![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝলেন স্যার। আজকে আমার মনটা অত্যধিক খারাপ।আর মন যখন খারাপ থাকে তখন আর ভালো চা বানাবার পারিনা।
তা, তোমার মন এতো খারাপ কেন?
কারণ স্যার আমার ময়না পাখির মনটা খুব খারাপ- ময়না পাখীর মা'য়ের বড় অসুখ।কথাগুলো বলেই শুভ আমার জন্য চা বানাতে লাগলো ।
শুভ'র সাথে আমার পরিচয় নতুন অফিসে জয়েন করার পর। বিকেল বেলা, আমি হাঁটতে হাঁটতে নির্জনের এই চাদোকানে এসে বসি। আর সুযোগ পেলেই শুভ তার ময়না পাখির নানান গল্প শুরু করে।
আপনি কি জানেন, স্যার? বড় হলে পাখীদেরও অনেক দূরে চলে যেতে হয়।
আমি বললাম, তাতো জানিনা। হয়তোবা ।
কথা কিন্তু সইত্য স্যার। ঘটনা হলো- ময়না পাখি ওর মায়ের সাথে শেষরাইতে বাসায় বসে আছে। মা পাখি ময়না পাখীকে কয়, বাছা কাল অনেক দূরে চলে যাবি। আজ রাইতটা একটু ভালো করে ঘুমা।
ময়না পাখি, তখন মা'কে বলে, মা তুমি ঘুমাও। আমারতো ঘুম আসেনা।
বুঝলেন স্যার, ময়না পাখিটা এখানে একটা কঠিন মিথ্যা কথা বললো।
আমি বললাম , কি মিথ্যা কথা বললো? তোমার ময়না পাখি।
আরে, ময়না পাখিটারও খুব ঘুম আসছিলো। কিন্তু ঘুমিয়ে গেলে মা'য়ের মুখ আর দেখতে পাবেনা বলেইতো মা'রে মিথ্যা বললো ।
আচ্ছা স্যার, পাখীরা যখন মিথ্যা কথা কয়, তখন কি ওদেরও অনেক গুনাহ হয়। আমার ময়না পাখিটা না খুব ঘন ঘন মিথ্যা কথা বলে।
আমি চা খেয়ে নিজের বাসার দিকে হাঁটা শুরু করি। আর মনে মনে ভাবি। ছেলেটা আসলেই একটু পাগলা স্বভাবের।শুভ'র কি আসলেই কি কোনো ময়না পাখি আছে?
অনেকদিন কাজের ব্যস্ততায় আর শুভ'র চায়ের দোকানে যাওয়া হয়নি।
কিছুদিন পর ওর দোকানে হাজির হলাম।
শুভ সুন্দর করে চা চিনি-দুধ নাড়ছে।
ভালা আছেন, স্যার?
হুম ভালো, তোমার খবর কি?
আমি স্যার ভালাই আছি। তবে ময়না পাখি'র একটা কথা মনে পড়ে মনটা খুব খারাপ লাগছে।
তাহলেতো তুমি আর ভালো চা বানাতে পারবানা।
শুভ আমার কথা শুনে চোরা হাসি হাসে।
কি কথা বললো তোমার ময়না পাখি?
ময়না পাখি মা'কে ছেড়ে যেদিন চলে আসবে স্যার, সেদিনের কথা। পাখিটা অনেকদূর চলে এসেছে। তারপর হঠাৎ কি মনে করে, আবার ঘরে ফিরলো। মা, বললো - কী রে বেটা, আবার ফিরে এলি যে? বড় হয়েছিস দূরেতো যেতেই হবে।
ময়না পাখি তার মা'কে বলে- ভুল কইরা একটা জিনিস ফালাই গেছিলাম জিনিসটা নিতে আসলাম।
কিছু বুঝলেন স্যার। ময়না পাখিটা মায়ের সাথে আবারো কঠিন একটা মিথ্যা কথা বললো ।
আমি বললাম, এখানে আবার কি মিথ্যা বললো তোমার ময়না পাখি?
আসলে স্যার ময়না পাখিটা তার মাকে দেখার জন্য আরেকবার ঘরে গেলো। কিছু ফেলে আসা ছিলো পাখিটার বাহানা মাত্র।
তা তুমি কিভাবে জানলে এসব?
বললাম না স্যার।ময়না পাখিটাতোই এসব কথা আমাকে বললো।
আমি চা'র শেষচুমুক দিয়ে বললাম-শুভ ফার্স্ট ক্লাস চা বানিয়েছো।
এভাবে মাঝে মাঝে আমি শুভ'র চায়ের দোকানে যাই। শুভ মনের সুখে ময়না পাখির গল্প করে। বেশীর ভাগই তার দুখের গল্প।
এরপর আরেকদিন শুভ'র চায়ের দোকানে গিয়ে দেখি শুভ নাই।
অন্য একটা লোক কাজ করছে। জিগ্গাসা করলাম শুভ কোথায়।
বললো, শুভতো চাকরি ছেড়ে দিয়েছে।
হুট করেই চাকুরি ছেড়ে দিলো। কোথায় আছে বলতে পারেন?
