নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক ম্যাজিক মেয়ের যাদুকরী কথা

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩১

এক ছিলো ম্যাজিশিয়ান।অসাধারণ সব ম্যাজিক দেখিয়ে লোকটি মানুষকে তাক লাগিয়ে দিতেন। এই লোকটি আবার সার্কাশে বাঘ, সিংহ ,হাতির সাথে নানারকম খেলাও দেখাতেন।ইত্যাদি করে লোকটির টানাপোড়নের সংসার কোনরকমে চলতো।এই ম্যাজিশিয়ানের ছিলো দশ বছরের একটি মেয়ে।



খেলা দেখানোর পর বাপ-মেয়ে টাকা গুনে একটা বাক্সে রাখতেন।একদিন খেলা দেখানোর পর রাতের বেলা বাপ-মেয়ে আর তাদের সাথের আরেকটি লোক নাম যতিন কাকু চা দোকানে বসে চা পান করছে। চা পান শেষে যতিন কাকু এক রুপি পকেট থেকে বের করে বিল পরিশোধ করলো।



মেয়েটি সাথে সাথে বললো, বাবা যতিন কাকু যে রুপিটি দিয়ে বিল দিলেন। সেটাতো তোমার টাকা। টাকা গুনে দেখো। নিশ্চয়ই বাক্স থেকে তোমার টাকা খোয়া গেছে।



বাপ, টাকার বাক্স অথবা থলে খুলে দেখেন। অনেকগুলো টাকা নেই। ম্যাজিশিয়ান বাপের টাকা খুয়া গেছে এ নিয়ে কোনো দুঃচিন্তা নেই। তার চিন্তা এ মেয়ে এক রুপির বিল দেখে বুঝলো কিভাবে যে টাকা খুয়া গেছে।



বাপ মেয়েকে বললো- তুমি বুঝলা কীভাবে যে আমার টাকা খুয়া গেছে।

মেয়ে বলে- যতিন কাকা যে রুপি দিয়ে বিল পরিশোধ করলেন সে নোটের ওপর যে নাম্বার গুলো ০৮গ৫ল০ন৮৯ আছে। সেই নোটটাইতো কালকে আমি তোমার টাকার বাক্সে গুনে রেখেছিলাম।



এর কিছুদিন পর মেয়েটি স্কুলে ভর্তি হয়েছে। একদিন স্কুলের অফিস ঘরের পাশ দিয়ে আসার সময় মেয়েটি শুনে, হেডস্যার বড় বড় করে কিছু নাম্বার বলছেন-আর পিয়ন তা হিসাবের খাতায় টুকে রাখছে। হেডস্যার এবার পিয়নকে বললেন-এবার সব যোগ করো। পিয়ন যোগ করে বলে-মোট খরচ হয়েছে ২২,৩২৮ টাকা। মেয়েটি বলে, জ্বিনা। হিসাবে ভুল আছে। মোট খরচ হয়েছে ২২,২২৮ টাকা। পিয়ন আবার যোগ করে দেখে, মেয়েটির কথাটিই ঠিক।



আজকে এই মেয়েটিরই গল্প শুনাবো। কী অসাধারণ প্রতিভাবান এই মেয়ে। এরকম অস্বাভাবিক মেধার অধিকারী শিশুদের ইংরেজীতে বলা হয়-

"child prodigy"



এই মেয়েটি শুধু নাম্বারই মনে রাখতে পারতেন তা না। আরেকটি গল্প শুনেন। ইতিহাসের স্যার ক্লাসে গল্প করছিলেন-তৎকালীন ভারতীয় উপমহাদেশের ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫সালের ৮ই জুলাই সোমবার বংগভঙগের ঘোষণা দেন।

মেয়েটি কয়েক সেকেন্ড পরই দাঁড়িয়ে বলে, স্যার ১৯০৫ সালের ৮ই জুলাইতো শনিবার ছিলো। তখন মেয়েটির বয়স মাত্র ১১ । আর ঘটনাটি হলো ১৯৪০ সালে।



