নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

সক্রেটিসের সাথে দেখা হলে উনার একটি পুরানো আক্ষেপ দূর করে দিতাম

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

একদিন মধ্যহ্ন দুপুর। সূর্যের মাত্রাতিরিক্ত তেজ।প্রাচীন গ্রীসের পথে পথে ঘুরে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়াতলে বিশ্রাম নিচ্ছেন মহান সক্রেটিস।দিনটি আজ বড়ই খারাপ গেলো।দশজন মানুষও উনার কথাগুলো মন দিয়ে শুনেনি।ক্লান্তির মাঝে একটু তন্দ্রার ভাব এসেছে। এমন সময় শুনেন হর্ষধ্বনি,আনন্দ, শোরগোল।



মহান সক্রেটিস বিশ্রাম বাদ দিয়ে শোরগোলের দিকে এগিয়ে যান। দেখেন শত শত লোক মহানন্দে ভীড় করে দাঁড়িয়ে আছে। সবাই দারুন উৎফুল্ল।তিনি ভাবলেন-কী এমন কান্ড হচ্ছে একবার দেখে আসি। ভীড় ঠেলে সামনে এগুলেন।

উনার চোখ দিয়ে আনন্দের পরিবর্তে অশ্রু দেখা দিলো। শত শত লোক ভীড় করে এক বানরের খেলা দেখছে।



মহান সক্রেটিস বুঝলেন, পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।



হে মহান সক্রেটিস-কী শক্তিময় আপনার পর্যবেক্ষণ। ৩৯৯বিসি পার হয়ে আজ একবিংশ শতাব্দীতেও বানরের খেলার প্রতিই মানুষের আকর্ষণ বেশী।দলে দলে মানুষ সেখানেই ভীড় করে।



তবে, আপনার সাথে দেখা হলে বলতাম, হে সক্রেটিস আপনার দুঃখ করার কিছুই নাই। আপনি কালজয়ী হয়ে গেছেন, আর বানরের খেলোয়াড়ের দল সেই খেলা পর্যন্তই রয়ে গেছে।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২১

মশিকুর বলেছেন:
মাঝে মাঝে মনেহয় বিবর্তনবাদ বিশ্বাস করে ফেলি... বাদর খেলার ধরন পালটেছে কিন্তু আকর্ষণ এতটুকুও কমেনি।

শুভকামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: বাদর খেলার ধরন পালটেছে কিন্তু আকর্ষণ এতটুকুও কমেনি
++++++++++++++++++++++++++++++++++++

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ ভীড় কি বলছেন! শুধু খেলার কথা বলছেন!!!

বানরের হাতে এখন শাসন ক্ষমতা!

পুরা জাতিকে কি খেলই না দেকাচ্ছে!!!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

খেয়া ঘাট বলেছেন: বেশী বলতে নেই ভাই।
আইসিটি এক্টের ৫৭ ধারা আছেনা, ডরডর লাগে।
মেলা ধন্যবাদ ভাই।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খেলাটা বেশ জমে উঠেছে। শনি-রবিবার সরকারি ভাবে হরতাল ঘোষনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

খেয়া ঘাট বলেছেন: জমতে থাকুক, আর আমরা চমকাতে থাকি ভাইজান।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

ঢাকাবাসী বলেছেন: সরকারী হরতাল! মানতেই হবে নাইলে খবর আছে, মনে করবে চেতনার অভাব!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

খেয়া ঘাট বলেছেন: যতবেশী চেতনা, তত বেশি যাতনা।
এ খেলা বুঝা ভীষণ দায়।
অনেক ধন্যবাদ ভাইজান।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

এম আর ইকবাল বলেছেন: মশিকুর বলেছেন:
মাঝে মাঝে মনেহয় বিবর্তনবাদ বিশ্বাস করে ফেলি... বাদর খেলার ধরন পালটেছে কিন্তু আকর্ষণ এতটুকুও কমেনি।

বিবর্তনবাদ কি খেমে আছে ।
এই যে আমরা উচ্চফলনশীল শস্য উঃপাদন করছি,
মাছ, মুরগী গরুতে উচ্চ উৎপাদনের জন্য যে পরির্বদন আনছি
এটা তো এক ধরণের বিবতর্ন ।

হয়তো আগে বিবর্তন হতো প্রকৃতির নিয়মে
এখন হয় মানুষের চেষ্টায় বা অনিয়মে ।

প্রকৃতির নিয়মে সক্ষমরা টিকে থাকবে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

খেয়া ঘাট বলেছেন: আর মানবিক নিয়মে অক্ষমদেরও টিকিয়ে রাখতে হবে।
ধন্যবাদ ইকবাল ভাই।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমারা কি গ্যালারীতে বসবো বানরের খেলা দেখার জন্য !
নাকি আমাদের গ্যালারী ছেড়ে যাবার রাস্তা বন্ধ ??

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: এখন এমন অবস্থা অভি ভাই, কইতে তো লজ্জা লাগে।
খেলা কি আমরা বানরের দেখবো, নাকি বানরই এখন আমাদের খেলা দেখবে??? কী মনে হয়???

