নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

৪ ঘন্টা ৩৭ মিনিটে ৬১ টি পোস্ট- একজন নতুন ব্লগার।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০১

জানিনা, উনার আগের কোনো নিক ছিলো কিনা। প্রথমে খেয়াল করলাম ব্লগিং করছেন মাত্র ৪ ঘন্টা৩৭ মিনিট। কিন্তু ৬/৭ পাতায় পরিপূর্ণ উনার পোস্ট। কৌতুহল থেকে গুনা শুরু করলাম মোট ৬১ টি পোস্ট। এরপর একেবারে উনার দেয়া প্রথম পোস্টটি পড়লাম। মনে করেছিলাম- হয়তোবা হিজিবিজি লিখে পাতা ভর্তি করে ফেলেছেন।

কিন্তু না। অনেক পরিশীলিত, মার্জিত, বেশ চমৎকার পোস্টগুলো।

ইচ্ছে হলো সাজিদ উল হক আবির কে শুভকামনা জানাই। উনার পোস্টেই জানিয়েছি। সাথে অন্যসবাইকে ও জানিয়ে গেলাম। ভাই আপনার জন্য শুভকামনা রইলো।

(সাময়িক পোস্ট)

মন্তব্য ৭৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ২:১৫

হৃদয় রিয়াজ বলেছেন: কন কি ভাই :||
কপি/পেস্ট না হলেই হয় #:-S

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ২:১৯

খেয়া ঘাট বলেছেন: নারে ভাই। আমিও তাই মনে করেছিলাম। অথবা , আগের কোনো নিক হতে পারে। কিন্তু মনে হলো তাও না। একবারে নতুন ব্লগারই মনে হলো।

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৫২

এক্সপেরিয়া বলেছেন: কিভাবে লিখল এত পোস্ট? ব্যাকআপ রাখল নাতো?

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৯

খেয়া ঘাট বলেছেন: উনি জানে। মনে হয় আগে খসড়া কোথাও লিখা ছিলো।
ব্যাকআপ কীভাবে রাখে। আমি নিজেও তো ব্যাকআপ রাখিনা।

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:১০

ইমানুয়েল নিমো বলেছেন: উনার ব্লগ ঘুরে এসে এখানে মন্তব্য করলাম। ভালোই লিখেন তিনি, যদি লেখাগুলো সত্যিই তার নিজের হয়।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৯

খেয়া ঘাট বলেছেন: আমিও সেটাই ভাবছি। মনে হয় নিজেরই লিখা।

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:২০

রাজসোহান বলেছেন: ৪ ঘন্টা ৩৭ মিনিটে ৬১ টি পোস্ট


ভালো লিখুক, খারাপ লিখুক, এতো লিখা কিম্নে সম্ভব ভাই। আধা ঘণ্টা টাইপ করলেইতো মাথা হ্যাং হয়ে যায় :(

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫০

খেয়া ঘাট বলেছেন: আধা ঘণ্টা টাইপ করলেইতো মাথা হ্যাং হয়ে যায়- দারুন একটা জিনিস খেয়াল করেছেন। এটা কিন্তু আমি খেয়াল করিনি।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: উনি তো সেফ হলে প্রথম পাতা নষ্ট করে ফেলবে ! ভয়ানক ব্যাপার !

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

খেয়া ঘাট বলেছেন: হুমম।
কিন্তু নিয়ম জানলে হয়তো এতো পোস্ট একসাথে না করে রয়ে সয়ে করবেন।

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৭

একজন বোকা মানুষ বলেছেন: এতো এতো পোস্ট ? ওনাকে 'পোস্টমাস্টার' খেতাব দেওয়া হোক :)

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৬

খেয়া ঘাট বলেছেন: পোস্টমাস্টার - হাহাহাহাহাহহাহা। দারুন ক্রিয়েটিভ। বোকা মানুষ বেশ বুদ্ধিমান।

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৪

স্বপ্নবাজ শয়ন বলেছেন: আরে ভাই উনার আগেই সব লেখা ছিলো,,,পোষ্টের টাইম দেখেন,,জাষ্ট কপি করছে আর দিপদাপ পেষ্ট পোষ্ট....তই ভালোই লিখছে পেষ্টমাষ্টার,,

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৫

খেয়া ঘাট বলেছেন: এটাই হতে পারে। আগে কোথাও লিখা ছিলো। ধন্যবাদ আপনাকে।
কিন্তু নিজের লিখা পোস্ট করলে কি পেষ্টমাষ্টার বলা যাবে। আগেই থেকেই নিজের লিখা থাকলে কষ্ট করে কে আবার টাইপ করবে?

