![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎস্বর্গ-যিনি রেল লাইন ধরে মনের আনন্দে হাঁটেন। হাঁটতে হাঁটতে কোথাও কোনো পুকুর দেখলে শিশুর মতো সরলতায় পানিতে ঝাঁপিয়ে পড়েন। মাঝে মাঝে রাস্তার উপর শুয়ে থাকেন।কখনো কোনো বৃদ্ধার সাথে বসে চা পান করেন। আবার কখনোবা দূরন্ত ছেলেদের সাথে কাঁদামাটিতে মাছ ধরেন। উনার সাথে আমিও রেললাইন ধরে হাঁটতে থাকি-তবে বাস্তবে সে সৌভাগ্য হয়নি আমার, আমি কল্পনাকেই সাথী করে নেই। কী আরামদায়ক স্বাস্থ্যকর আপনার এই পথচলা! প্রিয় সাদা মনের মানুষ।
(ভুলিয়া গিয়াছি শ্লোক সব, গিয়াছি ভুলিয়া কালিদাস,
ডাইনিও গিয়াছি ভুলিয়া, ভুলিয়াছি ঠাকুম্মার ঝুলি,
নাগরিক এই ব্যস্ত সময় থাকি হারাইয়া চলো,
অতীত খুঁইড়া আইজ একটু বুদ্ধি বু্দ্ধি খেলি। )
অচিনপুর গ্রামের সুন্দরী কইন্যা ফুলকুমারি নাম,
তাহার কৃষক পিতার দুঃখের কথা করিবো বয়ান
দরিদ্র পিতা তিনি যাহার না আছে সম্বল
রুজি রোজগার নাহি তাহার ভাঙে মনোবল। ...
দিনে দিনে বাড়িতেছে দেনা শুধিতে নাহি পারে
মহাজনের ৃণের বোঝা শুধু বাড়িতেছে ধীরে ধীরে ।
২০০০ টাকার দেনা ৫২২২ টাকা হয়
কিস্তি কিস্তি পরিশোধেও আরো কিছু রয়
সংখ্যার দিকে খেয়াল রাখুন এখানেই ঘটনা,
আসল খেলা খেলিতে হইবে শুনুন বর্ণণা
বজরা নৌকায় বসিয়া মহাজন কৃষকেরে ডাকে,
মহাজনের কথা অমান্য করিবার সাধ্য কেবা রাখে।
ফুলকুমারীরে লইয়া কৃষক মহাজনের নৌকায় আসে
নদীর ওপরে বজরা নৌকা ধীরে ধীরে ভাসে।
মহাজন রাগিয়া বলে ওরে সলিমউদ্দীন
সত্যি করিয়া বলো দেখি শোধিবে কবে ৃণ ।
টাকা যদি দিবার নাহি পারো তবে কথা কিন্তু ঠিক
ফুলকুমারীর সহিত হইবে বিয়া আগামি পহেলা তারিখ।
তবে একটা উপায় আছে,যদি মানিতে পারো
ফুলকুমারীরে লইয়া খেলাটা হইবে তাহারে রাজী করো।
আশে পাশে গুনীজন যত বজরাতে রহিয়াছে বসিয়া,
কী খেলা পাতিছে মহাজন সকলে দেখিতেছে চাহিয়া ।
মহাজন হাঁক দিয়া কয় এই যে টাকার থলে,
ইহার ভিতর রাখিবো আমি দুইটা পাথর কৌশলে।
সাদা পাথর আর কালো পাথর রাখিবো ব্যাগের ভিতর,
ফুলকুমারী শুরু করিবে খেলা না করিবে ডর।
চোখ তাহার কালো কাপড় দিয়া বাঁধা রহিবে,
কালো ব্যাগের ভিতর হইতে সে একটা পাথর লইবে।
যদি তোলে কালো পাথর তবে সত্যি বলিতেছি,
টাকা সব হইবে মাপ তোমাদের ওয়াদা করিতেছি।
আর যদি সাদা পাথর কইন্যায় নেয় তুলিয়া,
ফুলকুমারীর সহিত মোর শাদি হইবে দিলাম জানাইয়া।
কিন্তু যদি পাথর তুলিতে কইন্যা অস্বীকার করে,
তোমারে নদীতে ভাসাইবো, সাধ্য কাহার রুখে আমারে?
