নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

যে গল্পটি চোখে অশ্রু এনে দেয়। মন বিষাদময় করে তোলে।এটাতো জীবনেরই গল্প

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৬

ঈগল পাখীর ডানা আর কত বড়?খুব বেশী বড়না।কিন্তু এই ছোট ডানা দিয়েই সে পুরো আকাশ উড়ে বেড়ায়।



আমাদের গল্পের মজিদ মিয়া ও একদিন নীলিমার আকাশে ঈগল পাখির ন্যায় উড়িয়িছিলেন তারুণ্য। কিন্তু আজ বুড়ো হয়েছেন। জীবন যুদ্ধে চৈত্রের উত্তপ্ত মাঠে ফসল ফলাতে চোখের নোনা জল আর বুকের ঘাম একাকার করেছেন। প্রখর তপ্ত রোদে জারুল ছায়া কাছে ডেকেছে বারবার। কিন্ত মজিদ মিয়া আকাশের ঈগল পাখীর সাথে পাল্লা দিয়ে জমিনে কর্তৃত্ব করেছেন। জারুল আর বটের ছায়ায় জিরিয়ে নেয়ার ত্বষ্না হয়নি তার।



সন্তান বড় হয়েছে আজ। মজিদ মিয়ার মনের গহিনের ছোট আশা নীলিমায় ডানা মেলে দেয়া ঈগল পাখীর আকাশের চেয়েও এখন অনেক বড়। জারুল আর বটের ছায়ার চেয়েও শান্ত তার আশা আর শান্তির মতো স্নিগ্ধ তার মন।



নিস্তব্ধ নিথর রাত।বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক। আজকের রাত যেন এক ঘুটঘুটে অন্ধকার। রাত বাড়ছে ধীরে ধীরে।

সাথে বাড়ছে বৃদ্ধ ,জীর্নশীর্ন ,রোগাগ্রস্থ মজিদ মিয়ার কাশি। এ কাশিতে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে তার।



একটা চারকোনা খাবার টেবিল। চারপাশে চারজন বসা। মজিদ মিয়া, তার বড় ছেলে,পুত্র বধু আর আদরের ৯ বছরের নাতি।



মজিদ মিয়া বয়সের ভারে ন্যুব্জ। বুক কাঁপে ,বুকের সাথে হাত কাঁপে। এক লোকমা খাবার মুখে নেন তো ,আরেক লোকমা মুখের বাইরে পড়ে যায়। প্লেটের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে খাবার পড়ে টেবিলটা বড় বেশী নোংরা হয়ে আছে।



দামি ডাইনিং টেবিল। টেবিলের নীচে আরো দামি কার্পেট পাতা। ঝকঝকে নতুন।



পুত্র বধু খুব অস্বস্থি বোধ করে। আর সন্তান বাপের দিকে চেয়ে চোখ রাংগায়।

মজিদ মিয়ার বুক আবারো কেঁপে ওঠে। তবে এবার বার্ধ্যেকে না ভয়ে ঠিক বুঝা যায়না।



পরের রাত ।এক টেবিলে তিনজন বসে খাবার টেবিলে,আরেক টেবিলে শুধুইএকজন। একা বসা আমাদের মজিদ মিয়া।বড় নিঃসংগ আর বড় একাকী।



মজিদ মিয়া কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস ওঠালেন।কিন্তু চুমুক দিতে না দিতেই গ্লাস হাতের বাঁধন থেকে আলগা হয়ে যায়। ভয়ে ভয়ে একবার আদরের সন্তানের দিকে তাকান।আরেকবার হৃদয় বিদীর্ণ করা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। নিজের হাতকেও যেন আর বিশ্বাস করতে পারেন না।



এবার হাত বাড়ালেন প্লেটের দিকে। প্লেটেরও গতি হলো মাটিতে।পড়ে আছে ভাংগা-ভাংগা টুকরা। একেকটা ভাংগা টুকরো যেন মজিদ মিয়ার একেকটা স্বপ্নের মতো। মজিদ মিয়ার দীর্ঘশ্বাস প্লেটের উপর পড়ে, কিন্তু সেই দীর্ঘশ্বাস ভাঙা প্লেটকে আর জুড়া লাগাতে পারে না।



এর পরের রাত। আজ মজিদ মিয়ার খাবার টেবিলে কোনো কাঁচের প্লেট নেই, নেই কোনো কাঁচের গ্লাস। শুধু কাঠের একটা সানকি। আর কাঠের আরেকটা গ্লাস। মজিদ মিয়ার বড় ছেলে আর পুত্রবধু আজ বড় নিশ্চিত।



