নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আপনার সাহায্য চাইছি। আপনার সমর্থন চাইছি। নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি। সামনে কিন্তু আরো কঠিন সময় পার করতে হবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১





দেশের প্রতি যদি আপনার এতটুকু ভালোবাসা,মমত্ববোধ থাকে তবে একটু কষ্ট করে লিখাটি পড়ুন, মানুষকে সচেতন করুন। আমরা নিজেরা উদ্যোগি হবোনা, কিন্তু আশা করবো একদিন বাংলাদেশ মালেশিয়া, সিংগাপুর, তাইওয়ান হয়ে যাবে। ইতোমধ্যেই দেখেছেন টুকরো টুকরোভাবে বিভিন্নব্লক বেহাত হয়ে যাচ্ছে।তারপরও যদি আমরা বিবেকবোধ না জাগাই তবে সামনে আরো কঠিন ভয়াবহ সময় আমাদের জন্য অপেক্ষা করছে। নতুন ইস্যু তৈরি হয় আর সাথে সাথেই সবকিছু আমরা ভুলে যাই।সত্যিই ভুলে গেছি সুন্দরবন, ভুলে গেছি জাতির জন্য ভয়ংকর, বিভিষীকাময় এটমবোমা রামপাল প্রকল্প।



দেশের বিদ্যুতের বর্তমান চাহিদা হলো ৭ হাজার ৩০০ মেগাওয়াট।

গতবছরের রিপোর্ট অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের পরিমান ৫ হাজার ২২০মেগাওয়াট।

বিদ্যুৎ ঘাটতি হলো প্রায় দুই হাজার মেগাওয়াট।



বর্তমানে বাংলাদেশে যেসকল বিদ্যুৎ প্রকল্প আছে তা শতকরা ১০০ ভাগ উৎপাদন কাজে লাগিয়ে পুরোদমে উৎপাদন করলে মোট বিদ্যুৎ উৎপাদন হবে ৭ হাজার ৮২৬ মেগাওয়াট। যা মানুষের বিদ্যুতের চাহিদা মেটাবে।



এখন, দেখা যাক, আসল ঘটনা। ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হলেও রামপাল প্রকল্প থেকে প্রথম চার বছরে মানে ২০১৬ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদিত হবে মাত্র ৬৬০ মেগাওয়াট।



এই ৬৬০ মেগাওয়াট বিদ্যুতের জন্য ২০১৩ সালের ২০ এপ্রিল সরকার এক মরণচুক্তি স্বাক্ষর করে ভারতের থার্মাল পাওয়ার কর্পোরেশানের সাথে।

প্রকল্পটি খুলনার বাগেরহাট জেলার রামপাল নামক উপজেলায় অবস্থিত।এবং সবচেয়ে ভয়াবহতম ব্যাপার হলো এটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্লড হ্যারিটেজে হিসাবে ঘোষিত আমাদের প্রাকৃতিক সুরক্ষা কবচ সুন্দরবন থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে।



এই ৬৬০ মেগাওয়াট বিদ্যুতের জন্য স্বাধীন,সার্বভৌম বাংলাদেশ কী পরিমাণ ক্ষতির সম্মূখীন হতে পারে তার ছোট একটা পরিসংখ্যান।





কৃষিজ ক্ষতিঃ

১) ৯৫ শতাংশ কৃষি এবং জলজ ভূমির উপর প্রকল্পটি হবে। যেখানে ধান,শস্য এবং চিংড়ি উৎপাদন করা হয়।

বছরে ধানের উৎপাদন ব্যাহত হবে মোট ৬৩,৬৩৮ টন।

৩০ বছরে ক্ষতি হবে প্রায় উনিশ লক্ষ নয় হাজার ১ শত চল্লিশ টন।



২) অন্যান্য শস্য উৎপাদন ব্যাহত হবে বছরে ১৪০৪৬১ টন।

৩০ বছরে ক্ষতি হবে প্রায় ৪২লক্ষ ১৩ হাজার ৮ শত ৩০ টন।



৩) খাল, নদী ও জলাশয়ের ব্যাপক ক্ষতি হওয়ায় মৎস্য উৎপাদন কমবে বছরে প্রায় ৫৭৮৭ মেট্রিক টন

৩০ বছরে যার পরিমাণ গড়পরতা হিসাবে প্রায় ১ লক্ষ ৭৩ হাজার ৬শত ১০ মেট্রিকটন।



প্রাকৃতিক ক্ষতিঃ

১) নৌযান চলাচল, বর্জ্যনিঃসরণ, তেল নিঃসরণ, শব্দদূষণের ফলে রয়েল বেংগল টাইগার, চিত্রাহরিণ, ডলফিন সহ বিশাল বিস্তৃত ম্যানগ্রোভের ব্যাপক ক্ষতি হবে।