এই মহিয়সী নারী'র জন্মদিন ছিলো গতকাল। গুগল ডুডলে উনাকে বিশেষভাবে সম্মান প্রদর্শণ করা হয়, জানানো হয় শ্রদ্ধা। ১৯৮২ সালে গীনিজ বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডে উনার নাম বিস্ময়কর প্রতিভাবান মহিলা হিসাবে স্বীকৃতি পায়।







কম্পিউটার কর্তৃক রেন্ডমলি নীচের নাম্বার দুটি সিলেক্ট করে উনাকে গুন করতে বলা হয়। নীচে ১৩ ডিজিটের নাম্বার দুটি দেখেন।

7,686,369,774,870 × 2,465,099,745,779

উনি মাত্র ২৮সেকেন্ড সময় নিয়ে জবাব দেন-

18,947,668,177,995,426,462,773,730 (উইকিপিডিয়া থেকে-নাম্বার গুলো কপি করা হয়েছে)



১৯৯৬ সালে হংকং সফরে গেলে World's Human Computer - শকুন্তলা দেবী'র সাক্ষাৎকারটি নেয়া হয়। আগ্রহী পাঠক নীচের ক্লিপটি দেখতে পারেন।





শুধুযে নাম্বার নিয়েই তিনি পৃথিবীকে চমকে দিয়েছেন তাই নয়। লিখেছেন বেশ কিছু অসাধারণ বই। এবইগুলোর মধ্যে আছে ফিকশান, ননফিকশান উপন্যাস, অংকের উপর নানারকমের বই। লিখেছেন পাজল আর এ্যস্ট্রলজি নিয়ে। উইকিপিডিয়া থেকে তাঁর লিখিত বইয়ের নীচের তালিকাটি নেয়া হলো-



Astrology for You,

Book of Number

Figuring: The Joy of Numbers

In the Wonderland of Numbers

Mathability: Awaken the Math Genius in Your Child

More Puzzles to Puzzle You

Perfect Murder

Puzzles to Puzzle You

Super Memory: It Can Be Yours

The World of Homosexuals



একটা পারিবারিক বৈঠকে গতকাল উনাকে নিয়ে আলাপ হচ্ছিলো।চায়নীজরা কেন যেন ভারতকে দুচোখে দেখতে পারেনা। আমার চায়নীজ বন্ধু লী এন চুং মজা করে বলছিলো- এতোদিন দেখতাম ভারতীয়রা না খেয়ে অনেকদিন উপোস থেকে রেকর্ড করে ।হাতের নখ, পায়ের নখ লম্বা করে করে এবেড়ো থেবেড়ো বানিয়ে রেকর্ড করে-এবার দেখলাম একটা ভালো কাজে এই মহিলা রেকর্ড করলেন।



আর আমি বললাম, তোমাদেরও একটা একেবারে গড গিফটেড রেকর্ড আছে। ও বললো কি সেটা?



আমি বললাম- তোমাদের দেখতে সবাই একই রকম। আমি নিজেই কনফিউজড হয়ে যাই,- কে তুমি, কে তোমার ভাই, আর কে তোমার বাপ।

লাখো মানুষ দেখতে একই রকম-এটাওতো একটা অনন্য রেকর্ড।



মেন্টাল ক্যলকুলেটর অথবা হিউম্যান কম্পিউটার হিসাবে খ্যাত এই ম্যাজিক মহিলা শ্রদ্ধেয় শকুন্তলা দেবি ১৯২৯ সালের ৪ নভেম্বর বাংগলোরে জন্ম গ্রহণ করেন, আর ২০১৩ সালের ২১ শে এপ্রিল ৮৩ বছর বয়সে কর্ণাটকে মৃত্যবরণ করেন। এই মহিয়সী নারীর জন্মদিনে অনেক শুভেচ্ছা রইলো।



নীচে উনার একটা ছবি দিলাম। গুগল ইমেজ থেকে নেয়া।





আরো বিস্তারীত জানতে চাইলে গুগল আর উইকি ই দেখতে পারেন। আর উনার জীবন নিয়ে যেসব কথা সহজেই উইকি আর গুগলে খুঁজলেই পাওয়া যায় তা সংযোজন করা প্রয়োজন মনে করলাম না।





