![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীর কোমোলত্ব আর অসহায়ত্ব আর অন্যদিকে পুরুষের কামুকত্ব আর প্রভুত্ব এই বৃত্ত থেকে তসলিমা বের হতে পারেননি। তাসলিমা নাসরিন নারীকে নারী ভাবতে রাজিনা। আর পুরুষ মানেই জানোয়ার। পুরুষমানেই কামুক। ঠিক এইখানে আল্লামা শফীর সাথে তাসলিমার মিল আছে ।
নারী দেখলেই পুরুষ ঝাঁপিয়ে পড়বে। অতএব নারীকে মেকানিজমড করতে হবে, কন্ট্রোলড করতে হবে। একজন মানুষ যদি জানোয়ারের মতো বিপরীতলিংগকে দেখা মাত্রই যৌনকাতর হয়ে আগ্রাসী হয়। তবে মানুষের যে বিবেক রয়েছে, মননশীলতা রয়েছে, চিন্তাশীলতা রয়েছে তার সাথে পশুর ফারাক রইলো কোথায়। আল্লামা শফীর ভয়, নারী দেখলেই পুরুষ ঝাঁপিয়ে পড়বে, না হয় সে পুরুষ নপুংসক। কী বিকারগ্রস্থ চিন্তা ।তসলিমারও সে রকম ভয়। কী নিদারুন মনোবৈকল্য ।
তারা চিন্তা করতে পারেননি- মানুষ পশু না। মানুষ জানোয়ার না।তার বিবেকবোধ রয়েছে, তার আত্মশুদ্ধি রয়েছে ।
তাসলিমা পুরুষকে সবসময় প্রতিদন্ধী হিসাবে দেখেছেন।স্ত্রী যখন স্বামীর কল্যান কামনা করে প্রার্থণা করে তাসলিমার সেটা ভালো লাগেনি। কেনরে ভাই, এইপুরুষ তো কারো ভাই হতে পারে, কারো সন্তান হতে পারে।পুরুষ স্বামী কারো ভাই, কারো ভ্রাতা।মায়ের স্নেহচুম্বন কি সন্তানের মাথায় আশীর্বাদ হতে পারেনা। ঘরে না ফেরা ভাইয়ের প্রতি কি বোনের ব্যাকুলতা থাকতে পারেনা। বিদেশে থাকা কারো কল্যান কামনায় কোনো মাতা, ভগ্নি, চাচী,দাদী কি একটি বিনিদ্র রাত পার করতে পারেনা।
আর তসলিমার চিন্তায় নারী মানেই স্ত্রী। স্বামীর সেবাদাসী। যৌনপুতুল। আর কিছুনা। নারী নারীত্ব নিয়ে আর পুরুষ পুরুষত্ব নিয়ে থাকলে সমস্যা কোথায়? আর নারী পুরুষ দুজনের মাঝেই থাক মনুষত্ব। তাহলেইতো হয়।
নারীর নারীত্ব নিয়ে কোনো সংকীর্ণতা, কোনো অপ্রাপ্তি, কোনো হীনমন্যতা থাকারতো কিছুই নেই। পৃথিবীতে সবচেয়ে মধুরতম শব্দ হলো"মা"। এই মা তো একজন নারীই। পৃথিবীতে মা'য়ের চেয়ে মর্যাদাবান, মা'য়ের চেয়ে সম্মান, মা'য়ের চেয়ে গৌরবের, এর চেয়ে মহিমান্বিত রুপ তো আর অন্য কিছুতেই নেই। নারী'ই সেই মায়ের স্থান দখল করে আছে। এই সহজ জিনিসটা ভাবতে তাসলিমার সমস্যা কোথায়।
নারী যখন বধু হয়। আমার সবচেয়ে আদরের ছোটবোন স্বামীর সাথে ঘর করতে বিদেশ পাড়ি দিলো। অনেকদিন পর ওদের সাথে দেখা। ছোটবোনের বৃদ্ধ শশুড় চেয়ারে বসতে যাবে। দেখলাম, ছোটবোন দৌড়ে আসছে বাবা বাবা বলে। উনি চেয়ারে বসার আগেই ছোটবোন চেয়ারের ওপর হাত পেতে দিয়ে বললো- বাবা এখানে বসোনা।
আমি ওকে বললাম- কীরে । এরকম দৌড়ে আসার কী হলো। ছোটবোন বললো- বাবাতো ভালো করে শুনতে পায়না। আর চেয়ার ভিজা। তাই চেয়ারটা আগে মুছে দেই। তারপর বাবা বসবে।
এরকিছুদিন পর দেশ থেকে ওর শশুড় বিদেশ ফিরবে। আমি ওনার সাথে আছি। উনি প্রচুর শুটকি মাছ কিনছেন। বললাম, খালু । এতো শুটকি মাছ কার জন্য কিনবেন?
