নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প- মহানুভবতা

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

পাশাপাশি বেশ কয়েকটি দোকানের মাঝে রহিম মিয়ার দোকানটি বেশ জমজমাট। উনি সুলভে মাল বিক্রি করেন। ক্রেতাকে ঠকান না। ব্যবহার খুবই ভালো।



রহিম মিয়ার ব্যবসার এরকম উন্নতি দেখে পাশেই আরেকজন দোকান খুলে বসলেন। উদ্দ্যেশ্য রহিম মিয়াকে ল্যাং মেরে দেয়া।

ঈর্ষাকাতর বাঙালীর এটাইতো মোক্ষম তাবিজ।



রহিম মিয়ার কাজের ছেলেটির মন এতে বেজায় খারাপ। বলে-ওস্তাদ- হম্মন্দির পুত আফলাতুন দিলোতো আমগো ব্যবসা লাঠে তুইলা।



রহিম মিয়া বলেন-রিজিকের মালিক রাজ্জাক। যার যার রিজিক তার তার।



কয়েক সপ্তাহ পরের ঘটনা। একজন ক্রেতা রহিম মিয়ার দোকানে এসে একটা জিনিস আছে কিনা জিগ্গাসা করলেন। রহিম বলেন-আছে। ক্রেতা দাম জিগ্গাসা করলেন। রহিম মিয়া দাম বললেন- সব কিছু ঠিকঠাক।



কিন্তু, রহিম মিয়া ক্রেতাকে বললেন, একটু কষ্ট করে পাশের আফলাতুনের দোকান থেকে জিনিসটা কিনতে ।



ক্রেতা বললেন, ঐ দোকানে কি দাম কম কিনা?

রহিম বললেন, জ্বিনা দাম সমানই।

তবে কি জিনিসটির কোয়ালিটি ভালো?

রহিম মিয়া বললেন, জ্বিনা। কোয়ালিটিও সমান। একই পাইকাড়ি দোকান থেকে কিনা।



ক্রেতা আর কথা বাড়ালো না। আফলাতুনের দোকানে চলে গেলো।



রহিম মিয়ার কাজের ছেলে বললো- ওস্তাদ এই নিয়ে আপনি বেশ কয়েকজন কাস্টমারকে আফলাতুনের দোকানে পাঠালেন ।ঘটনা কি?



রহিম মিয়া বলেন- আল্লাহর কি রহমত জানিনা। আফলাতুন পাশের দোকান খোলার পর থেকেই আমার ব্যবসা আরো বেড়েছে। আর আজকে ওর দোকানের সামনে দিয়ে আসার সময় শুনলাম- ও কাজের ছেলেকে বলছে- লাভ করা তো দূরের কথা। পুন্জিও মনে হয় ঠিকমতো ওঠাবার পারুম না। কথাটা আমার দিলে লাগলো রে। বেচারা নতুন দোকান খুলেছে। অনেকেই হয়তো জানেনা। তাই নিজের তাগিদেই ওর দোকানে কিছু কাস্টমর দিতাছি। এটাই ঘটনা, আর কিছু না।

















মন্তব্য ৬৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩

বোকামন বলেছেন:
মহানুভবতার অনুভব ভালো লাগলো :-)

গল্প পড়ে ভালোলাগা জানাই কিন্তু গল্পের শিক্ষা ভুলে যাই ...

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

খেয়া ঘাট বলেছেন: গল্পতো আর গল্পই। পড়লাম , ভালো লাগলো। তারপর শেষ।
কেমন আছেন? অনেকদিন পর দেখলাম।

বিনীত ধন্যবাদ রইলো।

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

শান্তির দেবদূত বলেছেন: বাহ! চমৎকার লাগলো, এমন মহানুবভবতা আজ বিরল। সবার মধ্যে একটাই চিন্তা, "আমার, আমি" কেউ বলে না, "আমাদের, আমরা" !!! :( :(

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

খেয়া ঘাট বলেছেন: সবার মধ্যে একটাই চিন্তা, "আমার, আমি" কেউ বলে না, "আমাদের, আমরা - বাহ!!! কী সুন্দর বললেন।

বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা রইলো।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বরাবরের মতোই ভালো লাগলো!

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

খেয়া ঘাট বলেছেন: বরাবরের মতো আপনার মন্তব্য পেয়ে আমারও অনেক ভালো লাগলো।
বিনীত ধন্যবাদ রইলো । অনেক শুভকামনা রইলো।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

শুঁটকি মাছ বলেছেন: অসাধারণ একটা গল্প খেয়াঘাট ভাই!!!!!!!
অনেক আগে একবার নিজের জীবন থেকেই এই শিক্ষাটা পেয়েছিলাম।গল্পে প্লাস!!!!!!!

