নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

সাধারণ একটি বইয়ের দাম মাত্র ১৪।২ মিলিয়ন মার্কিন ডলার। বিক্রি হয়েছে গতকাল নিউইয়র্কে

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৫

শুনে আশ্চর্য্য হচ্ছেন। কিন্তু ঘটনা সত্য।

গতকালকেই নিউইয়র্কে বইটি বিক্রি হয়েছে ১৪।২ মিলিয়ন মার্কিন ডলারে। সাধারণ একটি বই। তবে এক বিশেষ কারণে অসাধারণ।



The Bay Psalm Book,( a translation of biblical psalms ) বইটি ১৬৪০ সালে ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস থেকে পাবলিসড হয়।



বইটির অনেকগুলো পৃষ্টাই ছেড়া। ঠিকমতো পড়া যায়না। আর বইটি অকশনে বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১ মিনিট। কিনে নিয়েছেন আমেরিকার বিলিওনীয়ার David Rubenstein ।



তিনি বলেন, বইটি মানুষের সামনে প্রদর্শনের জন্য বিভিন্ন লাইব্রেরীতে বইটি রাখার অনুমতি দিবেন।



কী আছে এ বইটিতে-

আমেরিকায় প্রথম ছাপা হওয়া ১১টি কপির মাঝে এটি একটি। বাকি ৮ টি কপি'র কোনো হদীস নাই। ১টি আছে ইয়েল ইউনিভার্সিটি আর আরেকটি আছে হার্ভাড ইউনিভার্সিটি'র লাইব্রেরীতে।



নীচে বইটির ছবি দেখে তৃষ্না মিটানঃ







মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৮

হাতীর ডিম বলেছেন: boi ta koto mb. ar pdf download link den. :D :D

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:২২

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহা।
আপাতত ছবি লোড করে মনের তৃষ্না মিটান হাতীর ডিম ভাই।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অবাক করে না।

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৯

খেয়া ঘাট বলেছেন: হূমম । অবাক করা ব্যাপার। অনেকদিন পর দেখলাম আপনাকে।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

মামুন রশিদ বলেছেন: সাধারণ আর থাকলো কই, দামের কারণেই এটা অসাধারণ হয়ে গেছে । তবে আমার মতে ঠিক আছে, ১৬৪০ সালে প্রকাশিত একটা বই, সংগ্রাহকদের কাছে নিঃসন্দেহে অনেক মূল্যবান ।

২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: এর আগে একটা টিয়া পাখি নাম ওসাইন বোল্ট ৪০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো। কিনেছিলেন এক চায়নীজ ব্যবসায়ী।
টিয়া পাখীর চেয়েতো এই বইটি ভালো। দাম আরো বেশি হওয়াই দরকার ছিলো। ধন্যবাদ মামুন ভাই।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

বীরেনদ্র বলেছেন: Sorry that I could not appreciate u. That is because once u said ordinary
and at other time extraordianry

২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: Once it was an ordinary, and now extraordinary.
সাধারণ বইয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী।
বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

মশিকুর বলেছেন:
এতক্ষনে নীলক্ষেতে এইটার ফটকপি পাওয়া বাইর হইয়া গ্যাসে হয়তো।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

খেয়া ঘাট বলেছেন: এতোক্ষণেতো হয়ে যাওয়ারই কথা। মজার কমেন্ট ।ভালো লাগলো মশিকুর ভাই।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

সাজিদ ঢাকা বলেছেন: ট্যাকা কামড়াইলে যা হয় ব্যাপার

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

খেয়া ঘাট বলেছেন: সেটাই। কিন্তু বইটির একটা অথেনটিক মূল্য আছে সাজিদভাই।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

সায়েম মুন বলেছেন: psalms শব্দটা এই প্রথম শুনলাম। বাইবেলের স্তুতিগানের প্রথম অনুবাদ কিনা। তাই হয়ত এত দাম। তাছাড়া কেনার মত আর অবশিষ্ট বই নেই বলে কথা। #:-S