মন্তব্য ৮৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪

বেকার সব ০০৭ বলেছেন: শকুন্তলা দেবির কথা কলেজের স্যারের মুখে শুনেছিলান, আজ আপনার ব্লগে ভালো লাগলো
এতোদিন দেখতাম ভারতীয়রা না খেয়ে অনেকদিন উপোস থেকে রেকর্ড করে ।হাতের নখ, পায়ের নখ লম্বা করে করে এবেড়ো থেবেড়ো বানিয়ে রেকর্ড করে -লী এন চুং - দারুন বলেছে

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০১

খেয়া ঘাট বলেছেন: লী এন চুং কে আপনার ভালো লাগার কথা জানিয়ে দিবো।

বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা ভাই।

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৮

শান্তির দেবদূত বলেছেন: মিরাকল! ভাল একটা ব্যাপার তুলে ধরেছেন, জানা ছিল না।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২

খেয়া ঘাট বলেছেন: আসলেই মিরাকল। কেমন করে পারে? এতো অস্বাভাবিক ক্ষমতা মানুষের কেমন করে হয়?
বিনীত ধন্যবাদ রইলো দেবদূত ভাই। অনেক শুভকামনা রইলো।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৫

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ আরিফ মাহমুদ ভাই।অনেক কিছু জানতে পারলাম।তথ্যবহুল পোস্ট।মনে হয় তাড়াতাড়ি লেখাটা লিখেছেন।বেশকিছু বানান ভুল আছে দেখলাম।ঠিক করে দিলে ভাল হবে।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

খেয়া ঘাট বলেছেন: ঠিকই ধরেছেন। অফিসে কাজের ফাঁকে লিখা। পরে ঠিক করতে হবে।
অনেকদিন পর দেখলাম। কেমন আছেন?
বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট। ভালো লাগল। উনার সম্পর্কে খুব বেশি একটা জানতাম না। আপনার পড়ে বেশ বিস্মিত হলাম। +

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৩

খেয়া ঘাট বলেছেন: আসলেই বিস্ময়কর এক মহিলা।
বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্যাপাটা আমার জানা ছিল না। পোস্টের জন্য আপনার ধন্যবাদ প্রাপ্য

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৩

খেয়া ঘাট বলেছেন: ব্যাপারটা জানাতে পেরে খুশী হলাম।
ধন্যবাদ গ্রহণ করলাম। অনেক শুভকামনা রইলো।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১০

আমিই মিসিরআলি বলেছেন: অনেক সুন্দর পোষ্ট +++
আমি প্রথম জানলাম তাঁর সম্পর্কে আপনার মাধ্যমে
ধন্যবাদ জানবেন আরিফ ভাই

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৬

খেয়া ঘাট বলেছেন: আমিও জানাতে পেরে খুবই খুশী হলাম ভাই।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা রইলো।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১০

শোশমিতা বলেছেন: অনেক সুন্দর পোস্ট!
উনার সম্পর্কে খুব বেশি একটা জানতাম। আপনার মাধ্যমে জানলাম।
ভালো লাগলো + +

০৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনাদের জানাতে পেরে খুশী হলাম।
বিনীত ধন্যবাদ রইলো। নিরন্তর শুভকামনা ।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১১

শোশমিতা বলেছেন: উনার সম্পর্কে খুব বেশি একটা জানতাম না।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৭

মামুন রশিদ বলেছেন: দারুণ একজন মানুষকে জানলাম ।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই, নিরন্তর শুভকামনা রইলো।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫১

না পারভীন বলেছেন: পোস্ট প্রেজেন্টেশন মনোমুগ্ধকর ,শিশু দের গল্প বলার মতোই ভাল .আশা করি শত ব্যস্ততার মাঝে ও এমন সুন্দর সুন্দর লেখা লিখবেন আরু ভাই .শুভ সন্ধ্যা .

