নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প - জুতো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১

পত্রিকার বিশেষ সংখ্যার লিখার জন্য যখন কোনো লিখাই জমা পড়েনা, ঠিক তখনিই পত্রিকার সম্পাদক বন্ধু আমাকে স্মরণ করেন।বিশ্ব জুতা দিবসের ওপর একটি গল্প লিখে দিতে হবে ।আজকের এই অন্ধবলয় জগতে আমিই উনার শেষ দীপশিখা। উনি প্রশংসা দিয়ে আমার লিখার প্রদীপে জ্বালানি দিয়ে যান। এখন শুধু আলোকিত করার দায়িত্ব আমার।



এরকম দিবসের কথাতো আমি কস্মিনকালেও শুনিনাই। "বিশ্ব জুতা দিবস" এটা আবার কি? আমিতো বড়জোড় কুমোরপোকা-বাঁশের ছ্যাঁদার ঘুন করতে জানি। তাই নেটেই উঁকি দিয়ে..নেটঘুন করে যা পেলাম-তা হলো- ২০০৮ সালের ১৪ ই ডিসেম্বর মার্কিনমুল্লুকের প্রেসিডেন্ট বুশ সাহেব সর্বশেষ ইরাক সফর কালীন সময়ে ইরাকের বিশিষ্ট সাংবাদিক মনতাদার আল জায়িদি প্রেসিডেন্টকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। সেই দিনটির স্মরণেই প্রচলিত হয়ে আসছে বিশ্ব জুতা দিবস। মনে মনে বললাম, বাহঃ।



কিন্তু সমস্যা হলো - সম্পাদক বলেছেন গল্প লিখতে। কিন্তু জুতা নিয়ে গল্প লিখার কোনো মসলা, কোনো আইডিয়াইতো আমার নাই।



যদি বলতেন , কিছু একটা লিখে দিতে । তা হলে ল্যাটা চুকে যেতো। জুতা বিষয়ক বিভিন্ন ঘটনা, বিভিন্ন তথ্য নেটে ঘাটাঘুটি করে কিছু একটা দাঁড় করিয়ে দিতাম।



কবিগুরু রবিঠাকুরের কথা মনে পড়ে গেলো। উনার কাছে জনৈক লেখক একবার একটা গল্প লিখে নিয়ে গেলেন। রবিঠাকুর সব পড়লেন- তারপর বললেন। লিখায় সাহিত্য, ভাষা শৈলী,শব্দ চয়ন, উপমার মুন্সিয়ানা ,চিন্তার উৎকর্ষতা, ভাবের গভীরতা সব ঠিক আছে।কিন্ত, সবচেয়ে আসল যে জিনিস গল্পের মাঝে যদি গল্পই না থাকে তবে এটাকে আমি সুন্দর বর্ণনা হিসাবেই ধরে নিবো।গল্প বলতে পারবোনা। বর্ণনাকে গল্প বললে, ঝরণার জল আর কলের জল এক হয়ে গেলো। দুটোইতো উপর থেকে নীচে গড়িয়ে যায়।



আমি বুঝলাম, একজন লেখকের জন্য কোনো কিছুর বর্ণনা করা যত সহজ। গল্পের ভিতর গল্প তৈরি করা হলো তত কঠিন। পড়লাম ফ্যাসাদে।



আমি জুতো নিয়ে গল্প লিখতে বসেছি। কলম দিয়ে সাদা কাগজে হিজিবিজি লিখছি। কিন্তু গল্পের কোনো আইডিয়া বের করতে পারছিনা।



আচ্ছা , যদি এরকম হয়। বাপের জুতা কিনার খুব শখ ছিলো। কিন্তু টাকার অভাবে কিনতে পারলেন না। ছেলে যখন বড় হলো। তখন টাকা পয়সা বেশ হলো। কিন্তু বাপের আর জুতো পড়ার শখ রইলো না।



নাহ। আইডিয়াটা ভালো হলোনা। একেবারে গতানুগতিক। রবীঠাকুরের হাতে দিলে উনাকেই অপমান করা হতো। এটা কোনো গল্পই হলোনা।



প্রিয় পাঠক। অনুগ্রহকরে আইডিয়া দিয়ে সাহায্য করুন। কালকেই লিখাটা জমা দিতে হবে। কোনো কিছুই আমার মাথায় আসছে না।



