নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

রিয়েল লাইফের কিছু রম্যঘটনা। ১৮+ কিন্তু ১৮+ না। হাসতে হাসতে কাইত অথবা না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

গত সপ্তাহে আমি আর আমার ফ্রেন্ড জেরোম এক চাইনিজ রেস্টুরেন্টে গেছি লান্চ করার জন্য। খাবার অর্ডার করলাম। বললাম টু গো হবে। যাতে অফিসে ফিরে লান্চ সারতে পারি। চায়নিজদের ইংরেজিরতো জগৎশেঠ অবস্থা।অর্ডার করে বসে আছি, সুন্দরি চায়নিজ ওয়েটার মেয়েটি কাছে এসে বললো-

হেই ডু ইউ ওয়ান এ্যা ফাক?

আমি বলি হায় হায় এই মেয়ে কয় কি?

জেরোম বললো, নট নাউ। উই আর ওকে।

মেয়েটা হাসি দিয়ে চলে গেলো। আমি বললাম-জেরোম মেয়েটি কয় কি?

জেরোম বললো- বুঝ নাই কি বলেছে? সে বলেছে- আমাদের আসলে খাবারের সাথে কোনো ফর্ক লাগবে কিনা? চায়নিজরা মনে হয় আর উচ্চারণ করতে পারেনা।



এবার এটা শুনেন।চট্টগ্রামের ভাইয়েরা এটাতে জটিল মজা পাবেন।



আটলান্টায় চট্টগ্রামের একজনকে ঢাকার এক ভাই টেলিফোনে বলছেন-

ভাই আপনি ফোন দিলে রাত বারটার পর ফোন দিবেন।



এরপর চট্টগ্রামের ভাই-রেগে গিয়ে বলছেন।

ঐ মিয়া কথা সাবধানে বলেন। আমি রাতবারটার পর কেনো আপনাকে ফোন দিতে যাবো।

ঢাকার ভাই এরপর বলছেন-তাইলে আপনি আমাকে কখন ফোন দিবেন?

চট্টগ্রামের ভাই- কী যাতা বলেন। আমি কেন আপনাকে ফোন দিবো। আর আপনি আমাকে কি মনে করেন?

এরপর ঢাকার ভাই, আরে ভাই কাজ থেকে ফিরতে রাত বারটা হয়ে যায়। তখন বাসায় ফ্রী থাকি। তাইতো বলছি ফোন দিলে রাত বারটার পরে দিলেই ভালো হয়। এতে এতো রাগ করার কি হলো?

চট্টগ্রামের ভাই- আরে রাগ করবোনা মানে? আপনার ফোন দেয়ার ইচ্ছে থাকলে আপনি দেন গিয়ে যান। যারে খুশি তাকে ফোন দেন। ইচ্ছেমতো দেন।

ঢাকার ভাই- তাইলে বলেন আমিই আপনাকে ফোন দিবো। কখন দিলে আপনার সুবিধা হয়।

চট্টগ্রামের ভাই-আপনার ফোন আপনি যারে ইচ্ছে তাকে দেন। আমাকে বলছেন কেনো? মিয়া চরিত্র ঠিক করেন।এরপর লাইন কাট।



ঢাকার ভাই বুঝলোনা এতে চরিত্রের কী হলো? চট্টগ্রামের ভাই চিন্তা করলো মানুষের এতো বদচরিত্র হয় কেমনে?



এরপর চট্টগ্রামের ভাই ঢাকার ভাইকে ফোন করে বললেন- ভাই একটু মজা করলাম। নেক্সট টাইম ফোন না দিয়ে বলবেন রিং করার জন্য। আমাদের চট্টগ্রামে ফোন দেয়া মানে কিন্তু অন্য জিনিস বুঝায় :)



এবার এটা শুনেন।কী মারাত্মক অবস্থারে ভাই।



গতকাল জুমার নামাজের পর এক বাংলা দোকানে বসে গুলতানি চলছে।

এমন সময় সিলটি এক ভাই খুব ব্যস্ত হয়ে দোকানে ঢুকলেন। একেবারে রেগে গিয়ে সিলটি এ্যাকসেন্টে ( মনে হয় পড়ালিখা তেমন নাই, কথা শুনে মনে হলো)দোকান মালিককে বলছেন-

কিতা বা ভাই, অতো ছোটমোটো এক পেনিস লইয়া কাম চালাইতায় ফারবানি।

আমিও হা করে চেয়ে আছি, দোকানের মালিকও হা করে চেয়ে আছে।লোকটি বলে কি? এতো ছোট পেনিস মানে? কার পেনিস ছোট!!! কয়কি?

দোকান মালিক বলছে- ভাই বুঝিনাই কি বলছেন?

সিলটি ভাই এবার রেগে গিয়ে বলছে-হেদিন আইলাম তোমার দোকানও, তুমি দোকানও নাই। গোয়া চাইলাম, ছোট পেনিসে খয় দোকানও গোয়া নাই।এরপর খইলাম গোয়া নাই, তাইলে গোয়ামারা দেও । হি গুয়ে খয় গোয়ামারাও নাই।



আমি ঘটনা বুঝে ফেলেছি। ভিতরে ভিতের হাসি ভূমিকম্পের মতো বের হয়ে আসতে চাইছে। কিন্ত পারছিনা। যদি বেচারা মাইন্ড করে।

উনি পেনিস বলতে স্প্যানিস ছেলেটাকে বুঝিয়েছেন। এরা সাধারণত সর্ট হয়। আর প্রায় বাংলা দোকানে এরা কাজ করে।আর সিলেটে সুপারিকে গোয়া বলে। আর গোয়ামারা বলতে ভাইয়ে বুঝিয়েছেন গুয়ামুরি। একধরণের জিনিস যা পানের সাথে খাওয়া হয়।



যে ঘটনা আমার ইজ্জতকে একেবারে প্রথমে ফালুদা এর পর ফালুদাকে একেবারে ফার্দাফাই করে দিয়েছিলো সেটা শুনেন।

হাজি সেলিমের এক ক্লাস মেট মাহবুবভাই কিছুদিন আমার সাথে ছিলেন। উনার পড়ালিখা ক্লাস থ্রি অথবা ফোর পর্যন্ত। কিন্তু উনি বিশাল গর্বের সাথে বলেন- উনি ফাইভ পাশ দিয়েছেন। যাইহোক, একবার উনাকে নিয়ে আমি একটা বার্থডে পার্টিতে গেছি। সুন্দরী ললনাদের ভিড়। আড্ডা চলছে।

তো এক সুন্দরী ললনা এসে মাহবুব ভাইকে বললেন- আপনাকে চিনলাম না। আপনিকি এদিকেই থাকেন?

