![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাবন্য আর আমি ব্লগের পাতা খুলে বসে আছি। শীতের শেষবিকেলের কমলা রোদ কাঁচের জানালা ভেদ করে ওর মুখে পড়ছে।শেষ সূর্যরশ্মির আলোতে ওর মুখ যেন হিজল কাঠের মতো রক্তিম হয়ে আছে।কী অপূর্ব এ লাবন্যরুপ।
লাবন্যকে আমি বললাম, দেখলে ।ম্যাজিক প্যাকেটের কতগুন-(পর্বটি এখানে পড়ুন তোমাকে ৭টি আপেল দিলাম। আর ডাক্তার বেটা তোমার আশেপাশেও আসলোনা।
লাবন্য বলে-আচ্ছা তোমার এসব অখাদ্য সিলি যুক্তি ব্লগারদের গিলাতে পারলে?
কেন, অনেকেইতো বেশ প্রশংসা করলো। কেউ কেউ ম্যাসেজে জানালো দারুন লাগছে।
তাই নাকি?
জ্বি তাই।আমিতো মনে করছি-সেই দুঃসহ রাতের কাহিনীটা লিখে ফেলবো।
আচ্ছা লিখো পরে। তার আগে তোমার কি উচিত না সবাইকে ধন্যবাদ জানিয়ে গত পর্বের বিজয়ীর নাম ঘোষণা করা।
জ্বি। এখন তাই করছি। গতপর্বে যারা অংশগ্রহণ করেছেনঃ
অশ্রু কারিগড়,
আমি চাই,
সায়েম মুন,
মামুন রশিদ,
খাঁন রোজেন,
বোধহীন স্বপ্ন,
লাবনী আক্তার,
মদন,
মহামহোপাধ্যায়,
মৌমিতা আহমেদ মৌ ,
স্বপ্নবাজ অভি,
বোকা মানুষ বলতে চায়,
হাসান মাহবুব,
ঢাকাবাসী,
এস এম কায়েস,
শ্যামল জাহির,
স্নিগ্ধ শোভন,
সেলিম আনোয়ার,
মনে নাই,
সদয় খান,
সুমন কর
আপনাদের সবাইকে বিনীত ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ মৌমিতা আহমেদ মৌ'কে ।যদিও এতো দ্রুত জবাব দেয়াটা একেবারে পছন্দই করিনি।
এবারের পর্বঃ ছোটগল্প মিসির আলীর যাদুর কল।
লাবন্য'র দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি। হাতে ঘড়ি নেই।নিশ্চয় অনেক রাত । ফোনও করবোনা, কলিংবেলও বাজাবোনা দেখি কী হয়?
লাবন্য দরজা খুলে নগ্ন নির্জন হাত বাড়িয়ে দিলো।নিটোল মুক্তা প্রবালের রুপ যেন ওর সমস্ত শরীরে।
আমি হাসলাম।তুমি জানতে আমি আসবো।
জানবোনা কেন? ঠিক সময়েইতো এসেছো।
মানে রাতবারোটা বাজে ।শুভজন্মদিন।
প্রতিজন্মদিনে লাবন্য আর আমি সারারাত ঘুরি। তারপর এক অজানায় কান্তারের পথ ছেড়ে রাতের আঁধারে হাইওয়ের নির্জন পথে হারিয়ে যাই।
স্টীয়ারিংএ আমার এক হাত। পাশের সীটে লাবন্য উন্মন হয়ে আছে। ওর দিকে চেয়ে মনে হয় ভালোবাসার অতি দূর তরঙের জানালায় শুধু ওর ঘুমন্ত চাঁদচোখ দুটি দেখি।
কতদূর পিছনে ফেলে এসেছি জানা নাই । চারপাশে রাত এখন নিকষ কালো অন্ধকারের মতো গভীর। রাস্তার দুপাশে শুধু মনে হয় সারি সারি তৃণ মানুষ ভৌতিক হয়ে দাঁড়িয়ে আছে।
এমন সময় গরগরগরগররররররররররররররররররররররর।
একবার মনে করলাম- গাড়ী হয়তো নিজের অজান্তেই মূলসড়কের পার্শ্ব সোলডারে চলে এসেছে।কিন্তু না। গাড়ী দাঁড় করালাম, এক পাশে।
পিছনের সাইডের বাম পাশের টায়ারটি পাংচার হয়ে গেছে।
এমন সময় জরুরী যা করতে হয়-ইমার্জেন্সী লাইটা জ্বালিয়ে সামনের হুড খুলে উঁচু করে রাখলাম। এতে করে অন্য কোনো ড্রাইভারের সহজে চোখে পড়ে। কেউ দয়াপরবশ হয়ে এগিয়ে ও আসে।
লাবন্য আর আমি রাস্তার পাশে বসে আছি। বেশ ভালোই লাগছে। কিন্ত সমস্যা হলো এসব রাস্তায় মাঝে মাঝে ভাল্লুকের উপদ্রব হয়।
অনেকক্ষন কেউ এলোনা। এই গভীর রাতের নির্জনে আসবেই বা কে?
