নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের জীবনের গল্প

০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০১

বছরের শেষদিন আজ ।মৃদু কাঁকনের শেষ শব্দও যেন হারিয়ে গেছে।শুধু শোনা যাচ্ছে যেন নতুন এক কঙ্কনের সুর। ভিন্ন রকমের এক আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে হলরুম।



আশাবাদী,নৈরাশ্যবাদী মানুষের উৎকন্টার শেষ নাই। কে এই ম্যাজিকম্যান? যিনি কথা দিয়ে মানুষের জীবনকে পরিপূর্ণ করে দেন। কী এমন আছে উনার কথায় যে মানুষ মন্ত্রমুগ্ধ হয়, তন্ময় হয়ে উনার কথা শুনে।জীবন সম্পর্কে কী বলবেন আজ এই বৃদ্ধলোক?



পুরা হলরুমে পিনপতন নীরবতা।সৌম্য, শান্ত, বিনম্র,দীপ্তিমান চেহারার পৌঢ় লোকটি হলরুমে প্রবেশ করলেন।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে বললেন, আজ বছরের শেষদিন। কাল নতুন বছর শুরু হবে। আমার আর তেমন কিছুই বলার নেই। তারপর ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডর ওপর লিখলেন,

"Lifeisnowhere"



এ কথাটি লিখেই চেয়ারে এসে বসলেন। সবাই এখন আরো বেশী চুপচাপ।পৌঢ় লোকটি কি লিখতে গিয়ে কি লিখলেন?



তারপর, দর্শক সারি থেকে একজনকে ডেকে নিয়ে বললেন,

ব্ল্যাকবোর্ডের উপর লিখা অস্পষ্ট শব্দটি ভালো করে লিখতে।

লোকটি মনদিয়ে কয়েকবার পড়ে লিখলো,

Life is nowhere.



উনাকে আসনে গিয়ে বসতে বললেন। আরেকজন লোক আসলো। উনিও

মনোযোগ দিয়ে পড়ে লিখলেন-Life is nowhere.



এবার উনি দাঁড়ালেন। একটু হেঁটে স্টেজের আরো সামনে আসলেন। তারপর

দর্শকদের দিকে চেয়ে শান্তভাবে বললেন-উনাদের কথা ঠিক আছে।

তবে শব্দটি চাইলে এভাবেও লিখা যায়- "Life is now here."



জীবনের অক্ষরগুলো কীভাবে সাজিয়ে নিবেন তা একান্তই আপনার নিজের ইচ্ছার উপরই নির্ভর করে।



L=Love হতে পারে আবার Lust ও হতে পারে।ঠিক তেমনি,

I=Inspiration হয়, আবার Irritation ও হয়।

F=Friend ও ভাবতে পারেন অথবা Foe

E=Energize অথবা Enigma.

সাজানোর দায়িত্বটা কিন্তু একান্তই আপনার।



Love=একটাই জীবন পেয়েছেন। এ জীবনকে সবচেয়ে বেশী ভালোবাসুন।

Inspiration=জীবনকে ভালোবাসার জন্য অনুপ্রেরণা বড় বেশী দরকার।

Friend=নিজের জীবনকে ভালোবেসে যখন অনুপ্রেরণা দিবেন প্রতিনিয়ত, দেখবেন এ জীবন আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে গেছে।

Energize=বন্ধু হিসাবে যে জীবন পেলেন তাকে এনার্জাইজ করুন। দেখবেন এই বন্ধু আর ক্লান্ত হবেনা। জীবনে তখনই পরম শান্তি পাবেন।



আবার বিপরীত দিকে Lust,Irritation,Foe, Enigma এসব নিয়ে যদি মনে করেন এটাই হলো জীবন।Life is no where-তবে কিন্তু নিজেকে নিজেই ঠকাবেন।নিজের মাঝেই যদি শান্তি তৈরী করতে না পারেন, তবে পৃথিবীর কোথাও শান্তি মিলবেনা।



যতই ধন,সম্পদ, প্রাচুর্য্য, বিত্ত, বৈভব থাকুক আকাশের সীমানার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। তেমনি সীমাহীন সুখ বলেও কিছু নেই।জীবন আপনার কাছেই আছে, ঠিক তেমনি সুখও নিজের কাছেই আছে।



আবারও উনি ব্ল্যাকবোর্ডের কাছে গেলেন।

এবার লিখলেন-Impossible.