মাহবুব ভাই বলা শুরু করেছেন- আরিফভাই কয়েকদিন আগে খুব সুন্দর একটা কনডম কিনেছেনতো .।

আমি তাড়াতাড়ি মাহবুবভাইর কথা আটকে দেই। হায় হায়!!মাহবুব ভাই কনডমের কথা কি বলে?

এমনিতেই রুপবতি মেয়ে তারওপর এতো মানুষের মাঝে কনডমের কথা শুনে বেচারীর চেহারা পুরো লালে লাল। সবাই হা করে আমার দিকে চেয়ে আছে। আমিও চিন্তা করি, হালার মাহবুব ভাই এইডা কয় কি?

মাহবুব ভাই কথা শেষ করে। ঐ কনডমেই আমি আরিফ ভাইয়ের সাথে থাকি।

এবার আমার ঐ সময়ের অবস্থাটা একটু অনুমান করেন।

মাহবুব ভাইয়ের কথার পিটে আমি বলি-হ, মাহবুব ভাই আর আমি আমার নতুন কনডোমিনিয়ামটাতেই থাকি। কনোডোমিনিয়ামার সাথে মাহবুব ভাই কনডমকে গুলিয়ে ফেলেছেন। ফেরার পথে আমি মাহবুবভাইকে বলি, মাহবুব সত্য করে বলেন- আপনি আসলে কি পাশ? আর আপনাকে আমেরিকা আসার ভিসা দিলো কে?

মাহবুব ভাই বলে, হাজী সেলিমের বইয়ে মুতে দিয়ে ইস্কুল ছাড়ছি। মনে হয় সেই বইয়ের অভিশাপ লাগছে। আর তিন ক্লাসের পর আগাতে পারিনাই। তয় একটা সাদা লম্বা মাইয়া আমেরিকার ভিসা দিছে।



ঘটনা কিভাবে প্যাচ খেলো এবার এইটা দেখেন।

মুয়াজ্জিন সাহেব বললেন- ভাইজান- পেচবুক জিনিসটা কি?

আমি বললাম , হুজুর এইটা একটা বিশেষ সামাজিক যোগাযোগ রাখার ব্যবস্থা। সবার সাথে যোগাযোগ রাখা যায়। তবে একটা একাউন্ট থাকতে হবে।

হুজুর বললেন- পূবালী ব্যাংক কদমতলি শাখায় একটা একাউন্টতো অনেক আগে খোলা আছে। তয় নাম্বার ভুলে গেছি।

বললাম, হুজুর । পাশে বসেন আপনাকে আরেকটা একাউন্ট খুলে দেই।

হুজুর বলেন- তাহলে কি বাসায় গিয়ে ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবো, আর কি কি লাগবো বলে দেন। সব একসাথে নিয়া আসি।

আমি বললাম, আপনি পাশে বসেন। আর কিছু লাগবো না। শুধু আপনার একটা ছবি লাগবে। যাতে ছবি দেখে সবাই আপনাকে চিনতে পারে।



হুজুর বলেন, ছবিতো সাথে নাই।

আমি বললাম, আমি ফোন দিয়ে ব্যবস্থা করবো ।চিন্তার কিছু নাই।

হুজুরের একাউন্ট খোলা হলো। আইডি পাসওয়ার্ড শিখিয়ে দিলাম। প্রাইমারি একটা ধারণা দিয়ে জিগ্গাসা করলাম পরিচিত কেউ আছে কিনা।



হুজুর বললেন- বাড়ির মালিকের ছেলে মেয়ের মুখে পেচবুকের কথা শুনেছেন।

ওদের নাম খুঁজে আমি রিকো পাঠালাম। বললাম, আপনি আমার এখানে এসে ফেসবুক ব্যবহার করবেন। ছবি আপলোড করবেন ইত্যাদি।



পরেরদিন সকালেই হুজুর আসলেন। দারুন আগ্রহ। ফেবুতে লগইন করলেন। দেখলাম বাড়ির মালিকের ছেলেমেয়ে উনাকে এ্যাড করেছে।

এরপর হুজুর বললেন-ডেইলি আপনাকে এসে ডিস্টার্ব নিমু। বড় শরমিন্দা লাগে।

পরেরদিন আমার একটা পুরানো মোবাইল ফোনের সবকিছু রেডি করে দিয়ে হুজুরকে দিয়ে বললাম, হুজুর এটাতে সবকিছু করতে পারবেন।



কয়েকসপ্তাহ আর হুজুরের সাথে কোনো দেখা নাই। শুনলাম হুজুর আর এলাকায় নাই। একদিন দেখা হলো- শহরের মোড়ে। বললাম , হুজুর ঘটনা কি?

হুজুর বললেন- ভাইজান,এই পেচবুক আমার চাকরি খাইছে। এবার বুঝছি কেন মাইনষে এইডারে প্যাচবুক কয়।প্যাচকি এমন লাগা লাগছে। দোয়া তাবিজেও মনে হয় এই প্যাচকি আর ছুটবেনা।



আমি বললাম , কন কি?ঝেড়ে কাশেন।



বললেন, বাড়ির মালিকের মাইয়ার সাথে মাজে মাজে পেচবুকে চেট হতো।

আমি বললাম ভালোই তো। কথা হয়েছে। ভালোবাসাতো আর হয়নাই। বললেন, সেখানেইতো পেচ লেগেছে।

হুজুর প্লিজ ঝেড়ে কাশেন।

হুজুর বলেন- এই কেমন আছো? কি করো ইত্যাদি আলাপ সালাপ হতো।

একদিন সকালে মেয়ে মেসেচ দিলো - হুজুর আপনাকে চুম্মা মোবারক।

আমি লিখলাম- কি বললা?

