নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আমার লিখা ঈদের বিশেষ নাটক- প্রিয় ব্লগারদের দেখার জন্য, সমালোচনা করার জন্য, রিভিয়্যু লিখার জন্য বিনীত অনুরোধ রইলো

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১





এই পৃথিবীতে দু রকমের মানুষ আছে। যারা এ অপরুপ পৃথিবী সৌন্দর্য্য দেখতে পায়, আর যাদের চোখে পৃথিবীর সবকিছুই কেবলি অন্ধকার। নিজের চোখ একবার বন্ধ করে দেখুন-তাদের দুঃখটা কেমন। কিন্তু তারা দেখে মনের চোখ দিয়ে। এই মনের চোখ হয়ে যায়, তাদের তৃতীয় চোখ। এই চোখ দিয়েই তারা পড়ে,লিখে, অনুভব করে, ভালোবাসে। তাদের এই বিশুদ্ধ ভালোবাসায়ও স্বার্থ জড়িয়ে পড়ে ।



GTV-তে ঈদের তৃতীয় দিন ১৮/১০/২০১৩ তারিখ শুক্রবার রাত ন'টায় দেখুন আমার লিখা ঈদের বিশেষ নাটক।



SATV-র জন্য পরের নাটকের আপডেট পরে জানাবো।

আর ২০১৪ সালে চলচ্চিত্রের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই।



আপনাদের সবার অনুপ্রেরণা আমার পথ চলার সহায়ক হবে। সবার জন্য ঈদের , পূজোর নিরন্তর শুভেচ্ছা আর শুভকামনা রইলো।



নীচে নাটকের কয়েকটা ছবি দিলাম।













আনন্দময় আর নিরাপদ সময় কাটুক এই প্রত্যাশা রইলো।



শ্রদ্ধেয় টুকু মজনিউল ভাইকে অনেক শুভেচ্ছা দারুন এই কাজটি করার জন্য।

মন্তব্য ১১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেখব অবশ্যই। ঈদ মুবারাক।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

খেয়া ঘাট বলেছেন: দেখার পর একটা রিভিয়্যু লিখলে খুবই খুশী হবো।
ভুলগুলো জানাটা খুবই জরুরি।

ঈদের শুভেচ্ছা রইলো। অনেক শুভকামনা।

২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন!

নাটকের নাম কি সেটা তো বললেন না?

সময়মত দেখতে না পারলে অনলাইনে সার্চ দিমু কেমনে :)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

খেয়া ঘাট বলেছেন: দেখেন, আসল জিনিসটাই ভুলে গেছি।

ঈদ-উল-আযহার বিশেষ নাট্কঃ ব্রেইল
গল্প- আরিফ মাহমুদ
চিত্রনাট্য- সৈয়দ জিয়া উদ্দিন
পরিচালনা- টুকু মজনিউল
দেখবেন ঈদের ৩য় দিন রাত ৯টায়
গাজীটিভি’তে (GTV)

মাসুমভাই আশাকরি দেখবেন। একটা রিভিয়্যু লিখবেন। আমার পরের কাজের জন্য কাজে লাগবে।

বিনীত ধন্যবাদ , ঈদমোবারক ভাই।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

এম ই জাভেদ বলেছেন: রিভিউ টা আপ্নেই বলে দিন ভাইজান।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা। আপনারাই দেখেই বলবেন। আশাকরি দেখবেন।
বিনীত ধন্যবাদ আর শুভকামনা ভাই। ঈদমোবারক।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

সদয় খান বলেছেন: অবশ্যই দেখবো ।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো। কেমন লাগলো জানালে সবচেয়ে খুশি হতাম। ঈদমোবারক ভাই।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবশ্যই দেখবো............ :) :) :)


ঈদ মোবারক!!!

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। ভালো লাগবে, যদি জানান দেখে কেমন লাগলো। অনেক শুভকামনা রইলো ভাই। ঈদমোবারক।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন!

