নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

রম্য কথা - জীবন থেকে নেয়া

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ক্যাটরিনা, রিটা আর আইলার মতো ধেঁয়ে আসছে আমার অডিট। তাই আমি হাসিখুশী থাকার চেষ্টায় আছি। জীবনে যত হাসির ঘটনা আছে, তা মনে করার চেষ্টা করছি। আজকে একটা হাসির ঘটনা মনে পড়লো।



ডঃ তারেক মুসলেহ উদ্দীন স্যার যিনি কিছুদিন সিলেট ভার্সিটির ভিসি ছিলেন। স্যার আর আমি প্রতিদিন ফজরের নামাজের পর ঢাবি'র মল চত্বরে হাঁটাহাঁটি করতাম ।



কিছুক্ষণ হাঁটাহাঁটি করে স্যার উনার বাসায় যেতেন । আর আমি আমার রুমে চলে আসতাম। মাঝে মাঝে আবার স্যারের বাসায় ও যেতাম।



একদিন স্যারের বাসায় গেছি। স্যার বললেন- ভালা মিষ্টি আছে, খাইলে ভিতরে থাকি লইয়া আও।



আমি একটা প্লেটে করে মিষ্টি নিয়ে আসলাম। স্যারের সামনে বসে আছি। আর মিষ্টি দেখেই কিছুক্ষণ পর পর আমার হাসি আসে।



স্যার বলেন, কিতাবা ওতো আসো খেনে?

স্যারের এই কথা শুনে আমার হাসি আরো বেশি আসে। আমি কিছুতেই হাসি থামাতে পারিনা।

স্যার আবার জিগ্গাসা করেন। কিন্তু আমি স্যারকে বলি কেমন করে?



ঘটনা হলো। আমাদের এক দুষ্টু বন্ধু আছে। সবাই যখন আড্ডা দেয় ক্যাম্পাসে বসে ও তখন মুখে তালা দিয়ে হাতে চাবি নিয়ে বসে থাকে। কিন্তু কোনো স্যার যখন ক্লাস নেয়, তখনই ও পিছনের বেন্চে বসে ফুসুর ফুসর আলাপ শুরু করে। দুনিয়ার সব গপ। ওর ক্লাস করতে ভালো লাগেনা। ক্লাসে তার শুধু গপ করতে ভালো লাগে।



তো এক সিলেটি স্যার ক্লাস নিচ্ছেন। এতো রসিক স্যার জীবনে দেখিনাই।আর স্যারের ক্লাস মানে মজা আর মজা। আর স্যার বেশী গু শব্দ ব্যবহার করতেন।যেমন-ক্লাসে যে খারাপ করতো। তাকে কান ধরে বলতেন- পড়ালিখা পারবি কীভাবে? মাথাতো গু এ ভর্তি। ষাঁড়ের গু হলো কথা ছিলো, তোর মাথার ভিতরতো একেবার বলদের গু।



কেউ একজন তখন বলতো, স্যার বলদের গোবর হয় । গু না স্যার।

স্যার বলতেন, গোবরের একটা ইজ্জত আছে না, এর মাথায় গু-ই ভালো।



বন্ধু ওর গপের দোকান খুলে বসেছে।

বললো, দোস্ত। গত সপ্তাহে তোদের সিলেট গেছিলাম।



আমি আস্তে করে বললাম, চুপ কর।

স্যার, খেয়াল করলেন। আমাদের দু জনকেই দাঁড় করালেন। বললেন-কী ব্যাপার এতো ফুসুর ফুসর করো কেন? কি বলছিলা বলো।



আমি বললাম, স্যার আমি কিছু বলছিলাম না। ও যাই বলার বলছিলো।



স্যার, এবার ওকে বললেন, এই কী বলছিলা বলো।



বন্ধু বললো, স্যার আপনাদের সিলেট গেছিলাম।



স্যার বললেন- সিলেট গেছিলা। এইটা গপের কী হলো।তুমিতো আর চান্দে যাও নাই? আসল গপ কি সেইটা বলো।