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

খেয়া ঘাট বলেছেন: পুরানো, প্রথম,আর কোনো কপি নেই।সবমিলেই দাম আকাশ ছুঁয়েছে। কিছুদিন আগে একটা টিয়া পাখী বিক্রীর খবর এসেছিলো। দাম মাত্র ৪০ মিলিয়ন ডলার। এবার বুঝেন পাবলিকের টেকার কেমন খেলা মুন ভাই।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: নিউজটা দেখছি....... টু মাচ টাকা থাকলে যা হয় আর কি

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: সেটাই মাসুম ভাই।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

হৃদয় রিয়াজ বলেছেন: হা হা হা দারুণ তো। চমৎকার একটি তথ্য দিলেন আরিফ ভাই।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: নিউজটা প্রথমে রেডিওতে শুনলাম। তারপর গুগল সার্চ দিয়ে দেখি ঘটনা সত্য । তাই শেয়ার করে দিলাম রিয়াজ ভাই।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বই প্রেমিক বলবনা

বই বিলাসী

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: দুটোই বলতে পারেন।
যাক বেটা অন্তত বইয়ের পিছনে খরচ করলো। আর প্রমাণ করলো মিলিয়ন ডলার দিয়ে বই কিনেও দেওলিয়া হয়নি । ধন্যবাদ রাসেল ভাই।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: অই বেটার মতন আমি বেকুব না । নীলক্ষেত থেইকা কিন্না লমু আমি । =p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: হুমমম.......আমাদের জন্য এটাই ভরসা মাহমুদ ভাই।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

শক্তি শুধা বলেছেন: এটা সত্যিই একটা সংগ্রহে রাখার মতো বিষয়। প্রাচীন বলে একটা ব্যাপার আছে তো।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: কথা ঠিক। অবশ্যই । প্রাচীণ এবং নিদর্শনের একটা ব্যাপার আছে না। কেনার জন্য টাকাও থাকতে হবে। তবে লোকটাকে ধন্যবাদ অন্তত বইয়ের পিছনে টাকাটা খরচ করলেন। সারা জীবনের জন্য সংগ্রহ হয়ে রইলো।
ধন্যবাদ শক্তি শুধা ভাই।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

সুনীল চাঁদ বলেছেন:
বই আমার প্রথম পছন্দ

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: ওয়াও। দারুন হবেতো সুনীল ভাই।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:



এত পুরানো বই নিঃসন্দেহে অনেক মূল্যবান।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: এই বইটি ১৬৪০ সালে পাবলিশড হয়। প্রথম বই কবে পাবলিশড হয়ে সেটা
গুগল করে দেখতে হবে। ধন্যবাদ কান্ডারি ভাই।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চৌদ্দ মিলিয়ন ডলারের বইটির ছবি দেখে তৃষ্ণা মিটলো না :(

জীবন্ত বইটি আপনি আমাদের পক্ষ হতে দেখে নিবেনে!

খেয়াঘাট ভাইকে শুভেচ্ছা... :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: দেখার ইচ্ছা আছে মইনুল ভাই। ছবি তোলার সুযোগ থাকেল ছবিও তোলে রাখবো। তারপর ব্লগে পোস্ট করে দিবো। কেমন কাটছে আপনার???

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

সুমন কর বলেছেন: হুম, জানাবার জন্য ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

খেয়া ঘাট বলেছেন: জানাতে পেরে আমিও খুশী। ধন্যবাদ সুমন ভাই।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ধূর্ত উঁই বলেছেন: আমি দামী বই খাবো :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: এক পাতা খেয়ে ফেলতে পারলে পাতা হিসাবে মনে ১ লক্ষ ডলারই খেয়ে ফেলবেন। তখন আপনার পেট হবে লাখোডলারি পেট উঁই ভাই। চেষ্টা নিতে পারেন।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আমিনুর রহমান বলেছেন:




বই কিনে কেউ দেউলিয়া হয় না :P

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: হুমম... ভালো বলেছেন আমিনুর ভাই।
উনিই ইহাই প্রমাণ করিলেন।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কেমন কাটছে আপনার???

