নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

সব রক্ত চোষার দল।আমরা যাবো কোথায়??????? কারো কাছে কোনো জবাব আছে????

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

৪৭এর আগেঃ

চৌচির এক বিরান মাঠ।বাতাসে বইছে তপ্ত লু হাওয়া।ক্লান্ত পথচারীর বুকের ছাতি ফেটে যায়।হাঁটতে হাঁটতে মাঠের মাঝে পেলো পরিত্যক্ত এক ইক্ষুর ছোবড়া।তা দিয়েই তৃষ্না মিটার আশায় মুখে দিয়ে দেখে পুরো রসহীন,একেবারে শুষ্ক।পথচারীর মুখ দিয়ে বেরিয়ে আসে-শালা ব্রিটিশ-এক ফোঁটা রসও রাখেনি,সব চুষে নিয়েছে।





স্বাধীনতার আগেঃ

সুদীর্ঘ নয়টি মাস যুদ্ধের মাথায় একমাত্র সন্তানের লাশ মুক্তিযোদ্ধারা বহন করে নিয়ে এসেছেন। হারানো মানিকের মুখ থেকে রক্তেভেজা কাপড় সরান দুখীনি মা।পুরো মুখ কেমন যেন নিথর আর বর্ণহীন।সন্তানহারা মা চীৎকার করে ওঠেন-রাজাকাররা আমার মানিকের সব রক্ত চুষে খেয়েছে।



স্বাধীনতার পর বছরের পর বছরঃ

পংগু কালু শেখ,চোখ হারানো জয়নাল গাজী,পাগলা মুর্শিদ রাতে বস্তিতে ফিরছেন।তাদের অর্ধমৃত জ়ীবনে শুধু না পাওয়ার স্বপ্ন।

আর অন্যদিকে-প্রতিবারের মতো,

এবারো বিজয়ের সেমিনার হচ্ছে শীতাতপ কক্ষে।সুর লহরী আর নৃত্যের

মায়াবী রাত দোলে ওঠে সুশীল বুদ্ধিজীবী,মুক্তিযোদ্ধা ফেরিওয়ালাদের মন।

আরেক কক্ষে চলছে হিসাব নিকাশ কী পরিমান মানুষ-পোড়ানো হলে কত তাড়াতাড়ি ক্ষমতার পথ সুগম হয়।









কালু-জয়নাল গাজী মুর্শিদরে জিগায় কী পেলি যুদ্ধ করে?

পাগলা মুর্শিদ-হাহাকার করে ওঠে আর বলে-সব রক্তচোষার দল।স্বাধীনতার সব স্বপ্নকে চুষে খেয়েছে।



James Boyce and Betsy Hartmanতাদের লিখা Needless Hungerনামে একটি বইতে এক বাংলাদেশী কৃষকের বক্তব্য তুলে ধরেছিলেন "We were f****d by the British, then we were f****d by the Pakistani, and now we are f****d by ourselves"



আমরা যাবো কোথায়??????? কারো কাছে কোনো জবাব আছে????

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: "now we are f****d by ourselves"

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

খেয়া ঘাট বলেছেন: and now we are f****d by ourselves"

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: সকল রক্তচোষার দাঁত ভেঙ্গে দিতে হবে এবং নতুন রক্তচোষার জন্ম বন্ধ করতে হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

খেয়া ঘাট বলেছেন: শরৎ ভাই, আমাদের একজন অরবিন্দ কেজরিওয়াল দরকার।
হতে পারবেন কিনা দেখেন?
আমাদের মাঝে কি কেউ আছে? সাথে আছি। যেভাবে সহযোগিতা করা দরকার সব দিতে প্রস্তুত।আর্থিক, যোগাযোগ, প্রচারণা, শ্রম সব দিতে প্রস্তুত।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

জনাব মাহাবুব বলেছেন: সব রক্তচোষার দল, সব হায়েনার দল

সময় এসেছে প্রতিরোধ করার।

রুখে দাড়াতে হবে এসব রক্ত চোষাদের।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

খেয়া ঘাট বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: সব রক্তচোষার দল, সব হায়েনার দল

সময় এসেছে প্রতিরোধ করার।

রুখে দাড়াতে হবে এসব রক্ত চোষাদের।
+++++++++++++++++++++++++

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

সায়েম মুন বলেছেন: " and now we are f****d by ourselves"

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

খেয়া ঘাট বলেছেন: সায়েম মুন বলেছেন: " and now we are f****d by ourselves"
এভাবে আর কতদিন????

