নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের ছোট গল্প-যাদুর প্যাকেট ।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭

আগের পর্বে যারা অংশগ্রহণ করেছেন তাদের বিনীত ধন্যবাদ জানিয়ে এই পর্বটি শুরু করছি। আপনাদের ভালো লাগলে সিরিজটি লিখতে থাকবো।

অংশগ্রহণকারীঃ

লাইলী আরজুমান খানম লায়লা ,

সদয় খান,

ঢাকাবাসী,

মামুন রশিদ,

স্বপ্নবাজ অভি,

কাল্পনিক মন,

নাছির84,

কয়েস সামী,

পাঠক১৯৭১,

সাদা আকাশ,

কাগজের নৌকা (রাসেল হোসেন) ,

িটউব লাইট ,

সায়েম মুন,

টুম্পা মনি,

মাহমুদ০০৭,

হাসান মাহবুব,

মহামহোপাধ্যায়,

আমি জমিদার,

বোধহীন স্বপ্ন,

না পারভীন,

দি সুফি,

সুমন কর,



যাদের জবাব সঠিক হয়েছে অথবা অনেকটাই কাছাকাছি।

সাদা আকাশ, টিউব লাইন , সায়েম মুন,হাসান মাহবুব, মহামহোপাধ্যায়,বোধনীন স্বপ্ন, দি সুফি- আপনাদের স্পেশাল ধন্যবাদ।





এক মিনিটের বুদ্ধির গল্প - যাদুর প্যাকেট



ডরোথীকে আমার বন্ধুকে দিয়ে হাসপাতালে পাঠালাম। বাইরে প্রচন্ড ঝড় বইছে। কোথাও যাওয়ার সাধ্য নাই। বাস স্টপের ভিতর দাঁড়িয়ে আছি আমি রাবিন্দ্রিক মেয়ের সাথে।



কিছুক্ষণ পর লাইনের বাস এলো। আগেই বুঝতে পেরেছিলাম-টায়ার পাংচার হয়ে যাওয়া বাস শীঘ্রই ঠিক হয়ে যাবে। কারণ প্রায় ৯৯।৯৯% বাসেই স্পেয়ার টায়ার থাকে।



পাশাপাশি বসে আছি দুজন। এ সুখের আর শেষ নাই। ভালোবাসা ফিরে এসেছে।



রাবিন্দ্রিক মেয়েটার সাথে কথা হয়, দেখা হয়। একদিন স্টারবাক কফি শপে বসে আছি । দেখি খুব সুদর্শণ একজন লোক লাবণ্যর দিকে চেয়ে আছে। ও লাবণ্য হলো আমার রাবিন্দ্রিক মেয়ে।



কিছুক্ষণ পর লোকটি এসে লাবন্যর সাথে কোশল বিনিময় করে , আমাদের টেবিলে বসলো। আমার শ্যুটিং রেন্জে প্রাকটিস করা দরকার । লাবন্যকে বললাম , যাবে কিনা?

ও বললো, আগ্নেয়াস্ত্র আমি দারুন ভয় পাই। বড়চাচা এসবের মাঝে পড়েই খুন হয়ে গেলেন। এ জিনিস আমি জীবনেও হাত দিয়ে স্পর্শ করবোনা।



কিছুক্ষণ বসে লোকটি চলে গেলো।



আমি বললাম লোকটি কে?

লাবন্য বলে - আমার নতুন ডাক্তার। এই শহরে আসার পর অনেকেই উনাকে রিকমেন্ড করলো। খুব ভালো ডাক্তার ।তাই গত মাস থেকে উনাকে দেখাচ্ছি।



তবে চিন্তা করছি। এই ডাক্তারের কাছে আর যাবোনা। অকারণে ফোন করে। বাসায় আসতে চায়। আর থাকেও আমাদের বাসার ঠিক উল্টোদিকে। সেদিন জিগ্গাসা করে, অনন্য কনফারেন্সে কবে যাবে?