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

খেয়া ঘাট বলেছেন: আমাকে ভালো লাগে বলেই আমার লিখাও ভালো লাগে। এটাই আর কোনো বিশেষত্ব নেই লেখায়। মন্তব্য করেছেন খুশী হলাম।
বিনীত ধন্যবাদ রইলো ।অনেক শুভকামনা।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চমৎকৃত হলাম। সত্যিই প্রডিজি গার্ল।

শকুন্তলা দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি!

খেয়াঘাট ভাইকে ধন্যবাদ :)

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: শকুন্তলা দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি!
বিনীত ধন্যবাদ মইনুল ভাই। ব্যস্ততা কমলো, নাকি ফাঁকিবাজি বাড়লো।
ইদানিংতো বেশ দেখা যাচ্ছে। ভালোই লাগলো।
শুভকামনা ভাই।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ভালোলাগা!

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু। নিরন্তর শুভকামনা রইলো।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার পোষ্ট ||

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।অনেক শুভকামনা রইলো।

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

বাঁধলেই বাঁধন বলেছেন: পড়ে আমি কিংকর্তব্যবিমূঢ় !!

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: আমি যখন উনার সম্পর্কে জানি, আমারও আপনার মতো অবস্থা হয়েছিলো। বিনীত ধন্যবাদ ভাই।শুভকামনা রইলো।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

দি সুফি বলেছেন: মাঝে মাঝে শকুন্তলা দেবীদের মত কিছু মানুষ এই পৃথীবিতে আসে (সংখ্যাটা খুবই কম), এরকম অস্বাভাবিক গাণিতিক ক্যালকুলেশনের মেধা নিয়ে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকেও বিনীত ধন্যবাদ। শুভকামনা রইলো ভাই।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

স্বপনচারিণী বলেছেন: অসাধারণ ব্যক্তিত্ব! আমাদের গর্ব।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: আসলেই আমাদের গর্ব। বিনীত ধন্যবাদ আপনাকে । অনেক শুভকামনা রইলো।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট!!! অজানাকে জানতে পারলাম।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইলো ভাই।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: ইনার কথা জানতাম না। ধন্যবাদ পোস্টের জন্যে।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: জানাতে পেরে খুশী হলাম। বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো উনার সম্পর্কে পড়ে

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা আপনার জন্য।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আগে খুব একটা পড়া বা জানা হয়নি তাকে । আপনার পোস্ট পড়ে চমৎকৃত হলাম । ভালো লেগেছে । শুভেচ্ছা জানবেন । :)

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: জানাতে পেরে আমারও খুব ভালো লাগছে। বিনীত ধন্যবাদ রইলো ভাই।
অনেক শুভকামনা।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

বোকামন বলেছেন:
চমৎকার পোস্ট !

উনার লেখা পড়েছি ...

পোস্টের জন্য ধন্যবাদ রইলো ।।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। বিনীত শুভকামনা রইলো ভাই।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

কালোপরী বলেছেন: নিজেকে গাধা মনে হয় এদের কথা শুনলে :(

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহা।
গাধাতো খারাপ না। নিরীহ , শান্ত প্রাণী। কোনো ঝুটঝামেলায় নাই। =p~ =p~ =p~
অনেক শুভকামনা রইলো।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

আম্মানসুরা বলেছেন: এত্ত গুলা প্লাস :-B :-B

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

খেয়া ঘাট বলেছেন: এত্ত গুলা প্লাসের জন্য এত্তগুলা ধন্যবাদ। আর অনেক শুভকামনা।

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

ভবঘুরের ঠিকানা বলেছেন: শকুন্তলা দেবির কথা আগেই শুনেছি। তবে ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্টের জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য, মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো।

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৯

হৃদয় রিয়াজ বলেছেন: ফেবুতে খুব আগ্রহ নিয়ে পড়েছিলাম। সত্যি খুব ভাল ছিল। নতুন কিছু জানালেন। ধন্যবাদ আরিফ ভাই।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১১

খেয়া ঘাট বলেছেন: খুব ভালো লাগলো ভাই। বিনীত ধন্যবাদ,।অনেক শুভকামনা।

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোস্ট। শকুন্তলা দেবী সম্পর্কে জেনে খুব ভাল লাগল। আর এই বিষয়টা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

মুদ্‌দাকির বলেছেন: ঘিলু এক অদ্ভুদ জিনিস !!!!!!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: হাহহাহাহা। ঘিলু এক অদ্ভূত জিনিস।
কথাটি ভালো লেগেছে +++++++++++++++++++
বিনীত ধন্যবাদ রইলো ভাই।

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

তওসীফ সাদাত বলেছেন: চমৎকার পোস্ট।।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শকুন্তলা দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি!

