নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প -স্মারক ডাকটিকেট। (খুবই সেনসেটিভ গল্প। অনেকেই সহ্য নাও করতে পারেন)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪





আরেকবার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজা এখন খুবই আমোদিত।

অভিনন্দন,শুভেচ্ছাবাণীতে রাজপ্রাসাদ মুখরিত। কেউ কেউ বললেন, এটা আর রাজপ্রাসাদ না। আপনাকে আর রাজা হিসাবে মানায় না।



রাজা চোখ বড় করে তাকালেন, মনে মনে বলেন। বেকুব চাটুকার, গর্দভ গোবর্ধন মোসাহেবের দল বলে কি?



আপনি হলেন শাহানশাহ, আপনি হলেন বাদশাহ। রাজা অতি তুচ্ছ জিনিস। আপনি হলেন রাজাদের রাজা।



একথা শুনে রাজা খুবই উৎফুল্ল। চারিদিকে হর্ষধ্বনি শুনা যাচ্ছে।



বাদশাহর অভিষেকের এ দিনকে স্মরণীয় করে রাখতে শুরু হয়েছে নানান আয়োজন, নানান পরিকল্পনা। টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা , পত্রিকায় প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র।



কবি , সাহিত্যিক , বুদ্ধিজীবীরা তেলের শিশি নিয়ে বসে গেছেন। বিখ্যাত সম্পাদকরা রাতজেগে সম্পাদকীয় তৈরি করছেন। ফটোগ্রাফাররা বাদশাহ, শাহানশাহের সবচেয়ে সুন্দরতম ছবি তুলতে ব্যস্ত। চিত্রকরেরা তুলি নিয়ে ছবি আঁকছেন।



বাদশাহ নামদারের সবচেয়ে খাসচাটুকারদের এসবেও মন ভরছে না। নতুন কিছু করতে হবে। পুরো দেশবাসীকেই এ আয়োজনের সাথে সম্পৃক্ত করতে হবে। ছোট শিশু, কিশোরদের মনে বাদশাহ নামদারের ছবি এঁকে দিতে হবে। বইয়ের পাতায়, ইতিহাসের পাতায় বাদশাহকে অমর করে রাখতে হবে।







বাদশাহর খাস চাটুকারের সারারাতভর ঘুম নেই , ঘুম নেই। কী করা যায় , কী করা যায়।



অবশেষে গভীররাতে চাটুকার মহাশয় লাফ দিয়ে ঘুম থেকে ওঠলেন। পেয়েছি, পেয়েছি, পেয়েছি। চাটুকার প্রভাতের অপেক্ষায়। কখন ভোর হবে। কখন বাদশাহ'র দরবারে গিয়ে কথাটি বলবেন।



চাটুকার গাইতে লাগলেন,

আজি এ প্রভাতে রবি'র কর, কেমন পসিলো প্রাণের পর।

কেমন পসিলো গুহার আঁধারে , না জানি কীসের গান,

জানিনা কেনরো এতোদিন পরে জাগিয়া ওঠিলো প্রাণ।



বাদশাহ নামদারকে কুর্ণিশ করে , চাটুকার প্রবেশ করলেন।

বললেন-বাদশা। এ গ্রাম বাংলার মানুষ আপনাকে বড় ভালোবাসে। আপনি মহান , আপনার কোনো তুলনা নাই।



তা কি করতে হবে, বলো। ওতো ন্যাকামি করোনা।



সারা বাংলার মানুষকে একটা আয়োজনে একত্রিত করবো। সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সবাই আপনাকে নিয়েই মুখরিত হবে।



আসল কাজটা কি সেটা বলো। লেজ হাতে নিয়েই দেখি বসে আছো গোবর্ধন।

লেজটা ছেড়ে দিয়ে এবার কাজের কথা বলো।



কথা হলো, দেশের বিখ্যাত চিত্রকর আপনার ছবি আঁকবে। সেই ছবি দিয়ে আপনার অভিষেকের স্মারক ডাকটিকিট প্রকাশিত হবে। সেই ডাক টিকিট দেশের প্রতিটি স্কুল কলেজ , বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পৌঁছে দেয়া হবে।