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

অনিকেত নন্দিনী বলেছেন: যাদের কাছে এই প্রশ্নের জবাব আছে তারা উত্তর দিতে রাজি নয়। তারা উত্তর দিতে ভয় পায় X( X( X((

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

খেয়া ঘাট বলেছেন: কিন্তু ওদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা পুড়ি, আমরা পোড়াই, আমরা মারি, আমরা মরি। কী অদ্ভূত আমাদের বিবেক নন্দিনী আপু।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

আমিনুর রহমান বলেছেন:




নিজেদের কাছেই খাচ্ছেন যেহেতু সেহেতু জবাবটা নিজের কাছেই আছে। ভেবে দেখলে ঠিক পেয়ে যাবেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

খেয়া ঘাট বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
নিজেদের কাছেই খাচ্ছেন যেহেতু সেহেতু জবাবটা নিজের কাছেই আছে। ভেবে দেখলে ঠিক পেয়ে যাবেন।

দারুন বলেছেন. একেবারে নির্বাক। জানিনা বোধোদয়ের আগে এভাবে আর কত খেয়ে যেতে হবে।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: বাক্যশূন্য!!!!!!!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

খেয়া ঘাট বলেছেন: বাক্যশূণ্য
আর আমি বাকশূণ্য।
এভাবে আর কতদিন চলবে সুমন ভাই।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: স্বাধীনতার পর বছরের পর বছরঃ
পংগু কালু শেখ,চোখ হারানো জয়নাল গাজী,পাগলা মুর্শিদ রাতে বস্তিতে ফিরছেন।তাদের অর্ধমৃত জ়ীবনে শুধু না পাওয়ার স্বপ্ন।
আর অন্যদিকে-প্রতিবারের মতো,
এবারো বিজয়ের সেমিনার হচ্ছে শীতাতপ কক্ষে।সুর লহরী আর নৃত্যের
মায়াবী রাত দোলে ওঠে সুশীল বুদ্ধিজীবী,মুক্তিযোদ্ধা ফেরিওয়ালাদের মন।
আরেক কক্ষে চলছে হিসাব নিকাশ কী পরিমান মানুষ-পোড়ানো হলে কত তাড়াতাড়ি ক্ষমতার পথ সুগম হয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

খেয়া ঘাট বলেছেন: কোনো জবাব আছে কি অভি ভাই??????

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: Cricket Bangladesh পেজে পেলাম:
নিরাপত্তা জনিত কারনে ওয়েস্ট ইনিডিজ দল তাদের সফর বাতিল করে দেশে চলে গেল।

সাব্বাস বাংলাদেশ! !!!
পাকিস্তান হতে আর কত দেরী পানজেরী???
ছাগুর বাচ্ছারা ককটেল মারবি তোদের নেতাদের পুটকিতে মার টিম হোটেলে মারলি কেন???

গেল গেল বিস্বকাপটা হাতছাড়া হয়ে গেল!!!!

খালেদা তর মনের স্বাদ পুরন হইলো। বাংলাদেশ পাকিস্তান হইলো :((

সাব্বাস শেখ হাসিনা! দেশ জ্বলে পুড়ে ছাড়খার তবু ক্ষমতা ছাড়বার নয়।
লোভী ডাইনি :@

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

খেয়া ঘাট বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: Cricket Bangladesh পেজে পেলাম:
নিরাপত্তা জনিত কারনে ওয়েস্ট ইনিডিজ দল তাদের সফর বাতিল করে দেশে চলে গেল।

কী বলেন?????? এতো বিশ্বাস করতে কষ্ট হয়??
৬৮ হাজার বর্গমাইলের এ পোড়া আগুন ভূখন্ড তাহলে কি আর আমাদের নয়?? এটা ৫ বছর খালেদার আর ৫ বছর হাসিনার???
সাবাস আমাদের নেত্রীরা।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: না জবাব নেই !

