নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

শ্রেষ্ঠ শিশুশিল্পীর মুকুট মাথায় নেয়া সেই শফিক শায়েদ আজ ইন্ডিয়ার এক অখ্যাত অটোরিকসা ড্রাইভার।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫০





হিন্দী ছবির এক নক্ষত্র মীরা নায়ার পরিচালিত ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত Salaam Bombay ছবিটি রিলিজ হওয়ার পর যারাই ছবিটি দেখেছেন তারা চোখের পানি ধরে রাখতে পারেননি।



মানুষ অঝোরে কেঁদেছে।থিয়েটার থেকে অশ্রুসিক্ত নয়নে বের হয়নি এমন মানুষের সংখ্যা ছিলো সত্যিই কম। বিশেষ করে ১২ বছর বয়সের Shafiq Sayed এর অসাধারণ অভিনয় মুভিপ্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।

আজ ছবিটি দেখে আমার শরীরের রোম বারবার কাঁটা দিয়ে ওঠেছে।আর শেষ করার পর খুঁজতে লাগলাম কে এই অসাধারণ শিশুশিল্পী।মনে হলো এর বুঝি পৃথিবীতে জন্মই হয়েছে অভিনয়ের রাজমুকুট মাথায় নিয়ে চলচিত্র দুনিয়ার সম্রাট হওয়ার জন্য।



আর তারঁ এই তাক লাগানো জীবন্ত অভিনয়ের অসাধারণ কারিশমা শফিক শায়েদকে ১৯৮৮ সালের সেরা শিশুশিল্পীর মুকুট এনে দেয়।





শেষ দৃশ্যটি যদি কারো আরেকবার মনে আসে, তবে বুঝতে পারবেন কী ভাগ্য বিড়ম্বিত জীবন নিয়ে ওর জন্ম। ভাবতে অবাক লাগে ওর সত্যিকারের জীবনটাই সালাম বম্বে হয়ে গেলো। লাঠিমের মাঝে সুতো প্যাঁচানোর মতো তার সত্যিকারের জীবনটাই যেন আজ প্যাঁচিয়ে গেছে।



শ্রেষ্ঠ শিশুশিল্পীর মুকুট মাথায় নেয়া সেই শফিক শায়েদ আজ ইন্ডিয়ার এক অখ্যাত অটোরিকসা ড্রাইভার।





খ্যাতির চমক যেন বিদ্যুতের মতো এসে শেষ রাতের প্রদীপ সলতের মতো নিভে গেছে শুধু জ্বালানির অভাবে।



অনেকদিন পর তার আগের অসাধারণ অভিনয় শৈলীর সাথে আজকের ছবি মিলাতে গিয়ে আবার অশ্রুসিক্ত হলাম।সেদিন ছিলো চোখে মুগ্ধতার অশ্রু আর, আজ শুধু বেদনার অশ্রু।

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৮

রাজসোহান বলেছেন: জীবন এমনই। নিজের জীবন দিয়েই প্রমাণ। খারাপ লাগে, অবাক লাগে না। জীবন যে এমনই!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

খেয়া ঘাট বলেছেন: আসলেইরে ভাই জীবন এমনই।
তবে আপনিতো আমার বেশ কৌতুহল বাড়িয়ে দিলেন।
নিজের জীবন দিয়েই প্রমাণ। - ভালো আছেনতো ভাই????

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৮

উদাস কিশোর বলেছেন: এদের জীবনের সবচেয়ে বড় ভুল , গরীবের ঘরে জন্ম নিয়ে :'(

২৮ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

খেয়া ঘাট বলেছেন: কিন্তু বুঝলামনা, এই শিশুশিল্পীর দিকে আর কেউকি এতটুকু নজর দিলোনা।
এভাবেই ঝরে গেলো???

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬

মামুন রশিদ বলেছেন: আবার অশ্রুসিক্ত হলাম, মুভিটা দেখার পর যেমন হয়েছিলাম ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০২

খেয়া ঘাট বলেছেন: এ কেমনতরো মানুষের জীবন!!! আজ সারাদিন এ ব্যাপারটাই চিন্তা করছি মামুন ভাই।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: তার আরেকটা মুভি আছে "পাটাং", সেটাতে সে শ্রেষ্ঠ শিশুশিল্পীর ন্যাশনাল এওয়ার্ড পাইছিলো।

সালাম বোম্বে নিয়া অনেক আগে একটা লেখা লিখছিলাম, আজকে সেই লেখাটা সামুতে পোস্ট দিমু ভাবছি

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪

খেয়া ঘাট বলেছেন: পাটাং এর কথা জানতামনা ভাই। আপনার পোস্টটা দেখলাম। খুবই ভালো লেগেছে। ঐ লিস্টের সবগুলো ছবিই আমার দেখা। সেজন্যই আরো বেশী ভালোলাগলো। ধন্যবাদ মাসুম ভাই।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