২) তেল ও কয়লা পুড়িয়ে প্রচুর পরিমানে কার্বনডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেরন অক্সাইড গ্যাস ইত্যাদি বাতাসে মিশে গিয়ে পুরো সুন্দরবন অন্চল, বাগের হাট, খুলনা, রামপাল সহ বিস্তৃণ এলাকায় পরিবেশের ওপর ভয়ঙকর রকমের ক্ষতিকর প্রভাব ফেলবে।



৩) এতদঅন্চলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার ফলে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে এবং এসিড বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



৪) যে আইলা এবং সিডর থেকে প্রাকৃতিক প্রাচীর হিসাবে প্রতিরক্ষা তৈরী করে সুন্দরবন আমাদের বাঁচিয়েছিলো সময়ের পরিক্রমায় সে সুন্দরবন বিলীন হয়ে যেতে পারে।



৫) প্রায় ৩৬ কোটি গাছ বিনাশ হয়ে যেতে পারে।



আর্থিক ক্ষতিঃ

১) মোট ব্যয়ের ১৫ শতাংশ দিবে ভারত, ১৫ শতাংশ বাংলাদেশ আর বাকী ৭০ শতাংশ লোন, কর্য বা ধার করতে হবে বিদেশী ৃণদাতা সংস্থার কাছ থেকে। যার পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

এই বিশাল পরিমান লোনের সুদ এক পয়সাও ভারত মিটাবেনা। পুরোটাই বাংলাদেশের জনগণকে বহন করতে হবে।



২) ১৫ শতাংশ দিয়ে ভারত মুনাফা নিবে ৫০শতাংশ। এবং ১ টাকা রাজস্ব পরিশোধ করবেনা। যেটাকে বলা হচ্ছে ১৫ বছর ট্যাক্স হলিডে।



৩) দেশী সংস্থা থেকে প্রতি ইউনিটে কিনতে হয়ে ৩ টাকা ৮০ পয়সা।

রামপাল বিদ্যুৎ প্রকল্প থেকে কিনতে হবে ৮ টাকা ৮৫ পয়সা করে।

প্রতি ইউনিটে বেশী দিতে হবে ৫ টাকারও বেশী।

অর্থাৎ ৩০ বছরে মোট সরাসরি আর্থিক ক্ষতি হবে ১ হাজার ৩০ মিলিয়ন মার্কিন ডলার।



মানবিক ক্ষতিঃ

১) প্রায় ৭ হাজার পরিবার সরাসরি উচ্ছেদ হবে। প্রায় ১ হাজার পরিবারের কর্মসংস্থান হবে।

২) সুন্দরবন, এর পার্শ্ববর্তী নদী জলাশয়ের ওপর ভিত্তি করে প্রায় আড়াইলক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে।অদূর ভবিষ্যতে এ বিশালজনগোষ্টী কর্মহীন হয়ে পড়বে। যার প্রভাব পড়বে পুরো দেশের ওপর।

৩) পরিবেশগত বিপর্যয় এবং রাসায়নিক বিষক্রিয়ার ফলে ব্যাপক জনগোষ্ঠী সহ নবজাত শিশুর জীবন বিপন্ন হতে পারে।



সবচেয়ে ভয়ঙকর কিছু ফ্যাক্ট দেখেন-

১) পৃথিবীর কোথাও শস্য, আবাদীভূমি, বনভূমি'র ১৫-২০ কিলোমিটারের মধ্যে এরকম প্রকল্প হতে পারবেনা।

২) এমনকি স্বয়ং ভারতেও এই আইন আছে।

৩)এই কোম্পানিটি পরিবেশবাদী আন্দোলনের মুখে ভারতেও এ প্রকল্পটি বাস্তবায়ন করতে পারিনি।

৪) ভারতীয় পরিবেশ মন্ত্রনালয় যেখানে বলে সুন্দর বনের মাঝে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে হলে সুন্দরবনের ধ্বংস হয়ে যাবে ২০/৩০ বছরের মধ্যে সেখানে বাংলাদেশের পরিবেশ মন্ত্রনালয় সেই প্রজেক্ট পাস করে ।

৫) মাঝে মাঝে বিশাল অংকের টাকা বরাদ্ধ দিয়ে যে ভাংগাচোরা যুদ্ধ বিমান কেনা হয়, এ যুদ্দযান দিয়ে বাংলাদেশ যুদ্ধ করবে কার সাথে। ফেলানিতো কাটা তারেই ঝুলে থাকে।

৬)যুদ্ধবিমান কেনার পিছনে যেটাকা বরাদ্ধ করা হয় তা দিয়ে দেশের বর্তমান বিদ্যুৎ কারখানাগুলোর আরো উন্নয়ন সাধন করে পুরোদমে কাজে লাগানো যায়।



অথচ আমরা এমনি হতভাগ্য জাতি যে আমাদের মাটিকেই এ প্রকল্পের জন্য নির্ধারণ করা হলো। কিন্তু এটা কোনোভাবেই আমরা হতে দিবোনা।