আচ্ছা, দেখুনতো।এই আইডিয়াটা কেমন? মনে করুন। বাবা সব সময় মনে করেন। এ মাসের বেতন থেকেই ছেলের জন্য একজোড়া নতুন লাল জুতো কিনে দিবেন। কিন্ত মাসের শেষে নানারকমের বিল মিটাতে মিটাতে আর কিনে দিতে পারেননা। ছেলেকে ভুলিয়ে ভালিয়ে রাখেন। কিন্ত এবার শ্রষ্টা সহায় হলে কিছু উপরি মেলে।তাই বাজার থেকে ছেলের জন্য লাল জুতো কিনে এনে বাড়ি এসে শুনেন, স্কুল থেকে ফিরার পথে ছেলে গাড়ি চাপা পড়েছে। এখন হসপিটালে, একটা পা কেটে ফেলতে হবে ..



না হলোনা। এরকম আইডিয়া নিয়ে অনেক গল্প, নাটক , সিনেমা অলরেডি হয়ে গেছে। এখানে রঙ লাগালেও পাঠক চালাকি ধরে ফেলবে । আজকালকার পাঠকরা অনেক স্মার্ট। এতটুকু ছাড় দিতে রাজী না।



প্রিয় পাঠক। দেখলেন, একটা আইডিয়া পাওয়া কত কঠিন। আমি কলম মুখে নিয়েই বসে আছি। ঠিক এমন সময় একটা কাকতালীয় ঘটনা গঠলো।



বাড়ির বাইরে শুনলাম- জুতোর ফেরিওয়ালা চিৎকার করে বলছে- এই জুতো নিবেন, জুতো,জুতো, জুতো। নানা রকমের জুতো। একেবারে অরিজিনাল চামড়ার জুতো।



আমি জানালা দিয়ে জুতোওয়ালাকে দেখার আগে গল্পের প্লট তৈরী করে ফেলি। গরীব জুতোওয়ালা সারা দিন কষ্ট করে করে জুতো ফেরি করে। উত্তপ্ত গরমে পীচঢালা সড়কের ওপর দিয়ে হেঁটে যায়। কিন্তু বেচারার নিজেরই একজুড়ো ভালো জুতো নেই। এরকম গল্পটা কি ভালো হবে? একটু দুঃখ দুঃখ ভাব।



মনে মনে গল্পটি বুনে আমি জানালার দিকে তাকালাম। কিন্তু না। আমার চিন্তার সাথে কোনো মিল নেই।মধ্য বয়সী একলোক ছাতা মাথায় নিয়ে আগে আগে হাঁটছে। আর পিছনে পিছনে জুতোর ঢালা মাথায় নিয়ে একটা কিশোর ছেলে জুতো জুতো বলে হেঁকে যাচ্ছে। চার পায়ের দিকে এবার খেয়াল করলাম। মনে মনে প্রার্থণা করলাম- একটা পা যেন কারো খুঁড়া হয়।



পৃথিবীতেতো কত আঁতুড়, লুলা, ল্যাড়া , পঙগু ,বিকলাঙগ, পা কাটা পড়া, ,যুদ্ধে পা হারানো কত মানুষ আছে।কত মানুষ আছে হসপিটালে শুয়ে । কত মানুষ আছে গৃহি বন্দি হয়ে।কত মানুষের জীবনের সূর্যস্রোত হুইল চেয়ারে বসেই মলিন হয়ে গেলো। এদের একজনের একটা পা লুলা হলে ক্ষতি কি। তাহলেইতো আমার জুতো নিয়ে লিখার গল্পটা পেয়ে যাই।



কিন্ত না। চারপায় ই সচল। চার পায়েই বেশ ভালো জুতো। কী সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে, দু জন মানুষ। চলার কি অপূর্ব ছন্দ।আমি আশাহত হলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমি এখনো একটা লাইনও লিখতে পারলাম না।



জুতোওয়ালা চলে গেছে, পা হেঁটে তার আপন ছন্দে।রৌদ্র বাতাস ঠান্ডা হয়ে আসছে। জানালা দিয়ে বিকেলের মাঠ দেখি।সারাদিন বন্দি ঘর আর ভালো লাগেনা।এই সব আকাশ নক্ষত্র, রোদ ,সত্য , উজ্জ্বলতা মনের ভিতর যেন কেমন হাহাকার করে ওঠে।নিজের শরীরটা নিজের কাছে খুব ভারি মনে হয়। এই ক্ষুদ্র হেমন্তের বেলাকে মনে হয় নিজের চেয়েও প্রবীণ।