মেয়েটি আবার বললো- কেন বুঝেন নাই। চুম্মা মোবারক। চুম্মা মোবারক।

বললাম, সত্য করে কইতাছো-

মাইয়া কয়, জ্বি মিথ্যা কথা বলার কি আছে। চুম্মা মোবারক।

আমি বললাম, এই কথা আর কয়জনরে কইছো।

মাইয়া কয়, এই কথা আর কাউরে কইনা। শুধু আপনারে কই।

তাইলে আবার ঠিক ঠিক কও- মাইয়া কয়- চুম্মা মোবারক।

আমার দিলে বাড়ি বাড়লো। দিলের ভিতর ইশক পয়দা হলো। এখন কি কায়দা করলে কি ফায়দা হবে বেপক টেনশনে পড়লাম। দিলের বাড়ি কসমখোদা শুনা যায়।

সাহস কইরা নিজেও লিখলাম- সত্য যখন কইতাছো, তয় তোমারেও আমার দিল থেকে চুম্মা মোবারক।



এ মেসেচ পাইয়া, মাইয়া কয়। আপনার এতো বড় সাহস। পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। পেচবুকে আমি আর মাইয়ারে পাইনা। কোনোকিছু বুঝাইবারও আর চান্স পাইলাম না।



আমি একটা জিনিস শিউর হওয়ার জন্য বললাম, হুজুর ঘটনার দিন কি বার ছিলো, মনে আছে?

হুজুর বললেন, এমন একটা ঘটনা মনে থাকবোনা। সেদিন শুক্রবার ছিলো।



যা বুঝার বুজে ফেললাম। একটা "চ"ই যত সর্বনাশ ঘটিয়েছে। সামহাউ

মেয়েটা হয়তো লিখতে চেয়েছিলো জুম্মামোবারক- হয়েগেছে চুম্মামোবারক।



এবার হুজুর আপনার ঠেলা আপনি সামলান। রিকসাড্রাইভার কুদ্দুস ভাইরে বললাম, ভাইজান দারুন প্যাচকি লেগে গেছে। আপনি আগে বাড়ান।



এবারেরটা একেবারে অন্যরকম। শিশুরার আসলেই শিশু।

আমেরিকায় বাবা মায়েরা খুবই চেষ্টা করেন বাচ্চাদের বাংলা শিখানোর জন্য। আমিও কয়েকদিন একটা বাংলাস্কুলে ওদের বাংলা শিখানোর চেষ্টা নিয়েছিলাম। এমরি ভার্সিটির একট অধ্যাপক ভাই। মাঝে মাঝে উনার বাসায় যাই। আপা ঘরের দেয়ালে দেয়ালে বর্ণমালা, জাতীয় সংগীত, কবি জসীম উদ্দীন, কবি নজরুলের কবিতা, গান ইত্যাদি প্রিন্ট করে লাগিয়ে রেখেছেন যাতে উনার ছেলে মেয়েরা দেখে দেখে শিখতে পারে। বাংলা শিখার আগ্রহ বাড়ে। ভাষার প্রতি ভালোবাসা বাড়ে।



বড় মেয়েটা একটু একটু বানান করে পড়তে শিখেছে। আমরা ডাইনিং টেবিলে বসে গল্প করছি। মেয়েটা পড়ে আর হাসে। পড়ে আর হাসে।কুটকুট করে হাসে।

পড়তেছে- ফাল্গুনি মুখে পাদ দেয়। ফাল্গুনি মুখে পাদ দেয়।

আমার আগ্রহ বাড়লো - ওর পাশে গিয়ে দেখলাম। টেবিলের ওপর একটা বই। মা মনে হয় পড়ে টেবিলের ওপরে রেখেছিলেন। মেয়েটা সে বই দেখে বানান করে পড়ছে।

দেখলাম- বইয়ের লেখিকার নাম-"ফালগুনি মুখোপাধ্যায়। আর তা নতুন বানান শিখা মেয়েটির জন্য হয়ে গেছে- ফাল্গুনি মুখে পাদ দেয়।



এইটাতো পাদ পর্যন্তই ছিলো। কয়েকদিন পরের ঘটনা আরো ভয়াবহ। পাদের উত্তোরণ কোথায় গিয়ে ঠেকেছে দেখেন। মজা দেখেন।



পরের সপ্তাহে আবার উনাদের বাসায়।

মা মেয়েকে স্কুল থেকে আনতে গেছেন। ভাই আর আমি বসে বসে গল্প করছি। ভাই কাব্য চর্চাও করেন। নিজে অবসরে টুকটাক লিখালিখা করেন ।

পাশের রুম থেকে উনার ছোট ছেলে সুর করে করে পড়ছে-



"আকাশে হাগিলো তারা, আকাশে হাগিলো চাঁদ

ঘুমাইয়া রহিয়াছো খোকা, হাগিবেনা এই রাত?



ভাইকে বললাম, ভাই ছেলে সুর করে করে এসব কি পড়ে?

ভাই খুবই আনন্দিত হয়ে বলেন - নিজের স্বরচিত কবিতা ছেলেকে দিয়ে মুখস্ত করাচ্ছি ভাই।

বললাম,আপনি লিখেছেন এই কবিতা?

কেনো, তোমার পছন্দ হয়নি?

আমি বললাম অবশ্যই পছন্দ হয়েছে। কিন্তু ছেলে কি পড়ছে শুনছেন?



বাপ কিন্তু উনার ছেলের কন্ঠ ঠিকঠাক শুনছেন। বললেন- কেন ছেলেতো ঠিকই বলছে-

"আকাশে জাগিলো তারা, আকাশে জাগিলো চাঁদ

ঘুমাইয়া রহিয়াছো খোকা, জাগিবেনা এই রাত?



ইতোমধ্যে মা এসেছেন। ছেলে পাঠের জোর আরো বাড়িয়ে দিয়েছে।

মা বললেন- কি এই দুপুর বেলা আকাশে পাতালে মিলে হাগিলো হাগিলো শুরু করেছিস?



