নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

একমিনিটের গল্প- অবাক জলত্যাগ ( ওয়ার্ণিং- রিডার্স ডিস্ক্রিশান ইজ স্ট্রংলি এডভাইজড)

০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৫

ঘুপছি গলি থেকে তাড়া খেয়ে পোড়া সোলেমান হাঁপাতে হাঁপাতে কামারের দোকানে এসে বসে। হাপরের ভিতর কয়লা পুড়ছে। লাল লাল আগুনের টুকরা। সোলেমান কখনো পোড়া সোলেমান ,আবার কখনো পাগলা সোলেমান।



জ্বলন্ত কয়লার ভিতর লোহা পুড়ে পুড়ে লাল হয়ে আছে। পাগলা সোলেমান এক মনে কয়লার মাঝে লোহা পুড়ানো দেখে। আর নিজের মুখে হাত রাখে।



পাগলা সোলেমান একসময় তুখোড় মেধাবী ছাত্র ছিলো। তাও ছিলো আবার গণিতের। অঙকের জটিল সমস্যাগুলো তুড়ি মেরেই সে সমাধান করে দিতো ।



পরীক্ষা ভালো ভাবে পাশ দিয়ে মেধাবি সোলেমান চাকুরীর ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বাসে বসে আছে।পাশে বসে আছে তার আদরের ছোট বোন। ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর যাবে।কিন্তু হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দাও দাউ করে আগুন।জ্বলতে লাগলো পুরো বাস।বাসের ভিতর ধাক্কাধাক্কিতে সোলেমান আর বের হতে পারেনা। নিজের চোখে চেয়ে দেখে নিজে পুড়ছে , ,পুড়ছে তার বড় আদরের ছোট বোন। মনে হচ্ছে চিতার মাঝে জীবন্ত মানুষ সব পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।আর পুড়ছে জীবনের সবচেয়ে বড় সম্বল পরীক্ষা পাশের কাগজ।



সোলেমানের যখন হুশ ফিরে তখন সে দেখে হাসপাতালের বেডে শুয়ে আছে।

শরীরের বিভিন্ন জায়গায় অসহ্য যন্ত্রণা। সোলেমান বাথরুমের আয়নায় নিজের মুখ দেখে ভয়ে আর আতণ্কে চীৎকার দিয়ে ওঠে। এযেন জ্বলন্ত চিতায় আগুনে পুড়া কোনো হায়েনার বিভৎস মুখ।



বাথরুমের জানালা দিয়ে দেখে সোলেমান-দেশপ্রেমিক দলের মিছিল এগিয়ে চলছে। মিছিলে ব্যানার , পোস্টার। বিভিন্ন নেতা নেত্রীর ছবি।



সোলেমান হাসপাতাল থেকে ছাড়া পায়। নীচে হাত দিয়ে দেখে না সব পুড়ে গেলেও তার লিঙগ ঠিক আছে। এ লিঙগের ক্ষমতা অসীম। সোলেমান এবার জলের পাইপ থেকে ত্বষ্না মিটিয়ে জল পান করে।



দেয়ালে দেয়ালে বিভিন্ন নেতা নেত্রীর পোস্টার।কিছু পোস্টার দেয়ালের খুব উপরে, কিছু নীচে,আবার কিছু মাঝামাঝি। সোলেমানের মাথায় অঙক ঘুরতে থাকে-কী পরিমাণ জল পান করে কী পরিমান বেগে মুত্র ছাড়তে পারলে এই পোস্টার গুলো সব মুতে মাখামাখি হয়ে যাবে।



মুখপোড়া সোলেমানের বীভৎস চেহারা কেউ সহ্য করতে পারেনা।লোকে পারবে কি? সে নিজেই আর নিজের চেহারা আয়নায় দেখেনা। নেতা সোলেমানের মুখের দিকে না থাকিয়ে গতরাতে কোলাকুলি করলেন।



আজ ভোটের দিন। সকালে সে ভোটের লাইনে এসে দাঁড়ায়। নেতা বলেছেন,ভোট দিতে হবে। সোলেমান বুঝে মানুষপুড়ে যাক,কিন্তু কোনোরকমে বেঁচে থাকতে পারলেও ভোটের কদর আছে। সারারাতভর জলপান করে সোলেমানের লিঙগ এখন টানটান হয়ে আছে।



