নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

সুন্দর একটা পোস্ট যখন নির্বাচিত পাতার বাইরে থাকে তখন পাঠকের কষ্ট বাড়ে, লেখকের মন ক্ষুণ্ণ হয়।

৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪২

যেহেতু নির্বাচিত পাতা নামে একটা আলাদা পাতা আছে, তার মানে এই পাতাটির আলাদা গুরুত্ব আছে। ব্লগাররা এরকম একটি মুক্তব্লগে লিখার মানেই হলো-তার লিখাটি যেন বেশী পাঠকের চোখে পড়ে। পাঠকের ভালো লাগাই হলো একটি লিখার সবচেয়ে বড় স্বার্থকতা। নির্বাচিত পাতায় যে লিখাটি যায়- সাধারণতঃ সেই লিখাটি বেশী পাঠকের চোখে পড়ে। কারণ- সাধারণ পাতায় কোনো পোস্ট বেশীক্ষণ থাকেনা। কিন্তু কখনো দেখা যায়, চমৎকার একটা লিখা নির্বাচিত পাতায় গেলোনা । এর কারণ কি?

মূল কারণ কি তবে- নির্বাচিত পাতায় পোস্ট সিলেকশানের দায়িত্বে যারা আছেন, তাদের লিখাটি চোখে পরেনা।

আর এটাই যদি মূল কারণ হয়, তবে নির্বাচিত পাতাটি রাখারই দরকার নাই। কারণ একটি চমৎকার পোস্টকে নির্বাচিত পাতার বাইরে রাখা মানে লেখকের প্রতি অবমাননা করা। কোনো পোস্টদাতা হয়তোবা ব্যাপারটি হালকাভাবে এড়িয়ে যান। কিন্তু যেখানে মানযাচাইয়ের একটা নিয়ম নির্ধারণ করা হয়েছে-"ভালো পোস্ট নির্বাচিত পাতায় যাবে"-তাহলে তা যখন হয়না, তখন এটা একধরণের অবিবেচকতা।



সুন্দর একটা পোস্ট যখন নির্বাচিত পাতার বাইরে থাকে তখন পাঠকের কষ্ট বাড়ে, লেখকের মন ক্ষুণ্ণ হয়।



মোঃ মাসুদর রাহমানের একজন পতিতা ও একটি নাম: জীবনের অন্তরালে এই চমৎকার লিখাটি নির্বাচিত পাতায় না দেখে একজন পাঠক হিসাবে মন খারাপ হলো। আর কিছুনা।



মন্তব্য ৭০ টি রেটিং +১/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৮

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন।

৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৯

আমিই মিসিরআলি বলেছেন: সহমত,
পাঠক হিসেবে আপনার এই পোষ্টের মাধ্যমে লেখাটি আমি নিজেও দেখতে পেলাম

৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪

খেয়া ঘাট বলেছেন: লিখাটি পড়ে আপনার কেমন লাগলো?
মনে কি হলোনা- লিখাটি নির্বাচিত পাতায় রাখা উচিত ছিলো?
পোস্টদাতার জন্য ব্যাপারটা হয়তোবা তেমন কিছু নাও হতে পারে। অথবা মন ক্ষুণ্ন হলেও অনেকে প্রকাশ করেন না। কিন্তু আমারতো পাঠক হিসাবে খারাপই লেগেছে।

বিনীত ধন্যবাদ ভাই।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫০

আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: তুমি মিয়া ভালা ফাপড় নাও।পোস্ট দিছ পড়লে পড়বে না হলে জান্নামে যাবে তাই বলে পোস্ট দিবা?মাল্টি বলে কি তুমি মানুষ না?থাপ্পর দিলে গালে লাগবে?

৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৬

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহা।
জ্বিনা ভাই। ঐ টা আমার লিখানা। আর আপনি আমাকে চাইলেও থাপ্পর দিতে পারবেন না।

বিনীত ধন্যবাদ রইলো ভাই। নিরন্তর শুভকামনা।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫২

আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: নির্বাচিত পাতা নিয়া তোমার ধারনা ভুল।কেউ সেখানে যায় না।

৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৭

খেয়া ঘাট বলেছেন: সবাই হয়তোবা যায়না, তবে অনেকেই যায়।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৫

ময়নামতি বলেছেন: ভাল পোস্ট নির্বাচিত পাতায় স্থান পাবে এটাই সাধারন ব্লগার হিসেবে আমাদের চাওয়া পাওয়া।
সহমত ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৭

খেয়া ঘাট বলেছেন: ময়নামতি বলেছেন: ভাল পোস্ট নির্বাচিত পাতায় স্থান পাবে এটাই সাধারন ব্লগার হিসেবে আমাদের চাওয়া পাওয়া।
সহমত ধন্যবাদ।

আমি লম্বা করে যে কথাগুলো বললাম, আপনি একবাক্যেই তা বলে দিলেন। খুবই যৌক্তিক বলেছেন ভাই।
বিনীত ধন্যবাদ রইলো।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৩

মহিদুল বেস্ট বলেছেন: ঠিকই তো! খুব মনব্যথা জাগে! লিখে কিছুই দেখাতে পারলাম না

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২

লাবনী আক্তার বলেছেন: সহমত আপনার সাথে।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

লাবনী আক্তার বলেছেন: পোস্ট টা এখন নির্বাচিত পাতায় দেখা যাচ্ছে। :)

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

খেয়া ঘাট বলেছেন: জ্বি, এখন নির্বাচিত পাতায় দেখলাম। অনেক ধন্যবাদ।


৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৪

আরজু পনি বলেছেন:

শিরোনামের সাথে সহমত জানাই ।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

খেয়া ঘাট বলেছেন: কারো উপর যখন কোনো দায়িত্ব এসে পড়ে , তখন উচিত এ কাজ নিষ্টার সাথে পালন করা। দায়িত্ববান মানুষই অনেক প্রগ্গাবান হয়ে থাকেন, অনেক বিগ্গ হয়ে থাকেন। আর দায়িত্ব নেয়াটা যত সহজ তা পালন করা কিন্তু তত কঠিন। প্রতিটি কাজের ফিডব্যাক থাকা দরকার, সমোলোচনা থাকা দরকার,জবাবদিহিতা থাকা দরকার। এগুলো যেকোনো কর্মের উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে এবং পৃথিবী ব্যাপি তা স্বীকৃত।

বিনীত ধন্যবাদ রইলো। নিরন্তর শুভকামনা।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:) :) :)

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: ভাগ্যবান আর বিশুদ্ধ মনের মানুষেরাই এরকম তৃপ্তির হাসি হাসতে পারে
:)

১১| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর একটা পোস্ট যখন নির্বাচিত পাতার বাইরে থাকে তখন পাঠকের কষ্ট বাড়ে, লেখকের অমর্যাদা হয় ।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২

খেয়া ঘাট বলেছেন: আপনারটাও ঠিক !:#P !:#P !:#P
বিনীত ধন্যবাদ রইলো।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

বোকামন বলেছেন:





নির্বাচিত পাতা !
চিনলাম না ! দৃষ্টিতে আসে নাই ....
তবে ব্লগে নির্বাচিত পাতা নামে কিছু থেকে থাকলে অবশ্যই যোগ্য-উত্তম-গুরুত্বপূর্ণ পোস্টটি সেখানে রাখা উচিত ...

এখন কথা হইলো এই নির্বাচন পদ্ধতি কেমন হবে ?
বহুদলীয় না নির্দলীয় !! হাহ হা :-)

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

খেয়া ঘাট বলেছেন: করলেনতো জটিল একটা প্রশ্ন!!!
কোন্দলীয় না , মানে কোনো দলীয় না, মানে কোনো দলাদলি না :)
ভালো পোস্টই নির্বাচিত পাতায় যাবে। যাতে পাঠকের মনে কষ্ট না হয়, লেখকের মনক্ষুণ্ন না হয় বা অমর্যাদা না হয়।

বিনীত ধন্যবাদ আপনাকে।অনেক শুভকামনা। অনেকদিন পর দেখলাম।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

সোহানী বলেছেন: সত্যিই তাই.... কারন আমরা আগে নির্বাচিত পাতা পড়ি। তাই কিসের ভিত্তিতে নির্বাচি করা হয় তা জানা আমাদের দরকার। তাহলে আমরা ্ই ক্রাইটেরিয়া মেনে চলবো।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

খেয়া ঘাট বলেছেন: জ্বি আপু।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনান

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

শুঁটকি মাছ বলেছেন: লেখাটা আসলেই বেশ ভাল।দেরীতে হলেও নির্বাচিত হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: সেজন্য কর্তৃপক্ষকে সবিনীত ধন্যবাদ

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

না পারভীন বলেছেন: নির্বাচিত পাতা থেকে লেখা পড়ে এলাম .