তো স্যার, মিষ্টির দোকানে গেলাম মিষ্টি খেতে।



স্যার বললেন- মিষ্টির দোকানে মিষ্টি খেতেই তো যাবা। গু খেতেতো আর যাবানা। একথা বলে, স্যার ক্লাসের সবার দিকে এক নজর দেখেন। মনে মনে ভাব, জায়গামতো দারুন একটা কথা বলেছেন। কথাটি বলতে পেরে স্যার খুব খুশী।



দোকানে ঢুকে দিলাম মিষ্টির অর্ডার।



দোকানের ছেলেটি বললো- কিতা মিষ্টি খাইবায়।



আমি বললাম, যেকোন একটা নিয়ে আসো।



ছেলেটি আবার বললো- খউকা কিতা খাইবায়। সাদাগু খাইবায় না কি লাল গু খাইবায়?



এবারতো স্যার । আমি তব্দা। দিলাম মিষ্টির অর্ডার । আর বলে কিনা,

সাদাগু খাইবায় না লালগু খাইবায়।



স্যার বলেন- তা তুমি কি খেলা?



বন্ধু বলে, স্যার। খিদাও লেগেছে। খেতেও হবে। আর গু যখন খেতেই হবে। তখন কি আর করা। ছেলেটিকে বললাম, তুমি লালগুই নিয়ে আসো।



পুরো ক্লাসে সবাই হো হো করে হাসছে।



স্যার, এবার বলেন- বানিয়ে বানিয়ে গপ করাতো তুমি ভালোই শিখেছো।





তারেক স্যারের বাসায় আমি মিষ্টির প্লেট নিয়ে বসে আছি। আর বারবার আমার বন্ধুর সিলেটি দোকানে মিষ্টি খাওয়ার কথা মনে পড়ে হাসতেই আছি,কিন্তু স্যারকে কিছুই বলতে পারছিনা।



( সাদাগু খাইবায় না কি লালগু খাইবায়- এর মানে হলো সাদাটা খাবেন নাকি লালটা খাবেন)



সিলেটে ভাষায় টা বুঝাতে গু ব্যবহার করা হয়।

যেমন- ই গু ইন কিতা খরে । মানে হলো-এই ছেলেটা বা মেয়েটা এখানে কি করে?



এরে ইগু ইন থাকি হরাও- মানে হলো -এটা এখান থেকে সরাও । ইত্যাদি।

















মন্তব্য ৯৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মনিরা সুলতানা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ হাহাহাহাশে
তারেক স্যার এর সাথে বেশ কিছু মজার ঘটনা আমার ও আছে , স্যার অনেক বেশী ফ্রেন্ডলী ছিলেন ।
আর ভাষা গত এইসব রম্য কাহিনী বিশ্ববিদ্যালয় জীবনে অনেকের ই থাকে সবাই এত মজা করে লিখতে পারে না ।
শুভ সকাল ...
আমার আক্ষরিক অর্থেই শুভ সন্ধ্যা হল ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

খেয়া ঘাট বলেছেন: তাই নাকি?
তারেক স্যারকে চিনতেন? ওয়াও।
ঘটনা শুনতে মন্চায়..........

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: ব্রিটিশ-সিলেট ফ্লাইটে তারেক স্যারের বোনের সাথে আমার ছোট বোনের দেখা।
যাত্রীদের আচরণ নিয়ে উনার বোনের সাথে আমার ছোট বোনের আলাপ-একেবারে পুরা হাসির বাক্সো।একদিন লিখার ইচ্ছে রইলো। আসলে ও এতো মজা করে বলেছিলো। লিখে মনে হয় সব বুঝানো যাবেনা।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ :P :P ||

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

তুষার আহাসান বলেছেন: মজার।

ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পর দেখা। কেমন আছেন ভাই।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

নষ্ট কাক বলেছেন: আহাহাহহাহাহাহ ! =p~ =p~ =p~
গু যখন খেতেই হবে লাল গু নিয়ে আসো ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