আমাদের অঙীকারঃ

১) যে সুন্দরবন এতোদিন আমাদের বাঁচিয়েছে সে সুন্দরবনকে আমরা বাঁচাবো।

২) যদি পাওয়ার প্লান্ট তৈরি করতেই হয়, তবে সুন্দরবনকে বাদ দিয়ে। পাওয়ার প্লান্টের বিকল্প হতে পারে কিন্তু সুন্দরবনের বিকল্প হতে পারেনা।

৩) বিশ্বব্যাপি পরিবেশবাদী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে এর বিরুদ্দে রুখে দাঁড়াতে হবে। সুন্দরবন শুধু বাংলাদেশের না। পুরো পৃথিবীর ।

৪) দেশে এবং দেশের বাইরে যারা দেশপ্রেমিক আইনবিদ আছেন, তারা কোর্টে রিট করতে পারেন, কেন এ প্রকল্প বাদ দেয়া হবেনা।

৫) মানুষকে সত্যিকারের বিষয়গুলো অবগতকরানো। এবং সর্বস্তরের জনগণকে সচেতন করে তোলা।



মাকে তুমি বিকিয়ে দিয়ে,

মায়ের আঁচল পুড়িয়ে দিয়ে,

কেমন আলো চাও তুমি?



পুড়বে আমার দেশ,

আমি নিজেই হবো নিঃশেষ,

চিতায় জ্বলবে আমার জন্মভূমি ।



ভাবছেন যেটা আলো ,

সেটা আলো নয় ভাই,

এযে আলেয়ার হাতছানি।



হরিণের চিরহরিৎ শয্যায়

দেখি দাঁতাল শুয়োরের সংগম

আর শুনি লুটেরাদের শীৎকারের হর্ষধবনি।



তথ্যসূত্রঃ

উইকিপিডিয়া

NTPC’s coal-based project in MP turned down- দি হিন্দু অনলাইন জার্নাল

পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড থেকে প্রকাশিত ডাটা

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিবন্ধ।

একাধিক ব্লগ।

অনুগ্রহ করে আপনিও আমাদের সহযাত্রী হোন,আপনাকে আমাদের খুবই দরকার

মন্তব্য ৬৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! রামপাল কি হবেই ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

খেয়া ঘাট বলেছেন: আমাদের বিবেক যদি বলে এটা হতে দেয়া যাবেনা। তবে হবেনা।
ভারতে যেখানে হয়নি, সেখানে আমাদের দেশে কেন হবে?
আমাদের অঙীকারঃ
১) যে সুন্দরবন এতোদিন আমাদের বাঁচিয়েছে সে সুন্দরবনকে আমরা বাঁচাবো।
২) যদি পাওয়ার প্লান্ট তৈরি করতেই হয়, তবে সুন্দরবনকে বাদ দিয়ে। পাওয়ার প্লান্টের বিকল্প হতে পারে কিন্তু সুন্দরবনের বিকল্প হতে পারেনা।
৩) বিশ্বব্যাপি পরিবেশবাদী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে এর বিরুদ্দে রুখে দাঁড়াতে হবে। সুন্দরবন শুধু বাংলাদেশের না। পুরো পৃথিবীর ।
৪) দেশে এবং দেশের বাইরে যারা দেশপ্রেমিক আইনবিদ আছেন, তারা কোর্টে রিট করতে পারেন, কেন এ প্রকল্প বাদ দেয়া হবেনা।
৫) মানুষকে সত্যিকারের বিষয়গুলো অবগতকরানো। এবং সর্বস্তরের জনগণকে সচেতন করে তোলা।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

বেলা শেষে বলেছেন: Congratulation for super good writing- good Invitation. I will come again to your Blog.

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

খেয়া ঘাট বলেছেন: আশাকরি সাথে থাকবেন ভাই। আমাদের বিএনপি, আওয়ামীলীগ, শাহবাগ, হেফাজত, সুশীল, বুদ্ধিজীবী, ছাত্র, রাখাল, ক্বষক, আমলা, কামলা সবাইকে দরকার। মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দেশ, জন্মভূমি, সুন্দরবন সবার।

উপরের লিঙকে যান। সমর্থন জানান।
ধন্যবাদ।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

মামুন রশিদ বলেছেন: যা পাব তার চেয়ে ক্ষতির পরিমান হবে অনেক বেশি । সুন্দরবনের ক্ষতি হোক এমন কোন প্রকল্প আমরা চাই না ।

হরিণের চিরহরিৎ শয্যায়
দেখি দাঁতাল শুয়োরের সংগম
আর শুনি লুটেরাদের শীৎকারের হর্ষধবনি।


না, এটা চাই না ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
আশাকরি আপনাদের মতো মুক্ত বিবেকের বলিষ্ঠকন্ঠ আমাদের সহযাত্রী হিসাবে পাবো।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

পাঠক১৯৭১ বলেছেন: রামপালের বদলে কোথায় করা যায়?