তারপর মাইক্রোফোনে দৃঢ় কন্ঠে বললেন-এতোক্ষণ যা লিখলাম, যা বললাম তা কি আসলেই --Impossible. ?



এরপর বললেন- এই শব্দটা ভালো করে দেখুন। কিছু বুঝা যায় । এই Impossible শব্দটি ভুলে যান। আর এই শব্দের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী বাক্য- "I m possible."



আশাকরি নতুন বছরে মন থেকে মহৎ যা কিছু চাইবেন,তাকেই সম্ভব করে তোলবেন।এই হোক নতুন বছরের প্রত্যাশা। শুভহোক, শ্বাসত সুন্দর হোক, মহিনমান্বিত হোক সবার জীবন।স্বাগতম ২০১৪ সাল।



মন্তব্য ১০৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫০

েফরারী এই মনটা আমার বলেছেন: এ বছরের সবচেয়ে রহমতপুর্ন দিন কোনটি তা জান
Click This Link

০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৩

খেয়া ঘাট বলেছেন: Porlam...thanks

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০

আমিই মিসিরআলি বলেছেন: I m possible

প্রথম ভালোলাগা দিয়ে গেলাম +

নতুন বছরের শুভেচ্ছা !:#P !:#P !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৪

খেয়া ঘাট বলেছেন: Onek donnobad Misir Vai

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
ইন্সপায়ারিং।
নাইস খেয়া ||

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মুন। নিরন্তর শুভকামনা রইলো ভাই।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার অনুপ্রেরণামুলক গল্প ভালো লাগলো ।


নতুন বছরের শুভেচ্ছা ভাইজান !:#P

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা, শুভকামনা প্রিয় মামুন ভাই।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো প্রিয় ঢাকাবাসী ভাই।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

উদাস কিশোর বলেছেন: বেশ তো !

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

খেয়া ঘাট বলেছেন: শুভেচ্ছা রইলো, নিরন্তর শুভকামনা রইলো।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

রাধাচূড়া ফুল বলেছেন: নিজের মাঝেই যদি শান্তি তৈরী করতে না পারেন, তবে পৃথিবীর কোথাও শান্তি মিলবেনা।

যতই ধন,সম্পদ, প্রাচুর্য্য, বিত্ত, বৈভব থাকুক আকাশের সীমানার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। তেমনি সীমাহীন সুখ বলেও কিছু নেই।জীবন আপনার কাছেই আছে, ঠিক তেমনি সুখও নিজের কাছেই আছে।


চমৎকার!

আপনার লেখাটা পড়ে আমার অনেক ভালো লাগল।এরকম কিছু কথা আমার জন্য দরকার ছিল। অনেক ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক বেশী খুশী হলাম প্রিয় রাধাচূড়া ফুল।
অনেক প্রিয় একটা ফুল।
শুভেচ্ছা রইলো, নিরন্তর শুভকামনা রইলো।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , জীবন এখন এখানেই !
প্রিয় খেয়াঘাটের ব্লগে B-) B-) B-)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহাহহাহাহা।
বেশ রসালো মন্তব্য।
অনেক শুভচ্ছা আর শুভকামনা রইলো প্রিয় অভি ভাই।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

শুঁটকি মাছ বলেছেন: দারুন অনুপ্রেরণাদায়ক!!!!!!! :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ প্রিয় শুঁটকি আপু।
মুরগীর ভাগবাটোয়ারা কেমন হলো, নাকি এখনো আগুনে গ্রীল হচ্ছে???

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

কথক পলাশ বলেছেন: দৃষ্টিভঙ্গিই পালটে দিতে পারে অনেক কিছুই।
কি বললাম, তারচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে-কি ভাবলাম।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++
অনেক সুন্দর , চিন্তাজাগানিয়া মন্তব্য পলাশ ভাই।
শুভেচ্ছা রইলো, নিরন্তর শুভকামনা রইলো।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

আমি সাজিদ বলেছেন: বেশ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ প্রিয় সাজিদ ভাই।
নতুন বছরের শুভেচ্ছা, শুভকামনা রইলো.