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৮

রাফা বলেছেন: এটা কোন ভাবেই সম্ভব নয়।উনার টাইপিং স্পিড যাই থাকুক।
আন্য কোথও থেকে কপি পেস্ট করলেই সম্ভব একমাত্র।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:২০

খেয়া ঘাট বলেছেন: হয়তোবা নিজেরই লিখা অন্য কোথাও ছিলো। সেখান থেকেই পোস্ট করেছেন। আগে থেকেই নিশ্চয়ই লিখার চর্চা ছিলো।

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আগেকার লিখা হয়তো নতুন আইডি খুলে কপি পেস্ট করেছেন বলে এই অবস্থা!

ক্লিক দিস লিঙ্ক

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪

খেয়া ঘাট বলেছেন: দারুন জিনিস বের করেছেন। উনি তাহলে পেঁচা ব্লগের ব্লগার । এরকম একটা ব্লগ আছে, তা তো জানতাম না। এবার ক্লিয়ার হলো।

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমিও জানতাম না , ওনার ওই গল্পের লাস্ট কয়েক লাইন কপি করে গুগলিং করলাম, তখন পেলাম । :P

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৮

খেয়া ঘাট বলেছেন: এইভাবেও বের করা যায়।
গুগলকে তো ভীষণ ভয় করে। কোনো কিছুই দেখি লুকিয়ে রাখা যায়না।
আপনারা অনেক মেধাবি ভাই।

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৪

শাহরিয়ার পলক বলেছেন: এটা আমিও প্রায় করি। কোনো কিছু নিয়ে সন্দেহ হলে জাস্ট কিছু অংশ নিয়ে গুগলে ছেড়ে দিলে, গুগল কোনো না কোনো ক্লু দিয়েই দেয় :)

পেচা নামের ব্লগের নাম এই প্রথম দেখলাম। আরো কত কিছু যে দেখবো সামনে :/

আবির ভাই সম্ভবত পড়ার চাইতে লিখতে বেশি ভালবাসেন...

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৬

খেয়া ঘাট বলেছেন: দারুন একটা টিপস দিয়ে গেলেন আজকে। শিখলাম। অনেক বেশী শিখলাম।
না পড়লেতো লিখা আসবেনা।

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: একবার ঘুরে আসেন উনার ব্লগ থেকে।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯

আরজু পনি বলেছেন:

নিজের লেখা আর কোথা্ও থাকলে সেখান থেকে কপি করে পেস্ট করে দিয়েছে সামুতে ।

ব্যাপার না । কারণ আমার নিজের লেখা্ও আমার সাইটে থাকে, ইচ্ছে হলে সামুতে বা আর কোন ব্লগে পোস্ট করে দেওয়ার অভিজ্ঞতা আছে ।

তবে উনার নিজের লেখা কি না...সেটা যাচাই করা্ও খুব অসম্ভব না ।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: তবে উনার নিজের লেখা কি না...সেটা যাচাই করা্ও খুব অসম্ভব না ।

কীভাবে করবেন। তবে আমার মনে হলো -উনার নিজেরই লিখা হতে পারে। উনার প্রথম পোস্ট পড়লাম। বাবা ছিলেন ঢাবি'র বাংলা সাহিত্যের আর উনি ইংরেজী সাহিত্যের। আদনান শাহরিয়ার ভাই উনার পেচা নামক ব্লগের লিংক দিয়েছেন উপরে।
আমি এতো অল্পসময়ে এতোগুলো সুন্দর গোছানো পোস্ট দেখেই উনাকে ধন্যবাদ জানানোর জন্যই পোস্টটা দিয়েছিলাম। যাতে অন্য সবার চোখেও যেন পরে।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০২

প্রত্যাবর্তন@ বলেছেন: B:-) B:-)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০

খেয়া ঘাট বলেছেন: আসলেই এই ইমোর মতোই আমার অবস্থা হয়েছিলো।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

চলতি নিয়ম বলেছেন: সুপারম্যান

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: সুপার পোস্টম্যান। !:#P !:#P !:#P !:#P !:#P

১৬| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


সামুতে রেকর্ড করবেন এই আশায় হয়ত। নতুবা ধীরে ধীরে পোস্ট গুলো দিলে সবাই আগ্রহ নিয়েই পড়ত। এখন সেটা হবার চান্স কম।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: আবার হয়তোবা নতুন ব্লগার হিসাবে সব কিছু নাও জানতে পারেন।
অথবা আপনার কথাই ঠিক-রেকর্ড করার ইচ্ছে।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: হুম!! দেখে আসলাম! পুরনো লেখক! সামুর মাধ্যমে সার্কেল বাড়ানোর চেষ্টা করছে!!