ভালোবাসায় পড়লে যা হয়। বোধশক্তি যেন লোপ পেলো। হঠাৎ করে খেয়াল হলো- আরে গাড়ীর ট্রাঙ্কেইতো একটা স্পেয়ার টায়ার আছে।
লাবন্য আর আমি টুলসবক্স থেকে টুলস বের করে পাঙচার হয়ে যাওয়া টায়ারটি খুলে রাখলাম। টায়ারের চারটি নট দিলাম লাবন্যর হাতে।বললাম, ভালো করে হাতের মুঠোয় রাখো। কারণ এগুলো হারালে যতই টুলসই থাকুক আর টায়ার লাগাতে পারবোনা। তখন-সারারাত এখানে বসে থাকতে হবে । তোমার শাড়ীর আঁচল দিয়ে গিট্টু দিলেও কাজ হবেনা।। আর এটা ইউরোপ আমেরিকা না যে ফোন করলেই পুলিশ আসবে। অথবা টো কোম্পনার গাড়ী আসবে।
এরপর আমি গাড়ীর পিছনের ট্রাঙ্ক খুলে স্পেয়ার টায়ার নিয়ে ফিরছি।
হঠাৎ মাথায় দুষ্টু বু্দ্ধি আসলো- বললাম লাবন্য ভাল্লুক,ভাল্লুক।
লাবন্য গাড়ীর ওপাশ থেকে দৌড়ে আমার কাছে আসলো। আর যা হবার তাই হলো - ওর হাত থেকে চারটি নটই সড়কের পাশের গভীর খাতে গিয়ে ছিটকে পড়লো।
এখন উপায়। কয়েকবন্ধুকে ফোন করলাম। বিপদের সময় কাউকেই পাওয়া যায়না। সবার ফোন বন্ধু।
লাবন্য বললো- তুমি মিসির আলী চাচাকে ফোন করো।উনি নিশ্চয়ই জেগে থাকবেন।
আমি বললাম- চাচা জেগে থাকলেও উনি কি এই রাতে নট নিয়ে হাজির হবেন।
লাবন্য নিজেই ফোন করলো। ফোন শেষ করেই দেখলাম লাবন্যর হাসিমাখা মুখ। আর দশ মিনিটের মধ্যেই আমরা আমাদের গাড়ী নিয়ে ফিরতে পথ ধরলাম। ও বলে রাখা ভালো মিসির আলী চাচার ফোনের পর আমাদের আর কারো জন্য অপেক্ষা করতে হয়নি। কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়েও আসেনি।
এখন আপনাদের বলতে হবে- মিসির আলী চাচা টেলিফোনে লাবন্যকে কি বলেছিলেন?