লাবন্য'র ভাই অনন্য আর আমি একই রিসার্চ সেন্টারে কাজ করি। আগামী কাল থেকে ১ সপ্তাহের জন্য দুজনেই দূরের এক শহরে যাচ্ছি।

আমি খুব চিন্তায় পড়লাম। লাবণ্য একা থাকলেই ডাক্তার বেটা সুযোগ নিবে।



এই এক সপ্তাহ লাবণ্যকে কীভাবে ডাক্তারের কাছ থেকে দূরে রাখা যায়।

হঠাৎ খুব সুন্দর একটা বুদ্ধি পেয়ে গেলাম। আর সাথে সাথেই লাবণ্যকে বাসায় পৌঁছে দিয়ে আমি গাড়ী নিয়ে বের হলাম।



কিছুক্ষণ পর লাবণ্যর বাসায় এসে ওকে একটা প্যাকেট পৌঁছে দিয়ে একেবারে নিশ্চিত হলাম যে-এই সাতদিন ডাক্তার বেটা লাবণ্যর আশে পাশেও আসবেনা। কারণ এ একটা যাদুর প্যাকেট।



আপনাদের বলতে হবে- কী এমন জিনিস আমি লাবণ্যকে দিলাম। যার জন্য ডাক্তার আর এক সপ্তাহ লাবণ্যের কাছে আসবেনা।





বুদ্ধি বিষয়ক এই ধারার আগের লিখা,এখানে পড়তে পারেন



খুবই সহজ উত্তর।ফানি লজিক।জানলে অবশ্যই মিটিমিটি হাসবেন।



গুড লাক।



( নীচে এক আপু জবাব দিয়ে দিয়েছেন। আশাকরবো- জবাবটি না দেখেই চেষ্টা করবেন। তাহলেই মজা পাবেন)

মন্তব্য ৫৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

অশ্রু কারিগড় বলেছেন: আগের পর্ব পড়িয়া কোন কিছুই বুঝিতেছিলাম না । এখনও দেখি বুদ্ধির খেলা । যাই বুদ্ধির গোঁড়ায় ধোয়া দিয়া আসি ।
।।
।।।

নতুন মোবাইল এর সাথে নতুন সিম দিসেন নাকি ভাই ।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০০

খেয়া ঘাট বলেছেন: ধোঁয়া ছেড়ে আসেন। ব্রেন হালকা হবে। নিশ্চিত জবাব পেয়ে যাবেন। অত জটিল কিছুনা।
জ্বিনা। সবই পুরাতন।
বিনীত ধন্যবাদ রইলো ভাই।

২| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

আমি চাই বলেছেন: আপনার লাবন্যকে আপনি ন্যাপকিন দিয়াছেন

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা হয়নি। এর সাথে ডাক্তার না আসার সম্পর্ক কি?

আপনার অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১

সায়েম মুন বলেছেন: দিলেন তো প্যাঁচে ফালায়!

সব ঔষধপত্র প্যাকেটে দিছেন নাকি। #:-S

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা মুন ভাই।
ঔষধপত্রের প্যাকেট দিলে ডাক্তার আসবে না কেন?
আপনার চিন্তা কিন্তু ঠিক লাইনে আছে..............আরেকটু.........

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: আমি ফাড়তাম নায় :||


তবে ব্যাপারটা উপভোগ করছি । চালিয়ে যান ।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহা।
ফাড়া লাগবো ভাইসাব।কিতা মাত মাতউইন। ফারতা নায় খেনে।
সোজা চিন্তা খরউকা।

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: জন্ম নিরোধক পিল। মনে হয় আমিই পুরস্কারটা পাব?

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

খেয়া ঘাট বলেছেন: জন্ম নিরোধক পিল দিলে ডাক্তার না আসার কারণ কি?
যুক্তি দিয়েতো বুঝাতে হবে। বরং এটা হলেতো আরো তাড়াতাড়ি আসার কথা। উহু। জবাব ঠিক হলোনা। তবে অংশগ্রহনের জন্য ধন্যবাদ রোজেন ভাই।

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

বোধহীন স্বপ্ন বলেছেন: বাসের ব্যাপারটা মাথায় ছিল তবে অন্যভাবে । কেন যে বললাম না!!!