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: সেজন্য কর্তৃপক্ষকে সবিনীত ধন্যবাদ

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় খেয়াঘাট ভাই!
বিনীত সহমত!

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

খেয়া ঘাট বলেছেন: হাহহাহহাহহা।
বিনীত সহমতের জন্য আপনাকে সবিনীত ধন্যবাদ।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: এই পাতা বন্ধ করে দেওয়া উচিৎ! এত মানুষের কমপ্লেইন এটা নিয়ে!

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা। নির্বাচিত পাতা থাকা খুবই ভালো। লিখার উৎকর্ষতার জন্য খুবই সুন্দর একটা উদ্যোগ।

তবে লেখকের নাম দেখে নয়, বরং লিখা পড়েই নির্বাচিত করা দরকার।
কে লিখলো সেটা বড় কথা নয়, কী লিখলো সেটাই বড় কথা।
এই জিনিসটা ভালো করে অনুসরণ করলেই হয়।

বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: সুন্দর একটা পোস্ট যখন নির্বাচিত পাতার বাইরে থাকে তখন পাঠকের কষ্ট বাড়ে, লেখকের অমর্যাদা হয় ।
সহমত।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

নাজিম-উদ-দৌলা বলেছেন: কিছু বলার নাই আসলে।

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

খেয়া ঘাট বলেছেন: লেখকের নাম দিয়ে নির্বাচন না করে লিখা পড়ে নির্বাচন করলেই - সমস্যা মিটে যায়।

কে লিখলো সেটা বড় ব্যাপার না, কী লিখলো সেটাই আসল কথা।

বিনীত ধন্যবাদ রইলো।

২০| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লেখাগুলো নির্বাচিত পাতায় যাক এটাই চাই।

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

খেয়া ঘাট বলেছেন: সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লেখাগুলো নির্বাচিত পাতায় যাক এটাই চাই।
+++++++++++++++++++++++++++++++++++

২১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: শিরোনামের সাথে মোটাদাগে একমত !

তয় আপনে যে লেখার লিংক দিছেন সেটা আমার কাছে ভালো লাগে নাই! কেন ভালো লাগে নাই সেটা সেই পোস্টে বলে আসছি, দেখে নিয়েন।

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যটা পছন্দ হয়েছে।
ভালো লাগেনাই সেটা স্পষ্ট বলার জন্য অনেক শ্রদ্ধা রইলো।
নানান পাঠকের নানান রুচি। আমার পড়তে বেশ ভালোই লেগেছে।
আশেপাশে ছোট চারা গাছ থাকলে বিশাল বটবৃক্ষের ছায়াতো একটু পড়বেই।

বিনীত ধন্যবাদ রইলো।

২২| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:০২

সদয় খান বলেছেন: আমি এখনও বুঝে উঠতে পারি নাই যে কোন লিখাটিকে নির্বাচিত করা হয় । কিবা তার পদ্ধতি । তবে খেয়াল করলাম এক বা একাধিক ভাল লাগা সম্বলিত পোস্ট সাধারণত নির্বাচিত পাতায় থাকে ।

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

খেয়া ঘাট বলেছেন: তবে খেয়াল করলাম এক বা একাধিক ভাল লাগা সম্বলিত পোস্ট সাধারণত নির্বাচিত পাতায় থাকে । -আপনার সাথে পুরোপুরি একমত।
উনারাও ভালো লিখা নির্বাচিত পাতায় রাখেন। আর উদ্দ্যেশ্যতো এটাই।

তবে - সব ভালো লেখকের প্রতিটি লিখাই যে ভালো হবে -এটা যেমন ঠিক না, তেমনি যার কোনো পরিচিতি নেই- তাঁর লিখা যে একেবারেই ফেলনা হবে-এটাও ঠিক না। এই জিনিসটা খেয়াল করলেই সব ঠিকঠাক হয়ে যায়।

