। ওদের কোনো ঠিকানা নেই, ওদের কোনো আহার নেই , ওদের কোনো আশ্রয় নেই।







দুইঃ

নরওয়ের প্রধানমন্ত্রীর ট্যাক্সিচালানো নিয়ে আজ একটা ছবি ব্লগের পাতায়, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ার শোভা পাচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম মনে হয় উনি ট্যাক্সি ক্যাব চালিয়েই হয়তোবা জীবিকা নির্বাহ করেন। তারপর দেখলাম , না তা না। উনার গুনকীর্তনে আজ সবমিডিয়া মুখরিত।

নীচের লোকদুটোকে চিনেন কিনা দেখেন তো-





এবার আরেকটি ছবি দেখুন-





চিনতে পারলেন। একজন হলেন বঙবন্ধু শেখ মুজিবর রহমান। আরেকজন মহান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। উনারা যখন সাধারণ মানুষের কাতারে নেমে এসে নিজ হাতে কোদাল ধরেন , তখন সেটা হয়ে যায়-চাণক্য রাজনীতির কূটকৌশল। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদানিজাদের ছেড়া শার্টের একটা ছবি ফেসবুকে, নেটে লাখোবারের বেশি শেয়ার হয়েছে।ভালো খুবই ভালো। জনগণের নেতাতো এরকমই হওয়া উচিত। অথচ এদেশের একজন প্রেসিডেন্টও সাধারণ ঘরেই বসবাস করলেন।এ দেশের মানুষকে ভালো বাসেন বলেই চারপাশে বলার মতো কোনো নিরাপত্তা রক্ষীই রাখলেন না। আর সে ঘরেই শহীদ হলেন। আরেকজন প্রেসিডেন্ট মারা যাওয়ার পর কিছুই পাওয়া গেলোনা। শুধু পাওয়া গেলো একটা ভাঙা স্যুটকেস । কিছুদিন আগে দেখলাম আমাদের বর্তমান প্রেসিডেন্ট হেঁটে হেঁটে গ্রামের একটা বাঁশের সাঁকোর ওপর দিয়ে পার হচ্ছেন। এসব আমাদের চোখেই পড়েনা।



এবার আরকটি ছবি দেখুন-





আমিতো বলবো, বর্তমান পৃথিবীর মাঝে শুধুমাত্র সন্তানের ভালোবাসায় প্রধানমন্ত্রীত্বের আসনকে একপাশে রেখে উনুনে হাড়ি চাপানোর নজির আর একটিও নেই।অন্য কোনো দেশের কেউ যদি,যেমন মনে করেন মিশেল ওবামা ঠিক এভাবে রান্নাঘরে এসে চুলো ধরাতো তাহলে আমরা বাহবায় মুখরিত হতাম। অথচ এখানেও আমরা সেই কটু রাজনীতি খুঁজেছি। সন্তানের জন্য মায়ের এ ভালোবাসাকে উদারভাবে নিতে পারিনি।



নীচে এবার আরেকটি ছবি দেখুন। ধন্যবাদ মইনুল ভাই ছবিটির জন্য।

কত সাধারণ জীবনযাপন। আবহমান বাংলার যেন এক আটপৌরে মহিলা খাবারের থালা বাড়িয়ে দিয়ে অতিসাধারণ রমনীর মতো এক প্লেট খাবারের প্রতীক্ষায় আছেন।

ভাগ্যিস ইনি কৃষিমন্ত্রী মতিয়া , যদি হিলারি হতেন-তবে প্রশংসায় লাখো কোটিবার ফেসবুকে ,নেটে শেয়ার হতো। আমরা বাহবা দিতাম।





কিন্তু এছবিগুলো, এ কথাগুলো আমার কোথাও বলবো, জ্বিনা । কোথাও শেয়ার করবো। জ্বিনা। যদি আমার স্বার্থের বাইরে চলে যায়?