এরপর সবাই মনের মাধুরি মিশিয়ে আপনাকে শুভেচ্ছা জানাবে। আপনার ভিশন, আপনার উন্নয়ন, দেশের মানুষের প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা, দরদ এসব সবাই চিঠিতে লিখবে। তারপর সবাই খামে ভরে সেই স্মারক ডাক টিকিট লাগিয়ে "শুভেচ্ছা মণ্ত্রণালয়ে"র ঠিকানায় ডাকবাক্সে ছাড়বে।





বাদশা দারুন পুলকিত। বাহঃ এইতো চাই। তুমি আমরণ আমার শুভেচ্ছা মন্ত্রণালয়ের প্রধান।



পরের দু সপ্তাহ বাদশাহনামদারের ছবিযুক্ত স্মারক ডাকটিকিট প্রকাশিত হলো। তারপর ট্রাকে করে,প্লেন করে, লন্চে করে, নৌকায় করে, জাহাজে করে, ভ্যানে করে, ঠেলাগাড়ীতে করে, রিকসা করে তা পোঁছে দেয়া হলো সব প্রতিষ্ঠানে। দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে বাদশানামদারের ছবি যুক্ত ডাকটিকেট।



এবার প্রশংসাসূচক চিঠি লিখার আয়োজন। লিখা চলছেই। এক সপ্তাহের ভিতর সব চিঠি লিখা সম্পন্ন হলো।





বাদশা পুলকিত। রাজন্যবর্গ আনন্দিত। স্পেশাল ডাকে করে চিঠি আসবে। সেই চিঠি খোলা হবে । তারপর পড়া হবে।

প্রথম খামটি বাদশাহ নিজ হাতেই খুলবেন। নিজেই পড়বেন।

দেশের গুনীজনেরা এ মহত আয়োজনে সম্পৃক্ত হয়েছেন। সবাই অধীর আগ্রহে বসে আছেন। কখন চিঠি আসবে। কখন বাদশাহ নিজে হাতে প্রথম খামটি খুলবেন।





কিন্তু প্রথম দিন গেলো কোনো চিঠি এলোনা। ২য় দিন গেলো। না তাও না।

এর পরেরদিন গেলো। না তাও না। কোনো চিঠি আসেনা। চিঠি আসেনা।







ডাক বিভাগের প্রধানকে জরুরি তলব করা হলো।



ডাকবিভাগের প্রধান বললেন,কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীতো বাদশাহ নামদারের ছবি সম্বলিত স্মারক ডাক টিকেট ছাড়া অন্য সব ডাকটিকেটতো আগেই ওঠিয়ে নেয়া হয়েছে।



বাদশাহর, পাইক, পেয়াদা, সৈন্য, সামন্ত সবাই ছুটে গেলো শহরে, নগরে,

গ্রামে, গন্জে। সরেজমিনে দেখা হবে ঘটনা কি?



দেখলো দলে দলে শিক্ষার্থীরা ডাকটিকিট খামে লাগাবার চেষ্টা করছে। কিন্তু একটা ডাকটিকিটও খামের ওপর আটকাচ্ছে না।



সৈন্য,সামন্তরা, পর্যবেক্ষক দলেরা চিন্তা করলো, তবে কি ডাকটিকিটের উল্টোপাশে ঠিকমতো আটা লাগানো হয়নি। তারপর একটা ডাকটিকিট নিয়ে দেখলো, না ঠিকইতো আছে। একপাশে বাদশাহ নামদারের হাস্যোজ্জ্বল ছবি , আর অন্য পাশে ভালো করেই আঠা লাগানো আছে।



তাহলে ঘটনাটা আসলে ঘটছে টা কি?