তবে এই সুদূর আমেরিকায় বসে ভাষার প্রতি উনাদের দরদ, উনাদের প্রেম, সন্তানদের ওয়ালে ওয়ালে বাংলা গান, বাংলা কবিতা , বাংলা স্বরবর্ণ প্রিন্ট করে লাগিয়ে দিয়ে ভাষা শিখানোর প্রচেষ্টা মুগ্ধ করেছে। বুঝলাম দেশের মানুষগুলো যতই দূরে থাকুক সবার বুকে থাকে একটা হৃদয়ভরা বাংলাদেশ। পরবাসে আমরা দেশের বাইরে থাকি কিন্তু দেশ একটা মুহুর্তের জন্যও আমাদের হৃদয়ের বাইরে থাকেনা।



সবাইকে ভাষা দিবসের লাল সালাম।



নিজের ভাই বেরাদরগনের ফেসবুকে মিছিল চলছে বলে লেখাটি ফেবুতে পোস্টাইতে পারলামনা। আপছুছ। আপনারা কেউ চাইলে লিঙক ফেবাইতে পারেন।

মন্তব্য ১৯২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৯২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

হোদল রাজা বলেছেন: চরম!
সবগুলাই জোস!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

বেঈমান আমি. বলেছেন: আজকে ১০ দিন পর মন ভরে হাসলাম ব্রো।আগে চেয়ারম্যানের পোস্ট পড়ে এমন হাসি পেতো।

নাইস পোস্ট। ;) :P :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

হতাশ নািবক বলেছেন: জটিল থেকে জটিল তর !!!! +++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: দেশের মানুষগুলো যতই দূরে থাকুক সবার বুকে থাকে একটা হৃদয়ভরা বাংলাদেশ। পরবাসে আমরা দেশের বাইরে থাকে কিন্তু দেশ একটা মুহুর্তের জন্যও আমাদের হৃদয়ের বাইরে থাকেনা।

সবাইকে ভাষা দিবসের লাল সালাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: দেশের মানুষগুলো যতই দূরে থাকুক সবার বুকে থাকে একটা হৃদয়ভরা বাংলাদেশ। পরবাসে আমরা দেশের বাইরে থাকে কিন্তু দেশ একটা মুহুর্তের জন্যও আমাদের হৃদয়ের বাইরে থাকেনা।

সবাইকে ভাষা দিবসের লাল সালাম।
জুম্মামোবারক। =p~ =p~ =p~ =p~

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
হাসতে হাসতে ডানদিকে ‘কাইত’ হয়েছিলুম...
তবে শেষটায় অতি সত্যকথা বলেছেন...
অন্তত আমার জন্য সত্য ...

আমার বাংলা আমার ভাষা; প্রতিটি মুহূর্তের প্রতিটি উচ্চারণে মন দরজায় অপেক্ষায় থাকে কোন একজন বাঙালীর অপেক্ষায়....

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আমার বাংলা আমার ভাষা; প্রতিটি মুহূর্তের প্রতিটি উচ্চারণে মন দরজায় অপেক্ষায় থাকে কোন একজন বাঙালীর অপেক্ষায়....
আহারে ভাই, একেবারে মনের কথা।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

পদ্মা_েমঘনা বলেছেন: ভাল লাগল।++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

আশফাক সফল বলেছেন: লাল সালাম !!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও লাল সালাম ভাই।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

মদন বলেছেন: =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: খাবারের সাথে কর্ক সেটা আবার কি
পোষ্টে শুভকামনা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: ফর্ক বন্ধু ভাইজান।
=p~ =p~ =p~ =p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

বেলা শেষে বলেছেন: সবাইকে ভাষা দিবসের লাল সালাম।
...it was good enjoyble writing, interesting....
up to next time...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও লাল সালাম ভাই।
অনেক ধন্যবাদ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

এম মশিউর বলেছেন: হা হা হা.
হাসতে হাসতে শেষ! :D :D

ফাল্গুনি মুখে পাদ দেয়।

এই পোস্টের জন্য আপনারেও 'চুম্মা মোবারক'। :-B

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আপনাকেও দিলাম............... !:#P !:#P !:#P !:#P

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক সুন্দর।


বাট প্রথমটা এপিক

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

উদাস কিশোর বলেছেন: সিলটি ভাই এবার রেগে গিয়ে বলছে-হেদিন আইলাম তোমার দোকানও, তুমি দোকানও নাই। গোয়া চাইলাম, ছোট পেনিসে খয় দোকানও গোয়া নাই।এরপর খইলাম তে গোয়ামারা দেও । হে খয় নাই। . . . . . .
.
চরম্জ :D :D
অনেক মন খারাপের মধ্যেও হেসে দিলাম :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

খেয়া ঘাট বলেছেন: আমিও হেসেছি। একেবারে রেস্টরুমে ঢুকে হো হো করে হেসেছি।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: হাহাহ খুব মজার । এনজয় করেছি ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

নিশাত তাসনিম বলেছেন: মজা পাইলাম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

সাইফুল আজীম বলেছেন: হাসি আর থামেনা!! :D :D :D

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

গৃহ বন্দিনী বলেছেন: কয়েকটা ঘটনা পড়ে সেইরকম হাসলাম । দ্বিতীয় ঘটনাটা বুঝতে বেশ টাইম লাগল, তারপর =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

খেয়া ঘাট বলেছেন: তারপর ঠিক কী বুঝলেন।
হ, বুঝছি আপনার হাসি দেখেই........... !:#P !:#P !:#P !:#P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিশেষ ধন্যবাদ।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: দারুণ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চাইনিজ দের সমস্যা তো মারাত্মক পর্যায়ের দেখি! যাই হোক মেলা হাসাইছেন, পেট ব্যাথা করে ফেলছেন এবার খাওয়ান :) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৪

খেয়া ঘাট বলেছেন: সামনে শীতের পিঠা উৎসব আছে। চলি আসেন।
ব্যাফুক খানাপিনা হবে। আমার আতিথয়তায় বিশ্বসেরা।

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

স্বপ্নসমুদ্র বলেছেন: অনেক ভয়াবহ অভিজ্ঞতা।। সব গুলোই সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৪

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহা,।

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

সুমন কর বলেছেন: ব্যাপক মজা পাইলুম!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

মুনেম আহমেদ বলেছেন: চরম লিখছেন ভাই :D । আপনারে চুম্মা মোবারক

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

খেয়া ঘাট বলেছেন: আপনারেও ভাইজান।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

পথহারা নাবিক বলেছেন: হাসতে হাসতে পেটে খাবার হজম হইয়া গেলো!!! ভালোই লিখছেন!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