সোলেমান হাতে ব্যালেট নিয়ে ধীরে ধীরে ভোটের বাক্সের দিকে এগিয়ে যায়।যে সোলেমান সারা জীবন গণিতে প্রথম হয়েছে, তার হিসাবতো আর ভুল হতে পারেনা। আদো অন্ধকার একা ঘরে দাঁড়িয়ে সোলেমানের চোখের সামনে ভেসে ওঠে বোনের পুড়া মুখ, পুড়ে কয়লা হয়ে যাওয়া অঙগার দেহ। সোলেমানের বোন কানে কানে বলে, বড় সাবধানে ভাইয়া।বড় বেশী সাবধানে।দেখিস, এক ফোঁটাও যেন বাইরে না পড়ে।

মন্তব্য ৭৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

মামুন রশিদ বলেছেন: বীভিষিকার বিরুদ্ধে শেষ রাসায়নিক! বর্বরতার বিরুদ্ধে অসহায় আস্ফালন!

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: মামুন রশিদ বলেছেন: বীভিষিকার বিরুদ্ধে শেষ রাসায়নিক! বর্বরতার বিরুদ্ধে অসহায় আস্ফালন!
আপনার মন্তব্যে আপনাকে একগুচ্ছ লাইকস।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

না বলা কথা বলেছেন: গল্পটির শেষলাইন পড়ে স্তব্ধ হয়ে গেলাম। কীভাবে শুরু হলো আর কীভাবে শেষ হলো। এটাই শেষ অস্ত্র

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

খেয়া ঘাট বলেছেন: জ্বি। ব্যর্থ মানুষের ক্ষমতাবানদের বিরুদ্ধে এটাই শেষ অস্ত্র। অথবা নীরব প্রতিবাদের ভাষা। বিনীত ধন্যবাদ ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২

মশিকুর বলেছেন:
অসহায় অসহায় লাগে। কেন জানি ফখরুদ্দিন সরকারকে খুব মিস করতেছি।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: আপনার মতো আমিও মশিকুর ভাই।
কেমন আছেন? বিনীত ধন্যবাদ ভাই।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:




শেষটায় সমাধানটা ভালো দিয়েছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: অসহায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া মানুষের আর কীবা করার থাকতে পারে? বিনীত ধন্যবাদ কান্ডারি ভাই।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

স্রাবনের রাত বলেছেন: অসাধারন

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। অনেক শুভকামনা রইলো।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

অয়েল ওশান বলেছেন: শেষটুকু চমৎকার হয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। অনেক শুভকামনা রইলো ভাই।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

অশ্রু কারিগড় বলেছেন: ভাষাগত কারণে পড়তে একটু কেমন লাগলেও সবমিলিয়ে চমৎকার । +

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: হুমম. অনেকগুলো শব্দ বেশ অশ্লীল। কিন্তু কিছুই করার ছিলোনা কারিগর ভাই। মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ । অনেক শুভকামনা।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

না পারভীন বলেছেন: ধাক্কা খেলাম

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: এসব ধাক্কাতো আসল জায়গায় লাগেনা। যদি লাগতো তবে একটা আহ! হতো।মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা ডাক্তার আপা।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

এহসান সাবির বলেছেন: সাবাস সোলেমান....!!

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

খেয়া ঘাট বলেছেন: পোড়া আর পাগল বলেই সোলেমান এ কাজটা করতে পারলো।
বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আহ আমরা যদি সবাই এইভাবে মোহহীন হতে পারতাম ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

খেয়া ঘাট বলেছেন: যদি পারতাম!!! আদনান ভাই।
বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা। ভোট দিচ্ছেনতো???

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ ।মেলা শুভকামনা,।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: নীরব সমালোচনা
আর শান্ত প্রতিবাধ

ভালো লাগলো

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: পড়ার জন্য, মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
অনেক শুভকামনা রইলো।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সাদা আকাশ বলেছেন: মানুষের তৈরি নিয়মে হয় মানুষের প্রহার, তাহলে কেন সেই নিয়ম? আর কেনই তাকে মেনে চলা?

