নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

সংগীতের এক মহান কিংবদন্তী মান্নাদের চির বিদায়(১লা মে ১৯২১-২৪শে অক্টোবর ২০১৩)

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১১





৯৪ বছরে সংগীতের মহান কিংবদন্তী মান্না দে চির বিদায় নিলেন।

ভারতের স্থানীয় সময় ভোর সাড়ে তিনটা তিনি Bengaluru হসপিটালে মারা যান। তিনি কিডনি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।



মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার কন্যার বাসায় একসাথে বসবাস করছিলেন। কিডনি জনিত হাসপাতালে ভর্তি হলে পশ্চিম বঙগের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ সাক্ষাৎ করেন।



কিংবদন্তী এই মহান শিল্পী বাংলা, ইংরেজী,গুজরাতি, মারাটি, মালায়লাম,কানারা,আসামি ইত্যাদি বিভিন্ন ভাষার শত শত ছবিতে গান করে পৃথিবী ব্যাপী কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেন।



১৯৪২ সালে তামান্না ছবিতে প্লেব্যাক শিল্পী হিসাবে যাত্রা শুরু করে তিনি সংগীতের জগৎ আলোকিত করে রাখেন।১৯৪২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তাঁর রেকর্ড কৃত গানের পরিমাণ প্রায় ৪ হাজারের ও বেশী।



আর ১৯৫৩ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ছিলো তাঁর সংগীতে হিরন্ময় যুগ।



১৯৭১ সালে ইন্ডিয়ার সরকার সংগীতের এ মহানায়কে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মভূষণ আর ২০০৭ সালে Dadasaheb Phalke পুরস্কারে ভূষিত করেন।



মান্নাদে'র পারিবারিক নামঃ প্রবোদ চন্দ্র দে

জন্মঃ পহেলা মে ১৯২১ সাল,

আর মৃত্যঃ ২৪শে অক্টোবর ২০১৩ সাল।



এ মহানশিল্পীর আত্মার চির শান্তি কামনা করছি।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এ মহানশিল্পীর আত্মার চির শান্তি কামনা করছি।


২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: এ মহানশিল্পীর আত্মার চির শান্তি কামনা করছি।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

চলতি নিয়ম বলেছেন: কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই ।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

খেয়া ঘাট বলেছেন: আজ মান্না দে ও নেই।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: কফি হাউসের আড্ডায় তুমি সবসময় ছিলে, আছো এবং থাকবে।
আপাতত বিদায় কিংবদন্তি

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

খেয়া ঘাট বলেছেন: মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

এন ইউ এমিল বলেছেন: মান্নাদের গানগুলো এখনো সেই কিশোর বয়সের বিশেষ কিছু মুহুর্তকে মনে করিয়ে দেয়

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

খেয়া ঘাট বলেছেন: এ মহানশিল্পীর আত্মার চির শান্তি কামনা করছি।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

বেলাল তামজীদ বলেছেন: আমরা একজন মহান ব্যক্তিকে হারালাম

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

খেয়া ঘাট বলেছেন: এ মহানশিল্পীর আত্মার চির শান্তি কামনা করছি।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪

বোধহীন স্বপ্ন বলেছেন: ১৯৪২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তাঁর রেকর্ড কৃত গানের পরিমাণ প্রায় ৪ হাজারের ও বেশী। এত্ত !!! আমরা কেবল "কফি হাঊজ" দিয়েই তাকে চিনি ।

মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি ।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

খেয়া ঘাট বলেছেন: আমরা কেবল "কফি হাঊজ" দিয়েই তাকে চিনি
মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: খুব কষ্ট পেলুম গানের জগতের এক হিমালয়সম কিংবদন্তীর মহা প্রয়ানে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

খেয়া ঘাট বলেছেন: খুব কষ্ট পেলুম গানের জগতের এক হিমালয়সম কিংবদন্তীর মহা প্রয়ানে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১

আমি তুমি আমরা বলেছেন: RIP মান্না দে :(

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

খেয়া ঘাট বলেছেন: তাঁর গানের ভিতর দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তুমি আর ডেকো না
ক’ ফোঁটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে
জানি তোমার প্রেমের যোগ্য আমি নই
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই


এসব চিরঞ্জীব গানের মধ্য দিয়ে ছোটোবেলা থেকে মান্না দে’র সাথে পরিচয়। আমি মান্না দে বলতে পাগল। এই মহান শিল্পীর চিরবিদায়ে খুব কষ্ট হচ্ছে।

কয়েক মাস আগেই তাঁর মৃত্যুর একটা খবর বেরিয়েছিল- পরে জানা গিয়েছিল মৃত্যু নয়, তিনি ঘোরতর রোগে আক্রান্ত হয়েছিলেন।

তাঁর গানের ভিতর দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

খেয়া ঘাট বলেছেন: তাঁর গানের ভিতর দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

ইখতামিন বলেছেন:


তাঁর আত্মার শান্তি কামনা করছি..

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

খেয়া ঘাট বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি

১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মান্না দে চিরদিন থেকে যাবেন বাঙলা গানে।
'কফি হাউজ', 'এ নদী এমন নদী, 'আমি তার ঠিকানা রাখিনি, 'সহেলি গো' , 'ও কেন সুন্দরী হলো'
কত্ত কত্ত অবিস্মরণীয় গান তার।

আমরা বেড়ে উঠেছি কফি হাউজের স্মৃতিকাতরতায়।
বয়স বাড়ছে, এই গান রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে, এ তো আমার কথা।

শ্রদ্ধাঞ্জলি মান্নাদের প্রতি।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: শ্রদ্ধাঞ্জলি মান্নাদের প্রতি।
তাঁর আত্মার শান্তি কামনা করছি

১২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২

এহসান সাবির বলেছেন: মান্না দের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।
তার আত্মা শান্তি পাক।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: মান্না দের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।
তার আত্মা শান্তি পাক।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: শান্তিতে থাকুন, যেখানেই থাকুন :( :( প্রিয় মান্না দে!

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: শান্তিতে থাকুন, যেখানেই থাকুন প্রিয় মান্না দে!

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

রামন বলেছেন:
শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করি। শিল্পীর গাওয়া অনেক প্রিয় গানের মধ্যে ২টি গান আপনার পোস্টে সংযোজন করে শিল্পীকে আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: শিল্পীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
শিল্পীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।তাঁর আত্মার শান্তি কামনা করছি।
RIP মান্না দে :(

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

খেয়া ঘাট বলেছেন: শিল্পীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।তাঁর আত্মার শান্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.