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কমেন্ট দেখার পর নিজের লেজ খুজতেছি :P :P
আমার টা নাই , আপনের টার কি অবস্থা ;) ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

খেয়া ঘাট বলেছেন: আমারটারও আপনার মতোই অবস্থা ।
লেজ থাকলেই বরং ভালো হতো। কাজ কামেতো ঐ রকমই ।

তবে আপনি পরিবেশ বন্ধুকে নিয়ে যে ভিডিও ক্লিপটি করেছেন, ব্লগজাতি আপনাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। উনাকে নিয়ে অনেকের যে ধারণা ছিলো তা আপনি পাল্টে দিয়েছেন। প্রশ্নগুলো খুবই সুন্দর ছিলো, কিন্তু কোনো বাড়াবাড়ি ছিলোনা। হ্যাটস অফ টু ইউ ভাই।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

শুঁটকি মাছ বলেছেন: এত্ত বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। /:) /:) /:)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: আপনার দীর্ঘশ্বাসের সাথে আমারটাও যোগ করে নিবেন, কেমন??
মুরগি'র ভাগ বাটোয়ার কি শেষ হলো????

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: ভাই, বানরের খেলাটার সাথে সাথে তার দর্শকও কালজয়ী হয়ে গেছে !!!
যত দিন মানুষ আর বানর আছে ততদিন খেলা চলবেই !!! আর দর্শক? সেটারও অভাব হবে না কোনদিন !!!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: দারুন মন্তব্য ,একেবার ফাটিয়ে দিয়েছেন সুকান্ত দা।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

না পারভীন বলেছেন: কি যে বলবো বুঝতে পারছিনা . :-&

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: কি আর বলবেন ডাক্তার আপা।
বিনে পয়সায় খেলাই দেখে যান। !:#P !:#P !:#P !:#P

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: দারুণ বলেছেন ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।
আমার একটা ভুল ধারণা আপনি ভুল প্রমানীত করলেন। আপনি মানুষ হিসাবে অনেক সৎ এবং মহত। সরাসরি বললাম, কিছু মনে নিয়েন না।
আপনাকে আরেকবার ধন্যবাদ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

মনিরা সুলতানা বলেছেন: খেলা এখন ধ্বংসে পথে আছে...

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৮

খেয়া ঘাট বলেছেন: একেবারে সত্য কথা বলেছেন আপুনি।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১

সোজা কথা বলেছেন: হাহাহা।সুন্দর উদাহরণসহ সহজ উপস্থাপন।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই, অনেক শুভকামনা রইলো।
সহজভাবে সোজা কথা মানে আপনাকেই বলে দিলাম আরকি।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯

ভাইটামিন বদি বলেছেন: ...দর্শকের রূচি'র পরিবর্তন যতদিন হবে না বানর নাচ ততদিনই চলবে!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৯

খেয়া ঘাট বলেছেন: রুচির পরিবর্তন কী আদৌ হবে বলে মনে করেন?? বদি ভাই???

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

মঞ্জুরে খোদা টরিক বলেছেন: সব সময় ও বিষয়ের জন্যই একটি ভাল উদাহরণ.. ধন্যবাদ

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫১

খেয়া ঘাট বলেছেন: যথার্থই বলেছেন ভাই।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: বাদরদের সবাই পছন্দ করে। হোক মানুষ বাদর কিংবা প্রাণী বাদর। খেলাটি কে উ পছন্দ না করলে কবে বিলুপ্তি ঘটত। সক্রেটিসরা তো কাঁদবে ই।


তবে সক্রেটিস কালজয়ী হয়ে গেছে।




বানরের খেলোয়াড়ের দল বানরই রয়ে গেছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: বাদরদের সবাই পছন্দ করে। হোক মানুষ বাদর কিংবা প্রাণী বাদর। খেলাটি কে উ পছন্দ না করলে কবে বিলুপ্তি ঘটত। সক্রেটিসরা তো কাঁদবে ই।
আর এ খেলা চলতেই থাকবে, আর মানুষ সেখানেই ভীড় করবে।
ভালো আছেন ভাই???

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: দেখবেন একজন প্রতিষ্ঠিত দুষ্ট লোকের বন্ধুর অভাব নেই।

অথচ ভদ্রলোক অনেক সময় নিঃসঙ্গ আর দূর্বল । :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

খেয়া ঘাট বলেছেন: একেবারে ঠিক বলেছেন। সুন্দর এবং গভীর পর্যবেক্ষণ সেলিম ভাই।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আপনার সাথে দেখা হলে বলতাম, হে সক্রেটিস আপনার দুঃখ করার কিছুই নাই। আপনি কালজয়ী হয়ে গেছেন, আর বানরের খেলোয়াড়ের দল সেই খেলা পর্যন্তই রয়ে গেছে।

নির্মম, কঠিন আর বড় সত্য!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: নির্মম, কঠিন আর বড় সত্য!
জ্বি আদনান ভাই। এটাই সত্য।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার কথাগুলো্ই আমারও কথা হয়ে থাকলো।

এত্ত রস কই পান ভাই,
ঠিকানা জানবার চাই :P

অনেক শুভেচ্ছা রইলো, প্রিয় খেয়া ঘাট ভাই :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

খেয়া ঘাট বলেছেন: ঠিকানা তো দেয়াই আছে ভাই।
ঠিকানা হলো খেয়াঘাট। খেয়াঘাটে চলে আসেন। !:#P !:#P !:#P

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

সংগ্রামী মন বলেছেন: geya to luv nai nouka bondo :P

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

খেয়া ঘাট বলেছেন: নৌকা বন্ধ হলেতো আরো সুবিধা, ঘাটে বসেই গুলতানি করা যাবে। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.