এবার পর্যবেক্ষকের দল খেয়াল করে দেখলেন, শিক্ষার্থী সবাই আঠাযুক্ত ডাকটিকেটের ওপর থু থু না লাগিয়ে , বাদশাহ'র ছবির উপরই তীব্র ঘৃণা নিয়ে থু থু ছিটাচ্ছে।



চিরস্থায়ী ক্ষমতায় ঠিকে থাকার হে বাদশানামদার আর মানুষপুড়িয়ে ক্ষমতায় যাওয়ার হে বাদশানামদার আপনাদের হাস্যোজ্জ্বল ছবির ওপর এই পোড়খাওয়া মানুষ এভাবেই থুথু ছিটিয়ে যাবে। মানুষের হৃদয়ে বাঁচতে চান, এই গণহত্যা বন্ধ করুন, এখনই। এ মুহুর্তেই । নাহয় আরো ভয়ঙকর কিছু অপেক্ষা করছে।



আর আর। রিভ্যুলশন রাইজিং।













মন্তব্য ৮২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

জনাব মাহাবুব বলেছেন: সুন্দর লিখেছেন।

জোর করে কারও মনে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া যায় না। কর্মের মাধ্যমেই মানুষ অমর হতে পারে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: জোর করে কারও মনে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া যায় না। কর্মের মাধ্যমেই মানুষ অমর হতে পারে ।
+++++++++++++++++++++++++++++++++++
বিনীত ধন্যবাদ জনাব মাহাবুব ভাই।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

না বলা কথা বলেছেন: দুর্দান্ত বস। স্যালুট জানাই।
আর আর। রিভ্যুলশন রাইজিং।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: আর আর। রিভ্যুলশন রাইজিং
++++++++++++++++++++++++++++++++++++++
বিনীত ধন্যবাদ ভাই।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন তো!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী ভাই।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

উড়ন্ত পায়রা বলেছেন: দূর্দান্ত সাহস দেখালেন। আপনাকেই খুঁজবে ------- X(

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

খেয়া ঘাট বলেছেন: নিজের ক্ষমতার বাইরেতো চাইলেও আর কিছুই করতে পারছিনা।
খেটে খাওয়া বাপের জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে যাওয়া দশ বছরের সন্তান জন্য গুলিবিদ্ধ হয়ে রাজপথে পড়ে থাকে, আর তা দেখেও যখন ক্ষমতার মোহ ভাঙগে না, তখন আর কীবা করার থাকে।

কিন্তু এর শেষ হবে. আর আর।রিভিউলিশন রাইজিং। এটাই শেষকথা।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

উপপাদ্য বলেছেন: শেষটা ট্রাজিক

বাট

স্ট্রাটেজিক........




লাইক ইট ব্রো..।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইজান।
অনেক শুভকামনা রইলো।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

দূষ্ট বালক বলেছেন: এই আওয়ামী হায়েনদার বিরুদ্ধে প্রয়োজন আরকেবার গর্জে উঠার

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

খেয়া ঘাট বলেছেন: শুধু আওয়ামী না । সব রাবনদের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। না হয়, ক্ষমতার শুধু পালাবদলই হবে। আর কিছুই না।
ধন্যবাদ ভাইজান।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

সজল৯৫ বলেছেন: জোড় করলে ভালবাসা ঘৃনায় রূপান্তর হয়ে যেতে পারে,
আর ঘৃনাটিও সহমর্মীতায়,সহনশীলতায় পেতে পারে ভালবাসার রূপ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

খেয়া ঘাট বলেছেন: জোড় করলে ভালবাসা ঘৃনায় রূপান্তর হয়ে যেতে পারে,
আর ঘৃনাটিও সহমর্মীতায়,সহনশীলতায় পেতে পারে ভালবাসার রূপ।
++++++++++++++++++++++++++++++
অনেক সুন্দর কথা বলেছেন ভাই। বিনীত ধন্যবাদ

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

মশিকুর বলেছেন:
বরাবরের মতই অসাধারন। চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। মিল হলো থুতু সহ ডাকটিকেট যেমন রাজার কাছে পৌছায় না, তেমনি আমাদের চাপা ক্ষোভও তাদের কাছে পৌছাচ্ছে না :(

বুদ্ধিজীবীরা এখন বুদ্ধিহীন হয়ে গেছেন। আদর করে এখন তাদের আমরা সুশীল ডাকি।

ভালো থাকুন।।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

খেয়া ঘাট বলেছেন: মিল হলো থুতু সহ ডাকটিকেট যেমন রাজার কাছে পৌছায় না, তেমনি আমাদের চাপা ক্ষোভও তাদের কাছে পৌছাচ্ছে না