নয় বছরের ছোট ছেলেটি শুধু দূর থেকে এক জীর্ণ, শীর্ণ, ব্যর্থ বুড়ো দাদুর দিকে চেয়ে থাকে।



পরের দিন বেলা দ্বি প্রহর।বুড়ো মজিদ মিয়া বিছানায়একাকী শুয়ে আছেন।

নিজ সন্তান আর পুত্র বধু বাইরে থেকে ফিরেছে। ঘরে ঢুকেই দেখেন তাদের ছেলে বাপের পাশে বসে কাঠ আর পেরেক নিয়ে আপন মনে খেলছে।



বাবা,জিজ্ঞেস করেন-সোনা মনি কি করছ?



ছেলে মিষ্টি হেসে দারুন উতফুল্ল হয়ে বলে - কাঠের প্লেট আর কাঠের গ্লাস বানাচ্ছি বাবা। তোমরা ও যে একদিন দাদুর মতো বুড়ো হবে। খাবারের টেবিল নোংরা করে রাখবে। দামী কাঁচের গ্লাস,প্লেট সব ভেংগে ফেলবে। তাই আগে থেকেই তোমাদের জন্য কাঠের প্লেট আর কাঠের গ্লাস বানিয়ে রাখছি । ভালো করছি না বাবা?



(একটি ইংরেজি লিখার ভাবানুবাদ-)

মন্তব্য ৬৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

শান্তির দেবদূত বলেছেন: :( মনটা খারাপ হয়ে গেল। মানুষ কেন অতীত ভুলে যায়! বাচ্চা অবস্থায় আমরা কত কিছু ভেংগেছি, কত কিছু ছুড়ে মেরেছি আর বাবা মা এগুলো দেখে আনন্দের হাত তালি দিয়েছে! আর আমরা এর কি প্রতিদান দেই! মানুষ বড়ই স্বার্থপর !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০০

খেয়া ঘাট বলেছেন: আগুনেও পুড়িলোনা ললাটেরই লিখা হায়,
চিরদিন কারো সমান নাহি যায়---নজরুল গীতি।

বিনীত ধন্যবাদ দেবদূতভাই। আপনার নিকটা এতো এতো সুন্দর।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: নির্মম। :(

ভাললাগলো অনুবাদ পড়ে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০১

শ্রাবণধারা বলেছেন: নিজের ঘটনা একটু শেয়ার করি। আমার বাবা যখন মারা যান তখন সবে ছোট একটা চাকরিতে ঢুকেছি। মা আর স্কুল কলেজ পড়ুয়া ছোট দুবোনের দেখভালের সামর্থ্য বা যোগ্যতা কোনটাই পুরো ছিল না, কিন্তু যতটুকু সামর্থ্যে কুলোয় চেষ্টা করতাম। পরে এই সামর্থ্যটা একটু বাড়লো, সবাইকে নিয়ে একসাথে থাকার সুবিধাটা হল। তাদেরকে একটু ভালভাবে দেখভাল করার সুযোগ পেলাম। মজার ব্যাপার হল, এটা নিয়ে মাঝে মাঝে মানুষের প্রশংসা পাই। আমি ভাল ছেলে, আজকাল এমনটা তেমন কেউ করে না - এমন কথা প্রায় শুনি। জীবনে কখনও প্রশংসা শুনে অখুশী হইনি, কিন্তু এই প্রশংসা শুনলে আমি মনে মনে খুব দুঃখিত হই। যেটা আমার নিছক দায়িত্বের মধ্যে পরে সেজন্য প্রশংসা পেয়ে আমার মনে মানুষ সম্পর্কেই নিদারুণ সন্দেহ তৈরি হয়। মনে হয়, যে জানোয়ারের দল অধিকাংশই নিজের মা-বাবাকে বৃদ্ধ বয়সে দেখেনা, সমাজ বা রাষ্ট্রে মলমূত্র ছড়িয়ে নোংরা করা ছাড়া এর দ্বারা আর কারো কোন উপকারই হবে না। হয়ত এই জানোয়ারের দল বেড়ে গেছে বলেই সবদিক থেকে আমাদের এত অকল্যাণ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৩

খেয়া ঘাট বলেছেন: যে জানোয়ারের দল অধিকাংশই নিজের মা-বাবাকে বৃদ্ধ বয়সে দেখেনা, সমাজ বা রাষ্ট্রে মলমূত্র ছড়িয়ে নোংরা করা ছাড়া এর দ্বারা আর কারো কোন উপকারই হবে না। হয়ত এই জানোয়ারের দল বেড়ে গেছে বলেই সবদিক থেকে আমাদের এত অকল্যাণ। - ঠিক বলেছেন ভাই।