অবশ্যই দেখব । পরের গুলোর আপডেট জানায়েন ।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

খেয়া ঘাট বলেছেন: দেখবেন মামুন ভাই। ভাবীকেও দেখতে বলবেন। সময়পেলে দুলাইন লিখবেন।

আপনাদের না জানালে নিজেই শান্তিপাবোনা।

বিনীত ধন্যবাদ রইলো। ঈদমোবারক ।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অভিনন্দন।
কত্ত উপলক্ষ্য আর পার্টি জমা হইতেছে :)

দেখার ইচ্ছে থাকলো। গ্রামে যাচ্ছি বলে নিশ্চিত না।
তবে এসে অনলাইনে হলেও দেখবো, কিংবা ডিভিডি কিনে।

আবারো অভিনন্দন জানিয়ে যাই।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

খেয়া ঘাট বলেছেন: পার্টি লাইন ধরে দাঁড়িয়ে আছে......শুধু দেখতে হবে সবার টিকেট ঠিক আছে কিনা?

লাইভ দেখলেই খুশী হতাম । না পারলে কি আর করবেন। পরে হলেও দেখে নিবেন। ঈদের ৩য় দিন। খানাপিনাতো ঠিকঠাক সব হজম হয়ে যাওয়ার কথা। বেড়ানোও শেষ। আশাকরি ফ্রী হয়ে যাবেন।

ঈদের শুভেচ্ছা রইলো । ঈদমোবারক।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: আমি টিভি দেখিনা অনেক দিন........!! ইনশাল্লাহ দেখবো।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

খেয়া ঘাট বলেছেন: আপনি টিভি দেখেন না , অনেকদিন। কিন্তু আমার লিখা বলেই দেখবেন। অনেক ভালো লাগলো ভাই। অনেক খুশী হলাম।
ঈদের নিরন্তর শুভেচ্ছা রইলো । ঈদমোবারক।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অবশ্যই দেখমু !

রিভিউ'র ব্যাপারটা ঝুলন্ত রইলো :)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: ঝুলাইয়া রাখলেতো নষ্ট হয়ে যাবে, মাসুম ভাই।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

কালোপরী বলেছেন: :)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

খেয়া ঘাট বলেছেন: দেখার জন্য বিনীত অনুরোধ রইলো। ঈদ শুভেচ্ছা।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: অবশ্যই দেখব এবং ভাল হোক খারাপ হোক একটা রিভিও দেবার চেস্টা করব। কতটুকু পারব জানিনা। আমি আবার লেখালেখিতে এতটা ভাল না।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

খেয়া ঘাট বলেছেন: শুনে অনেক ভালো লাগলো ভাই। অপেক্ষায় থাকবো।

বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো। ঈদমোবারক।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

না পারভীন বলেছেন: দেখবোনা যদিনা ---

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

খেয়া ঘাট বলেছেন: আশাকরি দেখবেন। দেখে সুন্দর করে একটা রিভিয়্যু লিখবেন।
ঈদের শুভেচ্ছা রইলো । ঈদমোবারক।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

ঢাকাবাসী বলেছেন: দেখবো তারপর কথা হবেখন।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

খেয়া ঘাট বলেছেন: শুনে ভালো লাগলো ভাই। বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা রইলো।ঈদ মোবারক।

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

আমিই মিসিরআলি বলেছেন: আমি এই নাটকের অ্যাড দেখেছি গাজী টিভিতে আর এখন জানলাম আপনার লিখা,তাই আগ্রহ আরও বেড়ে গেল,দেখব অবশ্যই :)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৭

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই।
বিনীত ধন্যবাদ , ঈদের শুভেচ্ছা রইলো।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

শান্তির দেবদূত বলেছেন: শুভেচ্ছা রইল। দেখবো। আমাদের এখানে তো GTV নেই, নেট থেকে নামিয়ে দেখব।
আপনি যে এত গুণী মানুষ সেটা কিন্তু আগে জানতাম না :)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮

খেয়া ঘাট বলেছেন: প্রিয় দেবদূতভাই, নীচে স্বর্ণা লিংক দিয়ে দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ স্বর্ণা। লিংকটা আমারও খুব কাজে লাগবে।
আশাকরি এবার দেখবেন।

আপনার লিখার তুলনায় আমার গুলোতো কিছুই না। আর এতেই আমি গুনি হলে আপনিতো ডাবল গুনি।

বিনীত ধন্যবাদ আর শুভকামনা রইলো।

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: দু:খের কথা কি কমু ভাই,বিজ্ঞাপ্পনের ভীড়ে আজকাল ঈদের নাটক দেখতেই ভয় লাগে। :-( :-( :-( :-(

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮

খেয়া ঘাট বলেছেন: একেবার ঠিক বলেছেন। তারপরও একটু কষ্ট করে দেখলেন। খুব খুশি হবো ভাই।

অনেক শুভেচ্ছা রইলো ভাই। ঈদমোবারক।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

তওসীফ সাদাত বলেছেন: দেখবো তো বটে !!

