নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আবেদন পত্র

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আবেদন পত্র



প্রার্থীর আসল নামঃ



আপনার অতীত কার্যকলাপের জন্য জনগণ কর্তৃক প্রদত্ত নামঃ

(উদাহারণ স্বরুপঃ জাফর- চিনি জাফর, এরশাদ-হোমো এরশাদ, গুপ্ত-কালো বিড়াল, জয়নাল আবেদীন ফারুক-গোপন প্রেমিক)



বর্তমান ঠিকানাঃ

গোপন ঠিকানাঃ

কারাগারের ঠিকানা(সেল নাম্বার সহ, যদি বর্তমানে কারাগারে থাকেন)



রাজনৈতিক দলের নাম( বর্তমান)-

আগের কমপক্ষে পাঁচটি দলের নাম-যেসব দল থেকে সুবিধামতো পল্টি মেরেছেনঃ



নাগরিকত্বঃ ( বাংলাদেশ বাদ দিয়ে অন্য যে যে দেশের নাগরিকত্ব আছে)

গ্রীণকার্ডও বিবেচনা করা হবে

ক) আমেরিকা,

খ) কানাডা,

গ)ইউরোপের কোন দেশ

ঘ) অন্য কোনো দেশ।



আগের দল থেকে চলে আসার কারণঃ

ক) গোপন আঁতাত,

খ) বিক্রি হয়ে যাওয়া,

গ) পার্টি থেকে বরখাস্ত

ঘ) পার্টি থেকে নমিনেশন পাওয়ার সম্ভাবনা না থাকা,

ঙ) উপরের সবকটি



নির্বাচন করার কারণঃ

ক) অতি দ্রুত অবাধ টাকা,পয়সা, বাড়ী , গাড়ীর মালিক বনে যাওয়া

খ) সবচেয়ে সুরক্ষিত রুমে বসে সরকারী মিডিয়ায় নিজের খোমা প্রদর্শন পূর্বক অবাধ খিস্তি খেউড় চর্চা করা

গ) মামলা, মোকদ্দমা, কোর্ট থেকে রেহাই পাওয়া

ঘ) অবাধে ক্ষমতার অপব্যবহার করা

ঙ) মিডিয়া মোঘল বনে যাওয়া

চ) জনগণের সেবা করা



"চ" অপশন যদি আপনি চয়েস করে থাকেন, তবে পাবনা মানসিক হাসপাতালের ডাক্তার কর্তৃক আপনি যে মানসিক প্রতিবন্ধি, সেই সার্টিফিকেটের সত্যায়িত কপিটি সংযুক্ত করে দিবেন।



বার্ষিক আয়ঃ (কালো টাকা)- বিগত সালে দূর্নীতিতে আপনার আয়সহ

ক) ৫০-১০০ কোটি

খ) ১০০-২০০ কোটি

গ) হাজার কোটি টাকার বেশী

ঘ) হিসাব নেই

"ঘ" যদি আপনার অপশন হয়ে থাকে, তবে একাধিক আসনে আপনাকে নমিনেশান দেয়া যেতে পারে।





দেশের বাইরে বিদেশের যেসব ব্যাংকে নামে বেনামে আপনার একাউন্ট আছেঃ

ক) সুইচ ব্যাংক,

খ) ব্যাংক অফ আমেরিকা,

গ)রয়েল ব্যাংক অফ কানাডা,

ঘ) ব্যাংক অফ সিংগাপুর

ঙ) উপরের সব কটি



বিগত সালে যে সকল জাতীয় আন্তর্জাতিক লোটপাট,কেলেঙকারীর সাথে আপনার নাম জড়িয়ে আছেঃ



ক)সরকারী ব্যাংক লোটপাট,

খ) শেয়ার বাজার লোটপাট

গ)পদ্মাসেতু কেলেঙকারী

ঘ) বিদেশে মানি লন্ডারিং

ঙ) একটিতেও না।



ঙ যদি পছন্দ করে থাকেন, তবে আপনার দরখাস্ত বাই ডিফল্ট অযোগ্য বলে বিবেচিত হবে। কারণ এক্ষেত্রে জাতি আপনার উপর হতাশ। আপনার কাছ থেকে পাওয়ার কিছুই নেই। পারফরমেন্স খুবই খারাপ।



সরকারী প্রশাসনের ঘাড়ে আপনি সিন্দাবাদের ভূতের মতো চেপে থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ছিলেন কিনা?