১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

মাহমুদ০০৭ বলেছেন: অনেক ভালো লাগল ভাই , অনুপ্রেরণামূলক । "I m possible. - আসলেই /। নতুন বছরের শুভেচ্ছা ভাই । :)"

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা, নিরন্তর শুভকামনা রইলো প্রিয় মাহমুদ ভাই।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

সায়েম মুন বলেছেন: অনুপ্রেরণাদায়ক গল্প। অনেক ভাললাগা রইলো। নতুন বছরের শুভেচ্ছা। :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ প্রিয় মুন ভাই।
নিরন্তর শুভেচ্ছা আর শুভকামনা রইলো ভাই।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

চিরতার রস বলেছেন: নিজের মাঝেই যদি শান্তি তৈরী করতে না পারেন, তবে পৃথিবীর কোথাও শান্তি মিলবেনা।

চ্রম খাঁটি কথা। সুথী হওয়ার চাবিকাঠি নিজের কাছেই।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাইজান।
নতুন বছরের নিরন্তর শুভেচ্ছা, শুভকামনা রইলো।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

আমি ইহতিব বলেছেন: সব সময়ের মত সুন্দর কিছু শিক্ষনীয় বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ।

নতুন বছর শুভ হোক।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা, নিরন্তর শুভকামনা রইলো আপু।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

ইখতামিন বলেছেন:
জীবন্ত পোস্ট
++
নববর্ষের শুভেচ্ছা :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই।
অনেক শুভকামনা রইলো, নিরন্তর শুভকামনা রইলো।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

আকিব আরিয়ান বলেছেন: ইন্সপায়ারিং লেখা

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। নতুন বছরের নিরন্তর শুভকামনা। সুখী হোন।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ++++

হ্যাপি নিউ ইয়ার প্রিয় ব্লগার :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও স্নিগ্ধ শুভেচ্ছা আর নিরন্তর শুভকামনা প্রিয় বিথি আপু।

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

লেখোয়াড় বলেছেন:
আমার অত চিন্তা হয় না। কারণ আমি ফল ভোগ করতে চাই না।
হাসি কান্নার সুর চেনা জরুরী।

আপনাকেও নতুন দিনের শুভেচ্ছা।
ভাল থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: হাসি কান্নার সুর চেনা জরুরী।
+++++++++
আপনিও অনেক ভালো থাকুন লেখোয়াড় ভাই।
নতুন বছরের শুভেচ্ছা রইলো অনেক শুভকামনা রইলো

২০| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

অন্তরন্তর বলেছেন:
জীবনবোধের সুন্দর উদাহরন আপনার
ছোট্ট গল্পটিতে।
শুভ কামনা।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই মন্তব্যটি পেয়ে।
নতুন বছরে আরো বেশী ভালো থাকবেন। অনেক শুভকামনা রইলো।

২১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

এয়ী বলেছেন: গল্পে ভালো লাগা রইল সাথে নতুন বছরের শুভেচ্ছা!!!!!! !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা, নিরন্তর শুভকামনা প্রিয় ত্রয়ী।

২২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

বোধহীন স্বপ্ন বলেছেন: উৎসাহ-ব্যাঞ্জক পোস্ট।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ ভাই। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

নাছির84 বলেছেন: অনুপ্রেরণামুলক লেখা। ভাল লাগলো। কিন্তু একটা প্রশ্ন-জীবনের শব্দগুলো সাজানোর দায়িত্বটা কি শুধুই আমার ওপর ?
আমি একজনকে বন্ধু ভাবছি, কিন্তু সে তা ভাবছে না। এক্ষেত্রে 'এফ'তে আমি কি বেছে নেব-ফ্রেন্ড ?
বলতে পারেন, ওই একজন মানুষ কিভাবে বন্ধুত্বের সংজ্ঞাকে পাল্টে দিতে পারে ? জবাব হলো, চুন খেয়ে মুখ পুড়েছে দই দেখলে যে কেউই ভয় পাবে। অর্থাৎ, একবার বেলতলায় গিয়ে ঠোক্কর খেলে প্রতিবারই তার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা থাকে। সেটা আপনি না চাইলেও ঘটতে পারে। কেননা, অপরপক্ষের আচরন এফ'-মানে 'ফ্রেন্ড' বা 'ফো' নির্ধারনের ক্ষেত্রে বড় নিয়ামক। তাই আমার চোখে যে গ্লাসটি অর্ধেক পানিতে ভর্তি,অন্যের চোখে সেই একই গ্লাসটি হতে পারে অর্ধেক খালি !
প্রিয় খেয়াঘাট, দয়া করে ভাববেন না যে আপনার লেখার সমালোচনা করছি। বরং এটা মনে করিয়ে দেয়ার চেষ্টা করলাম, impossible কে আমি চাইলেই i m possible বানাতে পারবো না। যদি পারিপার্শ্বিক সহযোগিতা না থাকে। ঠিক যেভাবে, আপনার এই অসাধারন অনুপ্রেরনামুলক লেখাগুলো কেউ না পড়লে লেখার তাগিদ অনুভব করতেন না......ভাল থাকবেন প্রিয় লেখক।