মাঠের ছায়া, হৃদয় আর হৃদয়ের ভিতরের রুধিরের ধারায় নিজেকে বড় বেশী অসহায় লাগে। বাইরের মাঠ ডাকে আয় আয়। কিন্তু জাহানারা না আসা পর্যন্ত বাইরে যাওয়ার সাধ্যযে আমার নাই।



আমার কিশোর ছেলেটির মতো তপ্তরোদে জুতোর ডালা মাথায় নিয়ে জুতো নিবেন, জুতো, অরিজিনাল চামড়ার জুতো বলে হেঁটে যেতে বড় বেশী ইচ্ছে হয়। কিন্তু আমিযে এক অসহায় পঙগু মুক্তিযোদ্ধা। হুইলচেয়ারই আমার ঘর। আমারযে আর কোনোদিন জুতো পায়ে হাঁটা হবেনা।



আমি জাহানারার অপেক্ষায় থাকি, অপেক্ষায় থাকি। আমার অপেক্ষার সূর্য লাল হতে হতে একসময় মিলিয়ে যায়।



মন্তব্য ৯১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ||

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় মুন। অনেক শুভকামনা ভাই।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন +

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ বন্ধু ভাই।
আপনার মন্তব্য পেয়ে কী যে খুশী হলাম তা ভাষায় প্রকাশ করতে পারবোনা।

আপনি দীর্ঘজীবী হোন।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শেষটা ভালো লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

শান্তির দেবদূত বলেছেন: অনেক ভাল লাগল। কবিগুরুর কথাটায় বেশ মজা পেয়েছি।

"কুমোরপোকা-বাঁশের ছ্যাঁদার ঘুন " - এটার মানে কি বস?

আইডিয়ার খোঁজ করার আইডিয়াটা বেশ সুন্দর করেই ফুটিয়ে তুলেছেন।

শুভেচ্ছা ও শুভকামনা রইল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ শান্তির দেবদূত ভাই। কী সুন্দর যে আপনার নিকটা।

কুমোরপোকা এক রকমের পোকা শুকনো বাঁশের ঘুন.....গুঁড়াই যাদের খাবার।

অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: সুন্দর। সত্যি শেষটা ভাল হয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা ভাই।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

আম্মানসুরা বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: আইডিয়ার খোঁজ করার আইডিয়াটা বেশ সুন্দর করেই ফুটিয়ে তুলেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় সুরা।

অনেক শুভকামনা রইলো।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

খাটাস বলেছেন: গল্প টা একটু করে যত পরছিলাম, তত মনে হচ্ছিল যে, এটা কলের জলের চেয়ে বেশি কিন্তু ঝর্নার জলের চেয়ে কম হচ্ছে। সাব কন্সাস মাইন্ড ও ভেবে নিয়ে ছিল এটাই কমেন্ট এ বলব। কিন্তু শেষ টুকু পড়ে মনে হল, ঝর্নার পানি অনেক স্বচ্ছ। একটা লাইন পুরো প্লট টাকে চেঞ্জ করে দিয়েছে।
অনেক ভাল লিখেছেন ভাই। প্লাস।
শুভ কামনা আরিফ ভাই। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: এতো সুন্দর মন্তব্য পেয়ে মনটা তৃপ্ত হলো। অনেক শুভকামনা রইলো

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: গল্পের প্রকাশভঙ্গিতে অভিনবত্ব আছে। ভালো লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো প্রিয় হাসান মাহবুব ভাই। অনেক শুভকামনা রইলো।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

এহসান সাবির বলেছেন: আরে এটা তো দারুন ......!! +++
পড়তে পড়তে আমি জুতা নিয়ে অনেক কিছু ভাবলাম..
অনেক ভালো লেগেছে ভাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় সাবির ভাই। অনেক শুভকামনা ভাই।
মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

ভোরের সূর্য বলেছেন: শেষ ভাল যার সব ভাল তার। শেষটা নাইস হয়েছে আর তাতেই পুরাটা চমৎকার।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। নিকটা খুবই সুন্দর। কী যে সুন্দর- ভোরের সূর্য।

অনেক শুভকামনা রইলো।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

হৃদয় রিয়াজ বলেছেন: মন ছুঁয়ে গেল। আসলে আপনি সুকৌশলে গল্পের মাঝে আরেকটি গল্প তৈরি করে ফেলেছেন। রবীন্দ্রনাথ চাচা বেঁচে থাকলে উনার জুতো জোড়াই আপনাকে দিয়ে দিতেন বোধ করি। :-B B-)