ঢাকাবাসী বলেছেন: তৃতীয় বিশ্বে এটা খুব অস্বাভাবিক না। নোংরা রাজনীতি, পরশ্রীকাতরতা প্রতিযোগিতা এসবই এগুলোর সৃস্টি করে!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: ঢাকাবাসী বলেছেন: তৃতীয় বিশ্বে এটা খুব অস্বাভাবিক না। নোংরা রাজনীতি, পরশ্রীকাতরতা প্রতিযোগিতা এসবই এগুলোর সৃস্টি করে!
অনেক সময় একটা নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখতে হয়। যেখানে তেল জিনিসটা খুবই দরকার।

টিভিতে আমার লিখা একটা নাটক প্রচারিত হওয়ার পর যেটা আরো ভালো করেই বুঝেছি। এই সমাজে মেধার চেয়ে তেলের ক্ষমতা বেশী।

ভালো থাকবেন ভাই।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

মশিকুর বলেছেন:
দুঃখজনক!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

খেয়া ঘাট বলেছেন: আসলেই খুব দুঃখজনক ভাই।
ঠিকঠাক লাইন পেলে হয়তোবা আজ অনেক বড় সুপারস্টার হয়ে যেতো।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: দুঃখজনক! :( :(

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই, খুব বেশী দুঃখজনক।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

আমিনুর রহমান বলেছেন:


দুঃখজনক :(


মাটির ময়নার 'আনু' এখন পান বেচেন

‘মাটির ময়না’র আনু এখন সীতাকুণ্ডের পান দোকানি

'মাটির ময়না'-এর আনু এখন পান দোকানদার


২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে ।
কী অবস্থা । আমিতো আপনার দেয়া ছবিগুলো থেকে চোখ সরাতে পারছিনা। দেখছি আর ভাবছি।
কিছুদিন আগে কোনো এক পত্রিকায় দেখেছিলাম, অনেক আগের বাংলা ছবির এক নায়িকা নাকি এখন ভিক্ষা করে জীবন কাটান। ঠিক নামটা মনে করতে পারছিনা। জীবন এমন কেনো???

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সালাম বোম্বে মুভি নিয়ে একটা জগাখিচুড়ী পোষ্ট দেখতে পারেন

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: দেখলাম ভাই।
জগাখিচুড়ী কেন বলছেন,
আর ঠিকঠাক যদি খিচুড়ী হয়, তবে কিন্তু অনেক উপাদেয় হয়।
সুন্দর পোস্ট ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমরা কিছুই করতে পারি না। আমরা প্রতিভায় অবক্ষয় দেখতে পারি, প্রতিভাকে সামনে তুলে আনতে পারি না। তেলাতেলির যুগে তারাই টিকে থাকে, যাদের তেল মারার ক্ষমতা আছে। হয়ত এই ক্ষমতায় অক্ষম হওয়াতে ওর এই অবস্থা।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমরা কিছুই করতে পারি না। আমরা প্রতিভায় অবক্ষয় দেখতে পারি, প্রতিভাকে সামনে তুলে আনতে পারি না। তেলাতেলির যুগে তারাই টিকে থাকে, যাদের তেল মারার ক্ষমতা আছে। হয়ত এই ক্ষমতায় অক্ষম হওয়াতে ওর এই অবস্থা।এগুলো একেবারে আমার মনের কথা ভাই।
++++++++++++++++++++++++++++++++++++

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আসলে এটা দুঃখ জনক হলেও সত্যি। এটাতো গেল প্রতিষ্ঠার ব্যাপার। প্রতিষ্ঠিত অনেক তারকা আমাদের দেশে অনাদরে অবহেলায় ঝরে যায়। শেষ বয়সে তাদের খবর নেয়ার কেউ থাকে না। সেটা আমার কাছে আরও প্যাথেটিক মনে হয়।

প্রফশনাল ব্যাপার চিন্তা করলে সরকারি কর্মকর্তাদের হিংসে করবে অনেকেই। জীবন কেটে যায় বিলাসবহুল চেয়ারে বসে ঘুমিয়ে আর অপরের উপর থবরদারী করে ।বিশাল একখান ভূড়ি নিয়ে। জব সিকিউরিটি ও দারুণ।


আর আমাদের দেশে প্রতিভার পরিচর্যা হয় না । পোস্ট পড়ে জানা গেল ইনডিয়াতেও একই উদাহরণ আছে।

কী আর বলবো?

কত ফুল ঝরে পরে অনাদরে অবহেলায়
আমাদের এ বসুন্ধরায়
তাতে এ পৃথিবীর কি আসে যায়?

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: কত ফুল ঝরে পরে অনাদরে অবহেলায়
আমাদের এ বসুন্ধরায়
তাতে এ পৃথিবীর কি আসে যায়?
ঠিক ঠিক বলেছেন কবি ভাই।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিনা , কেন যে সে কাপুর পরিবারে জন্ম নিলনা ! আফসোস !

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: কাপুর পরিবারে জন্ম হলে আজ পৃথিবী দাপিয়ে বেড়াতো। এখানেই হেরে গেছে শফিক সায়েদ। বড়ই দুঃখজনক।

অনেক ধন্যবাদ অভি ভাই।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কেমন যেনও !