সত্যিই বিস্ময়কর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

খেয়া ঘাট বলেছেন: শকুন্তলা দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি!
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

সদয় খান বলেছেন: জটিল...

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

মদন বলেছেন: :-/

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ মদন ভাই।

৩২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: অবিশ্বাস্য কাহিনী ......
গুগুলে ছবি দেখে একটু জেনেছিলাম ...
তোমার কল্যাণে অনেক খানি জানলাম :)

শুভ কামনা

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬

খেয়া ঘাট বলেছেন: জানাতে পেরে খুবই খুশী হলাম। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক কিছু জানতে পারলাম

পোস্টে ভাললাগা

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা ।

৩৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২০

আমি তুমি আমরা বলেছেন: ঠিক একই রকম একটা চরিত্র ছিল হুমায়ূন আহমেদের "ওমেগা পয়েন্ট" এ। শকুন্তলা দেবী থেকে ইন্সপায়ার্ড কিনা কে জানে।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৭

খেয়া ঘাট বলেছেন: হতে পারে। হুমায়ুন আহমেদ প্রচুর পড়ালিখা করতেন।
ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

৩৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গণিতবিদ হিসেবে এই দেবীর নাম জানতাম কেবল। আপনার পোস্টে জানা হলো অনেক কিছু। পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: জানাতে পেরে খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা আপনার জন্য।

৩৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

ধূর্ত উঁই বলেছেন: শুকন্তলা দেবী সম্পর্কে অনেক জানা গেল। তথ্যবহুল পোস্ট :)

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা। আপনার নিকটা বেশ মজার।

৩৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বিস্ময়কর প্রতিভাবান মহিলা কে শ্রদ্ধাঞ্জলী :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: বিস্ময়কর প্রতিভাবান মহিলা কে শ্রদ্ধাঞ্জলী
ধন্যবাদ ভাই।

৩৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১

নাছির84 বলেছেন: চমৎকার উপস্থাপনায় দারুন এক মানুষকে জানলাম.......ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

খেয়া ঘাট বলেছেন: আপনি ভালো আছেনতো ভাই? অনেকদিন পর দেখলাম।

৩৯| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: শকুন্তলানামটা অনেক শুনেছি, কিন্তু এমন আশ্চর্য্য গুণের অধিকারী এই শকুন্তলা এটা কিন্তু আজই প্রথম জানলাম। সম্ভবত শকুন্তলা নাকে কোন একটা উপন্যাস রয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

খেয়া ঘাট বলেছেন: শকুন্তলা নামতো মহাভারতে আছে, কালিদাশের আছে ,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আছে। উনারা হলেন পৌরাণিক কাহিনীর চরিত্র ।আর ইনি আধুনিক বিশ্বের বিস্ময়কর প্রতিভা।

বিনীত ধন্যবাদ।

৪০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আই হ্যাড নো আইডিয়া!!
থ্যাঙ্কু ভ্রাতা :)

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: মি নু টু।
অনেক ধন্যবাদ ভাই।

৪১| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অবাক প্রতিভাতো! জেনে বেশ বিস্মিত হয়েছি। লেখায় +++++++++++++

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: আমিও আপনার মতো বিস্মিত।
শুভকামনা রইলো । ভালো থাকবেন।

৪২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

অদ্বিতীয়া আমি বলেছেন: রিয়েলি ইনক্রেডিবল ! জানতাম ই না এমন অসাধারণ প্রতিভাবান কেউ আছেন । অনেক ধন্যবাদ ।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: জানাতে পেরে খুশী হলাম। বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.