নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক আজব এক জায়গা-শুধু দুটো লিখা। আরেকটি মোরাল।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৫

তুমি কথা বলোনি বলে সারা রাত ঘুমাতে পারিনি।

৬৮১ লাইকস।



এর পর নীচের গল্পটিঃ

একজন স্বার্থপর ঈশ্বর



সূর্যের শেষ আলো নিভে গেছে। ঋষি দেখেন সময় আর বেশী নেই।চারদিকে অন্ধকারে জলের কোলাহল।জল বাড়ছে। নদীর জল ফুসে ওঠছে ক্রমশ। একটানা চৌদ্দদিন আলো দেয়ার পর চাঁদও যেন ক্লান্ত হতে শুরু করেছে।শান্তির নিস্তবদ্ধতার ভিতর শুধু জলের শোঁ শোঁ আওয়াজ। আর মাঝে মাঝে বিকট শব্দে মেঘের গর্জন আর হৃদয় কাঁপানো বিজলীর চমক।



মুনি চিন্তা করেন সেতুর পাশেই বৃদ্ধা মায়ের কুড়েঘর বুঝি এবার সত্যি জলে ভেসে গেলো। ওগ...ো দয়াময় ঈশ্বর মা ভালো আছেন তো? তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও প্রভু।



ঋষি শ্রষ্টার তপস্যা শেষ করে দ্রুত সেতুর দিকে হাঁটেন।নড়বড়ে সেতু প্রবল জলস্রোতে যেকোনো সময় তলিয়ে যেতে পারে।ওপারে প্রিয়তমা বৃদ্ধা মা না জানি এখন কেমন আছেন?



ঋষি সেতুর ওপর ওঠেন। সেতু কাঁপছে।ঋষির পা কাঁপছে। জল বাড়ছে। ঋষি পরমভক্তিতে ঈশ্বরকে ডাকেন। দেখেন সেতুর ওপাশে দাঁড়িয়ে ঈশ্বরহাসছেন।মিটিমিটি হাসছেন। ঋষি ঈশ্বরের ওপর দারুন খুশী হন। ঈশ্বরযে ডাকে সাড়া দিয়েছেন। এখন নিশ্চয় হাত বাড়িয়ে এগিয়ে আসবেন।



ঋষি ঈশ্বরের দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু ঈশ্বর যে দাঁড়িয়েই আছেন।সাধকের আহবানে কোনো সাড়া নেই। কোন ভ্রুক্ষেপ নেই।



সেতু ভীষন কাঁপছে। যেকোনো সময় যে অঘটন ঘটে যেতে পারে। ঋষির প্রচন্ড অভিমান হয়। দুঃখ হয়। এ কেমন বোবা ঈশ্বর। এতোদিন তবে আমি কার তপস্যা করে জীবন রীতির ক্ষয় হলাম। এ কেমন ঈশ্বর যিনি বিপদ চোখ মুদে থাকেন। দেখেও না দেখার ভান করেন।



একজন সাধারণ মানুষওতো এরকম বিপদে সামনে এগিয়ে এসে দুহাত বাড়িয়ে দিবে। এমন নিদারুন ঘনগোর বিপদে কে সামনে এগিয়ে না এসে শুধু দাঁড়িয়ে থেকে মিটিমিটি হাসতে পারে। ঈশ্বর কি তবে উম্মাদ! ঈশ্বরকি তবে খুব স্বার্থপর। শুধু পুজো নিতে জানেন, কিন্তু বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন না।



ঋষি নিদারুন শঙকায় আর উৎকন্টায় সেতুর ওপারে পৌঁছেন।খুব ব্যথিত হন। বিচারের কাঠগড়ায় ঈশ্বরকে দাঁড় করাবার জন্য মনে মনে প্রস্তুতি নেন।



তারপর ঋষি সেতুর শেষপ্রান্তে পা রেখে অবাক বিস্ময়ে দেখেন ঈশ্বর এক হাতে সেতুটি প্রবলভাবে আঁকড়ে ধরে রেখেছেন যাতে জলস্রোতে সেতুটি ভেসে না যায়,আর নীচে আরেক হাতে বৃদ্ধা মায়ের কুড়ে ঘরের ওপর হাত দিয়ে রেখেছেন যাতে বিজলিতে ছোট ঘরখানা পুড়ে না যায়।

৩০ লাইকস।



মোরালঃ

সুন্দরী, রুপসীর মুখ নিঃসৃত এক লাইন লালা

একটা চমৎকার ছোট গল্পের চেয়েও অনেক বেশী ভালা।

মন্তব্য ১২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৯

বেলা শেষে বলেছেন: মোরালঃ
সুন্দরী, রুপসীর মুখ নিঃসৃত এক লাইন লালা
একটা চমৎকার ছোট গল্পের চেয়েও অনেক বেশী ভালা।
I will not write to much- you have allways a creationPower- thenk you very much!!!

১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১২

খেয়া ঘাট বলেছেন: সুন্দরী, রুপসীর মুখ নিঃসৃত এক লাইন লালা
একটা চমৎকার ছোট গল্পের চেয়েও অনেক বেশী ভালা ।
এটাই সত্য। সবচেয়ে বড় সত্য ভাই।
বিনীত ধন্যবাদ রইলো।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৩

বেঈমান আমি. বলেছেন: ;) আবার জিগায়।সুন্দরী যদি বলে আমি পায়খানা করতে যাচ্ছি আরো ৫০০ লাইক বেশি পড়বে। ;)

১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৫

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P

বড়ই আজীব না ব্যাপারটা ভাই B:-) B:-) B:-) B:-)

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৯

নষ্ট কাক বলেছেন: হে হে হে ! =p~ =p~

পুরান কাহিনী। দেখতে দেখতে এই অদ্ভুত ব্যাপারটাও নরমাল হয়ে গেছে

ব্লগে যে "অ্যাড মি" নায় সেইটাই রক্ষা। না হলে এই সময়ের মাঝে নিশ্চিত একটা কমেন্ট পেয়ে যেতেন "প্লিজ অ্যাড মি, ইফ ইউ ডোন্ট আই উয়িল সে জানাপু এন্ড শি উয়িল ব্লক ইউ" B-)) B-)) B-))

১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৮

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাই। আসলেই মনে হয় পুরান কাহিনী। তবে আমার জন্য নতুন। এখনো বুঝার চেষ্টায় আছি।

আমার বন্ধুপ্রতিম বড়ভাই, আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে পড়ান। উনি বললেন-ফেসবুক বিশাল এক সাগর, সরি সাগর না মহাসাগর। ব্লগের চেয়ে এর বিশালতা অনেক বেশী। মুহুর্তেই সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। আমাকে উৎসাহ দিলেন।

উনার উৎসাহে এ কয়মাসে আমি উপরের নমুনাটাই পেলাম।

আপনার লিখা নীচের লাইনে পড়ে হাসতে হাসতে শেষ।
!:#P !:#P !:#P !:#P !:#P

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৮

বেলা শেষে বলেছেন: Respect & Doa to you.