ক) কেন নয়,

খ) এটা আবার জিগ্গাসা করতে হয়

গ) অবশ্যই

ঘ)না করলে ঠিকে থাকবো কেমন করে

ঙ) উপর লেভেলের নির্দেশ।



কোন ক্ষেত্রে আপনি নিজেকে সবচেয়ে যোগ্য মনে করেন

ক) রাজপথে গাড়ী পোড়ানোর সরাসরি নির্দেশ দান

খ) গার্মেন্টস, ফ্যাক্টরীতে আগুন লাগানো,

গ) রাজপথে জীবন্ত মানুষকে কুকুর বিড়াল মনে করে পিঠিয়ে মেরে ফেলা

ঘ)গোপন জায়গা থেকে ভিডিও বার্তা প্রেরণ

ঙ) আপনি দেশকে প্রচন্ড ভালোবাসেন বলে মিডিয়ার সামনে অভিনয়



সাধারণ মানুষের উন্নয়নের জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে

ক) আপাতত না

খ) এই মেয়াদে না

গ) ইহ জীবনেও না

ঘ) জনগণের উন্নয়ন- হাসতে হাসতে শেষ। এই আজব জিনিস আবার কি?



আইন শৃঙখলা বাহিনীর সাথে বাহাস করতে গিয়ে

ক) আপনি শুধুই তর্কাতর্কি করেছেন,

খ) দাবড়ানি খেয়ে দৌড়ে পালিয়েছেন

গ) পালাবার সুযোগ পাননি, রাজপথে নেতিয়ে গিয়েছেন

ঘ)বিবস্ত্র হয়েছেন।



সভা, সেমিনারে ভিআইপি হয়ে যাওয়ার পর-

ক) মন্চে বসে বসে ঘুমিয়েছেন

খ) পাগল কর্তৃক আক্রান্ত হয়েছেন

গ) বক্তৃতা দিতে গিয়ে নামাজ আর জানাযার নামাজকে গুলিয়ে ফেলেছেন

ঘ) মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে ধমক দিয়েছেন

ঙ) নিজের পাজামার ফিতে খুলে গিয়ে মাটির ওপর গড়িয়ে পড়লেও উন্নয়নের ফিরিস্তি বলতে গিয়ে বেহুস হয়েছিলেন।



নির্বাচনের প্রাক্কালে আপনার মাঝে যেসব গুনগত পরিরর্তন আসে

ক) মক্কা, মদীনা, মসজিদ, মন্দির, গয়া, কাশি, পীরের দরবার,মাজারে যাতায়াত বাড়িয়ে দেন

খ) বড় বড় হুজুরগো সাথে করমর্দনের ছবি পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করেন।

গ) রাতে ঘুমাবার আগেও মাথা থেকে হিজাব খুলতে ভুলে যান

ঘ)আলু, বালু, কালু, ফালুর সাথে হজ্জ্ব গমনের ছবি ছাপান





জনগণের স্বার্থে ১৬ কোটি মানুষের আরো একবার বারোটা বাজিয়ে দেয়ার জন্য নির্বাচর কমিশন কর্তৃক প্রচারিত।



সবার জন্য সহজলভ্য করার গুরুত্ববিবেচনা করে আবেদনপত্রখানা স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষ বরাবর বিনীত অনুরোধ করছে নির্বাচর কমিশন।









মন্তব্য ৭৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভাইয়ের কি ইচ্ছা আছে নাকি নির্বাচন করার

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: জ্বি। জীবনে একবার এই ইচ্ছা পূর্ন করতে চাই।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

খেয়া ঘাট বলেছেন: খেয়াল করুন- নির্বাচর কমিশন কর্তৃক প্রচারিত। আশাকরি অন্য শব্দটির সাথে গুলিয়ে ফেলবেন না।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

shahinur70 বলেছেন: চমৎকার, এগুলো পড়ে শুধু হেসেছি, অত্যন্ত আনন্দ পেয়েছি, আপনাকে ধন্যবাদ আনন্দ দেওয়ার জন্য।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

খেয়া ঘাট বলেছেন: আনন্দের পাশাপাশি নির্বাচন করতে চাইলে এই সুযোগ নিতে পারেন ভাইজান। সময় কিন্তু বয়ে যায়। এই সুযোগ আর পাবেন না।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: দারুণ সব শর্ত!! X(( X(( পারতাম না নির্বাচনে দাঁড়াইতে.... |-)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

খেয়া ঘাট বলেছেন: এই সুযোগ কিন্তু ভাইজান আর পাবেন না। একেবার সহজ আবেদনপত্র।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: মজা দেবার জন্য ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

খেয়া ঘাট বলেছেন: মজা পেয়েছেন ভালো কথা।
প্রার্থী হবেন না???