আপনার প্রশংসা করবোনা। শুধু বিনীত শ্রদ্ধা জানিয়ে গেলাম।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

শাহরিয়ার পলক বলেছেন: যদিও আগে এই অনুবাদটি অন্য কোথাও পড়েছিলাম তবুও বলব আপনার লেখনী দ্বিতীয়বার পড়ার আগ্রহ যোগায়।

আমার মনে এই বিষয়ে একটা প্রশ্ন সবসময় ঘুরঘুর করে। আমি, আপনি, তারা, আমরা সবাই বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলাকারীর নিন্দা করি। তাহলে কারা এটা করছে?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় শাহরিয়ার ভাই।

এই আমি,আপনি,তারা'র মাঝেই লুকিয়ে আছে ওরা। নিম্নবিত্ত থেকে শুরু করে একেবারে উচ্চবিত্তের মাঝেও ওরা আছে,মানে এই মুখোশ পরা আমরা আছি। মুখোশের বাইরেও কত ঘটনা নিজের চোখের সামনেই দেখেছি।
কত অবহেলা দেখেছি, আশা ক্রমে ক্রমে ক্ষীণ হয়ে যাওয়া পিতা মাতার কত দীর্ঘশ্বাস দেখেছি।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
একটা অ্যাড ছিল ওল্ড হোম নিয়ে, ওটার মতো হৈসে ||

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৯

খেয়া ঘাট বলেছেন: অ্যাড টা তো দেখি নাই।
আপনি এটা কীসের প্রোপি লাগালেন?

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
গো টু হেল লিখে সার্চ দিসিলাম, এটা রেজাল্টে আসছিল।ব্যাটা একটা জোকার !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২২

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহা।
এতোদিন শুনে আসছিলাম হরিষে বিষাদ।
এটা দেখে মনে হলো বিষাদে হরিষ। ভালোই লাগলো।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭

না পারভীন বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ।
হে আমার রব ! তাদের ( পিতা মাতা) প্রতি রহম কর , যেমন করে তারা আদর সহকারে বাল্যকালে আমাকে লালন পালন করেছেন । ( সুরা বনী ইস্রাইল ২৪)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

খেয়া ঘাট বলেছেন: না পারভীন বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ।
হে আমার রব ! তাদের ( পিতা মাতা) প্রতি রহম কর , যেমন করে তারা আদর সহকারে বাল্যকালে আমাকে লালন পালন করেছেন । ( সুরা বনী ইস্রাইল ২৪) - আমিন।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: মনটা নোনতা হয়ে গেল!

পিচ্ছিটা একদম দাতভাংগা প্রাপ্য জবাব দিছে !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ প্রিয় মাসুম ভাই।

স্বপনচক ভাইয়ের কাজটা দেখেছেন। একেবারে ১৩ পোস্ট।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন কেমন করা গল্প।
এমন অনেক প্রতিকী গল্প,সত্যি গল্প আছে........কিন্তু একেকটা মানুষ একেক রকম ,ছোটবেলা থেকে বড়দের সন্মান করার ব্যাপার পরিবার থেকে শিক্ষা পেলে এমন হবার কথা নয়...........

ছোটরা অনেক সময় অনেক ভালো বোঝে বড়দের চেয়েও। আর ওদের সরলতা আকাশ সমান হয়।

শুভকামনা রইলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: দারুন মন্তব্য করেছেন প্রিয় সাজি।
ছোটদের সরলতা আকাশ সমান। অনেক ভালো লাগলো লাইনটি। মনে রাখার মতো। শুভকামনা।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

এহসান সাবির বলেছেন: এই টাইপের গল্প পড়েছিলাম আগে, বরাবরই দুঃখময়...... আপনার লেখা ভালো লেগেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সাবির ভাই। শুভকামনা রইলো ভাই।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: কৃতকর্ম নিজের জন্যই ফিরে আসে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

খেয়া ঘাট বলেছেন: সেটাই মামুন ভাই । বিনীত ধন্যবাদ

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

অনুবাদে ভালো লাগা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা ভাই।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এরকম একটা গল্প পড়েছিলাম কিংবা শুনে ছিলাম কোথাও।
খুবই খারাপ লাগে বিষয়গুলো।