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

খেয়া ঘাট বলেছেন: স্বাধীনতার সব স্বপ্নকে চুষে খেয়েছে।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

তাসজিদ বলেছেন: চারিদিকে অমানুষের প্রতিধ্বনি

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

খেয়া ঘাট বলেছেন: তাসজিদ বলেছেন: চারিদিকে অমানুষের প্রতিধ্বনি
++++++++++
মানুষরুপী জানোয়ারের হুঙকার ভাই।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

দি সুফি বলেছেন: সবচেয়ে কষ্টের বিষয়, আজ নিজ দেশের লোকের হাতেই এদেশের সাধারন মানুষ নির্যাতিত হচ্ছে!

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: দি সুফি বলেছেন: সবচেয়ে কষ্টের বিষয়, আজ নিজ দেশের লোকের হাতেই এদেশের সাধারন মানুষ নির্যাতিত হচ্ছে!
+++++++++
পরিত্রানের কোনোই উপায় নাই। সুফী ভাইকে বেশ কিছুদিন পর দেখলাম।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মশিকুর বলেছেন:
একটা জিনিষ স্পষ্ট ক্ষমতা যার হাতেই থাকুক তার সঠিক ব্যবহার হচ্ছে না। ক্ষমতার সঠিক ব্যবহার হলে আমরা এখনও ব্রিটিশ/পাকিস্থান নিয়েই সন্তুষ্ট থাকতাম।

তবে পার্থক্যতো অবশ্যই আছে (ব্রিটিশ/পাকিস্থান/বাংলাদেশ?)। তবে অদূর ভবিষ্যতে আশার খবর খুব বেশী নাই:(:(:(

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: তবে অদূর ভবিষ্যতে আশার খবর খুব বেশী নাই ।
তাহলে এগুলো মেনে নিয়েই বাঁচতে হবে বলে মনে করেন?? মশিকুর ভাই

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

ঢাকাবাসী বলেছেন: আমরা যে রকম সেরকমই আমাদের নেতা তথা আমাদের ভাগ্য পাব! কেন আমাদের একটা মাহাথীর একটা লী কুয়ান বা একটা হিটলার আসেনা?

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

খেয়া ঘাট বলেছেন: এরকম কাউকে দাঁড়াতেও দেয়া হবেনা। এ রাজচক্রের ভিতরে বাইরে গভীর ষড়যন্ত্র । কেউ একজন ওঠে আসতে চাইলেও শেষ করে দেয়া হবে।
এভাবেই মনে হয় চলতে হবে আমাদের প্রিয় ঢাকাবাসী ভাই।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: সুফী ভাইকে বেশ কিছুদিন পর দেখলাম।

শেষ সেমিষ্টার চলতেছে। ভালো প্যারায় আছি! তার উপর বেশ কিছুদিন অসুস্থ্য ছিলাম।
আশা করি আপনি ভালো আছেন। :)

১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২১

খেয়া ঘাট বলেছেন: আশাকরি এখন ভালো ফীল করছেন।
ভালো আছি ভাই। মাঝে মাঝে আপনাদের দেখা পেলে ভালো লাগে।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

মশিকুর বলেছেন:
কয়েকটি মন্তব্য করবো আপনার উত্তর দেয়ার সুবিধার জন্য।

ব্রিটিশ/পাকিস্থান/বাংলাদেশ সব যায়গায় সাধারন মানুষ শোষিত(কমবেশী), কিন্তু পূর্বে আমাদের কোন আইডেন্টিটি ছিল না, কিন্তু এখন আছে। এখন যা আছে সব আমাদের নিজেদের। তাই বদলানোর সুযোগ রয়েছে। স্বাধীনতার পর আমরা ভালো অবস্থানের দিকে যাচ্ছি। সবচেয়ে বড় কথা এখন আমরা আমদের লক্ষটা জানি। তাই স্বাধীনতার পরে যতই শোষণ থাকুক পূর্বের সময়ের সাথে তুলনা চলেনা।

১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৪

খেয়া ঘাট বলেছেন: সবচেয়ে বড় কথা এখন আমরা আমদের লক্ষটা জানি।
সব যাত্রীই জানে তার লক্ষ্যের কথা, কিন্তু ড্রাইভারের আসনে যে বসে আছে সে কি জানে? প্রিয় মশিকুর ভাই।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