ফিলিংস বলেছেন: +++++++++++্

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

নীল আকাশ আর তারা বলেছেন: হাসতে হাসতে শেষ । অনেকদিন পর ব্লগে এসে একটা ভালো লেখা পড়লাম। আকাশ বাতাস ফাটায় হাসলাম। মন ভালো হইছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

বেকার সব ০০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ আর পারোম না হাসতে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪১

পাঠক১৯৭১ বলেছেন: ভালো, জীবন থেকে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২১

মাহমুদ০০৭ বলেছেন: :D :D =p~ =p~ আপ্নে পারেন অ ভাই

আর কি কমু , ভাষা হারাই ফেলছি ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৬

মুক্ত তরণী বলেছেন: মজা পাইলাম B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২১

আমিই মিসিরআলি বলেছেন: আকাশে হাগিলো তারা, আকাশে হাগিলো চাঁদ
ঘুমাইয়া রহিয়াছো খোকা, হাগিবেনা এই রাত?


হাহাহাহাহা ভাই, B-)) :#)

হাসতে হাসতে চক্ষু ভিজা গেছে লগে পেতেও মোচড় মারছে :P

সবকয়টাই চরম, তিন নম্বর +++ ;)

B-) B-) B-) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) :#) :#) :-B B-) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫০

খেয়া ঘাট বলেছেন: আমারও আপনার মতো অবস্থা হয়েছিলো মিসির ভাই।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৭

মন্জুরুল আলম বলেছেন: চিটাগাং ভাই আর সিলেটি ভাই তো জটিল অবস্হার সৃষ্টি করছে। একজন তার ফোন দেয়া নিয়ে, অন্যজন্য পেনিস আর গোয়ামারা নিয়া ব্যাপক চিন্তায় আছে।
আচ্ছা এই দুইদেশি ভাইর কোনভাবে মোলাকাত হইলে কি অবস্হা হইবে?????? =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৩

খেয়া ঘাট বলেছেন: আপনে দেখি আরেক কাটি সরস।ইয়া মাওলা।
এমনে নাচুনে বুড়ি, তারওপরে ঢোলের বাড়ি।
তবে মিলন হয়েছিলো , কিন্তু তা প্রকাশযোগ্য নয় ভাইজান।
অনেক কাটা ছেড়া করে লিখতে গেলে রস সব শুকিয়ে যাবে। তাই ক্ষেমাপ্রার্থী....................
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৪

মুক্ত তরণী বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/169976/small/?token_id=c3ed720c4cfc731b4e6424505df0d33f



=p~
হাসতে হাসতে চক্ষু ভিজা গেছে লগে পেতেও মোচড় মারছে
:P
হাস্তে হাস্তে নাকি হাগদে হাগদে ব্যাটা ? =p~ B-) :D

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৯

খেয়া ঘাট বলেছেন: নীচের লাইনে কী বলেন এসব!!!!!!!!!!!!!ওস্তাগফিরুল্লাহ।
আপনার লিঙকটা আবার দেন। ভালোকরে আসে নাই ভাই।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৫

আমিই মিসিরআলি বলেছেন:

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২০

খেয়া ঘাট বলেছেন: এইটা কেমনে দিলেন???
একবার শিখেছিলাম। ভুলে গেছি।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০৭

গোলক ধাঁধা বলেছেন: সিলটি ভাই এবার রেগে গিয়ে বলছে-হেদিন আইলাম তোমার দোকানও, তুমি দোকানও নাই। গোয়া চাইলাম, ছোট পেনিসে খয় দোকানও গোয়া নাই।এরপর খইলাম তে গোয়ামারা দেও । হে খয় নাই। . . . ফাল্গুনি মুখে পাদ দেয়. . .আকাশে হাগিলো তারা, আকাশে হাগিলো চাঁদ
ঘুমাইয়া রহিয়াছো খোকা, হাগিবেনা এই রাত? B-)) B-)) =p~ =p~
.

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৪

আমিই মিসিরআলি বলেছেন: আরিফ ভাই, মুক্ততরণী ব্যাটায় আম্রে উদ্দেশ্য কইরা কইছে এই গুলান X((

http://gullee.com/

হেনে আহেন SW Code দেন :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৪

খেয়া ঘাট বলেছেন: সেটা বুঝেছি মিসির ভাই। আপনার কমেন্টের জবাবে উনি বলেছেন।
লিঙকের জন্য ধন্যবাদ।

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

হেডস্যার বলেছেন:
দারুন হইছে....ব্যাপক বিনোদন =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহা হোহোহোহোহোহো
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

নবীউল করিম বলেছেন: ভাষা নেই............ হাসি থামানোর খমতাও নেই...... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

খেয়া ঘাট বলেছেন: হাসি থামানোর দরকার কি?
ডাক্তারকে পইসা দিয়ে লাভ কি?
ননস্টপ হাসতে থাকেন ভাইজান।
B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


হাসতে হাসতে গাল ব্যথা হয়ে গেছে। সবগুলোই মজার।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।
একটা বিশেষকারণে স্পেশাল ধন্যবাদ।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

হাসান মাহবুব বলেছেন: মজা পাইলাম। চিটাগংয়ের ভাষায় ফোন দেয়া মানে কী বুঝায়?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
আমার কইতে শরম লাগে। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P
মুনেম ভাই কি একটু হেল্প করবেন কাইন্ডলি হামা ভাইকে।

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

মুনেম আহমেদ বলেছেন: চট্টগ্রামের ভাই- আরে রাগ করবোনা মানে? আপনার ফোন দেয়ার ইচ্ছে থাকলে আপনি দেন গিয়ে যান। যারে খুশি তাকে ফোন দেন। ইচ্ছেমতো দেন।
ঢাকার ভাই- তাইলে বলেন আমিই আপনাকে ফোন দিবো। কখন দিলে আপনার সুবিধা হয়।
চট্টগ্রামের ভাই-আপনার ফোন আপনি যারে ইচ্ছে তাকে দেন। আমাকে বলছেন কেনো? মিয়া চরিত্র ঠিক করেন। আবারো পড়লাম ব্যাপক মজা পেলাম ভাই :#) B-)) B-)) :D B-) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: বদ্দার বাড়ি কি চিটাগাঙগ নে????
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
হাসান মাহবুব ভাইকে কি একটু ক্লিয়ার করে দিবেন????

৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

মাঘের নীল আকাশ বলেছেন: অনেক মজা পাইলাম ভাই...হাসতে হাসতে চোখে পানি চলে আসছে...!!! হাহাহাহাহা... =p~ =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

খেয়া ঘাট বলেছেন: হাহহাহাহা হোহোহোহোহোহোহো হাহহাাহাহহা হোোহোহোোহোহো।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

এরিস বলেছেন: অনেকদিন পর একটা মজার লেখা পড়লাম। গিয়াসুদ্দিন ভাইয়ের একটা গল্প পড়েছিলাম। সেটা আমি বাসার সবাইকে পড়িয়েছিলাম। এটাও শোনাবো। তবে কিছুটা স্কিপ লাগবে। :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

খেয়া ঘাট বলেছেন: তবে কিছুটা স্কিপ লাগবে।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
আপনাকেও স্পেশাল ধন্যবাদ । একটা বিশেষ কারণে।

৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

দি সুফি বলেছেন:


সেইরকম অবস্থা। =p~ =p~ =p~
অনেকদিন পর এইভাবে ব্যাপক হাসলাম B-)) B-))

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

খেয়া ঘাট বলেছেন: আমিও অনেকদিন পর হোহোহো হাহাহা হোহোহো করে হাসলাম।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

জেরিফ বলেছেন: চট্টগ্রামের লোকের কাহিনী পড়ে হাস্তেই আছি , পেট ব্যাথা হয়ে গেছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: আমিও হাসতে ছিলাম। হোহোহোহোহো করে হাসছি।
তাহলে আপনি একটু হাসান মাহবুব ভাইকে হেল্পান প্লিজ।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

রবিউল ৮১ বলেছেন: সত্যি অসাধারণ। B-) B-) B-) ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ ভাইজান।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২

গৃহ বন্দিনী বলেছেন: @হাসান মাহবুব ভাই

ফোন দেয়া শব্দটাকে একটানে এইভাবে উচ্চারণ করেন ফুন্দাওয়া

বাক্য গঠন করে বুঝালে হয়ত ভাল মত বুঝতে পারতেন কিন্তু মডুরা আর অশ্লীলতার দায়ে ব্যান করে দেয় কিনা তাই আর বললাম না।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেকটা ঠিক আছে।
তবে একসাথে জোড়া না লাগিয়ে আলাদা করে বললেও যারা চিটাগাং এর তারা ঠিকই বুঝবে।
আমার ফেবু'র এক ব্যারিস্টার বন্ধু ককসবাজারের রামু বাড়ি, নাম জ্যোতি ওর পোস্টে কমেন্ট করতে গিয়েই এই ঘটনা মনে আসলো।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ ! :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: মজা পাইলাম :D

বাট সিলেটিরা তো গুয়ামুরি কে গুয়ামুরি-ই বলে, গুয়ামারা কেউ বলে এটা এই প্রথম শুনলাম!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাইছাব।
সিলটর ভাষাও একেক জাগাত মনে হয় একেক রকম।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তবে এই সুদূর আমেরিকায় বসে ভাষার প্রতি উনাদের দরদ, উনাদের প্রেম, সন্তানদের ওয়ালে ওয়ালে বাংলা গান, বাংলা কবিতা , বাংলা স্বরবর্ণ প্রিন্ট করে লাগিয়ে দিয়ে ভাষা শিখানোর প্রচেষ্টা মুগ্ধ করেছে। বুঝলাম দেশের মানুষগুলো যতই দূরে থাকুক সবার বুকে থাকে একটা হৃদয়ভরা বাংলাদেশ। পরবাসে আমরা দেশের বাইরে থাকি কিন্তু দেশ একটা মুহুর্তের জন্যও আমাদের হৃদয়ের বাইরে থাকেনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।
রম্যঘটনাগুলো নিয়েতো কিছুই বললেন না =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

সাদমান সাদিক বলেছেন: হাসতে হাসতে শেষ =p~ =p~ B-) B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২৫

খেয়া ঘাট বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ঢাকাবাসী বলেছেন: দারুন লাগল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

বাহলুল বলেছেন: মারাত্বক রম্য। গড়াগড়ির ইমোটা মিস করতেছি :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P :> :> :> :> :> :> :> :> :>

৫৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩১

সানফ্লাওয়ার বলেছেন: =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

মনে নাই বলেছেন: সাংঘাতিক মজা পাইলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P :) :) :) :) :) :) :) :) :) :) :)

৫৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: B-) B-) :P :P :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

পাতি মাস্তান বলেছেন: হাসতে হাসতে আমি শেষ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৩

অপ্রচলিত বলেছেন: ব্যাপক হয়েছে তো। =p~ =p~ =p~
ইয়ে মানে আমারও একটা ফাক দরকার ছিল :P

এটা সবথেকে বেশি ভালো লাগলো।

"আকাশে হাগিলো তারা, আকাশে হাগিলো চাঁদ
ঘুমাইয়া রহিয়াছো খোকা, হাগিবেনা এই রাত?


:D :-B =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৫

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

নিশাত তাসনিম বলেছেন: আসলেই মজার :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২

ড. জেকিল বলেছেন: সিলেটের টা সেই হইছে।

অনেক রাত্রি হইলো, আর হাগিতে ইচ্ছা করিতেছেনা =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৬০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩১

রোকসানা লেইস বলেছেন: =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

রহমান সংশয় বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল । অসাধারণ !!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহলুল বলেছেন: মারাত্বক রম্য। গড়াগড়ির ইমোটা মিস করতেছি :D

সহমত।


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৯

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: সিলেটেরটা জোশ হয়েছে। :)
শেষের টা আরও মজার। :) :) :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৬৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

রাসেলহাসান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৬৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

তাসজিদ বলেছেন: :-B

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৬৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৬৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

দুঃখী__ বন্ধু বলেছেন: ভাষার এ দূরবস্থা দেখে কি বলবো ভেবে পাচ্ছিনা । এক্সট্রিম ভুল বুঝাবুঝি । B:-)