বুদ্ধিজীবীরা এখন বুদ্ধিহীন হয়ে গেছেন। আদর করে এখন তাদের আমরা সুশীল ডাকি।

অসাধারণ বলেছেন মশিকুর ভাই।
অনেক শুভকামনা।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত লিখেছেন । ৭১ সালে ইয়াহিয়ার ডাকটিকিটে মানুষ নাকি উপরে থুথু দিত ।

ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ইতিহাস তাদের নাকি চরম শিক্ষা দেয় । আমরা ইতিহাস দেখেছি, এবার ইতিহাসের শিক্ষা দেখার পালা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: ৭১ সালে ইয়াহিয়ার ডাকটিকিটে মানুষ নাকি উপরে থুথু দিত ।
ভালো জিনিস মনে করিয়ে দিয়েছেন প্রিয় মামুনভাই।
আমরা ইতিহাস দেখেছি, এবার ইতিহাসের শিক্ষা দেখার পালা ।
ছোট গল্প লিখার অনুপ্রেরণা মামুনভাইকে শ্রদ্ধা। চমৎকার কথা বলেছেন।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পর্যবেক্ষকের দল খেয়াল করে দেখলেন, শিক্ষার্থী সবাই আঠাযুক্ত ডাকটিকেটের ওপর থু থু না লাগিয়ে , বাদশাহ'র ছবির উপরই তীব্র ঘৃণা নিয়ে থু থু ছিটাচ্ছে।

কথা যে বারুদের চেয়ে শক্তিশালী হয়- আবারো প্রমাণ হল।
পেন ইজ মাইটার দের সোর্ড! নাকি ডিজিটালি নতুন করে বলতে হবে-

কীবোর্ড ইজ মাইটার দেন ড্রোন ;)

মাস রিভ্যুলশন রাইজিং।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

খেয়া ঘাট বলেছেন: কীবোর্ড ইজ মাইটার দেন ড্রোন ।
বাহঃ জটিল একখান কথা বলেছেন তো ভাইজান।
এই লাইনটা কোথাও কাজে লাগাতে হবে।

জ্বি ভাই, আর আর । রিভিলুশন রাইজিং।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

ইছামতির তী্রে বলেছেন: একটা ব্যক্তিগত কাজে আগারগাও দিয়ে লেগুনাযোগে মীরপুর যাচ্ছিলাম। ডানে জাতীয় প্যারেড স্কোয়ার। ওখানে বিশ্বের সবচেয়ে মানবরচিত পতাকা তৈরী হচ্ছিল তখন। একজন মধ্যবয়সী লোক আচমকা বলে উঠলো, "কি হবে এত বড় পতাকা দিয়ে, দেশের মানুষ যেখানে শান্তিতে ঘুমাতে পারছে না"। সবচেয়ে বড় ব্যাপার হলো, সবাই তার সাথে সহমত প্রকাশ করলেন।

সত্যিই বলছি, বিজয়ের মাসেও মনে একটা ব্যথা এসে লাগছে, 'আমাদের বিজয় কি সত্যিই এসেছে?

আপনি খুব সাহসিকতার পরিচয় দিচ্ছেন। চালিয়ে যান । জাতি সাহসী মানুষদের মনে রাখে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

খেয়া ঘাট বলেছেন: "কি হবে এত বড় পতাকা দিয়ে, দেশের মানুষ যেখানে শান্তিতে ঘুমাতে পারছে না" - বড় একটা সত্য কথা বলেছেন সেই নাম নাজানা ভাই।
ঘটনাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
বিনীত শুভকামনা রইলো প্রিয় ভাই।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

বাবু আমার নাম বলেছেন: জব্বর হইছে গো ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, অনেক শুভকামনা।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) বাংলার মাটিতে রাজতন্ত্র কায়েম হোক !
দুটা কি তিনটা রাজ পরিবার থাকবে । প্রতি পাচ বছর পর রাজ পরিবারের শীর্ষ সদস্যদের মাঝে মল্লযুদ্ধের আয়োজন হবে , যে জিতবে সে পরিবার রাজ্য চালাবে !
গণতন্ত্রের খ্যাতা এমনেই পুড়ে ছাই ! তাতে অন্তত আমরা ঝামেলা মুক্ত থাকবো , অনলাইন ট্যাগিং মুক্ত থাকবে !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: বাংলার মাটিতে রাজতন্ত্র কায়েম হোক !
দুটা কি তিনটা রাজ পরিবার থাকবে । প্রতি পাচ বছর পর রাজ পরিবারের শীর্ষ সদস্যদের মাঝে মল্লযুদ্ধের আয়োজন হবে , যে জিতবে সে পরিবার রাজ্য চালাবে !
এভাবেই চলছে প্রিয় অভি ভাই। এ থেকে মুক্তি কবে আসবে।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