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু।
বিনীত ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা রইলো।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

আলাপচারী বলেছেন: gracious

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: de nada .

৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ গল্পকথা বন্ধু
এক মিনিট মাত্র
পড়ে এব আর হলাম ছাত্র

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫

খেয়া ঘাট বলেছেন: আমার খুবই ভালো লাগলো আপনার মূল্যবান মন্তব্য পেয়ে।
অনেক শুভকামনা রইলো।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার ছোট ছোট গল্পগুলো পড়তে বেশ লাগে

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

এম আর ইকবাল বলেছেন: সব সময় ভাল চিন্তা করলে ফল ও ভাল পাওয়া যায় ।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাই। অনেক শুভকামনা রইলো।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

ঢাকাবাসী বলেছেন: ভাল তবে এইসব গল্পের মহানুভবতার সাথে বাস্তবতার কোনই মিল নেই। যে ঘটনার কথা বললেন বাস্তবে তা কখনোই ঘটেনা!

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

খেয়া ঘাট বলেছেন: আশাকরি, বাস্তবেও আপনি এরকম মানুষের দেখা পেয়ে যাবেন। আমি পেয়েছি।

বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সত্যি কথন ......।।

অনেকদিন পর পড়লাম ব্লগ ,ভাললাগ্ল :)

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

খেয়া ঘাট বলেছেন: ফেসবুকেও পড়লেন , এখানেও পড়লেন।
ডাবল ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: অল্প কথায় সুন্দর কথা। সবাই বুঝলেই হবে!!

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো ভাই।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

মামুন রশিদ বলেছেন: শিক্ষনীয় গল্প ভালো লেগেছে ।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ রইলো। শুভকামনা রইলো।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

নূর আদনান বলেছেন: পড়লাম এবং বুঝলাম এটা গল্প। বাস্তবে হয়তো এমন সম্ভব নয়।

ছোট্ট একটা গল্পে অনেক কিছু বুঝিয়ে দিলেন, খুব ভাল লাগল। এজন্যই ছোট গল্প ভাল লাগে।

ভাল থাকবেন।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। বিনীত ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা রইলো ভাই।

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫

বশর সিদ্দিকী বলেছেন: আমি গরিব মানুষের মধ্যেই মহানুভবতা পেয়েছি। ধনি গুলা সব বদমাইসের হাড্ডি যত পায় আরো চায়।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

খেয়া ঘাট বলেছেন: অনেকটাই ঠিক বলেছেন ভাই।

ধনি গুলা সব বদমাইসের হাড্ডি - হাহাশে।


বিনীত ধন্যবাদ আর শুভকামনা রইলো ভাই।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

সদয় খান বলেছেন: ঘটনা সত্য । একই প্রোডাক্টের পাশাপাশি কয়েকটা দোকান থাকলে বেচা-কেনা বেড়ে যায় ।

চমত্‍কার ভাবে উপস্থাপন করেছেন ।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। অনেক শুভকামনা রইলো ।

১৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

নুর ফ্য়জুর রেজা বলেছেন: এরকম একটা ঘটনা হাদীসেও আছে।


ভালো লাগল গল্পটা। +++

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭

খেয়া ঘাট বলেছেন: বলেন কি??

আমিতো একেবারে মুগ্ধ হয়ে গেলাম শুনে।

অনেক ভালো লাগলো ভাই। বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো।

১৭| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৩

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: কাহিনীটা এক সাহাবীর।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

খেয়া ঘাট বলেছেন: তাই নাকি। জেনে দারুন ভালো লাগলো ভাই। ঠিক এরকমই কাহিনী ছিলো।

বিনীত ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা রইলো।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: রহিম মিয়া বড় দিলের মানুষ

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই।

অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো।

১৯| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০

অস্পিসাস প্রেইস বলেছেন:
সৃষ্টিকর্তার উপর ভরসা করি।রহিম মিয়ার মত। রহিম মিয়ার মত লোক বাস্তবে সমাজে আছে। গল্পে ++++

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো মন্তব্যের জন্য।
বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা।

২০| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

তাসজিদ বলেছেন: জীবন সত্তেই অদ্ভুত। কার মনে কি থাকে

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: আপনি দেখি আমার সব লিখাই পড়া শুরু করেছেন।
বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

২১| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

মশিকুর বলেছেন:
অনেক সময় ছোট্টও জিনিষ অনেক কিছু শিক্ষা দেয়। রহিম মিয়া রক্স, দিল ঠাণ্ডা হয়ে গেল। আর জানেন তো, দিল ঠাণ্ডা তো দুনিয়া ঠাণ্ডা।