এই বলিয়া মহাজনে কেউ যেন দেখিতে না পারে,
দুটিই সাদা পাথর রাখিয়া দিলো ব্যাগের ভিতরে।
ফুলকুমারির চোখে তাহা শুধু ফাঁকি না দিলো,
কি করিবে কইন্যা এখন ভাবিতে লাগিলো।
উপস্থিত মজলিশ এবার নিজ বুদ্ধিতে বুঝিয়া লন,
ফুলকুমারী বাঁচিবে কেমনে এতো বিপদের লক্ষণ।
গ্যানি, গুনি, সকল মানুষ এ খেলাতে মজিয়াছে,
দরিদ্র কৃষক পিতা আর ফুলকুমারির ভয়ে কাঁদিতেছে।
গ্যানি, গুনিরা সকলে বুঝিয়াছে ইহা মহাজনের চাল,
কেহ কিছু কহিতে নাহি পারে সবাই যে টাকার কাঙাল।
মহাজনে টাকা দিয়া সবাইরে করাইয়াছে বশ
ফুলকুমারীর সাথে হইবে মিলন আনন্দের পরশ।
চিন্তা করুন মজলিশ এবার বাঁচিবার কি উপায়,
এযে বড় মহাবিপদ বাঁচা হইলো ভীষণ দায়।
আগে কিছু সংখ্যা বলিয়াছিলাম মনে কি আছে?
মনে না থাকিলেও সমস্যা নাই,সংখ্যাগুলো মিছে।
ফুলকুমারীর চোখ কালো কাপড় দিয়া বাঁধা
কাঁদিতে কাঁদিতে কইন্যা হইয়াছে আধা।
হাত দিয়া লইলো তুলিয়া কইন্যা একটি পাথর,
দুহাতে ধরিয়া রাখিলো তাহা মুঠোর ভিতর।
তারপর সে পাথরখানি জলেতে ছুড়িলো,
কেহ কিছু বুঝিবার আগে পাথর নদীতে ডুবিলো।
উপস্থিত মহাজন, গ্যানি , গুনি কিছুই বুঝিতে পারেনা,
কী হয় , কী হয় ভাবিয়া সবার মনে বাড়িলো যাতনা।
ফুলকুমারী চোখের বাঁধন খুলিয়া মজলিশে কয়,
একটা পাথর জলেতে ডুবিয়াছে দেখিয়াছেন নিশ্চয়।
এখন ব্যাগের ভিতর শুধু আর একটা পাথর আছে,
যদি তা সাদা হয় তবে কালো পাথর জলেতে ডুবিয়াছে।
এক্ষেত্রে আমার পিতার সব ৃণ শোধ হইয়া যাইবে,
আগে করা ওয়াদা মহাজন মানিয়া লইবে ।
আর যদি ব্যাগে থাকা পাথরটি হয় কালো, গুনিজন
তবে আমি মানিয়া লইবো আমার বিধিরও লিখন।
যুগে যুগে গুনী কইন্যা পিতার ইজ্জত বাড়াইয়াছে,
এমন কইন্যার কথা যে কিতাবে লিখিয়াছে।
অধম আরিফ বলে শুনেন পূণ্যবান
পূণ্যবতী মেয়ের বুদ্ধির তারিফ আজ করিলাম বয়ান।
কৃতগ্গতা- সাজিদ উল হক আবির।
২০১৪ সালে চলচ্চিত্রের জন্য লিখা। বিস্তারিত পরে জানানো হবে।
এই ঈদে দুটি নাটক প্রচার করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।
আপনাদের শুভকামনা আর দোয়া কামনা করছি।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৩
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা।
এটা একটা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের লোকগাঁথার অনুকরণে লিখা। পুঁথিপাঠের মতো পড়তে হবে। শীতের জোছনা রাতে গ্রামীন পরিবেশে কোনো বাড়ীর উঠোনে এসব আসর একসময় মানুষের মনে শিহরণ জাগাতো। আমাদের দাদা দাদা, নানা, নানীরা হারিয়ে গেলে এসবের কথা আর কেউ মনে রাখবেনা। কেউ না।
২| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা! দারুণ
বিস্তারিত জানার অপেক্ষায় আছি
ঈদ শুভেচ্ছা!
