নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃআইনস্টাইনের পিতার নাম কেয়ামত

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫





শিক্ষক মহোদয় ক্লাশে ছাত্রদের পাঠ দিচ্ছেন।পরীক্ষার খাতায় অযথা কোনো কিছু লিখবিনা। যা লিখবি তাও যেন প্রমাণসিদ্ধ হয়। আর যা বলবি গুছিয়ে বলবি, বিস্তারীত বলবি। উত্তরের মাঝে যেন কোনো চিপা চাপা না থাকে। সবকিছু ঝকঝকে পরিস্কার করে লিখবি।কোনো কিছু বাকি রাখবিনা।



ও আরেকটা কথা। অবুঝের মতো কিছু লিখবিনা। জেনে শুনে বুঝে নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে নিজের মতো করে লিখবি। কোনো কিছু তোতাপাখীর মতো মুখস্থ করে উগলে দিবিনা। উগলাতে মন চাইলে বাথরুমে গলা খুলে দিবি। পরীক্ষার খাতায় না। পরীক্ষায় খাতায় বমনের গন্ধ সহ্য করা হবেনা।



এতটুকু বলার পর , স্যার বললেন, কিছু বুঝেছিস গর্দভের দল?

আমরা নিরীহ গর্দভের দল চিল্লিয়ে বললাম,বুঝেছি স্যার।



পরদিন ক্লাসে স্যার সাপ্তাহিক পরীক্ষা নিচ্ছেন।ক্লাসের সবচেয়ে বিপদজনক কিন্তু মেধাবী ছেলে জ্বিন সোলেমান পরপর প্রশ্নের জবাব খাতায় লিখে যাচ্ছে ।আর টুকলি বেগম মনের মতো করে নিজের খাতায় টুকলি মেরে যাচ্ছে। টুকলি শুরু করলে তার আর কোনো ঠিক ঠিকানা থাকেনা।যা সামনে পাবে তাই বসিয়ে দেবে।



পরের প্রশ্নঃ- আইনস্টাইনের পিতার নাম কি?



জ্বিন সোলেমান লিখা শুরু করলো-



প্রশ্নের উত্তর বিস্তারীত নীচে প্রদত্ত হলো



গ্রামের সব যুবতি মেয়েদের পার্বতী বানিয়ে অবশেষে রুপকুমার কেরামত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহের এক বছরের মাথায় তার পরিবারে এক সুন্দরী কইন্যা যেন আসমানের পরী মর্ত্যে এসে হাজির হলো। এমন রুপবতি কন্যা দিনে দিনে প্রকৃতির নিয়মে বড় হতে লাগলো। গ্রামের লোকদের মেজবান খাইয়ে কন্যার পিতা কন্যার নাম রাখলেন জিনিয়া।



এই স্কুলের সবচেয়ে রুপসি মেয়ে জিনিয়া।কিন্তু মারাত্মক বোকা কিসিমের। বোকামিরও একটা সীমা আছে, কিন্তু জিনিয়া বোকামিতে এ ডাবল প্লাস। যিনি এখন পিছনে থেকে উঁকি ঝুকি মেরে আমার খাতা টুকলিফাই করার সাধনা করছেন। কারণ টুকলি করাই হলো উনার পরীক্ষা পাশের শেষ ভরসা। এই ব্যাপারে একটু বলতে হয়। কারণ শপথ করেছি । যা লিখবো বিস্তারিত লিখবো। কোনো কানাগলি, চিপা চাপা রাখবোনা।