© আরিফ মাহমুদ।
এই পর্বে আমি গোহারা হেরেছি।
২| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
না বলা কথা বলেছেন: আমার মাথায়তো কিছুই আসছেনা।
গল্প ভালো লেগেছে। কিন্তু .....টুলসবক্সে আরো নট হয়তো থাকতে পারে। সেটা বলেছেন মিসির আলী।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
খেয়া ঘাট বলেছেন: বেরসিক কায়েস ভাইতো প্রথমেই বোল্ড আউট করে দিলেন।
জ্বিনা।
আরেকটু চেষ্টা করেন।
৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
এস এম কায়েস বলেছেন: ভাই কেন লজ্জা দিচ্ছেন? কেমনে জানি হয়ে গেছে!!! আগের দুটা তো পারি নাই।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। একেবারেই সহজেই সমা্ধান করে দিলেন।
আচ্ছা এর পরেরটা কঠিন করে লিখতে হবে।
৪| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: গভীর খাতে কইয়া তো ঝামেলায় ফালাইলেন, গভীর অন্ধকারে কইলে তো কইতাম গাড়ির হেডলাইট জ্বালিয়ে নাটগুলা খুজে বের করার কথা বলছেন।
এনি হাউ ঘুম থেকে উঠে সকালে আনসার দিমু
আমি তো ব্লগে প্রতিদিন ই আসি
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
খেয়া ঘাট বলেছেন: আপনাদের রাত ১২ টা বাজেনা। এতো আর্লি ঘুমাতে যান।
অপেক্ষায় থাকলাম মাসুম ভাই। পরের পর্বের জন্য নিমন্ত্রণ।
৫| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
ঢাকাবাসী বলেছেন: চেষ্টা করতাসি। অন্য তিনটা চাকার প্রতি চাকা থেকে একটা করে নাট খুলে লাগালে আসা যাবে।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
খেয়া ঘাট বলেছেন: মিসির আলী চাচা এটাই বলেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে কায়েস ভাইয়ের সাথে। এই পর্বটা তেমন ভালো হলোনা।
যাক, পরের পর্বে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। শুভকামনা রইলো । ভালো থাকবেন।
৬| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
মহামহোপাধ্যায় বলেছেন: ধুর !! ধুর !! মানিনা !! মানিনা !!
আগের পর্বের উত্তর আপেল এর প্যাকেট ?? আমি আরও কত কিছু ভাবতেছিলাম
এই পর্বের উত্তর তো ভাইয়ারা দিয়েই দিয়েছেন
২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
খেয়া ঘাট বলেছেন: হুমম। এই পর্বে আমি গোহারা হেরেছি। আচ্ছা পরের পর্বে আসেন। আপনি প্রথমেই চলে আসবেন ।
৭| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি ব্লগে আসার আগেই সবাই উ্ত্তর দিয়ে দিল???? আমি নাহয় একটু বেশিই ঘুমাই তাই বলে এত বড় অপমান।
২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
খেয়া ঘাট বলেছেন: আপনি দেরিতে আসায় আমি খুউব খুশী হয়েছি। না হলে তো আমার অবস্থা আরো খারাপ হতো। এই পর্বে আমার একেবার গোবর্ধণ অবস্থা।
আচ্ছা আগামি পর্বে- আপনি আগেই আসেন। ঐ পর্বটা কিন্তু দারুন কঠিন হবে। আগেই বলে রাখলাম।
৮| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
সুমন কর বলেছেন: কি আর করব, বলুন!! এসে পড়ে উত্তর দিতে গিয়ে দেখলাম, ঢাকাবাসী ও কায়েস ভাই বলে দিয়েছেন। যাই হোক, অনেক মজা হচ্ছে এবং ভাল গল্পও পাচ্ছি।
২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
খেয়া ঘাট বলেছেন: পরেরবার অন্যের কমেন্ট না পড়েই উত্তর দিবেন।
তাহলে আপনার জবাব পেয়ে যাবো। আপনি নিজে কমেন্ট করার পর অন্যের গুলো দেখলেই হবে।
পরের পর্বের জন্য নিমন্ত্রণ রইলো সুমন কর ভাই।
৯| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
কয়েস সামী বলেছেন: পুরস্কার ঘোষনা করলে চেষ্টা করা যাবে।নেক্সট পর্ব থেকে পুরস্কার চাই।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭
খেয়া ঘাট বলেছেন: আচ্ছা প্রতিটি পর্বের জন্য সিক্রেট পুরস্কার ঘোষণা করলাম।
বিজয়ীকে জানানো হবে। এবার রাজী আছেন?