জুনায়েদ রাহিমীন বলেছেন: শেষটা সুন্দর হইছে! ;)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, অনেক শুভকামনা রইলো।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

অশ্রু কারিগড় বলেছেন: মানুষের হৃদয়ে বাঁচতে চান, এই গণহত্যা বন্ধ করুন, এখনই। এ মুহুর্তেই । নাহয় আরো ভয়ঙকর কিছু অপেক্ষা করছে।


আসলে এত মানুষ মারা যাচ্ছে কিসের জন্য ? ক্ষমতায় যেই আসুক আপনার আমার আমজনতার তো কিছুই হবে না তাই না । বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, এক টুকরো রুটি নিয়ে কিছু কুকুরের ভাগ বাঁটওয়ারা চলছে ।
Where is the f***ing DEMOCRACY ?

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

খেয়া ঘাট বলেছেন: James Boyce and Betsy Hartmanতাদের লিখা Needless Hungerনামে একটি বইতে এক বাংলাদেশী কৃষকের বক্তব্য তুলে ধরেছিলেন "We were f****d by the British, then we were f****d by the Pakistani, and now we are f****d by ourselves"

আমরা যাবো কোথায়??????? কারো কাছে কোনো জবাব আছে????

বিনীত ধন্যবাদ , অনেক শুভকামনা প্রিয় অশ্রু ভাই।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

sotobabu বলেছেন: সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না।

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
http://goo.gl/WFmE1g

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই, অনেক শুভকামনা রইলো।
সাইট টি দেখলাম। কাজে লাগতেও পারে।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

মনিরা সুলতানা বলেছেন: জাতি সাহসী মানুষদের মনে রাখে।

রিভ্যুলশন রাইজিং।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: জাতি সাহসী মানুষদের মনে রাখে।

রিভ্যুলশন রাইজিং।
++++++++++++++++++++++++++++++++++++
বিনীত ধন্যবাদ , অনেক শুভকামনা রইলো আপু।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

সোজা কথা বলেছেন: অসাধারণ লিখেছেন।খুব সুন্দরভাবেই বিষয়টা উপস্থাপন করেছেন।সত্যিই তাই।নাগরিক জীবন আজ অতিষ্ঠ।রাজনৈতিকদের থু থু ই প্রাপ্য।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

খেয়া ঘাট বলেছেন: নাগরিক জীবন আজ অতিষ্ঠ।রাজনৈতিকদের থু থু ই প্রাপ্য।
+++++++++++++++++++++
অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইলো সোজা কথা ভাই।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

nurul amin বলেছেন: ভোটে ৩০০ জিতুক কিন্তু সিলেকশনে যেন একজনেও না জিতে

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

খেয়া ঘাট বলেছেন: শুভবুদ্ধি জাগ্রত হোক।
ভালো বলেছেন নুরুল আমিন ভাই। অনেক শুভকামনা রইলো।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দারুন । আপনার হাতে কারও নজর যেনও না লাগে!

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

খেয়া ঘাট বলেছেন: অনেক শুভকামনা রইলো প্রিয় আদনান ভাই। ভালো থাকুন। নিরাপদে থাকুন।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

ভোরের সূর্য বলেছেন: যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে কখনও জাগানো যায় না।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

খেয়া ঘাট বলেছেন: কখনোই জাগানো যায়না।
অন্ধকারেও এরা ঘুমিয়ে থাকে। প্রখর সূর্যের আলোতেও এরা ঘুমিয়ে থাকে।

ভালো থাকবেন ভোরের সূর্যভাই। অনেক শুভকামনা রইলো।

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক এভাবে চলছেনা , আমজনতা দ্বিধান্বিত হয়ে দুইভাগে ওদের হয়ে মারামারি করে !