১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৭

উপপাদ্য বলেছেন: মোরালঃ
সুন্দরী, রুপসীর মুখ নিঃসৃত এক লাইন লালা
একটা চমৎকার ছোট গল্পের চেয়েও অনেক বেশী ভালা

খিকজজজজ

১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫২

খেয়া ঘাট বলেছেন: কথা সত্যি কিনা কন ভাই?
চিন্তা করছি এই লাইনদুটো প্রোফাইলের ওপর লিখে রাখবো কিনা?
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৬

উপপাদ্য বলেছেন: কথা সত্যি।

কিন্তু জানেনকি। মানুষ সারাদিন সুন্দরীদের স্ট্যাটাসে লাইকায় আর রাতে ঘুমাতে যাওয়ার সময় বলে আফসোস এদেশের কোন পরিবর্তন হলোনা??

আপনার এই ছোট্ট পোস্টটি হচ্ছে দেশের ভালোর দিকে পরিবর্তন না হওয়ার একটা নিরেট বাস্তব কারন মাত্র।

১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০০

খেয়া ঘাট বলেছেন: মনে যাতনা নিয়ে এই গল্পটি লিখেছিলামঃ
"সক্রেটিসের সাথে দেখা হলে উনার একটি পুরানো আক্ষেপ দূর করে দিতাম।"

একদিন মধ্যহ্ন দুপুর। সূর্যের মাত্রাতিরিক্ত তেজ।প্রাচীন গ্রীসের পথে পথে ঘুরে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়াতলে বিশ্রাম নিচ্ছেন মহান সক্রেটিস।দিনটি আজ বড়ই খারাপ গেলো।দশজন মানুষও উনার কথাগুলো মন দিয়ে শুনেনি।ক্লান্তির মাঝে একটু তন্দ্রার ভাব এসেছে। এমন সময় শুনেন হর্ষধ্বনি,আনন্দ, শোরগোল।

মহান সক্রেটিস বিশ্রাম বাদ দিয়ে শোরগোলের দিকে এগিয়ে যান। দেখেন শত শত লোক মহানন্দে ভীড় করে দাঁড়িয়ে আছে। সবাই দারুন উৎফুল্ল।তিনি ভাবলেন-কী এমন কান্ড হচ্ছে একবার দেখে আসি। ভীড় ঠেলে সামনে এগুলেন।
উনার চোখ দিয়ে আনন্দের পরিবর্তে অশ্রু দেখা দিলো। শত শত লোক ভীড় করে এক বানরের খেলা দেখছে।

মহান সক্রেটিস বুঝলেন, পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।

হে মহান সক্রেটিস-কী শক্তিময় আপনার পর্যবেক্ষণ। ৩৯৯বিসি পার হয়ে আজ একবিংশ শতাব্দীতেও বানরের খেলার প্রতিই মানুষের আকর্ষণ বেশী।দলে দলে মানুষ সেখানেই ভীড় করে।

তবে, আপনার সাথে দেখা হলে বলতাম, হে সক্রেটিস আপনার দুঃখ করার কিছুই নাই। আপনি কালজয়ী হয়ে গেছেন, আর বানরের খেলোয়াড়ের দল সেই খেলা পর্যন্তই রয়ে গেছে।

কী বুঝলেন ভাই???

মানুষ সারাদিন সুন্দরীদের স্ট্যাটাসে লাইকায় আর রাতে ঘুমাতে যাওয়ার সময় বলে আফসোস এদেশের কোন পরিবর্তন হলোনা??
ঐ যে সেই সক্রেটিস.........উনাদের দর্শন কি আর ভুল হবে ভাই???

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৬

উপপাদ্য বলেছেন: সক্রেটিসের জিবনের এই গল্পটি জানা ছিলোনা।

ধন্যবাদ খেয়া ঘাট।

১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: চমৎকার দর্শন , তাইনা?
মহান সক্রেটিস বুঝলেন, পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: দৃষ্টিভঙ্গির ব্যাপার।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৪

খেয়া ঘাট বলেছেন: সেটাই ভাই।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩১

মামুন রশিদ বলেছেন: ভাই, তাই বলে এভাবে সুন্দরীদের মর্মে আঘাত দিবেন!!! না না নাআআআ..

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৪

খেয়া ঘাট বলেছেন: মনে হয় সুন্দরীরা ইহাতে আরো বেশী খুশী হইবেন মামুন ভাই।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৯

সায়েদা সোহেলী বলেছেন: ।সুন্দরীর মুখ নিঃসৃত ----
------------ছোট গল্পের চেয়ে ভালো ।____ খেয়া ঘাট

পৃথিবীতে চিন্তাশীল --------
-----------------বানরের খেলার প্রতি আগ্রহ বেশী ।____ সক্রেটিস

আপনি কোনটি সমর্থন করেন? :) লাইক সংখ্যা আপনার পাঠক দের উপর ছেড়ে দিলাম

আনন্দের সাথে বলি না দুঃখ এর সাথে বলবো এখনও ঠক বুঝে উঠি নাই , একটা সময় ফেস বুক নামক দুনিয়ার একনিষ্ঠ বাসিন্দা ছিলাম । যদিও সেটা ছিল আত্মীয় ও পুরোনো বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রক্ষার্থে । তবে ধীরে ধীরে ফ্রেইন্ড লিস্ট না চাইতেও বড় হতে থাকে !! আর সেইসুবাদে কিছু অভিগ্গতা আছে ।

।আমি ভিশন অবাক হই ভেবে যে এযুগের শিক্ষিত ,বুদ্ধিমতি , উদার মনের সুন্দরী রা এই লাইক কমেন্টের সংখ্যা কেই তাদের যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখছে! !! গর্বে সউচ্চু হিমালয়ে শান্তির ঘুম দিচ্ছে! !