প্যাকেটে মেকাপ জাতীয় কিছু থাকলে ভালো হয় যেই মেকাপ নিলে মনে হবে পক্স হয়েছে । ডাক্তার বেটা ধারে কাছেও আসবে না । বেশি জটিল করে ফেললাম । তবে রিসার্চ সেন্টার দেখে মনে হল কোন ধরণের ক্যামিক্যাল জোগাড় করা সম্ভব হইলেও হইতে পারে ।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

খেয়া ঘাট বলেছেন: আপনার জবাবে বেশ মজা পেয়েছি। হুমমমমম.....চিন্তা করছি এখন উল্টা আমি ।এটাকে সঠিক জবাব হিসাবে নেয়া যায় কিনা?
মনে হয় না । কেমিক্যাল দিয়ে কোনো মেয়ে নিজের চেহারার ফার্দাফাই করবে .....উ হূূূ। না ।

আরেকটু চিন্তা করেন। একটা ক্লু দেই। ব্যাপারটা আপনারা অনেকবার পড়েছেন। অনেকবার শুনেছেন।
আশাকরি পেরে যাবেন স্বপ্ন ভাই।অপেক্ষায় রইলাম।

৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

লাবনী আক্তার বলেছেন: বুঝতে পারছিনা। মাথায় কিছুই আসছে না। :( :(

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

খেয়া ঘাট বলেছেন: একেবার ব্রেইন হালকা করে চিন্তা করেন। অবশ্যই পেরে যাবেন।
একটা ক্লু দেই। এই জবাবের সাথে বহুল পঠিত এবং বহুল প্রচলিত একটা ব্যাপার জড়িত।
শিক্ষিত সচেতন মানুষমাত্রই ব্যাপারটি জানে।
জবাবের অপেক্ষায় রইলাম কিন্ত আপু।

৮| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

মদন বলেছেন: পিস্তলের খালি প‌্যাকেট :)

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

খেয়া ঘাট বলেছেন: পিস্তলের খালি প্যাকেট কেন , সাতটি গুলি পিস্তল দিলেও কাজ হবেনা। কারণতো আগেই বলা আছে- মদন ভাই।

"ও বললো, আগ্নেয়াস্ত্র আমি দারুন ভয় পাই। বড়চাচা এসবের মাঝে পড়েই খুন হয়ে গেলেন। এ জিনিস আমি জীবনেও হাত দিয়ে স্পর্শ করবোনা।"
ডাক্তারতো একথা জানেই।"
একেবারে স্বাভাবিক , সহজ চিন্তা করেন।
অপেক্ষায় থাকলাম কিন্তু।

৯| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

মামুন রশিদ বলেছেন: কেউ দেহি ফাড়ে না!

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: ফাড়বো বা,,,,একটু দম লওকা.........
আর কেউ যদি তাড়াতাড়ি জবাব দিতে না পারে, সেটাতো আমার জন্যই ভালো।
হুট করে জবাব দিয়ে দিলে আমার পোস্টের ইজ্জতের হানি। সেটা চিন্তা করেই মনে হয় জবাব দেরীতেই আসছে।

১০| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

মহামহোপাধ্যায় বলেছেন: স্পেশাল ধন্যবাদ বুঝে পেলাম।

সমাধান এই মূহুর্তে মাথায় আসছেনা। আসলে জানিয়ে যাবার ইচ্ছা রাখি।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: ঠিক আছে।
গতপর্বের বিজয়ীরা এই পর্বে হেরে যাবে.. তাতো হতে পারেনা।

১১| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: প্যাকেট ভর্তি আপেল। An apple a day keeps doctor away.. :)

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার নাম মৌ- কিন্তু আসলে আপনি মৌ না। যদি মৌ হতেন তবে এরকম বেরসিক হয়ে জবাব টা দিয়ে দিতেন না।
ম্যাজিশিয়ানের ট্রিকস বুঝেও যে ম্যাজিশিয়ানের ট্রিকস মুক্ত করে দেয়না-সেইতো প্রকৃত অডিয়েন্স। -হাহাহাহাহহা।

এই পর্বে আপনিই একমাত্র বিজয়ী। অভিনন্দন। আগামী পর্বে'র জন্য আপনাকে প্রথম সারিতেই টিকেট দিয়ে রাখলাম।

১২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !অনেক কিছুই হতে পারে !
১> আগামী ১ সপ্তাহের ঔষুধ !
২> ওদের সাথে অন্য শহরে যাবার টিকেট
তবে যেটা আমি মুটামুটি নিশ্চিত হলাম সেটা হলো
ওটা ছিল একটা মোবাইল ফোন হতে পারে , কিংবা জরুরী ডাক্তারী প্রয়োজনের জন্য হেল্পলাইনের নাম্বার হতে পারে !
হয়েছে নাকি জানাইয়েন !
সময় পেলে নতুন কিছু মাথায় আসলে জানাইয়া যাবো !