ওর মা খুবই অসুস্থ। মা'কে গ্রাম থেকে নিয়ে এসে এখানের সরকারি হসপিটালে ভর্তি করেছে। আমার কাছ থেকে ৫০০ টাকা ধার চাইলো। আমার নিজের পুঁজিই ৫০০ টাকা নাই। ওরে দিমু কেমনে? তাই ১০০ টাকা দিয়াই বিদায় করলাম।
আমি দোকানের মালিকের কাছে থেকে ঠিকানা নিয়ে সরকারী হসপিটালে আসি। দেখি একটা ভাঙাচোড়া বেডের ওপর একজন জীর্ণ শীর্ণ মহিলা শুয়ে আছেন। আর শুভ মহিলার পায়ের কাছে বসা।
শুভ'র মা বলছে- আর কতদিন তুই এভাবে বসে থাকবি মায়ের কাছে?
রুজি রোজগার করতে হবেনা, এভাবে বসে থাকলে চলবে?
শুভ বলে- মা'গো কোনো চিন্তা করোনাতো। আমারতো মালিকের কাছে মেলা টাকা জমা আছে। মেলা ছুটিও জমা আছে। মালিকের কাছ থেকে জমা টাকা ওঠামো আর আরামসে খরচ করুম। চিন্তা কি?
শুভ"র মা বলেন- এইদিকে আয়, আমার কাছে আয়। শুভ মায়ের পা'য়ের কাছে থেকে মা'য়ের মাথার কাছে গিয়ে বসে। শুভ'র মা শুভ'র মাথায় হাত রেখে বলেন- ময়নারে তুই বড় কঠিন মিথ্যা কথা বলিস।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো।
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭
সানফ্লাওয়ার বলেছেন: এত সুন্দর লেখা। হৃদয় ছুয়ে যায়। এমন ছেলে কি সত্যি আছে?
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ । অনেক শুভকামনা রইলো।
অবশ্যই আছে ভাই। আমার, আপনার আশে পাশেই আছে।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০
আশিক মাসুম বলেছেন: khub vhalo legeche.... febute dekhe ekhane aslam comment korte....
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
খেয়া ঘাট বলেছেন: তাই নাকি? ফেবুতে পড়েছেন? বুঝিনাই তো।
বিনীত ধন্যবাদ রইলো। নিরন্তর শুভকামনা আশিক মাসুম ভাই।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
মশিকুর বলেছেন:
ময়নার মিথ্যা কথা গুলো ভাল লাগলো।
২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৩
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা রইলো।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫০
মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া। অনে......ক ভালো লাগলো।
২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩২
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা। অনেকদিন পর দেখলাম।
৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মনটা খারাপ করে দিলেন ...
২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৭
খেয়া ঘাট বলেছেন: আসলেই এটা মন খারাপ হয়ে যাওয়ার মতো গল্প ভাই।
বিনীত ধন্যবাদ । নিরন্তর শুভকামনা রইলো।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখা
ভাল লাগল
২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৮
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা আপনার জন্য।
৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১১
নিয়েল হিমু বলেছেন: মা ।
২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৮
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা।
৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৮
মনিরা সুলতানা বলেছেন: ময়নারে তুই বড় কঠিন মিথ্যা কথা বলি.........।
২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৯
খেয়া ঘাট বলেছেন: সবার ভিতরেই একেকটা ময়না পাখি থাকে।
বিনীত ধন্যবাদ ।অনেক শুভকামনা আপনার জন্য।
১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৪
আমিই মিসিরআলি বলেছেন: ২য় প্লাস ++
২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৯
খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই। অনেক শুভকামনা রইলো।
১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২২
মামুন রশিদ বলেছেন: মন ছুঁয়ে যাওয়া গল্প ।
ভাইজানরে মিস করি আমার বাড়িতে ।
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইজান। অনেক শুভকামনা রইলো।
বড়ই লজ্জা দিলেন।সময় নিয়ে পড়বো পড়বো মনে করে আর সময় বের করতে পারছিনা।আপনার লিখাগুলো তৃপ্তি নিয়ে না পড়লে মন ভরেনা।
১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৫
কয়েস সামী বলেছেন: ভাল হয়েছে।
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ । নিরন্তর শুভকামনা রইলো।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫
বোধহীন স্বপ্ন বলেছেন:
চোখে পানি চলে আসার মত গল্প +++++
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।
আমি লিখতেই লিখতেই তো আমার চোখে পানি আসলো।
বিনীত ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো ভাই।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৬
এম মশিউর বলেছেন: আমাদের অবচেতন মন কোন গল্পের মাধ্যমে সত্যিটা পাশের কাউকে জানাতে চাই। শুভও সেটাই করেছে ময়না পাখির আড়ালে।
হৃদয় ছোয়ানো গল্প। মায়ের মত হয় না কেউ। মায়ের মত শুধু মা -ই হয়।।
ভালো লাগা জানবেন।।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
খেয়া ঘাট বলেছেন: বাহঃ চমৎকার বলেছেন। পুরো গল্পের সারাংশ এটাই।
বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা।
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
প্লাস ! এর বেশি কিছু বলার নেই বললে কম বলা হবে।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা রইলো।
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪
রাফসান বড়ুয়া বলেছেন: ভালো........।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। নিরন্তর শুভকামনা ভাই।
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২