০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৪

খেয়া ঘাট বলেছেন: আমি একজনকে বন্ধু ভাবছি, কিন্তু সে তা ভাবছে না। এক্ষেত্রে 'এফ'তে আমি কি বেছে নেব-ফ্রেন্ড ?
খুব কঠিন প্রশ্ন করেছেন। তবে এর সহজ একটা সমাধান আছে।
আপনি যাকে বন্ধু মনে করলেন, তিনিও আপনাকে বন্ধু মনে করলেন-তাহলেতো পৃথিবী সহজ হয়ে গেলো,সুন্দর হয়ে গেলো। কোনো জটিলতাই রইলো না। তবে সত্যিকারের জীবনতো এতো সরল না। এখানে নানা রকমের কুটলিতায় ভরপুর।

আমার শ্রদ্ধেয় মা একটা কথা বলতেন,
ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার, সেটা ভালো ব্যবহার না। বরং খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহারই হলো সবচেয়ে উৎকৃষ্টতম ব্যবহার।

একজন লোক আমার সাথে ভালো ব্যবহার করলো, আমিও উনার সাথে ভালো ব্যবহার করলাম। তাতে কি হলো? বরং একজন লোক আমাকে গালি দিলো। পরদিন ঐ লোকের সাথে দেখা হলে সালাম দিলাম।কোশলাদি জিগ্গাসা করলাম। ঐ দিনও হয়তোবা গালি দিলো।
এরপর আবারও আমি আমার মতো আচরণ করলাম। কিন্তু এটা হতে হবে একেবারে ন্যাচারাল। গায়ে পড়ে না, চাপিয়ে ভালো ব্যবহার না।দেখবেন হয়তোবা ঐ লোকই এরপরে সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাবে।

তারপর যদিও কেউ শত্র্রু হিসাবে থাকতে চায়-তো কী আর করা। ওর বৈঠা ওকেই বাইতে দিন।

অনুপ্রেরণা খুবই দরকার। এটা হলো জীবন গাড়ির ফুয়েলের মতো। একেবারে ঠিক বলেছেন, কেউ না পড়লে, মন্তব্য না করলে অনুপ্রেরণা ঠিকিয়ে রাখতে পারতামনা। তবে, লিখার পর একেবারে নিরপেক্ষভাবে,নিজস্ব বিবেচনায় যদি ভালো মনে করি ,এরপর একটা মন্তব্যেও যদি কেউ অনুপ্রেরণা দিয়ে যায়, তখন সেটা অনেকবেশী ভালো লাগে।

আমি আগে তেমন ফেসবুক ইউজ করতাম না। আমার এক বন্ধ এখান বিশ্ববিদ্যালয়ে ইকোনোমিক্স পড়ায়। ও বললো, তোমার লিখাগুলো তুমি ফেসবুকে শেয়ার করতো পারো। এটার ক্ষেত্র অনেক বিশাল।

আমি শেয়ার করলাম। ওমা কেউ তেমন একটা পড়েনা।
এরপর এক ফ্রেন্ড একটা লিংক পাঠালো, বললো-এটা তোমার লিখা না?
দেখলাম সে চুরি করা লিখায় শত শত লাইকস। উনার পাঠকের সংখ্যা অনেক।

তারপর যা বুঝার বুঝে গেলাম ভাই। এই উদভ্রান্ত স্রোত বড়ই বেতালা।
এরপর থেকে কী আর করা, নিজেকে নিজেই অনুপ্রেরণা দিয়ে সামনে চলার পথ তৈরি করে নেই।

সমালোচনা করবেন না কেন, কঠিন সমালোচনা করবেন। এই জিনিস বড়বেশী দরকার।

অনেক কথা বলে ফেললাম। নিরন্তর শুভকামনার রইলো ভাই।আপনার জন্য। এরকম একজন পাঠক হলেই হয়, এরকম একটা অনুপ্রেরণা পেলেই লিখা স্বার্থক মনে হয়।

