নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

কিংবদন্তি নভেরাকে নিয়ে বিডিলাইভ২৪.কমে আমার লিখাটি পড়ার অনুরোধ রইলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

কিংবদন্তি নভেরাকে নিয়ে বিডিলাইভ২৪ এ আমার লিখাটি পড়ুন।

এক রহস্যময়ী নারী, ভাস্কর্যের নিপুন কারিগর কিংবদন্তি নভেরা



অথবা এখানেও পড়তে পারেন



বিনীত ধন্যবাদ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

টিংকু ট্রাভেলার বলেছেন: ধন্যবাদ। আমি শেয়ার দিলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় টিংকু ভাই।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

ভোরের সূর্য বলেছেন: নভেরা আহমেদ একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন এটা জানতাম কিন্তু শহীদ মিনার নির্মাণের ক্ষেত্রে হামিদুর রহমানের সাথে তিনিও ছিলেন এটা জানতাম না। আপনার মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারলাম। আপনি যেসব উদ্যোগ নেয়ার কথা বলেছেন সেটার সাথে সহমত এবং আমি আরেকটা এ্যাড করতে চাই সেটা হল নভেরা আহমেদ কে একুশে পদক দিয়ে সম্মানিত করা হোক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৪

খেয়া ঘাট বলেছেন: আপনার সাথে একমত প্রিয় ভোরের সূর্য ভাই।
বিনীত ধন্যবাদ রইলো।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

মামুন রশিদ বলেছেন: নব্বোইয়ের পরে নভেরাকে নিয়ে একটা উপন্যাস পড়েছিলাম । তখনই তার সম্পর্কে প্রথম ধারণা পাই । আপনার লেখাটিও পড়ব ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫

খেয়া ঘাট বলেছেন: হাসনাত আব্দুল হাইয়ের "নভেরা" নিশ্চয়ই পড়েছিলেন।
আশাকরি এ লিখাটিও পড়বেন। বিনীত ধন্যবাদ রইলো।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

নিশাত তাসনিম বলেছেন: পড়ে আসলাম খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৬

খেয়া ঘাট বলেছেন: পড়ার জন্য , মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ নিশাত ভাই।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: লিঙ্কটা ওপেন করতে পারছি না :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

খেয়া ঘাট বলেছেন: দুটো লিংকের একটাও খুলেনা।
আমিতো খুলতে পারছি। :( :( :( :( :( :(

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

রাসেলহাসান বলেছেন: আচ্ছা কালকে পড়ে নিবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন একটা পোস্ট ।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ আপনাকে।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

একজন ঘূণপোকা বলেছেন:

নভেরা কে নিয়ে সামুতে আগে একটা লেখা পড়েছিলাম, লেখকের নাম মনে আসছে না। ইন্টারেস্টিং ক্যারেক্টার নভেরা, আমার খুব ভালো লেগেছিলো।


দাঁড়ান আপনার লেখাটা পড়ে আসতেছি

আমার প্রিয় একটা চরিত্রকে নিয়ে প্রিয় একজন ব্লগার লিখেছন

এই লেখা কি মিস করা যায়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: ঐটা আমিই লিখেছিলাম ভাইজান।
বিনীত ধন্যবাদ রইলো।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: পড়লাম ভাইয়া, কিন্তু খুবই অগোছালো লাগলো । কিছু কিছু জায়গা খুবই চোখে লাগে ( যেমন, কেন, কেন,কেন এতো বড় একজন গুনী শিল্পীর কদর এ দেশে হলোনা??? আমার মনে হয়, এখানে একবার কেনও ব্যবহার করলেও চলতো , অন্যকোনও ভাবে আপনার প্রশ্নটা বা প্রকাশভঙ্গীটা শক্তিশালী করতে পারতেন ) । আপনি নিজে একবার নির্মোহ দৃষ্টিতে লিখাটা পড়ে দেখবেন ।

শুভেচ্ছা আর ভালো থাকবেন । :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।
সম্পাদকের কথা রক্ষার্থেই একুশ তারিখেই যা ছিলো তাই দিয়েছিলাম।
এরপর শব্দসংখ্যা ঠিক রাখতে উনারা কিছু এদিক ওদিক করেছেন
তবে আপনে একেবারে ঠিকই ধরেছেন।
আরেকটু সময় পেলে কিছুটা গোছানো যেতো।
বিনীত ধন্যবাদ রইলো প্রিয় আদনান ভাই।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪

ক্যাচালবাজ বলেছেন: জেনে লিখেছেন? আমি যতদুর শুনেছি নভেরা এখনো বেচে আছেন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

খেয়া ঘাট বলেছেন: আমিও জানলাম।
উনাকে নিয়ে এরপরদিনই একটা রিপোর্ট ফেসবুকের এক বন্ধুর কল্যাণে পড়লাম। ওখানেই লিখা আছে উনার মৃত্যু নিয়ে বেশ একটা রহস্য ছিলো।
উনি অনেকদিন একেবারেই লোকচক্ষুর অন্তরালে আত্মগোপনে ছিলেন।
এখনতো ভালোই হলো- উনি জীবিত থাকতেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার যা কিছু করার দ্রুত করতে পারে।
উনার পরিপূর্ণ একটা জীবনী অন্ততঃ লিখে পাঠ্য বইয়ের অন্তর্ভূক্ত করা হোক।

বিনীত ধন্যবাদ রইলো ভাই।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়িলাম... আপনিতো মিয়া জিনিয়াস...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সালাম এবং ধন্যবাদ... :)




‘আরিফ মাহমুদ’ জিনিসটি কী? B-)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পরে দেখলাম। এবং অনেকদিন পর আমিও আসলাম।
মাঈনউদ্দিন মইনুল যেরকম জিনিস আরিফ মাহমুদ টাও সে কিসিমের জিনিস !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অসাধারণ লেখা।
নভেরা’র জন্য আলাদা একটি গ্যালারি ছিলো তো! এখন কি নেই?


অনেক শুভেচ্ছা খেয়াঘাট ভাই... :)

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাস্কর নভেরাকে আমরাও দেরিতেই চিনেছি...
কীর্তিমানদেন চিনতে বাঙালি সবসময়ই দেরি হয়ে যায়।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: গত সপ্তাহে লেখাটা বোধহয় ফেবুতে শেয়ার দিয়েছিলেন?? তখন পড়েছি।

যোগ্যব্যক্তির মর্যাদা দিতে আমরা সর্বদাই বিলম্ব করি :(

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

না পারভীন বলেছেন: প্রকৃত গুণী শিল্পীদের একটা অহংবোধ থাকে, আমাদের মতো সমাজে এই সব শিল্পীর অহংবোধ প্রতিনিয়ত আঘাত প্রাপ্ত হয়। আমরা তো শুধু ভাগ্যক্রমে এক নভেরাকে বিস্মৃতির অতল থেকে খুঁজে পেয়েছি, কে জানে হয়তো আরো অনেক নভেরাই উলটে যাওয়া বইয়ের পাতার মতো হারিয়ে গেছে ইতিহাসের আঁধারে।



আসলেই হয়ত তাই । :(

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার লেখা
শুভেচ্ছা +

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

এহসান সাবির বলেছেন: অবশ্যই লিংক দেখবো......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.