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: পোস্ট ভাল হইছে
পিলাচ

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পর আপনার সাথে ব্লগে মোলাকাত হলো। প্রার্থী হবেন নাকি???? দরখাস্ত নিয়ে যান সাথে করে। টাইমমতো জমা দিয়ে দিয়েন। একটু উপকার করলাম নির্বারচ কমিশনের পক্ষে হয়ে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: নির্বাচনো খারইতাম মুঞ্চায় । ই ফরম ফিলাপ কইরা ফাঠাইদিলে অইতোনায়নি !! :P

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

খেয়া ঘাট বলেছেন: কিতা মাতইন , ঐতো না খেনে। কয়েক জায়গা থাকি নমিনেশান ফাইবেন।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: বানকিমুন দূত পাঠাইছে।তার সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেবো।আপতত মুখে তালা দিলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

খেয়া ঘাট বলেছেন: বানকিমুনকেও একটা আবেদনপত্র দিয়ে দিতে পারলে ভালো হয় । আর এভাবে তালা দিয়ে কতদিন থাকবেন।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাহাহাহাহাহাহ!!!! এমন যদি সত্যিই হতো ! :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

খেয়া ঘাট বলেছেন: ঘটনা কিন্তু আসলে এরকমই শাহরিয়ার ভাই।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

ধূর্ত উঁই বলেছেন: বিশাল নির্বাচনি পোস্ট।আপনাকে ভোট দেব । খুশি?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

খেয়া ঘাট বলেছেন: এ যোগ্যতায় যে প্রার্থী হয়, তার আবার ভোটের দরকার হয় নাকি?
তবে আপনার ইচ্ছায় আমি খুশী উঁই ভাই।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

রাজীব বলেছেন: চ্রম

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর ! এমন কিছুই এখন সময়ের দাবী !!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
=p~ =p~ =p~ =p~

আমিত ফর্মের এইখানে একটা অপশনেও ক্লিকাইতে পারি নাই। কিন্ত পোষ্টের ভাল লাগার অপশনে ক্লিকাইসি।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহহা। কমেন্টে বেশ মজা পাইছি শোভন ভাই।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫২

বেঈমান আমি. বলেছেন: ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১১

দিবা স্বপ্ন বলেছেন: অনেকদিন পর মন খুলে হাসলাম। হাসানোর জন্য ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২০

খেয়া ঘাট বলেছেন: হাসছেন ভালো কথা। প্রার্থী হবেন না ভাই।
দেখেন না কিছু মিলে যায় কিনা? এই সুযোগ হেলায় হারাবেন না।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: প্রিয়তে নিলাম, চমৎকার অভিনব স্যাটায়ার।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ভাই। সবিনীত ধন্যবাদ।
তবে আরো ভালো লাগতো যদি পোস্টটি স্টিকি হতো। ইহা একটি নীরব বিদ্রোহী মানুষের মোক্ষম মারণাস্ত্র। আমার আঘাতে মারতে না পারি, ব্লগের ভাষায় মারবো। এটাই আমাদের এই নষ্ট, ভ্রষ্ট, অসৎ, জোচ্ছর, টাউট, বাটপার, স্বার্থপর ,দালাল ডাকাত, সম্পদ লুটেরা রাজনীতিবিদ আর রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ। আর কত মানুষ পোড়ালে, আর কত লুটপাট করলে আর কত মানুষ পোড়ানোর বন্দোবস্ত করে দিলে এই নরপিশাচ হায়েনাদার রক্তপিপাসা বন্ধ হবে????????????????????????