উনি হেসে বললেন- আমার দুটি বিড়ালের বাচ্চা আছেনা। ওদের জন্য।
দুটি বিড়ালের বাচ্চা হলো ওনার দুই ছেলের বউ।
এই যে অকৃত্তিম স্বর্গীয় পারিবারিক ভালোবাসা-তাসলিমা এটা পানওনি। চেষ্টাও করেননি, একবার চেয়েও দেখেননি।
আপনি আস্থিক হোন, নাস্তিক হোন। এটা আপনার নিজস্ব পছন্দের ব্যাপার। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে আপনি যেতে পারেননা। প্রকৃতিই নারীকে নারী বানিয়েছে, পুরুষকে পুরুষ বানিয়েছে। নারী ছাড়া পুরুষ চলতে পারেনা, পুরুষ ছাড়া নারী না। এখানে পারষ্পরিক প্রতিদন্দ্বী ভাবার কিছুই নেই। মানুষের জীবন নামক গাড়ী নারী-পুরুষের সমান্তরাল লাইনের উপর দিয়েই বয়ে যাবে। এর বিরুদ্ধে গেলে প্রকৃতির নিজস্ব শৃঙখলা নষ্ট হবে।
পুরুষকে প্রতিদন্দ্বী হিসাবে দাঁড় করিয়ে নারীবাদীত্ব নিয়ে পড়ে থাকা হলো চিন্তার নিদারুন সঙকীর্ণতা। নারীকে নারীহিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে , বোন হিসাবে দেখনু। দেখবেন মনে শান্তি পাবেন। মানসিক অস্থিরতা দূর হয়ে যাবে।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
খেয়া ঘাট বলেছেন: অহমিকা মানুষকে চূড়ান্ত পতনের দিকে নিয়ে যায়।
বিনীত ধন্যবাদ রইলো ভাই।
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
শুঁটকি মাছ বলেছেন: এই মহিলার সমস্যা আছে। সে সব কিছুতেই ইনায়ে বিনায়ে একটা কথাই বলার চেষ্টা করে তা হল নারী স্বাধীনতা ক্ষুন্ন হইছে।ধরেন,মুচি যদি জুতা সেলাইয়ের জন্য জুতা প্রতি ২৫ পয়সা বাড়ায় সেক্ষেত্রেও সে এই একটা কথাই বলবে তা হল নারীদের কোনো স্বাধীনতা নাই।
মহিলা আসলে অসুস্থ্য!!!!!!!!!