কিছুই বলার নেই.......
দিনের শেষ বেলায় হয়তো এই ধরণের কিছু একটাই দেখতে হবে কোন সময়.......

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: দিনের শেষ বেলায় হয়তো এই ধরণের কিছু একটাই দেখতে হবে কোন সময়......হয়তোবা। অসহায় মানুষের আর কীবা করার আছে।
শুভকামনা রইলো সাদা আকাশ ভাই।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: দারুণ নিরব প্রতিবাদ!! গুড।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর অনেক শুভকামনা সুমন ভাই।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

মশিকুর বলেছেন:


**********
অফ টপিকঃ প্রশ্ন করলেন তাই উত্তর দিতে হচ্ছে।

খুবই ভালো থাকার অভিনয় করতেছি। এই চান্স!! এই চান্সে অভিনয়তা শিক্ষা ফেলবো মনেহচ্ছে:(

ভালো থাকুন প্রিয় লেখক।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৯

খেয়া ঘাট বলেছেন: এই দুনিয়ায় সবাই অভিনেতারে ভাই। যে যত বড় অভিনেতা তার তত বেশী যোগ্যতা। অনেক শুভকামনা আপনার জন্য।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

ইমরান নিলয় বলেছেন: শেষটা আনএক্সপেক্টেড ছিল। বুঝি নাই ব্যালট বাক্সে ছাড়বে। সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০০

খেয়া ঘাট বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম.
নিরন্তর শুভকামনা রইলো নিলয় ভাই।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

শ্যামল জাহির বলেছেন: পাগলা সোলেনমানের মূত্রের সঙ্গে আমার গুলোও সংযোগ করলাম!
বাস্তব গল্পে প্লাস!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যে এক অসাধারণ দ্রোহ দেখতে পেলাম। অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা। দুঃসময় কি কখনো কেটে যাবে আমাদের???

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: না ভোট তো নাই, থাকলে দিতাম ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: সোলেমানকে কেমন লাগলো আদনান ভাই?
একজন সোলেমানের বড় বেশী দরকার।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

বোধহীন স্বপ্ন বলেছেন: তোদের রাজনীতির উপর আমি মুতে দেই X( X( X( X( X(

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: আমি আপনাকে স্যালুট করলাম স্বপ্ন ভাই।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী ভাই। অনেক শুভকামনা রইলো।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এভাবে চললে আই থিংক ভেরি সুন, সোলেমানের মত করে জলত্যাগ সাধারণ পাবলিকও শুরু করবে!

গপ ভালা লাগছে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

খেয়া ঘাট বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: এভাবে চললে আই থিংক ভেরি সুন, সোলেমানের মত করে জলত্যাগ সাধারণ পাবলিকও শুরু করবে!
+++++++++++++++++++++++++++++++++++++++

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৪

মিনেসোটা বলেছেন: ভালো লেগেছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। অনেকদিন পর দেখলাম আপনাকে।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৫

মেঘ মেয়ে বলেছেন: জলত্যাগ নিয়েও যে গল্প হতে পারে, মাথায় আসেনি আগে। ভালো লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: বড় নিষ্ঠুর এ গল্প আপু। বড়ই দুঃখময় এ গল্প। পড়ার জন্য, মন্তব্য করার জন্য বিনীত ধন্যবাদ।অনেক শুভকামনা।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

সাদা মনের মানুষ বলেছেন: বর্তমান রাজনৈতিক নেতাদের জন্য এই থেরাপী মনে হয় বেশ কার্যকরি হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: তারপরও যদি ওদের শুভবুদ্ধির উদয় হয়।
সিলেটের পথে হাঁটা পর্ব কবে শুরু করবেন। অপেক্ষায় আছি।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বড় সাবধানে ভাইয়া।বড় বেশী সাবধানে।দেখিস, এক ফোঁটাও যেন বাইরে না পড়ে।

কিন্তু সোলেমানের মত আমাদেরও সবতো পুড়ে যায়নি...... তাই যার যা অক্ষত আছে তাই ব্যাবহার করে প্রতিবাদ করতে হবে।

প্রমাণ করতে হবে, "............তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি............"