আমাদের এখানে বাংলা ভাষা থেকে বাংলা ভাষা বুঝার জন্য দোভাষী রাখা আছে । :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৬৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

ভোরের সূর্য বলেছেন: ভাই কঠিন হইছে লেখাগুলো। অনেক হেসেছি আপনার চুটকিগুলো পড়ে। যাইহোক আমার কথা মনে আছেতো আপনার?আপনাকে বলেছিলাম যে আপনার ছোট গল্পগুলো নিয়ে একটা বই বের করেন। এই ফেব্রুয়ারীতে না হোক কিন্তু আগামী ফেব্রুয়ারীতে অবশ্যই। সামুতে প্রতিদিন বই মেলার নতুন বইয়ের খবর শুনি।তখন খালি আপনার কথা মনে পড়ে যে আপনিও বের করতে পারেন একটা বই।

আরিফ ভাই, একজন লেখক বা গায়ক প্রথমে নিজের ভাল লাগার জন্য লেখে এবং নিজের জন্য গায় এবং এর পরে তারা করে পাঠক এবং শ্রোতাদের জন্য। আমার মনে হয়না কোন কবি বা লেখক অর্থ বা নামের জন্য কবিতা বা গল্প লেখেন।আমারো বিশ্বাস আপনার লেখা প্রথেম আপনার কাছে মনের প্রশান্তি বা ভাল লাগার জন্য, সেটা মাঝে মাঝে ব্লগে শেয়ার করেন আর আমরা সেগুলো পড়ি। আপনি আরেকটু বৃহৎ পরিসরে বই আকারে বের করেন যাতে আরো বেশি বেশি মানুষ আপনার গল্পের বা আপনার রসের চুটকিগুলোর স্বাদ নিতে পারে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: মনটা খুব খারাপ ছিলো। আপনার মন্তব্যটা পড়ে নিজের অজান্তেই মনটা ভালো হতে শুরু করলো। কী দারুণ একটা ব্যাপার তাইনা??? অনেক ধন্যবাদ ভাই।

আমার কোনোদিনও বই বের করা হবেনা। কারণ-আমি অতো দায়িত্ব নেয়ার মতো মানুষ না । কাউকে বলা, কাউকে অনুরোধ করা আমার দ্বারা কখনোই হবেনা ভাই।

আপনাকে মেলাদিন পর দেখে ভালো লাগলো। বিজি ছিলেন???

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: তবে একটা দুখের কথা বলি,
বিভিন্ন জায়গায় দেখি আমার লিখাগুলো বিভিন্ন নামে বিভিন্ন ব্লগে , অথবা কারো ফেসবুকের স্ট্যাটাসে দেয়া। হঠাৎ করে নিজের চোখের সামনে পড়ে। তখন আশ্চর্য্য হয়ে যাই। কত বলা যায় বলেন।
সেদিন একজন একটা ভিডিও ক্লিপ ফেসবুকে শেয়ার করলো। দেখি হাজার হাজার মানুষ লাইক করেছে। আবুল হায়াত ক্লিপটিতে অভিনয় করেছেন। দেখলাম-এটা অনেক আগে লিখা আমার একটা গল্পরে অংশ বিশেষ। আবুল হায়াতকে দোষ দেইনা।উনিতো শুধু অভিনয় করেছেন। কিন্তু পরিচালক মহোদয় খুব সহজেই মেরে দিলেন।
কী আর করা????

৬৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ হুম !:#P !:#P !:#P =p~ =p~ =p~

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

ভোরের সূর্য বলেছেন: এই দুঃখের কথা আমিও আপনাকে বলেছিলাম। লেখা পেটেন্ট করা যায় কিনা জানিনা কিন্তু বই আকারে বে্র করলে সেটাই হবে আসল পেটেন্ট।
আপনি কেন দ্বায়িত্ব নিবেন। আপনার আত্মীয়স্বজন যারা বাংলাদেশে আছে তাদের কাওউকে বলুন বই প্রকাশের ব্যাপারে। খোজ খবর নিক কি সিস্টেম বা খরচ ইত্যাদি।আমেরিকাতে খুব সম্ভবত মুক্তধারার প্রকাশক থাকেন। একটু খোজ নিন কিভাবে কি করতে হয়। আর বাংলাদেশে কেউ কিছু না করতে না পারলে একদম শেষ পর্যায়ে আমাকে বলুন।

নিজের জিনিস যতই ছোট কিংবা সাদামাটা হোক না কেন সেটা নিজরই। কেউ না বলে নকল করলে খুব খারাপ লাগে বা না বলে ব্যবহার করলে।
ভাই বই বের করুন পাঠকদের জন্য।আমাদের জন্য। এটা আমি বই বলবোনা। বলবো যে আপনার মনের কথা বা ভাল লাগাগুলো আমাদের সাথে একজায়গায়(বই হচ্ছে বেস্ট মাধ্যম) শেয়ার করা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: আপনার প্রেরণাদায়ক কথাগুলোর জন্য অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা রইলো।

৭১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

না পারভীন বলেছেন: আরু ভাই আপনি অনেকদিন থেকেই ভাল লিখেন , আমরা ( আমি , আপু বিশেষত আমি ) নতুন এসে জুড়ে যাওয়া বন্ধু । আপনার ব্লগের একনিষ্ঠ পাঠক কিন্তু সমালোচক নই । পাঠক হিসেবে অন্ধ । যাই লিখুক তাই ভালো ।
আপনার বই প্রকাশিত হলে আসলেই খুব ভাল লাগতো ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৫

মুক্ত মানব বলেছেন: =p~ !:#P :-P B-)) :-B /:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৯

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: =p~ =p~ =p~ B-) B-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেরাম অইছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

অনিকেত রহমান বলেছেন: ভাই প্রচুর হাসিছি ____ প্রতি গল্পে দুইবার করে হাসিছি প্রথম অংশ পড়ে একবার শেষ অংশ পড়ে একবার____ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
"আকাশে হাগিলো তারা, আকাশে হাগিলো চাঁদ
ঘুমাইয়া রহিয়াছো খোকা, হাগিবেনা এই রাত?