ক্লাসের ফাঁকে ফাঁকেই জিনিয়াকে দেখা যায়, চোখ চালাচালি করতে বড় ক্লাসের গান্জু আয়াসের সাথে। গান্জু আয়াস বাপের পকেট মেরে যে দশ বিশ টাকা'র বন্দোবস্ত করেন তার সিংহভাগই চলে যায় বিড়ির পু ..(বাকিটুকু নিজ দায়িত্বে বুঝে নেন) ফুকতে আর জিনিয়ার জন্য বাদাম কিনে দিতে। এইখানে বলে রাখা ভালো, ক্লাসের ফাঁকে ফাঁকে পিছন থেকে টুকুস টুকুস যে শব্দ আসে তা কোনো কাঠবিড়ালি'র না, এটা হলো জিনিয়ার দাঁত দিয়ে বাদাম কর্তনের শব্দ। আফসুস, জিনিয়ার দাম গান্জুর বাদামেই বিক্রি হয়ে গেছে।



আমাদের বিদ্যালয়ের পিছনে একটা মেহগনি গাছের বাগান আছে। দুপুরের টিফিন ব্রাকে আমরা সেখান হৈ হুল্লুড় করি। একদিন সেখানে গিয়ে দেখি, সব বৃক্ষের বাকল উপড়ে জ্যামিতির সম্পাদ্য আর উপপাদ্য প্রমাণিত হয়েছে। যার বেশীরভাগই হলো একটা লাভ চিহ্ন যার ভিতরে লক্ষণের তীর শোঁ শোঁ করে ছুটছে। আর লাভু চিহ্নের ভিতরে জিনিয়া+ আয়াস, জিনিয়া+ আয়াস লিখে নানা কিসিমের ভালোবাসার নঁকশা আঁকা হয়েছে।





নববর্ষের প্রথমদিন এই স্কুলের ঐতিহ্য বুলন্দ করনের তাগিদে ক্লাসের সবার খেতাব জুটে। এইবার সব খেতাব ছাপাইয়া দুটি খেতাব এক হয়ে গেলো আর তা হলো "জিনিয়াস । রুপসী জিনিয়া'র নব খেতাব হলো "জিনিয়াস। " কারণ প্রেমের জলে হাবুডুবু খেয়েও সে টুকলি করেই পাশ করছে। আর বিশেষ কারণ টা হলো- জিনিয়া + আয়াস= জিনিয়াস। কী সৌভাগ্য প্রেমের ফল কখন যে কি হয়, তা বলা মুশকিল। না হলে বোকা মেয়ের নাম হবে জিনিয়াস।



একদিন জিনিয়া ক্লাসে নাই। উপরের ক্লাসের গান্জু আয়াসও লাপাত্তা। কে যেন খবর দিলো জিনিয়াস পার্কের গাছে যথারীতি প্রেমের পদ্য লিখছে।



ইতোপূর্বে জিনিয়া'র পিতার নাম জেনেছি কেরামত।এখানে বলে রাখা ভালো ক্লাসের দুষ্টু ছেলের দল জেনেছে গান্জু আয়াসের বাপের নাম হলো রহমত।



রহমতের ঘরে রহমত পয়দা না হয়ে বিড়ি খোর কেমনে নাজিল হলো সে বিষয়ে বলতে গেলে বিষয়বস্তুর বাইরে চলে যাবে বলে তা আলোচনা করা শ্রেয় মনে করছিনা।



বিগত পরীক্ষায় ব্যাকরণের ক্লাসে আমরা দশজন আন্ডা পেয়েছি। যার ফলে,টেবিলের নীচে মাথা ঢুকিয়ে পিঠের উপর ঝাউ গাছের বেত দিয়ে ব্যাকরণ স্যার সন্ধি, সমাস পিঠিয়ে যাচ্ছেন। আর মনে মনে শপথ নিলাম। ব্যাকরণে পন্ডিত হবোই হবো। প্রেমের সন্ধিতে না পারি, ব্যাকরণের সন্দিতে হেডমাস্টার হবো।





এখন যা দেখি তাকেই জোড়া লাগিয়ে দেই। জিনিয়ার পিতার নাম কেরামত আর আয়াসের পিতার নাম হলো রহমত। দুই পিতার সন্ধি ঘটিয়ে হলো কেয়ামত। অতি পন্ডিতরা হয়তোবা ভুল ধরতে পারেন। তবে কেরামত আর রহমতকে সামনে আনলেই বুঝতেন "র" লুপ্ত হয়ে "য়" হয়ে কেন তা কেয়ামত হলো।