তৃতীয় ভাললাগা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫

খেয়া ঘাট বলেছেন: জুতো দিয়ে জুতোতেন , তাই না? B-) B-) B-)

মন্তব্যে পেয়ে ভালো লাগলো ভাই। অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

ভোরের সূর্য বলেছেন: ওহ আরেকটা কথা বলতে যেয়ে ভুলে গিয়েছিলাম।কালে গভীর রাতে আমি একটা কমেন্ট করেছিলাম একজন ব্লগার কে তখন আপনি আমাকে বলেছিলেন ভোরের সূর্য তো মানুষের মনে আশা নিয়ে আসে, সাহস নিয়ে আসে। মানুষের অন্ধকারের দুয়ার আলোকিত করে দেয়।

কিন্তু এতো ক্ষুদ্রচিন্তা করে বৃহত্তর সূর্যের আলোক কে ছোট কর ফেলবেন না আশাকরি @ ভোরের সূর্য।


আমার প্রফাইল দেখেন।আমি লিখেছি যে সত্য তথ্য,যুক্তি,প্রমাণের উপর বিশ্বাস রাখি।আর এজন্য কোন ভুল দেখলে সেটা বলতে ইচ্চা জাগে।কালকে রাতে লেখকের লেখায় অস্বাভাবিক হিট পড়ছিল আমি সেটাই বলেছি।এত বেশি অস্বাভাবিক যে চোখে লাগে।
মজার ব্যাপার হচ্ছে লেখকের লেখা প্রকাশ হয়েছে রাত ১১:৫৮ তে আর আমি প্রথম কমেন্ট করেছি রাত ১:৩৩এ এই ১ঘন্টা ৩৫মিনিটে হিট পড়ছে ৫১০টা আর আমার অভিযোগ পাবার পর রাত ৩:৪২ পর্যন্ত ২ঘন্টা৯মিনিটে হিট পড়ছে মাত্র ৫৫টি।মানে ৫১০থেকে হয়েছে ৫৬৫টি।

রাত৪:৩৩পর্যন্ত পরবর্তী ৩ঘন্টায় হিট পড়ছে মাত্র ৬৮টি।মানে ৫১০থেকে হয়েছে ৫৭৮টি।
৫:৩৩পর্যন্ত পরবর্তী ৪ঘন্টায় হিট পড়ছে মাত্র ৯৩টি।মানে ৫১০থেকে হয়েছে ৬০৩টি।

আপনি লেখকের আমেরিকা বিষয়ক লেখা দেখেন।সবগুলো ১৫০০ থেকে ৩০০০ এর মতন হিট পড়েছে।যেটা অস্বাভাবিক। কারন সব লেখাগুলো গভীর রাতে লেখা যখন গড়ে ব্লগার এবং ভিজিটর মিলিয়ে ৫০০এর বেশি থাকেনা অনলাইনে আবার আমেরিকাতে ঐ সময় দুপুর এবং সবাই ব্যস্ত।ব্লগ দেখার জন্য পিক আওয়ার নয়।
এবার আমি এই অস্বাভাবিকতা দেখার পর তার এই লেখাতে হিট মাত্র ৭০০+ যার ৫১০টাই প্রথম দেড় ঘন্টায়।

আরিফ মাহমুদ ভাই। ভোরের ভোরের সূর্য হিসাবে এই ভুল ধরা কি খারাপ হয়েছে? হিট নিয়ে এরকম ট্রিক করা কি ভাল?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৭

খেয়া ঘাট বলেছেন: এইসব ছোট খাটো অতি তুচ্ছ ব্যাপারগুলো এড়িয়ে গেলেই কি ভালো নয়?

ভালো থাকবেন ভাই। শুভকামনা রইলো।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

রাতুল_শাহ বলেছেন: গল্পের উপস্থাপনটা ভাল লাগলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ জানবেন। অনেক শুভকামনা রইলো শাহান শাহ , ও রাতুল_শাহ ভাই।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: উপস্থাপনাটা ভালা হইছে, পড়ে ভালা লাগছে !

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। অনেক শুভকামনা রইলো।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

নাভিদ কায়সার রায়ান বলেছেন: সাবলীল

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো প্রিয় নাভিদ ভাই।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

অপরাজিতা নীল বলেছেন: দারুন ......!!
+++

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপু। অনেক শুভকামনা রইলো।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ছোট গল্প কিংবা মোরাল গল্পগুলোতে আপনার নিজস্ব একটা স্টাইল দেখতে পাওয়া যায় ! অনেক সুন্দর !