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

শুঁটকি মাছ বলেছেন: মুরগী তো মনে হয় চোরে নিয়া গেছে। :-/ :-/ :-/

০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৫

খেয়া ঘাট বলেছেন: আহারে! এতো কষ্ট করে রান্না করার পর চুরি হয়ে গেলো। মনে হয়, যে ই রান্না করেছে সেই চুরি করেছে। একাই খেতে চায়।

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

সুমন কর বলেছেন: নতুন বছরকে শুরু করার জন্য আপনার গল্প অনুপ্রেরণা হয়ে থাকবে।

০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। আড্ডাতো বিশাল মিস মারলাম।
নিরন্তর শুভকামনা রইলো নতুন বছরের।

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

সকাল রয় বলেছেন:
খুব খুব ভালো লাগলো।
বেশ দারুন কিছু।
অনেক ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা,অনাবিল শুভেচ্ছা রইলো।

২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

এহসান সাবির বলেছেন: দারুন তো...

+++++

০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১২

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যেরজন্য অনেক ধন্যবাদ ভাই,।
নতুন বছরের একগুচ্ছ অনাবিল শুভেচ্ছা আর নিরন্তর শুভকামনা রইলো।

২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০২

বেলা শেষে বলেছেন: Love=একটাই জীবন পেয়েছেন। এ জীবনকে সবচেয়ে বেশী ভালোবাসুন।
Inspiration=জীবনকে ভালোবাসার জন্য অনুপ্রেরণা বড় বেশী দরকার।
Friend=নিজের জীবনকে ভালোবেসে যখন অনুপ্রেরণা দিবেন প্রতিনিয়ত, দেখবেন এ জীবন আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে গেছে।
Energize=বন্ধু হিসাবে যে জীবন পেলেন তাকে এনার্জাইজ করুন। দেখবেন এই বন্ধু আর ক্লান্ত হবেনা। জীবনে তখনই পরম শান্তি পাবেন।

Respect we can not buy from market-but from Hart- & I have to respect you from my heart. Thenk you very much- & Salam.

০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১২

খেয়া ঘাট বলেছেন: সুন্দর মননশীল কথাগুলোর জন্য অনেক খুশী হলাম ভাই।
নিরন্তর শুভেচ্ছা রইলো।

২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৭

বৃতি বলেছেন: সুন্দর কিছু ভাবনার প্রতিফলন যা অনেককেই উৎসাহ, অনুপ্রেরণা দেবে । নতুন বছরের শুভেচ্ছা খেয়াঘাট ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৩

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও নিরন্তর শুভেচ্ছা রইলো বৃতি আপু।
সুন্দর হোক, শুভহোক ২০১৪ সাল।

৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

অনিকেত রহমান বলেছেন: অনুপ্রেরণামুলক গল্প।। ভালো লাগলো।।

শুভ, শ্বাসত -সুন্দর, মহিনমান্বিত হোক ২০১৪ ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
অনেক শুভকামনা রইলো।

৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

মিমা বলেছেন: ফোন থেকে পড়ে গিয়েছিলাম আগেই।
মন্তব্য করবার সুযোগ পাইনি তাই।

আসলে, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি দিয়েই যেকোনো পরিস্থিতি পাল্টে দেয়া যায়।
নেতিবাচকতা দূরে ঠেলে যেন ইতিবাচক চিন্তা ও জীবনের দিকে আগাতে পারি, নতুন বছরে এটাই কামনা।
২০১৪ সকলের জীবনে, স্নিগ্ধ পরিবর্তন আনুক, এটাই কামনা।

ভালো থাকুন খেয়াঘাট। মুগ্ধপাঠ!

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ আপু। অনেক শুভকামনা রইলো।

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৮

toysarwar বলেছেন: এভাবে অনেকের মত আমিও চিন্তা করতে পারি নাই। এভাবে যে চিন্তা করা যায় তা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ ভাই।
অনেক শুভেচ্ছা রইলো, অনেক শুভকামনা রইলো।

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২

শাহেদ খান বলেছেন: ভাল লাগল পোস্টের কথাগুলো।

মন্তব্য লেখার জন্য স্ক্রল করতে গিয়ে একটা লম্বা কমেন্টে চোখ আটকে গেল। সেখানে লিখেছেন:

"আমার শ্রদ্ধেয় মা একটা কথা বলতেন,
ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার, সেটা ভালো ব্যবহার না। বরং খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহারই হলো সবচেয়ে উৎকৃষ্টতম ব্যবহার।"