বাংলাদেশ ইনজিনিয়ারিং এসোসিয়েশন ও মিনিস্ট্রি অব এনভায়রণমেন্টের মতামত কি?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

খেয়া ঘাট বলেছেন: এই হলো মতামত-
"৪) ভারতীয় পরিবেশ মন্ত্রনালয় যেখানে বলে সুন্দর বনের মাঝে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে হলে সুন্দরবনের ধ্বংস হয়ে যাবে ২০/৩০ বছরের মধ্যে সেখানে বাংলাদেশের পরিবেশ মন্ত্রনালয় সেই প্রজেক্ট পাস করে ।

দেশের ভাগ্য হলো- কম দামে কেনা বেশী দামে বেচা'র মতো।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

বেলা শেষে বলেছেন: Brother may i send your "Headline" to others???
আপনার সাহায্য চাইছি। আপনার সমর্থন চাইছি। নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি। _খেয়া ঘাট

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই।
যেভাবেই পারেন জনসচেতনতা সৃষ্টি করুন।
কপি করুন,পেস্ট করুন, নামে হোক, বেনামে হোক। জনগণ এই বিষয়গুলো জানুক।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

একজন ঘূণপোকা বলেছেন:
@ পাঠক১৯৭১

আই ই বির কথা বলে লাভ নাই, ওরা গবেষনা ধর্মী কিছু করে না, খালি নির্বাচনের সময় মানে তাদের নিজশ্ব নির্বাচনের সময় ফাল পাড়ে।

আর মিনিস্ট্রি অব এনভায়রণমেন্টে হচ্ছে বাংলাদেশের পরিবেশের সবচেয়ে বড় শত্রু।

@খেয়া ঘাট


দেশের বাইরে থেকেও এতো বড় মহত কাজ করছেন এইজন্য ধইন্যা লন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

খেয়া ঘাট বলেছেন: আপনাদের সবাইকে সহযাত্রী হিসাবে চাই ভাই।
অনেক শুভকামনা।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

নিশাত তাসনিম বলেছেন: অল্প কিছুক্ষণের জন্য হলেও এরকম একটি পোস্ট স্টিকি করা উচিৎ বলে মনে করি।

১) প্রায় ৭ হাজার পরিবার সরাসরি উচ্ছেদ হবে। প্রায় ১ হাজার পরিবারের কর্মসংস্থান হবে।
২) সুন্দরবন, এর পার্শ্ববর্তী নদী জলাশয়ের ওপর ভিত্তি করে প্রায় আড়াইলক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে।অদূর ভবিষ্যতে এ বিশাল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়বে। যার প্রভাব পড়বে পুরো দেশের ওপর।
৩) পরিবেশগত বিপর্যয় এবং রাসায়নিক বিষক্রিয়ার ফলে ব্যাপক জনগোষ্ঠী সহ নবজাত শিশুর জীবন বিপন্ন হতে পারে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

খেয়া ঘাট বলেছেন: আপনার উচ্চকিত কন্ঠের জন্য অনেক ধন্যবাদ ভাই।
আশাকরি সহযাত্রী হিসাবে থাকবেন।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

মুদ্‌দাকির বলেছেন: কি যে হইব আমাগো দেশের ?? :( :( :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

খেয়া ঘাট বলেছেন: বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী।

পুরো দেশটাকে জনগণ নিজের সম্পদ মনে করতে পারেনা। এখানেই সমস্যা।
আমাদের পালিত গরুকে আমার সম্পদ মনে করি। কারো গরু চুরি করার চেষ্টা করলে মালিক রুখে দাঁড়াবে।কিন্তু দেশ লুটপাট হয়ে গেলেও আমরা প্রতিবাদী হইনা। কারণ ঐ যে নিজের দেশটাকে নিজের সম্পদ হিসাবে ভাবতে পারিনা।

আশাকরি সাথে থাকবেন ভাই।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !! সহমত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। আশাকরি সাথে থাকবেন।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

হাবা বাবা০০০১ হ্যাপী বলেছেন: এইরকম কত্ত কিছু হবে আর আমরা হা করে দেখতে থাকব কারণ দেশ এখন দেশপ্রেমীকদের!!!!!!! হাতে আমাদের কিছুই বলার নেই।ভবিষ্যতে সুন্দরবন কেন এদেশ নাও থাকতে পারে। হাগতে মুততে শুতে সবসময় দাদাবাবুদের কল্যাণটা আমাদের বড়ই চাওয়া।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

খেয়া ঘাট বলেছেন: স্বার্থপরতা আর দাসত্বের শৃঙখলে আমাদের বিবেক বন্দী হয়ে আছে ভাই।
আপনাদের সহযাত্রী হিসাবে সাথে চাই।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

আমি তুমি আমরা বলেছেন: আমি কোন আশা দেখতেছি না :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