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই মন্তব্য পেয়ে । অনেক খুশী হলাম ভাই।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: উপস্থাপনা ভালো লেগেছে। গল্পটা সুন্দর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় প্রোফেসর স্যার। অনেক শুভকামনা আপনার জন্য।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: কবিগুরুর উচিত আপনাকে এক জোড়া জুতা গিফট দেয়া ।
হায় । জুতা দিবার ভয়েই কিনা আগেই চলে গেলেন !
আপনার প্রকাশটা দারুণ হইছে , বনফুলের কথা মনে করাই দিলেন ।
এরকম বনফুলের কিছু গল্প আছে , এক লাইনে সব চেঞ্জ ।
অনেক অনেক ভাল লাগা নিয়ে গেলাম প্রিয় খেয়াঘাট ভাই :)
ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

খেয়া ঘাট বলেছেন: ফেসবুকে মন্তব্য করেছেন বিশাল ধন্যবাদ।
এখানে আরেকবার করলেন..আবারো ধন্যবাদ।

জুতা গিফট দেয়া..........কেমন লাগে না শুনতে ;) ;)

যদি বলতেন কবিগুরুর উচিত ছিলো আপনাকে জুতা দেয়া। তাইলেতো একেবারেই শেষ।

বনফুলের কথা আমাকে আরো কয়েকজনে বলেছেন। প্রশংসা শুনলে কার না ভালো লাগে। আমার একটু বেশী বেশী ভালো লাগে :) :)

অনেক শুভকামনা ভাই।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
গল্পটা দারুণ হয়েছে।

আমার বলে কথাটা মাহমুদ০০৭ ভাই বলেই ফেলেছেন আগে।


++++
৩য় ভাললাগা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় শোভন ভাই। মন্তব্যে পেয়ে মনটা ভরে গেলো।
অনেক বেশী শুভকামনা রইলো।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০১

ভোরের সূর্য বলেছেন: Dishonesty is always dishonesty.এভাবে overlook করতে করতে বা ছাড় দিতে দিতে আজকে আমরা এ জায়গায় এসে পৌছেছি.এখন বড় বড় ছাড় দিতে হচ্ছে.এতদিন কেউ কিছু বলে নাই তাই ছাড় পেয়ে এসেছে.আজকে ছাড় পাবে,কালকে আরো বড় ট্রিক করবে.ছাড় পেয়ে পেয়ে আজকে তার এ অবস্থা.৩৮টা ব্লগে ৮৬৪০০ হিট!!!!আমি কিন্ত তার লেখার প্রশংসাও করেছি.গতকাল ভাগ্য খারাপ ছিল তার.গড়ে তার আমেরিকা বিষয়ক পোস্টে হিট থাকতো ২০০০ এর মতন কিন্ত কালকে আমি ধরে ফেলায় হিট মাত্র ৮০০.যার ৫০০টাই প্রথম দেড় ঘন্টায়!!!আরো আগে ধরতে পারলে টোটাল ৪০০টাও হত না.

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৬

খেয়া ঘাট বলেছেন: বুঝলাম ভাই। কিন্তু এই লক্ষ লক্ষ হিটে হয় কি? নিজের সাইট হলে না হয় একটা কথা ছিলো। বেশি হিটের সাথে কি আর্থিক কোনো সম্পর্ক অথবা পরিচিতির কি কোনো সম্পর্ক আছে ? পরিচিতি হলেও ভার্চুয়াল একটি পরিচিত আসলেো, তাতেও কি এমন লাভ হলো?

আর অন্য কেউ হিট না করলে এতোগুলো হিট আসলো কোত্থেকে। সবকিছু ভালো বুঝতে পারছিনা।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫১

ভোরের সূর্য বলেছেন: showing tendency.দেখো আমার ব্লগ বা লেখা কত মানু্ষ পড়ে.আপনার ব্লগের লেখার টপিকের উপর রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যব বা পেজ এ ক্লিক করে যান.যতটা নিউ পেজ ওপেন করবেন ততটা হিট পরবে.কালকে রাতে প্রতি ১০সেকেন্ডে একটা করে হিট পরছিল.এত হিসাব বাদ দেন.কমনসেন্স খাটান.রাত ১২টার সময় দেখাচ্ছিল ব্লগে ৮০জন ব্লগার আর ৪০০জন ভিজিটর আমি যদি ধরেও নেই সব ব্লগার আর ভিজিটর তার লেখা পড়ছে(যদিও সম্ভব নয়)তার পরেও সংখ্যাটা হয় ৪৮০ কিন্ত হিট পড়েছে অলরেডি ৫১০.