আর নির্বাচিত পাতা যেহেতু রাখা হয়েছে-তাই উচিত প্রতিটি লিখাই পড়া। আর যদি পড়ার সুযোগ হয়না, অথবা না পড়া হয়- তবে এটা হবে দায়িত্বে অবহেলা।

বিনীত ধন্যবাদ রইলো ভাই।

২৩| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: সহমত

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ সুমন কর ভাই।

২৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আমি তুমি আমরা বলেছেন: ভাল বলেছেন।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কথা সত্য । অনেক ভালো লিখাই নির্বাচিত যায়না দেখেছি । নির্বাচিত পাতার মানদণ্ড কি কে জানে!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লিখাও নির্বাচিত পাতায় থাকে। তবে যারা এর দায়িত্বে আছেন, উনাদের মনে হয় সব লিখা পড়ার সুযোগ হয়না।
ভালো থাকবেন আদনান ভাই।

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

আদম_ বলেছেন: আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: নির্বাচিত পাতা নিয়া তোমার ধারনা ভুল।কেউ সেখানে যায় না।
কেউ যাক না যাক আমি অন্তত যাইনা। আজগুবি ফালতু সব কাব্য দিয়ে ভরপুর থাকে পাতাটা। রাবিশ।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: লেখকের নাম দিয়ে যাচাই না করে লিখা দিয়ে যাচাই করলেই সমস্যাটা মিটে যেতো।
ভালো থাকবেন ভাই। শুভকামনা ।

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

বাংলার হাসান বলেছেন: আপনার এই পোষ্টের মাধ্যমে লেখাটি আমি নিজেও দেখতে পেলাম ধন্যবাদ ভাই।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

মুদ্‌দাকির বলেছেন: আপনার সেয়ার করা লেখাটা পড়লাম, সুন্দর

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১২

ইমানুয়েল নিমো বলেছেন: শিরোনামের সাথে সহমত জানাই ।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাই।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

ভোরের সূর্য বলেছেন: ভাল কথা বলেছেন আরিফ মাহমুদ ভাই।
যেদিন নিজের লেখা ব্লগে দিই সেদিন ভাবি যে এই লেখাটা(সব লেখা নয়) নির্বাচিত পাতায় যেতে পারে যেহেতু নির্বাচিত নামে একটি পাতা আছে কিন্তু না গেলে খারাপ লাগেনা কিন্তু সেদিন যদি অন্য কোন লেখা নির্বাচিত পাতায় যায় তখন খারাপ লাগে যে ঐ লেখাটি কেন নির্বাচিত পাতায় গেল কারন একই সময়ে আরও ভাল লেখা(তাই বলে আমারটা নয়) ছিল যেগুলো নির্বাচিত পাতায় যাবার যোগ্যতা ছিল।
গত ২২শে সেপ্টেম্বর আমি একটা লেখা লিখেছিলাম আসুন ব্লগার ভাই বোনেরা আমরা সঠিক তথ্য দিই লেখাতেঃসঠিক তথ্য পাবার কিছু টিপস।

সাধারণভাবে ভেবেছিলাম এরকম সচেতনতামূলক পোস্ট নির্বাচিত পাতায় যাবে কিন্তু সেদিন সাবমেরিন ডিপ্রেশান নামক একটি কবিতা নির্বাচিত পাতায় গেছে যেটিতে ১জন মন্তব্য করেছেন এবং মাত্র ২৯জন পড়েছেন(যদিও জানি যে মন্তব্য বেশি করা বা বেশি হিট হওয়া মানে লেখা ভাল নয়) আবার মটরবাইক স্টার্ট না নিলে কি করবেন ? এই লেখাটিও নির্বাচিত পাতায় গেছে।কিন্তু আমারটা যায়নি।