আফসিন তৃষা বলেছেন: বাহ! এত সহজে কঠিন কথা লিখে ফেললেন। মন খারাপ লাগছে পড়ে।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আফসিন।
নিরন্তর শুভকামনা।
১৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ঢাকাবাসী বলেছেন: ভালো।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা।
১৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। শেষে বেশী ভাল লাগল। ++
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩
খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।
বিনীত ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ একটি গল্প।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রফেসর স্যার। নিরন্তর শুভকামনা রইলো।
২১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫
toysarwar বলেছেন: ময়নারে তুই বড় কঠিন মিথ্যা কথা বলিস - - - ভাল লাগল গল্পটা।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪
খেয়া ঘাট বলেছেন: ময়নারে তুই বড় কঠিন মিথ্যা কথা বলিস -
সবার মাঝেই একটা ময়না পাখি আছে, যে মায়ের সাথে মিথ্যা কথা বলে।
বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা ।
২২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫
শান্তির দেবদূত বলেছেন: অনেক ভাল লাগল গল্পটা খেয়া ভাই মনটা খারাপ হয়ে গেল।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় দেবদূত ভাই। অনেক শুভকামনা রইলো।
২৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯
সমুদ্র কন্যা বলেছেন: ময়নাটার জন্য মন খারাপ হয়ে গেল। খুব সুন্দর লিখেছেন।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬
খেয়া ঘাট বলেছেন: আমারও অনেক মন খারাপ ময়না পাখিটার জন্য।
বিনীত ধন্যবাদ রইলো আপু। নিরন্তর শুভকামনা।
২৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩
বটবৃক্ষ~ বলেছেন: এমন মিথ্যেবাদী ময়না সব মায়ের ঘরে জন্ম নিক!!!
মন ছুঁয়ে গেলো!!
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
খেয়া ঘাট বলেছেন: এমন মিথ্যেবাদী ময়না সব মায়ের ঘরে জন্ম নিক!!! খুব সুন্দর একটা মন্তব্য।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।
২৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার গল্প।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ নিবেন ভাই। নিরন্তর শুভকামনা রইলো।
২৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
সপন সআথই বলেছেন: valo laga janai
amar suvechha neben
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
খেয়া ঘাট বলেছেন: মনভরে শুভেচ্ছা গ্রহণ করলাম।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা আপনার জন্য।
২৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: টাচি একটা লেখা! বেশ ভালো লাগল।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা রইলো।
২৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৩
বটবৃক্ষ~ বলেছেন: ভাইয়া আপনি সবসময় এতো বিনয় প্রকাশ করেন যে লজ্জা পেয়ে যেতে হয়!!আমরা তো ছোট মানুষ!!
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭
খেয়া ঘাট বলেছেন: হাহহাহাহা।
যাক, খুব খুশী হলাম জেনে যে অন্তত বিনয়টুকু হয়তোবা প্রকাশ করতে পারি। আর বয়সে ছোট হলেও মনের বিশালতায় কিন্তু অনেক বড়।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।
২৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৮
সাইনাস বলেছেন: পরের বারও প্লাস দিতে চাই. . .
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা রইলো।
৩০| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব টাচি একটা গপ, শেষের দিকটায় তো চোখ টলমল করছিল!
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা রইলো।
৩১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৭
সদয় খান বলেছেন: গল্পটা পড়তে অনেক দেরি করে ফেললাম ।
আমি শুধু নির্বাক । আর কিছু বলতে পারছি না ।
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৩০
খেয়া ঘাট বলেছেন: দেরীতে হলেও পড়েছেন। অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা রইলো।
৩২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:১৬
সপ্নাতুর আহসান বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। কষ্ট পেলাম - ময়নারে তুই বড় কঠিন মিথ্যা কথা বলিস।
০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।
৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
আদনান শাহ্িরয়ার বলেছেন: অদ্ভুত রকম ভালো লাগা!
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১০
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় শাহরিয়ার ভাই। নিরন্তর শুভকামনা রইলো।
৩৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ময়নারে তুই বড় কঠিন মিথ্যা কথা বলিস .......মা ঠিক বুঝে ফেলল । শেষ কথা টা সত্যি মন খারাপ করা ।
অনেক ভালো লাগলো , গল্প টা শেষ হলেও ময়না পাখির জন্য মন খারাপের একটা রেষ রয়ে গেলো ।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯
খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম আপু। বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
হার্ট টাচিং। একই দেশে একই মানুষদের মাঝে সুযোগ সুবিধার কত ফারাক। সপ্ন দেখি একদিন এই দেশে জন্ম নেয়া সব মানুষের দায়িত্ব নেবে রাষ্ট্র, সব মানুষের অর্জন, শ্রম আর মেধাও নিবেদিত থাকবে শুধু রাষ্ট্রের জন্য।
আবারো ভালো লিখেছেন। আবারো '+'