ছেলেদের কথা আর নাই বলি ফেসবুক না এই ব্লগে ই নারী দের নিয়ে যে পরিমাণ পোস্ট আসে আর তাতে যা মজুদ থাকে! !!

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: আমি কিন্তু এখানে আপু সুন্দরী আপুদের দোষ দেইনা। উনারা জন্মিত হয়েই সৌন্দর্য্য নিয়ে ভববাসী হয়েছেন, দারুন সৌভাগ্যবতি।
উনারাতো শুধু নিজের মনের কথাটাই সহজ করে লিখেছেন-
" তুমি ফোন করোনি বলে সারা রাত ঘুমাতে পারিনি"- একটি সহজ, সরল স্বীকারোক্তি। পাশে চমৎকার একটা মুখছবি।
পাশে মিনিট পাঁচেকেই ছয়শতাধিক লাইক । এখানে আপুটার কোনো দোষ নাই। দোষতো.....................

আর দিনের পর দিন রাতের পর রাত জেগে একটা আইডিয়া বের করে সেটাকে যখন উপস্থাপন করা হয়, তারপর সে লেখাটির দিকে যখন কেউ ফিরেও দেখেনা, সেটাই খারাপ লাগে আপু। আর কিছুনা।

নিজের লিখার আনন্দতো নিজের কাছেই সবসময় আছে। তবে আনন্দটুকু কারো সাথে শেয়ার করলে আনন্দের পরিমান আরো বেড়ে যায়। এই যা।

আবার নিজের লিখাটা কেমন হলো-এটাওতো একটু যাচাই করা চাই, তাইনা?

ভালো থাকবেন আপু।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

কয়েস সামী বলেছেন: উই ওন্ট কেয়ার এনি লাইকস! লিখতে থাকুন প্রিয় লেখক। সুন্দরীদের সাথে কমপিট করা নিতান্তই বোকামী। শুধু মনে মনে বলুন, কোন সুন্দরীর চমত্কার কমেন্টেও আমরা অার লাইক দেবো না!
লেখায় ভালো লাগা!

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

খেয়া ঘাট বলেছেন: নিজে আনফিট ওনাদের সাথে কমপিট করবো কেমন করে !শুধু লাইকের পরিমাণ দেখে একটু হার্টবিট করে ভাই এই যা।#P !:#P !:#P !:#P !:#P

ভালো থাকবেন ভাইজান।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দরী, রুপসীর মুখ নিঃসৃত এক লাইন লালা
একটা চমৎকার ছোট গল্পের চেয়েও অনেক বেশী ভালা।

কথা দুইটি সত্যিই ত

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ ভাইজান।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: প্রিয় সত্য কথা

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

সায়েদা সোহেলী বলেছেন: মনে মনে বেশ কিছুক্ষণ হাসলাম আরিফ ভাই :)

আমি কিন্তু দোষ দেইনি ( যদিও এই জাতীয় স্টাটাস দেওয়ার কোন মানে আমি খুজে পাইনা ) বলেছি এই সহজ সরল স্বীকারোক্তি কারিরা কি বোঝে এই লাইক তাকে না তার বাহ্যিক রুপ তথা প্রোপিকের! ! একজন মানুষের চেহারার মুল্যায়ন আর মানুষ হিসেবে তার মুল্যায়নের মাঝে পার্থক্য আছে । বাইরের সুন্দর্যে আমাদের কোন হাত নেই তা সৃষ্টিকর্তার দান কিন্তু মানুষ হিসেবে নিজেকে তৈরী করার ক্ষেত্রে যে নিজেদের অনেক শ্রম দিতে হয় , তারসঠিক মুল্যায়ন না পেলে যে ছেলেমেয়ে নির্বিশেষে সব পার্লারেই দিকেই গন্তব্য স্থির করবে! ! ।

। আপনি যেমন দোষতোলিখে বাকিটা ছেড়ে দিয়েছেন আমিও কিন্তু তেমনি শেষ লাইন দুটো লিখে চুপ হয়ে গিয়েছি ,, যার যার দোষ সে নিজেই বের করে নিক না :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

খেয়া ঘাট বলেছেন: বাইরের সুন্দর্যে আমাদের কোন হাত নেই তা সৃষ্টিকর্তার দান কিন্তু মানুষ হিসেবে নিজেকে তৈরী করার ক্ষেত্রে যে নিজেদের অনেক শ্রম দিতে হয় , তারসঠিক মুল্যায়ন না পেলে..................এখানেতোই সবচেয়ে বড় আক্ষেপ আপু। আর এটাইতো পোস্টের মূল বিবেচনা।

কেউ অনেক পরশ্রম করে যা তৈরি করে তা হয় দোষতো।
আর কেউ মুখচ্ছবির গুনেই হয়ে যায় শতমানুষের দোস্ত।
আফসুস, আফসুস, বিশাল বিশাল আফসুস।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

মশিকুর বলেছেন:
ফেসবুকের লাইক কখনও প্রতিভার মাপকাঠি হতে পারে না। আপনার আইডিয়া পছন্দ করে যদি একজনও লাইক দেয়, তাহলে সেটা ৬৮১ লাইকের চেয়েও বড়, যদি উৎসাহ দেয়ার কথা বিবেচনা করেন। তাছারা লাইক দিয়ে কি হয়?????

শুভকামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

খেয়া ঘাট বলেছেন:
ভালো বলেছেন প্রিয় মশিকুর ভাই।
তবুও ভাবি, সুন্দরী সমুদ্র মাঝে ঠাঁই নাই ঠাঁই নাই।

ভালো থাকবেন।শুভকামনা রইলো।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পর আসলেন। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: !:#P !:#P !:#P ব্যাপারটা
দেখতে দেখতে ফেবু এখন তেমন ভালো লাগে না

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০

খেয়া ঘাট বলেছেন: আমার আক্ষেপ আছে , তবুও ভালো লাগে ভাই।
দেখিনা..............খেলা দেখতে কার না ভালো লাগে।

শুভকামনা রইলো। ভালো থাকবেন ভাই।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

শায়মা বলেছেন: হা হা মোরাল পড়ে হাসছি। অতীব সত্য কথা বলেছো ভাইয়া। তবে এক লাইনের (আজকে আমাদের বাসার সামনে দিয়ে একটা গরু হেঁটে যাচ্ছিলো বা আজকে আমার আম্মু আমাল কান টেনে দিতে!!!) এমন স্টাটাস আর তাতে লাইক আমার সত্যিই হাসি পায়। :P


তবে হাসাহাসি সাস্থ্যের জন্য ভালো ভাইয়া। আবার মাথা খাঁটিয়ে লেখা মাথার জন্য ভালো কাজেই রাগ করোনা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: আজকে আমাদের বাসার সামনে দিয়ে একটা গরু হেঁটে যাচ্ছিলো বা আজকে আমার আম্মু আমাল কান টেনে দিতে!!!)
হাসতে হাসতে হাসতে চেয়ার থেকেই পড়ে গেলাম আপু। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

আবার এরকমও দেখেছি,
" ঝিলের জলে ফোঁটেছে গোলাপ, মেঘ থেকে নামছে তরু
কবির কল্পনায় সবি সম্ভব আকাশে উড়ে যায় একপাল গরু ।

ফেসবুকের দুনিয়ায় সবি সম্ভবগো আপু, সবি সম্ভব।

বিনীত ধন্যবাদ নেন।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

শায়মা বলেছেন: তুমি কথা বলোনি বলে সারা রাত ঘুমাতে পারিনি।
৬৮১ লাইকস।



এই রকম স্টাটাস দেখলে মনে মনে বলতে ইচ্ছা করে

ইনবক্স নাই? ফোন নাই? ইমেইল নাই???
কাজ নাই তো মানুষের আর খেয়ে দেয়ে, উনি কথা বলেননি আর তাতে তিনি ঘুমাননি আর তাতে মহা বাংলাদেশ অশুদ্ধ হয়ে গেছে।যত্তসব!!!! X( X( X(

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

খেয়া ঘাট বলেছেন: আবার এরকমও আছে আপু,
ছবি আপলোড করে নীচে লিখা,
বলোনা, আমাকে দেখতে কেমন লাগে?
নীচে শত মন্তব্যের আহলাদি মিছিল। যেই মন্তব্য মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

সকাল রয় বলেছেন: সুন্দরী যেন চান্দের পাহাড়
হাচি দিলেও লাইকের বাহার...............

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

খেয়া ঘাট বলেছেন: সকাল রয় বলেছেন: সুন্দরী যেন চান্দের পাহাড়
হাচি দিলেও লাইকের বাহার ............
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

জটিলস..........

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আবার এরকমও আছে আপু,
ছবি আপলোড করে নীচে লিখা,
বলোনা, আমাকে দেখতে কেমন লাগে?
নীচে শত মন্তব্যের আহলাদি মিছিল। যেই মন্তব্য মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই !:#P !:#P !:#P !:#P !:#P !:#P



হা হা হা তবে ভাইয়া যাই বলো ত্রিশোঙ্কু ভাইয়া অনেক ছবিতে একটা ছবি কমেন্ট দেয়, একটা মহা বদরাগী চেহারার পিচ্চি সারা গায়ে ড্রেইনের ময়লা লাগা আর সেখানে লেখা রুপ দেইখা নালায় পইড়া গেছি এমন কি যেন একটা। হা হা হা সেইটা আমার বেস্ট কমেন্ট মনে হয়। হা হা সেটা কেনো মনে হয় সে কথা বলবোনা। :P

যদিও ত্রিশঙ্কু ভাইয়া ভাবীকে আমি আমি নিজের চোখে দেখেছি, যদিও তারা সেটা জানেন না এবং ভাবীজি আমার দেখা সুন্দরীদের মাঝে একজন ও প্রচন্ড ব্যাক্তিত্ববান একজন মানুষ। তাই ভাইয়া কেনো সেসব ছবির রুপ দেখে নালায় পড়ে মাঝে মাঝে এটার কাল্পনিক ব্যাখ্যা দাঁড়া করিয়ে মনে মনে হাসি পায় আমার। :P


আর আমাকে যেহেতু এমনিতেই সবাই আল্লাদী ঢঙ্গী, হেন তেন যাচ্ছেতাই বলে কাজেই আমার এই সব কমেন্ট দেখে আমার কপালে কি আছে জানিনা। আমি বরং মুখে কুলপ আটি কারণ ফেসবুকে বা ব্লগে হাত , পা, মাথা, কপাল কাটাকাটি ছবি দেওয়ার বদনামে আমি সর্বশ্রেষ্ঠ বদনামে ভুষিত আছি।:(

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: সেখানে লেখা রুপ দেইখা নালায় পইড়া গেছি
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P
ফেসবুকে বা ব্লগে হাত , পা, মাথা, কপাল কাটাকাটি ছবি দেওয়ার বদনামে আমি সর্বশ্রেষ্ঠ বদনামে ভুষিত আছি -
এই বদনামী নাম টা কি???????
জানিতে চাহে মন। !:#P !:#P !:#P !:#P !:#P

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

হারানোপ্রেম বলেছেন: ব্লগে যে "অ্যাড মি" নায় সেইটাই রক্ষা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ X(( X(( X(( X((

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P
এইটা ব্লগারদের জন্য করুণাময়ের বিশাল এক মেহেরবান গো ভাই।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

ইখতামিন বলেছেন:
ফেসবুক আসলেই আজব ....