এগুলোকে আমি কি বলবো , আমাদের মানসিক সংকীর্ণতা, নাকি বিবেকের বৈকল্যতা।





মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার চিন্তা আমার মাঝেও ভাবনার উদ্রেক করলো।
পোস্টের মূলভাব ধরতে পারসি, চমৎকার ||

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। একটু ভাবেন।

২| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানসিক সংকীর্ণতা এবং বিবেকের বৈকল্যতা উভয়ই। জাতি হিসেবে আমাদেরকে বার বার প্রতারনা, অত্যাচার জুলুমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ফলে স্বাভাবিক চিন্তা চেতনা আমাদের মধ্যে থেকে অনেকাংশেই হারিয়ে গিয়েছে এবং সেই শূন্যস্থান পূরন করেছে অবিশ্বাস,হিংসা হানাহানি এবং ক্ষমতার জোরে টিকে থাকার এক অসুস্থ প্রতিযোগিতা। এখানে সকল সম্মান সবাই একাই পেতে চায়, অন্যের কোন সম্মানের দাম হয়ত আমরা জাতি হিসেবে দিতে জানি না। ফলে দিন শেষে ঐ কবিতার মতই হয়ে দাঁড়ায় আমাদের অবস্থা, নদীর এই পাড় কহে ছাড়িয়া নিঃস্বাস, ঐ পাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস।

আমাদের এখন প্রয়োজন অন্যকে সম্মান দেয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অভ্যাস চালু করা। এই অভ্যাস না গড়ে উঠলে কোন কিছুই হবে না।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

খেয়া ঘাট বলেছেন: আমাদের এখন প্রয়োজন অন্যকে সম্মান দেয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অভ্যাস চালু করা। এই অভ্যাস না গড়ে উঠলে কোন কিছুই হবে না। - আপনার এ মন্তব্যকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা।

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

তোমোদাচি বলেছেন: সুন্দর উপলব্ধি!

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ডঃ তোমোদাচি। সাথে অভিনন্দন।

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাবনাগুলো চমৎকার কিন্তু আমাদের দুই রাজনৈতিক দলের মাঝে সম্প্রীতি আশা করা স্বপ্নে সোনার ডিম দেয়া হাঁস পাওয়া একই কথা।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

খেয়া ঘাট বলেছেন: সেটাই বড় আফসোসের ব্যাপার।
উনাদের মাঝে সম্প্রীতি না আসুক।কিন্তু আমরা সাধারণ মানুষরাওতো যেগুলো ভালো সেগুলোর প্রশংসা করতে পারি, সব রাজনৈতিক চিন্তাভাবনার উর্ধ্বে ওঠে। হয়তো আমাদের মানসিকতা এমন করে বদলে গেছে যে অন্য কেউ করলে যা নিয়ে আমরা এতো বেশি আবেগায়িত হয়ে যাই আর নিজের কেউ এর চেয়ে বেশী কিছু করলেও তাতে রাজনীতির নোংরা রঙ মিশিয়ে পরম ত্বপ্তি পাই।

বিনীত ধন্যবাদ।

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ঠিকই বলেছেন....

অন্য কোন দেশের রাস্ট্রের প্রধানদের কোন কাজ দেখলে ( যেমনটি আপনি বললেন ...গতকালকও বেশ হৈ চৈ দেখলাম !) আমরা আহা উহু করে অস্থির হয়ে যাই । পারলে মাথায় তুলে নাচি ।

আর আমাদের দেশের এই মানুষগুলোর কাজ কে রাজনৈতিক কুটচাল মনে করি ।

সত্যিই আমাদের বড্ড বিদেশ প্রীতি আছে গো ।

ভাবনায় সুপার লাইক দিলাম ।।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে ।

অন্য কোন দেশের রাস্ট্রের প্রধানদের কোন কাজ দেখলে ( যেমনটি আপনি বললেন ...গতকালকও বেশ হৈ চৈ দেখলাম !) আমরা আহা উহু করে অস্থির হয়ে যাই । পারলে মাথায় তুলে নাচি ।

আর আমাদের দেশের এই মানুষগুলোর কাজ কে রাজনৈতিক কুটচাল মনে করি - বড়ই আফসোস।

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

আরজু পনি বলেছেন:

আর প্রথমটাতে দাগী আসামী মানে কি ...যাদের এই দেশে থাকার অধিকারই নেই...তারাই কি কম খাচ্ছে ?!!