তবে নির্বাচিত পাতা নিয়ে আমার অন্যরকম একটা অভিযোগ আছে সেটা হল নির্বাচিত পাতার লেখাগুলো কারা নির্বাচন করে? তাদের যগ্যতা কি? তাদের কি সেই যোগ্যতা আছে?কারন এখানে অনেক রকমের লেখা আসে যেমন গল্প,কবিতা,ফিচার,গবেষনামূলক ইত্যাদি। এখন আমার প্রশ্ন হল একজন মডারেটর কে বেতন দিয়ে রাখলাম ভাল কবিতা বা গল্প বা ফিচার বা অন্যান্য লেখার মান বেড় করার জন্য?সে কি কবি যে কোনটা ভাল কবিতা সেটা সে বুঝবে নির্বাচিত পাতায় দেয়ার জন্য? সেই মডারেটর কি গল্পকার বা লেখক যিনি নির্বাচিত পাতার জন্য ভাল গল্প বাছাই করার যোগ্যতা আছে? সেই মডারেটর কি গবেষক যে ভাল গবেষনাধর্মী লেখা বাছাইয়ের যোগ্যতা আছে?

এই ব্লগে বেশিরভাগই বিভিন্ন নামে একাউন্ট খোলে।ধরুন কবি শামসুর রহমান একটা নিক খুলে কবিতা লিখে যাচ্ছেন ব্লগে আর এখানকার মডারেটররা তাঁর কবিতা মডারেট করছে!!!! হয়তো দেখা যাচ্ছে সারা মাসে তার ১টা কবিতা নির্বাচিত পাতায় গেল!!!!!! হাঃ হাঃ হাঃ
অথবা ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত নামে একটা নিক খুলে এখানে গল্প লিখে যাচ্ছেন তারো গল্প মাসে ২মাসে একটা/২টা নির্বাচিত পাতায় গেল।আর তাঁর গল্প বাছাই করছেন এখানকার মডারেটর!!!!!!!
আর এরকম কিছু হচ্ছেনা সেটাই বা কে বলবে।

যদি এমন হত নির্বাচিত পাতায় লেখা বাছাইয়ের প্যানেলে পারদর্শী কবি,গল্পকার,বা নিজ নিজ পেশায় অবদান রাখা লোক রয়েছে তাহলে বুঝতাম ঠিক আছে।আমার তো মনে হয় নির্বাচিত পাতা রাখাই উচিৎ না।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

খেয়া ঘাট বলেছেন: আপনার ঐ লিখাটি চমৎকার একটা পোস্ট ছিলো। শুনে আশ্চর্য্য হলাম যে লিখাটি নির্বাচিত পাতায় যায়নি।
খুব সুন্দর একটি বিশ্লেষন করেছেন।
অনেক সময় উনারা পড়ে নির্বাচিত করেন। আবার অনেক সময় মনে হয়, না পড়েই মর্জিমাফিক কাজটি করেন।
নির্বাচিত পাতা থাকলে পোস্টের গুনগত মান বাড়বে-এটা ঠিক।কিন্তু যদি সঠিকভাবে নির্বাচন করা না হয়, তবে মূল উদ্দ্যেশটাই বিফল হবে।

শুভকামনা ভোরের সূর্য ভাই। আমাদের এখানে কয়েকদিন থেকে সূর্যের কোনো দেখা নাই। আপনাকে সবাই মিস করছে।

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

ভোরের সূর্য বলেছেন: ভাইতো আটলান্টায় থাকেন, নভেম্বরের শেষ। স্বাভাবিকভাবেই সূর্যের দেখা পাবেন না। আর স্নো পড়লে তো কোন কথাই নাই।

আমি আমার লেখা নিয়ে উদাহরণ দিয়েছি মাত্র।কোন দুঃখ নাই নির্বাচিত পাতায় না গেলে কিন্তু আমি বেশি ফোকাস করে নির্বাচিত পাতায় যারা লেখা নির্বাচন করে তাদের যোগ্যতা নিয়ে।যেমন আমি কবিতা বুঝিনা গল্প লিখতে পারিনা। এখন আমাকে যদি মডারেটর করা হয় তাহলে কেমন হবে।আমারতো কোন যোগ্যতাই নাই গল্প,কবিতা মডারেট করা।উদাহরণ দিয়েছি আগেই তবে আবারো বলছি ধরুন সমরেশ মজুমদার এখানে ভোরের সূর্য বা খেয়া ঘাট নিক ব্যবহার করে গল্প লিখছেন আর সামুর মডারেটর রা সেটা ভাল না মন্দ সেটা বিচার করছে!!!!!!