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪
খেয়া ঘাট বলেছেন: কেমন আছেন মইনুলভাই। ধন্যবাদ জানবেন। শুভকামনা জানবেন।
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০
ঢাকাবাসী বলেছেন: বেশ লাগল।
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।
৪| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪
অশ্রু কারিগড় বলেছেন: সকাল সকাল পুথিপাঠ ভালই লাগল .।.।.।।।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯
খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ভাই। অনেক শুভকামনা রইলো।
৫| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪
মামুন রশিদ বলেছেন: অধম আরিফ বলে শুনেন পূণ্যবান
পূণ্যবতী মেয়ের বুদ্ধির তারিফ আজ করিলাম বয়ান।
চমৎকার!
ব্রেকিং নিউজ পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম ।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ , অনেক শুভকামনা ভাই।
আমিও ফাইনাল আপডেটের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ জানাবো । দোয়া করবেন।
৬| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: অন্যরকম হইছে, ভালা পাইছি!
চলচ্চিত্র আর নাটক নিয়া বিস্তারিত জানান দেন জলদি
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৫
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো
জ্বি জ্বি জ্বি ভাই। সবার আগে আপনারাই জানবেন। আপনারাইতো আমার আপনজন। আপনামানুষ।
৭| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
হাসান মাহবুব বলেছেন: এইরকম জিনিস আজকাল দেখাই যায় না। অনেক ভালো লাগলো।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৮
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।অনেক অনেক শুভকামনা রইলো।
৮| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নাটক সিনেমা নিয়া ঝেড়ে কাশেন তো
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৯
খেয়া ঘাট বলেছেন: কাশি জমা হয়ে আছে। ঝেড়েই কাশবো। শুধু আশে পাশেই থাকবেন, আশাকরি। যাতে কাশির শব্দটা অন্তত শুনতে পান।
৯| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
নেক্সাস বলেছেন: চরম রে ভাই চরম। আমার এক দাদা এমন পুথি পড়তেন। আমিও এটা পুথির মত করে পড়লাম।
অনবদ্য লিখেছেন
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১২
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভকামনা রইলো।
১০| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সবই তো দেখি পড়ে জানাবেন । এমনটা করলে ভাল্লাগে ?
লেখা খুব চমৎকার হৈছে ।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৭
খেয়া ঘাট বলেছেন: ফাইনাল করেই জানাবো ভাই। বিনীত ধন্যবাদ রইলো । অনেক শুভকামনা।
১১| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
বোকামন বলেছেন:
অ সা ধা র ণ !
+
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫০
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো ভাই।
১২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭
শামীম সুজায়েত বলেছেন: ঠাকুম্মার ঝুলি থেকে জুলর্ভানের আশি দিনে বিশ্ব ভ্রমণসহ এ্যাডভেঞ্চার এবং রুপকথার গল্প গুলো পড়ে আসা শৈশবের সেই স্মৃতি যেন মনে করিয়ে দিলেন।
ভাল লাগলো। ভাল থাকবেন।
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮
খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর মন্তব্য। বড় ভালো লাগলো।
বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো ভাই।
১৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার, বাহ !!
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮
খেয়া ঘাট বলেছেন: নিরন্তর শুভকামনা।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২
লাবনী আক্তার বলেছেন: চমৎকার! খুব সুন্দর করে কাহিনিটা উপস্থাপন করা হয়েছে। পুঁথির মতই লাগল।
পড়লাম আর আমার চোখে চোখে একটা ছবি ভাসছিল, মহাজনের লোভী চেহেরা , দরিদ্র কৃষক, ফুলকুমারীর দুখী চেহেরা, নদীর উপর বজরা ।
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪
খেয়া ঘাট বলেছেন: বাঃ চমৎকার মন্তব্যে পুরো কাহিনীটাই সুন্দর চিত্রায়ন করেছেন।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা আপনার জন্য।
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: খেয়াঘাট ভাই, আমি ভালো আছি। ধন্যবাদ।
আপনি/ আপনারাও ভালো থাকুন প্রবাশে!