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

খেয়া ঘাট বলেছেন: হয়নি , হয়নি , হয়নি।
ওপরে এক আপু জবাব দিয়েছেন।
আগামী পর্বের জন্য টিকেট দিয়ে গেলাম। আসবেন অভি ভাই।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহা ! মৌমিতা আহমেদ মৌ বলেছেন: প্যাকেট ভর্তি আপেল। An apple a day keeps doctor away.. :)
আমি ওনার সাথে সহমত ! যেহেতু ফানি লজিক আর অনেকবার শুনেছি , পড়েছি এটাই সঠিক উত্তর !

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: জ্বি। এটাই সঠিক উত্তর।

উনাকে অভিনন্দন।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর সাথে সাথেই লাবণ্যকে বাসায় পৌঁছে দিয়ে আমি গাড়ী নিয়ে বের হলাম।

কিছুক্ষণ পর লাবণ্যর বাসায় এসে ওকে একটা প্যাকেট পৌঁছে দিয়ে একেবারে নিশ্চিত হলাম যে-এই সাতদিন ডাক্তার বেটা লাবণ্যর আশে পাশেও আসবেনা। কারণ এ একটা যাদুর প্যাকেট।

উত্তরঃ সাথে করে নিয়ে যাওয়ার জন্য টিকেট। কারণ, "আমি গাড়ী নিয়ে বের হলাম।......কিছুক্ষণ পর লাবণ্যর বাসায় এসে ওকে একটা প্যাকেট পৌঁছে দিয়ে"।

গাড়ি নিয়ে গিয়েছে কারণ টিকেট কাটার জন্য মোটামুটি দূরে যেতে হয়েছে আর বাসায় গিয়ে পৌঁছে দিয়েছে কারণ তাকে ব্যাগ গুছাতেও বলতে হবে যে... :P

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

খেয়া ঘাট বলেছেন: হুমমমমমমমমমমমমম...চিন্তা করছি। জবাবটা মেনে নেয়া যায় কিনা।
লাবণ্য বাসায়ই ছিলো। কোথাও যায়নি।
তবে আপনার চেষ্টাটা ভালো লেগেছে।
আগামী পর্বের জন্য দাওয়াত দিয়ে রাখলাম। দেখা হবে আবার।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: মৌমিতা আহমেদ মৌকে ভোট আপ!

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

খেয়া ঘাট বলেছেন: জ্বি। উনাকে অনেক অভিনন্দন। আগামী পর্বের জন্য টিকেট দিয়ে রাখলাম। আসবেন কিন্তু।

১৬| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

ঢাকাবাসী বলেছেন: খাইছে আবার কুইজ!! অন্য শহরে যাবার টিকিট? জানি হয়নি।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

খেয়া ঘাট বলেছেন: জ্বি হয়নি।
আগামী পর্বের জন্য অগ্রিম টিকেট দিয়ে রাখলাম। লাবণ্যকে বিপদ থেকে বাঁচাতে হবে। সাহায্য দরকার।

১৭| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

এস এম কায়েস বলেছেন: প্যাকেটে একটা লিফলেট টাইপের কিছু যাতে লেখা "বাসার সকলে অনুপস্থিত। একসপ্তাহ পরে যোগাযোগ করুন।"

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

খেয়া ঘাট বলেছেন: ডাক্তার উল্টোদিকের বাসায়ই থাকে। কে আছে না আছে সব খেয়াল রাখে।
সঠিক হয়নি।
আগামী পর্বের জন্য নিমন্ত্রণ দিয়ে রাখলাম। আসবেন কিন্তু।লাবণ্যকে বাঁচাতে হবে।সাহায্য দরকার।

১৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

শ্যামল জাহির বলেছেন: সময় ক্ষেপণ হলো, বুদ্ধিমত্তা কাজে লাগেনি।
সুযোগ পেলে আবার আসবো।
যাদুর প্যাকেট...? #:-S

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: আগামী পর্বে অবশ্যই আসবেন। টিকেট দিয়ে গেলাম। দেখা হবে জাহির ভাই।

১৯| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: |-) |-) |-) |-)

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: যাক। আগামীপর্বের জন্য টিকেট দিয়ে গেলাম। দেখা হবে শোভন ভাই।

