নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

শিশির রোদে শিশিরের কণা, সবার জন্য একটুকরো হাস্যোজ্জ্বল শুভকামনা।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

"থ্যাঙকস গিভিং হলিডে" আমেরিকার একটি বিশেষ দিন।এই দিনে যে যেভাবে পারে ধন্যবাদ প্রকাশ করে। অনেকেই আবার ইচ্ছেমতো দান করে। কেউ কেউ এদিনকে বলে আবার "গিভএ্যওয়েডে।মনের বিশুদ্ধতা আনুন, মুক্ত হস্তে দান করুন।



ঠিক এরকম সময়কালীন নিউইয়র্কের ম্যানহাটানের বারবার শপে একজন লোক এসে ঢুকলেন। নরসুন্দর খুব সুন্দর করে লোকটির চুল কেটে দিলেন।

এরপর, নরসুন্দর জিগ্গাসা করলেন-আপনার বাড়ী কই?

লোকটি বললো, আমার বাড়ী জাপান।

নরসুন্দর এবার লোকটিকে বললো , টাকা দিতে হবেনা। একজন জাপানী ভাইয়ের জন্য এটা আমার থ্যাঙক্স গিভিঙ ডে'র উপহার।

পরদিন বারবার দোকান খুলতে এসে দেখেন, দরজার সামনে সুন্দর একটা প্যাকেট। প্যাকেটের ভিতর প্রসিদ্ধ জাপানি কেক। আর সাথে একটা ধন্যবাদ নোট।



কিছুক্ষণ পর,আরেকজন লোক চুল কাটাতে আসলো। নাপিত খুব সুন্দর করে চুল কেটে দিলো। তারপর নাপিত জিগ্গেস করলো, ভাই আপনার বাড়ী কই?

লোকটি বললো, আমার বাড়ি বাংলাদেশ।

নাপিত বললো, ভাই টাকা দিতে হবেনা। একজন বাংলাদেশী ভাইয়ের জন্য এটা আমার থ্যাংকসগিভিং সময়ের উপহার।



পরদিন নাপিত দোকানের সামনে এসে দেখে একটা প্যাকেট।প্যাকেটের ভিতর বাংলাদেশের বিখ্যাত কাপড় শার্ট, একটা গামছা আর একটা ধন্যবাদ নোট।



কিছুক্ষণ পর আরেকজন লোক চুল কাটাতে আসলো। চুল কাটার পর নাপিত জানতে চাইলো , ভাই আপনার দেশের বাড়ী কই?

লোকটি বললো, আমার বাড়ি ভারতের কলকাতা।

নাপিত বললো, টাকা দিতে হবেনা ভাই। কলকাতার ভাইয়ের জন্য এটা আমার উপহার।



পরদিন নাপিত দোকানে সামনে এসে দেখে, বিরাট লাইন। দরজার সামনে রীতিমত যুদ্ধ। কার আগে কে দাঁড়াবে। গতকালেই পুরো কলকাতা কম্যুনিটিতে খবরটি পৌঁছে গেছে।



(কলকাতাবাসী'র কৃপণতার উপর এটা একটা নিরীহ কৌতুক।প্লিজ ডোন্ট গেট অফেনডেড)

মন্তব্য ৫৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
=p~

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

কলাবাগান১ বলেছেন: ওদের কৃপনতা লিজেন্ডারী কিন্তু উনারা হাফ ডিম খেয়েও আজ চাদের দেশে রকেট পাঠাচ্ছে আর আমরা ফুল ডিম খেয়েও রকেট দুরের কথা .. ককটেল বানাতে গিয়ে নিজেই মরছে......

ওরা হয়ত খাওয়ার পিছনে পয়সা খরচ করবে না, কিন্তু একটা ভাল বই কিনে পড়বে, ভালো একটা মুভি দেখবে, ছেলে-মেয়েদের কে হার্ভাড-এমআইটিতে পড়ানোর জন্য তৈরী করবে.......।

আমি সেই কৃপনতাই চাই

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

খেয়া ঘাট বলেছেন: ভাই দেখি সিরিয়াস হয়ে গেলেন।
আমাদের যেখানে সিরিয়াস হওয়ার দরকার সেখানে কৌতুক করি, আর যা নিঁখাদ কৌতুকেরই বিষয় সেখানে সিরিয়াস হই।

তবে সিরিয়াস কথা হিসাবে আপনার কথা কিন্তু ঠিক।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

শুঁটকি মাছ বলেছেন: ভাল লাগল ভাই।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: কেমন ভালো লাগলো, কম, মোটামুটি নাকে বেশ ভালো????