আমি বলছিলাম যে কোন দুইজন মারামারি করবে , দলের প্রধান !
ভেবে দেখেন প্রস্তাব ট্যাঁ খারাপ না কিন্তু !

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

খেয়া ঘাট বলেছেন: আমি বলছিলাম যে কোন দুইজন মারামারি করবে , দলের প্রধান !
ভেবে দেখেন প্রস্তাব ট্যাঁ খারাপ না কিন্তু !
হাসতে হাসতে শেষ।
উনারা কী রাজী হবেন। যিনি বিজয়ী হবেন তিনি পাঁচ বছরের জন্য দেশের মালিক হয়ে গেলেন। কোনো ঝামেলা নাই। আপনার প্রস্তাবটা দারুন অভি ভাই। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে।

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

আমিই মিসিরআলি বলেছেন: ২য় + + আরিফ ভাই
৪২ বছর ধইরা তো এমনেই চলতাছে,জাতে আমরা বাঙ্গালি তো ! যার যার ব্যাক্তিগত অবস্থান থেইকা নিজ নিজ চেতনার পরিবর্তন না ঘটাইলে আজীবন এই তামসাই চলতে থাকবো X(

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

খেয়া ঘাট বলেছেন: যার যার ব্যাক্তিগত অবস্থান থেইকা নিজ নিজ চেতনার পরিবর্তন না ঘটাইলে আজীবন এই তামসাই চলতে থাকবো ।
এটাই সবচেয়ে সত্য কথা ভাইজান।
কিন্তুসময়তো চলে যাচ্ছে।
বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা।

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯

না পারভীন বলেছেন: রোজ অনেক কিছু পড়তে হয় , তারমধ্যে যদি এমন একটি গল্প থাকে তাহলে বলা যায় উচ্চমানের পড়লাম । আপনি জানেন , আমাদের এলাকাটাতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে । ঘৃণা জানানোর জুতসই ভাষাও হারিয়ে ফেলেছি মনোবেদনায় । মানুষ গুলো কোন দলের , কোন মতের , হিন্দু না মুসলিম সেটা ভাগ করার মত পাষান হতে পারিনা । শুধু জানি বাংলাদেশির হাতে বাংলাদেশি মারা যাচ্ছে ।

এই লেখাটির সার্বিক ভাবে এত ভালো , আমি কি বলবো , এর তুলনা একমাত্র ব্রেইলের সাথেই দেয়া চলে । বাংলা সাহিত্যের অন্যতম লেখক হয়ে যাচ্ছেন আরু ভাই আপনি । শুভ কামনা আর দোয়া রইল । আচ্ছা , তখন কি আমাদের চিনবেন ?? ;)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৫

খেয়া ঘাট বলেছেন: বড় বেশী লজ্জায় ফেলে দিলেন। তবে আনন্দিতও হলাম অনেক। এরকম মন্তব্য নিজেকে আরো বেশী সাহসী করে তোলে। দীপ্তিমান প্রত্যয়ে সামনে চলার প্রেরনা যোগায়।

তবে, যদি কোনোদিন দেখা হয়, না দেখার অথবা না চেনার ভান করেই চলে যাবো। (ইমো যোগ করতে পারলামনা, খুউব দুখের একটা ইমো হবে)

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫২

অজয় বলেছেন: আমরা জাতি হিসেবে ভালো না। আমরা দেশকে ভালো বাসিনা। একটা ছোট্ট ঘটনা বলি। ১৬ তারিখে ৪:৩১ মিনিটে একসাথে আমরা বাংলাদেশীরা জাতীয় সংগীত গেয়েছিলাম। মানুষের ভীড়ের কারনে আমরা রাস্তায় দাড়িয়ে সেদিন রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম।রাস্তায় আমার সামনেই রিক্সায় বসে ছিলেন এক জুগল। আমি তাদের দিকে একবার তাকালাম র ভাবলাম আমরা মুখেই বড় বড় বুলি বলি কাজে নেই। এই যুগল রিক্সা থেকে নামল না বসে বসে আমাদের জাতীয় সংগীত উপভোগ করল। আমি একবার হেসে বললাম এটা জাতীয় সংগীত ব্যান্ডের কোন গান না। জবাব আসলো।। ভাই এটা তাদের ঈ কাজ যাদের কোন কাজ নেই। আমাদের অনেক কাজ আছে এখন তাড়াতাড়ি সাইড দেন জাইগা