খুব দারুণ লাগল কথাটা।

ভাল থাকবেন। শুভেচ্ছা - নতুন বছরের এবং সবসময়ের জন্যও।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো শাহেদ ভাই। মা'য়ের কথাগুলো পড়েছেন জেনে আরো বেশী ভালো লাগলো। আপনার জন্যও অনেক শুভকামনা । ভালো থাকবেন।

৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার লেখা! ইন্সপিরেশান পাব কোথায়? /:)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।
অভিধানে পাবেন ১০০% ভাগ নিশ্চিত !:#P !:#P !:#P !:#P

৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার নাটকটা দেখতে পারিনি, কোন লিঙ্ক থাকলে দেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

খেয়া ঘাট বলেছেন: কোন লিঙ্ক আমিও পাইনি আপু। পরের নাটকের কাজ চলছে। আশাকরি জানাতে পারবো সামনে। এবার কিন্তু আর মিস নাকরবেন।
হ্যাপ্পী নিউ ইয়ার..........

৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮

ইমরান নিলয় বলেছেন: জানা ছিল। তাও গল্পরূপে দেখে ভাল্লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই, অনেক শুভকামনা রইলো।

৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টের কথাগুলো মন ছুঁয়ে গেল,,,,,,,,,,,,,,,

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা আপু। ভালো থাকবেন।

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: উইটি এবং ইন্সপায়ারিং। +++

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভেচ্ছা, শুভকামনা রইলো।

৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

জুন বলেছেন: যতই ধন,সম্পদ, প্রাচুর্য্য, বিত্ত, বৈভব থাকুক আকাশের সীমানার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। তেমনি সীমাহীন সুখ বলেও কিছু নেই। প্রৌঢ় লোকটির অসাধারন বিশ্লেষনটি প্রিয়তে থাকলো খেয়াঘাট ।
+

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় জুন আপু,
বিনীত ধন্যবাদ রইলো, অনেক শুভকামনা রইলো।
আপনার পোস্টে মন্তব্যের জবাব দেয়া শেষ হলো?????? মন্তব্য সাথে নিয়ে ঘুরছি, বসাতে পারছিনা।

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: "Life is now here."এটাই আসল কথা। আমার বেশীর ভাগ মানুষ হয় অতীতের খাঁচায় আর না হলে ভবিষ্যতের তাড়নায় আবদ্ধ। যা এখন আছে তাকে যতটুকু সম্ভব মূল্য দেয়া উচিত।উপভোগ করা উচিত।
লেখা পড়ে খুব অনুপ্রেরণা পেলাম। ভালো থাকবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৬

খেয়া ঘাট বলেছেন: খুব ভালো বলেছেন।
বিনীত ধন্যবাদ আপু। অনেক শুভকামনা রইলো।

৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৮

মামুনূর রহমান বলেছেন: আপাতত "Life is now here"। ক্যাম্পাসে গেলে "Life is no where" কিন্তু বিন্দাস evrywhere.

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P
ভালো থাকবেন ভাই, অনেক শুভকামনা রইলো।

৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০

সায়েদা সোহেলী বলেছেন: Nothing is unlimited in this world ,
everything has a end ,
either good or bad .

জীবনে চলার পথে মাঝে মাঝে এমন কিছু লেখা পড়া খুব বেসি জরুরী হয়ে পড়ে . ।শক্তি জোগায় নতুন প্রভাতের অপেক্ষায় থাকার ।


ওনেক ধন্যবাদ আরিফ ভাই

০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম আপু।
নিউইয়র্কে খুব ঠান্ডা পড়েছে,তাই না?
উষ্নতায় থাকবেন।
নতুন বছরের অনাবিল শুভেচ্ছা রইলো।

৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

আরজু পনি বলেছেন:

Impossible = I m possible
দারুণ !

০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।
অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন নিরন্তর।

৪৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১

আমি তুমি আমরা বলেছেন: পুরো ব্যাপারটাই দৃষ্টিভংগির। ভাল লাগল :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১১

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাই।
অনেক শুভকামনা রইলো।
অনেক শুভেচ্ছা রইলো।

৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

সায়েদা সোহেলী বলেছেন: জি খুব একটা নিয়মিত আসার সুযোগ হয় না ।
ঠান্ডার কথা আর বলবেনা , এবার ভালো ই শিক্ষা দিচ্ছে । আর জীবনের প্রয়োজনে ত আর ঘরে বসে থাকার উপায় নেই ।

আপনাদের অখানে কি অবস্থা? ?