আপনাকে পরের পর্বে নিমন্ত্রন জানিয়ে গেলাম ভাই। ভালো থাকবেন।
১০| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অন্য তিনটা টায়ার হতে এটা করে নাট খুলে নিয়ে চতুর্থটাতে লাগিয়ে নিয়েছিলেন।
এটা গাড়ী চালকদের অতি কমন টেকনিক
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯
খেয়া ঘাট বলেছেন: একেবারে ঠিক বলেছেন। আপনি নামে বোকা হলেও অনেক বেশী বুদ্ধিমান। এই পর্বে আমি লজ্জাজনক হেরেছি। বিনীত ধন্যবাদ।
আগামী পর্বে কঠিন পরীক্ষা রাখবো। নিমন্ত্রন দিয়ে রাখলাম।
১১| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি বোধ হয় কোন ধাধার উত্তর দিতে পারবো না। সারেন্ডার করলাম।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২০
খেয়া ঘাট বলেছেন: পরের পর্বে জানলেও না জানার ভান করে কমেন্ট করবেন। সেটাইতো মজা বেশী । হুটহাট বলে দিলে গল্প আর গল্প থাকেনা।
শুভকামনা থাকলো সেলিম ভাই। পরের পর্বের জন্য টিকেট দিয়ে গেলাম।
১২| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: উত্তর তো অলরেডি দুইজন দিয়ে ফেলেছে !
তবে গল্প জমাট হয়েছে !
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩
খেয়া ঘাট বলেছেন: পরের গল্পের জন্য আপনাকে সামনের টিকেট দিয়ে গেলাম। যেন আগেই জবাব দিয়ে দিতে পারেন।
সাথে আছেন, অনেক ধন্যবাদ।
১৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
বোধহীন স্বপ্ন বলেছেন:
হায় হায় আপেল???!!! যাইহোক, এই পর্বটা পড়তে দেরি হয়ে গেল । তবে ভালোই লেগেছে ।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪
খেয়া ঘাট বলেছেন: যারা হুট করেই জবাব দিয়ে দেন , উনাদের দেরীতে আসাই আমার জন্য ভালো। তা না হলে আর গল্পের মজা থাকেনা।
পরের পর্বে দেখা হবে কিন্তু। অনেক শুভকামনা ভাই।
১৪| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
বোধহীন স্বপ্ন বলেছেন:
হায় হায় আপেল???!!! যাইহোক, এই পর্বটা পড়তে দেরি হয়ে গেল । তবে ভালোই লেগেছে ।
১৫| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯
মাহমুদ০০৭ বলেছেন: এস, এম, কায়েস ভাইয়ের জবাবটার সাথে একমত
ভালই লাগতাছে ভাই আপনার এই গল্প ধাঁধা । সমস্যা হচ্ছে আমার সমস্যা নিয়ে মাথা ঘামাতে ভাল লাগে না ।
ভাল থাকুন প্রিয় ভাই
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১
খেয়া ঘাট বলেছেন: আমারও ধাঁধাঁ ভালো লাগেনা। সেই জন্যইতো গল্প জুড়ে দিচ্ছি। যাতে জিনিসটা যেনো একেবারে রুক্ষ,কর্কশ হয়ে না যায়।
শুভকামনা রইলো ।পরের পর্বের জন্য নিমন্ত্রণ জানিয়ে রাখলাম।
১৬| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২
এ্যাপোলো৯০ বলেছেন: অন্যরা পুরস্কার নিয়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯
খেয়া ঘাট বলেছেন: জ্বিনা। আপনি পুরস্কার দেয়ার সময় পাশে থেকে সাহায্য করবেন।এটার মাঝেও অনেক আনন্দ আছে। শুভকামনা । ভালো থাকবেন। পরের পর্বে আমন্ত্রণ জানিয়ে গেলাম।পুরস্কার পাবেনও। পুরস্কার হাত বাড়িয়ে দিবেনও।
১৭| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫
মামুন রশিদ বলেছেন: আপনার টাইয়ের নট কি লাবনীই বেঁধে দিয়েছিল?