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

খেয়া ঘাট বলেছেন: ১০০% সত্য ভাইজান।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

দৃষ্টিসীমানা বলেছেন: দারুন, আপনার গল্প ও প্রতিউত্তর দুটো ই চমৎকার ...ভাল থাকবেন। ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

খেয়া ঘাট বলেছেন: আপনিও ভালো থাকবেন ভাই।
অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা ।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

একজন ঘূণপোকা বলেছেন: মোরালঃ
সুন্দরী, রুপসীর মুখ নিঃসৃত এক লাইন লালা
একটা চমৎকার ছোট গল্পের চেয়েও অনেক বেশী ভালা।++++++

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

সায়েম মুন বলেছেন: মর‌্যাল তো মুরালচিত্র হয়ে ফুটে উঠলো। 8-|

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহাহাহা হোহোহোহোহোহোহোহোহোহো।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

এম মশিউর বলেছেন: আমরা মোরালে বিশ্বাসী নয়! :P

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

খেয়া ঘাট বলেছেন: বিশ্বাসী না হওয়াই ভালো মশিউর ভাই।
" মোরাল পড়ে হস্তি কখনো উড়েনি আকাশে,
পক্ষী কখনো কাটেনি সাঁতার,
মোরাল হলো বেকুবের চিন্তা,
তাদের জুটেনি দুবেলা আহার ।" !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

চিরতার রস বলেছেন: সুন্দরীদের মন ভাঙা ঠিক নাহ ;) ;) ;)

মোরাল পৈড়া হাসতেই আচি :) অতীব সত্য কথা ।।।।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

খেয়া ঘাট বলেছেন: সুন্দরীদের মন ভাঙা ঠিক নহে- এটাও একটা সুন্দর মোরাল বলেছেন ভাইজান। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P
চিরতার রস সাস্থ্যের জন্য যেমন ভালো, আপনার কথাখান ও বালক বালিকাদের জন্য অতি উত্তম।
মনতো একখানা না ভাঙাই ভালো।



২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: মোরাল টা দুর্দান্ত !

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P
চামে চিকনে মজাটা নিয়ে নিলেন। ঠিক আছে।
আমরাও সুযোগ পাবো অভি ভাই।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ষ্ট্রেইট কাট অবজারবেশন আপনার। ক্লিয়ার। প্রশংসনীয়।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
আপনার অনেকগুলো লিখা পড়েছি। চিন্তার সাথে অনেকটাই মিল আছে।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


মোরাল টা দারুণ লাগল।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ কান্ডারি ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

খেয়া ঘাট বলেছেন: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিশাল একটা মানবিক কাজ করেছেন আপনারা। স্যালুট সবাইকে।

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

আমি ইহতিব বলেছেন: ফেসবুককে মানুষ নিজের ঘর বাড়ী বানিয়ে ফেলছে ধীরে ধীরে। কি খাচ্ছে কই যাচ্ছে কার সাথে যাচ্ছে এসবও যেন নিয়মিত শেয়ার করা লাগে। রাগ লাগে এমন ফেসবুক আসক্তদের দেখে।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

খেয়া ঘাট বলেছেন: এসব শেয়ার পাবলিকে খায় আপু।
একবার হুমায়ুন আহমেদ বলেছিলেন, পাবলিক যদি ...........খেতে চায়, তবে তাই খাওয়াতে হবে। কী আর করা।
ভালো থাকবেন।

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: চরম সত্য কথা বলেছেন। গল্পটা খুব ভাল লাগল।

আর ফেসবুকের যে বিষয়টা তুলে ধরেছেন, সেটা সত্যি দুঃখজনক। কিছু শ্রেণী দেখা যায়, তারা লুলু বা মেয়ে প্রজাতি দেখেলে ঝাঁপিয়ে পড়ে। লাইকের বন্যা হয়ে যায়। তারা সারাদিন ফেবুকে থাকে মনে হয়, ঐ তেলামিটা করার জন্য। আজকাল আবার ফেবুর পাশাপাশি ব্লগেও দেখা যায়, মেয়েদের প্রোপিক হলে, এরটু বেশী লুলামী করতে।

দারুণ বলেছেন, ভ্রাতা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: যাক, গল্পের কথাটা আপনি বলেছেন। খুশী হলাম ভাই।বিনীত ধন্যবাদ।

"মেয়েদের প্রোপিক হলে, এরটু বেশী লুলামী করতে"- ঠিক ঠিক ঠিক

কোনো এক মেয়ের চারলাইনের মন হয় একটা পোস্ট আছে। অপি না কি যেন নাম। দেখেছেন পোস্টটা??? না দেখলে একবার দেখে আসবেন সুমন ভাই।

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মনিরা সুলতানা বলেছেন: আমরা একটু আলদাভাবে ও ভাবতে পারি ...

সবার সব কিছু তে আগ্রহ থাকে না ,জীবন যুদ্ধে ক্লান্ত সাধারন মানুষের কাছে যেমন সক্রেটিসের উচ্চামারগের কথা র চাইতে বাঁদরের নাচ এর বিনোদন টুকু বেশী প্রয়োজন ।।

দ্বিতীয়ত সামাজিক যোগাযোগের মাধ্যমে পারস্পারিক সম্পর্ক এবং লাইক কমেন্ট এর আদান প্রদান একটা ভূমিকা রাখে , আধুনিক ব্যাস্ত জীবনে ,১ মিনিট ব্যায় করে চমৎকার একটা গল্প পড়ার চাইতে ১ সেকেন্ডের এক লাইনের স্ট্যাটাস এ লাইক দেয়া অনেক সহজ ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: সবার সব কিছু তে আগ্রহ থাকে না ,জীবন যুদ্ধে ক্লান্ত সাধারন মানুষের কাছে যেমন সক্রেটিসের উচ্চামারগের কথা র চাইতে বাঁদরের নাচ এর বিনোদন টুকু বেশী প্রয়োজন।
+++++++++++++++++++++++++++++++++++++++++
চমৎকার বলেছেন আপু।

,১ মিনিট ব্যয় করে চমৎকার একটা গল্প পড়ার চাইতে ১ সেকেন্ডের এক লাইনের স্ট্যাটাস এ লাইক দেয়া অনেক সহজ ।
এই ফরমুলা মেনে এক লাইনের একটা স্ট্যাটাস লিখবাম মসু আপু।
"সখিগো মনে বড় যাতনা, ঘুম যে আসেনা"
তবে প্রোপিতো বদলাতে পারবোনা। দেখি রেজাল্ট কী আসে???? :-0 :-0 :-0 :-0 :-0

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

না পারভীন বলেছেন: ফেবু নিয়ে কিছু না বুঝলে আমরা ২ বিশেষজ্ঞ আছি , আমাদের জানাবেন । B-)) B-)) ৬৮১ লাইক্স তো কমই পেয়েছে সুন্দরী । কারন তার ৫০০০ হাজার বন্ধু আর হাজার হাজার ফলোয়ার আছে ।