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৬

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। শুভেচ্ছা রইলো । বিনীত ধন্যবাদ রইলো।
ঈদমোবারক।

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: অনলাইনে আপলোড কইরা দিলে দেখবার সুযোগ পাইতাম......

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

খেয়া ঘাট বলেছেন: চেষ্টা করবো ভাই। নীচে স্বর্নার দেয়া লিংক আছে। আশাকরি দেখবেন। বিনীত ধন্যবাদ আর ঈদমোবারক রইলো।

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

ভবঘুরের ঠিকানা বলেছেন: মেহেদী_বিএনসিসি বলেছেন: অনলাইনে আপলোড কইরা দিলে দেখবার সুযোগ পাইতাম.....

একমত।

১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৬

খেয়া ঘাট বলেছেন: চেষ্টা করবো ভাই। নীচে স্বর্নার দেয়া লিংক আছে। আশাকরি দেখবেন। বিনীত ধন্যবাদ আর ঈদমোবারক রইলো। দোয়া করবেন পরের কাজগুলোর জন্য।

২০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: অভিনন্দন!!
দেখব অবশ্যই। ঈদ মুবারক।

১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৫

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা ।
পূজোর শুভেচ্ছা রইলো।

২১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: শুভকামনা অনেক অনেক ভাইয়া!

১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৭

খেয়া ঘাট বলেছেন: আশাকরি দেখবেন। বিনীত ধন্যবাদ রইলো। ঈদের শুভেচ্ছা রইলো । ঈদমোবারক।

২২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: শুভকামনা অনেক অনেক ভাইয়া!

১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৮

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: আশাকরি দেখবেন। বিনীত ধন্যবাদ রইলো। ঈদের শুভেচ্ছা রইলো । ঈদমোবারক।

২৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জিটিভি দেখার লিঙ্ক http://www.jagobd.com/gazitv.html

১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৪

খেয়া ঘাট বলেছেন: কৃতগ্গতা রইলো । বিনীত ধন্যবাদ রইলো।

২৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৩

ওবায়েদুল আকবর বলেছেন: অবশ্যই দেখব। আর সামনে অনেক অনেক নাটক লিখবেনীই অনুরোধ রইল।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।দোয়া করবেন ভাই। ঈদমোবারক।

২৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় খেয়াঘাট অবশ্যই দেখবো!

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা। ঈদমোবারক।

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৪

নাছির84 বলেছেন: ওয়াও !!!! অবশ্যই দেখবো।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই। ফেবুতে দেখিনা ইদানিং।

ঈদমোবারক। অনেক শুভকামনা। খালাম্মাকে দেখতে বলবেন।

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৫

বটবৃক্ষ~ বলেছেন: ১ম ছবিটা দেখে তো আমি ভাবসিলাম আপনার আর ভাবির ছবি বুঝি!! :-B :-B :#> :P :P ;) B-)

নাটক অবশ্যি দেখবো!! :)

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: মজার কমেন্ট । হাহাহাহাহা।
আমাকে প্রথম আপনি ইমেইল করেছিলেন। অনেক ভালো লেগেছিলো।
অনেক ধন্যবাদ রইলো। শুভকামনা। ঈদমোবারক।

২৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৯

বাংলাদেশী দালাল বলেছেন:
অভিনন্দন খেয়া ঘাট। অবশ্যই দেখব যদিও টিভি দেখা হয় না। স্বর্ণা আপুকে ধন্যবাদ লিংক দেয়ার জন্য।

ঈদ মোবারক। ভালো থাকবেন।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ রইলো । শুভকামনা অনেক। ঈদমোবারক।

২৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চান্স পালি দেখবু অবশ্যই। নাইলে ইউটিউব ভরসা।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪

খেয়া ঘাট বলেছেন: আশাকরি দেখবেন। অনেক খুশী হবো। শুভেচ্ছা রইলো। ঈদমোবারক।

৩০| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৩

অনাহূত বলেছেন: আপনার ব্রেইল গল্পটা পড়েছি মনেহচ্ছে। আমি যেটা ভাবছি সেই গল্পটাই যদি হয়, তাহলে নিঃসন্দেহে অনেক সুন্দর একটা ঈদ নাটক হবে। শুভকামনা ভাই।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনি যেটা পড়েছেন,সেটাই ভাই। আশাকরি দেখবেন। অনেক খুশি হবো। বিনীত ধন্যবাদ । অনেক শুভকামনা। ঈদমোবারক।

৩১| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২

সোহাগ সকাল বলেছেন: আপনার লেখা নাটক! অবশ্যই দেখবো!!