খেয়া ঘাট বলেছেন: সিলেটে মিষ্টির দোকানে গেলে কিন্তু আবার আপনি না খেয়ে চলে আসবেন না। মনে রাখবেন-- এই গু মানে সেই গু নয়। =p~ =p~ =p~ =p~ =p~

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: ভারি মজার তো!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

খেয়া ঘাট বলেছেন: আপনাদের ঢাকায় কি এরকম কিছু আছে??? প্রিয় ঢাকাবাসী।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

মামুন রশিদ বলেছেন: ই গু জব্বর অইছে :-B

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: ইস ভুল হয়ে গেছে। এইটা আপনাকেই উৎস্বর্গ করা দরকার ছিলো।

ই গু জব্বর অইছে । হাহাশে। হাহাশে।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

সুমন কর বলেছেন: মজা পাইলাম। হি হি.....

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ ভাই।

সিলেটে মিষ্টির দোকানে গেলে কিন্তু আবার আপনি না খেয়ে চলে আসবেন না। মনে রাখবেন-- এই গু মানে সেই গু নয়। =p~ =p~ =p~ =p~ =p~

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

না পারভীন বলেছেন: বাংলার শুদ্ধ ভাষা সিলটে গিয়া আহত হইছে আর চিটাগাংগে গিয়া নিহত হইছে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

খেয়া ঘাট বলেছেন: ইতা কিতা মাতইন।
আর নোয়াখালী, হেনা সরি ফেনি, কুমিল্লা ইতাত গিয়া ভাষা কিতা অইছে।
ওটি'ত আছিল নানি।
নানী মানে আবার ঐ নানী না।
=p~ =p~ =p~

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা কথা আছে , কারো গালি কারো বুলি ।

এক ভাবীর বাড়ী গেছি , সন্ধ্যা হয় হয় , পাশের বাসার ভাড়াটিয়া মহিলা এসে কয়েক বার বলল , তোমরা নি চোদাও ।
শুনে আমি মূর্ছা ।
ভাবি বললেন না , আমরা তো আনিনাই ।
পরে জানলাম মহিলার দা এরা এনেচে কিনা সে জানতে চাচ্ছে ।

( সুক্ষ রুচিবোধ সম্পন্নদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি , আপত্তিকর মনে হলে এই কমেন্ট মুচে দেয়ার অধিকার লিখককে দেয়া হল । )

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: জোক অফ দি সেন্চুরি...............কী জিনিস শুনালেন রে ভাই।

হাহাশে। হাহাশে ।হাহাশে।

আমার পোস্ট লিখা স্বার্থক। না হলে এ মন্তব্য থেকে বন্চিত হতাম।

ধন্যবাদ লিটনভাই।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

খাটাস বলেছেন: হাহাহা খিতা খরাম আর? :D :D ফিলাচ.।.।.।
মনিরা আপুর সাথে একমত সবাই মজার ঘটনা মজা করে লিখতে পারে না। :) :) খুব মজা পাইছি আরিফ ভাই।
শুভ কামনা আরিফ ভাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ একজন প্রিয় মানুষ। আপনার জন্যও অনেক শুভকামনা।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

রোকেয়া ইসলাম বলেছেন: চমৎকার একটা লেখা পড়লাম। খুব ভাল লাগল। অনেক গুছানো সুন্দর একটা পোস্ট।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় রোকেয়া আপু।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

না পারভীন বলেছেন: "তা আপ্নে ব্রেকফাস্ট খাইছুইন ?' =p~

অটিত গিয়া অটি ভ্রাদার রে খইলাম , আমারে সিলটি ভাষায় একটা মাত তরজমা খরিয়া দাও , খেয়াঘাটের পোস্টে লিখিয়া দিয়া আসি । সে আমারে খইল , ইতা কিতা মাত মাতেন ?