খেয়া ঘাট বলেছেন: কর্মে, কৌশলে এগুতে হবে। জনতাকে সচেতন করতে হবে। বুঝতে হবে দেশের মালিক কিনতু দেশের জনগণ।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আমাকে পাবেন আপনার সাথে। মিছিল-মিটিংএ না হলেও ব্লগে। যেহেতু আমি প্রবাসী।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। যেকোন একভাবেই সহযোগিতা করলেই আমাদের সাহস বাড়বে, উদ্দীপনা বাড়বে, মনোবল বাড়বে।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৫

মুহামমদল হািবব বলেছেন: সহমত। যে দিন রামপালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সেদিন বেশ কিছু সংগঠন প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলো কিন্তু প্রশাসন এবং সরকারী দলের জন্য তা শতভাগ সফল হয়নি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৬

খেয়া ঘাট বলেছেন: শেষমুহুর্ত পর্যন্ত সোচ্চার হয়ে, মুখরিত হয়ে এর বিক্ষুদ্ধ প্রতিবাদ করে যাবো।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৫

সচেতনহ্যাপী বলেছেন: এটাই বাস্তব।।ধন্যবাদ আমাকে সঙ্গী করার জন্য।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ সহযাত্রী হিসাবে পাশে পাওয়ার জন্য ভাই।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৫

গ্রীনলাভার বলেছেন: নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের সুবিধার চাইতে দীর্ঘমেয়াদী অসুবিধা বেশি। রামপালে না করে আর অন্য কোথায় এই প্লান্ট বসানো যায়? নাকি নিউক্লিয়ার পাওয়ার প্লান্টেরই বিপক্ষে আমরা?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৪

খেয়া ঘাট বলেছেন: সরকারের সদিচ্ছা থাকলে অন্য যেকোনো জায়গায় ভূমি বরাদ্দে কোনো সমস্যা হওয়ার কথা না।
তবে সুন্দরবনের পাশে রামপালেই কেন হতে হবে?
প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হলে শুধু দেশের না , পুরো পৃথিবীই এর সাথে সম্পৃক্ত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৫

খেয়া ঘাট বলেছেন: গ্রীনলাভার, আমাদের আন্দোলনও এই গ্রীনের পক্ষেই। আশাকরি সাথে থাকবেন।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮

অন্তরন্তর বলেছেন:

ভাল লিখেছেন। দেশের বাইরে থেকে আপনার বা আমার
যেভাবে দেশকে মনে পরে বা দেশের প্রতি যে ভালবাসা
তা হয়ত দেশে থাকলে হত না।
দেশের সমস্যা হল প্রত্যেক বাংলাদেশীর সমস্যা। সবাই
রাষ্ট্রীয় সমস্যায় এক হলে কোনভাবেই দেশের ক্ষতিকারক
কোন চুক্তি হতে পারত না। আজকে আপনার পোস্ট দেখে
আরও কিছু লিখছি যা আমি কখনও লিখি না। আপনি
একটু এই সামু ব্লগে নজর দিলে দেখবেন কিছু দলকানা,
অন্ধ ব্লগার । সবচেয়ে খারাপ লাগে যখন দেখি
কারও কোন লিখার জন্য তার বাবা মাকে গালাগালি করা
হয়। এখানে সেই বাবা মায়ের কি দোষ আমি বুঝি না। আমি
বা আপনি যাদের বাবা মাকে গালি দিচ্ছি শুধু একটা দলের
হয়ে লিখার জন্য তারা কিন্তু সবাই শিক্ষিত। শিক্ষিত না হলে
ব্লগিং করার কথা না। এখন বলেন দেশের স্বার্থবিরোধী কোন
কাজ কেও করলে আপনি বা আমি এক হয়ে আন্দোলন করব
কিভাবে। কারন ঐযে আমি বা আপনি দলকানা।
আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং এর সফলতা
আশা করি। আমরা সবাই একত্রে দেশের কাজ করি।
শুভ কামনা। দুঃখিত বড় মন্তব্য করার জন্য।


২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৭

খেয়া ঘাট বলেছেন: গালিবাজদের গালিই একমাত্র অস্ত্র।
ওদের কাছ থেকে তাই এর চেয়ে ভালো কিছু আশা করতে পারবেন না।
আর মা-বাবাকে জড়ানো খুবই জগণ্য নীচু মানসিকতার কাজ।

আপনাদের সবাইকে সাথে চাই।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫১

সামুর ভক্ত বলেছেন: সাথে ই আছি কিন্তু পাশে থাকতে পারলাম না বলে খারাপ লাগছে ।কারণ আমি প্রবাসী।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৮

খেয়া ঘাট বলেছেন: এই যে পাশে আছি বললেন, এটাই অনেক বড় অনুপ্রেরণা। এটাই সাহস যোগাবে, মনোবল বাড়াবে।
অনেক ধন্যবাদ পরবাসী সামুর ভক্ত ভাই।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০১