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫

খেয়া ঘাট বলেছেন: জ্বি , সেটাই হতে পারে। অবশ্যই পুরানো লেখক। না হলে এতো পোস্ট দেয়া অসম্ভব।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

স্বপনচারিণী বলেছেন: স্পেশাল ধন্যবাদ জানানো দরকার আপনাকেই, এরকম একজন প্রতিভাকে খুঁজে বের করার জন্য। আবির ভাইয়ের কাছ থেকে ঘুরে এলাম। ভাল লিখেছেন। কিন্তু সামু এত তারাতারি সরাসরি পোস্টের অনুমতি দিয়ে দেয়? হয়তো লেখার মান বিবেচনা করেই দিয়ে দিয়েছে।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: আপনার দেয়া ধন্যবাদ বিনয়ের সাথে গ্রহণ করলাম। তবে উনাকে মনে হয় প্রথম পাতায় এখনো এ্যাকসেস দেয়া হয়নি। নিজের পাতায় তো ইচ্ছেমতো পোস্ট করা যায়।

১৯| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নতুন সহব্লগার সাজিদ উল হক আবিরকে শুভেচ্ছা স্বাগতম....

দরদি সহব্লগার খেয়া ঘাটকে ধন্যবাদ :)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

খেয়া ঘাট বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নতুন সহব্লগার সাজিদ উল হক আবিরকে শুভেচ্ছা স্বাগতম....

দরদি সহব্লগার খেয়া ঘাটকে ধন্যবাদ । হাহহাহাহাহাহাহহাহাহাহাহাহাহহাহাহা । হাসতে হাসতে শেষ। দরদি সহব্লগার---হাহাহাহাহাহা

২০| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নোমান নমি বলেছেন: কপি পেষ্ট করে দিলেওতো এতক্ষনে বোর হয়ে যাবার কথা!
উনাকে দিয়ে হবে কনফার্ম।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: উনাকে প্রথম পাতায় তাড়াতাড়ি এ্যাকসেস দেয়া হোক। উথাল পাতাল ব্লগিং আর বাংলা ব্লগের উসাইন বোল্টের অপেক্ষায় রইলাম।

২১| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

টিসেলিম বলেছেন: সবচেয়ে বড় কথা উনি হয়ত দ্রুত জেনারেল হওয়ার জন্য এই অভিনব পদ্ধতি অবলম্বন করছেন .।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: ভালো একটা কারণ বের করেছেন। এটাও হতে পারে ।

২২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

টিসেলিম বলেছেন: প্রথম পোস্ট ৯:২৯পি এম শেষ পোস্ট ১:০৯ এ এম .। মাঝখানে সময় ব্যবধান ৩ঘন্টা ৪০ মিনিট মানে ২২০ মিনিট .। একেক টা পোস্ট প্রতি সময় ব্যয় ৩.৬১ মিনিট! আমি নিশ্চিত উনি একটানা পোস্ট করেছেন .। কারন পোস্টের শিরোনাম লিখতেও কিছু সময় ব্যয় হয়

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: অবশ্যই একটানা করেছেন। না হলে কীভাবে সম্ভব।

২৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

তওসীফ সাদাত বলেছেন: আমার মনে হচ্ছে উনি নিজেই লিখেছেন। তবে আমার অখ্যাতি আছে সহজে মানুষকে বিশ্বাস করার এবং সবকিছু তে পজেটিভ কিছু খোঁজার।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: আমারও তাই মনে হয়। উনার প্রথম পোস্ট পড়লেই বুঝা যাবে।
আপনার চমৎকার এ গুনটির জন্য বিনীত ধন্যবাদ ভাই।

২৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
উনি কি হাতের লেখা পরিষ্কার করে?
শ্লেট হলে বলা যেত, হাতের লিখার সৌন্দর্যের কসরত :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~

উনার লিখা কিন্তু বেশ ভালো।

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

নিহন বলেছেন: apnar profile pic ta valo legeche vai...onek golaporan mokh deklam jader akhon r khujeo pawa jaina....:(

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

খেয়া ঘাট বলেছেন: সেজন্যই ওটা রেখে দিলাম প্রোপিক হিসাবে। বিনীত ধন্যবাদ ভাই।

২৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬

আমি তুমি আমরা বলেছেন: একজন বোকা মানুষ বলেছেন: এতো এতো পোস্ট ? ওনাকে 'পোস্টমাস্টার' খেতাব দেওয়া হোক

=p~ =p~ =p~

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :|| :|| :||


দেখা দরকার......