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: কঠিন বাস্তব এবং সত্য একটা বিষয় উঠে এসেছে। বাঙালি জাতির দুর্ভাগ্যের চিন্হ এই রাজনিতিবিদরা।

এইটা সবচেয়ে ভাল লাগছে

<<নিজের পাজামার ফিতে খুলে গিয়ে মাটির ওপর গড়িয়ে পড়লেও উন্নয়নের ফিরিস্তি বলতে গিয়ে বেহুস হয়েছিলেন। =p~ =p~

দিলিপ যে কি কাম করল। =p~ =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: বশর সিদ্দিকী বলেছেন: কঠিন বাস্তব এবং সত্য একটা বিষয় উঠে এসেছে। বাঙালি জাতির দুর্ভাগ্যের চিন্হ এই রাজনিতিবিদরা।
+++++++++++++++++++++++++
এভাবেই চলছে। আমরা পুড়ছি। আমাদের কাঠ কয়লা বানিয়ে পোড়ানো হচ্ছে। হয় আওয়ামীলীগ ক্ষমতায় আসবে, বিএনপি জ্বালাও পোড়াও করবে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামীলীগ কি ঘরে বসে থাকবে????
ওদের ক্ষমতাভোগের চুল্লিতে আমাদের কাঠ কয়লাই হতে হবে।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোস্ট।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: প্রার্থী হবার ইচ্ছে আছে ভাই???
সুযোগ কিন্তু নিতে পারেন। এই সুযোগ আর পাবেন না।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

না বলা কথা বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: প্রিয়তে নিলাম, চমৎকার অভিনব স্যাটায়ার।

শুধু নির্বাচন কমিশন না ১৬ কোটি মানুষের মনের কথাগুলো অভিনব কায়দায় তুলে ধরেছেন ভাই। পোস্টটা স্টিকি করা এখন সময়ের দাবী।
আশাকরি ব্লগকর্তাগন সুযোগটি হাতছাড়া করবেন না।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। আপনিও প্রার্থী হতে পারেন। হবেন নাকি???
পোস্টটা স্টিকি করা এখন সময়ের দাবী।
আশাকরি ব্লগকর্তাগন সুযোগটি হাতছাড়া করবেন না।
আরেকবার ধন্যবাদ।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

বিলাল বলেছেন: না বলা কথা বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: প্রিয়তে নিলাম, চমৎকার অভিনব স্যাটায়ার।

শুধু নির্বাচন কমিশন না ১৬ কোটি মানুষের মনের কথাগুলো অভিনব কায়দায় তুলে ধরেছেন ভাই। পোস্টটা স্টিকি করা এখন সময়ের দাবী।
আশাকরি ব্লগকর্তাগন সুযোগটি হাতছাড়া করবেন না।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ফরম পূরণ করে পাঠিয়ে দেন,।
প্রার্থী হয়ে যান।

পোস্টটা স্টিকি করা এখন সময়ের দাবী।
আশাকরি ব্লগকর্তাগন সুযোগটি হাতছাড়া করবেন না।
অনেক ধন্যবাদ.

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

ইছামতির তী্রে বলেছেন: আবেদনপত্র কি নিজ হাতে পুরণ করতে হবে?? :(( :((

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

খেয়া ঘাট বলেছেন: একেবারে সোজা। শুধু ঠিক চিহ্ন দিয়ে গেলেই হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচর কমিশন ভালো ভাবেই জানে, প্রার্থি হবে লুকিং ফর শত্রুজ টাইপের ব্যক্তিরাই। তাই লিখতে গিয়ে কলম ভেঙগে যেন দেশের সম্পদের অপচয় না হয় সেই বিবেচনা রাখা হয়েছে।

ভাইজান,
প্রার্থী হয়ে যান।

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এমপি হইতে মুঞ্চায়!

তাইলে জাপান থেইক্যা ফ্রি গাড়ী আনতে পারুম!

ব্যাংকের লোন মাফ করাইতে পারুম!

গুষ্টির সব্বাইরে চাকুরী দিতে পারুম!

সব্বার মাথায় কাঠার ভাংতে পারুম!

ভাই ব্রাদারের ফাঁসি হইলে মাফ করাইতে পারুম!

আরো কত্ত কী যে করাইতে পারুম....................?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

খেয়া ঘাট বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এমপি হইতে মুঞ্চায়!

তাইলে জাপান থেইক্যা ফ্রি গাড়ী আনতে পারুম!

ব্যাংকের লোন মাফ করাইতে পারুম!