বাংলার শুদ্ধ ভাষা সিলটে গিয়া আহত হইছে আর চিটাগাংগে গিয়া নিহত হইছে


১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪২

খেয়া ঘাট বলেছেন: আমি খাইছিগো সোনা। আফনে খাইছুইনি।
আর নোয়াখালী, কুমিল্লা, ফেনি গিয়া ভাষা কিতা অইছে।

ফিফল অফ নোয়াখানি কেন স্ফীক ভেরি ফ্রপার ইংলিশ। জাস্ট জোকিং
ভাষা সবার ঐতিহ্য। আমাদের ঐতিহ্য আমাদের অহঙকার।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D :D :D :D

আপনে সিলেটি নি ভাইছাব :)

সিলেট ভার্সিটি কোনটা?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬

খেয়া ঘাট বলেছেন: জ্বি অয় ভাইছাব।
সিলট শাহজালাল ভার্সিটি ভাই। টুকের বাজারও ।আমার ফুফুর বাড়ির খান্দাত।
বৈটকি লিখাতো , তাই অত লম্বা করে নাম বলি নাই।

ভালা থাকুওকা।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা হা......................মজা পাইলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫২

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা ।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

সপ্নাতুর আহসান বলেছেন: মজার।
আপনার বন্ধুর গল্পের টাইমিং টাও ভাল হইছে, তারেও ধন্যবাদ। না হলে এমন মজার গল্পের উদ্ভব হত কিভাবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৭

খেয়া ঘাট বলেছেন: ভালো জিনিস খেয়াল করেছেন ভাই।

বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা ।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার কাছ থেকে খুব সম্ভত ভিন্ন ধারার একটি গল্প পেলাম এই প্রথম। পড়ে মজাই লাগল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে ভাই। অনেক শুভকামনা রইলো।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা, দারুণ লাগল খেয়াঘাট!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় প্রোফেসর স্যার। অনেক শুভকামনা রইলো স্যার।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০

বটের ফল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা ।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

শূন্য পথিক বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২

সানফ্লাওয়ার বলেছেন: দাঁত কেলিয়ে হাসছি। হি হি হি

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

খেয়া ঘাট বলেছেন: হাসেন , বেশী করে হাসেন।হাসা ভালো।হার্টের জন্য ভালো । হু হু করে হাসেন।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৮

সাদেক বলেছেন:
কুন্তা খরার নাই, এখ দেশের গালি- আরখ দেশের বুলি। বুইজচইন্নি ভাইছাব ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: জ্বি অয় ভাইছাব। ভালাও খইছইন।
আফনে মাঝে মাঝে আইবা। আইয়া আমারে দেইখা যাইবা। ভালা থাকাওকা।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৬

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, বেশ মজার হইছে। আপন মনেই কিছুক্ষণ হাসলাম।
সিলেটে গু বলে আবার কোথাও কোথাও গা বলে, ব্যাপারটা শুধু মাত্র "উ ও আ" কারের বিড়ম্বনা। :) :)

ভাষার বিড়ম্বনা নিয়ে আমার অনেক আগে একটা পোষ্ট ছিলে, ঐটার কথা ভুলেই গিয়েছিলাম, এখন মনে পড়ল। পরে কোন এক সময় খুঁজে লিংক দিব নে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
আমিও আপনার পোস্টে খুঁজবো। তবে আপনি দিয়ে দিলে অলস মানুষের একটু আরাম হয়।

ভালো থাকবেন দেবদূত ভাই। অনেক শুভকামনা।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯

নিঃশব্দ শিশির! বলেছেন: গল্পটা অনেক পুরোনো আর বহুল প্রচারিত...!!
যাই হোক গল্পের শুরুতে তারেক , মানে মোসলেহ উদ্দিন এসেছে!!!
এক জন নির্লজ্জ , বেহায়া, জঘন্য ভিসি ছিলেন তিনি। বাংলাদেশ নয় বিশ্বের একমাত্র ভিসি তিনি , যিনি ছাত্রদের কাছে পদত্যাগ পত্র দিয়েছিলেন...!!!!
বিএনপি-জামায়াত পন্থিএই মাল নিলর্জ্জের মত ৬ টি মাস ক্যাম্পস অচল রেখে ছিলেন!!! বিএনপি ক্ষমতায় থাকার পরও তার বাসা ছাত্রদলের মদদে আগুন দেওয়া হয়েছিল!!! আমি দুঃখিত ফান এ এই সব বিষয় বলার জন্য। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রদের কাছে মোসলেহ উদ্দিন একটা গালির নাম!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।গল্পটি আপনি হয়তো শুনতে পারেন।খুবই কমন একটা ব্যাপার সিলেটে-কথাগুলো।
আর বিনয়ের সাথে বলছি ,স্যার আমার কাছে একজন ভালো মানুষ। অত্যন্ত শুভাকাঙ্খী।
জাতিসংঘে আমার চাকুরীর দরখাস্তপূরণের জন্য, রেজুমি তৈরি করে নীলক্ষেত থেকে টাইপ করা ইত্যাদির জন্য ১০০ টাকা দিয়েছিলেন। আমি যা কোনোদিন ভুলতে পারবোনা। সুতরাং আপনাদের সবার কাছে উনি খারাপ হলেও আমার কাছে একজন ভালো মানুষ। অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ।

আর পোস্টটিকে রাজনৈতিক রঙে না রাঙানোর জন্য আরো একবার আগাম ধন্যবাদ। অনেক শুভকামনা।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

মনিরা সুলতানা বলেছেন: বাংলার শুদ্ধ ভাষা সিলটে গিয়া আহত হইছে আর চিটাগাংগে গিয়া নিহত হইছে

ফিফল অফ নোয়াখালী খেন স্ফীক ভেরি ফ্রপার ইংলিশ।


আর আমগো কতা কিছু কইলাম না , সবাই জানে আমরা কেম্নে কতা কই । ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

খেয়া ঘাট বলেছেন: আপনাগো কথা শুনতে মুন্চায়। কিছু বলেন। জানার শেষ নাই গো আফা, জানার শেষ নাই।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

সাদেক বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: বাংলার শুদ্ধ ভাষা সিলটে গিয়া আহত হইছে আর চিটাগাংগে গিয়া নিহত হইছে

আমি আহত অইগেছি, শরিলো যে বেদনা খরের ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

খেয়া ঘাট বলেছেন: বেদনা খড়লে বেদনার বড়ি খাওক্কা ভাইছাব।
উন্দালো তেল গরম খড়িয়া বেদনার অন লাগাইলেও বিষ খমবো।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

সমুদ্র কন্যা বলেছেন: হাহা যেমন পোস্ট তার তেমন সব কমেন্ট। মজা পাইলাম খুব =p~ =p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ আপু।
মজা পাইলেন, আমিও খুশি হলাম।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

খেয়া ঘাট বলেছেন: ;) ;) ;) ;) ;)

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: =p~ =p~ =p~ =p~ কি বলবো ভাই সারা দিনে এই প্রথম পেট কাঁপিয়ে হাসলাম । ধন্যবাদ !!! B-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারও দেখি কাঁপুনি শুরু হয়ে গেলো। কেমনে থামাই। =p~ =p~ =p~ =p~ =p~

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

কিন্তু এ বস্তুটা নিয়ে কৌতুক না করাই ভালো ;) ঘৃণার উদ্রেক করে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৫

খেয়া ঘাট বলেছেন: কথা ঠিক বলেছেন........সুন্দর একটা লম্বা নিকের ভাই। =p~ =p~ =p~

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

আরজু পনি বলেছেন:

ইগু তুমি কীগু কইলা =p~

হ, আংগর ভাষা শুনলে তো আর আংগর সাতে কতাই কইবেন না /:)

=p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

খেয়া ঘাট বলেছেন: আন্নারা কি হেনির সামনে থাকেন না কি হেনীর হিছকান্দি থাকেন ?