সত্যি সকাল সকাল আপনি আমার মাথাটাই নষ্ট করে দিলেন ।

মনটা বড্ড খারাপ লাগছে ...আমরা আসলেই বড্ড বিবেকহীন !

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: হয়তো এই সভ্য দুনিয়া আসলেই একদিন সত্যিকারের সভ্য হবে। কোনো শিশুকে আর না খেয়ে রাত যাপন করতে হবেনা।

বিনীত ধন্যবাদ আপনাকে।

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দারুণ। একটা ব্যাপার। ১/১১ এর পর কারারুদ্ধ অবস্থায় তিনি বেগম খালেদা জিয়াকে ও রান্না করে খাইয়েছিলেন সেটা আরও প্রশংসার দাবী রাখে।
এটাকে অবশ্য ই সুদৃষ্টিতে দেখতে হবে।মায়ের তুলনা হয়না।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: তখন হাসিনা যেভাবে রান্না করে খাইয়েছিলেন, এরপর খালেদাও যদি চা করে খাওয়াতেন-তবেই না আমাদের রাজনীতি শুধুমাত্র প্রতিহিংসায় আর ঘৃণার মাঝে না থেকে একটুকু হলেও বিশুদ্ধ চেতনার পথে অগ্রসর হতো।

বিনীত ধন্যবাদ আপনাকে। ভালো কথা মনে করিয়ে দিয়েছেন।

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: আমাদের দেশে এই কালচার এখনো গড়ে উঠেনাই.... সব কিছুতেই আমরা নেগেটিভ দিকটাই আগে খুজি...

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১০

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।

৯| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি মন্দ বলেন নাই! কিন্তু পারস্পারিক হিংসা মূলক রাজনীতি আমাদের মানসিক অবস্থার জন্য দায়ী!

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৭

খেয়া ঘাট বলেছেন: রাজনীতিবিদদের মাঝেতো রেষারেষি আছে, কিন্তু আমার সাধারণ মানুষরাওতো এর বাইরে থেকে বের হতে পারছিনা। পারছি কি?

বিনীত ধন্যবাদ।

১০| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর ভাবনা। চারপাশে এত কুটিলতা দেখি যে এখন আর আমরা স্বাভাবিক চিন্তা করতে পারি না। যা দেখি তাই ধান্ধা লোটার ফায়দা মনে হয়।

আমাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২১

খেয়া ঘাট বলেছেন: আমাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক।
বিনীত ধন্যবাদ আপনাকে।

১১| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

ইমরান নিলয় বলেছেন: কিছু বলার নাই।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১১

খেয়া ঘাট বলেছেন: আর বলেও কোনো লাভ নাই ভাই। ধন্যবাদ

১২| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

দি সুফি বলেছেন: ভাই আমাদের নেতাদের চরিত্র এমন একটা পর্যায়ে গিয়ে পৌছেছে, যেখান থেকে তাদেরকে চোর ব্যাতিরেকে অন্য কিছু মনে করা সম্ভব নয়! এই জন্যই আম্লীগ-বিম্পীর কোন ভালো কাজও মানুষের বাহ্‌বা পায় না।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪

খেয়া ঘাট বলেছেন: একেবারে ঠিক কথা বলেছেন। তবে হয়তোবা একদিন পরিবর্তন আসবে।
বিনীত ধন্যবাদ।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪

একজন আরমান বলেছেন:
এগুলোকে আমি কি বলবো , আমাদের মানসিক সংকীর্ণতা, নাকি বিবেকের বৈকল্যতা।


দুটোই !