১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৬

খেয়া ঘাট বলেছেন: কী একটা ঘটনা শেয়ার করলেনরে ভাই।
এই তবেই প্রজন্মের অবস্থা।
যাক, আপনার মন্তব্যে অনেকটা আঁচ করতে পারলাম।

বিনীত ধন্যবাদ ভাই আপনার জন্য। অনেক শুভকামনা রইলো।

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১০

প্রবাসী পাঠক বলেছেন: শুধু ডাকটিকিটে নয় সরাসরি এদের মুখে থুথু ছিটানোর সময় এসে গেছে। তাতেও তাদের সামান্যতম লজ্জাবোধ হবে কি না সন্দেহ!
পোষ্টে ++++++++++++++++

১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৮

খেয়া ঘাট বলেছেন: এদের রাজকীয় মুখ আপনি কোথায় পাবেন ভাই??
তাইতো মুখচ্ছবিতেই সব ক্ষোভ আর ঘৃণা।
আর প্রতিবাদের ভাষা হলো থু থু।

ভালো থাকবেন ভাই, অনেক শুভকামনা রইলো।

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৭

হান্টার১ বলেছেন: ভাই অনুমতি দিলে এইটা ফেবু তে শেয়ার করতে চাই , অনেক সুন্দর,সাহসি পদক্ষেপ

১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

খেয়া ঘাট বলেছেন: আনন্দচিত্তে বিনয়ের সাথে অনুমতি দেয়া হলো ভাই। যত বেশী পারেন ছড়িয়ে দিন। এগুলোই আমাদের অস্ত্র,। আর করার যে কিছুই নাই।

বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা ভাই।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

আমি ইহতিব বলেছেন: বাস্তবে রিভ্যুলশন রাইজিং কবে দেখবো ভাইয়া? চরম হতাশ চলমান পরিস্থিতী নিয়ে।

+++

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

খেয়া ঘাট বলেছেন: ম্যাচবাক্সের ভিতরে দিয়াশলাইয়ের কাটি কিন্তু ভিতরে ভিতরে উত্তপ্ত হচ্ছে আপু। একটি বিরাট ওলট পালটের অপেক্ষায়।

শুভকামনা রইলো, বিনীত ধন্যবাদ।

২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: এরকম একটা ছোট কাহিনী বা কৌতুক শুনেছিলাম। তার বিবর্ধন ভালো হয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

খেয়া ঘাট বলেছেন: তাই নাকি? ওয়াও।

বিনীত ধন্যবাদ ভাইজান,অনেক শুভকামনা রইলো।

৩০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সহমত, সহমত। রিভ্যুলশন রাইজিং।

আর আমি আমার পরিচয়ে এখন বলি, "আমি 'না-প্রজন্ম'র মানুষ"।

ধন্যবাদ, খেয়াঘাট এমন একটি লেখা উপহার দেয়ার জন্য।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই। আমিও আপনার দলেই আছি।
শুভকামনা ভাই। অনেক ধন্যবাদ।

৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

শুঁটকি মাছ বলেছেন: সেইরম হইছে!!!!!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: মুরগীর খবর কি আপু?? আগুনে গ্রিল করেতো রান্না বান্না শেষ। এখনতো শুধু খাওয়ার পালা।

৩২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

গৃহ বন্দিনী বলেছেন: আপনার লেখা গুলো ইদানিং দারুন লাগছে । কিপ ইট আপ ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু। অনুপ্রাণীত হলাম। অনেক শুভকামনা রইলো।

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

তানভীর আরিফ বলেছেন: এক কথায় বলব, চমৎকার।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ তানভীর আরিফ ভাই।
শুভকামনা রইলো ।

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু
কবি সমাজ বাংলাদেশ <<>>??