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

খেয়া ঘাট বলেছেন: সব বুঝলাম।
কিন্ত এতে কোনো লাভ নেই। লক্ষ লক্ষ হিটওয়ালা ব্লগাররা এখন ব্লগে লগইন করতেই দেখা যায়না।

আপনি এতোক্ষণে খুব সুন্দর একটা ব্লগই লিখতে পারতেন।
আপনাকে একটা কথা বলি, কিছুদিন পর আপনারও আর এভাবে ছুটোছুটি করতে ভালো লাগবেনা। একটা অনুপ্রেরণা আসে, কিছুদিন চলে তারপর ভাঁটা পড়ে যায়। আবারো একদিন নতুন কোনো ব্লগার হৈ চৈ করবে,,,,তারপর একসময় ক্লান্ত হয়ে যাবে।

ধন্যবাদ ভাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৩

খেয়া ঘাট বলেছেন: এই লিংকটা একবার ঘুরে আসুন, কত মন্তব্য , কত হিট। এখন আর নাই

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

মামুন রশিদ বলেছেন: গল্পের প্রকাশভঙ্গিতে নতুনত্ব স্বাদ পেলাম । খুব চমৎকার লিখেছেন । অভিনব, অসাধারণ !


গল্পে ভাললাগা :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় মামুন ভাই। মেলা দিন পর।
অনেক শুভকামনা রইলো।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

সায়েম মুন বলেছেন: পাঞ্চলাইনে সব দৃশ্যপট বদলে গেল। খুব ভাল লিখেছেন। কিছু টাইপো আছে। সময় পেলে ঠিক করে নিয়েন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ অনেক শুভকামনা ভাই। অনেক ভালো লাগলো।

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

সমুদ্র কন্যা বলেছেন: শেষ লাইনে গল্পটার স্বাদ বদলে গেল পুরোপুরি। গল্পের মধ্যেই গল্পের আইডিয়া খোঁজার ব্যাপারটা অন্যরকম লেগেছে। ভাল লাগল অনেক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।
অনেক শুভকামনা রইলো। মন্তব্য পেয়ে অনেক বেশী ভালো লাগলো।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

না পারভীন বলেছেন: সবাই সব কিছু বলে দিয়েছে । আমি লেট , আমার বলার জন্য কিছু অবশিষ্ট নেই । শুধু এ টুকু বলতে পারি আমার মত কম বুঝা পাঠক শেষে এসে রীতি মত কট এন্ড বোল্ড । =p~

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আরেক আপু কই?

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

ভোরের সূর্য বলেছেন: না ভাই এটা ছোটা ছুটির ব্যাপার না।শুধু চোখে পড়ে গেছে আর কি।আমারো্ এত খায়েস নাই শত শত ব্লগ লেখার। যখন আমার মন চাইবে তখন লিখবো।আর হিট দরকার হলে সেই ট্রিক অনেক আগেই খাটাতে পারতাম। আর চোখের সামনে কেউ উলটা পালটা করলে সেটা বলবই।আমাদের নিজেদের সার্কেলেও একটা ব্লগ আছে সেখানে লিখি।আজকে দেখলাম একজন ব্লগার তার প্রায় লেখাগুলোই কপি পেষ্ট করা।সমস্যা নাই।কিন্তু লেখাটা সংগৃহিত বা লেখাটার লিংক দিতে পারতো কিন্তু অবলিলায় নিজের নামে চালায় দিচ্ছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার খারাপ লাগাটা বুঝতে পেরেছি ভাই।

আপনি বলার পর আমারও কয়েকটা পোস্ট খেয়াল হলো অন্য ব্লগারের। দেখলাম অনেক হিট। কিন্তু মন্তব্য তেমন নাই। শুধু একটু হাসলাম।

আমার অনেক লিখাও ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ছাপা হয়েছে। কী আর করা বলেন? শুধু মুচকি মুচকি হাসা ছাড়া আর করার কিছু নাই।