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

ধূর্ত উঁই বলেছেন: !:#P =p~

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

মামুন রশিদ বলেছেন: রুহিত মাছের পেটি থেকে দুশো গ্রাম দিন তো দাদা #:-S


এ্যাহ! জায়গা মত দিয়েছেন B-) B-))

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাাহ। আমার হো হো হো করে হাসির শব্দে মনে হয়ে পাশের বাড়ির লোক চমকে ওঠেছে।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :D :D :D

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


বাই দ্যা রাস্তা, ধাঁধা কই ?? রাবিন্দ্রিক মেয়েকে মিস করছি তো ! :(

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

খেয়া ঘাট বলেছেন: ধাঁধাঁ লিখেছি। কিন্তু ধাঁধাঁ পোস্ট করার পর আপনারা যে ভাবে আক্রমণ করবেন তা প্রতিহত করার জন্য সঠিক ঢাল তলোয়ারের বন্দোবস্ত করে নিচ্ছি।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

ঢাকাবাসী বলেছেন: ঠিক কৃপন বলা যাবেনা এটাকে। যে ঘটনাটা উল্লেখ করলেন সেটাও বিশ্বাসযোগ্য বলে মনে হয়না। ওরা হয়ত খাওয়ার পিছনে পয়সা খরচ করবে না, কিন্তু একটা ভাল বই কিনে পড়বে, ভালো একটা মুভি দেখবে, ছেলে-মেয়েদের কে হার্ভাড-এমআইটিতে পড়ানোর জন্য তৈরী করবে। ওরা অপচয় করে কম। এই সামনে বড়দিন শীত সব মিলিয়ে ছুটি আছে। কজন আমরা বেড়াতে বেরোই? ওরা প্রায় সব মধ্যবিত্ত সপরিবারে বেড়াতে যাবেই। আমরা মানুষ প্রোডাকশন দেই মানুষ হয় ক'টা? কিছু মনে করবেননা। আপনাকেই বললুম, অন্য কেউ হলে হয়ত অত কথা লিখতুমনা। ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

খেয়া ঘাট বলেছেন: প্রিয় ঢাকাবাসী ভাই,
বিশ্বাসযোগ্য মনে হয়নি???? হাহাহহাহাহা।
"কৃপণতার উপর এটা একটা নিরীহ কৌতুক" -
তবে কৌতুকের বাইরে আপনার কথাগুলো খুবই সুন্দর। মনে রাখার মতো।

দশটা সেরা কৌতুকের একটা লিস্ট করেন।
শুভকামনা রইলো ভাই।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

সোজা কথা বলেছেন: যাইহোক, বাংলাদেশি ভাইজান যে ওরকম কিছু করেন নাই সে কারণে উনাকে আমার পক্ষ থেকে থ্যাংকসগিভিংডে এর একশ ধইন্যাপাতা।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: উনাকে ধইন্যা পাতার বস্তা পৌঁছে দিলাম।
ভালো থাকবেন সোজা কথা ভাই। অনেক শুভকামনা।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

মহামহোপাধ্যায় বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ বিশাল মজা পাইলাম ভাই।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: আপনার ব্লগ দিবসের অনুষ্ঠানে এটা আমার পক্ষ থেকে উপহার।
শুভহোক , সফল হোক, সুন্দর হোক ব্লগ দিবস।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ;) ;) ;)

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা ... বেশ মজা পেলাম । আশা করি দাদারা এতে মাইন্ড করবেন না । :D :D :D

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: মাইন্ড করলে জনাব মন্ত্রী মহোদয় একটা ধমক দিয়ে দিবেন।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

চখাম হইছে।

কৌতুকে প্লাসের সাইক্লোন হবে :D ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: কৌতুকে প্লাসের সাইক্লোন হবে
ওরে বা........
এটাও চখাম হয়েছে প্রিয় শোভন ভাই।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

তাসজিদ বলেছেন: হা হা হা।

তবে বর্তমানে প্রেক্ষাপট নাকি অনেক পরিবর্তন হয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: তাই নাকি????
হাসতে হাসতে শেষ। কী কী পরিবর্তন হয়েছে তাসজিদ ভাই??

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: :) :) :) =p~ =p~ =p~

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: ওখানে লাই/কুমরা/ ইত্যাদি আরো বড় সবজি আপনি আপনার পছন্দ অনুযায়ী কেঁটে নিয়ে এসতে পারবেন। ওরা নাকি একটি ডিম চার পিছও করে!! |-)

মজা পাইলাম। =p~ =p~

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: ওরা নাকি একটি ডিম চার পিছও করে!
দাদা চার ভাগের এক ভাগ পুরোটাই খেতে হবে কিন্তু সুমন ভাই।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: !:#P !:#P !:#P !:#P :P :P :P

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: :-0 :-0 :-0 :-0 :-0 :-0 :-0 :-0