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১১
খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাহাহাহাহাাহাহহাহা।
আপনার কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ।
ধরেন,মুচি যদি জুতা সেলাইয়ের জন্য জুতা প্রতি ২৫ পয়সা বাড়ায় সেক্ষেত্রেও সে এই একটা কথাই বলবে তা হল নারীদের কোনো স্বাধীনতা নাই।
হাহাহাহাহাহহাহা।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪২
আদনান শাহ্িরয়ার বলেছেন: তসলিমা নাসরিনের কোনও লিখাই আমি পড়িনি । আপনার লিখা পড়ে মনে হচ্ছে জীবনে যে কয়টা ভালো কাজ করেছি তার মধ্যে এটাকে প্রথম সারিতে রাখা যেতেই পারে ।
১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
খেয়া ঘাট বলেছেন: হাহহহা।
তবে পড়ে দেখতে পারেন। একটা মানুষ এতো আলোচিত হলো-একটু দেখবেন না।
ভালো থাকবেন ভাই।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: তসলিমা নাসরিনের চিন্তার নিদারুন সঙকীর্ণতা ।সহমত।তাকে মানসিক ভাবে দেওলিয়া ঘোষণা করার সময় হয়েছে।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১২
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই। অনেক শুভকামনা রইলো
৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: তসলিমা সিক।তাকে নিয়ে আলোচনা।সময় নষ্ট ছাড়া আর কিছুইনা
আপনার জীবন থেকে নেয়া কথা গুলো ভালো লাগলো।
কিছু মানুষ আছে যারা বড় হতভাগা।তারা ভালোবাসা বুঝেনা।সব কিছু পাল্লা মেপে নিতে জানে বলে তাদের সুখ টুকু লোহার মত সাদ হীন।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪
খেয়া ঘাট বলেছেন: কিছু মানুষ আছে যারা বড় হতভাগা।তারা ভালোবাসা বুঝেনা।সব কিছু পাল্লা মেপে নিতে জানে বলে তাদের সুখ টুকু লোহার মত সাদ হীন ।
এইকথাগুলো অনেক ভালো লাগলো ভাই। অনেক শুভকামনা রইলো।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
অশ্রু কারিগড় বলেছেন: শুঁটকি মাছ বলেছেন: ধরেন,মুচি যদি জুতা সেলাইয়ের জন্য জুতা প্রতি ২৫ পয়সা বাড়ায় সেক্ষেত্রেও সে এই একটা কথাই বলবে তা হল নারীদের কোনো স্বাধীনতা নাই।
মহিলা আসলে অসুস্থ্য!!!!!!!!!
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৬
খেয়া ঘাট বলেছেন: অশ্রু কারিগড় বলেছেন: শুঁটকি মাছ বলেছেন: ধরেন,মুচি যদি জুতা সেলাইয়ের জন্য জুতা প্রতি ২৫ পয়সা বাড়ায় সেক্ষেত্রেও সে এই একটা কথাই বলবে তা হল নারীদের কোনো স্বাধীনতা নাই ।
হাহাশে। হাহাশে।
মেলা ধন্যবাদ ভাই। নিকটা খুউব সুন্দর।
৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
আল ইফরান বলেছেন: এই মহিলার জন্য আমার করুণা হয়
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০
খেয়া ঘাট বলেছেন: হয়তোবা অনেক বড় বড় পুরস্কার জুটে যেতে পারে। কিন্তু এই যে পারিবারিক প্রেম, ভালোবাসা, মমতা এসবের কাছে এসব পুরস্কার খুবই তুচ্ছ। তসলিমা পুরস্কার বুঝলেন মমতা বুঝলেন না।
বিনীত ধন্যবাদ।অনেক শুভকামনা।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
মশিকুর বলেছেন:
"নারী দেখলেই পুরুষ ঝাঁপিয়ে পড়বে।" -আল্লামা শফী একথার ইংগিত দিয়েছেন নারীর পর্দা প্রসঙ্গে। অর্থাৎ নারী(পর্দা হীন) দেখলেই পুরুষ ঝাঁপিয়ে পড়বে(পরতে মন চাইবে)। তিনি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন সেটা অন্য আলোচনা।
আর এ ব্যাপারে তসলিমা নাসরিনের প্রসঙ্গটা 'শুঁটকি মাছ' এর মন্তব্যে পরিষ্কার। তাই প্রসঙ্গ বিবেচনায় মিলটা আর থাকে না।
পোস্টে সহমত।
+
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৩