ভালো পোস্ট ভাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই। ইংরেজিতে পড়তে পারেন। আমিতো ভাবানুবাদ করলাম নিজের মতো করে। শুভকামনা রইলো প্রিয় আশরাফুল ভাই।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

সরকার আলী বলেছেন: @ শাহরিয়ার পলক, জেনে নিন বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলাকারী একজনকে-

আমার চাচাতো ভাই, কৃষক চাচার বড় ছেলে, চাকুরীজীবী। কোনদিন বাড়ীতে নগদ কোন টাকা-পয়সা দেননি। বাড়ীতে এলে আমরা যদি বলতাম- হাট/বাজার থেকে কিছু মাছ/মাংশ এনে চাচা-চাচীকে খাওয়াও, জবাব পেতাম- মাছ/মাংশ তো আমি কিনে বাসায়ই খেতে পারি, তাহলে আর বাড়ীতে এসেছি কেন? জানি ঐ ভাইয়ের বউই বরইয়ের এক মৌসুমেই বাজার হতে প্রতিদিন একে একে ২ মণ বরই কিনে খান। সর্বশেষ অসুস্থ বৃদ্ধ চাচার চিকিৎসার জন্য টাকা চাইলেপর বলেন- বৃদ্ধ মানুষ, মারাইতো যাবে, চিকিৎসা করে টাকা খরচ করার দরকার কি?

আল্লাহ ঐ ভাইয়ের দু'টি সন্তান দান করেছেন। দোয়া করি তারা যেন তাদের পিতার মত না হয়।

আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার হক্ব আদায় করার তৌফিক দিন (আমিন)।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

খেয়া ঘাট বলেছেন: শ্রদ্ধেয় সরকার ভাই,
এরকম কত ঘটনা যে আছে ভাই। দেখলে মনটা খুব খারাপ হয়।
আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার হক্ব আদায় করার তৌফিক দিন (আমিন)।

অনেক শুভকামনা রইলো ভাই।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আফসোস আমরা ভুলে যাই আমাদের সবাইকেই আমাদের কাজের প্রতিদান পেতে হবে । আফসোস আমরা ভুলে যাই আমাদেরও সেই সময় আসবে যে সময়ে আমাদের মা বাবারা আছেন ! :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

খেয়া ঘাট বলেছেন: আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আফসোস আমরা ভুলে যাই আমাদের সবাইকেই আমাদের কাজের প্রতিদান পেতে হবে । আফসোস আমরা ভুলে যাই আমাদেরও সেই সময় আসবে যে সময়ে আমাদের মা বাবারা আছেন !

দারুন একটা কথা বলেছেন। অনেক শুভকামনা ভাই।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় হাসান মাহবুব ভাই।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫৯

শাহরিয়ার পলক বলেছেন: @সরকার আলী ভাই, আপনার চাচাতো ভাইয়ের কথা শুনে আজ সত্যি সত্যি মনে হল কোনো পিতা-মাতা আসলেই এমন নিকৃষ্ট মানসিকতার সন্তান জন্ম দিতে পারেন।

আমিও দোয়া করি তার সন্তানরা যেন তাদের পিতার মত না হয়...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৪

খেয়া ঘাট বলেছেন: আমিও আপনার সাথে একমত পোষন করলাম প্রিয় শাহরিয়ার পলক ভাই।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২২

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভালো লাগলো গল্পটি !

+++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

আমি তুমি আমরা বলেছেন: আগেই কোথায় যেন পড়েছিলাম গল্পটা। আপনার অনুবাদে একটা পরিচিত পরিবেশ আর পরিচিত চরিত্রগুলো খুজে পেলাম। ভাল লাগল :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

খেয়া ঘাট বলেছেন: হ্যাঁ, এটা ইংরেজী একটা গল্পের অনুবাদ।
বিনীত ধন্যবাদ ভাই ।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

সমুদ্র কন্যা বলেছেন: এই ধরনের গল্প আগেও পড়েছি। আফসোস কৃতঘ্ন সন্তান এসব পড়েও শিখে না। আল্লাহ এদের সুমতি দিন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ এদের সুমতি দিন।
অনেক শুভকামনা। বিনীত ধন্যবাদ রইলো আপু।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

দুঃখী__ বন্ধু বলেছেন: আহারে কোন দিন মজিদ মিয়ার মত হয়ে যাই , ভয় লাগছে । :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: দোয়া করি কোনোদিন যেন না হন।

বীজ ভালো হলে বৃক্ষ ভালো হয়, ফল ভালো হয়। দুয়েকটা ব্যতিক্রম বাদ দিয়ে। শুভকামনা রইলো অনেক।