তবে মেয়েটার কথাটা কিন্তু সুন্দর । আমি দেখলে আমিও লাইক দিতাম । আহা , কি বেদনা নিস্রিত হয়েছে ক্ষুদ্র এ দুটি লাইনে । :P :P =p~ :!>

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: "সখিগো মনে বড় যাতনা, ঘুম যে আসেনা"
এই লাইনে কিছু কি মিশ্রিত অথবা নিস্রিত আছে বলে আপনার মনে হয়?????? !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

না পারভীন বলেছেন: ইহা নকল । ইহাতে কেমন জানি সুন্দরীদের প্রতি হিংসিত ভাব মিশ্রিত হয়ে গেছে । লাইকাংখা নিশ্রিত হয়েছে । হাহাহা । =p~ =p~ =p~ =p~ হাস্তেই আছি ।


আরেকটু হেসে নিই । মন খারাপ ছিল । আপনার এই পোস্ট দেখে মন ভাল হয়ে গেছে কতক্ষনের জন্য । হাহাহাহা =p~ =p~ =p~

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: সুন্দরীদের প্রতি হিংসিত নাগো আপু, সুন্দরীদের প্রতি আশ্রিত
!:#P !:#P
উনাদের আশ্রয়ে একটু পশ্রয় চাই,
যদি কিছু পাই তবে যদি কিছু পাই।
সাধক বলে ধরো তাহার পাও ,
তবে যদি কিছু পাও, তবেযদি কিছু পাও।
আমিতো ধরিতে না জানি পা,
তবে ধরিবো সুন্দরীর আঁচল,
ইহাতে যদি মোর কিছু লাইক বাড়ে
যদি বাড়ে তবে এ কাঙগালের মনোবল।

এদিকে ওদিকে নকল
আমার নকলে তবো কেনো এতো মানা
দুনিয়ায় কিছুই নাই গো আসল,
এ দুনিয়াযে এক নকলের কারখানা
!:#P !:#P !:#P !:#P

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: না পারভীন বলেছেন: ইহা নকল । ইহাতে কেমন জানি সুন্দরীদের প্রতি হিংসিত ভাব মিশ্রিত হয়ে গেছে । লাইকাংখা নিশ্রিত হয়েছে । হাহাহা । =p~ =p~ =p~ =p~ হাস্তেই আছি ।


আরেকটু হেসে নিই । মন খারাপ ছিল । আপনার এই পোস্ট দেখে মন ভাল হয়ে গেছে কতক্ষনের জন্য । হাহাহাহা =p~ =p~ =p~



আপু নিশ্চিৎ থাকো খেয়া ঘাট ভাইয়ার কপালে সুন্দরী জুটবেনা কিছুতেই । জুটবে বান্দরী! আমি কনফার্ম!!!! :P

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

খেয়া ঘাট বলেছেন: শায়মা বলেছেন: না পারভীন বলেছেন: ইহা নকল । ইহাতে কেমন জানি সুন্দরীদের প্রতি হিংসিত ভাব মিশ্রিত হয়ে গেছে । লাইকাংখা নিশ্রিত হয়েছে !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

আপু নিশ্চিৎ থাকো খেয়া ঘাট ভাইয়ার কপালে সুন্দরী জুটবেনা কিছুতেই - সুন্দরী ছাড়া বিয়াই করতামনা। !:#P !:#P !:#P

সুন্দরী কইন্যাই বিয়া করুম, যাতে অন্য কইন্যার দিকে চক্ষু নাযায়।
বিবাহিত পুরুষরা খুব খ্রাপ,যখন স্ত্রী বাদে অন্য কইন্যা তাগো নাচায়।
কইন্যা রুপকুমারি না ,একাকীই থাকিবো সঙগী হইবে রাতের বালিশ,
মান অভিমান , সুখ দুঃখ যাহা হোক, আর যত থাকুক বেদনা নালিশ
নিজের রাজ্যে নিজেই হইবো রাজা, নিজেই হইবো নিজের প্রজা
আপনার সুখ আপনা লইবো, বিবাহিতরা না বুঝিবে স্বাধীনতার মজা।

আর যদি বান্দরীই কপালে থাকে তবে কেমনে লিপি খণ্ডাইবো ,
এই বান্দরীকেই রুপকুমারি বানাইয়া সুখের ঘর গড়িয়া লইবো।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

বটবৃক্ষ~ বলেছেন:



১০ নং কমেন্ট এবং রিপ্লাইয়ে লাইক!!


পুরোটাই সত্য বলেছেন ভাইয়া!!

দু:খজনক সত্য!!

মেয়েদের যেমন নিজেদের মর্যাদা রাখতে জানতে হবে, তেমনি ছেলে দেরও অজায়গায় লালা নি:সরন বন্ধ করা উচিত!!


পোস্টে আবারো ভালোলাগা । :)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

খেয়া ঘাট বলেছেন: দু:খজনক সত্য!! !:#P !:#P !:#P !:#P

মেয়েদের যেমন নিজেদের মর্যাদা রাখতে জানতে হবে, তেমনি ছেলে দেরও অজায়গায় লালা নি:সরন বন্ধ করা উচিত!!
!:#P !:#P !:#P !:#P !:#P

কোনো উপায় কি জানা আছে আপু????? ঝাতির বিশাল উপকার হয়।
পদ্মা নদী শুকিয়ে যায়, কিন্তু ফেবুতে লালা'র প্রসবন বয়ে যায়।
কুব খ্রাপ।কুব কুব কুব।

৩৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার স্ট্যাটাসে কোনো লাইক নাই।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

খেয়া ঘাট বলেছেন: এই প্রোপিতে লাইক কেমতে পাইবেন। =p~ =p~
আর আপনার নিকের প্রথম শব্দ পড়তেইতো ডেন্টিস্টের এপার্টমেন্ট =p~ =p~ থুক্কু এ্যপয়েন্টমেন্ট নিয়ে পড়তে হবে। লাইকবাহিনীর যে রুপ বুঝতে পারি, তাতে মনে হয়না, এইনিকের প্রতি ,এই প্রোপি'র প্রতি উনাগো আগ্রহ থাকবে।
অনেক আগে একজন ব্লগার দক্ষিণ ভারতের এক নায়িকার অতীব সুশ্রী চেহারা নিয়ে, মেয়ে নিকে ব্লগিয়ে বেশ হাউ কাউ ফেলেদিয়েছিলেন।
পাবিলক লুলিয়ে লুলিয়ে লুলপুকুর বানালো। পরে জানা গেলো এইটা উনার খোমা না, ইনি একজন দক্ষিণ ভারতীয় লায়িকা, আবার থুক্কু নায়িকা। !:#P !:#P !:#P

৪০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: মেয়েরা যদি ডট লিখেও স্টেটাস দেয় সেখানেও দেখবেন লাইকের বন্যা!