পরদিন ব্ল্যাকবোর্ডে লিখা হলো-

" পড়ালিখার হলো শ্রাদ্ধ,

কেয়ামতের জিনিয়াস পার্কে লিখে ভালোবাসার পদ্য।



এতোক্ষণে বিস্তারীত আলোচনার উপসংহার টানছি।



যেহেতু আইনস্টাইনকে আমরা একজন জিনিয়াস হিসাবেই জানি। আর উপরোক্ত আলোচনায় বুঝা গেলো জিনিয়াসের পিতার নাম কেয়ামত।

তাই দ্ব্যর্থহীন ভাষায় জবাব দিতে পারি আইনস্টাইনের পিতার নাম হলো কেয়ামত। একেবারে প্রমাণসিদ্ধ।



পরদিন ক্লাসে স্যার সবাইকে ডেকে ডেকে খাতা বুঝিয়ে দিলেন। জ্বিন সোলেমানও পরীক্ষার খাতায় ভালো নাম্বার পেয়েছে। শুধু টুকলিবেগম জিনিয়াকে স্যার কাছে ডেকে নিয়ে গেলেন।







তারপর বললেন- টুকুস টুকুস করে বাদাম খেলে,আর পার্কে ঘুরাঘুরি করলে পরীক্ষার খাতায় নিজের প্রেমকাহিনীই বমন করবি। এর চেয়ে ভালো কিছু লিখতে পারবিনা।আর টুকলিই যখন করবি তখন একটু বুঝে শুনে করবিনা। অক্ষরের পর অক্ষর টুকলিই করে গেলি, বাক্য কী দাঁড়ালো তাও একবার পড়ে দেখলিনা মিস টুকলিবেগম।



আইনস্টাইনের বাপের নাম কেয়ামত-একেবারে প্রমাণ সিদ্ধ , হ্যাঁ।





স্যারের কথা শুনে আমরা এ ওর দিকে তাকাই।



জ্বিন সোলেমানকে বললাম ঘটনা কি?

বললো- প্রেম করবে গান্জুর সাথে আর টুকলি করবে আমার খাতা থেকে ।এ কথা বলে সোলায়মান পরীক্ষার আসল খাতার কাগজে লিখাটি বের করে আমার সামনে রাখলো ।



তারপর টুকলির দিকে চেয়ে ত্যাড়া একটা হাসি দিয়ে বললো, একটা মিষ্টি প্রতিশোধ নিলাম।



আমি বললাম,তুই আসলেই একটা জ্বিন সোলায়মান।

মন্তব্য ১০৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

কমল বলেছেন: অনেকদিন পর হো হো করে হাসলাম।
শেষের টুইস্টাও অতি চমৎকার হয়েছে। তবে বাস্তবে এতো বোকা মেয়ে নাই। গল্পেই সম্ভব।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: কেন সুন্দরী মেয়েরা বোকা হয়না মনে করেন???

নকলের সময় হয়তো হুশ বুদ্ধি ছিলোনা। যা সামনে দেখলো তাই লিখে দিলো।

ধন্যবাদ ভাই।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

লাবনী আক্তার বলেছেন: আইনস্টাইনের বাপের নাম কেয়ামত ??