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

খেয়া ঘাট বলেছেন: যেমন আমি কবিতা বুঝিনা গল্প লিখতে পারিনা। এখন আমাকে যদি মডারেটর করা হয় তাহলে কেমন হবে।- হাহাহাহাহা।
তাহলেতো একটা প্যানেল করে দেয়া যেতে পার।

আবারো বলছি ধরুন সমরেশ মজুমদার এখানে ভোরের সূর্য বা খেয়া ঘাট নিক ব্যবহার করে গল্প লিখছেন আর সামুর মডারেটর রা সেটা ভাল না মন্দ সেটা বিচার করছে!!!!!!- আবারো হাসতে হাসতে শেষ।

বড়ই জটিল ব্যাপার।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

ভোরের সূর্য বলেছেন: ভাই হাসির কিছু নাই। আমার প্রথম কমেন্ট টা পড়েন ওখানে আমি ব্যাখ্যা করেছি।
যদি এমন হত নির্বাচিত পাতায় লেখা বাছাইয়ের প্যানেলে পারদর্শী কবি,গল্পকার,বা নিজ নিজ পেশায় অবদান রাখা লোক রয়েছে তাহলে বুঝতাম ঠিক আছে।

আমরা জানিনা যারা নির্বাচিত পাতা মডারেট করেন তার যোগ্যতা কি। এখানে হরেক রকমের লেখা আসে। সেসব লেখা ভাল কিনা খারাপ সেটা বিচার করার যোগ্যতা কি সত্যিই আছে সামুর মডারেটরদের? ব্যাপারটা হয়ে গেছে আমাদের দেশের টিভিতে টক শো এর মতন। দেশের যেকোন ইস্যুতে সেই ঘুরে ফিরে ২/৪ জন ব্যাক্তিই তার মন্তব্য দিচ্ছেন।সেটা রাজণীতি,অর্থনীতি,চিকিৎসা,কৃষি যাই হোক না কেন।

আমার মতে নির্বাচিত পাতাটি বাদ দেয়া উচিৎ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

খেয়া ঘাট বলেছেন: দেশের যেকোন ইস্যুতে সেই ঘুরে ফিরে ২/৪ জন ব্যাক্তিই তার মন্তব্য দিচ্ছেন।সেটা রাজণীতি,অর্থনীতি,চিকিৎসা,কৃষি যাই হোক না কেন।
সহমত।

৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

ভোরের সূর্য বলেছেন: আমার মনে আছে খুব সম্ভবত ক্লাস নাইন বা টেনে ইংলিশ কবিতা প্রতিযোগিতা হয়েছিল সেখানে আমার এক বন্ধু শেক্সপিয়ারের একটা কবিতা আমাদের ইংলিশ টিচারকে দিয়েছিল যে সেটা কেমন হয়েছে।কারেকশন করে দেয়ার জন্য। সেই টিচার কবিতাটি কারেকশন করে দিয়েছিলেন।শিক্ষক অবশ্য ইংরেজীতে মাস্টার্স পাশ ছিলেন কিন্তু শেক্সপিয়ারের তো অনেক কবিতা লিখেছিলেন সব তো আর সবার পক্ষে পড়া সম্ভব না।যাই হোক বোঝেন অবস্থা।
আপনি নিজেই একটা পরীক্ষা করে দেখতে পারেন।রবীন্দ্রনাথের কোন একটা আন কমন কবিতা আপনি এখানে দেন।দেখেন তো মডারেটররা সেটা নির্বাচিত পাতায় দেয় কিনা।তবে খেয়াল রাখতে হবে কোন পাঠক যাতে আগেই বলে না দেয় যে এটা রবীন্দ্রনাথের কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা। =p~ =p~ =p~ =p~ =p~

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

রাবেয়া রব্বানি বলেছেন: একমত

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।

৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

অপরাজিত একজন বলেছেন: কঠিন সহমত জানাচ্ছি খেয়াঘাট ভাই

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১২

খেয়া ঘাট বলেছেন: সহমত জানানোর জন্য অনেক ধন্যবাদ রইলো ভাই,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.