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: আমরাতো আপনাদের মতো ঠান্ডায় ওতো অভ্যস্ত না.
তারপরও এবার নাকি বিগত ৩০ বছরের চেয়ে বেশী ঠান্ডা পড়েছে। কিন্তু স্নো'র দেখা পাইনি। যদি পড়তো ভালোই হতো।
কামলা খাটা থেকে মুক্তি পেতাম। আপনার এতো ঠান্ডায় ক্যামনে পারেন????????????????????????????????????????

৪৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

সায়েদা সোহেলী বলেছেন: আরে ভাই শরীরের নাম মহাশয় , , ,,
। সকাল থেকে এই পর্যন্ত মোট পাচ বার বেরুতে হয়েছে , তার মধ্যে চার বার পায়ে হেটেই. :( উপায় নেই ।

।স্নোর সময় তুলনামূলক ঠান্ডা কম ই থাকে ।

।।নতুন বছর কেমন কাটছে ? আপনার নাটকটি দেখা হয়নি , লিংক টা পেলেভালো হতো

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

খেয়া ঘাট বলেছেন: হায় হায় কী বলেন.
আমিতো অফিস থেকেই বের হইনা , ঠান্ডার ভয়ে। লান্চ করিনাই গত দু দিন।
আমার কাছে কোনোও লিঙক নাই আপু। পরে হলে অবশ্যই জানাবো, আপনিও অবশ্যই দেখবেন।

নতুন বছরে টেনশিতো আছি,,, দেশে থাকা আপনজনদের নিয়ে।

৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

না পারভীন বলেছেন:
নতুন বছরে টেনশিতো আছি,,, দেশে থাকা আপনজনদের নিয়ে



আমরা দেশে থাকি ;)
শীতে একটা রোমান্টিক গল্প ( লুতুপুতু গল্প ) লিখেন । উইদাউট উপদেশ বানী আর পরকীয়া ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

খেয়া ঘাট বলেছেন: একটা লুল গল্প লিখলে হবে????

৪৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

আমি ময়ূরাক্ষী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
সবার চাওয়া পূর্ণ হোক।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইলো আপু। ভালো থাকবেন।

৪৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

দি সুফি বলেছেন: অনেক চমৎকার একটি লেখা।
সামুর লাইক বাটনের ঘোরাঘুরি দেখি এখনও বন্ধ হয়নি! তাই এনালগ কায়দায়ই দিচ্ছি ++++++

নতুন বছরের শুভেচ্ছা। !:#P

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

খেয়া ঘাট বলেছেন: শরীরের কী খবর? অনেকদিন পর আসলেন।
নিরন্তর শুভেচ্ছা রইলো ভাই।বিনীত ধন্যবাদ।

৫০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

দি সুফি বলেছেন: শরীরতো আলহামদুলিল্লাহ্‌ সেই কবে থেকেই ভালো। ব্যস্ততা বেড়ে গেছে। তাই মাঝে অনেক দিন সামুতে ঢুকা হয়নি। দেখি আবার নিয়মিত হওয়া যায় কিনা।
ভালো থাকবেন।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

খেয়া ঘাট বলেছেন: যাক, সুস্থ আছেন জেনে ভালো লাগলো ভাই।
অবসরে আসবেন। ভালো থাকবেন।

৫১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

নূর আদনান বলেছেন: মুগ্ধ মুগ্ধ মুগ্ধ আমি I m possible.

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ নূর আদনান ভাই।
অনেক শুভকামনা আর নিরন্তর শুভেচ্ছা রইলো।

৫২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: হুম, আপনার এই পোস্টে আসা হয়নি। এখন দেখছি একটা বড় মিস হয়ে যাচ্ছিল।



ভাল থাকুন। শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৪

খেয়া ঘাট বলেছেন: হুমম। অনেকদিনপর আসলেন।
নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাই।
অনেক শুভকামনা রইলো।

৫৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: বছরের শুরু তো এরকম লেখা দিয়েই করতে হয়।

শুকরিয়া।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।
অনেক শুভকামনা রইলো।;

৫৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:০৩

কসমিক- ট্রাভেলার বলেছেন:













+++++++++++












আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.