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ আমাদের সবাই কে এই ধরনের অপরাধ করার হাত থেকে ক্ষমা করুন ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ আমাদের সবাই কে এই ধরনের অপরাধ করার হাত থেকে ক্ষমা করুন । আমিন, আমিন, আমিন।

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

রাজসোহান বলেছেন: ভাবানুবাদ চমৎকার হয়েছে আরিফ ভাই :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় রাজা। =p~ =p~ =p~

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

নুসরাতসুলতানা বলেছেন: গল্পে ++++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম। ভালো লাগলো।

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

রাজসোহান বলেছেন: হেসে কুটি কুটি হলেন যে :|

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

খেয়া ঘাট বলেছেন: রাজাকে সরাসরি ধন্যবাদ জানানোর মতো সৌভাগ্য ক'জনার হয়। তাইতো প্রাণভরে হাসলাম।

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

রাজসোহান বলেছেন: আরিফ ভাই, আমি ছোটোখাটো মানুষ :( ফেসবুকে নক দিলে বিরক্ত হবে নাতো? :!>

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

খেয়া ঘাট বলেছেন: আরে কি বলেন,
রাজার আহ্বান বলে কথা।এতো পরম সৌভাগ্য। =p~ =p~

২৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৪৫

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
নচিকেতার গানটা মনে পড়ে গেল। একটা টিভিসিও দেখেছিলাম এই ধরনের। আমরা কতটা নীচ হয়ে যাচ্ছি, রক্তের সম্পর্কগুলোকেও অস্বীকার করছি।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮

খেয়া ঘাট বলেছেন: নচিকেতার বৃদ্ধাশ্রম গানটা, তাই না? অসাধারণ গানটা।

আমার মানবকুকুর গল্পটি পড়তে পারেন, যদি অবসর থাকে।

অনেক শুভকামনা রইলো প্রিয় শাহরিয়ার রিয়াদ ভাই।

আপনার নিক দেখলে কবি আলমাহমুদের "যেভাবে বেড়ে ওঠি"তে লিখা-"প্রিয় শাহরিয়ার যদি কিছু মনে না করেন" লিখাটির কথা মনে পড়ে।

২৮| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ভাবানুবাদ চমৎকার হয়েছে আরিফ ভাই :)
গল্পে ভাল লাগা রইল ।
ভাল থাকুন প্রিয় ভাই :)
শুভকামনা রইল অনেক ।

০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৫

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যপেয়ে অনেক খুশী হলাম ভাইজান। আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো।

২৯| ০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৩

ইমানুয়েল নিমো বলেছেন: অনেক ভালো লাগলো।

০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা প্রিয় নিমো।

৩০| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

নুসরাতসুলতানা বলেছেন: আন্তরিক রিপ্লাইটির জন্য ধন্যবাদ। এ পোষ্টে আবার এলাম এটা বলতে যে অন্যদের সম্মান দেখাতে পারার চমৎকার গুনটি আপনার মধ্যে নোটিশ করেছি , প্রশংশনীয় এটা। ভাল থাকবেন সবসময়।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

খেয়া ঘাট বলেছেন: প্রশংসাপেয়ে ভালো লাগলো। অনেক বেশী ভালো লাগলো।
কাউকে সম্মান জানাতে পারলে , বিনয়ী হতে পারলে নিজের কাছেই ভালো লাগে।
ইভেন এ্য স্মাইল ইজ এ চ্যারিটি- এই নীতিতে বিশ্বাস করি।

শুভকামনা থাকলো। নিরন্তর শুভকামনা।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

খেয়া ঘাট বলেছেন: মিতা হক নিয়ে যে পোস্ট করেছিলাম- সেখানে চট্টগ্রামের এক মাওলানার কথা বলেছিলাম। উনার নাম মনে পড়েছে।
চট্টগ্রামের সিংহপুরুষ ছিদ্দিকুর রহমান আযাদ।

ঐ পোস্ট নিয়ে আর আলোচনা করতে ইচ্ছে করলোনা বলে- এখানে জানিয়ে গেলাম। বিনীত ধন্যবাদ।

৩১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

নুসরাতসুলতানা বলেছেন: ধন্যবাদ । সম্ভবত উনি এখন ঢাকাতেই থাকেন।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩

খেয়া ঘাট বলেছেন: জ্বি না। শুনেছি উনি অনেকদিন আগেই নাকি ইন্তেকাল করেছেন।

৩২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

সদয় খান বলেছেন: অসাধারণ ++++++++

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.