ভালো থাকবেন ভাই।

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

শায়মা বলেছেন: ভাইয়া


জুতো নিয়ে একটা গল্প পড়েছিলাম একটা চোর তার ছেলেকে ঈদের দিন জুতো দেবে প্রমিজ করে কিন্তু পারেনা। শেষে ঈদ গা থেকে একটা বাচ্চার জুতা চুরি করে এনে তার বাচ্চাকে দেয়।

বাচ্চা জুতা পেয়ে মহা খুশী। কিন্তু চোরটার হঠাৎ মনে পড়ে যেই বাচ্চাটার জুতা সে চুরি করেছে সে নিশ্চয় ঈদের নামাজ শেষে ফিরে জুতা না পেয়ে কেঁদে কেটে শেষ হয়েছে।

হঠাৎ তার পিতৃহৃদয় কেঁদে ওঠে। নিজের অক্ষমতাট জরজরিত হয়।


অসাধারণ গল্প ভাইয়া!:(


তোমার লেখাটা পড়ে সেটাই মনে হলো।:)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: বাঃ দারুন একটা গল্পতো।
অনেক শুভকামনা রইলো প্রিয় সায়মা।

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

ভোরের সূর্য বলেছেন: মাঝে মাঝে মনে হয় কি হয়েছে আমার লেখা যদি অন্য কেউ নিজের নামে ইউজ করে।করুক না,তাতে আমার কি।সে তো আর আমার লেখা বিক্রি করে টাকা পাচ্ছে না। কিন্তু একটা ছাড় দিলে পরে সে আর বড় অন্যায় করবে।আমি বুকে হাত দিয়ে বলতে পারিনা আমি ১০০% সৎ কিন্তু যতটা পারা যায় ইভেন ছোট খাট ভুল অন্যায়গুলো থেকেতো নিজেকে দুরে রাখার চেষ্টা করতে পারি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: ভোরের সূর্যালোকে সব অন্ধকার দূর হয়ে যাক।এ প্রত্যাশাই রইলো ভাই।

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

শাপলা নেফারতিথী বলেছেন: গল্পটা পরে বেশ ভাল লাগলো...
তবে, শেষের দিকে যেয়ে একটু জলদি ই গুছাই ফেলছেন মনে হল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
শেষের দিকে কি আর কিছু লিখার ছিলো?

অনেক শুভকামনা রইলো।

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

শাপলা নেফারতিথী বলেছেন: গল্পটা পরে বেশ ভাল লাগলো...
তবে, শেষের দিকে যেয়ে একটু জলদি ই গুছাই ফেলছেন মনে হল।

৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

শাপলা নেফারতিথী বলেছেন: তা ছিলনা ।। ছোটগল্প তো!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু। অনেক শুভকামনা আপু।

৩৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

মনিরা সুলতানা বলেছেন: পেপার পত্রিকায় যখন ই কোন সেলিব্রেটির সাক্ষাৎকার পড়তাম , আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি প্রশ্নের উত্তরে ,সবাই একটা কথা ই বলত ," আমি মনে করি আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই ,এখন আমি আমার চাইতেও ভাল করতে চাই " নিজেকে ছাড়িয়ে যেতে চাই ;)
তখন আসলে বুঝতাম না এর মানে কি ...

তোমার এই লেখায় আমার ঠিক সেটার মর্ম কথা বোঝা হল , তুমি তোমার নিজের লেখার চাইতেও ভাল লিখেছ , নিজেকে ছাড়িয়ে গেছ । অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৭

খেয়া ঘাট বলেছেন: আনজ্জিত হলাম আপু। বড় বেশী আনজ্জিত হলাম।

শুভকামনা আর দোয়া পাথেয় হয়ে রইলো।

৩৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: দারুণ লাগছে গল্পটা। আরোও ভাল ভাল গল্প পাব আশা রাখি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় আব্দুল্লাহ সিদ্দিকী ভাই। অনেক খুশী হলাম। অনেক শুভকামনা রইলো ।

৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

সবাই দেখি সব কথা বলে ফেলেছে। যাই হোক পড়ে অন্যরকম লাগল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা ভাই।

৩৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

ভোরের সূর্য বলেছেন: ভাই,আপনার সাথে আমার কথপোকথন দেখে কিনা জানিনা,গতকাল রাতে নাজমুস সাকিব পাখি নামের একজন ব্লগার ১২আগস্ট প্রকাশিত মসজিদ ও জুতা স্যান্ডেল কাহিনী নামক একটি পোষ্ট গত কাল রাতে কোন প্রকার অনুমতির তোয়াক্কা না করেই নিজের নামে চালিয়ে দিয়েছেন। X( X( X(
Click This Link