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: ঈদমোবারক ভাই।

৩২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: অপেক্ষায় রইলাম , লাইভ হয়ত দেখতে পারবনা , কিন্তু দেখব অবশ্যই :)

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ। শুভকামনা রইলো। ঈদমোবারক ভাই।

৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫

অস্পিসাস প্রেইস বলেছেন: GTV-তে ঈদের তৃতীয় দিন ১৮/১০/২০১৩ তারিখ শুক্রবার রাত ন'টায় আপনার লিখা ঈদের বিশেষ নাটক অবশ্যই দেখবো!!

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: GTV-তে ঈদের তৃতীয় দিন ১৮/১০/২০১৩ তারিখ শুক্রবার রাত ন'টায় আমার লিখা ঈদের বিশেষ নাটক অবশ্যই দেখবেন জেনে আমি খুবই খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো । ঈদমোবারক।

৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭

অস্পিসাস প্রেইস বলেছেন:

নেক্স টাইম আপনার লেখা নাটকে আরও সুন্দরী নায়িকা নিতে বলবেন :P

কঠিন কাহিনীও বুঝতে সহজ লাগবে ;)

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬

জুন বলেছেন: টিভি খুলে রাখলাম এখন থেকেই খেয়াঘাট ।
অবশ্যই দেখবো। আপনার লেখা কাহিনী অসাধারণ হবে বলেই আশা রাখি ।
ঈদের শুভেচ্ছা জানবেন ।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: আপনি একবারে আমার মায়ের মতোন বললেন। আর আম্মাও ঠিক একথাটিই বলেছেন।
অনেক ভালো লাগলো আপু। ভাইয়াকেও দেখতে বলবেন।অনেক শুভকামনা। ঈদমোবারক।

৩৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

সায়েম মুন বলেছেন: দারুন একটা ব্যাপার। চেষ্ঠা করবো দেখার। :)

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই।
বিনীত ধন্যবাদ । অনেক শুভকামনা। ঈদমোবারক ভাই।

৩৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আর আমার স্ত্রী যে হারে বাংলাদেশের নাটক আর সিনেমা দেখি, এমন দর্শক বাংলাদেশে খুব কম আছে বলেই মনে হয় ;) গত ইদে বাড়িতে গিয়ে টানা ৫দিন বাংলাদেশি চ্যানেল দেখায় ছোটো ভাইয়ের বউ আমার বউকে বলে- আপনারা এতো বাংলাদেশি চ্যানেল দেখেন কেন? ;) ;) এ প্রশ্নে আমাদের বোকা হওয়া ছাড়া কোনো জবাব থাকে?

আপনার নাটক অবশ্যই দেখবো, যদি না ঐদিন অন্য কোথাও চলে না যাই।

অভিনন্দন আর শুভ কামনা।

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১০

খেয়া ঘাট বলেছেন: আপনারা দেখি নাটকখোর। হাহাহাহহাহাহা।

অনেক খুশী হলাম ভাই। নিরন্তর শুভকামনা। ঈদমোবারক।

৩৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:


অভিনন্দন জানাই আরিফ !:#P

বাচ্চাদের আর জামাইয়ের সাথে প্রোগ্রামের ভেজাল না হলে দেখব ইনশাহআল্লাহ ।


ঈদের অনেক শুভেচ্ছা রইল :D

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম প্রিয় পনি।

ভেজালকে ভালো করে ঝাল দিতে পারলে বাষ্প হয়ে ওড়ে যাবে, তখন আর দেখার সমস্যা হবেনা। !:#P !:#P !:#P

অনেক ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা। ঈদমোবারক।

৩৯| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: হিরু ভালা না। দেখমু না। :-/

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

খেয়া ঘাট বলেছেন: হাহাহা । কোন হিরু আপনার ভালো লাগে???
এই ঈদে কারো মনে দুঃখ দেয়া ঠিক না। হিরু শুনলে কষ্ট পাবে। =p~ =p~ =p~ =p~