মৌলবাদ এবং অপরাধী যারা তাদের কে
মানুষ সব সময় ঘৃণার চোখে দেখে
স্বাধীনতা হরণ করে নষ্ট শকুনেরা
খাটিয়ে প্রভাব এরাই উদ্ধে মাথা তুলে থাকে
এরা হিংস্র হায়না যুলুমে ঘটায় সর্বনাশ
কে বলে মানুষ এরা নর্দমার কীট
ভান্তি আর অপরাধ এদের ভূষণ
বিশ্ব মাঝে এরাই আজি খুনি দেখায় দাপট
দখল লয় রক্ত চুষে মানবতা বিকিয়ে
ভাঙ্গে সুশিল সমাজ অন্যায় করে
ছি ছি লজ্জা প্সহুর মত অবয়ব
হিংস্রতার কালো ছায়া এদের অন্তরে ।।


লিখিয়ে বন্ধুগন বাংলা ব্লগ দিবসে
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ।। কবি

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ কবিতার জন্য পরিবেশ বন্ধু ভাইজান।

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

নীল েমঘ বলেছেন: শুধু এটুকু ই বলতে পারি যে - আপনি অসাধারন লিখেছেন ভাইয়া :)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
খুশী হলাম। শুভেচ্ছা জানবেন।

৩৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

অপ্রচলিত বলেছেন: বড়ই স্পর্শকাতর গল্প দেখে ভয়ে ভয়ে পড়লাম ;) দারুণ লেগেছে। এবং সুন্দর একটি বার্তাও দিয়েছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই, নিরন্তর শুভকামনা রইলো।

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: দুর্দান্ত !

আর কিছু বলার নেই । এমন ই চলছে সবকিছু ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই,।
অনেক শুভকামনা রইলো।

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

সাদা আকাশ বলেছেন: ঘটনার অন্তরালের কথা বলে দিলেন এত সহজ করে?
আপনি আসলেই একটা বাজিকর, সব ঠিক রেখে মূল ব্যাপারটা ঠিকই সামনে নিয়ে এসেছেন।

শুভ কামনা রইলো আপনার জন্যে :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২০

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই মন্তব্য পেয়ে।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক অনেক শুভকামনা রইলো।

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

জুন বলেছেন: সত্যি খুবই সেনসেটিভ গল্প। বর্তমানের সাথে সম্পৃক্ত।
+
+

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু। অনেক শুভকামনা রইলো।

৪০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

নাছির84 বলেছেন: শেষটায় আসার আগে বিষয়টাকে দারুনভাবে উপস্থাপন করেছেন। আপনার লেখার এই ব্যাপারটা খুব ভাল লাগে। কিন্তু আমার একটা অভিযোগ আছে.................নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ কি ? গল্পটা আরো কড়া ভাষায় লিখলে কিছুটা হলেও জ্বালা মিটতো। এত গণহত্যা, এত নিপীড়ন....তার প্রতিবাদে এতটা ভদ্র গল্প পরতে ভাল লাগেনি। অর্ন্তনিহিত অর্থটা সবাই ধরতে পেরেছে ঠিকই, কিন্তু সত্যি করে বলুন তো, লেখাটায় আপনি নিজেও কি সন্তুষ্ট ?

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

খেয়া ঘাট বলেছেন: এজন্যই আপনাকে এতো ভালো লাগে। সত্যিই আমি নিজেই খুশীনা।
এযেন পুড়ে মরা মানুষের সৎকারের পাশে দাঁড়িয়ে বলছি- না কাজটা ভালো হয়নি। এতটুকুই।
"শাসন যতই করো,
আছে বল দূর্বলেরো,
হওনা যতই বড়
যতো খুশী দম্ভ করো,
আমাদের পুড়িয়ে মেরে
তোরাও বাঁচবি নারে ।

সবার শেষে জানিস,
দেখিনা কত পারিস
এ খেলার হবে শেষ
দর্পেরও হবে নিঃশেষ
একদিন এ ক্ষমতা হবে খানখান
জানিস, শুধু উপরে আছেন এক ভগবান।

ভালো থাকবেন ভাই, মেলা দিন পর দেখলাম। অনেক শুভকামনা রইলো।

৪১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

অদৃশ্য বলেছেন:






আপনার এখানে এলাম বলেই এমন লিখা পড়বার সৌভাগ্য হলো...



শুভকামনা...

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

খেয়া ঘাট বলেছেন: খুব বেশী অনুপ্রেরণাদায়ক মন্তব্য।
অনেক খুশী হলাম। বিনীত ধন্যবাদ আর শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.