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P =p~ =p~ =p~

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:০৩

হিম৩৯৯২ বলেছেন: ছেলেটিকে আমি চিনি । আর ও কপি করে নাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

খেয়া ঘাট বলেছেন: উনার প্রথম পোস্ট পড়েই বুঝেছি এগুলো উনার নিজেরই লিখা।
কপি করা বলতে অনেকে উনার আগের লিখাই কপি করা বুঝিয়েছেন।

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

ঢাকাবাসী বলেছেন: ভাল জিনিস খেয়াল করেছেন তো! ভাল মৌলিক লেখা একজনের পক্ষে এতগুলো লেখা সিম্পলি অসম্ভব।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮

খেয়া ঘাট বলেছেন: না ভাই, উনার নাকি আগেই লিখা ছিলো। ফেসবুকে নোট আকারে। পরে সব এখানে একসাথে পরপর পোস্ট করেছেন। উনার পোস্টে বলেছেন।

৩০| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

শিশেন সাগর বলেছেন: অনেকেরই সামুতে আসা হয় না সব সময়। যেমন আমি গত সাত বছরে খুব কম এসেছি সামুতে গত কবছর ফেবুতেই কেটে গেছে।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৬

খেয়া ঘাট বলেছেন: আপনার আবার আগমন আনন্দদায়ক হোক।

৩১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
উনারে পিল খাইতে কন !

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৮

খেয়া ঘাট বলেছেন: উনিতো বেশ ভালোই লিখেন।

৩২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

খাটাস বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: উনি তো সেফ হলে প্রথম পাতা নষ্ট করে ফেলবে ! ভয়ানক ব্যাপার ! =p~ =p~ =p~
মজার মানুষ।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: উনি এ ব্যাপারে অবগত হয়েছেন, এ্যাকসেস পাওয়ার পর একের অধিক পোস্ট দেয়া শোভনীয় নয়।

৩৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমারও কিছু লেখা আছে যা সময়ের অভাবে পোস্ট করতে পারিনাই বা ইচ্ছে হচ্ছে না। হয়তো উনি আগে লিখেছেন আর পোস্ট করছেন এখন। এইছাড়া এত কম সময়ে লেখা সম্ভব না। উনি কপি করতে পারেন এমন খারাপ ধারনা আমি করছি না। কপি করলে কারো না কারো চোখে পড়বে তাই ওইটা নিয়ে ভাবছি না। আমাদের উচিত হবে উনাকে উৎসাহ দেয়া।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই।

৩৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

লাবনী আক্তার বলেছেন: প্রায় প্রতি ৩ মিনিটে উনি পোস্ট দিয়েছেন। মানে একটা পোস্ট দিতে উনার সময় লেগেছে ৩-৪ মিনিট। কপি পেস্ট ছাড়াতো এভাবে পোস্ট দেয়া সম্ভব না। যাই হোক, লেখাগুলো সত্যি ভালো লেগেছে।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

খেয়া ঘাট বলেছেন: অন্য জায়গায় লিখা ছিলো সেগুলো নতুন করে পোস্ট করেছেন /
ঠিক বলেছেন-লিখাগুলো সত্যিই ভালো।

৩৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

বশর সিদ্দিকী বলেছেন: খাইছে কেমতে কি?? B:-) B:-) B:-)

সামুতে কি রোবট ঢুইকা গেল নাকি?? :|| :||

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

এম ই জাভেদ বলেছেন: আসলে সেফ হতে না পেরে তেব্র প্রতিবাদ হতে পারে এ পোস্ট গুলি- তবে উনি আগের লেখা কপি পেস্ট করেছেন এটা সুনিশ্চিত।

৩৭| ২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬

সাদমান সাদিক বলেছেন: :D :D গিনেজ বুক এ নাম উঠাইতে পারবে , ধন্যবাদ

৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার খেয়াঘাট, গত চারমাস ধরে অপেক্ষায় ছিলাম, জেনারেল হবার পর প্রথম কমেন্ট আপনার ব্লগে এবং এই পোস্টেই করার জন্য।

আপনি যে ভালোবাসাটুকু দেখালেন , তার ঋণ শোধ করতে পারব না কখনো। আপনার লেখার একজন বিমুগ্ধ পাঠক ছিলাম , সেরকমই থাকতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.