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

খেয়া ঘাট বলেছেন: মন খারার করা , তাইনা???

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

আলোর পরী বলেছেন: প্রতিভার সাথে আজকাল পয়সাও জড়িত হয়ে গেছে । পড়ে খারাপ লাগলো :(

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

খেয়া ঘাট বলেছেন: পয়সা, তেল, নেটওয়ার্ক সবকিছুই জড়িত আপু,।
শুধু মেধা থাকলেই মনে হয় বেশীদূর আগানো যায়না।

বিনীত ধন্যবাদ রইলো। ভালো থাকবেন।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

শাহরিয়ার26 বলেছেন: এইটাই জিবন।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: এমনিও ওদের দুঃখগাঁথা জীবনরে ভাই।
অনেক ধন্যবাদ ।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

এ কে এম রেজাউল করিম বলেছেন: দুখজ্জঙ্ক। সমবেদনা ও ভালোবাসা র'ল বাকী জীবনের জনয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: ভালোবাসা রইলো বাকি জীবনের জন্য।
জীবনে আর রইলো কী!! অটোরিক্সায় যাত্রী বহন করেইতো মনে হয় এ জীবন পূর্ণ হবে।
শুভকামনা রইলো আপনার জন্য।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

সুমন কর বলেছেন: দুঃখজনক!! আসলে তাঁর পরিবারের কোন সদস্য কেউ মুভি পাড়াতে ছিল না!! তাই এটাই তার ভাগ্য !!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

খেয়া ঘাট বলেছেন: এটাও একটা কারণ।
মনে হয় ঠিকঠাক সবার সাথে যোগাযোগটা ধরে রাখতে পারেনাই।
আজকাল মেধার পাশাপাশি কৌশলিও হতে হয় ভাই। তেলপানিও থাকতে হয়।

ধন্যবাদ সুমন ভাই।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

আছিফুর রহমান বলেছেন: দুঃখজনক! :( :(

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

খেয়া ঘাট বলেছেন: আসলেইরে ভাই।
অনেক ধন্যবাদ আছিফ ভাই।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫

না পারভীন বলেছেন: আপনারা সবাই খুব নরম দিলের মানুষ .

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

খেয়া ঘাট বলেছেন: হয়তোবা।
অনেক ধন্যবাদ ডাক্তার আপা।

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

জুন বলেছেন: এছাড়াও বিভিন্ন রিয়েলিটি শো এর তারকাও কিছু দিন আকাশে জ্বল জ্বল করে জ্বলে উঠে তারপর শেষ। সত্যি দুর্ভাগ্যজনক খেয়াঘাট।
+

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

খেয়া ঘাট বলেছেন: কিন্তু একেবারে স্ট্রীটে গিয়েই জীবন শেষ। সেটাই খারাপ লাগলো।
ধন্যবাদ আপু।

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

শুঁটকি মাছ বলেছেন: এইটাই হয়তো নিয়তির পরিহাস!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

খেয়া ঘাট বলেছেন: সেটাই।
মুরগীর খবর কি??? খাওয়া কি শেষ হলো। নাকি এখনো গ্রীলে পুড়ছে??

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দুঃখজনক। মানুষের জীবনে যারা আনন্দ নিয়ে আসে, তাদের জীবন নাকি সুখের হয় না। বিষয়টি নিশ্চয়ই কুসংস্কার, কিন্তু মনে ঠিকই নাড়া দেয়।


আশির দশকের এক বাংলাদেশি নায়িকাও এখন পথের কাঙ্গাল। নামটি ঠিক মনে করতে পারছি না। সেদিন একটি অনলাইন পত্রিকায় পেলাম। অন্য কোন ব্লগার হয়তো বিষয়টি আরও জেনে থাকবেন।

শুভেচ্ছা খেয়াঘাট ভাই :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

খেয়া ঘাট বলেছেন: উনার সম্পর্কে আমিও পড়েছিলাম মইনুল ভাই।
খুবই দুঃখজনক।

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

গৃহ বন্দিনী বলেছেন: এশিয়ান দেখেই বেচারার কপাল খারাপ। উচ্চবংশ পরিচয় না থাকায় বেচারা এখন অটোর ড্রাইভার। ইউরোপ আমেরিকাতে জন্মালে হয়ত আজকে সফিয়া লরেনদের মত লিজেন্ড পর্যায়ে না গেলেও অ্যাট লিস্ট অটো চালিয়ে জীবন বাচানো লাগত না ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

খেয়া ঘাট বলেছেন: জ্বি আপু। খুব সুন্দর এবং সত্য কথাটিই বলেছেন।
খুবই দুঃখজনক।
অনেক শুভকামনা রইলো।

২৪| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:১০

হাসান মাহবুব বলেছেন: ছবিটা দেখলাম আজকে। ছবি দেখার পর মন খারাপ হয়েছিলো শফিক সায়েদের বর্তমান অবস্থা জেনে আরো খারাপ লাগলো।

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

খেয়া ঘাট বলেছেন: ঠিক তাই ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.