নীচের লিংকটি আমার লেখার।
Click This Link :) :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

খেয়া ঘাট বলেছেন: দেখে আসলাম ভাই।

মানুষের রুচি এতো খারাপ হয়ে কেমন করে। ছিঃ ছিঃ ছিঃ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: আপনি আরেকটু কষ্ট করে এসব ব্লগিয় চোরবাটপার, টাউটদের নিয়ে একটা পোস্ট দেন। একটু খাটাখাটি করতে হবে। কে কার পোস্ট চুরি করলো, ইত্যাদি নিয়ে।

৩৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

ভোরের সূর্য বলেছেন: আসলে খারাপ লেগেছে যে বিষয়টি সেটা হল আমি যখন মন্তব্য করি তখন ৪৩জন লেখাটি পড়েছে এবং আমার মন্তব্যের পর আরো ৩০জন লেখাটি পড়েছে কিন্তু একজন মাত্র বলেছে লেখাটি সরিয়ে ফেলতে আর এখন সকালে আপনি বল্লেন এই হচ্ছে আমাদের অবস্থা.অন্তত অর্থনীতিবিদের মন্তব্যটাই তো কপি পেস্ট করে দিলেই হয়ে যায়,নতুন মন্তব্য লেখার দরকারো নাই.কিন্তু সেটা কেউ করেনি।আমার মনে আছে কিছুদিন আগে প্রাইম ব্যাংক অনলাইন ব্যাংকিং নিয়ে লেখা দিয়েছিলম।একই সময় এক ব্লগারের আরেকটি লেখা প্রকাশিত হয়েছিল সমাকামিতা নিয়ে এবং লেখাটিতে দুটি ছেলের হাত ধরাধরি করে ছবি ছিল। ঐ পোস্টে ১ম তিন ঘন্টায় হিট পড়েছিল ২০০ এর মতন আর আমার ব্যাংকিং বিষয়ে হিট পড়েছিল ৯৩ এর মতন কিন্তু তাতে আমার দু:খ নাই কিন্তু একই সময়ে একজন ছোট বাচ্চাদের সাহায্য বিষয়ক পোস্ট ছিল কিন্তু সেটা প্রথম ৩ঘ্ন্টায় হিট পড়েছিল মাত্র ২০টির মতন।সেটাই আমার দু:খ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: মশা কিন্তু ঝাঁকে ঝাঁকে থাকে। প্রজাপতি থাকে দু এক টাই।

আপনার আঙিনায় ঝাঁকে ঝাঁকে মশা না আসুক, দুতিনটা প্রজাপতি আসলেই হবে।

ব্লগের চোরবাটপারদের নিয়ে একটা লিখা তৈরি করুন। সাথে আছি।

৩৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

ঢাকাবাসী বলেছেন: চমক লাগানো গল্প, ভাল লেগেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী। অনেক শুভকামনা ।

৩৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার গল্প । ভাল লেগেছে ভ্রাতা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় সেলিম ভাই। অনেক শুভকামনা ভাই।

৪০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

নুসরাতসুলতানা বলেছেন: গল্পে ++++++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় নুসরাতসুলতানা। অনেক শুভকামনা রইলো।

৪১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

সপ্নাতুর আহসান বলেছেন: মন ছুঁয়ে গেল। গল্পের মাঝে আরেকটি গল্প।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় আহসান ভাই। অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

৪২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কোনো একজন লেখক বলছিলেন, ছোটগল্প হইল ডিমে তা দিয়া বাচ্চা বের না কইরা ফাটাইয়া ফালানো। এই গল্পটাও তেমন হইছে। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই অনেক শুভকামনা রইলো।

৪৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কেনও জানি বিষণ্ণতা এসে গেলো । +++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই । অনেক শুভকামনা।

৪৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪

রাসেলহাসান বলেছেন: অসাধারন লেখা!! চমৎকার! ভালো লেগেছে।।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম। অনেক শুভকামনা রইলো।

৪৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৯

অযুত বলেছেন: একটা গল্প নানারকম ভাবে মাথায় আসে। এটা না ওটা, ওটা না এটা দেই। এভাবে করতে করতে একটা প্লট শেষে দাঁড়িয়ে যায়।

ভালো লাগলো।
++

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.