বিনীত ধন্যবাদ , নিরন্তর শুভকামনা। ঈদমোবারক ভাই।

৪০| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৬

লেখোয়াড় বলেছেন:
খেয়া, আপনি তাহলে নাটকের মানুষও।
এতদিন জানতে পারলে ভাল হতো, কেননা আমিও একটু-অধটু নাটক নিয় ভাবি। নিজের সম্পর্কে এখাবে বলতে লজ্জা পেলাম, কিছু মনে করবেন না।

বড় কোন ঝামেলা না থাকলে দেখবো অবশ্যই।
ছবি দেখে মনে হচ্ছে নাটকটি হৃদয় ছোঁয়া হবে।

শুভকামনা, শুভেচ্ছা।

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫১

খেয়া ঘাট বলেছেন: আপনার প্রোফাইল ছবি দেখেই মনে হচ্ছে আপনি ভাই নাটক জগতেরই মানুষ। অনেক ভালো লাগলো , আপনার মন্তব্য পেয়ে। খুব খুশী হবো দেখলে। বিনীত ধন্যবাদ, নিরন্তর শুভকামনা। ঈদমোবারক।

এখানে দেখতে পারেন, ফেসবুকের লিংক

৪১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: ওয়াও !অভিনন্দন । পোস্ট পড়েই বুঝেছি এটা ব্রেইল এর গল্প ।

অবশ্যই দেখার চেষ্টা করবো । ঈদ মুবারক আরিফ ভাই । অনেক শুভ কামনা :) :)

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

খেয়া ঘাট বলেছেন: খুব খুশী হলাম প্রিয় অদ্বিতীয় আমি।
আপনার জন্য ঈদমোবারক রইলো। নিরন্তর শুভকামনা রইলো।

৪২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমাকে নাটকের একটা সিডি গিফট করতে হবে :( অভিনন্দন আপনাকে :)

ঈদ মোবারক ।

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

খেয়া ঘাট বলেছেন: আচ্ছা , ঠিক আছে। আমি দেশে আসলে আপনাকে অবশ্যই একটা সিডি গিফট করবো। আশাকরি লাইভ দেখবেন।

নিরন্তর শুভকামনা রইলো প্রিয় বিথি।

৪৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯

সদয় খান বলেছেন: GTV তে সেই তখন থেকে শুধু এড দেখতেছি । ভাই নাটক কয় গেল ?

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনি কি দেখতে পেরেছিলেন?

৪৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

সুস্মিতা গুপ্তা বলেছেন: অবশ্য দেখবো আপনার নাটক ভাইয়া :)

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু। আশাকরি দেখেছেন।

৪৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

লেখোয়াড় বলেছেন:
খেয়া, নাটকটি দেখলাম।
ব্যতিক্রমী গল্প হৃদয় ছুঁয়ে গেল।

তবে শেষে মিল না হলে আরো ভাল লাগত।

সুন্দর একটি নাটকের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নাটক নিয়ে আপনার সাথে পরে নিশ্চয়ই কথা হবে।

ভাল থাকুন, শুভকামনা।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯

খেয়া ঘাট বলেছেন: দেখার পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই।

অনেক খুশী হলাম। হুমম.......এরকম চিন্তা ছিলো। তবে ঈদের জন্য নির্মিততো.......তাই।

ভালো থাকবেন। নিরন্তর শুভকামনা রইলো।

৪৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭

সদয় খান বলেছেন: পুরোটা দেখতে পারিনি ভাইয়া । তবে যতটুকু দেখেছি ভাল লেগেছে । টিভিতে এত এডের ভিড়ে নাটক দেখার ধৈর্য্য আমার হয় না । খুব আগ্রহ নিয়ে দেখা শুরু করছিলাম ইভেন আমি মোবাইলে রিমাইন্ডার দিয়ে রেখেছিলাম । ভাইয়া, একজন অন্ধ মানুষ কি সাধারণ লাইনে পড়াশোনা করতে পারে ? বাস্তবে তো খুব একটা দেখা যায় না । আর নায়িকার (নাদিয়া) ক্যারেক্টারটা খুব ভাল লেগেছে । এমন রাফটাফ মেয়ে প্রতিটা ক্লাসেই দেখা যায় । দুঃখিত ভাই পুরোটা দেখতে পেলাম না ।

১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই, এতো মমতা নিয়ে দেখার জন্য।

ভাইয়া, একজন অন্ধ মানুষ কি সাধারণ লাইনে পড়াশোনা করতে পারে ? - জ্বি পড়ালিখা করে।

হাসনাত আমার বন্ধুই ছিলো ভাই।

অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৪৭| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

তাসজিদ বলেছেন: মিস করেছি। রিপিট হবে কবে?