এসব লাইকার'রা ফেইসবুকের বিরাট বিনোদন :)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

খেয়া ঘাট বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: মেয়েরা যদি ডট লিখেও স্টেটাস দেয় সেখানেও দেখবেন লাইকের বন্যা !:#P !:#P !:#P !:#P

কারণ হলো লাইকের সাথে মনে হয় লুলদের একটা মিল মোহাব্বত আছে।
দটোই ল দিয়ে শুরু। !:#P !:#P !:#P !:#P !:#P

এসব লাইকার'রা ফেইসবুকের বিরাট বিনোদন --- খুবই আনন্দদায়ক মাসুম ভাই।

৪১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

খেয়া ঘাট বলেছেন: এই পোস্ট পোস্ট না, আপনার পোস্টও আছে,
এইপোস্টের বদলা মন্তব্য নিয়ে যাবো ঐ পোস্টের কাছে।

!:#P !:#P !:#P !:#P !:#P

৪২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

তওসীফ সাদাত বলেছেন: বেঈমান আমি. বলেছেন: ;) আবার জিগায়।সুন্দরী যদি বলে আমি পায়খানা করতে যাচ্ছি আরো ৫০০ লাইক বেশি পড়বে। ;)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

খেয়া ঘাট বলেছেন: বেঈমানের একেবারে বেঈমানি, বেইনসাফি মন্তব্য।
ছিঃ ঝাতি দেখলে কি মনে করবে কনছেন দেহি।


!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৪৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: মোরাল টা চমৎকার খেয়া ঘাট ভাই।


পোস্ট +++++

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ এহসান সাবির ভাই।
আপনি বড় গাম্ভির্য্য মন্তব্য করলেন।
!:#P !:#P !:#P !:#P !:#P

৪৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

চটপট ক বলেছেন: বলিয়া লাভ হইবে কি আদৌ? তারা ঠিকি যাবে লালা ফেলতে !!

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

খেয়া ঘাট বলেছেন: এই লালা পদ্মাচরে ফেললে নদীর নাব্যতা বাড়তো।
ঝাতি বুঝলোনা রে ভাই।

=p~ =p~ =p~ =p~ =p~

৪৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

এহসান সাবির বলেছেন: একদিন বাইক এক্সিডেন্ট করে ব্যাথা পেয়েছি লিখে স্টাটাস দিয়েছিলাম... ৩ ঘন্টায় ২ টা কমেন্ট-

বড় ভাই লিখেছিল ''আজ থেকে বাইক চালানো অফ, ফোন অফ কেন''

বড় বোন লিখেছিল ''বাইক খুব খারাপ যানবাহন, এক্সে রির্পোট কি, ফোন অফ কেন শয়তান? ব্যাথা পেয়েছিস আর তোর বন্ধুরা অলরেডি ২৭ টা লাইক দিছে, এই লাইকের মানে কি? কেউ জানতে চায় না কোথায় ব্যাথা পেয়েছিস? এখন কেমন আছিস?? যতসব''

বোনের কমেন্ট পড়বার সংগে সংগে স্টাটাস ডিলিট দিয়েছিলাম। বোনের সংগে ক্যাচাল করে কি লাভ.. কেমনে বোঝাই এই লাইক মানে হয়ত পাশে আছি......

তারপরও আমার মনে হয় এই স্টাটাসে লাইক না দিয়ে সুস্থতা কামনা করে কিছু লেখা উচিত ছিল।

ফেসবুক আজব এক জায়গা........!!





১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

খেয়া ঘাট বলেছেন: আমি আপনার আপুর সাথে একমত।
কেউ পোস্ট দেয়, বাবা অসুস্থ। মা হাসপাতালে।সেখানেও লাইক।
এই লাইকের মানে কি?
সেখানে সিম্প্যাথি জানানো দরকার তাই না?
আর যদি এই লাইকের মানে সহানুভূতি হয় তাহলে ভিন্ন কথা।
তারপরও আমার মনে হয় এই স্টাটাসে লাইক না দিয়ে সুস্থতা কামনা করে কিছু লেখা উচিত ছিল। - সেটাই।

৪৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি ভাবতেছি বান্দরের খেলা দেখতে মগজ খরচের দরকার পড়ে না। আপনি এক সপ্তাহ ভাবনার পর যা প্রকাশ করবেন, তা পড়তেও মগজের খাটুনি কম হবে না। বান্দরের খেলা অতি উত্তম, মন্তব্য টাইপের ঝামেলা নাই, বানান ভুলের আশঙ্কা নাই। সৌজন্যহীনতার লজ্জাও নাই। :D

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৬

খেয়া ঘাট বলেছেন: আপনার এক মন্তব্যেই সব কিচ্ছা কাহিনীর ফুল স্টপ দিয়ে দিয়েছেন জুলিয়ান ভাই।
অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইলো।

!:#P !:#P !:#P !:#P

৪৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৯

লেখোয়াড় বলেছেন:
আজব।
সেলুকাস।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

খেয়া ঘাট বলেছেন: আসলেই লেখোয়াড় ভাই।
আপনার নিকটা চমৎকার। নতুন একটা শব্দের সংযোজন।

৪৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ লেখোয়াড় বলেছেন:
আজব।
সেলুকাস।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P
ধন্যবাদ দেশ প্রেমিক ভাই।

৪৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: তবে আমার ফেসবুক এরকম না।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

খেয়া ঘাট বলেছেন: আপনিতো ভাই গুনে অনন্য। সৌভাগ্যবান।
!:#P !:#P !:#P !:#P !:#P

৫০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

অন্তরন্তর বলেছেন:

ফেইসবুক না ওটা হল ফাসবুক(আমার মতে)।
সত্যিই আজব ।
আর যা লিখেছেন তা ৯০% সত্যি।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

খেয়া ঘাট বলেছেন: ফেইসবুক না ওটা হল ফাসবুক(আমার মতে)।
=p~ =p~ =p~ =p~

আর যা লিখেছেন তা ৯০% সত্যি। - এ কথাটি ১০০% সত্য।
বিনীত ধন্যবাদ ভাই।

৫১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

আমিই মিসিরআলি বলেছেন:
আরে করুগগা যার যা ইচ্ছা,
ফালতু জিনিসের প্রতি মাইনসের আকর্ষণবোধটা বরাবরই বেশি,
এইটাই বাস্তব ।। /:)

গল্পে + আগেই দিছি আরিফ ভাই :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

খেয়া ঘাট বলেছেন: আপনিতো আমাকে বাই ডিফল্ট + দেন।
শিশিরের সজীবতা নিয়ে ভালো থাকুন প্রিয় মিসির ভাই।

৫২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

অনিকেত রহমান বলেছেন: গল্প ভালো লেগেছে।। আর পেচবুকের কথা কি বলবো।। আজ দুই তিন মাস হল ব্যবহার করিনা।।

ভালো লাগা রইল।।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

খেয়া ঘাট বলেছেন: ফেসবুক মনে হয় যেন প্যাঁচবুক !:#P !:#P !:#P
আপনার মুক্তি মিলেছে, আমি মুক্তির সন্ধানে আছি।
!:#P !:#P !:#P
মেলা ভালো থাকবেন ভাই।

৫৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ইহার নাম ফেবু !
ফেসবুক = ফাজিলের বাক্স

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৩

খেয়া ঘাট বলেছেন: ফাজিলের বাক্স-খিকজ।
ভালোই নাম দিয়েছেন সাসিতি আপু !:#P !:#P !:#P !:#P

৫৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

খাটাস বলেছেন: পৃথিবীতে যুগে যুগে বান্দর ভক্ত কুল বেশি ছিল , থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন স্রোত তাদের ভিন্ন ভিন্ন জায়গার বান্দরের খেলায় নিয়ে যায়। তারা সেটা দেখবেই। তাই বান্দর গুলো কে শিক্ষিত করা দরকার।
ছোট বাচ্চা দের খাওয়ানোর জন্য মা নানা মিথ্যা বা মজার গল্প বলেন, অনেক টা সেরকম। বান্দর ভক্ত কুল কে শিক্ষিত করা গেলে অনেক সমস্যার ই সমাধান সম্ভব।
আমার কাছে লাইক ব্যাপার টা মনে হয়, হিট এর মত। মানে এ কজন দেখেছেন। আলচনার সুযোগ থাকলে ও সবাই নিজের কথা বলতেই বেশি পছন্দ করে।
রবি বাবুর ভাষায়, অন্নের কথা শোনা, কথার জন্য সবচেয়ে বড় আতিথ্য।
আমাদের এই আতিথ্য টা নাই বললেই চলে।
হতাশ হবেন না আরিফ ভাই।
যুগে যুগে বান্দর ভক্ত কুল থাকবে। নিজের কাজ নিজের করে যেতে হবে।
এরকম আরও সুন্দর সুন্দর গল্প লিখুন।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: আরে কী যে বলেন, হতাশ হলে এ পোস্টই দিতাম না। একটুক মজা করলাম এই যা।
তবে মেলা দিন পর আপনাকে ব্লগে বিশেষ করে আমার ব্লগে দেখে বেশ ভালো লাগলো।
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইজান।

৫৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

না পারভীন বলেছেন: আপনার ' আরিফ মাহমুদ স ফ্যাবলস " বইটা বের করলেন না ? আমার মামনিতো তো বড় হয়ে গেলো ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

খেয়া ঘাট বলেছেন: এসব লিখা দিয়ে বই ছাপালে কেউ ময়লা মুছার জন্যও রাখবেনাগো আফা...........পড়াতো দূরের কথা।

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৫৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

না পারভীন বলেছেন: এটা কি কইছুইন ভাইজান , বড় দুঃখ পাইলাম । ময়লা মুছবাম না কি করবাম সেইটা আম্রার ব্যাফার ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০১

খেয়া ঘাট বলেছেন: বই ছাপা হলে ১০০% বিক্রি হবে সেটা আমি জানি। তবে বিক্রি হবে মাত্র ৩ কপি। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আসেন ভাই, গলাগলি করি ! যখন হাতের ডানে সুন্দরী মেয়েদের ফলোয়ার তখন পরের জন্মে কেবলই সুন্দরী নারী হইতে মুঞ্চায়! :(

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৫৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
অবাক কান্ড ! অবশ্য এখন আর অবাক হইনে।
মোরালবিহীন মোড়লের সংখ্যা দিন দিন তো বেড়েই চলছে ...

আপনি লিখুন; দু-হাত এবং সাথে বিবেকের মাথা দিয়ে
‘লাইকস’ দিতে না পারলেও অগণিত সাধারণ পাঠকের লাইকস নিশ্চয়ই আপনার জন্য শুভেচ্ছা-শুভসময় বয়ে আনবে।।

ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা রইলো।

৫৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ =p~

পোস্ট আর কমেন্ট পড়ে আমি শেষ ,
আমি স্ট্যাটাস দেয়ার কিছু খুজে পাইনা , সুন্দরী আপুদের স্ট্যাটাস পড়ি আর মুগ্ধ হই B-))

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
ইয়া আল্লাহ আপনিও একথা বলেন।

৬০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

সাজিদ উল হক আবির বলেছেন: আপনার গল্পের মরালের সাথে শত ভাগ এক মত।

আর গল্পে ভাল লাগা খেয়া ঘাট ভাই :)

অই স্ট্যাটাস যারা দেয় তারা থাকবেনা - কিন্তু আপনি এবং আপনার গল্প থাকবে ইনশাআল্লাহ- বহু বহু বহু দিন ।

শুভকামনা।

অফ টপিকঃ আপনি ঢাবি র ছাত্র জেনে অনেক খুশী লেগেছে ভাই। তাই বোধয় জানার আগেই এরকম একটা আত্মার টান অনুভব করতাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.