সচেতনহ্যাপী বলেছেন: আমাকে সাথে পাবেন,ঁ অনলাইনে।। ধন্যবাদ।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ ভাই।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৫

মিজানুর রহমান মিলন বলেছেন: অবশ্যই হতে দেওয়া কোনোমতেই যাবে না ।

যদি পাওয়ার প্লান্ট তৈরি করতেই হয়, তবে সুন্দরবনকে বাদ দিয়ে। পাওয়ার প্লান্টের বিকল্প হতে পারে কিন্তু সুন্দরবনের বিকল্প হতে পারেনা।


আমাকে অবশ্যই সাথে পাবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ মিলন ভাই।
পোস্টের নীচের লিঙকে গিয়ে আপনার সমর্থন জানালে খুশী হবো।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

সায়েদা সোহেলী বলেছেন: ভৌগোলিক অবস্থান বিচারে বলতে হয় জলে থেকে নাকি কুমিরের সাথে বিবাদ করতে নেই , ( উপায় নেই ) তাই বলে সেচ্ছায়
কুমিরের পেটে চলে যাওয়া !!! :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

খেয়া ঘাট বলেছেন: সেটাই দুঃখ।
তারপরও বিক্ষুদ্ধ থাকবো। প্রতিবাদ করে যাবো। জনগণকে জানাবো।
আশাকরি আপনাদেরও সাথে পাবো।

ধন্যবাদ।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার একটি পোস্ট সুপ্রিয় খেয়াঘাট। রাম পাল প্রজেক্ট রুখে দেয়া দরকার ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

খেয়া ঘাট বলেছেন: সবাই এগিয়ে আসলে সুন্দর বাঁচবে। সব চোর ডাকাত মুনাফাখোর, স্বার্থপরদের কবর রচিত হবে।
আশাকরি আপনাদেরও সাথে পাবো।
বিনীত ধন্যবাদ ভাই।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,



" জনগণই সকল ক্ষমতার উৎস " যদি এটা ধরে নেই তবে সচেতনতা সৃষ্টিতে এই পোষ্টটি " ষ্টিকি " করা হোক ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
আশাকরি সহযাত্রী হিসাবে সাথে পাবো।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

সাদা আকাশ বলেছেন: শুরুতেই এই নিয়ে ফেসবুকে কথা বলেছিলাম। জুটার মত কিছু না জুটলেও কিছু গালি জুটেছিল। পাশে অনেকে এগিয়ে আসলেও শেষে কাউকেই আর এটা নিয়ে কোন কথা বলতে বা আলোচনা করতে শুনিনি। নির্বাচন শেষ হয়েছে সাথে রাজনৈতিক স্থির পরিবেশ আছে কিন্তু এটা নিয়ে তারা এক অনড় অবস্থায় রয়েছে। বুঝি না, মানুষের আলোচনাও কি তারা চোখে দেখে না। নাকি নিজেদের জেদই তাদের কাছে সব কিছু?

আমার একটাই প্রশ্ন ছিল "যদি প্রকল্পটা আপনার(যারা অনুমোদন দিয়েছে এবং যারা এর পক্ষ হয়ে বলছেন তাদের) বাড়ির ৮ কি.লো. দূর হতো এবং এই প্রকল্পে মালামাল আনয়নের একমাত্র রাস্তাটা আপনার বাড়ির সামনে হতো আর মালামালের গুদাম আপনার বাড়ির ঠিক পাশে থাকতো তবে আপনি এই প্রকল্পকে কতটুকু সাপোর্ট করতেন?"

মনে হয় প্রশ্নটা অযৌক্তিক ভাবে আমি করি নি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৮

খেয়া ঘাট বলেছেন: মনে কষ্ট নিবেন না ভাই।
দেশের কল্যাণে কিছু করে গালি জুটাও খারাপ না। এটাকে সৌভাগ্য হিসাবেই ধরে নিন।

"আমার একটাই প্রশ্ন ছিল "যদি প্রকল্পটা আপনার(যারা অনুমোদন দিয়েছে এবং যারা এর পক্ষ হয়ে বলছেন তাদের) বাড়ির ৮ কি.লো. দূর হতো এবং এই প্রকল্পে মালামাল আনয়নের একমাত্র রাস্তাটা আপনার বাড়ির সামনে হতো আর মালামালের গুদাম আপনার বাড়ির ঠিক পাশে থাকতো তবে আপনি এই প্রকল্পকে কতটুকু সাপোর্ট করতেন?"