সব ভাষাই মধুর, সব ভাষাই সেরা। আন্চলিক ভাষার বেশী বেশী চর্চা থাকা উচিত। একি এলাকার দু জন যখন একেবারে বইয়ের ভাষায় পরষ্পরের সাথে কথা বলে তখন বড় খারাপ লাগে।

বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো।

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

না পারভীন বলেছেন: নোয়াখালি , কুমিল্লা আর ফেনির কতা জানিনা । লক্ষীপুরের লক্ষীমানুষের কাছে ভাষার উপ্রে মধু বর্ষিত হইছে । আমরা পানিরেও হানি কই ।
বুইজ্জেন নি আরু বাই । ইয়ানো আঁর ভাষা শিক্ষা কোর্স একছার কমপ্লিট । ইয়ানের মানুষের তোন ও বালা ল্যাংগুয়েজ কইতাম হারি । =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

খেয়া ঘাট বলেছেন: লক্ষীপুরের লক্ষীমানুষের কাছে ভাষার উপ্রে মধু বর্ষিত হইছে । আমরা পানিরেও হানি কই। হাহাশে। জবর এক্খান জিনিস আন্নে লইক্ষ করিছেন।

আন্নারা নাকি প " রে হ কন? যেমন- পানিরে হানি।
তুরে কোন হাগলে কইছে?

আন্নে তাইলে অহন বহু ভাষাবিদ।

৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “স্যার বললেন- মিষ্টির দোকানে মিষ্টি খেতেই তো যাবা। গু খেতেতো আর যাবানা। .....খউকা কিতা খাইবায়। সাদাগু খাইবায় না কি লাল গু খাইবায়?”

=p~ =p~ =p~
রম্য দেখে একটু টাইম নিয়েই পড়লাম। একটু হাসার খুব দরকার ছিলো আমারও! বিস্তারিত অপ্রাসঙ্গিক হবে: শুধু বলে রাখছি। আগামি চার মাসে আমার ওপরও দোজকের আরাম নাজিল হয়েছে।

*এরকম পোস্টগুলোতে কমপক্ষে এক কোটি পিলাচ দিলে তৃপ্তি হয়, কিন্তু দিতে পারলাম মাত্র একটা। কী আর করা!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

খেয়া ঘাট বলেছেন: ১ টাই ১ কোটি হিসাবে ধরে নিলাম।

বিনীত ধন্যবাদ প্রিয় মাম ভাই। অনেক শুভকামনা রইলো।

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

মহামহোপাধ্যায় বলেছেন: ফার্স্ট ইয়ারে থাকতে একদিন আমার বাড়িওয়ালা এক প্লেট কাটা পেঁপে এন দিয়ে বললেন "ইগু খিতা ভালা ফাও নি ??"
আমি ভাবলাম আমাকে বলছেন, আমাদের ঐদিকে পেঁপে ভালো রকম পাওয়া যায় কিনা ?? আমি বললাম "না আঙ্কেল এরকমই"। "মাৎ বুজছনি ?? ইগু খিতা ভালা ফাও নি ??"

ব্যপক ধস্তাধস্তির পর জানতে পারলাম এর মানে হচ্ছে "এগুলো খেতে ভালোবাসো কিনা ??"

এর পর আরেক দফা ভাইভা দিতে হল ক্লাসের মেয়েদের কাছে। তিনারা জিজ্ঞাসা করলেন "হুরইন দিয়া হুরিয়া বাদা ফালাইছি" এর মানে কি?? মেয়েদের কাছে ইস্মার্ট হবার জন্য এক বন্ধু দৌড়াইলো আরেক সিলেটি বন্ধুর কাছে। সেই ফাজিল বলে দিলো "এর মানে হচ্ছে ডানে যাও" ;) ;) ;) ;) ;) বাকিটা ইতিহাস !!!!!!!!!