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: কিন্তু সোলেমানের মত আমাদেরও সবতো পুড়ে যায়নি...... তাই যার যা অক্ষত আছে তাই ব্যাবহার করে প্রতিবাদ করতে হবে।

প্রমাণ করতে হবে, "............তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি............"
++++++++++++++++++++++++++++++++

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

মাহমুদ০০৭ বলেছেন: এসব গল্প পড়ে আসলে বলার কিছু থাকে না ।
হায়রে কবে এসব হতে আমরা মুক্তি পাব ?
ভাল থাকুন ভাই ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

খেয়া ঘাট বলেছেন: এসব থেকে মুক্তি কবে হবে? কেউ জানেনা ভাই।

শুভকামনা রইলো।

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এইজন্যই আপনাদের দরকার। ভাঁড় বুদ্ধিজীবি দিয়ে চলবে না। ধার বুদ্ধিজীবী লাগবে।

শাণিত হোক বিদ্যাবুদ্ধি, শাণিত বিবেক,
জাগ্রত হোক চতুর্পাশ্ব, জাগ্রত আবেগ।

ভাই এগিয়ে যান।
একটা দেশকে শিক্ষিত মানুষরা চালায়। শিক্ষিত মানুষদের চালান বিবেকবান সাহিত্যিকরা।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: এতো সুন্দর মন্তব্য ভাই। পড়ে খুব খুশী হলাম ভাই।
বিনীত ধন্যবাদ , নিরন্তর শুভকামনা। দোয়া করবেন।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন

আমার কোন পত্রিকা থাকলে মনে হয় প্রথম পাতায় ছাপাতাম ।

সামুর উচিৎ এই গল্প স্টিকি করা। গল্পও স্টিকি হইতে পারে।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: আপনাদের উৎসাহ, সাহস, অনুপ্রেরণাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অনেক ভালো থাকবেন ভাই। অনেক শুভকামনা রইলো।

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: তারপরও যদি ওদের শুভবুদ্ধির উদয় হয়।
সিলেটের পথে হাঁটা পর্ব কবে শুরু করবেন। অপেক্ষায় আছি।[/sb
.........হাটা শুরু করেছি, পোষ্ট দেওয়া শুরু করিনি, আর দেশের এমন কঠিন অবস্থায় হাটা আপাতত বন্ধ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: নিরাপদে থাকবেন ভাই। ভালো থাকবেন। সব কিছু ঠিকঠাক হলেই তবেই হাঁটুন। আমিতো আর আপনার পোস্ট মিস করবোনা।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

অস্পিসাস প্রেইস বলেছেন: না বলা কথা বলেছেন: গল্পটির শেষলাইন পড়ে স্তব্ধ হয়ে গেলাম। কীভাবে শুরু হলো আর কীভাবে শেষ হলো। এটাই শেষ অস্ত্র।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪২

খেয়া ঘাট বলেছেন: অসহায় মানুষের এটাই বিরাট অস্ত্র। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

তওসীফ সাদাত বলেছেন: মশিকুর বলেছেন:
অসহায় অসহায় লাগে। কেন জানি ফখরুদ্দিন সরকারকে খুব মিস করতেছি।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

খেয়া ঘাট বলেছেন: আমাদের অসহায়ত্বকেও ওরা পুড়িয়ে মারলো।
ভালো থাকবেন সাদাত ভাই।

৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩০

গ্রীনলাভার বলেছেন: "আমাদের অসহায়ত্বকেও ওরা পুড়িয়ে মারলো। " - কি আর করবেন ভাই? ওরাই আমাদের বাংগালীদের জন্য বেষ্ট। সোনার বাংলার সোনার বাবা-ই আমাদের শেষ ভরষা। ওদের নষ্ট সোনার ছেলেরাই ওদের পক্ষ থেকে আমাদের জন্য শেষ্ঠ উপহার। খুশী থাকেন। আপনার আমার হাতে কিছু নেই। যতদিন না আমরা বুঝতে পারছি ঘুড়ির লাটাই কার হাতে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