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। বিনীত ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।

১৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাবনার বিষয়।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

খেয়া ঘাট বলেছেন: আর একমাত্র মানুষেরাই ভাবে। ধন্যবাদ প্রোফেসর স্যার।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৯

মুদ্‌দাকির বলেছেন: আমাদের দেশে বিদেশি মানেই ভালো !!!!!!!

তবে এই মানষিকতার জন্য আমাদের জাতিয় অসততাই দায়ি!!!!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৩

খেয়া ঘাট বলেছেন: তবে এই মানষিকতার জন্য আমাদের জাতিয় অসততাই দায়ি!!!! একমত।
বিনীত ধন্যবাদ। শুভকামনা রইলো।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: ছবিগুলো সত্যি ভাবনা জাগানিয়া । এবং এটা অবশ্যই সভ্যতার নিদারুন প্রহসন ।


ধন্যবাদ প্রিয় খেয়া ঘাট । আপনার ভাবনা আমাদের নতুন ভাবনার দ্বার খুলে দিল ।

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ। সবার মাঝে ভাবনা জাগুক। সবার মনের সংকীর্ণতা দূর হোক।

১৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৭

ভোরের সূর্য বলেছেন: ঠিক বলেছেন আপনি মাতৃ স্নেহের ব্যাপারে। আমি যদিও তার কড়া সমালোচনা করে থাকি কিন্তু এই ছবিটা দেখলে বুঝা যায় যে তার মাতৃত্ত কত প্রবল।খুব অসাধারন ছবি।এরকম মাতৃ স্নেহ খুব দরকার আমাদের জীবনে।
আরেকটা কথা।ভাই কি শুরু হইছে বলেনতো বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দেয়া।কয়েকদিন আগেও এরকম একটা লেখা ছিল।আজকেও বাংলাদেশ নামে আছে একটা।দেখুন

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৯

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। সব কিছু রাজনীতির রঙে রাঙায়িত করা ঠিক না।
বিনীত ধন্যবাদ।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

ভোরের সূর্য বলেছেন: আপনার ১ম ফটোটা দেখে কাননা ধরে রাখতে পারলামনা।

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২০

খেয়া ঘাট বলেছেন: আমারও আপনার মতো অবস্থা।
এই হলো আমাদের সভ্য পৃথিবীর রুপ।
ধন্যবাদ ভাই মানবিক অনুভূতির জন্য।

১৯| ১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার এলবামে আরেকটি ছবি যোগ করে দিলাম :)

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩০

খেয়া ঘাট বলেছেন: ছবিটির জন্য বিনীত ধন্যবাদ। আমাদের ভাবনা জাগ্রতো হোক। বিবেক পরিশুদ্ধ হোক।

২০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমম, দীর্ঘশ্বাস!!

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩

খেয়া ঘাট বলেছেন: আসলেই দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নেই।
বিনীত ধন্যবাদ।

২১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৮

শান্তির দেবদূত বলেছেন: বিষয়টা সুন্দর করে উপস্থাপন করেছেন। আমরা আসলে সব কিছুতেই রাজনীতি খুজি, এটাই সমস্যা। আরও উদার ও সহনশীল হতে হবে।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮

খেয়া ঘাট বলেছেন: আরও উদার ও সহনশীল হতে হবে। - ঠিক বলেছেন ভাই।
বিনীত ধন্যবাদ।

২২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

সায়েম মুন বলেছেন: পজেটিভলি ভাবতে পারা লোকের অভাব এখন। মতের বিরুদ্ধে গেলেই মানুষ নেগেটিভ আলোচনা শুরু করে। সেটা যতই পজেটিভ ব্যাপার হোক না। আপনার পোস্ট আমার বেশ ভাল লেগেছে।

১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৩

খেয়া ঘাট বলেছেন: একেবারে আমার মনের কথাগুলোই বলেছেন। অনেক শুভকামনা রইলো।

২৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এবার একটি প্রেরণাদায়ক সংগ্রহ হয়েছে:)

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।
ধন্যবাদ।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অসাধারন । প্লাস প্লাস প্লাস

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.