পরে মোটামুটি শিখে যাবার পর বন্ধুদের সাথে মজা করতাম "ইগু কার গু তুমার গু না আমারগু ??" ;) ;) ;) ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যতো দেখি পুরা হাসির হাঁড়ি।

শেষের লাইন পড়ে হাহাশে। হাহাশে। হাহাশে। =p~ =p~ =p~

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

গোর্কি বলেছেন:
-ভাষাটা একটু রপ্ত থাকায় পড়ে মজা পেলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: আপনি পড়ে মজা পেয়েছেন। খুবই খুশী হয়েছি ভাই।
পাঠ করে কেউ মজা না পেলে পন্ডশ্রমই মনে হয়। বিনীত ধন্যবাদ নিবেন।

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ! দারুন!!!! আমিও একবার এই ইগুর সমস্যায় পড়েছিলাম :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: তাই নাকি? নিশ্চয়ই সিলট। এইরকম কিন্ত আন্চলিক ভাষা নিয়ে নানা রঙের কাহিনী আছে। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪

ভোরের সূর্য বলেছেন: সহজ সরল নির্মল হাস্যরস এরকমই হওয়া উচিৎ। ধন্যবাদ ভাই।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ। মন্তব্য পেয়ে ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো।

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

শান্তির দেবদূত বলেছেন: আমার লেখালেখির শুরু এই ব্লগ থেকেই। একেবারের প্রথম দিককার লেখা, যেসব ছাইপাশ লিখে লেখা শিখেছি, এখনও শিখে যাচ্ছি। জীবনের একেবারেই প্রথমদিকের লেখা,
ভাষার বিড়ম্বনা ও বাঙ্গালী ললনার হিন্দী প্রীতি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই লিংকটির জন্য।

৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩২

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
'কোন গু দিয়া হাইলায়??'--আমার এক সিলেটি ফ্রেন্ডের কমন ডায়লগ ছিল এটি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাহাহা।
হাহাশে।

ধন্যবাদ প্রিয় শাহরিয়ার রিয়াদ ভাই

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: হা হা হা। মজা পেলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

খেয়া ঘাট বলেছেন: চেনা মুখ , অচেনা ছায়া- নিকটা তো সুন্দর।

মজা পেয়েছেন জেনে খুশী হলাম। অনেক ধন্যবাদ ভাই।

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

অনেকক্ষণ হাসলাম । সিলেটী ভাষা এক ফোটাও পারি না । একটু সিলেটী ভাষা শিখলাম , সিলেটে যেয়ে মিষ্টি খেতে কাজে লাগবে । B-)

না পারভীন বলেছেন:
বাংলার শুদ্ধ ভাষা সিলটে গিয়া আহত হইছে আর চিটাগাংগে গিয়া নিহত হইছে
=p~ =p~ =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

খেয়া ঘাট বলেছেন: যাক, অন্ততঃ আপনার কাজে লাগলো।
কোথাও আহত ,কোথাও নিহত আবার অন্য কোথাও আ সি ইউ তে ছিলো।

৪১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫২

মেহেদী হাসান মানিক বলেছেন: রম্য গু ভালা অইচে

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭

খেয়া ঘাট বলেছেন: ছবি গু ও ভালো ঐছে। হাসতে হাসতে শেষ

৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: :) .. মজা পাইলাম...

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইয়া।

৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৩

উড়োজাহাজ বলেছেন: টেনশন কমাতে ভালই কাজে আসবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২১

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাইয়া।

৪৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

নেক্সাস বলেছেন: হাহাহাহা মজাইলাম

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই।

৪৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: হো হো হো

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: =p~ =p~ =p~

আমার পেট ব্যথা হইয়া গেলু!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: B-)) B-)) B-))

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৩

খেয়া ঘাট বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-)

৪৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

শাহেদ খান বলেছেন: =p~

জীবন থেকে নেয়া রম্য ভাল্লাগল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লাগলো জেনে অনেক খুশী হলাম শাহেদ ভাই। ধন্যবাদ নিবেন।

৪৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

আদম_ বলেছেন: মজা পাইলাম। হি হি.....

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা রইলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.