খেয়া ঘাট বলেছেন: ঘুড়ির লাঠাই পাঁচ বছর আওয়ামীলীগ আর ছাত্রলীগের হাতে আর পাঁচ বছর বিএনপি আর ছাত্রদলের হাতে।এই ঘুড়ি ওড়াবার সুতো সাপ্লাই দেয় আমেরিকা, আর ঠিক ঠাক আকাশে উড়াবার জন্য বাতাস সাপ্লাই করে ইন্ডিয়া। আর ঘুড়ি উড্ডয়ন দেখে তালিয়া বাজায় সুশীলরা। নির্দিষ্ট সময় আকাশে ঘুড়ি উড়ানোর জন্য যে ট্যাক্স তা যায় বিশ্বব্যাংক,ওয়ার্ল্ড ব্যাংক আর আই,এম,এফের বাক্সে।পাঁচ বছর ইচ্ছেমতো ঘুড়ি ওড়িয়ে কেটে দেয়া হয়। তারপর এই ঘুড়ি বেশীরভাগই ডাস্টবিনে গিয়ে পড়ে। এই ডাস্টবিন হলো আবার প্রতি পাঁচ বছর বছর খেয়ে খেয়ে বমন করা ক্ষমতাশীলদের। আর যে ঘুড়ি এই ডাস্টবীনের ভিতর পড়েই সেই ঘুড়িই হলো জনগণ। মানে আপনে আর আমি।

৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৭

গ্রীনলাভার বলেছেন: ফখরুদ্দিন কিন্তু দেখায়ে দিছিল সুশাসন ইচ্ছা করলেই আনা যায়। কিন্তু লাটাইওলা আর আকাশওলারা কিন্তু কোন বেগ পায় নাই আবার সব ঠিক করতে। একটা বাংলা প্রবাদ আছে না - কুকুরের পেটে ঘি সয় না। আমাদের জন্য পঁচা ভাতই সই। একজনকে একটা করে পিএইচডি দিলেই খুশী। আরেকজনকে মেকাপ-বক্স দিলেই খুশী। আর চেলা-চামুন্ডাগুলারে পার্সেন্টেজ দিলেই ওকে। ছেলে-পেলে গুলাকে আমেরিকায় পড়ানোর খরচটা তো জানেনই।

আমার এই দেশটা যে লাটাইওলাদের ল্যাবরেটরির গিনিপিগ রে ভাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

খেয়া ঘাট বলেছেন: কুকুরের পেটে ঘি সয় না। আমাদের জন্য পঁচা ভাতই সই ।
++++++++++++++++++++++++++++++++++
আপনার সাথে আমার চিন্তার দারুন মিল আছে ভাই।উই আর ইন দি সেইম বোট।
অসহায়ভাবে নৌকায় বসে আছি। করার কিছুই নাই।

৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০১

ভষ্ম মানব বলেছেন: শেষ লাইনটা চরম হইছে । ভাবতে ভালে লাগছে ব্যালট বক্সে ভেতর গরম জলে প্রতীকধারীরা কিভাবে হাবুডুবু খাচ্ছে !

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: ব্যালট বক্সে ভেতর গরম জলে প্রতীকধারীরা কিভাবে হাবুডুবু খাচ্ছে !
চমৎকার বলেছেন ভাই।
আপনার মন্তব্য অনেকগুলো লাইকস।

৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

আমি ইহতিব বলেছেন: গল্পের মাধ্যমে মনের ক্ষোভ ভালোই মিটালেন ভাইয়া।

যন্ত্রণায় আছি আমরা সাধারণ মানুষেরা। চেয়ে চেয়ে দেখা আর দূর্ভোগ পোহানো ছাড়া যেন আর আমাদের কিছুই করার নেই। চরম হতাশায় আছি।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: এভাবে আর কতদিন আপু??????অনেকদিন পর দেখলাম।

৩৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই অন্তরে ধাক্কা লাগলো। এভাবে আর কতদিন!!!

বাই দ্য ওয়ে, আপনাকে অনুসরণ করা শুরু করলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক খুশী হলাম, অনুপ্রাণীত হলাম।
আপনার প্রশ্নের জবাব জানা নেই, জানা নেই, জানা নেই ।

৩৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৯

মাঘের নীল আকাশ বলেছেন: হুমমম...যদি পারতাম! গরম জলেই শেষ সমাধান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.