+

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: রহিম মিয়া রক্স,
++++++++++++++++++++++++++++++++++++++++++

চমৎকার মন্তব্য ।অনেক ভালো লাগলো। বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা।

২২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ গল্পটা অদ্ভুত সুন্দর। এরকম একটা ৩০ সেকেন্ডের গল্প শুনুনঃ

এক কৃষক চাষ করে যে ধান পেলো তাতে তার ১১ মাস চলবে। আরেক কৃষক যা পেলো তাতে তার চলবে মাত্র এক মাস। প্রথম কৃষকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একদিন ২য় কৃষক শুনতে পেলো বাড়ির ভিতরে বিলাপ হচ্ছে, ‘হে আল্লাহ, তুমি আমারে মাত্র ১১ মাসের ধান দিলা? বাকি এক মাস আমি কীভাবে চলবো?’ ২য় কৃষক তার বাড়ি থেকে পুরো এক মাসের ধান ১ম কৃষককে দিয়ে বললো, ‘এই নাও ভাই, আমার চাষের ফসল থেকে তোমাকে এক মাসের ধান দিয়া দিলাম। এতে তোমার পুরা ১২ মাসই চলে যাবে।’ তারপর ঐ বাড়ি থেকে বের হতে হতে ২য় কৃষক বলে, ‘যে আল্লাহ আমারে ১১ মাস চালাইতে পারে, সেই আল্লা আমারে ১২ মাসই চালাইতে পারবো।’

এই ৩০ সেকেন্ডের গল্পটি আমি আমার এক বসের কাছ থেকে শুনেছিলাম কয়েক বছর আগে। প্রচলিত/শোনা গল্পটি থেকে বাক্যনির্মাণে কিছু চেঞ্জ থাকতে পারে, কিন্তু মহানুভবতার মূলনীতি অপরিবর্তিত।

শুভ কামনা।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: ৩০সেকেন্ডের গল্পটি চমৎকার লেগেছে ভাই।
শত পৃষ্টার একটা উপন্যাস পড়ে যে তৃপ্তি আর শিক্ষা পাওয়া যায় মনে হলো তার চেয়েও বেশী পেয়েছি। আমি মুগ্ধ, অভিভূত।
বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো।

২৩| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

সাদমান সাদিক বলেছেন: গল্পে ভাল লাগা রইল , এরকম ঘটনা সমাজে এখন বিরল

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে প্রিয় সাদমান সাদিক ভাই।
অনেক শুভকামনা রইলো।

২৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

শ্যামল জাহির বলেছেন: মহানুভবতার এক মিনিটের গল্পে মুগ্ধ! সাথে একখান প্লাস!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমিও মুগ্ধ। অনেক ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো।

২৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর গল্পে ভালোলাগা।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই। অনেক শুভকামনা রইলো।

২৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

অবিনাশী অন্ধকার বলেছেন: ভাল সব সময়ই ভাল । :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

খেয়া ঘাট বলেছেন: ভালো সব সময়ই ভালো।
+++++++++++++++++++++++++++++++++++++++++
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দোকানি সত্যিই মহানুভব।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩

খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে। শুভেচ্ছা রইলো। শুভকামনা রইলো।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৩

আমি তুমি আমরা বলেছেন: ঈর্ষাকাতর মানুষ কখনোই উন্নতি করতে পারে না। গল্পের ম্যাসেজটা ভাল লাগল :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা।

২৯| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হুম।শিক্ষা মুলক সু্ন্দর গল্প।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা রইলো।

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

না পারভীন বলেছেন: Kheya , sob pori kintu ai bangraji lekhar voye montobbo korina. Mobile e bangla lekha onk kostokor. Apni bondhujon tai dussahosh koresi jananor jonno. Valo thakben.,sundor sundor lekha upohar diben ai prarthona roilo. Amader arekjoner ektu khoj khobor niyen unar ki jani hoise.

২৪ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৭

খেয়া ঘাট বলেছেন: কেন!!!! আপনার কম্পিউটার কি হলো? ঘটনা কি?

উনাকেতো অনেকদিন দেখিনা। আশাকরি সবাই ভালো আছেন।

মন্তব্যের জন্য অনেক খুশী হলাম। অনেক শুভকামনা।

৩১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া এক মিনিটের গল্প।

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা।

৩২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: খুব বিরল এক বাস্তবতার , কিন্তু সুন্দর গল্প ।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু। কেমন আছেন?

৩৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভালো আছি ভাইয়া , আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.