মশিকুর বলেছেন:
কিন্তু আমরা যে ভালো অবস্থানের দিকে যাচ্ছি সে প্রক্রিয়াটা খুবই স্লো এবং ত্রুটিপূর্ণ।

যে জায়গা গুলো ত্রুটিপূর্ণ সেখানে আমাদের সাধারন মানুষের(৯৫% মানুষের) কিছু করার নেই। সত্যি কিছু করার নেই। এটা মেনে নিতে হবে।
আমি জানি দুর্নীতি বন্ধ হলে, দেশ রাতারাতি পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু আমি কোন মুখে কাউকে বলবো যে দুর্নীতি কইরেন না। যেখানে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, যেখানে ভালো স্কুলে ভর্তি হইতে লাগে ৩ লক্ষ টাকা, যেখানে একজনের বেসিক ১০-১৫ হাজার টাকা!! সে দুর্নীতি করবে না কেন??

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪

খেয়া ঘাট বলেছেন: আমি জানি দুর্নীতি বন্ধ হলে, দেশ রাতারাতি পরিবর্তিত হয়ে যাবে।
যৌক্তিক কথা। এরপরের লাইনগুলোও যৌক্তিক।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মশিকুর বলেছেন:
আমি জানি দুইদল আলোচনা করে অনেক কিছু সহজেই সমাধান করতে পারে। দুইদল মারামারি কইরা কূলপায় না, এর মধ্যে আমাদের কথা কে শুনব? আমি/আমরা চাইলেই সংবিধান চেইঞ্জ করতে পারবো না। আমি কৃষক, আমি মুদি দোকানদার, আমি শ্রমিক, রিক্সা চালক, আমি সাধারন মানুষ আমার কেন সংবিধান নিয়া কথা বলতে হবে?? তাও যদি বালি, তার গ্রহন যোগ্যতা কতটুকু??

আমরা চাইলেই বা চাইতে চাইতে জীবন দিলেও কিছু কিছু জিনিষ আমাদের হাতে নেই। সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

বঞ্চিত মানুষ সারা জীবন সংগ্রাম করতে করতে মারা যাবে। এটাই বঞ্চিত মানুষের সংজ্ঞা। কেউ সৎ থেকে কোটিপতি হবে না, অন্তত এই দেশে। এক্সেপশন থাকতে পারে্‌, কিন্তু সেটা কখনও এক্সাম্পল হতে পারে না।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

মশিকুর বলেছেন:
তবে যে যায়গা গুলো স্লো সেখানে আমাদের করার কিছু আছে। এই জায়গা গুলো আমরা রাতারাতি বদলে দিতে পারবো, যদি আমরা চাই। আমরা প্রচারণা চালাতে পারি(যদিও তাৎক্ষনিক কোন লাভ নাই), আমরা আশেপাশের মানুষ গুলকে সচেতন করতে পারি। আমারা নিজে সথ থাকার চেষ্টা করতে পারি(যতটুকু সম্ভব)। আমরা আমদের কথা ওপেন ফোরামে বলতে পারি। এতে তাৎক্ষনিক লাভ হবে না। কিন্তু আমরা ভবিষ্যতে চিন্তাশীল একটি প্রজন্ম পাব অথবা এই ভাবনার মানুষ গুলো যখন ঐ পর্যায়ে যাবে, তখন এর ফলাফল পাওয়া যাবে।

আমরা অনেক গুলা মানুষ যদি একসাথে ভালো কিছু চাইতে থাকি, তবে একসময় আমরা খাঁটি বাংলাদেশ পাবোই পাবো। সেই একসময়টা হতে পারে ৫ বছর। কিন্তু ৫/৬ কিছুতেই না। তাই বলেছি "তবে অদূর ভবিষ্যতে আশার খবর খুব বেশী নাই।"

"তাহলে এগুলো মেনে নিয়েই বাঁচতে হবে বলে মনে করেন??"
মেনে নিব না। যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করবো, যেখানে শক্তি নেই সেখানে বিপক্ষে অবস্থান নিব(মনে মনে)।

ভালো থাকুন প্রিয় লেখক।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনার চমৎকার যৌক্তিক কথাগুলো নিয়ে একটা আলাদা পোস্ট হতে পারে প্রিয় মশিকুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.