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১১
খেয়া ঘাট বলেছেন: সেটা কি আর বলতে হয় মামুন ভাই?
মন্তব্যে দারুন মজা পেয়েছি। পরের পর্বে অবশ্যই থাকবেন।এটা হবে একটা চ্যালেন্জিং পর্ব। শুভকামনা। থাকবেন কিন্তু
১৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: আনসার চলে আসছে...... সো আনসার দিয়া আর লাভ নাই
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
খেয়া ঘাট বলেছেন: পরেরটার জন্য রেডি থাইকেন। অগ্রিম টিকেট দিয়া গেলাম।
শুভকামনা মাসুম ভাই।
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৩
প্রিন্স মাহমু দ বলেছেন: মাথায় বুদ্ধি কম । এম্নিতেও জবাব দিতে পারতাম না
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
খেয়া ঘাট বলেছেন: আগামী পর্বে অবশ্যই অবশ্যই থাকবেন। আগাম দাওয়াত দিয়ে গেলাম।
শুভকামনা মাহমুদ ভাই।
২০| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
অশ্রু কারিগড় বলেছেন: ইস রে, এইটা পারতাম মনে লয় । উত্তর কেডা দিল
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
খেয়া ঘাট বলেছেন: এটা লিখেতেো আমার পুরো বেইজ্জতি অবস্থা । পরেরটা'র জন্য আগাম জানিয়ে গেলাম। অবশ্যই থাকবেন কিন্ত কারিগর ভাই।
শুভকামনা ।
২১| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: আরও এক পর্ব হয়ে গেছে!!! খেলবো না ।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৮
খেয়া ঘাট বলেছেন: পরেরবার আগে আগে খেলার জন্য জানিয়ে গেলাম। শুভকামনা আদনান ভাই।
২২| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
সমুদ্র কন্যা বলেছেন: যারা গাড়ি চালায় বা এই সম্পর্কে ধারণা আছে তাদের জন্য ব্যাপার না। কিন্তু আমরা যারা এই ব্যাপারে অজ্ঞ, তাদের জন্যতো ম্যালা কঠিন!
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২
খেয়া ঘাট বলেছেন: তাহলে আপনার বেশ কাজে লাগলো। অনেক খুশী হলাম অন্তত একজন আপুর উপকার হলো। পরের পর্বে থাকবেন কিন্তু আগেই নিমন্ত্রণ জানিয়ে গেলাম।
২৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২২
সাদা আকাশ বলেছেন: বরাবরের মতই চমৎকার হয়েছে।
এইবারের উত্তরটা একটু সহজ হয়ে গিয়েছে। আর উত্তর অনেকেই দিয়ে দিয়েছে।
তবে গল্পটা ভাল হয়েছে
পরবর্তী পর্বের অপেক্ষাতে থাকলাম। হয়তো উত্তর দিতে পারবো না, কিন্তু আনন্দটুকু শতভাগ আদায় করে নিবো।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আপনারা সাথে না থাকলেতো পর্ব চালাতে পারবোনা। আপনার শতভাগ আনন্দপাওয়া মানেই হলো আমার আনন্দ আরো দ্বিগুন হয়ে যাওয়া।
পরবর্তী পর্বের জন্য নিমন্ত্রণ জানিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
খেয়া ঘাট বলেছেন: এস, এম, কায়েস ভাইয়ের জবাবটা ঠিক হয়েছে। আপাতত হাইড করে রাখলাম। এতো দ্রুত বলা ঠিক হয়নি। আমি অপমানিত বোধ করছি।
আপনাকে বিনীত ধন্যবাদ।