২০| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আসলাম গল্প পড়তে এ তো দেখি ধাধার জটে ফেলে দিলেন। যাদুর বাক্সে যে কি আছে বুঝতে পারছি না। অনেক জটিল ধাধা। পারবো না উত্তর দিতে। সরি। :)

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

খেয়া ঘাট বলেছেন: জটের মাঝেই ঘটে যদি বুদ্ধি জোটে।
পরের পর্বের জন্য টিকেট দিয়ে গেলাম। আসবেন কিন্তু। লাবণ্যকে বিপদথেকে বাঁচাতে হবে। দেখা হবে সেলিম ভাই।

২১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

মনে নাই বলেছেন: উত্তরটা অনেক মজার হয়েছে, আমার পারা উচিত ছিলো, কারন ইদানীং সারাদিন ধরে বাবুর সাথে বসে বসে এইসব দেখা লাগছে।

আপনিও দেখতে পারেন: http://www.youtube.com/watch?v=DKAvqvPDjqM

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪২

খেয়া ঘাট বলেছেন: আপনার ক্লিপটি বাসায় গিয়ে অবশ্যই দেখবো।
পরের পর্বের জন্য নিমন্ত্রণ জানিয়ে গেলাম। আশাকরি থাকবেন।
অনেক শুভকামনা রইলো। বাবুর জন্য অনেক আদর রইলো।

২২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

সদয় খান বলেছেন: আমার মাথায় এত বুদ্ধি নাই |-) |-) |-)

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩

খেয়া ঘাট বলেছেন: আশাকরি পরের পর্বে অবশ্যই আসবেন। অংশগ্রহণ করেছেন খুশী হয়েছি। বিনীত ধন্যবাদ রইলো ভাই।

২৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: গত পর্বে ছিলাম, এবারেও থাকলাম। কিন্তু উত্তর তো পেয়ে গেছেন বা গেলাম। :-B :-B
ভালো পোস্ট। সবাই মজা পেল।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫

খেয়া ঘাট বলেছেন: অংশগ্রহণে অনকে খুশী হয়েছি। আগামী পর্বের জন্যও নিমন্ত্রন জানিয়ে গেলাম। ভালো থাকবেন। অনেক শুভকামনা রইলো।

২৪| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আনসারটা আমার জানতাম বাট লেখাটা আগে চোখে পড়েনি ...............


প্যাকেট ভর্তি আপেল কিন্তু সঠিক আনসার না। সঠিক আনসার হল বক্সের ভিতর ৭ টা আপেল ছিল :)

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

খেয়া ঘাট বলেছেন: ৭ টি আপেল ছিলো -এটাই সঠিক আনসার। কিন্তু আপেল বেশী থাকলেও সমস্যা নাই।
=p~ =p~ =p~ =p~
কয়েকদিন পর দেখলাম। কই ছিলেন>

২৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অ্যাঁ অ্যাঁ অ্যাঁ আগের পর্বের উত্তর আগেই বের হয়ে গেছে !!! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ এই পর্বের উত্তরও শেষ ! তাহলে আমি আর মাথা খাটিয়ে কি করবো । সাইডে চেপে উদাস হয়ে গেলাম । :(

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩

খেয়া ঘাট বলেছেন: পরেরবার আপনাকে মন্চে চাই। আগে আসবেন কিন্তু। টিকেট রেখে গেলাম।

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১৩

সাদা আকাশ বলেছেন: ইন্টারেস্টিং জিনিষ গুলি উপহার দিয়ে যাচ্ছেন।
যদিও এটা দেখতে অনেক দেরি হয়ে গেল, তবে সত্যিটাই বলছি। এই পর্বের উত্তর হুট করে মাথায় আসে নি। একটু চিন্তা করে বাদ দিলাম আর তারপর উত্তর তো এক আপু বলেই দিল।

ধন্যবাদ, আর অবশ্যই +++++

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আকাশ ভাই। পরের পর্বে প্রথমেই থাকবেন কিন্তু।

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

ইমরান নিলয় বলেছেন: প্রশ্নে মজা পাই নাই। উত্তরে মজা পাইলাম। ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৬

খেয়া ঘাট বলেছেন: একেবার যথার্থ বলেছেন।, খুব মজার উত্তর , তাইনা??
সাথে থাকার জন্য অনেক শুভকামনা। আশাকরি অন্য পর্বগুলোতেও পাবো। ভালো থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.