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই । অনেক শুভকামনা রইলো।
৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ওই মহিলা চরম উম্মাদ/মানসিক বিকারগ্রস্ত মেয়েবেলা থেকেই..... কি আর করা?? পাবনাতে রেখে ওই মহিলার চিকিৎসা করা হলে হয়তো ভালো হত
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২২
খেয়া ঘাট বলেছেন: ঊনি নিজের চিন্তায় নিজের কয়েদীজীবন পার করছেন।এ কয়েদজীবনের বাইরে যে একটা নারী পুরুষমিলে মায়াভরা পৃথিবী আছে, পরিবার আছে তা বুঝতে পারছেন না।
বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।
১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: এই মহিলাটা একটা প্রচন্ডরকমভাবে এটেনশন সিকার
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৪
খেয়া ঘাট বলেছেন: এটেনশনই পেলেন কিন্তু পরম মমতার পারিবারিক সুখের কিছুই পেলেন না। এই সুখযে পৃথিবীব্যাপী মানুষের মনোযোগের চেয়েও বড় তাও বুঝলেন না।
অনেক ধন্যবাদ মাসুম ভাই।
১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
গেন্দু মিয়া বলেছেন: তসলিমা নাসরীনের সরাসরি কয়েকটা কথা 'কোট' করে দিলে লেখাটা আরো পূর্ণতা পেত।
আমার মতে তসলিমা নাসরীন বা আল্লামা শফি যার যার মত ধারণ করতেই পারেন। সমস্যাটা হয় যখন তাদের অনুসরণকারীগণ সেটা অন্যের ওপর অন্যায় ভাবে (মতামতের তোয়াক্কা না করে) চাপিয়ে দিতে চেষ্টা করে।
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬
খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু উনার মূল চিন্তাটাকেই আলোকপাত করে উনার চিন্তাটা যে শুধুই একটা প্রকৃতিবিরুদ্ধ চিন্তা সেটাই বিশ্লেষণ করলাম। ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা।
১২| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
বোধহীন স্বপ্ন বলেছেন:
একারণেই বুঝি এক ফোনালাপে তসলিমা নারিন আল্লামা শফীর পক্ষ নিয়ে কথা বলেছিলেন । সেই আলাপ আবার সগর্বে ব্লগেও প্রকাশ করেছেন ।
ঘোরামী শুধু ধর্ম নিয়েই হয় না, অধর্ম নিয়েও হতে পারে । সকল ধরণের ঘোরামীই আমার অপছন্দ ।
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭
খেয়া ঘাট বলেছেন: সব ধরণের এক্স্ট্রিমিজমও ভালোনা। ঠিক বলেছেন।
বিনীত ধন্যবাদ বোধহীন স্বপ্নভাই।
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১১
মামুন রশিদ বলেছেন: তসলিমা নাসরিনকে দুই দশক আগেই ছুড়ে ফেলেছি । উনাকে নিয়ে কোন আলাপে অংশ নিতে রুচিতে বাঁধে ।
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩
খেয়া ঘাট বলেছেন: ভালো বলেছেন প্রিয় মামুন ভাই।
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: @মামুন ভাইয়ের সাথে একমত
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪
খেয়া ঘাট বলেছেন: আমিও একমত। বিনীত ধন্যবাদ।
১৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬
অন্ধকার ছায়াপথ বলেছেন: ভাই...পোষ্ট-টা প্রিয়তে....++++++++++++
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
১৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
সাদা আকাশ বলেছেন: চমৎকার ভাবে উপস্থাপন করেছেন কথা গুলি। আসলেই তার দৃষ্টিভঙ্গির অনেক সংকীর্ণতা রয়ে গেছে। সে আসলে মানুষের সাধারণ বিষয়গুলিকে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে হিসেব করতে শিখেনি। যা করেছে তা হল নিজের অন্ধ-বিদ্বেষ প্রকাশ করেছে, দিয়েছে অশৃঙ্খল কিছু কথার জন্ম।
ধন্যবাদ পোষ্টটির জন্যে...