এবং ঈদ মোবারক
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭
খেয়া ঘাট বলেছেন: ভালো থাকতেই হবে। না থেকে কোনো উপায় নেই রে ভাই। ঈদ মোবারক।
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
সদয় খান বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইলো ।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভকামনা।
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: বাহ। বেশ বেশ। চমৎকার
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১
খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই। বিনীত ধন্যবাদ আর শুভকামনা রইলো
১৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫
শহুরে আগন্তুক বলেছেন: পুঁথি ??? চমৎকার । এমন লিখা এই প্রথম দেখলাম ব্লগে । পোস্টে ভালো লাগা ।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১
খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম মন্তব্যে পেয়ে। বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা।
২০| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই ভাই আমি কৃতজ্ঞ, তবে কিছুটা লজ্জিত ও বটে। আমাকে নিয়ে এমন উচ্চসিত পোষ্টের যোগ্য আসলেই আমি নই। তবে আমাকে অনুপ্রাণিত করতে ইহা টনিকের মতোই কাজ করবে, ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
খেয়া ঘাট বলেছেন: আপনি পোস্টটি পড়েছেন । অনেক খুশী হয়েছি। বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা ভাই। আরেকটা সংবাদ জানাবো খুব তাড়াতাড়ি।
ঈদমোবারক ভাই।
২১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ বুদ্ধিমতি ফুলকুমারীর পুথি পড়ে আমি সত্যিই চমৎকৃত। স্যালুট আপনাকে।
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর শুভকামনা ভাই।
ভালো লাগলো জেনে খুশী হলাম
২২| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: শুভ কাজে আমরা দাওয়াত পাবো তো ?
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
খেয়া ঘাট বলেছেন: ব্লগেই পোস্ট দিবো। শুধু সময় করে পড়বেন আর একটু সময় বের করে টিভি'র সামনে থাকবেন।
২৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
অনেক আগে একজন ভরাট কন্ঠে বিটিভি তে পুথি পাঠ করত। উনার কথা মনে পরল।
ভাল লাগল।।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।
টিভি নাটক দিয়ে পোস্ট দিবো ।আশাকরি পড়বেন। দেখবেন।
এটা মূলত ছবির জন্য লিখা।
শুভকামনা আর শুভেচ্ছা রইলো ভাই।
২৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
শান্তির দেবদূত বলেছেন: একটানে পড়ে গেলাম! দারুন লাগল!
আমি তো ভেবেই পাচ্ছিলাম না কিভাবে উদ্ধার পাবে! শেষে কন্যার বুদ্ধি দেখে তো পুরাই টাশকি!! অনেক ভাল লাগল, প্রিয় খেয়া ঘাট।
ঈদ মোবারক।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। মূল ব্যাপারটা নিয়ে মন্তব্য করায় খুশীটা বেড়ে গেলো ভাই।
আমার টিভি নাটক নিয়ে একটা পোস্ট দিবো আশাকরি পড়বেন। ঈদ শুভেচ্ছা রইলো।
২৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭
সমুদ্র কন্যা বলেছেন: সুর করে করে পড়লাম। দারুণ ভালো লাগলো।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম আপনা।
বিনীত ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২০
সপন সআথই বলেছেন: চমৎকার!
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা ভাই।
২৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০
আমি তুমি আমরা বলেছেন: চমত্কার
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৩
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নিবেন ভাই। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৫
ভিটামিন সি বলেছেন: কামাল ভাইকে উৎসর্গ করা পোষ্ট। ভালোই লাগল। কিন্তু এইটা কি কোবতে না সংগীত ভাইজান? কোন সুরে পড়তে হবে এটাকে?