এটাতে তো একেবারে গড়া-গড়ি______ =p~ =p~ =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

খেয়া ঘাট বলেছেন: :) :D B-) ;) :P :#) B-)) :!> :> :-B :-P :-0 !:#P =p~

৭৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

অন্তরন্তর বলেছেন:


রসাত্মক লিখা রসে টইটুম্বুর। নাইস। ++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৬

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৩

সঞ্জয় মুখার্জী বলেছেন: হি হি হি হি হি ......... ব্যাপক বিনুদুন পাইলুম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাসতে হাসতে চেয়ার থেকে পরার উপক্রম! =p~ =p~ =p~

ভালো আছেন ভাই??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

বাহঃ অনেকদিন পর দেখলাম। আমি ভালো। আপনার কি খবর?

৭৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৮০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

মিজানুর রহমান মিলন বলেছেন: খুবই ভাল লাগল ।

"আকাশে হাগিলো তারা, আকাশে হাগিলো চাঁদ
ঘুমাইয়া রহিয়াছো খোকা, হাগিবেনা এই রাত?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৭

খেয়া ঘাট বলেছেন: :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:):):):):):););););););););)

৮১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২১

জাহিদ গাছবাড়ী বলেছেন: ভাই, আপনি সিলেটি ভাইর কথা বলতে একটু বাড়িয়ে বলেছেন।
আমি বুঝেছি, কারণ আমি সিলেটি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

খেয়া ঘাট বলেছেন: আমার বাড়িও সিলট ভাইছাব।
আমি একজন গর্বিত বাংলাদেশী সিলটি।গোয়া আলা ভাইছাব সিলট কোন গাঁওর ইখান খইতাম ফারতামনায়। তে তাইন তাইন মনে অয় অলান ঔ মাতইন। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: আপনি যা বললেন সব ফাকট।

দিস অল আর ফাকট ।

খেয়াল করেছেন হয়ত আফ্রো অ্যামেরিকান রা "এ" উচ্চারণ কি ভাবে করে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

খেয়া ঘাট বলেছেন: ঠিক ধরেছেন।
আমার এক খুব ভালো বন্ধু আছে। আমার ফেসবুকে ও আছে। বাংলাদেশের অনেকটা তারেকজিয়ার মতো।দেশ থেকে বিতাড়িত ,এখন রাজনৈতিক আশ্রয়ে আছে। ক্ষমতার পালাবদলের অপেক্ষার দিনগুণছে।

ও দেখে বেশী রেগে গেলে বলে- আই ফুক ইউ।
এখন আমাদের কিছু ফ্রেন্ড এই ফুক কথাটি ইউজ করে, আর বলে- কাজের কাজ হলো, কিন্তু বাজে শব্দটি ইউজ করতে হলোনা। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

সাইবার অভিযত্রী বলেছেন: ফু

( আর সংক্ষেপ আরো নিরাপদ )

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

খেয়া ঘাট বলেছেন: হাসতে হাসতে শেষ,
তবে শুধু ফু বললে মনে হয়,,,,,,,,,,,,,,,,সহজে কেউই আর বুঝবেনা।
ফুক ইজ পারফেক্ট/ =p~ =p~ =p~ =p~
এটা খুব প্রচলিত হচ্ছে।

৮৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

নীলজোঁনাক বলেছেন: হাসতে বাধ্য হলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: কেন , আপনি কি সহজে হাসেন না নাকি???????????
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

আমি ইহতিব বলেছেন: অফিসে বসে খুব কষ্ট করে পড়লাম। পেট ভর্তি হাসি আসছিলো কিন্তু মুখ চেপে চেপে হাসা ছাড়া উপায় ছিলোনা। :) :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: মেলা ধন্যবাদ বিথী আপু।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
কোনটা সবচেয়ে বেশী ভালো লেগেছে??????????? আমার বেশি হাসি পেয়েছে সিলটি আর চিটাগংগ আর শেষেরটায়।

৮৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

আমি ইহতিব বলেছেন: মাসুম বাচ্চাদের বানান শেখার গল্পটা :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

খেয়া ঘাট বলেছেন: এটাই আমি আমার আব্বা আম্মার সাথে শেয়ার করতে পেরেছি। ওরা হাসতে হাসতে শেষ। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

তারছেড়া লিমন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৮৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

আরুশা বলেছেন: :P :P
=p~ =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: খিকজজজজজজজজজজজজজজজজজজজ।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

শান্তির দেবদূত বলেছেন: অনেকক্ষণ হাসলাম লেখাটা পড়ে, হা হা হা। শেষের দুইটা তো একেবারে এপিক হইছে। :) :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৩

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও মেলাদিন পর দেখে ভালো লাগলো। মাঝে মাঝে কোথায় হারিয়ে যান, আপনি??????

৯১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৯

শান্তির দেবদূত বলেছেন: দুই মাসে মত ছুটিতে দেশে ছিলাম, তাই নেটে খুব একটা সময় দিতে পারিনি। আবার নিয়মিত হয়েছি এক সপ্তাহের মত হলো :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৬

খেয়া ঘাট বলেছেন: ভালোইতো দেশে কাটালেন। অনেক সুখে ছিলেন দুইমাস তাইনা???
যাক, আবার দেখা হলো ভার্চুয়ালী। ভালো লাগলো। =p~ =p~ =p~ =p~

৯২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

উজবুক ইশতি বলেছেন: ব্যাপক বিনুদুন ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২১

rakibmbstu বলেছেন: ++++++++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৫

মিনেসোটা বলেছেন: হাহা
এই জোকটা শুনেছেন?

আরব লোক আমেরিকান পুলিশকে জিগ্যেস করছে

"বেরাদার, ক্যান আই বারক হিয়া?" (গাড়ি পার্ক করার জন্য)

পুলিশ: ইটস এ ফ্রি কান্ট্রি, ইউ ক্যান বা্র্ক এনিহো্য়ার

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১২

খেয়া ঘাট বলেছেন: পুলিশ: ইটস এ ফ্রি কান্ট্রি, ইউ ক্যান বা্র্ক এনিহো্য়ার
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
হাসতে হাসতে দম বন্ধ হয়ে গেলো। হোহোহোহোহোহোহোহোহোহোহোহোহো

তবে আরেকটা আরো মারাত্মক আছে। যেটা শুনে পুরো এয়ারপোর্ট থমকে গিয়েছিলো। সেটা আরেকপর্বে লিখার ইচ্ছে রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.