নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনে জিতার এক অব্যর্থ ফরমুলা। ভেরী স্মার্ট পান বেপারী চাচা।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

হাইস্কুলে পড়াকালীন স্কুল পরিচালনা পরিষদের একটা নির্বাচন হতো। আর ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচন করা হতো।

তো শুনলাম একজন একেবারে অখ্যাত ব্যক্তি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। পেশায় পান ব্যবসায়ী। উনার পড়ালিখাও তেমন ভালো না।



নির্বাচনের দিন গনিয়ে আসছে।অন্য প্রার্থীদের স্কুলে আনাগোনা বেড়ে গেলো। সবাই বেশ পরিচিতমুখ। আমাদের টিফিনে প্রতিদিন একেক ভাইয়ের সৌজন্যে খাবারের আয়োজন। পরেরদিন আবার আরেকভাইয়ের সৌজন্যে খাবারের আয়োজন। বেশ উৎসব উৎসব ভাব। আমরা গরম গরম চা, বিস্কুট,কেক, পেস্ট্রি পাই এতেই খুশি।



কিন্তু পান ব্যবসায়ী চাচাকে একদিনও স্কুল প্রাঙনে দেখা গেলোনা। একদিন লান্চের খাবারও দিলেন না। নির্বাচনে জয়লাভের জন্য কোনো প্রচারণা ,কোনো প্রকার মিটিং ও করলেন না। একদিন ভোট চাওয়ার কোনো লিফলেট ও দেখলামনা।



আমরা বড় ক্লাসের ছাত্ররা মিলে উনাকে নিয়ে হাসাহাসি করতাম। উনি এরকম গোহারা হারার জন্যই কি তবে নির্বাচনে দাঁড়ালেন।

ইলেকশান হলো। ভোট গণনা হলো। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঐ পান ব্যবসায়ী চাচা স্কুল ইতিহাসের সবচেয়ে বেশী ভোটে জয়লাভ করলেন। সবাই একেবারে চমকে ওঠলো। ঘটনাটা কী হলো?



কিন্তু এই অপ্রত্যাশিত জয়লাভের পিছনের কারণ টা কি? এবার সেটাই বলছি।

ছেলেমেয়েরা সবাই যখন স্কুলে চলে আসতো। ঘরের কর্তাব্যক্তিরা যার যার কাজে ঘর থেকে বের হয়ে যেতো। আর দুপুর যখন থাকতো একেবারে শুনশান নীরব। তখন উনি একটি খাতা, সুন্দর একটি কলম নিয়ে এলাকার সব অভিভাবকদের ঘরে যেতেন।



ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ঐ বাড়ির যে ছেলে অথবা মেয়ে স্কুলে পড়ে তার নাম নিয়ে বলতেন, ওমুকের আম্মা আমার মা জননী কি বাড়ি আছেন?

তখন মা দরজা খুলে যখন বের হয়ে আসতেন, পান বেপারি চাচা সালাম দিয়ে খাতা আর একটি কলম উনাকে দিয়ে বলতেন,

এইখাতা আর কলমটি আপনার সন্তানকে দিবেন। এটুকু বলেই উনি অন্য ঘরের দিকে পা বাড়াতেন। কোনো ভোট চাওয়া চাওয়ি নেই।



এরপর স্কুল ছুটির পর যখন ছাত্ররা সব যার যার বাসায় ফিরে আসতো। তখন মা খাতা আর কলম সন্তানের হাতে তুলে দিতেন।

ছেলেমেয়েরা জানতে চাইলে মা বলতেন- পান বেপারি চাচা তোদেরকে দিয়েছে।



এরপর রাতে বাপ বাসায় ফিরলে, সন্তানেরা বাপকে বলতো, বাবা তোমার ভোট তুমি অন্য পদে যাকে খুশি দিবার দাও কিছু বলবোনা।তবে মনে রাখবা পান বেপারী চাচা যেন উনার পদে একটা ভোট পায়।

















মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

পাঠক১৯৭১ বলেছেন: পান বেপারী পড়ালেখার সুযোগ পেয়েছিল কিনা কে জানে, তবে তিনি পড়ালেখার প্রতি অনুরাগী ছিলেন বলে মনে হয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

খেয়া ঘাট বলেছেন: ঠিকই বলেছেন। একেবারে অতি উত্তম পর্যবেক্ষণ।
আপনি পাঠক বলেই মনে হয় বুঝতে পেরেছেন ভাইজান।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

তন্ময় ফেরদৌস বলেছেন: ইন্সপাইরেশনাল

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন: আসলেই,
মেধা কাকে বলে। ঠিক জায়গায় উনি কত সহজে পৌঁছাতে পেরেছেন।
বুঝতে পেরেছেন কোথায় স্পর্শ করতে হবে।
ধন্যবাদ তন্ময় ভাই।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

সায়েম মুন বলেছেন: পান ব্যাপারীর ভাবনার প্রশংসা করতেই হয়। অপটিমিস্টক গল্প।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

খেয়া ঘাট বলেছেন: অপটিমিস্টক গল্প।
চাচার খুব জটিল বুদ্ধি তাইনা মুন ভাই???

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পড়ে ভাল লাগল।


বর্তমানে আমাদের রাজনীতিবিদ দের যে গুন তাতে ছেলেমেয়েরা আতংকিত থাকে আমার বাবা বাইরে থেকে সহি শালামত ফিরে আসবে তো ?