=p~ =p~ =p~

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

খেয়া ঘাট বলেছেন: হুমম।
আইনস্টাইনের বাপের নাম কেয়ামত ?? প্রমাণীত আপু।
ধন্যবাদ। মেলা দিন পর দেখলাম।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: আইনস্টাইনের বাপের নাম কেয়ামত-একেবারে প্রমাণ সিদ্ধ , হ্যাঁ। --চমৎকার!
রস রচনা আজকাল পড়তে পাইনে কারণ জানিনা। আপনার লেখাটি ভাল লাগল।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

রেজা ঘটক বলেছেন: খুব ভালো গল্প।
এই প্রসঙ্গে আমাদের এক বড় ভাই স্বপন গাজী'র কথা মনে পড়ল। স্বপন গাজী পরীক্ষায় নকল করে স্যারের কাছে ধরা পড়ছেন। স্যার নকল আর স্বপন গাজী'র খাতা মিলিয়ে দেখছেন। প্রশ্নটি ছিল: সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণ প্রসঙ্গে। তো আমাদের স্বপন গাজী নকলের পুরোটা লেখার পর শেষ করেছেন এই লিখে- তোর লেখা শেষ হলে এটা আঞ্জুমানরে দিবি...

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

খেয়া ঘাট বলেছেন: তোর লেখা শেষ হলে এটা আঞ্জুমানরে দিবি..
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
বাংলার পরীক্ষা হলের নকল জমানার কথা মনে করিয়ে দিলেন রেজা ভাই।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

আছিমভ বলেছেন: চমৎকার! আপনার লেখাটি ভাল লাগল...

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই। শুভকামনা আছিমভ ভাই। যে নিক নিয়েছেন আপনি???

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পড়ে মজা পেলুম। পোস্ট খানা খাসা হইসে।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় আনারুল ইসলাম ভাই।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার। +

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় শরৎ ভাই। অনেক শুভকামনা।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: "তুই লিখে তোর আপাকে দিস" গল্পটা মনে পরে গেলো ! =p~ আর প্রতিশোধ যখন হবে তখন সেটা এমন মিষ্টি হওয়াই ভালো !!! মজা পেয়েছি অনেক !

শুভেচ্ছা ভাই ! :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে খুশী হলাম প্রিয় আদনান ভাই।
অনেক শুভকামনা রইলো।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

সুমন কর বলেছেন: তেমন ভাল লাগেনি। |-)

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাই। একেবারে ভালো হয়নি।
বিনীত ধন্যবাদ।অনেক শুভকামনা।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মামুন রশিদ বলেছেন: হাহাহা, অনবদ্য! অসাধারণ!


আফসুস, জিনিয়ার দাম গান্জুর বাদামেই বিক্রি হয়ে গেছে। :D


আইনস্টাইনের পিতার নামকাহিনী পড়ে হাসতে হাসতে পইড়া গেলাম ;) B-) :P

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

খেয়া ঘাট বলেছেন: সবার প্রিয় মামুন ভাইয়ের ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: ফেবুতে শেয়ার দিলাম ভাইজান ;)

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক অনেক খুশী হলাম ভাইজান।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন: কে বলেছে? :#)

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

খেয়া ঘাট বলেছেন: বুঝি নাই ভাই কি বললেন???

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

তওসীফ সাদাত বলেছেন: আইন্সটাইন এর বাপের নাম কিয়ামত !!! :D


চ্রম মজা পাইলাম :P

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: মজা পেয়েছেন জেনে খুশী হলাম তওসীফ ভাই
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

রাখালছেলে বলেছেন: রম্য রচনা ভাল হয়েছে । আপনাকে নোবেন দেয়া হল । সংরক্ষনের জন্য অনুরোধ করা হল । :-B :-B

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

খেয়া ঘাট বলেছেন: ব্যাপক খুশী হলাম রাখালছেলে ভাই।
নোবেন আনন্দচিত্তে গ্রহণ করলাম। এবার সংরক্ষণের জন্য একটা সিন্দুক দরকার । সিন্দুক কেনার জন্য অল্প টাকা দেন ।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

মতিন রহমান বলেছেন: ভাই @জ্বিন সোলায়মান অনেক মজা পেলাম , হাসতে হাসতে......