ঠিক আগের মতন।
রাজনৈতিক কারণে আগের চেয়ে একটু খারাপ বলতে হয়।

আপনি ভালো থাকুন...প্রিয় প্রবাসী :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

খেয়া ঘাট বলেছেন: আপনিও ভালো থাকবেন প্রিয় স্বদেশী।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

ঢাকাবাসী বলেছেন: এই যে এতক্ষন ধইরা পুস্তকের ছবিটা ঝুলায়া রাখসেন তার চার্জ কয়েক লাখ ডলার , বাইর করেন।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাহাাহাহহাহাহাহা।
জটিল বলেছেন। আর আপনারা যে বিনা পয়সায় খায়েশ মিটাইয়া দেখলেন.সেটারও তো একটা চার্জ হবে নাকি প্রিয় ঢাকাবাসী ভাই।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বই কিনে কেউ দেউলিয়া হয় না :P

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: উনি ইহাই প্রমাণ করিলেন প্রিয় অভি ভাই।

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি দে উলিয়া হয়েছি বই কিনে। প্রায় ৪০০০ টাকার বই কিনে এখন আমি দেউলিয়া।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: এখন দেউলিয়া হওয়ার জিকির করে হয়ে যান আওলিয়া সেলিম আনোয়ার ভাইজান।

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ব্যাপার না ! ৫০০ বছর পরে আমার কি বোর্ডও এক মিলিয়ন ডলারে বিক্রি হবে ! B-) বাট সেটা দেখার জন্য আমি থাকবো না এটাই আপচুস!!! :(

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

খেয়া ঘাট বলেছেন: আপনার নাতিপুতিরা থাকবে। মহান গ্রানপা'কে নিয়ে গৌরবান্বিত হবে।

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

এখন থাক! নীলক্ষেতে আসলে চিন্তা করমু ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

খেয়া ঘাট বলেছেন: নীলক্ষেতে মনে হয় অকশন হওয়ার পর পরই চলে এসেছে। বেশী লেট করলে সেটাও হারাবেন। তাড়াতাড়ি যোগাযোগ করেন প্রিয় শোভন ভাই।

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

বশর সিদ্দিকী বলেছেন: বাইবেলের স্তুতি গাওয়া, প্রথম ছাপানো এরকম কিছু কারনে মনে হচ্ছে দামটা আকাশ ছুয়েছে। তাছারা আমার মনে হয় এর দাম বারার জন্য অন্য কোন কারন আছে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: মোস্ট এক্সপেনসিভ বুক ইন দি ওয়ার্ল্ড এন্ড ফার্স্ট প্রিন্টেড বুক ইন আমেরিকা- এটাই নিউজের শিরোণাম হয়েছিলো প্রিয় বশর সিদ্দিকী ভাই।

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

এস এম কায়েস বলেছেন: ভাল লাগল জানতে পেরে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: আমি জানাতে পেরেও অনেক খুশী হলাম ভাইজান।

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই এগুলো তো শুধুই পাওয়ার গেইম।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: এটাই আসল কথা। এর ওপরে আর কোনো কথা নাই লিসানি ভাই।

২৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আসলে কী আছে এ বইটিতে ?? - জাতি জানতে চায় !

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: মোস্ট এক্সপেনসিভ বুক ইন দি ওয়ার্ল্ড এন্ড ফার্স্ট প্রিন্টেড বুক ইন আমেরিকা- এটাই নিউজের শিরোণাম হয়েছিলো - জাতিকে পরতিকা এটাই জানিয়েছে ভাইজান।

৩০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

বাংলাদেশী দালাল বলেছেন:

বইটা সম্ভবত খৃষ্ট ধর্মিয় বিষয় সম্বলিত.

সুন্দর পোস্ট ভাই । ভালো থাকবেন।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই। ধর্মীয় বই। প্রথম প্রকাশিত। অনেকদিন পর দেখলাম ভাইজান। কেমন আছেন???

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

লোডশেডিং বলেছেন: জেনে ভালো লাগলো। সুন্দর পোস্ট।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.