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: ছেলেমেয়েরা আতংকিত থাকে আমার বাবা বাইরে থেকে সহি শালামত ফিরে আসবে তো ??
কী ভয়াবহ অবস্থা ভাই?? কবে এর শেষ হবে?

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: প্রসংশনীয় কৌশল।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: আসলেই ভাইজান।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ছোট্ট গল্প কিন্তু শক্তিশালী ম্যাসেজ । সততা আর ধৈর্য আর সত্যিকারের সমাজসেবার মানসিকতা থাকলে, চটকদার বিজ্ঞাপনের দরকার হয়না , কর্মই কথা বলে ।

ভালো অনেক অনেক ভাইয়া । শুভেচ্ছা জানবেন । :)


(অপ্রাসঙ্গিক কথা - আমি এখনও রাবিন্দ্রিক মেয়ের অপেক্ষায় আছি )

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

খেয়া ঘাট বলেছেন: আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ছোট্ট গল্প কিন্তু শক্তিশালী ম্যাসেজ । সততা আর ধৈর্য আর সত্যিকারের সমাজসেবার মানসিকতা থাকলে, চটকদার বিজ্ঞাপনের দরকার হয়না , কর্মই কথা বলে ।
চমৎকার বলেছেন আদনান ভাই। আপনার মন্তব্যে একগুচ্ছ লাইকস।

হাহহাহা।
ঐটা আসলে লিখা আছে। কিন্তু মাথার ভিতরে এতো কিছু গিজ গিজ করে তাই মাথাটা সাথে সাথে হালকা করে নেই।

মেলা ধন্যবাদ ভাইয়া।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

মামুন রশিদ বলেছেন: কৌশল বলি আর বিদ্যার প্রতি অনুরাগ বলি, দুটোই ভালো ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

খেয়া ঘাট বলেছেন: হাহাহা। একেবারে মামুনীয় কমেন্ট।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: ক্রিয়েটিভ প্রচারণা।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

খেয়া ঘাট বলেছেন: আসলেই প্রিয় হাসান মাহবুব ভাই।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

বেলা শেষে বলেছেন: খেয়া ঘাট Brother, Assalamualikum, your writing is easy but strong-intelectual, in the meantime i had to study it more then few time.....you are a first class Blogger, good organised writer, very popular, very sweet artist. I have also Need a book & pencil but from you! Thenk you very much with my respect!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: ঠিক আছে ভাইজান। আপনাকে একদিন সুন্দর দেখে একটা খাতা আর কলম দিবো।

সেই খাতায় আপনি এই মন্তব্যটা আরেকবার লিখে দিবেন। আমি তা আমার ঘরে বাঁধিয়ে রাখবো। বিশাল একটা অনুপ্রেরণা দিয়ে গেলেন ভাই।

অনেক শুভকামনা রইলো বেলা শেষে ভাই।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

বেলা শেষে বলেছেন: ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ঐ বাড়ির যে ছেলে অথবা মেয়ে স্কুলে পড়ে তার নাম নিয়ে বলতেন, ওমুকের আম্মা আমার মা জননী কি বাড়ি আছেন?
তখন মা দরজা খুলে যখন বের হয়ে আসতেন, পান বেপারি চাচা সালাম দিয়ে খাতা আর একটি কলম উনাকে দিয়ে বলতেন, ....।


...I am not worry if i had Need to kiss his feet!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

খেয়া ঘাট বলেছেন: চোখে পানি এসে গেলো ভাই।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

ঢাকাবাসী বলেছেন: উনার কৌশলটা খুব ভাল ছিল আর ভোটাররা ছিল ভাল। এখন পানওয়ালা ভয়ংকর খারাপ আর ভোটাররা প্রায়ই ভাল না, সহজেই বিক্রী হয়!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। আর ঐটা তো ছিলো স্কুলের ইলেকশান।
এরপর সন্তানই যখন প্রচারণা চালাবে তখন বাপ কি আর সন্তানের কথা ফেলে দিতে পারবে? কৌশলটাতো সেখানেই।

অনেক শুভকামনা ঢাকাবাসী ভাই।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

বোধহীন স্বপ্ন বলেছেন: লোকটা আসলেই স্মার্ট ছিল বলতেই হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২

খেয়া ঘাট বলেছেন: ঠিক জায়গায় ঠিক কাজটি করেছেন ভদ্রলোক, তাইনা
ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

সায়েম মুন বলেছেন: আমাদের রাজনৈতিক অঙ্গনে এরকম সুবুদ্ধিসম্পন্ন এবং বিচক্ষণ ব্যক্তিদের অভাব। যারা আছেন। তারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। কিছু যে নাই তা নয়। তারা মূলস্রোতে টিকে থাকতে পারেন না।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: কিছু যে নাই তা নয়। তারা মূলস্রোতে টিকে থাকতে পারেন না।
একেবারে ঠিক কথা বলেছেন মুন ভাই।
দুজনের ছবি দেখলাম। অনেক শুভেচ্ছা, শুভকামনা ভাই।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

জুন বলেছেন: পানওয়ালার নির্বাচনী প্রচারনার নতুন কৌশলটি বেশ অভিনবত্ব আছে। সেই সাথে খেয়াঘাটের লেখার কৌশল মিলিয়ে অনাবদ্য পোষ্ট।
+

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: জুন আপুর অনবদ্য প্রশংসা পেয়ে আমারও ভালো লাগিলো।
হাহাহাহহাহা।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার স্ট্রাটেজি। লেখাটাও ভাল হয়েছে। সুন্দর

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ কবি ভাইজান। অনেক শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.