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: মজা পেয়েছেন জেনে অনেক খুশী হলাম মতিন ভাই।
অনেক ধন্যবাদ ভাই।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

সায়েম মুন বলেছেন: আইনস্টাইনের পিতার নাম কেয়ামত---মজা পেলুম গপ্পে #:-S

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: মজা পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো সায়েম মুন ভাই।
অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ বাঙালী ভাই। অনেক শুভকামনা রইলো।

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

উদাস কিশোর বলেছেন: ব্যাফুক বিনুদুন

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। খুশী হলাম।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহ!! কি লিখছেন ভাই!! সেই রাম হইছে!!! জোস!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কাভা ভাই। শুভেচ্ছা জানবেন। শুভকামনা রইলো।

২০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

আমি ইহতিব বলেছেন: নামকরণের যথার্থতা বিষয়ক প্রশ্নত্তোর পড়তাম ছোট বেলায়। আপনার এই গল্প পড়ে সেই প্রশ্নের কথা মনে পড়ে গেলো :)

নামকরণ যথার্থ হয়েছে। :)


(অট: মাঝে কিছুদিন ঝামেলায় ছিলাম বলে ব্লগে সময় দিতে পারিনি ভাইয়া)।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপু/
আশাকরি ব্যস্ততা এখন কমেছে। পরিবারের সবাই নিশ্চয় ভালো আছে।

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

জেমস বন্ড বলেছেন: হে হে হে :P :P :P :P :P :P :P =p~ =p~ =p~

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৮

খেয়া ঘাট বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

আম্মানসুরা বলেছেন: চরম, জটিল, সুপার, দুর্দান্ত হয়েছে।

হাসতে হাসতে শেষ

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৩

খেয়া ঘাট বলেছেন: যাক, আপনি হাসলেন। আমি খুশী হলাম সুরা।
বিনীত ধন্যবাদ রইলো।

২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

শুঁটকি মাছ বলেছেন: সেই মজা দেখি!!!!!! =p~ =p~ =p~ =p~

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৪

খেয়া ঘাট বলেছেন: আপনার পোস্টগুলোও বেশ মজার হয় B:-/ B:-/ B:-/ B:-/ B:-/
অনেক শুভকামনা রইলো।

২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মজার! টুকলি বেগম নামটা সেরাম হইসে!

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৫

খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলো জেনে খুশী হলাম কবি ভাই।
বিনীত ধন্যবাদ অনেক শুভকামনা রইলো।

২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহাহা সেই রকম মজা পেলাম ... =p~ =p~ =p~

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

খেয়া ঘাট বলেছেন: মন্ত্রী মহোদয়কে খুশি করা মানেতো বিশাল অর্জন। হৃদয়পূর্ণ হয়ে গেলো।

২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

অনিকেত নন্দিনী বলেছেন: হাসতে হাসতে আরেকটু হইলেই চেয়ার থাইক্যা পইড়া গেসিলাম :D :D :D :P :P :P =p~ =p~ =p~

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৪

খেয়া ঘাট বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-)
আরে পড়তে পারতেন না ।
জ্বিন সুলায়মান পাশে আছেনা , ঠিকই ধরে ফেলতো পড়ার আগে।
অনেক ধন্যবাদ নন্দিনী আপু।

২৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

এম মশিউর বলেছেন: দিন দিন সব মেয়েগুলো 'জিনিয়াস' হয়ে যাচ্ছে! ;)

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৫

খেয়া ঘাট বলেছেন: তাইতো দেখতে পাচ্ছি মশিউর ভাই।
আপনার একটা পোস্ট কিন্তু বকেয়া রয়ে গেছে।
অনেক শুভকামনা রইলো।

২৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

অদ্বিতীয়া আমি বলেছেন: জিনিয়াস টুকলি বেগম =p~ =p~ =p~ =p~

মজার হইসে অনেক

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৭

খেয়া ঘাট বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)
থ্যাংকু অ আ আ।

২৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হা হা হা

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)
মেলা ধন্যবাদ নাজমুল ভাই।

৩০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

বিভীষণ বলেছেন: অনেক দিন পরে ব্লগে আসলাম ফেইসবুকে আপনার লেখার লিংক পেয়ে!অনেক ভালো লাগলো!