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
খেয়া ঘাট বলেছেন: আপনার চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো সাদা আকাশ ভাই।
১৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
মুদ্দাকির বলেছেন: মহিলার মাথায় তো সমস্য আছেই, কিন্তু মূল সমস্যা উনার হরমনাল সমস্যা..............., she needs help
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬
খেয়া ঘাট বলেছেন: উনি নিজেই যদি বুঝতে পারতেন উনার হেল্প দরকার তাহলেই তো সবচেয়ে ভালো হতো।
বিনীত ধন্যবাদ প্রিয় মুদদাকির ভাই।
১৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ঢাকাবাসী বলেছেন: তসলিমার মানসিক সুস্হতা নিয়ে সন্দেহ আছে। আপনার বিশ্লেষন ভাল।
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৭
খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়েও ভালো লাগলো ভাই। অনেক শুভকামনা রইলো।
১৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০
প্রফেসর সাহেব বলেছেন: ekta pagolke niye lekar ki holo?.tarporo apnar bisleson kub valo hoyeche
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২০
খেয়া ঘাট বলেছেন: পাগলরাওতো ভাই সমাজেরই অংশ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো।
২০| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: শুঁটকি আপুর মন্তব্যে লাইক
২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৪
খেয়া ঘাট বলেছেন: আমিও উনার মন্তব্যে লাইক ।
২১| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: তসলিমার মাথায় সমস্যা আছে এটা ঠিক। তবে জীবনের অনেক জায়গায় যে মেয়েরা নিজেদের সব আশা, স্বপ্ন আর সত্ত্বাকে গলা টিপে মারে , সেটাও ঠিক। তসলিমার বই পড়েছিলাম যখন তখন আসলে বুঝিনি যে সত্যিই মেয়েরা পথের মাঝেও অসহায় হতে পারে। যেদিন নিজেকে ব্যস্ত রাস্তার ভিড়ে অসহায় মনে হল, ঐদিন বুঝছিলাম, দুই একটা কথা ও ভুল লিখে না।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
খেয়া ঘাট বলেছেন: উনার দুয়েকটা কথা ঠিক আছে।
কিন্তু উনার জন্যই দুঃখ হয়-একদিকে নারীত্ব করে গেলেন আবার কত পুরুষের সাথে ঘর করলেন। কিন্তু নিজের একটা সংসার হলোনা।নিজে স্ত্রী হতেও পারলেন, মা ও হতে পারলেননা। ভাই আর বোনের যে একটা মমতার সম্পর্ক তাও পেলেন না। পৃথিবীর সমস্ত খ্যাতি এই পারিবারিক সম্পর্কের কাছে বড়ই তুচ্ছ।
ভালো থাকবেন। লাবন্য পর্বে উপস্থিতি কামনা করছি।
২২| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: লাবন্য পর্ব টা কি??? বুঝতে পারি নাই। :#>
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬
খেয়া ঘাট বলেছেন: এটাও একটা ধাঁধাঁ ছিলো ........হাহাহাহা।
ঐ যে ধাঁধাঁ পর্বের কথা বলছিলাম।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১
ধূর্ত উঁই বলেছেন: তসলিমা নাসরিন সুস্থ পরিবেশ পাননি বিগড়ে গেছেন। তার মস্তিস্ক বিকৃতি ঘটেছে। দাম্পত্য জীবনের সুখ তার কপালে জুটেনি। আত্ন অহমীকা আর বলগাহীন জীবন যাপনের করুণ পরিণতির উদাহারণ হয়ে থাকবেন তিনি।তার জন্য করুণা হয়।