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

খেয়া ঘাট বলেছেন: জ্বি, কিছুদিন পরে হবে। তবে তারিখটা বলতে পারছিনা ভাই।

অনেক শুভকামনা রইলো।

৪৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

শান্তির দেবদূত বলেছেন: অনেক ইচ্ছা থাকলেও দেখতে পারিনি। ২/৩ দিন ধরে ব্যাপক খুঁজা খুঁজি করেও কোথাও পাইনি অনলাইনে। ডাউনলোড লিংক দিতে পারবেন?

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহা।
আমিও এখনো পাইনি। পেলে অবশ্যই জানাবো।

শুভকামনা রইলো ভাই।

৪৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

নেক্সাস বলেছেন: ঈদে গ্রামে ছিলাম। ইস দেখা হয়নি। তবে জেনে ভাল লাগলো আপনার সাফল্যের কথা

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: খুব খুশী হলাম ভাই।
বিনীত ধন্যবাদ , নিরন্তর শুভকামনা রইলো।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনি দেখলে অনেক খুশী হতাম।

৫০| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০

এহসান সাবির বলেছেন: দেখেছি। ভালো লেগেছে। নায়ক নায়িকা চিনি না (আমি অবশ্য নতুন কাউকেই চিনি না)। অনেক এ্যাড ছিলো। ৯ টায় শুরু হয়ে ১০.১৫ পর শেষ হয়েছিল। যাই হোক ভালো লেগেছে। অভিনন্দন।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক খুশী হয়েছি দেখেছেন জেনে।
নিরন্তর শুভকামনা রইলো এহসান সাবির ভাই

৫১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অনেক শুভেচ্ছা থাকলো আপনার ভবিষ্যৎ সাফল্য কামনায়!

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাই।
ধন্যবাদ আর শুভকামনা রইলো শাহরিয়ার ভাই।

৫২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া আপনার নাটক টা দেখেছি ! আমার ভালো লেগেছে , শুধু মনে হয়েছে পিচ্চি গুলো একটু বেশি পণ্ডিতি করেছে ,এছাড়া চমৎকার । অবশ্য এ ব্যাপারে তেমন কোন অভিজ্ঞতা নেই , নাটক দেখা হয়না তেমন ।

তবে সাড়ে নয়টা থেকে দেখেছি , প্রথম অংশ টুকু দেখতে পারিনি ।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১১

খেয়া ঘাট বলেছেন: ঠিকই বলেছেন। বাচ্চাগুলোর অভিনয় একেবারে আরোপিত মনে হয়েছে। ঐ অংশটুকু আমারও ভালো লাগেনি।
সূচনাটা চমৎকার ছিলো। আপনি নাটক দেখেন না, তারপরও কষ্ট করে দেখেছেন। অনেক খুশী হয়েছি।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা আপু।

৫৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই নাটকটা দেখতে পারিনি। পরিবারে বিয়ে ছিল। পোস্ট দেখেছি ঈদের সময়ই। কষ্ট লেগেছে না পারায়।

ভিডিও ইউটিউবে পেলে দেখার আশা ছিল।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

খেয়া ঘাট বলেছেন: নাটকের চেয়ে বিয়ের আনন্দও কিন্তু কমনা। নাটকতো পরে ও দেখতে পারবেন। বিয়েতো আর পরে খেতে পারতেন না। হাহাহহাহা।

পরিচালক মহোদয় এখনো ইউটিউবে আপলোড করেন নি। করলে আপনাকে জানাবো।
আছেন কেমন? বিনীত ধন্যবাদ রইলো। শুভকামনা রইলো।

৫৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনেক ভাল আছি ভাই। পরবর্তী নাটকগুলো মিস করতে চাই না। আর জানাতে পারলে আসলেই দেখব। অনেক আগ্রহ নিয়ে।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। খুউব খুশী হলাম। অবশ্যই জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.