ও হ্যা এইটা আমার করা অন্যের ব্লগে প্রথম কমেন্ট!
কারন এতদিন অসাধারণ ব্লগার ছিলাম!

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: বাহঃ আপনার প্রথম কমেন্ট আমার পোস্টে। খুবই আনন্দিত হলাম।
এখন সাধারণ হয়ে অসাধারণ পোস্ট দিয়ে ব্লগে মাতিয়ে রাখেন। শুভকামনা রইলো ভাই।

৩১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

হাসান মাহবুব বলেছেন: কেমনে কী!

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬

খেয়া ঘাট বলেছেন: নিজেই বুঝতাছি না ক্যামনে কী হলো হামা ভাই!!
;) ;) ;) ;) ;) ;) ;)

৩২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

কালীদাস বলেছেন: হা হা =p~

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

খেয়া ঘাট বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
মেলা ধন্যবাদ কালীদাস ভাই।

৩৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অনিক্স বলেছেন: khali hastei asi r hastei asi :-P

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ ভাই অনিক্স ভাই।
B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

৩৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ইরাম ছাত্র-ছাত্রী কিন্তু আসলেই আছে !

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যে জটিল একটা মজা পেয়েছি অভি ভাই।

B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

৩৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: পারেনো বটে ;) =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহা।
B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
হাসাতে পেরে অনেক খুশী হলাম ভৃগু ভাই।

৩৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সবাই তো হাসছে। এমন ছাত্র ছাত্রীর বাস্তবতা সপ্নবাজ অভি এপ্রোভও করলেন।

সুন্দর গল্প এটেছেন । :)

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫

খেয়া ঘাট বলেছেন: সেটাই , অভি ভাইয়ের মন্তব্যেজটিলমজাপেয়েছি। হো হো হো।
B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

ধন্যবাদ সেলিম ভাই।

৩৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: খাটি প্রমাণ !! :P :P

ভাল থাকুন ভাই :)
শুভকামনা ।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য মেলা ধন্যবাদ মাহমুদ ভাই।
অনেক শুভকামনা ভাই।

৩৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: চরম মজা লাগলো ভাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬

খেয়া ঘাট বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

থ্যাংকু, থ্যাংকু ভাই।

৩৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, বেশ মজার হৈসে।
বন্ধুর নাম জ্বিন সোলায়মান কেন ?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৮

খেয়া ঘাট বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
অনেক ধন্যবাদ মুন ভাই।
মেলা দিন পরে দেখলাম।

জ্বিনের কাজকারবার দেখলেন, না। কেমন করে গোল খাওয়ালো।
অন্য কারণ ও আছে। তবে তা অন্য গল্প।
শুভকামনা রইলো।

৪০| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: চরম মজা পাইলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল ভাই।
B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

৪১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: হাসতেই আছি =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০২

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহা।
B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
মেলা ধন্যবাদ। সিলেটের ব্লগআড্ডায় আমিও আছি কিন্তু।

৪২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৭

আমিই মিসিরআলি বলেছেন: পিঠের উপর ঝাউ গাছের বেত দিয়ে ব্যাকরণ স্যার সন্ধি, সমাস পিঠিয়ে যাচ্ছেন B-) B-) B-)) B-))

হেহেহেহে আরিফ ভাই, মজা পাইছি পুরাটাই :D :#) :#) =p~

টুকলি বেগমের ছবিটা কি আপনার আঁকা ??
ছবিটাও মজার হইছে :D

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৩

খেয়া ঘাট বলেছেন: মজা পেয়েছেন জেনে অনেক খুশি হলাম ভাই।
B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
জ্বি ভাই, টুকলি বেগমের ছবিটা আমারই আঁকা।