এ কথাটুকু বুঝলেই এতো দূর্গতির সম্মুখীন হতে হতোনা।

ভালো থাকবেন ভাই। সাথে থাকবেন ভাই।

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ভোরের সূর্য বলেছেন: এক কথায় সহমত।

কিন্তু আসলে আমরা বাংলাদেশীরাই মীরজাফর।
এত বড় মজার তামাশার নির্বাচন হয়ে গেল কিন্তু দেখেছেন কি কোন সাধারণ মানুষ এর একটাও প্রতিবাদ করেছে? আমরা সবাই খুব বেশী স্বার্থপর হয়ে গেছি। আমি নিরপেক্ষ নির্বাচন চেয়েছি মানে কি আমি বি এন পি বা জামায়াত হয়ে গেছি? না........আমি আওয়ামীলীগ,বিএনপি,জামায়াত বুঝিনা আমি আমার ভোটের অধিকার চাই। হোক না আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসুক সমস্যা নাই যদি সাধারণ জনগণ নিরপেক্ষ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামীলীগ কে ক্ষমতায় নিয়ে আসে।
সচেতনতার এবং জাতীয় ঐক্যের খুব অভাব আমাদের। আমরা ২৩০০০হাজার মানুষ বিশ্বের সব চেয়ে বড় পতাকা বানিয়ে বিশ্বরেকর্ড করতে পারি এবং জমায়েত হতে পারি কিন্তু সেসম দেশের দুঃসময়,ব্যবসা বানিজ্য বন্ধ,রাস্তায় আগুনে বোমায় মানুষ মারা যাচ্ছে কিন্তু আমরা সাধারন মানুষ এক হতে পারিনা। কেন সেই ২৩০০০ হাজার মানুষ মধ্যে যদি ১১৫০০হাজার মানুষ খালেদা জিয়ার বাড়ীর সামনে জমায়েত হয়ে বলতে পারতাম না যে আপনি হরতাল,আগুনে পোড়ানো,মানুষ মারা,সন্ত্রাস বাদ দিয়ে আমাদের শান্তিতে থাকতে দিন। আর বাকি ১১৫০০হাজার মানুষ শেখ হাসিনার অফিস বা বাড়ীর সামনে যেয়ে জমায়েত হয়ে বলতে পারতাম না যে আপনি জেদ না ধরে নিজের ক্ষমতা ছাড়ুন এবং নিরপেক্ষ নির্বাচন দিন। তাহলে কি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ক্ষমতা ছিল এই জনমত কে উপেক্ষা এবং অস্বীকার করা? নাহ আমরা সেসব জায়গায় নাই। আমরা পতাকা বানাতে জমায়েত হব কিন্তু আমাদের ন্যায্য দাবি জানাতে জমায়েত হব না। কি যে বোকা আমরা। যার খেসারত রামপালের মত বিদ্যুত কেন্দ্র কিংবা ফারাক্কা বাধ দিয়েই দিতে হবে।

একটু অন্য দিকে যাই। কোথায় এখন গন জাগরণ মঞ্চ?যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছে খুব ভাল এবং সহমত। হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত লংমার্চ করেছে সেটাতে একমত এবং পাকিস্তান পার্লামেন্টে যুদ্ধাপরাধীদের নিয়ে কমেন্ট করাতে পাকিস্তান হাই কমিশন ঘেরাও করতে গেছে তাতেও একমত।আন্তর্জাতিক বানিজ্যমেলায় পাকিস্তানী দ্রব্য নিষিদ্ধ ঘোষনা করেছে।

কিন্তু তারা এই তামাশার নির্বাচন নিয়ে একটাও টু শব্দ করেছে যেখানে আওয়ামীলীগের অনেক নেতাই প্রকাশ্যে এই নির্বাচনে যেয়ে বিব্রতবোধ করেছে।

নতুন ভারতীয় ছবি গুন্ডেতে আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে এবং এটাকে ভারত পাকিস্তান যুদ্ধরূপে বর্ণনা করা হয়েছে। কোথায় এখন গন জাগরণ মঞ্চ?তারা কি এখন পর্যন্ত কোন প্রতিবাদ জানিয়েছে? তারা কি এখন ভারতীয় ছবি বা চ্যানেল দেখা বাংলাদেশে বন্ধ করার কথা বলবে? ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে যাবে?
অথবা

রামপালে বিদ্যুৎ কেন্দ্র না করার দাবিতে প্রতিবাদ জানিয়েছে?একটাও কথা বলেছে?
আসল কথা আমাদের ঐক্য নাই যেটা এই মুহূর্তে আমাদের খুব দরকার। আশাকরি আপনি অনেককেই পাবেন আপনার সাথে এবং রামপাল নিয়ে একটি জাতীয় ঐক্য তৈরি হোক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২০

খেয়া ঘাট বলেছেন: খুবই যৌক্তিক কথাগুলো বলেছেন ভাই।
এরপরে আর কীবা বলার থাকতে পারে।
আশাকরি সহযাত্রী হিসাবে সাথে পাবো।
আমাদের প্রতিবাদ, প্রতিরোধ অব্যাহত থাকবে।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

জুন বলেছেন:
সুন্দরবনের ভেঙ্গে পড়া একটি গাছের মরে যাওয়া কান্ড হাত বাড়িয়ে যেন বলছে
থামো, এবার আমাদের বাঁচতে দাও

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২১

খেয়া ঘাট বলেছেন: চমৎকার একটা ছবি। এ ছবির জন্য আপনার ছেলেকে আমার শুভেচ্ছা পৌঁছে দিবেন। বলবেন, ওর ছবিটি আমি আমার আলোচনায় শেয়ার করবো।
ওর নামটা একটু বলবেন কি????