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: উপহার ও শুভকামনা পুরোটাই নিয়ে নিলুম দাদা ;)

বিনিময়ে কিঞ্চিৎ কৃতজ্ঞতা =p~

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

খেয়া ঘাট বলেছেন: ভালো থাকুন , ব্লগাড্ডায় ফুর্তিতে থাকুন। অনেক দূর থেকে শুধুই শুভকামনা

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

বেকার সব ০০৭ বলেছেন: ব্যাপক মজা পাইলাম

১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

খেয়া ঘাট বলেছেন: আপনার এই কমেন্টেও আমি খুব মজা পেলাম। ধন্যবাদ বেকার ভাই।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্ট ভালই হইসে। সুন্দর পোস্টে প্লাস জানিয়ে গেলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা।

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

fagolbaba বলেছেন: ভালো ! এখন দেখুন এখানে : Click This Link

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

আমি ইহতিব বলেছেন: :)

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

না পারভীন বলেছেন: সোজা কথা বলেছেন: যাইহোক, বাংলাদেশি ভাইজান যে ওরকম কিছু করেন নাই সে কারণে উনাকে আমার পক্ষ থেকে থ্যাংকসগিভিংডে এর একশ ধইন্যাপাতা।



সোজা কথা ভাই এর কথায় ব্যাপক মজা পেলাম । আরুদা আপনি কই ? আপনাকে খুঁজতে ব্লগ পর্যন্ত এলাম । আপ্নারা দুজন একসাথে গায়েব হয়ে যান কেম্নে ?

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যে কপি পেস্টের জন্য ধন্যবাদ।
কাজে আছি, বিজি আছি, দৌড়ে আছি।
খবর নেয়ার জন্য ধন্যবাদ।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনার কৌতুক পড়ে মারাত্মক মজা লাগলো।

ঢাকাবাসী ভাই এর সাথে সহমত। মিথ্যা বলেননি উনি।

আমি কিন্তু থ্যাঙ্কস গিভিং ডে এর জন্যে ওঁত পেতে বসে থাকি, কারণ ব্ল্যাক ফ্রাইডে তে ওরা বিভিন্ন পণ্যের উপর লোভনীয় ছাড় দেয়। এই বাংলাদেশে বসেই কেনাকাটা করি। একেবারে ব্র্যান্ডের জিনিস পাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০

খেয়া ঘাট বলেছেন: মজা পেয়েছেন , খুশী হলাম। ঢাকাবাসী ঠিক বলেছেন।
আসলেই বিরাট মূল্য হৃাস হয় ঐ দিন। কোনো কিছু কেনার ভালো সুযোগ। বাংলাদেশ থেকেই কিনেন, বাহঃ।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: বাংলাদেশ থেকে কিনি ঠিকই, কিন্তু আমেরিকায় থাকা আত্মীয়ের তো আমার কারণে ঘুম হারাম হয়ে যায়। ব্ল্যাক ফ্রাইডেতে একটু বেশী পরিমাণে টাকা খরচ করার জন্যে তাকে রাজি করানোটাই মূল কাজ। আমার কাজ হল অনলাইনে মার্কেটে নজর রাখা। সাধারণত, বাংলাদেশে জিনিস পৌছাতে বেশ কয়েকদিন সময় লাগে। পরে তাকে টাকা শোধ করে দেওয়া হয়।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৮

খেয়া ঘাট বলেছেন: আপনিতো দেখছি ভালোই ডীল হান্টার। খুব মজা পেলাম আপনার শপিং ইতিবৃত্ত শুনে।
শুভকামনা ভাই। ভালো থাকবেন।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যখনই বাংলাদেশী ভাইয়ের কথা তুললেন, আমি ভাবলাম এবার বাঙালীর কোন একটা স্বভাবদোষের উপরেই আক্রমন হবে, তা না হওয়ায় স্বস্তি পেয়েছি। কলকাতাবাসীদের ঘাটিয়ে কাজ কি ?। নিজেদের গায়ে ময়লাই কি কম নাকি? আমরা নিজেরা শুধরালেই যথেষ্ট।

গল্পের নামটা বেশ ভালো লেগেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৯

খেয়া ঘাট বলেছেন: আমাদের শরীরেই অনেক ময়লা। এই ময়লা যে কোনোদিন পরিস্কার হবে তারও কোনো সম্ভাবনা নাই।
অনেকদিন পর দেখলাম আপু।

ভালো লেগেছে জেনে খুশী হলাম। অনেক শুভকামনা।

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

মনিরা সুলতানা বলেছেন: নির্দোষ বিনুদন ...।
=p~ =p~ :-< =p~ =p~ =p~ =p~

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: জ্বি আপ্পি।
কমেন্ট করার আড়ি ভেঙেছে তাহলে। খুশী হলাম অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.