আপনিই দেখি খেয়াল করেছেন।
অনেক শুভকামনা।

৪৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: আগেই পড়েছিলাম লগইন হওয়ার সময় না পাওয়াতে কমেন্ট বা ভাললাগা কোনটা দিতে পারি নাই।


গল্প বেশ মজার হয়েছে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১০

খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলো আপনাকে দেখে শোভন ভাই। আমিতো অপেক্ষায় ছিলাম।
অনেক ধন্যবাদ নেন।

৪৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ মজার হয়েছে....!!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১২

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P
অনেক খুশী হলাম এহসান ভাই।
বাহঃ বেশ আয়েশে মুক্ত জায়গায় প্রকৃতির সান্নিধ্যে শুয়ে বই পড়ছেন।

৪৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

অশ্রু কারিগড় বলেছেন: মজা পাইলাম ব্যাফুক =p~

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। একয়দিন কোথায় ছিলেন???

৪৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

অশ্রু কারিগড় বলেছেন: হাইবারনেশনে ছিলাম ভাই । শীতে অলস হইয়া গেছি :P

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

খেয়া ঘাট বলেছেন: মাঝে মাঝে ঘুম থেকে আড়মোড় ভেঙগে আমাদের দেখে যাবেন। চা , কফি পানেরতো দরকার আছে ,তাইনা?????

৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

মনিরা সুলতানা বলেছেন: প্রমানিত হল
গান্জু আয়াসের জিনিয়া
এখন খেয়া ঘাট এর লাবণ্য


কারন লাবণ্য ও রুপসি ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: না প্রমানিত হয়নি।
রুপসিতে ঠিক আছে,কিন্তু বোকামিতে বেঠিক।
তাই অপ্রমানিত রহিয়া গেলো.................।=

৪৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

তাহমিদুর রহমান বলেছেন: আমার গল্পটি পড়ুন

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই লিঙকটির জন্য। না হলে চমৎকার একটা গল্প পাঠ থেকে বন্চিত হতাম।
অনেক শুভকামনা রইলো।

৪৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই প্রমাণিত বোকামিতে ও ।।

না হয় সেদিন তোমাকে মাথার খুলি সহ এত কষ্ট দেয় ?
আর দরজায় চাবি ঝুলিয়ে রেখে রুমে এসে গল্প করে ?

B-)) B-)) B-)) B-)) B-))

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১

খেয়া ঘাট বলেছেন: এটাতো ও এমনি এমনি করেছে। যাতে খেলাটা উপভোগ্য হয়। না হলে খেলাটা জমতো কেমন করে????? আহারে, তাও বুঝলেন না। আফসুস।

৫০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: জি আমই বুঝছি ;) আপ্নে ই বুঝেন নাই যে খেলা জমাতে যেয়ে আপনি লাবণ্য কে আমাদের সামনে বেখেয়ালি ভাবে উপস্থাপন করেছেন :-0 নেক্সট টাইম খিয়াল কৈরা :)

৫১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

তন্ময় ফেরদৌস বলেছেন: :)

৫২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আমি ময়ূরাক্ষী বলেছেন: টুকলি বেগম না হয়ে বুকলি বেগমই শ্রেয় ছিলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহাহা।
আমি ময়ুরাক্ষীপু প্রোপি খুব সুন্দর হয়েছে।

৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

বোধহীন স্বপ্ন বলেছেন: সৈয়দ মুজতবা, শীবরাম কোয়ালিটির হইছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

খেয়া ঘাট বলেছেন: কী বলেন !!!!
আমিতো খুশীতে উজ্জ্বল হয়ে গেলাম।
বিনীত ধন্যবাদ ভাই, অনেক শুভকামনা ।

৫৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জটিল হইছে। সাবটাইটেল হবে,

"এ বদমাশ কোম্পানি প্রোডাকশন"

৫৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনার লেখা পড়তে অনেক ভাল লাগে।

প্রিয়তে নিলাম। :-B

৫৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনার লেখা পড়তে অনেক ভাল লাগে।

প্রিয়তে নিলাম। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.