গুষ্টির সব্বাইরে চাকুরী দিতে পারুম!

সব্বার মাথায় কাঠার ভাংতে পারুম!

ভাই ব্রাদারের ফাঁসি হইলে মাফ করাইতে পারুম!

আরো কত্ত কী যে করাইতে পারুম....................?
+++++++++++++++++++++++++++++++++

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

এম মশিউর বলেছেন: প্রার্থী হইতে মুঞ্চায়। 'নির্বাচর কমিশন' অফিসটা কোন দিকে? B:-)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

খেয়া ঘাট বলেছেন: হয়ে যান। এ সুযোগ আর পাবেননা। বলতে পারবো আমার এক প্রিয় ব্লগারের কোটি কোটি টাকা আছে, অবাধ ক্ষমতা আছে/

ঐ অফিসটা জনতার ইচ্ছার বিপরীত দিকে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

বৃশ্চিক রাজ বলেছেন:
আমি নোমিনেশন পেতে চাই কোন্দলের হয়ে নোমিনেশন নেব ভেবে পাচ্ছিনা।
প্লীজ হেল্প করুন আমাকে।

নাইস স্যাটায়ার।

শুভ কামনা।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

খেয়া ঘাট বলেছেন: আপনি যদি কোন্দলে থাকতে চান, তাহলে আপনি একেবারে জায়গামতো এসেছেন জনাব বৃশ্চিক রাজ ভাই। ফরমটা পূরণ করলেই হবে। ঠেকায় ক্যা?????

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহহ! জটিল! এপিক পোষ্ট!!!
নির্বাচন করতে মঞ্চায়!!!!!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: ফরম পূরণ করে পাঠিয়ে দেন। হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না।
শেষে আফসোস করবেন। আপনি দাঁড়ালে আমি নিশ্চিত ক্যাম্পেইনে আছি।
মার্কা হবে "ভালোবাসা"
ভালোবাসা ফিরিয়ে দেয় কে???

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মশিকুর বলেছেন:
এই কাহিনী তাইলে? নির্বাচন তাইলে অবাধ নিরপেক্ষ হইলেই বা কি আর না হইলেই বা কি। আমিতো আগে বুঝতামই না, কেম্নে পার্কে কোটি টাকার মালিকহীন গাড়ী পাওয়া যায়। টেকার বালিশে ঘুমাইতে হায়।

প্রিন্ট দিয়া রাখলাম। উক্ত গুণাবলী অর্জন কইরা সামনের বার ট্রাই দিমু।

ভাল থাকুন।

*********
পোস্ট স্টিকির আশা ছাইরা দেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৭

খেয়া ঘাট বলেছেন: এইবারই টেরাই দেন। হয়ে যাবে। সাথে আছি মশিকুর ভাই।
পোস্ট টা স্টিকি করা নির্বাচর কমিশনেরই দাবি।

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: জীবনে একবার নির্বাচনে নামার ইচ্ছা আছে আমার। :P

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬

খেয়া ঘাট বলেছেন: আপনার এই মহান ইচ্ছা যেন পূর্ণ হয়। বলতে পারবো, একদিন আমরা একসাথে ব্লগিয়েছিলাম। আশা পূরণ হোক। জয়হোক।

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: চরম হৈসে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনি প্রার্থী হলেই ব্লগারদের ভোটেই বিশাল জয়লাভ করবেন। সুযোগনিয়ে নেন হাসান ভাই। =p~ =p~ =p~ =p~

২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

আছিফুর রহমান বলেছেন: সেই সাথে নিয়মিত সাংবাদিক পেটানো,
ইভ টিজারদের থানা থেকে ছাড়িয়ে আনা,
পাশের বাসার বিধবার একমাত্র বসত ভিটা দখল করা
এই গুলাও আসা দরকার

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

খেয়া ঘাট বলেছেন: ইয়েস, ইয়েস, ইয়েস। এগুলো যোগ করা দরকার। এরকম আর কি কি গুন থাকতে পারে, সব খুঁজে বের করে নির্বাচর কমিশনকে জানিয়ে ওনাদের মহানকাজে সহযোগিতা করি।
আছিফ ভাই দাঁড়াবেন নাকি????

৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

ঢাকাবাসী বলেছেন: দারুন কল্পনাশক্তি, অসাধারণ লিখেছেন!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

খেয়া ঘাট বলেছেন: আপনি দাঁড়ালে অধিকভোটের দিক দিয়ে সেরা দশেই থাকবেন।
রিস্ক একটা নিবেন নাকি প্রিয় ঢাকাবাসী ভাই????

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

সোজা কথা বলেছেন: খাঁটি বিনোদন দিছৈন ভাই।খুব ভালা লাগল।হাহাহা

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

খেয়া ঘাট বলেছেন: বিনোদন দিলাম, এবার বাকি কাজটুকু করে আপনি নির্বাচনে দাঁড়িয়ে যান।
ইন্ডিয়ায়তো ঝাড়ু মার্কার জয়জয়কার।
মার্কাটা আমার পছন্দ হয়েছে।

৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতার ৪০ বছর পর জাতির এই অকল্পনীয় অধ:পতনে-শুধু দু:খ আর স্যটায়ার ছাড়া ভাল কি করতে পারি- বলুন।

বলার লোকের যে খুব অভাব এখন।

একজন আহবায়ক দরকার।

যে সাহস করে বিপরীত স্রোতের বিরুদ্ধ দাড়িয়ে লাইট হাইজের মতো আলোর ইশারা দেবে।

++

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: যে সাহস করে বিপরীত স্রোতের বিরুদ্ধ দাড়িয়ে লাইট হাইজের মতো আলোর ইশারা দেবে।++++++++++
এইটাও সম্ভব না
আপনার চারপাশেই ঘরের শত্রু বাইরের শত্রু।
বেঁচে থাকতেও দিবেনা ভাই।

৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

বোধহীন স্বপ্ন বলেছেন: আসলেই নমিনেশন পাবার যোগ্যতা এভাবেই বিবেচনা হয়। বাকী সব তো লোক দেখানো।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১০

খেয়া ঘাট বলেছেন: এখানে আপনার কয়টা যোগ্যতা আছে বলে মনে করেন?
চান্স একটা নিবেন নাকি স্বপ্ন ভাই?????

৩৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: ব্রো আসল পয়েন্ট টাই বাদ গেল যে! !

। উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত খাটি দেশপ্রেমিক এর সনদ বা ঠিকুজি !!

শুধু নমিনেশন নয় সরাসরি নির্বাচিত এবং কোটিখানেক চামচা আর ১৫ কোটি জনগণের বাংলাদেশের মালিকানা হস্তান্তর

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১

খেয়া ঘাট বলেছেন: মেলা দিন পরে দেখলাম। ছিলেন কই???
একেবারে আসল জায়গায় স্ট্রাইক করেছেন। অফিসে বসে কাজের ফাঁকে ফাঁকে লিখা। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ পড়েছে।

৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

আম্মানসুরা বলেছেন: হাসতে হাসতে শেষ!! দারুণ হয়েছে বস!

প্রিয়তে

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা।

৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আহারে... একটা লেখায় মন্তব্য করলাম না, আর দেখুন কী ক্ষতি হয়ে গেলো আপনার... ;)



খেয়াঘাট ভাই... অধমের সমবেদনা গ্রহণ করুন।

লেখাচোরদের প্রকৃত সংখ্যা যে কত... আমার জানা নেই।
অধমেরও এরকম অভিজ্ঞতার হবার গৌরব আছে :(

শুভেচ্ছা :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

খেয়া ঘাট বলেছেন: অধমেরও এরকম অভিজ্ঞতার হবার গৌরব আছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~
আসেন পরস্পর কোলাকুলি করি।

৩৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

কসমিক- ট্রাভেলার বলেছেন:






আপনার চরিত্র কতটুকু ভালো?

ক. নিয়মিত মদ খাই
খ. নারী আমার নিত্যসঙ্গী
গ. মদ নারী দুটোই লাগে।
ঘ. ইতিমধ্যেই সেঞ্চুরী করে ফেলেছি।


নির্বাচর কমিশনকে এটিও যোগ করার বিনীত অনুরোধ করছি।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: চমৎকার , চমৎকার, চমৎকার।
বাহ! এটাতো যোগ করতেই হবে ।
আর কী কী যোগ করা যায়??? নির্বাচর কমিশনের আবেদনপত্রখানা যেন পূর্ণতা পায়। নাহলতে উনাদের বড় শরম, বড় লজ্জা।

বিনীত ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.