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

অস্পিসাস প্রেইস বলেছেন:


-পোস্ট স্টিকি করা উচিৎ-

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
আশাকরি সহযাত্রী হিসাবে প্রতিবাদে, প্রতিরোধে সাথে থাকবেন।

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অস্পিসাস প্রেইস বলেছেন:


-পোস্ট স্টিকি করা উচিৎ-

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।
আশাকরি সহযাত্রী হিসাবে সাথে থাকবেন।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: রামপালের ভয়াবহতা নিয়ে বেশ গোছানো একটা পোস্ট ...

বিদ্যুৎ কেন্দ্র করার মত অনেক যায়গা খুজে পাওয়া যাবে কিন্তু সুন্দরবন একটাই ... যে কোন মূল্য রুখে দিতে হবে একে ।


এই ধরনের একটা পোস্ট যতদিন এর স্থায়ী সমাধান না হয় ততদিন স্টিকি করে রাখা যায় ...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৪

খেয়া ঘাট বলেছেন: বিদ্যুৎ কেন্দ্র করার মত অনেক যায়গা খুজে পাওয়া যাবে কিন্তু সুন্দরবন একটাই ... যে কোন মূল্য রুখে দিতে হবে একে ।
+++++++++++
আশাকরি প্রতিবাদে, প্রতিরোধে, দ্রোহে, বিদ্রোহে সহযাত্রী হিসাবে সাথে পাবো।
বিনীত ধন্যবাদ রইলো।

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

সাজিদ উল হক আবির বলেছেন: দেশের থেকে হাজার মাইল দূরে বসেও আপনার এ মহৎ উদ্যোগ যদি আমাদের মধ্যে স্ফুলিঙ্গ তৈরি না করে , তবে আর কিসের বাঙালি?

সাথে আছি শ্রদ্ধেয় খেয়াঘাট ভাই। রুখে দিতে হবে রামপাল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৫

খেয়া ঘাট বলেছেন: রুখে দিতে হবে রামপাল।
আশাকরি ব্লগে, কলমে, লিখায়, ফেসবুকে প্রতিবাদে, প্রতিরোধে সহযাত্রী হিসাবে সাথে পাবো।

বইয়ের কাটতি কেমন????

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আপনাদের অনুপ্রেরণাই আমাদের মনোবল আরো বাড়িয়ে দিবে।

৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

সায়েম মুন বলেছেন: দেশের স্বার্থ, আমাদের স্বার্থ পরিবেশের স্বার্থ বলতে রাজনীতিতে কিচ্ছু নাই। আছে শুধু নিজ স্বার্থ এবং সহযোগীদের স্বার্থ। অথচ রাজনীতিবিদরা দাবী করেন তারাই সর্বোচ্চ দেশপ্রেমিক। বাকীরা আগাছা।

৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সাথে আছি । এই প্রকল্পের বিরোধিতা করা বাধ্যতামূলক । তারা যা চাইবে তাই হবে এই ভাবে আর কতদিন !

৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

ইমাম হাসান রনি বলেছেন: সাথে আছি

৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

না পারভীন বলেছেন: সবাই দেশকে ভালবাসে । দেশকে ধবংশ করে দেয়ার মত কাজ করেও দেশকে ভালবাসি এ কথা বলে সবাই । আমরা আমজনতা আমরা শুধু হিসেব মিলাতে পারিনা :(

৩৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সাথে আছি। দেশকে ভারত , পাকিস্তান, আমেরিকা কারো হতে দেব না। বাংলাদেশ শুধুই খাঁটি বাংলাদেশীদের যারা নিজের দেশকে মনে প্রাণে ধারন করে। আমিও প্রবাসী হওয়ায় আপনাদের শুভ উদ্যোগে পাশে না দাঁড়াতে পারলেও দূর থেকে একজন বঙ্গসন্তান হিসেবে অকুন্ঠ সমর্থন করছি।

৩৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: কিন্তু দেশের যেখানেই বিদ্যুৎ কেন্দ্র করুক সেই আবাদী জমির উপরই করতে হবে কারণ বাংলাদেশের অলমোষ্ট জমিই কৃষি কাজের উপযুক্ত এবং কৃষি কাজে ব্যবহৃত হয়। আর আমাদের তো বিদ্যুৎ প্রয়োজন। ভবিষ্যৎ উন্নয়নের একটি অন্যতম প্রধান শর্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.