![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গহীন কালো অন্ধকার এক রাত, বিজয়ের ঠিক দু সপ্তাহ আগে।
মোহন তার লিখা কবিতাটি মনে মনে পড়ছে-
গ্রীষ্মের ভর দুপুরে শালুক দীঘীর দিব্যি সাঁতার,
নীলিমায় মাছ রাঙগা আপনমনে ছবি আঁকার
কামরাঙগা হলুদ পাতায় মোহনীয় সূর্যরোদের ঢেউয়ের নাচন,
শতবর্ষী বটের নীচে জীবন সতেজ হিমেল হাওয়ায় সুরের লগন,
ধূসর খাতায় ,ভালোবাসার, দ্রোহের কিছু পংক্তি লিখা,
পিতার ছবির সামনে চেয়ে আপনমনে ভাবতে থাকা।
বোনের চুলের রংগিন ফিতেয় মায়ের স্নেহের সুবাস পাওয়া
ভালোবাসার শিউলিমালা,জীবন গাংগে নৌকা বাওয়া।
এরপর মোহন বসা থেকে ওঠে দাঁড়ালো। তারপর ভাবছে-
বুকের মাঝে বারুদ নিয়ে,
ভাবছি বসে আর হবে কি?
দেখবো কি আর বোনের চুলে রঙীন ফিতা ,
আঁকবো কি আর দোয়েল পাখী, হাস্নাহেনা কলমিলতা?
মোহনের সারাদিনটি ছিলো আজ বড়ই অস্থির।বারবার মায়ের কবরের পাশে গেছে। বাসায় এসেছে। আবার কবরে গেছে। আবার বাসায় এসেছে।
তারপর ............
আজ দিনের শেষে অস্তমিত সূর্যপ্রহর
বাহির থেকে ডাকছে আমায় মায়ের কবর।
সেখানে আনাগোনা বেশ কয়েকবার,
বইছে চোখে আগুন নদী মুক্ত হবার।
রাত আরো গভীর হয়।
অবশেষে রাত বারটা,
বেজে চলেই,একটা দুটা।
মুক্তির তেজী অশ্ব যেন বারবার তাড়া করে ফিরছে।
জীবনতাড়া,পথের তাড়া,
পৌরষত্বের বীজের তাড়া।
আরেকবার ডাকছে যেন মায়ের কবর
পুড়ছে বারুদ,জ্বলছে আগুন বুকের ভিতর।
এরপর সহযোদ্ধাদের সাথে মোহনের শেষ কথা।
মোহন,তাহের ,রাজন,কালা,
রক্ত দিয়ে ভাই পিদিম জ্বালা
সে পিদিম যে সূর্য্য সমান
এ সূর্য্য মানেই মুক্তির ই গান।
অবশেষে সে এক নাম নাজানা মোহন-
দ্রোহের আগুন বারুদে মিশাই
বোমা দিয়ে ভাই বক্ষ সাজাই।
লাল সবুজের পতাকা উড়াই
রক্ত দিয়ে আজ জীবন রাঙগাই।
শিউলির কাছে মোহনের কোনো স্মৃতি নেই আর।শুধু রক্তে ভেজা এ কবিতাটি সে পড়ে বছরের এক বিশেষ দিনে।যেদিন মোহন রক্ত দিয়ে জীবন রাংগিয়েছিলো। শিউলি আপন মনে পড়ে সবার অগোচরে। শিউলির জীবন বিবর্ণ হয়ে গেছে বয়সে,জরায়,শোকে,অসুখে।কিন্তু মোহন সেই একুশ বছরের চিরযুবা আজো রয়ে গেছে ।
হে মুক্তিকামী নাম না জানা বীর শহীদেরা তোমাদের প্রতি লালসালাম।
হে ২১ বছরের নাম না জানা যুবক, একবার এসে দেখে যাও।তোমাদের রক্তের দান আমরা কীভাবে পরিশোধ করছি !!!!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১০
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
শুভসকাল। শুভকামনা।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: হে মুক্তিকামী নাম না জানা বীর শহীদেরা তোমাদের প্রতি লালসালাম।
বিজয় দিবসের শুভেচ্ছা!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
খেয়া ঘাট বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।ধন্যবাদ । শুভকামনা।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
ঢাকাবাসী বলেছেন: হৃদয় ছোঁয়া!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা প্রিয়ঢাকাবাসী
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: মুক্তিযুদ্ধের লিখা পড়তে ইচ্ছে করে না । কেবলই চোখ ভিজে যেতে চায় !
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। অনেক শুভকামনা প্রিয় আদনান ভাই
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো গল্পে গল্পে কবিতা।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় হাসান মাহবুব ভাই
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: হে মুক্তিকামী নাম না জানা বীর শহীদেরা তোমাদের প্রতি লালসালাম।
হে ২১ বছরের নাম না জানা যুবক, একবার এসে দেখে যাও।তোমাদের রক্তের দান আমরা কীভাবে পরিশোধ করছি !!!!
লজ্জায় মাথা নিচু হয়ে যাবে ! আমরা তো লিপ্ত রাস্তায় মারামারিতে আর অনলাইনে গালাগালিতে !
তবু আশাবাদী , পথ হারাবেনা বাংলাদেশ !
১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৬
খেয়া ঘাট বলেছেন: তবু আশাবাদী , পথ হারাবেনা বাংলাদেশ !
++++++++++++++++++++++++
বিজয়ের শুভেচ্ছা।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা, ভাই।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৭
খেয়া ঘাট বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। অনেক শুভকামনা ভাই।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন খেয়া ঘাট ভাই!
মোহন,তাহের ,রাজন,কালা,
রক্ত দিয়ে ভাই পিদিম জ্বালা
সে পিদিম যে সূর্য্য সমান
এ সূর্য্য মানেই মুক্তির ই গান।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় কবিভাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
".....শিউলির জীবন বিবর্ণ হয়ে গেছে বয়সে,জরায়,শোকে,অসুখে।কিন্তু মোহন সেই একুশ বছরের চিরযুবা আজো রয়ে গেছে....."
হার্ট টাচিং।
শুভ সকাল খেয়াঘাট ভাই।